Laltu Vai

Laltu Vai Assalamualaikum.Slave of Allah. SubhanAllah, Alhamdulillah, AllahuAkbar.Thanks for visiting.

27/02/2024

কি একটা অবস্থা😐

25/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
আজ মধ্য শাবানের রাত বা লাইলাতুল বরাত বা শব-ই-বরাত।এই রাতে আল্লাহ তায়া’লা দুই শ্রেণির মানুষ ব্যতীত সবাইকে মাফ করে দেন। তারা হলেন ১. যে আল্লাহ এর সাথে শিরক করে(নাউজুবিল্লাহ) ২. যার মনে অন্য কারও প্রতি হিংসা,অহংকার ইত্যাদি থাকে। তাই কারও সাথে ঝগড়া বিবাদ থাকলে আজকের রাতের উছিলায় আমরা সেটি মিটিয়ে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আমিন

23/02/2024

আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। দুই দিন পর পর জুম্মার দিন আসতাছে এইটা আমার মত আর কার কার লাগে দেখি হাত উঠাও তো।

22/02/2024

আমরা মুসলিমবঙ্গের মানুষ। আমাদের কথাবার্তায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ থাকবেই, ইনশাআল্লাহ। এগুলোতে যাদের গা জ্বলে, তারা পাশের বঙ্গে চলে যাক।

অনেক মানুষ এই কথাগুলি কে শুধুই আরবী বলছে কিন্তু এগুলো শুধুই আরবী নয়, এগুলো প্রতিটি বিষয়ে আল্লাহকে স্মরণবাচক শব্দ।
আসুন জেনে নিই এগুলোর অর্থ:
* ইনশাল্লাহ - যদি আল্লাহ্‌র ইচ্ছা হয়
* আলহামদুলিল্লাহ - সমস্ত প্রশংসা মহান আল্লাহর
* মাশাআল্লাহ - আল্লাহ তাআলা যেমন চেয়েছেন
* জাযাকাল্লাহ - আল্লাহ্ আপনাকে উত্তম পুরস্কার/প্রতিদান দিন

কিন্তু আরবীতে এগুলোর পরিবর্তে আরো অনেক শব্দ আছে, যেমন ধন্যবাদ অর্থে শুকরান।
Copied

22/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
কিছু কিছু মেয়েদের জন্য এখন হিজাব,বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে। এর জন্য যারা এখন সত্যিকারের পর্দা করে চলে তাদের কেউ মানুষ খারাপ চোখে দেখে। (অনেকেই হয়ত আমার কথায় offended হবেন কিন্তু এটাই বাস্তব)

20/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
কেমন যাচ্ছে সবার দিনকাল?

18/02/2024

বর্তমান দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হল হারাম থেকে বেচে থাকা।

18/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে
আমরা মুসলিমদের এখন এমন অবস্থা হয়েছে যে কেউ ৫ ওয়াক্ত নামায পরলে আমরা তাকে হুজুর বলি। অথচ ৫ ওয়াক্ত নামায প্রত্যেক মুসলিম এর উপর ফরয আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামায ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। তাই আমরা ইন শা আল্লাহ ৫ ওয়াক্ত নামায সময় মত আদায় করার চেষ্টা করব। আমিন।

17/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি, তিন কুল পরবেন ইন শা আল্লাহ আল্লাহ আপনাকে সকল বদ নজর,বদ আছর থেকে হেফাজত করবেন।

16/02/2024

Jumma Mubarak everyone.
আচ্ছা আমরা মুসলিম পুরুষরা জুম্মার নামায কে এত গুরুত্ব সহকারে দেখি কিন্তু প্রতিদিন এর ৫ ওয়াক্ত নামায কে কেন গুরুত্ব সহকারে দেখি না? অথচ দুইটাই কিন্তু ফরয নামায।

15/02/2024

Assalamualaikum everyone.. Kmon acen shobai?🌚

Address


Alerts

Be the first to know and let us send you an email when Laltu Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laltu Vai:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share