15/04/2024
মোবাইল ছিল না বলে ছেলেবেলা টা মাঠে কাটিয়েছি❤️
ড্রেনে পড়া কালো হয়ে যাওয়া বল নিয়ে খেলেছি.. ঘেন্না ছিল না. ছিল শুধু উৎসাহ.
সারা বছর ভোরবেলা উঠতে না পারলেও বার্ষিক পরীক্ষার পর, মাধ্যমিকের পর ভোর বেলা উঠে খেলতে যেতাম মাঠে.
বিকেল বেলা কাটতো বন্ধু ও বড় ভাইদের সাথে ক্রিকেট খেলা নিয়ে।
শুক্রবার হলে পাশের পাড়ার সাথে ক্রিকেট খেলা রাখতাম। 7 Up বাজি 😊
খেলতে গিয়ে কেটে গেলে ঘাস পাতা দিয়ে রক্ত বন্ধ করা জেনারেশন আমি.
পাড়ার কোনো এক দাদুর আমাদের খেলা নিয়ে বিরোধিতা সামলে তার বাড়ির সামনেই খেলতে যাওয়া জেনারেশন আমি
ভাগ্গিস মোবাইল ছিলোনা🥰