Giveup

Giveup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Giveup, Digital creator, .

The Broncos' Mile High Magic is gone, and Mile High Misery has returned | Paul KleeClick >>>>> See more
18/09/2023

The Broncos' Mile High Magic is gone, and Mile High Misery has returned | Paul Klee
Click >>>>> See more

But these are the Broncos, and the magic is long gone. They know only Mile High Misery.

A recent catch in Alaska looks like it came straight out of Dr. Seuss’ “One Fish, Two Fish, Red Fish, Blue Fish.”
18/09/2023

A recent catch in Alaska looks like it came straight out of Dr. Seuss’ “One Fish, Two Fish, Red Fish, Blue Fish.”

A recent catch in Alaska looks like it came straight out of Dr. Seuss’ “One Fish, Two Fish, Red Fish, Blue Fish.”

17/09/2023

একজন গবেষক বলছেন গত পনের কিংবা বিশ বছরের মধ্যে এমন কয়েকটি ভূমিকম্প হয়েছে যেগুলোর উৎপত্তিস্থল ছিলো ঢাকার আশেপাশে....

ঢাকার আশেপাশে বারবার ভূমিকম্প কি কোন সতর্কবার্তা?ঢাকায় ইদানিং মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হচ্ছে।Article informationAutho...
17/09/2023

ঢাকার আশেপাশে বারবার ভূমিকম্প কি কোন সতর্কবার্তা?
ঢাকায় ইদানিং মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হচ্ছে।

Article information
Author,রাকিব হাসনাত
Role,বিবিসি বাংলা, ঢাকা
৫ ঘন্টা আগে
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এ নিয়ে চলতি মাসেই মোট তিনটি ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে।

ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার দুপুরে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৬০ কিলোমিটার দুরে টাঙ্গাইলের একটি এলাকায়।

যদিও উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তিও রয়েছে। কারণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যও বলছে, এর উৎপত্তিস্থল টাঙ্গাইল। কিন্তু দুটোর যেখানেই হোক-উভয় স্থানই রাজধানী ঢাকার কাছে।

ভূমিকম্প বিষয়ক গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন ভূমিকম্পের সম্ভাব্য দুটি উৎসই ঢাকার দেড়শ কিলোমিটারের মধ্যে এবং এ ছাড়া ঢাকার পাশ্ববর্তী কয়েকটি এলাকায় ভূমিকম্পের ইতিহাসও আছে।

বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল- এসব এলাকায় বড় ধরণের ভূমিকম্প হলে সেটাই হবে ঢাকার জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলে তিনি মনে করেন।
ঢাকার কাছে ভূমিকম্প নতুন নয়
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মাঝে মধ্যেই যেসব ভূকম্পনগুলো অনুভূত হয়, যার উৎস সাধারণভাবে বাংলাদেশের বাইরে এবং এই শহর থেকে ২০০/৩০০ কিলোমিটার দূরে।

অনেকগুলো ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল পূর্ব দিকে মিয়ানমার অথবা ভারতের মিজোরাম, মনিপুর এবং উত্তরে আসাম, নেপাল কিম্বা ভুটানে।

কিন্তু এর মধ্যেই অনেক ছোট-বড় ভূমিকম্প হয়েছে যার উৎসস্থল ছিলো ঢাকার কাছাকাছি এলাকাগুলোতেই।

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন যে গত পনের কিংবা বিশ বছরের মধ্যে এমন কয়েকটি ভূমিকম্প হয়েছে যেগুলোর উৎপত্তিস্থল ছিলো ঢাকার আশেপাশের কয়েকটি জেলা, যার মধ্যে আছে- নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এলাকা।

এর মধ্যে শক্তিশালী ভূমিকম্প হিসেবে ২০১০ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পের কথাই বলে থাকেন গবেষকরা।

এছাড়া ফরিদপুর থেকেই গত দেড় দশকের মধ্যে অন্তত দুবার ভূমিকম্পের উৎপত্তি হওয়ার তথ্য পাওয়া যায়।

তিন বছর আগে, ২০২০ সালের ২৫শে ফেব্রুয়ারি টাঙ্গাইলের ১২ কিলোমিটার পূর্বে ৪ মাত্রার ভূমিকম্প হয়।

এছাড়া ২০০৮ সালে টাঙ্গাইলের নাগরপুরে এবং ২০১৯ সালে মির্জাপুরে চার মাত্রার নিচে ভূমিকম্প হয়েছে বলে বলছে আর্থকোয়েকট্র্যাক।

এছাড়া চলতি বছরের মে মাসেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিলো যার উৎপত্তিস্থল ছিলো ঢাকার দোহার থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকায় তখনি উদ্বেগ প্রকাশ করেছিলেন গবেষকরা।

ওই একই স্থান হতে ২০১২ সালের ১৮ই মার্চ ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

মি. আখতার বলছেন টাঙ্গাইলের মধুপুর ফল্ট ভূমিকম্পের একটি উৎস।

ময়মনসিংহ থেকে টাঙ্গাইল বিশেষ করেন টাঙ্গাইলের মধুপুর গড়ের লালমাটি থেকে যমুনার পললভূমি- যেটা ঢাকার কাছে কেরানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত, এই পুরো ৭০ কিলোমিটার এলাকা জুড়ে এই ফল্ট।

আর সম্প্রতি গত মাসেই আরও যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিলো যেগুলোর উৎপত্তিস্থল ছিলো সিলেট অঞ্চলের সীমান্ত এলাকায়।

নেপালে বড় ধরণের ভূমিকম্প হয়েছিলো ২০১৫ সালে।
ছবির উৎস,GETTY IMAGES
ছবির ক্যাপশান,
নেপালে বড় ধরণের ভূমিকম্প হয়েছিলো ২০১৫ সালে।

কতটা ঝুঁকি কোথায়, ঢাকার কত কাছে
বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ভূ-পৃষ্ট আলাদা আলাদা বিট বা প্লেট টেকটোনিক দিয়ে তৈরি হয়েছে, যা নিচের নরম পদার্থের ওপরে ভাসছে। সারা পৃথিবীতে এরকম বড় সাতটি প্লেট এবং অসংখ্য ছোট ছোট সাব-প্লেট রয়েছে।

এগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে বা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে, তখন ভূ-তত্ত্বের মাঝে ইলাস্টিক এনার্জি শক্তি সঞ্চিত হতে থাকে।

সেটা যখন শিলার ধারণ ক্ষমতার পেরিয়ে যায়, তখন সেই শক্তি কোন বিদ্যমান বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে। তখন ভূ-পৃষ্টে কম্পন তৈরি হয়, সেটাই হচ্ছে ভূমিকম্প।

যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন।

সৈয়দ হুমায়ুন আখতার বলছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ একটি গবেষণা করেছিলো এবং সে গবেষণা অনুযায়ী বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত অঞ্চল, যেখানে দুটো প্লেটের সংযোগস্থল।

এখানে একটি প্লেট আরেকটার নীচে তলিয়ে যাচ্ছে। সেটি হলো – ইন্ডিয়া প্লেট বার্মা প্লেটের নীচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের হাওড় হয়ে মেঘনা নদী হয়ে দক্ষিণে বঙ্গোপসাগর বরাবর ওই প্লেটটি তলিয়ে যাচ্ছে।

“গবেষণা বলছে এই সাবডাকশান জোনই হলো ভূমিকম্পের উৎস স্থল। আমাদের গবেষণা দেখা গেছে এই সাবডাকশান জোনে যে পরিমাণ শক্তি সঞ্চয় হয়ে আছে তার মাত্রা ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রা পর্যন্ত। সাধারণত বড় ধরণের ভূমিকম্পগুলো এমন জোনেই হয়। যেটা চিলি, আলাস্কা বা জাপানেও দেখা যায়,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের আরেকটি উৎস হলো ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। বিশেষ করে এর পশ্চিমাংশ আরেকটা ভূমিকম্পের উৎস।

আর বাংলাদেশকে ঘিরে ভূমিকম্পের এ দুটি উৎস কাছাকাছি হলেও সাবডাকশান জোনটিই হলো ভয়ংকর, বলছেন মি. আখতার।

“এগুলো ঢাকা থেকে ৭০-১৫০ কিলোমিটার দূরে। যে কারণে ৮ মাত্রার ভূমিকম্প হলে সেটাতেই ঢাকার অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা আছে,” বলছিলেন সৈয়দ হুমায়ুন আখতার।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি এবং এখানকার ভবনগুলোর প্রযুক্তিগত দুর্বলতা অনেক বেশি।

“কারণ শহর গড়ে উঠেছে অপরিকল্পিত উপায়ে এবং সরকারের প্রস্তুতি ও জনসচেতনতার অভাব প্রকট। অর্থাৎ ঝুঁকির তীব্রতা বাড়াতে যা যা দরকার সবই ঢাকায় বিদ্যমান। এ কারণেই মনে হচ্ছে ভূমিকম্পগুলো ঢাকার দিকে এগিয়ে আসছে”।
ঘনবসতি ও প্রযুক্তিগত দুর্বলতা নিয়ে তৈরি হওয়া অসংখ্য ভবনের কারণে ঢাকাকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।

কত বছর পর পর হয় ভূমিকম্প
বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন সাবডাকশন জোনে বড় আকারের দুটো ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান হচ্ছে ৮০০ থেকে ৯০০ বছর।

ময়নামতি পাহাড়ে বৌদ্ধ বিহারের যে স্থাপনা ওই এলাকা থেকে লোকজন অভিবাসন করে চলে গেছে ৮০০ থেকে ১,০০০ বছর আগে। তাদের এই অভিবাসনের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক ছিল।

"তাহলে আমরা ধরে নিতে পারি এখানে যে শক্তি সঞ্চিত ছিল সেটা ৮০০ বা ১০০০ বছর আগে ছেড়ে দিয়েছে এবং নতুন করে শক্তি সঞ্চিত হচ্ছে," বলেন হুমায়ুন আখতার।

তাই আরেকটা বড় মাপের ভূমিকম্পের আশংকা আছেও বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

বাংলাদেশে বড় ভূমিকম্পের ইতিহাস
বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায় ১৫৪৮, ১৬৪২, ১৬৬৩, ১৭৬২, ১৭৬৫, ১৮১২, ১৮৬৫, ১৮৬৯ সালে ভূমিকম্প হওয়ার ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায়। তবে এসবের মাত্রা কত ছিল তা জানা যায় না।

এছাড়া ১৮২২ ও ১৮১৮ সালে সিলেট ও শ্রীমঙ্গলে ৭.৫ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়। অবশ্য এর ক্ষয়ক্ষতির তেমন বর্ণনা পাওয়া যায় না।

গবেষকদের মতে বাংলাদেশে গত ১২০-২৫ বছরে মাঝারি ও বড় মাত্রার প্রায় শতাধিক ভূকম্প অনুভূত হয়েছে। তবে এসবের মধ্যে সাত বা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যা খুব বেশি নয়।

যদিও বাংলাদেশ ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত এবং এর নিচে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তা বের হলে বাংলাদেশে বেশ বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

বেশিরভাগই ভবন বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ছবির উৎস,GETTY IMAGES
ছবির ক্যাপশান,
বাংলাদেশে বেশিরভাগই ভবন বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কীভাবে ভূমিকম্প পরিমাপ করা হয়?
মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল (Mw) নামে ভূমিকম্প পরিমাপ করার একটি স্কেল আছে। এটি এরআগে ভূমিকম্প মাপার যন্ত্র হিসেবে পরিচিত রিখটার স্কেলকে প্রতিস্থাপন করেছে। রিখটার স্কেলকে এখন পুরানো এবং তেমন নির্ভুল নয় বলে বিবেচনা করা হয়।

ভূমিকম্পের যে সংখ্যাটি দেয়া হয়, তা দিয়ে ফল্ট লাইন কতটুকু সরেছে এবং যে গতি এই সরানোর পেছনে কাজ করেছে সেটি নির্দেশ করে।

২.৫ বা তার কম কম্পন সাধারণত অনুভূত হয় না, তবে যন্ত্রে ধরা পড়ে। পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয় এতে সামান্য ক্ষতি হতে পারে। ৭.৮ মাত্রার ভূমিকম্প বেশ শক্তিশালী বলে ধরা হয় এবং এতে মারাত্মক ধরণের ক্ষতি সাধিত হয়। যেমনটি তুরস্কে এবার হয়েছে।

৮ মাত্রার বেশি কোন ভূমিকম্প যে কোনো কিছুর ভয়াবহ ক্ষতি করতে পারে এবং এর কেন্দ্রে থাকা কমিউনিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে।...See more

একজন গবেষক বলছেন গত পনের কিংবা বিশ বছরের মধ্যে এমন কয়েকটি ভূমিকম্প হয়েছে যেগুলোর উৎপত্তিস্থল ছিলো ঢাকার আশেপাশে....

'Nightmare finally over': Danelo Cavalcante caught with technology, police dogs. Live updatesDanelo Cavalcante, the conv...
13/09/2023

'Nightmare finally over': Danelo Cavalcante caught with technology, police dogs. Live updates

Danelo Cavalcante, the convicted murderer who broke out of a Pennsylvania prison nearly two weeks ago, was captured Wednesday, police said, concluding an exhaustive manhunt that bore down on rural areas of the state, closed schools and jangled the nerves of local residents.

Cavalcante was apprehended around 8 a.m. after his heat signal was detected hours earlier by a plane with a thermal imaging camera west of Pennsylvania Route 100, north of Prizer Road, Pennsylvania State Police Lt. Col. George Bivens said at a news conference.

The plane zeroed in on Cavalcante's location after a burglar alarm alerted authorities to his presence shortly after midnight. After waiting out a storm overnight, law enforcement closed in on the area early Wednesday.

“They had the element of surprise,” Bivens said. “Cavalcante did not realize he was surrounded until that had occurred.”

Cavalcante tried to escape, crawling through thick underbrush with a rifle he stole from a homeowner earlier in the week, Bivens said. A search dog was released and “subdued him,” Bivens said, adding that Cavalcante sustained a “minor” dog bite.

Cavalcante, 34, was “forcibly” taken into custody as he continued to resist, he said.

A photo displayed at Wednesday's news conference shows Cavalcante, wearing long pants and a Philadelphia Eagles sweatshirt, being held by uniformed authorities after his capture.

“Our nightmare is finally over, and the good guys won,” Chester County District Attorney Deb Ryan said.

Danelo Souza Cavalcante is taken into custody at the Pennsylvania State Police barracks at Avondale Pa., on, Sept. 13, 2023.
Cavalcante to be questioned, taken to state prison to serve life sentence
Bivens said Cavalcante was taken to the Avondale state police station to be questioned. He will ultimately be taken to a state correctional facility where he'll begin serving a life sentence after being convicted of murder last month.

Footage from a local TV station showed law enforcement officials escorting Cavalcante, draped in a silver blanket, out of an armored vehicle and into the Avondale State Police Barracks on Wednesday at about 9:45 a.m.

Onlookers got out of their cars, waving and watching from overpasses as a column of law enforcement vehicles took Cavalcante into custody.

Cavalcante escaped from Chester County Prison on Aug. 31 while he was awaiting transfer to a state facility to serve the life sentence for stabbing a former girlfriend, Deborah Brandao, in 2021. He also is wanted in a 2017 murder in his native Brazil.

Emotional toll:The escaped prisoner Danelo Cavalcante was caught. Why the ordeal scared us so much.

Arrest caps intensive manhunt, several sightings
The fugitive's arrest ends a search involving about 500 officers who used dogs, helicopters and horses to scour dense woodlands across Chester County. Police most recently focused their pursuit on South Coventry Township in northern Chester County, roughly 20 miles north of the prison he escaped.

On Monday night, Cavalcante was spotted there several times, including when he walked into the open garage of a home in a rural area 40 miles northwest of Philadelphia, stole a rifle and fled as the homeowner shot at him several times with a pistol.

Authorities closed roads and released warnings urging residents to stay inside and lock their doors Tuesday. One local school district canceled classes twice this week. Two other school districts near Longwood Gardens, a popular tourist destination, closed twice last week after sightings of Cavalcante in the area.

Danelo Souza Cavalcante, 34, escaped from Chester County Prison in Pennsylvania on Aug. 31, 2023, prompting a massive manhunt by law enforcement of the area. He had recently been convicted of murder in the 2021 stabbing death of his former girlfriend.
Police say they thwarted attempts to aid Cavalcante
At the news conference Wednesday, Bivens said there were people intent on helping the fugitive, but law enforcement was able to forestall the aid.

“We had been successful to the best of my knowledge in preventing that assistance from reaching him," Bivens said.

Cavalcante illegally immigrated to the U.S. and found himself in Pennsylvania because he had family and friends there. Authorities have been tight-lipped about whether any of them cooperated with police or Cavalcante.

Cavalcante’s sister was arrested by the U.S. Immigration and Customs Enforcement and could face deportation over "some immigration issues,” Bivens has said.

Though Bivens said Eleni Cavalcante “chose not to assist” police, he has not said whether she tried to help her brother.

Family of slain ex-girlfriend can 'sleep again'
Ryan said Brandao's family was relieved and thankful to law enforcement.

“They can now finally sleep again,” Ryan said.

Ryan had said the family had been holed up in their house and terrified during the search for Cavalcante. USA TODAY has reached out to the family.

Days before his escape, Cavalcante was sentenced to life in prison for stabbing Brandao in front of her 7-year-old daughter and 3-year-old son. Prosecutors say he killed her to stop her from telling police he was wanted for murder in Brazil. The jury took just 15 minutes to decide his guilt.

Cavalcante was in a relationship with Brandao for about a year and a half and "engaged in a horrific pattern of domestic violence," Ryan said. He stabbed Brandao 38 times in broad daylight, she said.

"His depravity knows no bounds," she said the day of his escape.

How Cavalcante escaped from prison
Cavalcante broke free by "crab-walking'' his way up two walls in the exercise yard, breaking through razor wire and running across a roof. A watch tower officer, who has since been fired, didn't see him slip away.

Security footage shows the moment at about 8:50 a.m. on Aug. 31 when Cavalcante used his outstretched arms and legs to brace himself between the walls and "crab walk" up before disappearing.

It was the second escape from the facility in recent months.

In May, inmate Igor Bolte broke out from the same location in a similar way but was seen by the tower officer on watch and quickly recaptured. Cavalcante's escape differed in two important ways: He had to get through razor wire that was added after Bolte's escape, and nobody saw him do it.

Cavalcante's disappearance was discovered nearly an hour later during an inmate count after the block returned from the yard.

Prison officials have since pledged to increase staff and install a fence to close the space above the prison yard wall that Bolte and Cavalcante scaled...See more

Danelo Cavalcante, who escaped from a Pennsylvania prison Aug. 31, was located by a heat signal and subdued by a search dog, sustaining a minor bite.

India's spaceship Aditya is heading towards the Sun - what will it do there?Launched by Aditya L1 spacecraft2 September ...
13/09/2023

India's spaceship Aditya is heading towards the Sun - what will it do there?

Launched by Aditya L1 spacecraft

2 September 2023
India has launched its first solar mission. The country's first solar observation mission 'Aditya-L1' was launched from Sriharikota on Saturday at 11.50 am local time. Aditya is another name of Surya.

Aditya will collect information about the Sun's atmosphere. Aditya will travel for the next four months and be placed at the Lagrange point, or L1 point, in a 'halo' orbit between the Sun and Earth. A Lagrange point is described as a parking lot in the middle of the Sun's path.

You can read and watch more on BBC Bengali
The Lagrange point at which Aditya L-1 will collect data

Surya Path's 'Parking Lot'
The distance of that Lagrange point from the earth is 15 lakh km. This distance, however, is only one percent of the distance from the Earth to the Sun, 15.1 million kilometers.

The Lagrange point is the point where the gravitational and repulsive forces of the Sun and Earth interact, allowing spacecraft to remain stationary upon reaching this region. As the satellite remains stationary, little fuel is required. Even during a solar eclipse, it is possible to continue scientific observations by looking at the Sun from the Lagrange point.
However, the spacecraft will orbit the Earth for the next 16 days before reaching its final destination.
PSLV-C57 rocket carrying Aditya-L1

How much is the sun vacation?
ISRO has not disclosed how much the mission will cost, but Indian media reports say the cost of the mission is around 1.4 billion Indian rupees.

ISRO said the orbiter has seven scientific instruments that will carry out close observations of the solar corona (the outermost layer), photosphere (the surface of the Sun or the part of the Sun we see from Earth) and chromosphere (a thin layer of plasma that lies between the photosphere and the corona), all three.

The data sent by Aditya will enable studies of the solar wind, solar flares and their effects on near-Earth space weather.
The stars on which our lives depend

'The stars on which our lives depend...'
Former ISRO scientist Mylaswamy Annadurai explains that the Sun constantly influences Earth's weather through radiation, heat and flux of particles and magnetic fields. At the same time, it also affects the space weather.

In his words, "Space weather also plays a role in the performance of satellites. Solar wind or storms can affect the satellite's electronics, or even break down the power supply system. There are gaps in our knowledge of space weather," Mr. Annadurai.

Mr. Annadurai said the Aditya spacecraft will help us better understand the Sun, the star on which our lives depend, and also provide early warning.

He says, "If events like solar wind or solar flares are known a few days in advance, Aditya will help us move our satellites and save them from damage. It will also increase the life of our satellites in space."

"The star that holds the entire solar system together will increase our scientific knowledge about the sun," said Mr. Annadurai.
If the mission is successful
India has more than 50 satellites in space. They provide important services in areas such as communication systems, weather information, pest infestation, drought and forecasting of impending disasters.

If the Aditya L-1 mission is successful, India will join the list of countries that are already observing the Sun.

Japan launched the first such mission in 1981, and NASA and the European Space Agency have been closely observing the Sun since the 1990s.

NASA and the United States jointly launched a 'Solar Orbiter' in February 2020, which is gathering data from the Sun's closest approach.

Again, NASA's new spacecraft 'Parker Solar Probe' made history in 2021 by first flying through the outer atmosphere of the sun, the corona....If you like the news, you can reward Click this link

আদিত্য এল ১ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করে সূর্যের অভিমুখে তার প্রথম অভিযান শুরু করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্....

চাঁদে মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫, ব্যর্থ হলো অভিযানগত ১১ই অগাস্ট লুনা-২৫ উৎক্ষেপণ করা হয়।২০ অগাস্ট ২০২৩রা...
13/09/2023

চাঁদে মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫, ব্যর্থ হলো অভিযান

গত ১১ই অগাস্ট লুনা-২৫ উৎক্ষেপণ করা হয়।

২০ অগাস্ট ২০২৩
রাশিয়ার পাঠানো চন্দ্রযান লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। সাতচল্লিশ বছর পরে পরে রাশিয়া লুনা-২৫ নামের মহাকাশযানটি চাঁদে পাঠিয়ে পাঠিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়েছে।

এটি ছিল প্রথম মহাকাশ যান যেটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল। কিন্তু এই মহাকাশ যানটি অবতরণের পূর্ববর্তী কক্ষপথে অগ্রসর হবার পরে সমস্যা দেখা দেয়।

এই চন্দ্রযানটি চাঁদের এমন একটি অংশে অভিযান চালানোর কথা ছিল যেখানে জমাট বাঁধা পানি ও মূল্যবান বস্তু থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস শনিবার সকালে জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১১:৫৭ মিনিটে লুনা-২৫ চন্দ্রযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রসকসমস-এর বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে তথ্য-প্রমাণে মনে হচ্ছে, ৮০০ কেজি ওজনের চন্দ্রযানটি চাঁদের উপরিভাগের সাথে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়। সোমবার মহাকাশযানটির চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পরিকল্পনা করা হয়েছিল।

কেন এই চন্দ্রযানটি বিধ্বস্ত হয়েছে সেটি খুঁজে বের করার জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হবে বলে রসকসমস জানিয়েছে।

লুনা-২৫ চন্দ্রযান বিধ্বস্ত হবার ঘটনা রসকসমস-এর জন্য একটি বড় ক্ষতি। গত বেশ কয়েক বছর যাবত এই প্রতিষ্ঠানটির অবনমন হচ্ছে কারণ রাশিয়ার বাজেটের একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য রাশিয়ার লুনা-২৫ প্রতিযোগিতা করছে ভারতের চন্দ্রায়ন-৩ এর সাথে। ভারতের চন্দ্রযান আগামী তিন সপ্তাহের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে।

রসকসমস স্বীকার করেছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ ঝুঁকিপূর্ণ এবং এটি ব্যর্থ হতে পারে। গত ১১ই অগাষ্ট এই চন্দ্রযানটি পাঠানো হয় এবং গত বুধবার সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

ক্ষয়িষ্ণু অবস্থা
এক সময়ে মহাকাশ অভিযানে যে সোভিয়েত রাশিয়ার বিশাল ভূমিকা ছিল, এই অভিযানের ব্যর্থতা থেকে ক্ষয়িষ্ণু অবস্থা পরিষ্কার হয়ে উঠছে।

কিন্তু এই ব্যর্থতা রাশিয়ার মহাকাশ শক্তির পতনকেই তুলে ধরেছে, যারা স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ অভিযানে বিশাল ভূমিকা রেখেছিল। ১৯৫৭ সালে পৃথিবীর কক্ষপথে স্পুটনিক-১ নামে প্রথম মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া এবং সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মানুষ যিনি ১৯৬১ সালে মহাকাশে ভ্রমণ করেছিলেন।

চন্দ্রপৃষ্ঠে রাশিয়ার মহাকাশযান বিধ্বস্তের ঘটনা ঘটলো এমন সময় যখন দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশটি বহু দশকের মধ্যে বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধ যার প্রধান কারণ।

সোভিয়েত নেতা ব্রেজনেভের শাসনামল ১৯৭৬ সালের পর থেকে চাঁদে আর কোন মিশন পাঠানোর চেষ্টা করেনি রাশিয়া।

চাঁদে মহাকাশযান বিধ্বস্ত হওয়ার এই খবরটি আট নম্বরে প্রচার করা হয়েছে দেশটির সরকারি টেলিভিশনে, সেখানে মাত্র ২৬ সেকেন্ডের খবর পরিবেশন করা হয়েছে। এর আগে যেসব খবর প্রকাশ করা হয়েছে, তার মধ্যে আছে টেনেরিফে একটি আগুনের খবর আর রাশিয়ান পাইলট ও ক্রুদের পেশাদারি অবকাশ কাটানো নিয়ে একটি সংবাদ।...If you like the news, you can reward Click this link

রসকসমস স্বীকার করেছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ ঝুঁকিপূর্ণ এবং এটি ব্যর্থ হতে পারে। গত ১১ই অগাষ্ট এই চন্দ্রয...

ইউএসবি-সি চার্জিং পোর্ট এবং আরো যা রয়েছে নতুন আইফোন ১৫তেআইফোন ১৫ এর স্ক্রিন আগের তুলনায় উজ্জ্বল এবং ক্যামেরা সিস্টেম আরো...
13/09/2023

ইউএসবি-সি চার্জিং পোর্ট এবং আরো যা রয়েছে নতুন আইফোন ১৫তে

আইফোন ১৫ এর স্ক্রিন আগের তুলনায় উজ্জ্বল এবং ক্যামেরা সিস্টেম আরো উন্নত

Article information
Author,ড্যানিয়েল থমাস
Role,বিজনেস রিপোর্টার
৪ ঘন্টা আগে
নতুন আইফোনে লাইটনিং চার্জিং পোর্ট ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়ন বাধ্য করার পর এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বার্ষিক এক অনুষ্ঠানে আইফোন ১৫ উন্মোচন করার পরে এই টেক জায়ান্ট জানিয়েছে, ‘বিশ্বজুড়ে গ্রহণযোগ্য মান’ হিসেবে তারা ইউএসবি-সি কেবল ব্যবহার করবে।

অনুষ্ঠানে আরো বেশি উন্নত চিপ সমৃদ্ধ নতুন একটি অ্যাপল ওয়াচ (ঘড়ি)ও উন্মোচন করা হয়েছে।

কিন্তু একজন প্রযুক্তি বিশ্লেষক বলেছেন, ‘সংবাদ শিরোনাম হতে পারে’ এমন চমক দেয়ার মতো কোন তথ্য অ্যাপলের কাছ থেকে এবার না আসায় অনেকেই হতাশ হতে পারেন।

প্রযুক্তি বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের বেন উড বলেছেন, “আইফোন এবং ওয়াচ যে পর্যায়ে পৌঁছে গেছে সেখান থেকে নতুন আইফোনটি খুব বেশি চমক জাগানোর মত নয়।”

“এ থেকে বোঝা যায় যে, আইফোন এবং ওয়াচ ডিভাইসগুলো কতটা পরিমার্জিত হচ্ছে এবং প্রতিবছর সত্যিকার অর্থে বড় কোন আপডেট নিয়ে আসাটা কতটা কষ্টকর।”

অ্যাপল একটি ইউএসবি-সি-টু-লাইটনিং পোর্ট অ্যাডাপ্টর বাজারে এনেছে যার দাম পড়বে ২৯ পাউন্ড বা ৩৬ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার টাকার মতো।

নতুন আইফোন হ্যান্ডসেট আগামী সপ্তাহে বাজারে আসবে।

এতে ২০১২ সালের পর প্রথমবারের মতো বিকল্প একটি চার্জিং পোর্টের ফিচার যোগ করা হলো।

অ্যাপল জানিয়েছে, বর্তমানে যেসব ইউএসবি-সি কেবল অনেক অ্যাপল ল্যাপটপ ও আইপ্যাডে কাজ করে, সেগুলো নতুন ভার্সনের এয়ারপড প্রো এয়ারফোন এবং তারযুক্ত এয়ারপড হেডফোনের ক্ষেত্রেও কাজ করবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপলকে তাদের মালিকানাধীন চার্জিং পোর্ট বাতিল করতে বলেছে, যাতে ভোক্তাদের জীবন সহজ হয়, অর্থ সাশ্রয় হয় এবং একই চার্জার ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহারের মাধ্যমে ই-বর্জ্য উৎপাদন কমানো যায়।

অনেকে অবশ্য সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপের কারণে সামনের বছরগুলোতে বাতিলকৃত কেবলের পরিমাণ বেড়ে যেতে পারে।

এর প্রতিক্রিয়ায় অ্যাপল মঙ্গলবারের উন্মোচন অনুষ্ঠানে তাদের নতুন ডিভাইসগুলোর বিষয়ে পরিবেশগত কিছু প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ রেঞ্জকে প্রথমবারের মতো কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ করা।.....আরো দেখুন

মঙ্গলবার বার্ষিক এক অনুষ্ঠানে আইফোন ১৫ উন্মোচন করার পরে এই টেক জায়ান্ট জানিয়েছে, ‘বিশ্বজুড়ে গ্রহণযোগ্য মান’ হিস....

13/09/2023

Apple is set to unveil the iPhone 15 later on today without its traditional lightning cable charger.

Can the new Apple iPhone 15 thunder without lightning?By Zoe KleinmanTechnology EditorAs I write this there are still se...
13/09/2023

Can the new Apple iPhone 15 thunder without lightning?

By Zoe Kleinman
Technology Editor
As I write this there are still several hours before Apple unveils the latest version of its best-selling product, the iPhone.

In the last few weeks we've seen the handset come under pressure separately from both the EU and China. Globally, smartphone sales in general are slowing, and Apple's highly anticipated virtual reality headset - which the firm seemed to be positioning as a potential future iPhone - won't go on sale until next year.

When it does it will have a whopping $3,500 (£2,780) price tag.

And so, in the meantime, we get to meet the 16th generation of a device which changed the smartphone landscape forever when it launched in 2007.

It may be, ahem, mature, but it still commands enormous interest today - there are already more than 230 million Google search results for the phrase "iPhone 15", despite no official previews from Apple itself.

If you dive in and start reading the speculation and "leaks" buzzing around, you'll see that the iPhone 15 models are likely to be a little lighter than their predecessors, with an improved chip, better battery life, better camera and titanium chassis.

You may feel that I could have written something pretty similar this time last year, or the year before that. I probably did.

Apple handset generations, like most devices, tend to feature incremental improvements most of the time. It's one of the issues blamed for slowing sales worldwide. People are holding on to their devices longer - not only because they are expensive both financially and environmentally - but also because there's no longer the same burning justification to treat yourself to an upgrade.

"I think Apple probably realise they've reached a point where there's such a critical mass of iPhones that simply maintaining those volumes is a phenomenal achievement," Ben Wood, a smartphone expert at the analysts CCS Insight told me.

He agrees that while we probably won't see a radically different iPhone on stage at Apple's annual September event in the US this evening, what we will see is the theatre of a wealthy company well-versed in performing for its fan club.

Having said that, there is one physical development you won't have seen before, and if you're in Europe, you'll certainly notice it. The iPhone 15 will almost certainly have a USB-C charging cable point.

Currently iPhones rely on a proprietary lightning cable, while most other devices - including others made by Apple - tend to use USB-C. The crucial physical difference is that the two are different shapes. So if, for example, you have an iPhone and a Kindle, your iPhone charger won't fit in the port for your Kindle and vice versa.

Apple has long insisted that diversifying products always leads to greater innovation. It has also pushed wireless charging as an alternative for several years - all handsets since the iPhone 8 have been compatible.

Nonetheless, the EU has had enough, and declared that all portable devices need to be compatible with a universal charger by December 2024. And the rest of the consumer tech sector isn't about to convert to lightning, even if Apple were to allow it.

But you might be justified in adding that cable to your cable drawer (you know the one) rather than ditching it - Ben Wood says there's a booming market in second hand iPhones, especially in Africa.

"iPhones are getting into the hands of people who couldn't previously afford them… and it locks them into the Apple ecosystem," he said.

The EU isn't the only territory laying down the law. Last week China reportedly banned the iPhone from state-run buildings (as you can imagine, there are rather a lot of those) on security grounds.

This has less to do with the phone itself and more to do with the ongoing tech tussle between China and the US - but it caused Apple's share price to wobble. The majority of people in China use Android devices, but the iPhone is the best-selling premium (by which I mean top-dollar) handset.

It's additionally awkward for Apple because it still makes products there. It has been trying to move away - the iPhone 14 is assembled in India, for example - but it still needs Chinese-based companies and factories.

Apple still needs China then. But how much do the rest of us need - or want - the new iPhone? We're about to find out...See more

Apple is set to unveil the iPhone 15 later on today without its traditional lightning cable charger.

12/09/2023

আর্থ্রাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয়। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করত...

12/09/2023

আর্থ্রাইটিস: হাঁটু বা শরীরের জয়েন্টে ব্যথা বা বাত ব্যথা কেন হয়? লক্ষণ কী? এরকম ব্যথা কমানোর উপায় কী?

২৭ নভেম্বর ২০২২
আর্থ্রাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয়।

এটি নির্দিষ্ট একটি রোগ নয়। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করতে পারে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ৫ জনের একজনই আর্থ্রাইটিসে আক্রান্ত।

চিকিৎসকরা বলছেন আর্থ্রাইটিসের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলো হাড়ের জয়েন্ট অর্থাৎ হাড়ের গিঁটের সাথে সম্পর্কিত।

আর্থ্রাইটিসের লক্ষণ কী?

কী কী ধরনের আর্থ্রাইটিস আছে?

কীভাবে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব?

বিশেষজ্ঞেরা কী বলছেন?

বিস্তারিত এই ভিডিওতে।

ভিডিওটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।

বিবিসি বাংলার আরও খবর:

চিনি ও মিষ্টি : শরীরের জন্য কতটা ভাল, কতটা খারাপ?

ভুলে যাওয়া রোগটি কেন হয়, স্মৃতি হারানোর সাথে পার্থক্য কী?

ফুসফুসের ক্যান্সার: সবচেয়ে প্রাণঘাতী এই ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা কী?

হলুদ, মরিচ, আদার মতো মসলায় যেসব গুণাগুণ লুকিয়ে আছে

তেল: ক্যান্সারের ঝুঁকি কি কমাতে পারে রাইস ব্র্যান অয়েল? এই তেল কতটা উপকারী আর ঝুঁকিই বা কতটা?...See more

https://shrinke.me/iwul5C

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Giveup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share