Premium Facts

  • Home
  • Premium Facts

Premium Facts Here you can find social updates near you

01/05/2023
01/05/2023

face cam 4

01/05/2023

face Cam3

01/05/2023
01/05/2023

face cam 1

29/04/2023

Minecraft game play

সে নিজেও একটা ফুল, সে জানে না 🌸Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
07/04/2023

সে নিজেও একটা ফুল, সে জানে না 🌸

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful








অনলাইনে টিকেট কিভাবে কাটবো.???আজ থেকে শুরু হলো "টিকেট যার-ভ্রমণ তার" নীতি।এর মানে আপনি এখন আর চাইলেই অন্যের টিকেটে ভ্রমণ...
16/08/2020

অনলাইনে টিকেট কিভাবে কাটবো.???

আজ থেকে শুরু হলো "টিকেট যার-ভ্রমণ তার" নীতি।এর মানে আপনি এখন আর চাইলেই অন্যের টিকেটে ভ্রমণ করতে পারবেন না, আর যদি আপনি এই আইন অমান্য করেন তাহলে জরিমানা অথবা ৩ মাসের জেল পর্যন্ত হতে পারে।তাই নিজের টিকেট নিজেকেই করতে হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোট আসনের ৫০% টিকেট বিক্রি করা হচ্ছে,আর মজার ব্যাপার হলো এই ৫০% টিকেট ও আবার অনলাইনে কিনতে পাওয়া যাবে, মোটকথা কাউন্টারে দাঁড়িয়ে লাইন ধরে টিকেট কাটার সুযোগ নেই,আবার কালোবাজারিদের কাছ থেকে টিকেট ক্র‍য় করার ও সুযোগ নেই।তাই আপনার টিকেট আপনাকেই কাটতে হবে।

কিভাবে কাটবেন অনলাইন টিকেট.?

এ নিয়ে কোন চিন্তার কারণ নেই,অনলাইন টিকেট কাটতে আপনার লাগবে একটি SmartPhone
আপনার Smart Phone টি হাতে নিন, ও গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করুন "রেল সেবা" এপস।

Step 1
আরো সহজ করার জন্য এই লিংকে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=com.cnsbd.railsheba

Step 2
সাইন আপ - Sign Up বাটনে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে,ইমেইল ঠিকানা, আপনার ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

Step 3
আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে করে লগ ইন বাটনে ক্লিক করে আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP কোড পাঠানো হবে, OTP কোড দিয়ে ভেরিফিকেশন করার পর লগ ইন হয়ে যাবে।

Step 4
লগ ইন - Log in সফলভাবে হয়ে যাওয়ার পর আসে আপনার এন আই ডি / জাতীয় পরিচয় পত্র সাবমিট করার পালা।মোবাইল নম্বর দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনার বৈধ information গুলো সাবমিট করুন। আপানি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিন।জাতীয় পরিচয় পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর দিলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন ফরম দিয়ে ও একাউন্ট খোলা যাবে।

এই তো হয়ে গেল আপনার একাউন্ট। এরপর চাইলে আপনি সেটিংস অপশনে গিয়ে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারেন।

এরপর আপনি পেয়ে যাবেন বিস্তারিত, আপনি তখন নিজের টিকেট নিজেই কাটতে পারবেন।

কোন জায়গা থেকে যাবেন ও কোথায় নামবেন তা সিলেক্ট করে দিলেট্রেন সিলেকশন চলে আসবে, আপনি আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে নিন।

এককথায় Purchase বাটনে ক্লিক করলেই চলে আসবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান ও কত তারিখ যেতে চান এসব। এই তথ্যগুলো দিয়ে Search বাটনে চাপলেই পেয়ে যাবেন আপনার গন্তব্যে যাওয়ার ট্রেন।

তারপর সেখানে লিখা দেখবেন - Class, মানে আপনি-
★ শোভন,
★শোভন চেয়ার,
★স্নিগ্ধা, এসি চেয়ার
★এসি সিট,
★এসি বার্থ

-- যে শ্রেণিতে যেতে চান সেই শ্রেণির উল্লেখ করবেন।কোন সিট কি রকম হয় তা বুঝার সুবিধার জন্য ছবি দেয়া আছে পোষ্টে।

তারপর এর নিচে পাবেন Adult বাটন, সেখানে দেখবেন লিখা আছে 1 Person / 2 Person / 3 Person / 4 person. আপনার যদি একাধিক সিট লাগে তাহলে ২ বা ৩ বা ৪ সিলেক্ট করুন। আপনি একা হলে 1 peeson ই সিলেক্ট করুন।একটি আই ডি দিয়ে ৪ টির বেশি টিকেট কাটা যাবে না।

তারপর দেখবেন এর নিচে পাবেন Child বাটন, আপনার সাথে ভ্রমণের যদি ১২ বছরের নিচে কোন বাচ্চা থাকে তার জন্য টিকেট কাটতে 1 Children /2 Children /3 Children বাটন চাপুন।আপনার একাধিক বাচ্চা থেকে থাকলে ২/৩ Children বাটনে চাপলেই হবে।

তারপর এর নিচে পাবেন লিখা সবুজ বাটনে Any Seat ও লাল বাটনে Select Seat লিখা।

Any Seat বাটনে চাপলেই আপনি আপনার জন্য বরাদ্দকৃত আসন পেয়ে যাবেন, আর এভাবেই আপনি পেমেন্ট অপশনে গিয়ে রকেট/বিকাশ কিংবা ভিসা Card এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এভাবেই আপনার টিকেট এর Confirmation চলে আসবে আপনার মেইল এড্রেসে, অথবা এপস এর History বাটনে ২০ থেকে ৩০ মিনিটেই চলে আসবে আপনার ই-টিকেট।

আর এভাবে টিকেট কাটার মাধ্যমেই আপনি ও হয়ে গেলেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক।

05/06/2020

8 am: এ মাসের মধ্যেই করোনা বিদায়, বলছে গবেষণা

9 am: বিজ্ঞানীরা জানালেন করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে

10 am: জীন উম্মোচন হলো করোনার

11 am: রূপ পাল্টে আরো শক্তিশালী হচ্ছে করোনা

12 pm: গবেষকদের দাবী তাদের আবিষ্কৃত ভ্যাকসিন ৯৯.৯৯ ভাগ সফল

1 pm: দুই বছরের আগে আসছে না করোনার ভ্যাকসিন- WHO

2 pm: হার্ড ইমিউনিটিতেই করোনা মুক্তি বলছেন বিশেষজ্ঞরা

3 pm: গবেষকদের দাবী- হার্ড ইমিউনিটি যথেষ্ট নয়

4 pm: ভ্যাকসিন তৈরির শেষ ধাপে পৌঁছেছে জাপানী বিজ্ঞানীরা

5 pm: জাপানে ভ্যাকসিনের ১ম ধাপের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী খোঁজা হচ্ছে

6 pm: কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে বললেন বিশেষজ্ঞরা

7 pm: গবেষণা বলছে ৬ ফুট দূরত্বও যথেষ্ট নয়

8 pm: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়াল

9 pm: ইতিমধ্যে বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে

9.30 pm: চিকিৎসায় করোনা ঠিক হয়, আক্রান্তদের ভয়ের কিছু নেই

10 pm: মৃতের সংখ্যা কয়েক কোটি ছাড়াতে পারে

মানুষ আছে মাইনকা চিপায়, এই সুযোগে মজা নিতেছে মিডিয়া। রোলার কোস্টারের মত একবার তুলতেছে, একবার নামাইতেছে।

কলি যুগের এক গবেষকের দাবী- যদি ভালো থাকতে চান, এইসব গবেষণা সংবাদ থেকে দূরে থাকুন।

(Collected)

04/06/2020

যারা ভেবেছিলেন মুসলমানের দেশে করোনা আসবে না তাঁরা ভুল ছিলেন। যারা ভেবেছিলেন বেশি তাপমাত্রায় করোনা বাঁচে না তাঁরাও ভুল ছিলেন। যারা ভেবেছিলেন রমজানের পর করোনা থাকবে না তাঁরাও ভুল ছিলেন। এই ভুল গুলো এখন প্রমাণিত সত্য।

এখন যারা ভাবছেন এক দুই মাসের মধ্যে করোনা চলে যাবে তাঁরা ভুলের মধ্যে আছেন। যারা ভাবছেন শীঘ্রই করোনার টিকা বের হয়ে যাবে তাঁরাও ভুলের মধ্যে আছেন। যারা ভাবছেন শুধু ঘরের মধ্যে থেকেই করোনা কাল পার করে ভাইরাস মূক্ত থাকবেন তাঁরাও আছেন মহা ভুলে।

সত‍্যটি হচ্ছেঃ
অন্তত এক বছরের আগে করোনা পুরোপুরি যাচ্ছে না। এক বছরের আগে কোনো টিকাই আপনার হাতে আসছে না। এমন কোনো বেহুলার বাসর ঘর সুস্থ মানুষের পক্ষে তৈরী করা সম্ভব না যেখানে করোনা প্রবেশ করবে না। আপনি মানুষ; অনন্তকাল ধরে বুয়া ছাড়া, বাহিরের বাজার ছাড়া, মানুষের সংস্পর্শ ছাড়া, সূর্যের রোদ ছাড়া বাঁচতে পারবেন না। এভাবে বাঁচতে পারতে চাইলে আপনি বদ্ধ উন্মাদ হবেন, ১০০% গ‍্যারান্টি।.........................
তাহলে উপায় কি?

একসময় সংক্রামক কলেরা রোগে গ্রামের পর গ্রাম উজার হয়ে যেতো। মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতো, কারণ তারা জানতো না কেন কলেরা হয়? পানি ফুটিয়ে জীবানুমুক্ত করা যায় সহজেই। এখন আর কলেরা মহামারী হয় না, কারণ মানুষ জানে ফুটিয়ে বিশুদ্ধ পানি খেলে কলেরা হয় না।.
আমরা এখন জানি করোনা কোন মাধ্যমে ছড়ায়। করোনা রোগীর থুতু, কাশি, লালা কিংবা চোখের পানি দিয়ে করোনা ছড়ায়। এগুলো আপনার নাক, মুখ চোখের পথ দিয়ে না ঢুকতে দিলে করোনা হবার নয়।শুধুমাত্র নাক, মুখ, চোখে বাহিরের লালা, থুতু, চোখের পানির সাথে যাওয়া ভাইরাস থেকে প্রতিরোধ গড়ে তুলেই আপনি করোনা মুক্ত থাকতে পারেন।.
এটি বলতে খুব সহজ আবার করতে খুবই কঠিন। অনেক বছরের অভ‍্যাসের দাস আপনার হাতকে বশে রাখতে হবে। হাত যেন সাবানে পরিষ্কার না হয়ে কোনভাবেই নাক, মুখ, চোখ না ছোঁয়। অন‍্যের কাছে থেকে উড়ে আসা থুতু, লালা বা পানি মাস্ক এবং চশমা দিয়ে প্রতিরোধ করতে হবে। কথার মাঝে ছাড়ানো থুতু, লালা কে বক্তা বা শ্রোতা উভয়ের পরিধান করা মাস্কের সাহায্যে প্রতিরোধ করা খুব সহজেই সম্ভব।

জুতা আবিষ্কারের গল্পের মতো সারা পৃথিবী চামড়া দিয়ে না ঢেকে আপনার পা খানি ঢাকলেই যেমন চলে; তেমনি আপনার নাক মুখ চোখ ঢাকুন আর হাতকে সংযত করুন। এই অল্প কিছু অভ‍্যাস পরিবর্তন করেই আপনি করোনা প্রতিরোধ করতে পারবেন ৯৫%. বাঁকি পাঁচ শতাংশের জন্য ডাক্তারের উপর ভরসা রাখুন। পরামর্শ মতো ঔষধ খান, বিশ্রাম নিন, আলাদা থাকুন।

ভীত হয়ে মানসিক রোগী হবেন না। মৃত্যুর চেয়ে সত‍্য কিছুই নাই; পৃথিবীতে জন্ম নিলে আপনাকে মরতে হবেই। করোনা থেকে বাঁচতে জীবনে একবারই মরুন; ভয়ে বারবার না। মনে রাখবেন আপনার জীবন সুন্দর; তবে সেটা কেবলমাত্র উপভোগ করতে পারলেই!

Collected....

01/06/2020

করোনা ভাইরাসের লক্ষনঃ-----
করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই
অনুভব করতে পারেন:-------
০১। নাক দিয়ে জল পরা ।
০২। হাচি এবং কাশি ।
০৩। গলা ব্যাথা ।
০৪। শুকনা কাশি ।
০৫। শ্বাসকষ্ট ।
০৬। জ্বর(১০০ ডিগ্রি বা বেশি) ।
০৭। শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে) ।
০৮। পাতলা পায়খানা ( severity বেশি হলে) ।

তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন৷ হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন ।
#অন্যান্যঃ----
প্রচুর পরিমান পানি খাবেন ।
গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন ।
৭ দিন ঘরে অবস্থান করবেন ।
মাস্ক পরিধান করবেন ।
হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে
পরিস্কার করুন ।
হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন ।

#দোয়াপড়ুন:---- বেশি বেশি (মুসলিমদের জন্য)ঃ
০১। আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন শ
০৭ দিন পরও সুস্থ না হলে করোনা ভাইরাস চিকিৎসার নির্দিষ্ট হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন ।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে আইইডিসিআর( IEDCR) খবর দিন ।
যোগাযোগ ঃ 16263,
# 01550064901-05
# 01401184551,
# 01401184554-56,
# 01401184559-60
# 01401184559-60
# 01401184563,
# 01401184568
# 01927711784-85
# 01937000011
# 01937110011
In sha Allah will save us from this disaster...

এটি শেয়ার করে সকলকে অবহিত করুন,
আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে ।

01/06/2020

করোনাভাইরাস চিকিৎসা: বাড়িতে বসে কোভিড-১৯ চিকিৎসায় যে ছয়টি বিষয় মনে রাখবেন !

যে কোন ব্যক্তির ভেতর যখন করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয় তখন তিনি আতঙ্কিত হয়ে উঠেন।

কী করতে হবে? কোথায় যোগাযোগ করা প্রয়োজন? ডাক্তার পাবো কোথায়? হাসপাতালে যেতে হবে কি না? - এসব প্রশ্ন তখন সামনে আসে। সর্বপ্রথমে মনে রাখতে হবে করোনাভাইরাস সংক্রমণের কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

সারা পৃথিবীতে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের ৮০ শতাংশেরও বেশি বাসায় থেকে নানাভাবে উপশমের চেষ্টা করছেন।

বাসায় অবস্থান করে চিকিৎসা নেবার নেবার ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো।

১. নিজেকে বিচ্ছিন্ন করুন
যদি সন্দেহ হয় যে আপনার মধ্যে কোভিড-১৯-এর এক বা একাধিক লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে তাৎক্ষণিকভাবে নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করুন।

এতে করে অন্যদের মাঝে সংক্রমণের আশংকা কমে আসবে।

২. জ্বর আসলে কী করবেন
করোনাভাইরাস সংক্রমণ থামানোর যেহেতু কোন ঔষধ নেই সেজন্য সাধারণ সর্দি-কাশির ক্ষেত্রে যে ধরণের পদক্ষেপ নেয়া হয় সেগুলো অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ঢাকার বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুর বলেন, প্যারাসিটামল খাওয়া এবং গার্গল করা করা যেতে পারে।

জ্বর এলেই আতঙ্কিত না হাবার পরামর্শ দিচ্ছেন মি. বেন্নুর। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

৩. কফ থাকলে যা করবেন
যদি আপনার কফ জমে থাকে বসার সময় পিঠে ভর দিয়ে হেলান দিয়ে না বাসাই ভালো। মেরুদণ্ড সোজা করে বসুন। এতে কফ কিছুটা হালকা হয়ে আসতে পারে।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, কফ হালকা করার জন্য এক চামচ মধু খেতে পারেন। এতে উপকার হতে পারে। তবে বারো বছর বয়সের নিচে বাচ্চাদের মধু দেবেন না।

৪. টেস্ট সেন্টারের ফোন নম্বর রাখুন
বাংলাদেশে এখন ৪৫টির মেতো ল্যাবরেটরিতে করোনাভাইরাসের টেস্ট করানো হচ্ছে। আপনার নিকটস্থ টেস্ট সেন্টার কোথায় হতে পারে সে সংক্রান্ত খোঁজ রাখুন।

এখন কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাসায় গিয়ে নুমনা সংগ্রহ করছে। তাদের ফোন নম্বর সংগ্রহ করে রাখতে পারেন।

৫. অক্সিজেন ভাড়া নিতে পারেন
শ্বাসকষ্ট হলে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব হচ্ছে না।

এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করতে করতে রোগীর অবস্থা আরো অবনতি হয়।

রোগীকে হাসপাতালে ভর্তি করাতে না পারলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় অক্সিজেন নিতে পারেন।

ঢাকার বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুর বলেন, "অক্সিজেন বাসায় নেবার সিস্টেম আছে। আমরা যখন লং টাইম অক্সিজেন থেরাপি দেই, আমরা কখন অক্সিজেন বাসায় নিতে বলি রোগীদের।" তিনি বলেন, কোভিড১৯ রোগীদের ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে।

৬. টেলিমেডিসিন সম্পর্কে জেনে রাখুন
করোনা সংক্রমনের এই সময়টিতে অনেক চিকিৎসক রোগীদের সরাসরি দেখছেন না। অধিকাংশ ডাক্তারের চেম্বারও বন্ধ।

তবে গত দুইমাসে বহু ডাক্তার টেলিফোন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন।

বেশকিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ডাক্তারদের মাধ্যমে টেলিফোনে অথবা ভিডিও কনফারেন্সের সাহায্যে চিকিৎসা সেবা দিচ্ছে।

যেসব প্রতিষ্ঠান এ ধরণের সুবিধা দিচ্ছে তাদের ফোন নম্বর হাতের কাছে রাখতে পারেন। টেলিফোন নম্বর জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত কাজে লাগবে।

চিকিৎসক সাইফুদ্দিন বেন্নুর বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে তিনি ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেন।

তিনি বলেন, বেশিরভাগে ক্ষেত্রে রোগীদের উদ্বেগ প্রশমনেও ভূমিকা রাখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা।

(Collected)

29/05/2020

আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম ইত্যাদি ফলমূল খাবেন, খাবার পর তার বীজ/আটি/বিচি গুলোকে ফেলে দেবেন না! সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন !
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন !

এখন বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে ! যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার! ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে! যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয় !

ইসলাম অনুযায়ী, এটা সদকায়ে জারিয়াহ্ !
অর্থাৎ মৃত্যুর পরও যে সওয়াব জারি থাকে !
যতদিন ঐ গাছ থেকে প্রাণীকূল অক্সিজেন পাবে, ছায়া পাবে, উপকৃত হবে ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে ! এছাড়াও গাছ থেকে পোকামাকড় বা পাখি ফল খেয়ে ফেললেও সেটা সদকা হিসেবে গণ্য হয় !

Collected.

Eid Mubarak to all.
25/05/2020

Eid Mubarak to all.

21/05/2020

সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে পিরোজপুরের জুসখোলা এলাকা ...

21/05/2020

সুপার সাইক্লোন আম্ফান আঘাতের পরের দিন পিরোজপুরের জুসখোলা এলাকা পানিতে ডুবে আছে

SSC রেজাল্ট!!! SSC ফলাফল জানার জন্য প্রি-রেজিস্টার করুন ৷ফলাফল যেদিন প্রকাশিত হবে  অটোমেটিক ফোনে চলে যাবে।প্রি-রেজিস্টার...
21/05/2020

SSC রেজাল্ট!!!
SSC ফলাফল জানার জন্য প্রি-রেজিস্টার করুন ৷
ফলাফল যেদিন প্রকাশিত হবে অটোমেটিক ফোনে চলে যাবে।
প্রি-রেজিস্টার করতে টাইপ
SSC(স্পেস)BOARD(স্পেস)Roll(স্পেস)year এবং পাঠিয়ে দেন 16222 নাম্বারে
Example- SSC DHA 123 2020 💕

NB: SMS Through GP
রেজাল্ট পাবলিশের সম্ভাব্য তারিখ: ৩১/০৫/২০২০

17/05/2020
17/05/2020

নোয়াখালীর আপুর উপদেশ (করোনা ভাইরাস ফ্যাক্ট)

26/09/2019

বিজলী-১
ঠিক সময়ে ঠিক কাজ করার উপদেশ তো আমরা সবাই শুনি। কিন্তু বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও যে সেটা খাটতে পারে - সেটা ভেবেছেন কি? বিজলী কিন্তু ঠিক-ই ভেবেছে আর তার মাকেও ব্যাপারটা হাতে কলমে বুঝিয়ে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে! কিভাবে? দেখেন নিন 'বিজলী' অ্যানিমেশন সিরিজ বিজলীর প্রথম পর্বে। ঠিক সময়ে ঠিক কাজ করার উপদেশ তো আমরা সবাই শুনি। কিন্তু বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও যে সেটা খাটতে পারে - সেটা ভেবেছেন কি? বিজলী কিন্তু ঠিক-ই ভেবেছে আর তার মাকেও ব্যাপারটা হাতে কলমে বুঝিয়ে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে! কিভাবে? দেখেন নিন 'বিজলী' অ্যানিমেশন সিরিজ বিজলীর প্রথম পর্বে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Premium Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share