BCS Preparation of Exam.

  • Home
  • BCS Preparation of Exam.

BCS Preparation of Exam. hasan

NSI সহকারি পরিচালক পদের নিয়োগ পরীক্ষার পূর্ণ সমাধান- ২০১৯পরীক্ষাঃ ২৮ সেপ্টেম্বর ২০১৯বাংলা (২০x১.২৫=২৫)1.    কোন শব্দযুগ...
06/09/2021

NSI সহকারি পরিচালক পদের নিয়োগ পরীক্ষার পূর্ণ সমাধান- ২০১৯
পরীক্ষাঃ ২৮ সেপ্টেম্বর ২০১৯
বাংলা (২০x১.২৫=২৫)
1. কোন শব্দযুগল বিপরীতার্থক-? -উন্মীলন-নির্মীলন
2. কোনটি ফারসি উপসর্গ?- কম
3. রাতে তারা দেখা যায়-কোন কারকে কোন বিভক্তি?— অধিকরণে সপ্তমী
4. নাতিশীতোষ্ণ " কোন সমাসের উদাহরণ ?-নঞ্ তৎপুরুষ।
5. অলুক তৎপুরুষ - সোনার তরী
6. কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর: তরবারি
7. ‘বাবা’ কোন ভাষার শব্দ?— তুর্কি।
8. মৌন শব্দের বিপরীত শব্দ- মুখর
9. Defendant শব্দের পরিভাষা- বিবাদী
10. হাড়ে বাতাস লাগা অর্থ- কোনটিই নয় ( অর্থ হচ্ছে স্বস্তি পাওয়া)
11. উত্থাপন সন্ধি বিচ্ছেদ- উৎ+স্থাপন
12. কুহক- এর স্ত্রীবাচক শব্দ? - কুহকিনী
13. স্বভাবতই মূর্ধন্য ণ হয় কোনটাতে?— বাণ
14. কাদনা> কান্না কোন ধরণের ধ্বনি পরিবর্তন? -সমীভবন
15. নিচের কোনটি সমাসের মাধ্যমে গঠিত?— আমরা
16. যুগসন্ধিক্ষণের কবি? - ঈশ্বরচন্দ্র গুপ্ত
17. "বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পরিয়া থাকে"-কোন রচনার অংশ? - যৌবনের গান
18. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত- অতসী মামী
19. রুপাই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?— নকশী কাঁথার মাঠ
20. ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক মুলত কে?- চন্দকুমার দে
English (20x1.25=25)
Find Odd word (21- 25)
21. a. Dulcet b. Mellifluous c. Melodious d. Raucous e. Harmonious
Ans: Raucous অর্থ কর্কশ, বাকিগুলোর অর্থ মসৃণ/ সুমধুর
22. a. Magnificent b. Glorious c. Splendid d. Outstanding e. Average
Ans: Average
23. a. Obscure b. Limpid c. Ambiguous d. Vague e. Wispy
Ans: Limpid অর্থ নির্মল, পরিষ্কার বাকিগুলোর অর্থ অস্পষ্ট/ দ্ব্যর্থক
24. a. Paltry b. Significant b. Negligible d. Immaterial e. Trivial
Ans: Significant
25. a. Discord b. Conflict c. Friction d. Dispute e. Consent
Ans: Consent সম্মতি, বাকিগুলোর অর্থ অনৈক্য/বিতর্ক
Fill in the gap in the text (26-30)
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despites the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific microclimates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. (congenial) in encouraging patients to relax. Android App: Job Circular
Sentence Correction (31- 35)
31. There is no mother but loves her child- No error
32. I need to buy some equipment- No error
33. I would rather die than bribe- bribe
34. The picture has hung on the wall- (Incorrect: has)
35. I prefer tea than coffee in the morning- (Incorrect- than>to)
Closest Meaning (36-40)
36. Cats and dogs- heavily
37. looked into- investigate
38. deny- refuse
39. for good- forever
40. out of order- None
গণিত (২০x১.২৫=২৫)
41. ২ক*২ -১৬ক +৮= ০ , ক এর স্পম্ভাব্য মানগুলোর যোগফল? উঃ ৮
42. একটি ঝুড়িতে রাখা আম , কমলা ও লিচুর অনুপাত ৭:৩:২, কিছু আম সরিয়ে কিছু লিচু ও কমলা রাখলে অনুপাত হয় ৯:৫:৪। সর্বনিম্ন কয়টা লিচু যোগ করা হয়েছিল? উঃ ২টি
43. আবুলের সাপ্তাহিক বেতন ১৬% বৃদ্ধিতে উপার্জন ৮১২ টাকা হলে সাপ্তাহিক বেতন ১০% বৃদ্ধিতে উপার্জন কত? উঃ ৭৭০ টাকা
44. ঘনকের বাহুর দৈর্ঘ ৩ মিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? উঃ৫৪ বর্গমিটার
45. ১০ টা ১২ মিনিটে ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত? উঃ ১২৬ ডিগ্রি
46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলায় পাশ, অন্য একটি ক্লাসের ১০০জন ছাত্রের ৬০% বাংলায় পাশ করে। মোট ছাত্রের ৫৫% বাংলায় পাশ করলে মোট ছাত্রের সংখ্যা কত? উঃ ২০০
47. x এর সকল মানের জন্য (ax+২)(bx+৭)=১৫x*2+cx+১৪ এবং a+b=৮ হলে, c এরমান কত হতে পারে? উঃ ৩১ ও ৪১
48. একটি দোকানে দুই ধরণের খাবার পাওয়া যায় যার মূল্য ৬৫ টাকা ও ২০ টাকা যথাক্রমে। মোট ২০৯ টা খাবারের মূল্য ৮৩৬৫ টাকা হলে ৬৫ টাকার খাবার কয়টা বিক্রি হয়েছিল? উঃ ৯৩
49. আসাদ খেজুর বিক্রি করে ৩০০ টাকা দরে।তার ত্রুটিপূর্ণ পাল্লায় ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়।রমজানে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে লাভ বা লোকসান না হলে খেজুরের ক্রয়মূল্য কত টাকা? উঃ কোনটিই নয়
50. সজীব তার বাসা থেকে ৪ কিমি দূরে ৫০ মিনিটে যায়। আসার সময় তার গতি ১০% কমে গেলে মোট কত সময় আসা যাওয়াতে লাগে? উঃ ১০৬ মিনিট( ১০৫.৫৫)
51. ১৮০ মিটার ট্রেন ৫৪ কিমি/ঘণ্টা গতিবেগে ৭২০ মিটার ট্যানেলে প্রবেশ করে।ট্যানেলটি অতিক্রম করতে কত সময় লাগবে? উঃ ৬০ সেকেন্ড
52. ঘনমূল ২ঃ ঘনমূল ৪= ৭ঃ ? উঃ ১৪
53. দুটি ছক্কা একযোগে নিক্ষেপে যোগফল ১০ হওয়ার সম্ভাব্যতা কত? উঃ কোনটিই নয় ( ১/১২)
54. যদি একটি সংখ্যা ক এর ১২০%, অপর একটি সংখ্যা খ এর ৮০% হয়, তবে ক+খ এর মান কত? উঃ কোনটিই নয়
55. ৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে করে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ জন বালক ২ দিনে করে। ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে? উঃ ৪ দিন
56. ৬% সুদে ১০০০০টাকা আর ৮% সুদে কত টাকা বিনিয়োগে মোট ৭% হারে সুদ পাওয়া যাবে? উঃ কোনটিই নয় ( ১০০০০)
57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ৬, ৮, ১০ মিটার। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দুরত্ব কত মিটার? উঃ ৪ মিটার
58. আবুর মাসিক আয় বাবুর থেকে ৪০% বেশি এবং বদির আয়ের ৭/৮ অংশ, বাবুর আয় ৫০০০ টাকা হলে তিনজনের মোট আয় কত? উঃ ২০০০০ টাকা
59. কুরিয়ার সার্ভিসে প্রথম ১০ কেজি পন্য পরিবহনে সার্ভিস চার্জ প্রতি কেজি ৫ টাকা এবং ১০ কেজির বেশি পন্যে প্রতি কেজি ৩ টাকা হলে ২৭ কেজি পন্য পরিবহনে মোট চার্জ কত? উঃ কোনটিই নয় ( ১০১ টাকা)
60. Q এর মান কত হলে 4Y*2 -QY+16 রাশিটি পূর্ণবর্গ হবে? উঃ 16
সাধারন জ্ঞান (২০x১.২৫=২৫)
61. দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশ
62. স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— পঞ্চদশ
63. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণগ্রহন করে- আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (IDA) থেকে
64. বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত?- গলফ
65. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি কোন সংস্থা থেকে লাভ করে?- WIPO
66. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালী
67. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায়? - ঢাকা
68. মূল্য সংযোজন কর দিবস- ১০ ডিসেম্বর ( ২০১৭ হতে পালিত হচ্ছে এই দিনে, আগে ছিল ১০ জুলাই) এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
69. আমাজন বনভূমি কোন ধরণের বনভূমি- গৃষ্মমন্ডলীয় ঘনবর্ষন বনাঞ্চল
70. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে — ৪১
71. মিলোনেশিয়ার দেশ? — ফিজি
72. জি-৭ থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে? - রাশিয়া
73. CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?—FAO
74. ওজোন স্তর সুরক্ষায় স্বাক্ষরিত হয়?- ভিয়েনা কনভেনশন
75. প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?- চীন
76. সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র? - তাজিকিস্তান
77. ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — জর্জিয়া
78. ওপেন সোর্স অপারেটিং সিস্টেম- Ubuntu
79. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ? - কোনটিই নয় ( উঃ জিম্বাবুয়ে-35 vs SL 2004, কানাডা- 36 vs SL 2003)
80. কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পান? - কেউ না (সত্যজিৎ রায় প্রথম বাঙালি)

09/01/2019

সবার আগে আপডেট পেতে পেইজে লাইক দিন 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহযোগীতা = সহযোগিতা 3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ 4) মনোকস্ট = মনঃক...

08/01/2019

BCS Preli Victory Campaign-7
আজ রাত ৯টার পরীক্ষার সিলেবাস থেকে
@@ সাঁওতালরা কোথায় বাস করে তা মনে রাখুন
এভাবে: রাদিব রং নিয়ে খেলা করে।
★ব্যাখ্যা:
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
-
@@খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস করে মনে
রাখুন এভাবে: সিম
★ব্যাখ্যা:
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
-
@@ বাংলাদেশের উপজাতি না এগুলো মনে রাখুন
এভাবে: আফ্রিদির মা জুনা।
★ব্যাখ্যা:
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুলু
না=নাগা
-
@@ বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।
-
@@ রাখাইনরা কোথায় বাস করে মনে রাখুন
এভাবে:
পটুক
★ব্যাখ্যা:
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার
====

আগামীকাল (৬ জানুয়ারি, ২০১৯) এর আংশিক সূর্যগ্রহনের মাধ্যমে সূচনা হতে চললো ২০১৯ এর বিস্ময়কর মহাবিশ্বের আরেকটি বিস্ময়কর ঘটন...
05/01/2019

আগামীকাল (৬ জানুয়ারি, ২০১৯) এর আংশিক সূর্যগ্রহনের মাধ্যমে সূচনা হতে চললো ২০১৯ এর বিস্ময়কর মহাবিশ্বের আরেকটি বিস্ময়কর ঘটনার।

#আংশিক_সূর্যগ্রহন_কেন_হয়?

ব্যাপারটা খুবই সিম্পল।
চাঁদ যখন ঘুড়তে ঘুড়তে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর মানুষের দৃষ্টিতে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।

ব্যাপারটা অনেকটা তোমার ঘরে বাল্ব জ্বালিয়ে, বাল্বের দিকে তাকিয়ে হাতের তালু চোখের সামনে ধরলে বাল্ব দেখা যায় না কিন্তু বাল্বের আলোটা দেখা যায় ঠিক অমনই ব্যাপারটা।

#কালকের_সূর্যগ্রহনটি_কোথা_থেকে_দেখা_যাবে?

ব্যাপারটা দূঃখজনক 😔। কেননা কালকের সূর্যগ্রহনটি বাংলাদেশ কিংবা ভারত থেকে দেখা যাবেনা। কারন ব্যাপারটা যখন ঘটবে তখন আমাদের দেশে থাকবে গভীর রাত (রাত ৪.৩০-৫.০০ এর দিকে শুরু হবে)। এটা দেখা যাবে জাপান থেকে, তাও ভোরবেলা। তার মানে সূর্য মামাজ্বি গ্রহিত হয়ে গিয়ে তারপর আমাদের দেশের উপর আসবে 😍

02/01/2019

পড়াশোনাটা সত্যিই মজার। আমি English grammar সম্পর্কিত রোমান্টিক পোস্ট করলাম....., আজ article নিয়ে পোস্ট করলাম।
ধরুন, আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছেন,
I love a girl. (আমি একটি মেয়েকে ভালোবাসি)
The girl is beautiful. (মেয়েটি সুন্দরী)
She is an M.A. (সে একজন এম এ পাশ)
The name of the girl is Taskiya. (মেয়েটির নাম তাসকিয়া)
1. ১ম বাক্যে I love a girl. এখানে a কেনো বসলো?
কারণ- প্রথম বাক্যে কোন বালিকাকে আমি ভালোবাসি তা নির্দিষ্ট করা নেই। সে তাসকিয়াও হতে পারে, আলিয়াও হতে পারে। এই কারণে ভালোবাসার মানুষটি অনির্দিষ্ট থাকায় girl এর পূর্বে article বসেছে a.
2. The girl is beautiful (মেয়েটি সুন্দরী)
পূর্বের বাক্যে girl এর আগে a বসে এই বাক্যে the কেনো?
কারণ প্রথম বাক্যে মেয়েটি বক্তার কাছে নির্দিষ্ট ছিলনা, এই বাক্যে সবাই বুঝতে পেরেছে, আমি সে মেয়েটির কথাই বলছি যাকে আমি ভালোবাসি। এই কারণে এইখানে article বসেছে the.
3. She is an M.A. গার্ল্ফ্রেন্ড এম এ পাশ করতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, আমরা জেনে আসছি, vowel (a,e,i,o,u) এর আগে article an বসে, এখানে consonant এর আগে an কেনো বসল?
কারণ সংক্ষিপ্ত শব্দ (abbreviation) এর M (এম) উচ্চারণ করতে এখানে vowel (a) এবং তারপর (m) এর উচ্চারণ এসেছে।
vowel এর উচ্চারণ আগে আসায় পূর্বে an বসেছে
4. The name of the girl is Taskiya.
এক বাক্যে মেয়েটি এবং তার নামটি দুটোই নির্দিষ্ট।
প্রথমত, মেয়েটির কথা প্রথম বাক্যেই বলা আছে সুতরাং মেয়েটি (girl) নির্দিষ্ট। তার পূর্বে the বসেছে।
তেমনই ভাবে, যে কোনো মানুষের নামও নির্দিষ্ট। গার্ল্ফ্রেন্ড কোনো এলিয়ান নয়। এই কারণে নাম (name) এর পূর্বেও definite article (the) বসেছে।
এবার ধরুন, সাহেব বাজার ওভার ব্রীজের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের প্রেমে পড়েছেন। ইংরেজীতে বললে হয়-
I saw (a) _____ girl yesterday in front of (b) ________ over bridge. (c) _______ girl was beautiful and I gave her (d) _________ rose. She took (e) _________ rose.
এই বাক্যে ৫টি article ব্যবহার করতে হবে। প্রথমটি হলো I saw _____ girl.
(a) যেহেতু, এই বাক্যে আমি আমার গার্ল্ফ্রেন্ড নাকি অন্য কারো গার্ল্ফ্রেন্ড কে দেখেছি তা বলা নাই, সুতরাং girl টি অনির্দিষ্ট। এই কারণে এখানে indefinite article (a) বসবে।
(b) ওভার ব্রীজের সামনে একটি মেয়েকে দেখেছি। এখানে, ওভার ব্রীজটি নির্দিষ্ট। কেননা, কোনো মেয়ের ওপর ক্রাশ খেতে হলে তার একটি নির্দিষ্ট স্থান থাকে। এখানে, আমি নির্দিষ্ট করেই বলেছি, ওভার ব্রীজের সামনেই মেয়েটিকে দেখেছিলাম। এই কারণে over bridge এর পূর্বে the বসবে।
(c) _______ girl was beautiful.
যেহেতু, একটি মেয়েকে ওভার ব্রীজের নীচে দেখেছিলাম, সে কথা আগেই বলেছি, প্রথম লাইনে মেয়েটি আমার কাছে নির্দিষ্ট না থাকলেও তৃতীয় লাইনে মেয়েটি নির্দিষ্ট (তার পরিচয় প্রথম লাইনে দেওয়া আছে)
এই কারণে article হবে the girl was beautiful.
(d) I gave her _____ red rose. যেহেতু, প্রথমবার গোলাপের কথা বলছি, সুতরাং গোলাপ (rose) singular common noun হবার কারণে তার পূর্বে indefinite article (a) বসবে
(e) She took _______ rose. সে গোলাপটি নিল। এই গোলাপটি সেই পূর্বের লাইনের গোলাপ। আগের লাইনে গোলাপটি আমার কাছে অনির্দিষ্ট ছিল, কিন্তু এই বাক্যে সে গোলাপটি আমার কাছে নির্দিষ্ট। এই কারণে এখানে article বসবে the.
English grammar শিখুন আনন্দের সঙ্গে।
অন্য কোন বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট করুন।
ধন্যবাদ।

26/12/2018

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা
BCS Preli Victory Campaign-4
পূর্ণমাণ : ১০০ . সময়: ১ ঘণ্টা ।
প্রতিটি প্রশ্নের মান সমান ।

1. Someone.........move¬d my bag.
a) have
b) having
c) haves
d) has
Ans- has

2. Those ........ the type I like.
a) aren't
b) don't
c) won't
d) isn't
Ans- aren't

3. When it was morning they decided to ...... an inn.
a) put out in
b) put off at
c) put at
d) put up at
Ans- put up at

4. You should ......such stupid mistakes.
a) avoid to made
b) avoid make
c) avoid making
d) avoid to have
Ans- avoid making

5. Which one is corect?
a) He has come to me day before yesterday
b )He would come to me day before yesterday
c) He had come to me day before yesterday
d) He came to me day before yesterday
Ans- He came to me day before yesterday

6. The cheeta can run faster than the gazelle; it is ..... of the two. a) the most speedier
b) more speedy
c) the speedier
d) The more speedier
Ans- the speedier

7. I waited for half an hour for my friend, but the train didn't ..... a) turn about
b) turn around
c) turn up
d) Turn in
Ans- turn up

8. Sushmita agreed ..... to Chandigarh and remain there for two months. a) to going to
b) to going
c) on going to
d) to go
Ans- on going to

9. The research study is an eye-opener and ......... us with the problems of poor nations. a) Attempted to acquaint
b) Attempting to acquaint
c) Attempts at acquainting
d) Attempt to acquaint
Ans-Attempts at acquainting

10. They continued to work in the field .........
a) Even though it rained heavily
b) Even though there is heavy rain
c) In spite the heavy rains
d) Although heavily rains
Ans-Even though it rained heavily

11. Ahmed, why ___ you called an ambulance when you ____ someone lying on the road? a) Didn’t .... see
b) Shouldn’t .... had seen
c) Haven’t.... saw
d) Couldn’t .... see
Ans- Haven’t.... saw

12. Which one completes the senrence properly? Some days ....... since my father died. a) are passed
b) passed
c) have passed
d) had passed
Ans-have passed

13. Choose the correct sentence.
a) I am here since Monday
b) I have been here since monday
c) I am here from monday
d) I was here since monday
Ans-I have been here since monday

14. We ...... a holiday since the beginning of this year.
a) did not have
b) have not had
c) are not having
d) had not had
Ans- have not had

15. Hardly had the train stopped......
a) before we got down
b) as we got down
c) than we got down
d) still we got down
Ans- before we got down

16. We were watching the news when the telephone.....
a) ringing
b) had rung
c) rang
d) rung
Ans- rang

17. I heard the baby ...... for this food.
a) cry
b) was crying
c) crying
d) cried
Ans- cry

18. A new house .......at the corner of the road.
a) been built
b) is being built
c) is building
d) is built
Ans-is being built

19. I will phone you when I.......the news.
a) am getting
b) get
c) will get
d) will be getting
Ans- get

20. The speaker failed to make the audience ....... to him patiently. a) to listen
b) listening
c) listened
d) listen
Ans-listen
21. They ........ his failure in the competition.
a) were all shocked at
b) had all shocked at
c) had all shocked by
d) had been all shocked on
Ans- were all shocked at

22. The population of Tokyo is.......... town in the world.
a) greatest among any other
b) greater than those of any other
c) greater than any other
d) greater than that of any other
Ans- greater than that of any other

23. Why............... the bag away?
a) had you not threw
b) did you not throw
c) did you not thrown
d) you did not thrown
Ans- did you not throw

24.Technology.......¬......forces of change.
a) must be using to feed
b) must use having fed
c) must be used to feed
d) must have been using to feed
Ans- must be used to feed

25. We don't know..........an escape.
a) how the thief did make
b) how the thief does make
c) how the thief made
d) how was the thief made
Ans- how the thief made
২৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা হয় কবে ?
ক. ১০ এপ্রিল , ১৯৭১
খ. ১৭ এপ্রিল , ১৯৭১
গ. ২৬মার্চ , ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর , ১৯৭১
সঠিক উত্তর :ক

২৭। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
ক. ৭মার্চের ভাষণ
খ. ২৫শে মার্চের স্বাধীনতা ঘোষণা
গ. ১৯৫৪সালের ২১দফা
ঘ. ১৯৬৬ সালের ৬দফা
সঠিক উত্তর :ঘ

২৮ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে অবস্থিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এর ভাস্কর কে?
ক. শামীম শিকদার
খ. মঈনুল হোসেন
গ. আব্দুল্লাহ খালেদ
ঘ. হামিদুর রাহমান
সঠিক উত্তর :ক

২৯ । পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত কবে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান?
ক. ১১ মার্চ , ১৯৪৮
খ. ২১শে ফেব্রুয়ারি , ১৯৫২
গ. ২৩শে ফেব্রুয়ারী , ১৯৪৮
ঘ. ৯মে , ১৯৫৬
সঠিক উত্তর :গ

৩০। জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
(ক) ১৭ নভেম্বর, ১৯৯৮
(খ) ১৮ নভেম্বর, ১৯৯৭
(গ) ৫ ডিসেম্বর, ২০০৮
(ঘ) ১৭ নভেম্বর, ১৯৯৯
সঠিক উত্তর :ঘ

৩১। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে কী সঞ্চার করে ?
ক. অসাম্প্রদায়িকতা
খ.মুজিববাদ
গ.ভাব প্রকাশের স্বাধীনতা
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর :ক

৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ১৯৪৭সালের ২ সেপ্ট কোন সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে?
ক. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
খ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গ. তমুদ্দীন মজলিস
ঘ. উদীচী
সঠিক উত্তর :গ

৩৩। ১৯৫২সালের ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা ঢাকাবিশ্ববিদ্যালয়ে এক সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়েছিল ?
ক. ৫জন
খ. ২জন
গ. ১০জন
ঘ. ৪জন
সঠিক উত্তর :গ

৩৪। ১৯৫২সালের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন ?
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. আবদুল মতিন
গ. গাজীউল হক
ঘ . অধ্যাপক আবুল কাসেম
সঠিক উত্তর :খ

৩৫। ১৯৫২সালের ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যা৭লীতে পুলিশের গুলিতে কেন নিহত হয়ে ?
ক. বরকত
খ. সালাম
গ. রফিক
ঘ. শফিক
সঠিক উত্তর : শফিউর রহমান

৩৬ ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির গীতিকার কে?
ক. গোবিন্দ হালদার
খ. আব্দুল লতিফ
গ. আলতাফ মাহমুদ
ঘ. আব্দুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর :খ
৩৭ ।১৯৫২সালে পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাংলা ভাষী বা বাঙালি ছিলো?
ক. ৯০%
খ. ৭৫%
গ. ৫৬%
ঘ. ৫০%
সঠিক উত্তর :গ
৩৮ ।কত সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ কর ‘’পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ‘’ দলের নাম ‘’পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’’ নামকরণ করা হয়??
ক.১৯৫৫ সালে
খ. ১৯৪৯
গ. ১৯৬৬
ঘ. ১৯৫৪
সঠিক উত্তর :ক
৩৯। ১৯৪৯ সালে ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে মওলানা আব্দুল হামিদ খান ভাষাণীর নেতৃত্বে গঠিত ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ কী ছিল?
ক. সাধারণ সম্পাদক
খ . সহ সভাপতি
গ. সভাপতি
ঘ.যুগ্ম সাধারণ সম্পাদক
সঠিক উত্তর :ঘ
৪০। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
ক. ২২৩ টি
খ. ২৩৭টি
গ. ২৩২
ঘ. ২২৫টি
সঠিক উত্তর :ক
৪১।৫৬ দিনের যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
ক. স্বরাষ্ট্র
খ. পররাষ্ট্র
গ. পল্লী উন্নয়ন , কৃষি ও সমবায়
ঘ.অর্থ মন্ত্রাণালয়
সঠিক উত্তর :গ
৪২। ১৯৬২ সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবার মূখর হয়ে কত দফা কর্মসূচী ঘোষণা করেন?
ক.১৫ দফা
খ. ২১দফা
গ. ৬দফা
ঘ. ১১দফা
সঠিক উত্তর :ক
৪৩।১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী লাহোরে শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার অধিকার রক্ষার জন্য কত দফা দাবী তুলে ধরেন?
ক.১৫ দফা
খ. ২১দফা
গ. ৬দফা
ঘ. ১১দফা
সঠিক উত্তর :গ
৪৪।কখন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য তথা আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন?
ক. ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারী
খ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী
গ. ১৯৬৯ সালের ২০জানুয়ারী
ঘ. ১৯৬৯ সালের ২৪জানুয়ারী
সঠিক উত্তর :ক
৪৫। কখন শেখ মুজিবুর রহমানকে ‘’বঙ্গবন্ধু’’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারী
খ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী
গ. ১৯৬৯ সালের ২০জানুয়ারী
ঘ. ১৯৬৯ সালের ২৪জানুয়ারী
সঠিক উত্তর :খ
৪৬। ১৯৭০ সালের ৭ডিসেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের জন্য নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে কতটি আসন আওয়ামী লীগ পায়?
ক.১৬৭ টি আসন
খ. ১৬৬টি আসন
গ. ১৬৮টি আসন
ঘ. ১৬৫টি আসন
সঠিক উত্তর :ক
৪৭।১৭ মার্চ টিক্কা খান,রাও ফরমান আলী বাঙালির উপর যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন এটা ইতিহসে কী নামে পরিচিত?
ক.অপারেশন সার্চ লাইট
খ. অপারেশন বিগ বার্ড
গ. অপারেশন ক্নিনজিং বাঙালি
ঘ. অপারেশন জ্যাকপট
সঠিক উত্তর : ক

৪৮। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক.কর্নেল এমএজি ওসমানি
খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. মেজর আব্দুর রব
সঠিক উত্তর :গ

৪৯। পাকিস্তানের ২৪বছরের মধ্যে বঙ্গবস্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
ক.১২ বছর
খ.২১বছর
গ. ২৩বছর
ঘ.১১বছর
সঠিক উত্তর :ক

৫০। কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এসে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন?
ক. ১৯৭২ সালের ১০ জানুয়ারী
খ.১৯৭২ সালের ১১ জানুয়ারী
গ.১৯৭২ সালের ৮ জানুয়ারী
ঘ.১৯৭২ সালের ১২ জানুয়ারী
সঠিক উত্তর :ক

৫১। মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন?
ক. এম. মনসুর আলী
খ. এ.এইচ.এম কামরুজ্জামান
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর :ক

৫২। পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়?
ক. ২৩ মার্চ ১৯৫৬
খ. ১৪ আগস্ট , ১৯৪৭
গ. ৫-৬ ফেব্রুয়ারি , ১৯৬৬
ঘ. ১৫আগস্ট , ১৯৪৭
সঠিক উত্তর :ক
৫৩।বঙ্গবন্ধু কত সালে ‘’বাংলাদেশ গণপরিষদ’’ নামে একটি আদেশ জারি করেন??
ক.১৯৭২ সালের ২৩ মার্চ
খ. ১৯৭২সালের ১১মার্চ
গ. ১৯৭২সালের ১২ মার্চ
ঘ. ১৯৭২সালের ১০ জানুয়ারী
সঠিক উত্তর :ক
৫৪। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ?
ক. ৭
খ. ৬৮
গ. ১৭৫

ঘ. ৬৭৬
সঠিক উত্তর : ঘ

৫৫।মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ডেটলাইন বাংলাদেশ’ এর নির্মাতা কে?
ক. গীতা মেহতা
খ. আলমগীর কবির
গ. জহির রায়হান
ঘ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
সঠিক উত্তর : ক

৫৬. বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ কোনটি ?
ক.১৭৬০-১৮৬০
খ.১২০১-১৩৫০
গ.১২০০-১৮০০
ঘ.১৭৬১-১৮৫৯
সঠিক উত্তর: ক

৫৭. ‘নিরঞ্জনের উষ্মা’ কার লেখা ?
ক.জয়নন্দী
খ.কয়েকজন কবির সম্মিলিত লেখা
গ.সহদেব চক্রবর্তী
ঘ.কোনটি নয়
সঠিক উত্তর: গ

৫৮.বাংলা সাহিত্যের মধ্যযুগের ১ম কাব্য বড়ু চন্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন ‘ কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বলভ এর সম্পাদনায় প্রকাশিত হয় ?
ক.১৯১৬
খ.১৯০৯
গ.১৯০৭
ঘ.১৯০১
সঠিক উত্তর: ক

৫৯.সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং ড: মুহাম্মদ শহীদুল্লাহ'র মতে শ্রীকৃষ্ণকীর্তন কোন শতকের রচিত হয়েছে ?
ক. ১১শ শতকে
খ.১৩শ শতকে
গ.১৫শ শতকে
ঘ.১৪শ শতকে
সঠিক উত্তর: গ

৬০. কড়চা কী ?
ক.কবিতা বা ছড়া
খ.হিসাবলিপি
গ.গদ্য পদ্য মিশ্রিত সাহিত্য
ঘ. ডায়েরী
সঠিক উত্তর: ঘ

৬১. ‘ধূয়া’ কী ?
ক. নির্দিষ্ট স্তরে পদ গান
খ.গীতিকা
গ.রূপকথা বা উপকথা
ঘ. নীতিশাস্ত্রের গল্প
সঠিক উত্তর: ক
৬২. মিলনের পূর্বে দর্শন , নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে
ক.বিরাগ
খ.অভিসার
গ.অনুরাগ
ঘ.পূ্র্বরাগ
সঠিক উত্তর: ঘ

৬৩.বৈষ্ণব পদাবলীতে কত প্রকার অভিসারের উল্লেখ রয়েছে
ক.৬
খ.৮
গ.১৩
ঘ.১১
সঠিক উত্তর: খ

৬৪.মাথুর কী ?
ক.চির বিরহ আর্তিমূলক পদাবলী
খ.প্রাচীন কাব্য কবিতার শেষে কবিরা নিজের নাম যোজনা করে যে আত্মপরিচয় দিতেন সেটিই
গ.নায়িকা সাজসাজ্জা করে সারারাত কুঞ্জবনে নায়কের জন্য প্রতীক্ষারত । নায়ক প্রতিনায়িকার সান্নিধ্যে নিশিযাপন করে প্রভাতে নায়িকার নিকট আগমন করলে নায়িকা অত্যন্ত কুপিতা হন । এই অবস্থাকে বলা হয়
ঘ.কোনটিই নয়
সঠিক উত্তর: ক

৬৫.সুকবি বল্লভ কার উপাধি ?
ক.বসন্তরঞ্জন রায়
খ.বিষ্ণুদেব
গ.জ্ঞানদাস
ঘ.নারায়ন দেব
সঠিক উত্তর: ঘ

৬৬.মঙ্গলকাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায় ?
ক.৬৩ জন
খ.৬৪ জন
গ.৬৫ জন
ঘ.৬২ জন
সটিক উত্তর: ঘ

৬৭.চন্ডীমঙ্গলকাব্যের¬ কোন কবিকে ‘স্বভাবকবি’ বলা হয় ?
ক. দ্বিজমাধবকে
খ.বসন্তরঞ্জন রায়
গ.ময়ূরভট্ট
ঘ.কানাহরিদত্ত
সঠিক উত্তর: ক

৬৮.ধর্মমঙ্গলের কাহিনী কয়টি ?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
সঠিক উত্তর: ক
৬৯.ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুসাল
ক.১৮৫৮
খ.১৮৫৯
গ.১৮৬০
ঘ.১৮৬১
সঠিক উত্তর: খ

৭০.পুথিঁ সাহিত্যের প্রাচীন লেখক
ক.সৈয়দ হামজা
খ.আমীর হামজা
গ.আব্দুর রহিম
ঘ.ফকির গরীবুল্লাহ
সঠিক উত্তর: ক

৭১.পদ্মাবতী মূল গ্রন্থের ভাষা
ক.হিন্দি
খ.বাংলা
গ.সংস্কৃত
ঘ.ফারসি
সঠিক উত্তর: ক

৭২.'নবী বংশ'কে রচনা করেন
ক.আলাওল
খ.সৈয়দ সুলতান
গ.আমীর হামজা
ঘ.সৈয়দ হামজা
সঠিক উত্তর: খ

৭৩. বৈষ্ণব পদকর্তাদের বলা হয়
ক.কবি
খ.কবিয়াল
গ.মহাজন
ঘ.চারণকবি
সঠিক উত্তর: গ

৭৪.গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মের কাহিনী প্রাধান্য পেয়েছে
ক.নাথধর্ম
খ.শাক্তধর্ম
গ.শৈবধর্ম
ঘ.বৌদ্ধ সহজান
সঠিক উত্তর: ক

৭৫.চন্দায়ন কার রচনা
ক.মোল্লা দাউদ
খ.সাধন
গ.মালাধর বসু
ঘ.দৌলত কাজী
সঠিক উত্তর: ক

৭৬. What's the main reason of first world war?
ক. Murder of German President in Berlin
খ. Murder of Austria's heir in Sarajevo
গ. Territorial Rivalry
ঘ. The revolution of Russia with Lenin
সঠিক উত্তর : খ
৭৭. Which of the following was not a cause of first world war?
ক. Nationalism
খ. Balkan War
গ. Hundred Year War
ঘ. Franco-Prussian War
সঠিক উত্তর : গ
৭৮. প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-
ক. ১০ সেপ্টেম্বর, ১৯১৪
খ. ১৪ আগস্ট, ১৯১৭
গ. ১১ নভেম্বর, ১৯১৮
ঘ. ১৯ জুন, ১৯২০
সঠিক উত্তর :গ
৭৯. The historical 'D-day' is related with-
ক. Gulf War
খ. First World War
গ. Second World War
ঘ. Iraq War
সঠিক উত্তর :গ
৮০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'জাপান-জার্মান-ইতালি¬' এই তিন শক্তিকে একত্রে বলা হত-
ক. মিত্র শক্তি
খ. অক্ষ শক্তি
গ. যুগ্ম শক্তি
ঘ. অশ্ব শক্তি
সঠিক উত্তর : খ
৮১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কী?
ক. হিটলারের রাশিয়া আক্রমণ
খ. জার্মানি কতৃক ফ্রান্স অধিকার
গ. জার্মানির ইংল্যান্ড আক্রমণ
ঘ. পার্ল হার্বারের বোমা বর্ষণ
সঠিক উত্তর : ঘ
৮২. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিলো?
ক. আগস্ট, ১৯৪৫
খ. মে, ১৯৪৫
গ. আগস্ট, ১৯৪৪
ঘ. সেপ্টেম্বর, ১৯৪৫
সঠিক উত্তর :ক
৮৩. দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে-
ক. মে ১৯৪৫
খ. আগস্ট, ১৯৪৫
গ. জুন, ১৯৪৫
ঘ. জুলাই, ১৯৪৫
সঠিক উত্তর : খ
৮৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিলো-
ক. বার্লিনে
খ. ন্যুরেমবার্গে
গ. হাইডেলবার্গে
ঘ. বনে
সঠিক উত্তর : খ
৮৫. প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
ক. ১৮১৪-১৮১৮
খ. ১৮৩৯-১৮৪৫
গ. ১৯১৪-১৯১৮
ঘ. ১৯৩৯-১৯৪৫
সঠিক উত্তর :গ
৮৬)গোধূলির কারণ কী?

ক)প্রতিফলন
খ)প্রতিসরণ
গ)বিক্ষেপণ
ঘ)কোনটি নয়
সঠিক উত্তর :গ

৮৭)Oprical fiber cable এ তথ্য আদান প্রদানের মাধ্যম হলো

ক)বিদ্যুৎ
খ)আলো
গ)বিদ্যুৎ ও আলো
ঘ)কোনটি নয়
সঠিক উত্তর :খ

৮৮)আমাদের দর্শানাভূতি কোন বর্ণ অঞ্চলে সবচেয়ে বেশি??

ক)লাল-কমলা
খ)বেগুনি -আকাশি
গ)হলুদ-সবুজ
ঘ)নীল আসমানি
সঠিক উত্তর :গ

৮৯)একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে কোন রং--

ক)বেগুনী
খ)নীল
গ)সবুজ
ঘ)হলুদ
সঠিক উত্তর : ঘ
৯০)বিভিন্ন ধরনের বিকিরণগুলোর মধ্যে কোনটি থেকে আমরা তাপ পাই--

ক) গামা রশ্মি
খ)রঞ্জন রশ্মি
গ)অতিবেগুনি রশ্মি
ঘ)অবলোহিত রশ্মি
সঠিক উত্তর : ঘ

৯১। নিচের কোনটি Peripheral Device?

ক) মাদারবোর্ড
খ) প্রসেসর
গ) মনিটর
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ গ

৯২। Logic কিসের অন্তর্গত?

ক) Motherboard
খ) CPU
গ) Output
ঘ) Input
সঠিক উত্তরঃ খ

৯৩।সিডি-রম হচ্ছে-

ক) সেমিকন্ডাক্টর মেমোরি
খ) ম্যাগনেটিক মেমোরি
গ) মেমোরি রেজিস্টার
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ ঘ (অপটিক্যাল মেমোরি)

৯৪।কোন ধরণের মেমোরিকে প্রতি সেকেন্ডেই রিফ্রেশ হতে হয়?

ক) ডায়নামিক র্যাম
খ) স্ট্যাটিক র্যাম
গ) ইপি-রম
ঘ) রম
সঠিক উত্তরঃ ক

৯৫। Vesa বাস কত বিট গতিতে ডেটা বহন করে?
ক) ১৬ বিট
খ) ৩২ বিট
গ) ৬৪ বিট
ঘ) ৮ বিট
সঠিক উত্তরঃ খ
৯৬. নভোচারীরা আকাশে যে রঙ দেখতে পায়--

ক)লাল
খ)নীল
গ)কালো
ঘ)বেগুনি
সঠিক উত্তর ; ঘ

৯৭)কোন রঙের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি??

ক)বেগুনি
খ)লাল
গ)সবুজ
ঘ)কমলা
সঠিক উত্তর; ক
৯৮)পেরিস্কোপ কোন নীতির উপর প্রতিষ্ঠিত??

ক)শুধুমাত্র প্রতিসরণ
খ)প্রতিফলন ও ব্যতিচার
গ)প্রতিফলন ও প্রতিসরণ
ঘ)অপবর্তন
সঠিক উত্তর : খ)প্রতিফলন ও ব্যতিচার
৯৯) প্রিজমে পতিত আলো সাধারণত --

ক)প্রতিফলিত হয়
খ)বিকরিত হয়
গ)বিকরিত হয়না
ঘ)প্রতিসরিত হয়
সঠিক উত্তর : ঘ

১০০)জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কী রকম হয়??

ক)উল্টো ও খর্বিত
খ)সোজা ও বিবর্ধিত
গ)উল্টো ও বিবর্ধিত
ঘ)সোজা ও খর্বিত
সঠিক উত্তর :গ)উল্টো ও বিবর্ধিত

১০১. কোন ভগ্নাংশ টি বড়?
ক. ২/৩
খ. ১৩/১৫√
গ. ৪/৫
ঘ. ২৩/৩০
১০২. ০.২ এর সামান্য ভগ্নাংশ কোনটি?
ক. ২/১০
খ. ২/৮
গ. ২/৯√
ঘ. ২/৯৯
১০৩. ৯০. একটি খুটির ৫/৬ অংশ কালো এবং বাকী অংশ সাদা। খুটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পুর্ন খুটির দৈর্ঘ্য কত?
ক. ৯ মি.√
খ. ৮ মি.
গ. ৬ মি.
ঘ. ১২ মি.

১০৪. ৯/?=?/৮১। পত্র শ্ন বো স্থানে কোন সংখ্যাটি বসবে?
ক. ৮১
খ. ৪৫
গ. ২৭√
ঘ. ৯
১০৫. একটি শেনীর প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শেনীর ছাত্র সংখ্যা কত?
ক. ৮৫
খ. ৭৫
গ. ৬৫
ঘ. ৫৫√

19/11/2018

কম্পিউটার -- ৫২৩ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:-
বিসিএস, ব্যাংকসহ যে কোন পরীক্ষার জন্য
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে পোস্টটি তে চোখ বুলিয়ে নিতে পারেন.....
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আμমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. ঠঝঅঞ প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্র ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;
৪৫. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
৪৬. ঋষধংয সড়ারব তে তিন ধরনের ংুসনড়ষ ব্যবহার করা হয়।
৪৭. চযড়ঃড়ংযড়ঢ় এ এ্যাংকর পয়েন্ট ৫ প্রকার;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
64. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. Zoom out—image ছোট করা;
৭২. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৭৩. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৭৪. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে;
75. The mechanism of digital is- Symbol of number;
76. The task of operating system for hardware and software is- Make bridge;
77. The first calculation machine in the history of computer- Abacus;
78. The storage capacity of RAM cannot be increased;
79. The instruction for starting the computer are housed on- Read Only Memory chip;
80. A destination for data going outside the system is called- Sink;
81. In a computer system there are 4 parts;
82. Unwanted e mail- Spam;
83. The word ‘Computer’ came from Geek;
84. The process of starting of resting a computer is – Boot;
85. The ability to have a number of applications running at the same time is called – Integrated;
86. In general, “My Document” is located at- C drive;
87. In general, letter D is considered [except A, B & C] for Hard Disk Drive;
88. Hard disk is a auxiliary drive;
89. Keyboard is used to store data;
90. Register is a part of CPU;
91. The printers usually used in office work- Dot matrix, Inkjet, LASER;
92. A dot matrix printer prints with “pin and ribbobn”.
93. The term “Hard copy” means- Printed copy;
94. The best chart for showing parts of a whole- Pie;
95. A separate file sent as part of an email message is called a/an- attachment;
96. Computer memory is normally measured in Gigabytes;
97. Time to spin the needed data under head- Latency time;
98. Time to position the head over proper track- Seek time;
99. Access time is Seek time + Latency time;
100. The smallest power interruption that can cause memory errors or cause the computer to lock up- 1/200 seconds;
101. Properly arranged data is called- Information;
102. Another word for a Daisy Wheel Printer- Golf ball printer.
103. The wheel of mouse can make it easier scroll through documents;
104. First program of Microsoft- DOS;
105. MS-DOS is operating system for IBM PCs;
106. DOS is not a multi user multi taking operating system;
107. ‘DOS’ floppy disc does not have virtual memory;
108. Text based operating system- DOS, UNIX (for mainframe computer);
109. Mac Operating System is compatible for Macintosh computer;
110. The disk contains operating system is called- start up disk;
111. Cache- related to memory of a computer;
112. Cache memory have the shortest access time;
113. The computer that has no hard disc storage but sends input and receives output from the server is knows as- Host;
114. Binary system is used to store data in a computer;
115. Example of optical storage device (auxiliary memory)- Hard Disk, CD, DVD, Pen Drive;
116. USA is the inventor of Internet in 1969. Invented by- Vinton Gray Cerf;
117. The predecessor of modern internet- Arpanet (Advance Research Project Agency Network);
118. Web browser is used to display web contents;
119. Popular Web browsers- Mozilla Firefox, Opera, Google chrome, Internet Explorer;
120. Search engines searches websites by keyword(s);
121. Popular search engines- Google, Yahoo, Bing, Hotmail, MSN;
122. The resolution of a printer is measured in Dot Per Inch (DPI);
123. Tape speed- Inch per second;
124. The most commonly used standard data code to represent alphabetical numerical and
punctuation characters used in electronic data processing system is called- ASCII
(American Standard Code for Information Interchange).
125. The two basic type of record access methods are- Sequential and Random;
126. Lower efficiency is the limitation of high level language;
127. Sequential file organization is the most efficient for a file with a high degree of file activity.
128. In a punched card system data is processed by a accounting machine, keypunch machine and sorter;
129. The central device in star topology is- Hub/Switch;
130. An online backing storage system capable of storing larger quantities of data is- Mass
storage;
131. DASD-A class of storage device that can access storage locations in any others;
132. Disk- An item of storage medium in the form of circular plate;
133. Aback extension refers usually backup file.
134. Wi-Fi means Wireless fidelity;
135. WiMax- Wireless Internet Technology;
136. A technique used by codes to convert an analogy signal into a digital bit stream is known as- pulse code modulation;
137. Interconnected computer configuration- Multiprogramming;
138. An input and output device at which data enters or leaves a computer system- Terminal;
139. A group of magnetic tapes, video or terminals usually under the control of one master-
Cluster;
140. The data recording format is most of the modern magnetic tape is – 8 bit EBCDIC;
141. The most common type of storage device is- Magnetic;
142. Each model of a computer has a unique machine language;
143. A computer connected with server (server client) is called- work station;
144. Microsoft is trying to buy yahoo search engine.
145. Programming languages- Fortran, Java, C++, BASIC, LOGO, COBOL, Pascal;
146. 1st Programming language- Fortran (Formula Translator);
147. The characteristic of computers that differentiate from the other electronic devices- Programming;
148. Instruction in computer language consist of OPCODE & OPERAND;
149. Other name of Chip- IC (Integrated Circuit);
150. The component works first, when you start your computer- Processor;
151. The utility program could improves the speed of a disk- Fragmentation;
152. Disk Defragmentation is used to rearrange files in a disk;
153. Bluetooth operation use- radio technology;
154. Bluetooth is the name for the 802.15 wireless networking standard;
155. A CD-ROM drive is labeled with 52x; Here 52x is a measurement of Data transfer rate.
156. Access time is made up of- data transfer time;
157. Functional key F12 is- save button;
158. Pictorial representation of an operation- icon;
159. Pixel of a color monitor consists of 3 color dot. The colors are- Blue, Green & Red.
160. The inventor of punch card- Joseph Marie Jacquard;
161. 1 Byte = 21 to 23 BITs = 2 to 8 BITs information;
162. 1 kilobyte = 1024 bytes = 210 bytes information;
163. 1 Megabyte = 1024 x 1024 bytes = 220 bytes = 106 bytes information;
164. 1GB = = 1024 x 1024 x 1024 bytes information = 230 bytes information;
165. One millisecond is equal to a 1000th of a second;
166. The largest unit of storage- Terabyte;
167. Modem is a device for exchanging data;
168. Data transfer rate of a dial up MODEM is measured in kbps (Kilo Byte per Second);
169. Modem connection is used to assess the internet in a very remote location;
170. Antivirus software is an utility software;
171. In MS Word application package, you can produce some letter for different persons by using- mail merge;
172. If you format a disk then- everything will be lost.
173. In the numerical key pad of a standard key board available- 17 keys;
174. In a standard keyboard functional keys available- 12 keys;
175. Charles Babbage invented his first calculating machine in 1812;
176. Analytical engine of Charles Babbage was the simplification of modern computer;
177. The specialty of EDVAC- storage program;
178. “Microsoft Outlook” is a software designed to function as- An Internet Explorer;
179. Transistor invented in 1948;
180. Integrated Circuit (IC) invented in 1958;
181. The most distinctive difference between a LAN and a WAN is- Distance covered;
182. Programming errors detected by the language translator are called- Syntax errors;
183. MS Access- A database package;
184. MS Word, Word Star, WP- Word Processing Packages;
185. In windows operating system “ctrl + alt + del” command indicate- Shutdown the computer;
186. Screen size does not affect the resolution of a video display image;
187. Records are composed of fields;
188. Fields are composed of- bytes and character;
189. LASER printers are known as- Character printer;
190. High speed & high quality printer- LASER printer;
191. The number system used to store data in a computer is- Binary;
192. The fasted data transmission media is- Fiber optic cable;
193. The low level language- machine language, assembly language;
194. High level language is also called- Problem oriented language, Business oriented language, Mathematically oriented language;
195. Interpreter translate one instruction- at a time;
196. The component hold a charge even through power has been removed- Capacitor;
197. Different components on the motherboard of a PC processor unit are linked together by sets or parallel electrical conducting lines- Busses;
198. Odd parity bit & Even parity bit associated with error detector;
199. Analog computer works on the supply for continuous electrical pulses;
200. Speed measurement device of vehicle- Analog computer;
201. Graphics for word processor- Clip art;
202. The file run automatically if it is available extension-
203. The general term for buying and selling through the internet is- e. commerce;
204. Removable disk- Floppy disk, compact disk, DVD, Pen drive;
205. Irremovable disk- Hard disk;
206. Hard disc is coated in both side above-Magnetic Metallic Oxide;
207. The command “shift delete”- completely delete;
208. The scanner used in banking industry is- Magnetic Ink Character Reader (MICR);
209. “Bullet and Numbering” option of MS Word at- Format menu;
210. “Header and Footer” option of MS Word at- Insert menu;
211. Windows 98 Operating System is 32 bit;
212. A Hybrid computer- Resembles both a digital & analog computer;
213. The silicon chips used for data processing are called- PROM chips;
214. Input devices- Mouse, Keyboard, Scanner, Digital Camera, Joystick, light pen.
215. Output devices- Monitor, Printer, Speaker, Plotter.
216. Input & Output devices- Modem, Touch screen monitor, Terminal.
217. IT stands for- Information Technology;
218. Submarine power cables are cables for- Electrical power running through the sea, below the surface;
219. The two main types software are- System software & Application software;
220. A computer must have- an operating system;
221. The principal system software is known as- Operating system;
222. The most important part (central portion) of Operating System- Kernel;
223. The “Information Highway” is also known as- Internet;
224. All classes IP networks can be divided into smaller networks called- Subnet;
225. A password is a form of secret authentication data that is used to control access to a resource;
226. A `file` is a unit of- Information;
227. A computer is a device for processing, storing and displaying- Information;
228. A spreadsheet is a type of- Accounting program;
229. Scientific software is typically used to solve differential equations;
230. A personal computer is a type of- microcomputer;
231. The term `Micro` (extremely small) denotes 10−6 ;
232. Palmtop is the name of- a small handheld computer;
233. A Pentium 4 (P-4) employs roughly 40 million transistors;
234. Mark-1, Apple-1 & Collossus were- initial desktop computers;
235. The printers in pre-1950s were- Punch card;
236. An error in software designing which can even cause a computer to crash is called- bug;
237. Before the 1950s, computers were mostly owned by universities and research labs;
238. The computer museum is situated in USA;
239. The 1st Electronic computer was- ENIAC;
240. The 1st commercially produced and sold computer was- UNIVAC (1951);
241. The 1st digital computer- UNIVAC-1 [Edition December, 2008];
242. IBM was provided software for PCs by-Microsoft;
243. The first personal computer- Sphere 1;
244. Time sharing, teletyping were associated with- mainframe computers;
245. Midrange computer- Minicomputer;
246. The first electric computer with storage program- EDSAC;
247. The first computer game- Space war (1962);
248. There are many computers or dumb computers are jointed with Mainframe computers;
249. RAM cache will not be more than one-fourth of RAM;
250. Memory capacity of a CD is 700MB;
251. Networking operating system is- Resource sharing;
252. Personal computer, Mainframe and Mainframe computers can use the operating system-UNIX operating system;
253. Real time server meant- Then and then;
254. The internal memory of computer is called- Main memory;
255. The main memory of Atlas operating system- Dram;
256. The main part of Atlas operating system- Device drive;
257. The important part for activating of hardware of computer- Software;
258. Computer can works in diversifying- for processor;
259. DPT starts in Macintosh computer;
260. Clone is duplication of developed computer;
261. First computer was installed in Bangladesh in 1964 at Bangladesh Nuclear Energy Commission, Model: IBM-1620;
262. The unit of speed of computers work is- Nano second (1 Nano second =10−9 second;
Computer Logic :
263. George Boole find the relationship between Logic & Math’s in 1854;
264. George Boole invented the Boolean Algebra;
265. There are 2 values of each variable in Boolean Algebra;
266. There are 3 basic/fundamental gates in Boolean Algebra;
267. NOT is one of the basic/fundamental gates of Boolean Algebra;
268. The logic gate NOT has one input and one output;
269. NOT operator is one of the logical operator;
270. The logic gate NOT has- One output & One Output;
271. The main character of NOT gate is- reverse the signal;
272. X-NOR gate is the combination of X-OR gate and NOT gate;
273. John Nepiar invented- Logarithms;
274. Super computers, Mainframe computers, mini computers and Micro computers are based on Digital;
275. The arranging of data in a logical sequence is called- sorting;
276. The brain of a computer within the CPU is- Arithmetic Logic Unit (ALU);
277. Central Processing Unit is combination of Arithmetic Logic Unit & Control Unit;
278. The ancient Babylon people used 2 types of counting system;
279. The ancient Babylon people used 15 based for large counting;
280. The ancient Babylon people used 10 based for small counting;
281. The ten-based book was published in India;
282. Al Khwarizmi wrote a book on ten based;
283. Binary number system is mainly used for computer system;
284. In binary number system 2 is the base;
285. In decimal system there are 10 digits;
286. In number system the lowest unit is digit;
287. Computers use 2 digits for its electronic job purpose: 0 & 1;
288. 1 (One) is the value of any number when its power zero;
289. The binary compliment of 0 is 1;
290. The binary compliment of 1 is 0;
291. The number with the fraction is called- real number;
292. There are 2 kinds of real number; Any number with fraction is called- real number;
293. Rational number is understood by integer;
294. Internal processing (task) of computer is normally performed in- Binary system;
295. In octal number system, 8 base;
296. In Hexadecimal number system the base is 16;
297. Octal + Decimal = Hexadecimal number;
298. ASCII code that used for the English and Roman language;
299. There are 2 steps in ASCII;
300. There are 256 symbols used for the main English language;
301. There are 85000 symbols used for the Chinese language;
302. There are 65536 codes for UNICODE consodium in the world for all language;
303. The latest version of UNICODE 501;
304. The length of Unicode character is 16 bits;
305. Bit is the short form of- Binary & digit;
306. The first digital computer was invented by- Blias Pascal;
307. The name of 0 & 1 is bit;
308. The name of the word that constitute of eight bits in Binary system-Byte; 8 bit=1 Byte.
309. 8 bits are used for processing data;
310. The name of Coding system that is used in Bangla language- UNICODE;
311. An EBCDI code is 8 Bit;
312. Binary Coded Decimal (BCD) is 4 Bit;
313. Low level language is own language of computer which is written in binary;
314. The capacity of 3.5 inches floppy disc is 1.44 MB;
Spreadsheet Analysis :
315. Spreadsheet is a accounting program;
316. The program that used for calculations relating purpose is- Spreadsheet program;
317. The special advantage of Spreadsheet program- Large and complicated calculation;
318. The popular and common used spread program is MS Excel;
319. In 1985 Microsoft company prepared spreadsheet for- Macintosh computer;
320. The command of spreadsheet program is called- Menu driven;
321. MS Excel spreadsheet program is Graphical User Interface (GUI) type program;
322. The reserve words in BASIC include GOTO;
323. Most commonly used spreadsheet program for DOS is- LOTUS 123;
324. Lotus is a text based spreadsheet program;
325. The nature of organization of BASIC is open;
326. In MS Excel 2003 program maximum number of rows 65536 and columns 256;
327. In MS Excel 2007 program maximum number of rows 1048576 and columns 16384;
328. The name of the point where a row and a column crossed is- Cell;
329. An active cell in work sheet mean- Ready for execute for command;
330. Cell address A2 means- 2nd row of column A;
331. In spreadsheet program range mean- Select some cell at a time;
332. There are 2 kinds of cell in MS Excel program;
333. Using logical formula based mathematical works be done in spreadsheet program;
334. At the beginning of formula in spreadsheet program Equal Sign (=) is to be typed;
335. The command of symbols currency (dollar, Taka) remain in MS Excel program- format
cells of format menu;
336. The cells in the worksheet when cells are run from top to bottom is called- column;
337. The place of Formula typing in MS Excel is- Formula Bar;
Word Processing :
338. The program used for word processing is called- package program;
339. Key board is joined with computer like type writer for Input data;
340. Shift key helps to write English capital letters form key board;
341. Caps Lock is the function of display English capital letter;
342. Auto correction is possible in English language software;
343. The line at the top of File, Edit, View in a document is called- Title bar;
344. G button is used for link in time of Bengali text;
345. The weekly Anandapatra published in 1987 by Mostafa Jabbar;
346. To delete a sentence, the command is- press delete button after selecting the sentence;
347. Different size of characters in word processing software is called as- Font;
348. Mail merge is- Prepare a document from two file;
349. Move cursor is done by arrow key;
350. Point is the unit of measure character;
351.To select a paper size, the command is- page set up from file;
Computer Programming :
কম্পিউটার আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়মকানুন
ব্যবহার করে প্রোগাম তৈরী করা হয়। প্রোগ্রাম তৈরীর জন্য ব্যবহৃত সকল নিয়ম কানুন ও সংকেতগুলোকে একত্রে
প্রোগ্রামের ভাষা বলে। একটি কম্পিউটার শত সহ¯্র ইলেক্ট্রনিক সুইচ সমন্বয়ে তৈরী, যার দুইটি অবস্থা OFF / ON থাকে। এদেরকে দুটি সংকেত ’১’ ও ’০’ দ্বারা প্রকাশ করা হয়। ১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিস্কৃত হয়েছে।
352. A series of instructions that tells a computer what to do , how do it is called- program;
353. Chief component of first generation computer was- Vacuum Tubes and Valves;
354. First generation programming language – Machine language;
355. The language which is directly understood by the computer without translation program Machine language;
356. Second generation computer was developed in during 1956 to 1965;
357. Second generation programming language- Assembly language;
358. The third generation programming language is High level language;
359. Forth generation programming language- Very High level language;
360. Fifth generation programming language- Natural language;
361. Computer can understand human language after converting into machine language;
362. The present time is called age of information;
363. In industries the device is used as alternative of worker is called- Robot;
364. Computer is not intelligent like man;
365. Computer cannot be used to exchange of feelings;
366. 1st Generation computer- EDSAC;
367. 2nd Generation computer- IBM 1401;
368. Vacuum tubes- Computers of 1st generation;
369. Transistors instead of bulbs at first use in- Computers of 2nd generation;
370. High level language used in- 2nd generation computer;
371. Integrated circuit (IC) was in use in- 3rd generation computer;
372. Micro Computers (Micro processor)- 4th Generation computer;
373. The brain of a computer- Microprocessor;
374. Microprocessor invented in 1971;
375. Intel Itanum microprocessor is 128 bit;
376. A physical connection between the microprocessor memory and other parts of the
microcomputer is known as- address bus;
377. A basic unit of measurement for capacitors is- farad;
378. At first Microprocessor manufactured by- Intel;
379. Microprocessor is used for processing data;
380. Intel 4080 was the model of the first microprocessor was marketed on November 1971;
381. The Microprocessor 8080 was manufactured by Intel in 1974;
382. Micro computer were first marketed by Apple company in 1976, Brand name- Apple;
383. International Business Machine (IBM) company marketed her microcomputer in 1981;
384. Apple company marketed her new series of microcomputer with Macintosh brand name in 1984 and earned quick popularity;
385. The translation from heavy computers to PCs was made possible by using- microprocessor;
386. Several lacks of transistors make a Microprocessor;
387. There are 5 generations of computers;
388. Fifth generation computer is still under development;
389. Artificial intelligence is associated with- fifth generation;
390. Super Computer- 5th generation computer;
391. 5th generation computer is also known as Knowledge information processing system;
392. Assembler is a software;
393. Translator convert programming instruction into Machine language;
394. Translator software is interpreter or compiler;
395. Main goal of programming is satisfactory solution of problem;
396. There are 3 types of programming language- i. Machine language, ii. Assembly language, iii. High level language;
397. Compiler software is used to convert High Level language into Machine language;
398. The program that used in High level language is- Source code;
399. In a perfect program there are 4 steps- i. Identity the problem, ii. Flow chart, iii. Code, iv. Debug;
400. When flow chart is converted into computer programming language is called- Coding;
401. Flow chart is the pictorial form of the different steps of a program;
402. Pseudo code used in programming, the word ‘Pseudo’ come from Greek;
403. In programming language ‘Pseudo’ means- It is not true;
404. When some instruction are written before using the programming language is called-
Pseudo code;
405. Boolean data type is 2 byte;
406. Integer data type is 2 byte;
407. The size of ‘Date’ data type = 8 byte; [each character 2 byte]
408. Property, Event and Method are the base of a object oriented programming;
409. A visual basic programming does have 3 mood;
410. When controls are used on the form at the design mood visual basic programming is called Interface of program;
411. The principal goal of a visual basic programming language is fast and easy window based program;
412. In 3rd step coding work is done in programming;
413. Flow chart is one of the base of programming;
414. Coding means write program;
415. 3 types of operators used in visual Basic program;
416. Array- One kind of variable;
417. DO --------- LOOP is the statement, means- repetition;
418. The short form of Combo box- object in visual basic programming- cbo;
419. The short form of command Button in visual Basic programming- cmd;
420. The short form of label object in visual basic programming- lbl;
421. The short form of Text object in visual basic program- txt
422. Visual basic programming marketed in 1960;
423. The program that translate program that’s written in high level language into machine
language is called- Compiler;
424. The ‘Add or remove programs’ utility can be found in- Control panel;
425. The task of a debug program is to look into all programs to- Locate and correct errors;
426. The process of identifying and correcting mistakes in a computer program is referred to as- Debugging [Wrong program];
427. There are three types of errors in a program, namely- (a). Syntax error; (b). Logical error; (c). Executive error.
428. In a computer program, the process of executing the same instructions over and over is called- Looping;
Computer Network and Internet:
429. Network can exchange data in between different companies;
430. There are 2 types of Network in computers in context of geographical region- Local Area Network (LAN) and Wide Area Network (WAN);
431. When computers are installed very near to each other is the Local Area Network;
432. When all the computers are installed a long way distance or among the countries is the
Wide Area Network;
433. Wired and Wireless are the medium for making internet or network;
434. The structure that creates network among the computers is Topology;
435. The member of the Local Area Network is – Bus Topology, Ring Topology, Star Topology, Completely connected Topology, Delta Topology, Hybrid Topology;
436. The function of Delta Bus among the different computers- Delta transfer;
437. In Bus Topology does not have Host computer;
438. In Star Topology does have Host computer;
439. In Star Topology Host computer plays role of bridge with the terminal;
440. The name of extended form of Star Topology is- Tree Topology;
441. The Star Topology does not allow to transfer data directly from computer to computer;
442. Hybrid Topology consist of Ring + Bus + completely connected Topology;
443. Internet was popularly known to all and got its recognition in 1994;
444. The different servers of different cities come under satellite at the beginning of 90’s;
445. Each and every document of Internet purpose must have their won Address;
446. Uniform Resource Location (URL) is the address of document in internet;
447. There are 3 parts in an internet address;
৪৪৮. E-mail ঠিকানা দুইভাগে বিভক্ত;
৪৪৯. E-mail ঠিকানায় @ চিহ্ন অবশ্যই থাকে;
৪৫০. E-mail ঠিকানার @ চিহ্নের পরের অংশ- Host domain name;
৪৫১. E-mail ঠিকানার @ চিহ্নের আগে থাকে ব্যবহারকারীর নাম।
৪৫২. Network এর ৎরহম সংগঠন হচ্ছে বৃত্তাকার;
453. Wikipedia is online based free Encyclopedia;
454. BD News 24 dot com- The first internet based news agency of Bangladesh;
455. The first virtual news presenter- Anna nova;
456. YouTube is a famous video sharing site;
457. Facebook is a social networking site;
458. Google plus- A new social networking site of Google;
459. Account holders of Internet- Netigen;
460. A person having the full control over the domain of computer is- an operator.
461. The symbol must exist in an email address- @
462. Correct syntax for a URL- [email protected]
463. In 1972, the symbol @ chosen for its use in e mail address;
464. We use web to- (1) Send and receive e-mail, (2) Search for information.
465. “Freeze Windows Panses” is an Excel command which helps in- Password protection;
466. Firewall- protects a computer system from hacking & filtering Virus;
467. A program that can copy itself and infect the computer without permission and knowledge of the owner is called- Virus;
468. The name of structure where data move through a network is- Packets;
469. Universal gate- NAND, NOR, EX-OR;
470. Verification of a log in name and password is known as- Authentication;
471. VoIP means- Voice Over Internet Protocol;
472. The Google’s first mobile phone is- Nexus One;
Database :
473. Database means- Store of Information;
474. Database management means- proper management of data;
475. A database is a organized collection of- data or records;
476. The system when information of different table can exchange- Relational database;
477. A record consist of- more than one field;
478. Part of different record is called field;
479. Date of birth in database program is field;
480. Show data in various way- Report;
481. Yes/No in any program- Logical field;
482. Database software- Oracle, Fox Pro, File maker pro.
Application of Computer & Multimedia:
483. Multimedia mean- many media;
484. Graphics font is used in Lisa and Macintosh;
485. At the end of 80’s start compose with the help of computer;
486. Lisa is an operating system;
487. The dynamic graphics of text in multimedia is called- Animation;
488. Casketed letter were used during poster size paper printing;
489. The additional advantage of Multimedia than Radio-Television are- interactivity;
490. The single wave of sound- Mono sound;
491. Many wave of sound- Stereo sound;
492. There are 2 kinds of multimedia- (i) Hyper multimedia, (ii) Non linear multimedia;
493. Hyper multimedia- Internet based;
494. Non linear multimedia- Computer based;
495. Multimedia development tools- Director, Hyper studio, Hyper Card, Super Card and Author;
496. The criteria to be a multimedia programmer- know text, animation and graphics;
497. 3 media is required for Multimedia Programming;
498. The advantage of 3D Vacillator Card in Multimedia is- Excess memory;
499. We can used Internet and Ethernet in multimedia;
500. Multimedia mainly depends on Programming;
501. Multimedia software and Internet is one of the modern teaching aid;
502. Television program is not multimedia, because it has no- Interactivity;
503. Nineteen century is recognized as remarkable period of Multimedia;
RbK (Inventor) :
৫০৪. ইন্টারনেটের জনক- ভিন্টন গ্রে কার্ফ;
৫০৫. ডিজিটাল ক্যামেরার জনক- স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র);
৫০৬. ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক- জন শেফার্ড ব্যারন;
৫০৭. মাইμোসফট এর জনক- বিল গেটস (১৯৭৫);
৫০৮. ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক- টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১);
৫০৯. মোবাইল ফোনের জনক- মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩);
৫১০. ইয়াহু’র জনক- জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র),১৯৯৫;
৫১১. গুগল- এর জনক- সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮);
৫১২. ফেসবুকের জনক- মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪);
৫১৩. টুইটারের জনক- জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬);
৫১৪. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;
৫১৫. ই-মেইলের জনক- র্যা য়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র);
৫১৬. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া);
৫১৭. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- নোরিও ওহগা (জাপান);
৫১৮. কম্পিউটার মাউসের জনক- ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র);
৫১৯. আধুনিক ল্যাপটপের জনক- বিল মোগারিজ;
৫২০. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;
৫২১. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র);
৫২২. পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড;
৫২৩. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার.....

Address


Telephone

+8801738551709

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation of Exam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS Preparation of Exam.:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share