BlacK NoTe - কালো চিরকুট

  • Home
  • BlacK NoTe - কালো চিরকুট

BlacK NoTe - কালো চিরকুট Bill of Human

23/04/2021

هل سمعت أعذب من هذه التلاوة ؟

Ma Sha Allah,
Heart touching Quran Recitation of a boy...

15/04/2021

MUSTAFA JAAN E REHMAT | DAROOD O SALAAM by Atif Aslam

15/04/2021

آيات من سورة البقرة 🌺

13/04/2020
চাল চোর....!!!! দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

চুরি হওয়ার পরও মার্কেটে চালটা থাকতেছে.........
চাল চোর....!!!!
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আওয়ামীলীগ মাটি ও মানুষের দল।
আওয়ামিলীগের নিজস্ব একটা পোষাক আছে।

13/04/2020
ও স্যার, একটা দেন......😪😪😪

কথাগুলো একদম কলিজায় গিয়ে লাগলো....😪😥😪😥

একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আমাদের রক্ষা করার আর কেউ নাই।
যার যার সামর্থ্য অনুযায়ী সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

07/04/2020
প্রয়োজনে বাইরে থেকে আমরা ডাক্তার নিয়ে আসবো - ডাক্তারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী!!!!

শর্ত দিয়ে আমি কাউকে কাজে আনবো না!!!!!!
প্রয়োজনে বাইরে থেকে আমরা ডাক্তার নিয়ে আসবো - ডাক্তারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী!!!!

02/04/2020

হে আল্লাহ, আমাদের হেফাজত করুন,
আমাদেরকে আপনার নিকট এমন ভাবে জমায়েত হয়ে অশ্রুশিক্ত প্রার্থণা করার তৌফিক দান করুন.................
করোনা নামক আজাব থেকে আপনি আমাদের রক্ষা করুন - আমীন
আপনি আপনার কুদরতী ক্ষমতা দ্বারা এই আযাব কে দাফন করে দিন - আমীন
আপনি আপনার সকল বান্দাদের আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করুন।

31/03/2020

"ছবির এই ব্যাক্তিটিকে কেউ চিনেন কিনা দেখুন তো".এই ছেলেটি কে গত ৩দিন আগে অজ্ঞাত রোগী হিসেবে চট্রগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়..আজ সন্ধার দিকে তার মৃত্যু হয়..শেষ যখন তার জ্ঞাণ ফিরেছিলো তখন অল্পকিছু কথা বলতে পেরেছিলো জাস্ট..
নাম:শওকত
বাড়ী:চাটখিল, নোয়াখালী
চট্রগ্রামের আগ্রাবাদে ভাড়া থাকতেন..টাইলস এর কাজ করতো বলে জানায়..চিনে থাকলে যোগাযোগ করুন..
#কামরুল ভাই(ওয়ার্ড মাস্টার চমেক)
ফোনঃ 01824860820
copy

25/03/2020

বনি ইস্ররাইলের মত আমাদের ক্ষমা কর-আল্লাহ!!!!

অনাবৃষ্টির কারণে বনি ইস্ররাইলের ফসল হচ্ছিল না। হযরত মুছা নবী দোয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ মুছা নবীকে বললেন তোমার মাহফিলে এমন এক গুনাহগার রয়েছে যার কারণে আমি তোমাকে বৃষ্টি দেব না। তাকে মাহফিল হতে বের করে দাও।

মুছা নবী ঘোষণা করলেন এখানে এমন এক পাপী রয়েছ যার কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। তাকে এই মাহফিল থেকে বের হয়ে যেতে হবে। গুনাহগার গোপনে আল্রাহকে বললেন, আল্রাহ অনেক গুনাহ করেছি, ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। এই বিরাট মাহফিলে তুমি আমাকে লজ্জিত করিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও।

একটু পর বৃষ্টি শুরু হয়ে গেল। মুছা নবী আল্লাহকে বললেন, আল্লাহ মাহফিল থেকেতো কেউ বের হয়ে যায়নি, তাহলে বৃষ্টি কেন দিলে? আল্লাহ বললেন, মুছারে যার কারণে আমি বৃষ্টি দিই নাই-তার কারণেই আমি বৃষ্টি দিলাম। আল্লাহ বললেন, মুছারে গুনাহগার আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তোমাকে আমি বৃষ্টি দিলাম। মুছা নবী সেই পাপীকে দেখার আবদার করলেন কিন্তু আল্লাহ বললেন, আমার গুনাহগারকে আমি ক্ষমা করেছি আমি কাউকে সাক্ষী করতে চাই নারে মুছা।

আল্লাহ তুমি তো গাফুরুর রাহীম। তুমি আমাদের ঐভাবে ক্ষমা করে দিও-অন্তত আমাদের কারো ভুলের কারণে পুরো দেশ, বিশ্বকে তুমি শাস্তি দিও নারে খোদা। ক্ষমা কর খোদা। আমাদের, আমাদের আপনজনদের তুমি ক্ষমা করে দিও। আমরা তো অনেক দূর্বল-তোমার শাস্তি সইবার ক্ষমতা তো আমাদের নাই-ক্ষমা কর প্রভু।।। ক্ষমা কর-

22/03/2020

আপনি ভাবছেন মহামারী (করোনা ভাইরাস) ছড়িয়ে পড়েছে আপনি মারা যাবেন,বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন,মসজিদে নামাজ পড়তে যেতে ভয় পাচ্ছেন অথচ-

পবিত্র কুরআনে আল্লাহ পাক বলছেনঃ-

কুল্লু নাফসিন জাইকাতুল মউত,

অর্থাৎ,

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

-মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তা বন্ধ

আপনি ভাবছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্য শহর ছেড়ে পালাবেন কিন্তু-

হাদীসে বলা হয়েছেঃ-

যখন মহামারী ছড়িয়ে পড়বে,আর তুমি সেখানেই রয়েছো,তখন সেখানেই অবস্থান করবে।মহামারী এলাকা থেকে পলায়ন করা জিহাদের ময়দান হতে পলায়ন করার মতোই অপরাধ।
(মিশকাতুল মাসাবীহ-৬১)।

আপনি বলছেন মহামারীতে(করোনা ভাইরাসে)
আক্রান্ত হয়ে মারা গেলে আপনি জানাযা পাবেন না আর-

রাসুলুল্লাহ সাঃ বলেছেনঃ-

মহামারীতে মারা যাওয়া প্রত্যেক ব্যাক্তিই শহীদ।
(মিশকাতুল মাসাবীহ-১৫৪৬)

আপনি খাদ্য সংগ্রহ করছেন করোনা ভাইরাসের ভয়ে, যেন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেলে আপনাকে খাদ্যের অভাবে মারা যেতে না হয় কিন্তু-

কুরআনে পাকে বলা হয়েছেঃ-

"যমীনের উপর বিচরণশীল এমন কোনো জাতি নেই,যার রিযিক আল্লাহ পাক নির্ধারণ করেন নি।"
(সূরাঃহূদ-৬)

আপনার ঘর ভর্তি খাবার মজুদ আছে অথচ-

সেদিন মৃত্যুর ফেরেশতা(মালাকুল মউত) এসে হাজির হয়ে বলবেঃ-

ওহে আমি পুরো পৃথিবী সন্ধান করে আপনার জন্য এক ফোটা পানির ব্যবস্থা করতে পারি নি,এক টুকরো রুটি পর্যন্ত সংগ্রহ করতে আমি ব্যর্থ হয়েছি,সুতরাং আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে।

অতঃপর-
ধৈর্য্য ধারণ করুন।
মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে,পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য।

(আমিন)

collected

21/02/2020

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤Respect❤❤❤❤❤

20/02/2020
সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে........

সালাম সালাম হাজার সালাম,
সকল শহীদ স্মরণে........

পৃথীবিতে আমরাই একমাত্র জাতি যারা মুখের ভাষার জন্য জীবন দিয়েছি-
যা বিশ্বের ইতিহাসে আমাদের জাতকে চিনিয়েছিল -
আমরা কি।
ভাষা শহীদদের ৬৮তম শাহাদাৎ বার্ষিকিতে শকল ভাষা শহীদের প্রতি লাখো সালাম এবং বিনম্র শ্রদ্ধা জানায়..

15/02/2020

BlacK NoTe - কালো চিরকুট's cover photo

08/02/2020
Morality - নৈতিক শিক্ষা - একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন শিখার এবং জানার আছে অনেক..........

ফাদার অফ ফার্মেসী প্রফেসর ড. চৌধুরি মাহমুদ হাসান,
সাবেক ডিন, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর সময়পোযোগী বক্তব্য।

07/02/2020
দেশের প্রথম জুডিশিয়াল একাডেমি হবে শিবচরে: আইনমন্ত্রী

দেশের প্রথম জুডিশিয়াল একাডেমি হবে শিবচরে: আইনমন্ত্রী

বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাড....

20/01/2020
লালদীঘি মাঠে শেখ হাসিনার জনসভায় গুলি: পাঁচ জনের মৃত্যুদণ্ড | banglatribune.com

লালদীঘি মাঠে শেখ হাসিনার জনসভায় গুলি: পাঁচ জনের মৃত্যুদণ্ড | banglatribune.com

চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গুলি চালিয়ে ২৪ জনকে হত্যার মামলায় পাঁচ জনকে মৃত্য....

17/01/2020
কলাতিয়ায় নির্মিত হচ্ছে বাবরী মসজিদ: ভিত্তি রাখছেন আল্লামা আহমদ শফী – Muslim Voice

কলাতিয়ায় নির্মিত হচ্ছে বাবরী মসজিদ: ভিত্তি রাখছেন আল্লামা আহমদ শফী – Muslim Voice

ইসলাম ফিচার  কলাতিয়ায় নির্মিত হচ্ছে বাবরী মসজিদ: ভিত্তি রাখছেন আল্লামা আহমদ শফী জানুয়ারি ১৬, ২০২০জানুয়ারি ১৬, .....

15/12/2019

সুখের পরে দুঃখ....

18/11/2019

ঋণাত্মক × ধনাত্মক = ঋণাত্মক!

হেডলাইন হয়েছে পেয়াজের দাম চড়া.....
কিন্তু কখনোয় হেডলাইন হয়নি -
এক সপ্তাহ ধরে পেঁয়াজ বিক্রি করতে না পেয়াজ ব্যবসায়ীরা পেরে মাথায় হাত.....!!!!

সামান্য একটা পেঁয়াজের জন্য কেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে চেয়ে থাকি????
আমরা কি কিছুই করতে পারি না??

আমরা জাতিগতভাবে চরম ঋণাত্বক মানসিকতা সম্পন্ন একটা জাতি।
আমরা এতোটাই ঋণাত্মক মন মানসিকতা লালন করি যে আমাদের সামনে ঋণাত্বক কোন বিষয়বস্তু আসলেই আমরা তা প্রচারে চরমমাত্রার ধনাত্মক...!!!!!

পেয়াজের মূল্যের উদ্ধগতি হচ্ছে আমাদের জন্য ঋণাত্মক একটা বিষয় কিন্তু আমরা তা প্রচার করছি অত্যন্ত ধনাত্মক ভাবে যার ফলে ঋণাত্মক × ধনাত্মক = ঋণাত্বক ই হচ্ছে মানে পেয়াজের দাম বৃদ্ধি ই পাচ্ছে.......।।

কয়েকদিন আগেও আমরা কৃষি প্রধান দেশ ছিলাম।
বর্তমানে আমাদের দেশ কৃষিজাত পণ্যে এতোটাই অস্বয়ংসম্পূর্ণ হয়নি যে ভারত ঘোষনা দিল বাংলাদেশে পেয়াজ রপ্তানী করবে না তার একদিনের মাথায়
পেঁয়াজের মূল্য হু হু করে বেড়ে যাবে.....

আমরা যদি ধরে নি যে -
পেয়াজের ব্যবসায়ীরা অনেক বড় সিন্ডিকেট,
এই পেয়াজ ব্যবসায়ীদের হাত অনেক ওপরে..
পেয়াজ ব্যবসায়ীদের ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত আছে........

বাংলাদেশের জনগনের হাত কি খুব ছোট????
পেঁয়াজের দ্রব্য হ্রাসের জন্য প্রেস ক্লাবে মানববন্ধন হয় নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড দেওয়ার জন্য মানববন্ধন হয়.....?????

পেঁয়াজ তো আর গ্যাস/তেল এর মত এতোটাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য না যে যার মূল্য বৃদ্ধিতে রাস্তায় নেমে পুলিশের লাঠি পেটা বা টিয়ার সেল খেতে হবে......!!!

পেঁয়াজ এর দামের এতোই উদ্ধগতি কৈ কেউ কি পেঁয়াজ খাওয়া বন্ধ করেছে.....????
করেনি বরং শতশত টাকা দিয়ে পেয়াজ ক্রয় করে তা প্রচার করেছে অনেকে তো পেয়াজের সাথে সেল্পি ও তুলেছে.........
মিডিয়া কভারেজ এ হেডলাইন হয়েছে -
ফলাফল পেয়াজ ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠেছে....

হেডলাইন হয়েছে পেয়াজের দাম চড়া.....
কিন্তু কখনোয় হেডলাইন হয়নি -
এক সপ্তাহ ধরে পেঁয়াজ বিক্রি করতে না পেয়াজ ব্যবসায়ীরা পেরে মাথায় হাত.....!!!!

শুধু পেঁয়াজ টাকে বর্জন করাই দরকার!!
এক সপ্তাহ - একমাস,
কয়েকদিনের মধ্যে সরকারের হস্তক্ষেপ ছাড়াই পেয়াজের মূল্য হ্রাস পাবে........ভেঙ্গে যাবে সিন্ডিকেট..!!
এমন তো না যে প্রতিবাদ করে পেয়াজ না কিনলে পুলিশ ঘরে ঘরে লাঠি পেটা করবে, ঘরে ঘরে টিয়ার সেল মারবে হয়রানি মূলক মিথ্যা মামলা দিবে....

মহত্বা গান্ধী বৃটিশ শাসনকে বিতাড়িত করতে বিলেতী পণ্য বর্জনের আহ্বান করেছিলেন তাতেই কোন ঠাসা হয়ে ছিল বৃটিশ শাসক......
বাংলাদেশে ক্ষমতাবান অনেক ব্যক্তি আছে,
কিন্তু সত্যিকারের কোন নেতা আজ নেই.....

বাস্তবতা হল আমরাই চাই না-
পেয়াজের মূল্য হ্রাস পাক,
তা না হলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবো কিভাবে টত কেজি পেয়াজ কিনেছি এতে টাকা দিয়ে???
সরকারের ওপর দায় চাপাবো কিভাবে???

ঋণাত্মক বিষয়কে ঋণাত্মক ভাবেই মোকাবেলা করতে হয়, ধনাত্মক ভাবে নয়।

06/11/2019
01/11/2019
বাংলাদেশের একমাত্র কুরআনে হাফেজ প্রধানমন্ত্রী তাজউদ্দীন

বাংলাদেশের একমাত্র কুরআনে হাফেজ প্রধানমন্ত্রী তাজউদ্দীন

বাংলাদেশের একমাত্র কুরআনে হাফেজ প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন স্বাধীন ব.....

30/10/2019

দলীয় কাজে কৌশলী হোন, সাফল্য নিশ্চিত করুন:

এটা একটা নেকড়ের পালের দল বেধে চলার ছবি। এদের চলার নির্দিষ্ট ধরন আছে।

প্রথমের লাল বৃত্তের ৩ টা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ ও দুর্বল। কিন্তু তাদের অভিজ্ঞতা বেশী। তাদের সামনে দেয়া হয়েছে কারন তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে।

তাদের ঠিক পিছনের হলুদ দাগের ৫ জন যারা দলের সবচেয়ে শক্তিশালী এবং যোদ্ধা নেকড়ে। তাদের কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোন আক্রমণ এলে সামাল দেয়া।

তাদের ঠিক পিছনে নবীন আর কম শক্তিশালীরা থাকে। কিন্তু মাঝের দলটাই সবচাইতে সুরক্ষিত। কারণ, তাদের পিছনে সবুজ চিহ্নিত দলটাও খুব শক্তিশালী এবং যোদ্ধা নেকড়ে। তাদের কাজ পিছন থেকে কোন আক্রমণ এলে প্রতিরক্ষা দেয়া।

তাদের ঠিক পিছনে নীল চিহ্নিত একাকী নেকড়েটাই হল দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দ্বায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখা। সেই হচ্ছে দলনেতা (লিডার)।

নেতাদের সবসময় সামনেই থাকতে হবে এমন নয়, প্রয়োজনে সবার পেছনেও যেতে হয়। Leadership ব্যাপারটা এমনই।

collected

27/10/2019
ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক হবে

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক হবে

ফিলিস্তিন নিজেদের হেবরন শহরের একটি সড়ক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার সিদ.....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BlacK NoTe - কালো চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share