Media Fume

Media Fume Your destination for the latest celebrity gossip, news, videos, photos and more.

MediaFume is an entertainment news website that debuted on November 8, 2008 and officially released on December 31, 2008. At the time of the launch, MediaFume confirmed that the site would primarily feature and consist of entertainment industry gossips, including interviews, photos and video footage of celebrities and information pertaining to movies, television shows, etc. The site will also cont

ain an expansive collection of archived celebrity photos and videos allowing fans to view their favorites performers over the years. MediaFume\s purpose is to change the entertainment news landscape by changing the way the public gets its news.

11/08/2019
Tongi tel

Tongi tel

এবার কাশ্মীরের শ্রীনগর থেকে সরাসরি গুলি চালানোর ভিডিও প্রকাশ করলেন,, বিবিসি,,,
সেয়ার করে পৃথিবীর ঘুমানো মুসলিমদের জাগিয়ে তুলুন।

06/08/2018
TRT World

TRT World

The student-led protests over poor road conditions continue in Bangladesh. Here is what you should know about it.

06/06/2018
ইসরায়েলের বিরুদ্ধে খেলা বাতিল করলো আর্জেন্টিনা

ইসরায়েলের বিরুদ্ধে খেলা বাতিল করলো আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য সর্বশেষ প্রস্তুতিমূলক ম্যাচ। ফিলিস্তিনীরা এ...

06/06/2017
এইচপির ওমেন ল্যাপটপ এখন বাংলাদেশের বাজারে

দেশের বাজারে ওমেন সিরিজের দুটি মডেলের ল্যাপটপ উদ্বোধন করেছে এইচপি। বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ১৫-এএক্স ২২০টিএক্স ও ২২১টিএক্স মডেলের ল্যাপটপ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

দেশের বাজারে ওমেন সিরিজের দুটি মডেলের ল্যাপটপ উদ্বোধন করেছে এইচপি। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ১৫-এএক্স ২২০টিএক্স ও ২২১টিএক্স মডেলের ল্যাপটপ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

06/06/2017
‘আইসিসির অভিশাপ’ ঘুচল তামিমের

শিরোনাম পড়েই অনেকে বাঁকা চোখে তাকাতে পারেন। আইসিসি শব্দটা তামিমের জন অভিশাপ নাকি! তামিম ইকবালকে যে বিশ্ব চিনল বিশ্বকাপ দিয়েই। ২০০৭ সালে দুই ধাপ এগিয়ে জহির খানকে মারা ছক্কাগুলো তো এখনো চোখে ভাসে সবার।

শিরোনাম পড়েই অনেকে বাঁকা চোখে তাকাতে পারেন। আইসিসি শব্দটা তামিমের জন অভিশাপ নাকি! তামিম ইকবালকে যে বিশ্ব চিনল বিশ্বকাপ দিয়েই।

06/06/2017
বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলী’র প্রভাস?

‘বাহুবলী’ ছবি করে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছেন দক্ষিণী তারকা প্রভাস। দেশ-বিদেশের অন্তত ছয় হাজার তরুণী তাঁকে বিয়ে করতে উদ্‌গ্রীব। বিয়ের অনেক প্রস্তাবও এসেছে। কিন্তু প্রভাস তাতে কান দেননি। তাই প্রশ্ন ওঠে, তবে কি প্রভাসের কোনো গোপন প্রণয় আছে?

সব জল্পনার মাঝে হঠাৎ কলকাতার গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রভাস বিয়ের পিঁড়িতে বসছেন। দিন-তারিখ ঠিক না হলেও আগামী বছর তিনি ‘সিঙ্গেল’ থেকে ‘ডাবল’ হচ্ছেন।

06/06/2017
টয়োটার গাড়ি রাস্তায় চলবে, আকাশেও উড়বে

উড়ুক্কু গাড়ির দিন খুব কাছেই। আর দুই থেকে তিন বছরের মধ্যেই আকাশে উড়তে দেখা যাবে গাড়ি। বিশ্বের বড় বড় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা উড়ুক্কু গাড়ির পেছনে বিনিয়োগ শুরু করেছে। জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা যেমন এক ধাপ এগিয়ে।

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা উড়ুক্কু গাড়ি নির্মাণ করে এমন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ওপর বিনিয়োগ করেছে। ২০২০ সাল নাগাদ ছোট গাড়ির আকারের উড়ুক্কু যান বাজারে আনার লক্ষ্য টয়োটার।

06/06/2017
জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি বললেন অর্থমন্ত্রী।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে বাজেট গত বৃহস্পতিবার পেশ করেছেন অর্থমন্ত্রী, সে বাজেটকে তিনি নিজেই আখ্যায়িত করলেন তাঁর জীবনের শ্রেষ্ঠতম বাজেট হিসেবে।

যাঁরা এক লাখ টাকা ব্যাংকে রাখতে পারেন, তাঁরা আমাদের দেশের তুলনায় সম্পদশালী: বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী।

05/06/2017
সাবধান! শোয়ার ঘর থেকে টিভি সরান

একটু আয়েশ করে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অনেকেই শোয়ার ঘরে টেলিভিশন রেখে দেন। একই ঘরে হয়তো ঘুমায় শিশুরাও। কিন্তু গবেষকেরা শিশুদের ঘুমানোর ঘরে টিভি না রাখতে সাবধান করে দিয়েছেন।

গবেষকেরা শিশুদের ঘুমানোর ঘরে টিভি না রাখতে সাবধান করে দিয়েছেন। তাঁরা বলেছেন, শোয়ার ঘরে টিভি থাকলে শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

05/06/2017
সালমানকে নিয়ে ক্যাটরিনার রসিকতা

সাবেক প্রেমিক জুটি সালমান খান আর ক্যাটরিনা পাঁচ বছর পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। এবার তাঁরা জুটি বেঁধেছেন ‘এক থা টাইগার’ ছবির সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’-এ। দুজনের প্রেমের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই রয়েছে। দুজন দুজনকে নিয়ে তাই মাঝেমধ্যে রসিকতা করতেও ছাড়েন না।

দুজনের প্রেমের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই রয়েছে। দুজন দুজনকে নিয়ে তাই মাঝেমধ্যে রসিকতা করতেও ছাড়েন না।

05/06/2017
ঘামের দুর্গন্ধ তাড়াতে যা করবেন।

গরমের এই সময়ে কমবেশি সবাই ঘামের দুর্গন্ধ নিয়ে বিড়ম্বনায় পড়েন। ঘামের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন পরিচ্ছন্ন থাকার পাশাপাশি ডিওডোরেন্ট ও পারফিউম তো ব্যবহার করা হয়ই। এর সঙ্গে আয়ুর্বেদিক কিছু নিয়ম মেনে চললে ঘামের দুর্গন্ধ দূর হবে অনেকটাই।

গরমের এই সময়ে কমবেশি সবাই ঘামের দুর্গন্ধ নিয়ে বিড়ম্বনায় পড়েন।

31/05/2017
এশিয়ার ‘নতুন বাঘ’ বাংলাদেশ

মানুষ একসময় ‘এশিয়ান টাইগারস’ বা ‘এশিয়ার বাঘ’ বলতে সাধারণত হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকেই বুঝত বা বোঝাত। এই চার দেশ ১৯৬০ থেকে ১৯৯০ সালের মধ্যে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুবাদেই মূলত অমন খ্যাতি পেয়েছিল।

কিন্তু এখন এশিয়ার অর্থনীতিতে বাঘ মানে আরও একটি দেশের নাম মনের মাঝে উঁকি দেয়। নতুন এই দেশটির নাম বাংলাদেশ।

মানুষ একসময় ‘এশিয়ান টাইগারস’ বা ‘এশিয়ার বাঘ’ বলতে সাধারণত হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকেই বুঝত বা বোঝাত। কিন্তু এখন এশিয়ার অর্থনীতিতে বাঘ মানে আরও একটি দেশের নাম মনের মাঝে উঁকি দেয়। নতুন এই দেশটির নাম বাংলাদেশ।

30/05/2017
সিগারেট নিয়ে বিরল চিত্রকর্ম নিলামে!

একসময় ইমপেরিয়াল টোব্যাকোর বিজ্ঞাপনে স্থিরচিত্র ব্যবহার করা হতো। কিন্তু মূল ছবিগুলো কখনো প্রদর্শিত হয়নি। আঁকা এসব ছবির বেশ কয়েকটিতে দেখা যাচ্ছে, নারীরা খুব তৃপ্তির সঙ্গে ধূমপান করছেন। এমন ছবিও আঁকা হয়েছে, যেখানে শিশুদের হাতে রয়েছে সিগারেট।

ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে ইমপেরিয়াল টোব্যাকোর কারখানাটি গত বছরের মার্চে বন্ধ হয়ে যায়। ওই পাঁচতলা ভবনের দেয়ালে দেয়ালে সিগারেট নিয়ে পুরোনো বিরল নানান তৈলচিত্র ঝোলানো আছে। সেই তৈলচিত্রগুলো এবার নিলামে তোলা হচ্ছে।

30/05/2017
জন্মের পরই হাঁটল শিশুটি!

ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে, যাতে সদ্য জন্ম নেওয়া একটি শিশুকে হাঁটতে দেখা গেছে। ব্রাজিলের একটি হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়। জন্মের কয়েক মিনিট পরেই যখন শিশুটিকে গোসলের জন্য ধাত্রী নেওয়ার চেষ্টা করছিলেন, তখনই তাকে হাঁটতে দেখা যায়।

ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে, যাতে সদ্য জন্ম নেওয়া একটি শিশুকে হাঁটতে দেখা গেছে। ব্রাজিলের একটি হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়।

30/05/2017
টেডি বিয়ারের জন্য হাসপাতাল!

এমন অভিনব এক হাসপাতাল চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে শিশুদের শখের পুতুলের।

ভাবুন তো একবার, আপনার সন্তানের শখের টেডি বিয়ারটি অসুস্থ। আপনি ও আপনার সন্তান মিলে টেডি বিয়ারকে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দিলেন তাকে। কি, অদ্ভুত মনে হচ্ছে তো?

30/05/2017
তিনি ১১২টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন

শিয়েন প্রায় হুবহু সুরে ১১২টি জাতীয় সংগীত গাইতে পারেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতও তিনি শিখেছেন, যা কিনা পাঁচটি ভিন্ন ভাষায় গাইতে হয়। ড্যানিশ ও আরবি সুর রপ্ত করতে তাঁর বেশ বেগ পেতে হয়েছে। তবে ফরাসি, স্প্যানিশ ও জার্মান কিছুটা সহজ মনে হয়েছে।

মালয়েশিয়ার ৩১ বছর বয়সী থিয়ান সি শিয়েন ১১২টি দেশের জাতীয় সংগীত মুখস্থ করেছেন। কেবল মালয় ও ইংরেজি ভাষা জানলেও এতগুলো ভাষার গান দিব্যি গাইতে পারেন।

30/05/2017
শিস দিয়ে সুরে সুরে প্রেম!

হিমালয়ের পাদদেশ ও এর আশপাশের বনাঞ্চলের মানুষ মুখ দিয়ে পাখির শিসের মতো শব্দ করেন। এই সুরেলা শব্দ দিয়েই তাঁরা মনের ভাব প্রকাশ করেন। তবে সেখানকার প্রেমিক-প্রেমিকারাই এই ভাষায় সবচেয়ে বেশি কথা বলেন।

হিমালয়ের পাদদেশে ঘুরতে যাওয়ার সৌভাগ্য যদি আপনার হয়ে থাকে, তাহলে কখনো বনের ভেতর থেকে অচেনা দ্বৈত সুর কানে এসে পৌঁছাতে পারে। মনে হবে যে একজন সুরকার তাঁর যন্ত্রে কোনো সুর তুলতে চাইছেন। আসলে তা নয়। এটি দুই প্রেমিক-প্রেমিকার সাংকেতিক ভাষা।

30/05/2017
তিন সপ্তাহে তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

উত্তর কোরিয়া আবারও পরীক্ষামূলকভাবে স্কাড ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি।

30/05/2017
কে জিতবে চ্যাম্পিয়নস ট্রফি?

চ্যাম্পিয়নস ট্রফি মানে চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায় না! জানি, এতে অবাক হচ্ছেন, বিস্ময় খেলা করে যাচ্ছে আপনার চোখের তারায়।

চ্যাম্পিয়নস ট্রফি মানে চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায় না।

30/05/2017
এটাই কি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দল?

প্রশ্নটার একটাই উত্তর হওয়ার কথা। ওয়ানডে র‍্যাঙ্কিং চালু হওয়ার পর বেশির ভাগ সময় যে বাংলাদেশ ১০ দলের মধ্যে ১০ নম্বর হয়ে থেকেছে, সেই বাংলাদেশই এখন র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। একসময় বাংলাদেশের কাছে জিম্বাবুয়েও ছিল অজেয় এক শক্তি।

প্রশ্নটার একটাই উত্তর হওয়ার কথা। ওয়ানডে র‍্যাঙ্কিং চালু হওয়ার পর বেশির ভাগ সময় যে বাংলাদেশ ১০ দলের মধ্যে ১০ নম্বর হয়ে থেকেছে, সেই বাংলাদেশই এখন র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে।

30/05/2017
ভক্তদের জন্য ঢাকায় জিৎ

আগামী ৫ জুন জিৎ ঢাকায় আসবেন বলে জানিয়েছে বস টু ছবির বাংলাদেশ অংশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও এর বাংলাদেশ অংশের পরিচালক আবদুল আজিজ। এবার এসে জিৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির প্রচারে অংশ নেবেন।

শুটিংয়ে নয়, এবার শুধু দর্শক-ভক্তদের জন্য বাংলাদেশে আসছেন টালিউডের অভিনেতা জিৎ।

30/05/2017
২২ রানে নেই বাংলাদেশের ৬ উইকেট!

২১ রানে ২ উইকেট তুলে নিয়ে শুরুতে ভারতকে ভালোই চেপে রেখেছিল বাংলাদেশ। বাংলাদেশের শুরুটাও হলো প্রায় একই রকম। ১১ রানে ২ উইকেট নেই।

ভারতকে ওই অবস্থা থেকে বের করেছিল ধাওয়ান-কার্তিকের জুটি। কিন্তু বাংলাদেশের তৃতীয় উইকেট জুটি এক রানও যোগ করল না।

যাওয়া-আসার মিছিল! একের পর এক ব্যাটসম্যান নামছেন। কে নামল ব্যাট হাতে, দর্শক ঠিকমতো বুঝে ওঠার আগেই সেই ব্যাটসম্যানের সাজঘরে ফেরা! এই চলছে বাংলাদেশের ইনিংসে। ভারতের ৩২৪ রানের জবাবে ২৫ রানে বাংলাদেশের ৬ উইকেট নেই।

27/05/2017
ভিন্ন স্বাদে শরবত

এই গরমে শরবতের জুড়ি নেই! কিছু স্পেশাল মেনু জানতে পড়ুন। লাইক শেয়ার করে জানিয়ে দিন সবাইকে!

এই গরমে কিছুক্ষণের জন্য হলেও যেন প্রশান্তি দেয় ঠান্ডা শরবত। দুধ, টক দই ইত্যাদি দিয়ে বানিয়ে নিতে পারেন ভিন্ন ধাঁচের শরবত।

27/05/2017

সম্প্রতি ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্রেইগসলিস্টসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে এ ধরনের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ওই সব বিজ্ঞাপনে বলা হয়েছে, যৌনতার বিনিময়ে ব্যাচেলর মেয়েদের বাসা ভাড়া দেওয়া হবে।

27/05/2017
বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসার আগ্রহ ব্যক্ত করেছেন। রবিবার আরব ইসলামিক আমেরিকান সামিটে (এআইএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন। ট্রাম্প তখন বলেন, ‘হ্যাঁ আমি বাংলাদেশে আসব। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসার আগ্রহ ব্যক্ত করেছেন।

27/05/2017
নেতা হতে নয়, শেখার জন্য পথে নেমেছি।

ফেসবুকের প্রধান নির্বাহীর সাফ কথা, তিনি রাজনৈতিক উদ্দেশ্য ঘুরছেন না। তিনি ঘুরছেন সম্পর্ক উন্নয়নের জন্য। ফেসবুকে লেখা এক পোস্টে নিজের উদ্দেশ্যর কথা খোলাসা করেছেন ৩৩ বছর বয়সী জাকারবার্গ। তিনি বলেছেন, ‘নেতা হতে নয়, শেখার জন্য পথে নেমেছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ?

27/05/2017
এক মাসে এক কোটি!

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের নতুন এই মডেলের স্মার্টফোনটি গত ২১ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হয়।

এক মাসেরও কম সময়ে এক কোটি গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং ইলেকট্রনিকস।

27/05/2017
সুন্দর নখ যদি পেতে চান

নখের যত্ন নেবার আগে জেনে নিন আপনার নখের ধরণ। সাধারণত ৫ ধরনের নখ দেখা যায়- শুষ্ক, ভঙ্গুর, ক্ষতিগ্রস্থ, নরম এবং সাধারণ। আপনি যদি সাধারণ নখের অধিকারী হয়ে থাকেন তাহলে আর আলাদা যত্নের প্রয়োজন হবে না।

27/05/2017
এই গরমে লিচুর শরবত

প্রচণ্ড গরমে ঠান্ডা শরবতের জন্য প্রাণ আঁইঢাঁই তো করবেই। তাই বলে যেখানে সেখানে শরবতে মুখ দিয়ে বসবেন না! রাস্তার ধারের শরবতওয়ালারা যতই মধুর সুরে আপনাকে ডাকুক, সেই ফাঁদে পা দিতে যাবেন না। কারণ, একবার অসুখে পড়লে আর দেখতে হবে না।

প্রচণ্ড গরমে ঠান্ডা শরবতের জন্য প্রাণ আঁইঢাঁই তো করবেই। তাই বলে যেখানে সেখানে শরবতে মুখ দিয়ে বসবেন না! রাস্তার ধারের শরবতওয়ালারা যতই মধুর সুরে আপনাকে ডাকুক, সেই ফাঁদে পা দিতে যাবেন না।

27/05/2017
ফ্রিজ পরিষ্কার রাখবেন যেভাবে

ফ্রিজ পরিষ্কারের সময় ভেতরের সব সবজি, ফল বাইরে বের করে রাখুন। এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিন। ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন। বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন তাহলে সমস্ত ময়লা উঠে আসবে।

এমন আরো উপায় জানতে পোস্টে ক্লিক করুন!

খাবার সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি দরকার যে যন্ত্রটি সেটি হলো ফ্রিজ। আধুনিক এই সময়ে ফ্রিজ ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। বিপদের বন্ধু এই ফ্রিজের নিতে হবে সঠিক যত্ন। রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন।

26/05/2017
পরচুলায় দেড় কেজি সোনা!

পরচুলায় করে সোনা পাচারের কথা শুনেছেন কখনো! হ্যা, এমনই ঘটেছে আমাদের দেশের এয়ারপোর্টে।

বিস্তারিত নিউজে দেখুন!

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রাতে মো. আমিনুল হক নামের এক যাত্রীর কাছ থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে আটক করা হয়।

26/05/2017
এই গরমে লিচুর শরবত

রাস্তার ধারের শরবতওয়ালারা যতই মধুর সুরে আপনাকে ডাকুক, সেই ফাঁদে পা দিতে যাবেন না। কারণ, একবার অসুখে পড়লে আর দেখতে হবে না।

সবচেয়ে ভালো হয় নিজেই তৈরি করে খেতে পারলে। আর শরবত তৈরি তো সবচেয়ে সহজ কাজ।
চলুন জেনে নেই লিচুর শরবত তৈরির রেসিপি।

প্রচণ্ড গরমে ঠান্ডা শরবতের জন্য প্রাণ আঁইঢাঁই তো করবেই। তাই বলে যেখানে সেখানে শরবতে মুখ দিয়ে বসবেন না! রাস্তার ধারের শরবতওয়ালারা যতই মধুর সুরে আপনাকে ডাকুক, সেই ফাঁদে পা দিতে যাবেন না।

25/05/2017
সাকিবকে নিয়ে দুশ্চিন্তা নেই মাশরাফির

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ রানে আউট হওয়ার পর কাল শেষ ম্যাচে করলেন ১৯। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সাকিব আল হাসানের ফর্মহীনতা ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিষয়টা নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না।

‘আমাদের দলের ব্যাটিংয়ের অভিজ্ঞতাটা অমূল্য। আমাদের আছে তামিম, সাকিব। যদিও সাকিব খুব ভালো ফর্মে নেই, কিন্তু আমি নিশ্চিত, সে স্বরূপে ফিরবে। তামিম, মুশফিকুর, মাহমুদউল্লাহ সবাই খুব ভালো ফর্মে আছে। আশা করছি, আমরা আরও ভালো করব।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Media Fume posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share