15/11/2018
"কোন মানুষই মন থেকে হারিয়ে যায়না ... ডায়রীর পাতার ফাঁকে ময়ূরের পালকটা ঠিকিই রয়ে যায় ... প্রিয় গানটার কোন এক কলিতে মিশে থাকে সে ... ঘুমানোর সময় পাশের খালি জায়গাটা দখল করে নেয় তার স্মৃতি ..
মজার বিষয় হলো সেই মানুষটাকে দেখা যায় না ছোঁয়া যায় না শুধুই অনুভব করা যায় ...নিজের মনের ভিতর তার অস্তিত্বের শব্দ পাওয়া যায় !! শুধু মানুষটাই মন থেকে খুব আস্তে করে হারিয়ে যায় ... মানুষটার স্মৃতি গুলো হারায় না ...
মানুষ চলে যাবে হারিয়ে যাবে এটা কোন বড় ব্যাপার না কিন্তু তাদের দেওয়া টুকরো টুকরো স্মৃতি গুলো নিয়ে যাচ্ছে না এটা মস্ত বড় একটা বিষয়..
অনলাইনে প্রতিটি মানুষের আগে যে মানুষটার নামটা সাজানো থাকতো! একটা সময় তার নামটা সার্চ বক্সে টাইপ করলেও আর আসে না ...একদম জোর দিয়ে খুজতে গেলে কালো রঙ্গের নামটা জিনিয়ে দেয় অনেক কিছুই !! অতীত নামের বিষাক্ত জিনিসটা আস্তে করে বিষ ছড়িয়ে দেয় সব কিছুর মধ্যে...
পুরনো অতীত আসলে কখনোই হারিয়ে যায় না ... অতীত গুলো ঠিক আগের নিয়মেই অতীতের জায়গায় রয়ে যায় ... একটা সময় খুব নিপুন ভাবেই যত্ন সহকারে সেই অতীত নামক বাড়িটা থেকে তোমাকে মুছে দেওয়া হবে. !! খুব পরিচিত খুব আপন বাড়িটা কিন্তু ঠিকই একদম আগের মতই রয়ে যাবে ...
মাঝে মাঝে বুকের হৃদপিন্ড নামক জায়গাটায় ধুকপুক করতে থাকে . শক্ত হাত দুটো কাঁপতে থাকে ...ইচ্ছে করবে ঐ হাত দুটো দিয়ে অতীতের সেই পুরোন বাড়িটার দরজায় কড়া নাড়তে ..তবে ঐ ইচ্ছাটা জন্মানোর সাথে সাথেই সেই ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করে ফেলা ছাড়া তেমন কোন উপায় তখন সামনে থাকবে না!
তুমি, আমি আর আমাদের অতীতের পুরনো বাড়িটা একদম ঠিক আগের মতই আছে ... শুধু ঐ বাড়ির কাঠের দরজার সামনে ইয়া বড় বড় মায়ার অদৃশ্য অক্ষর দিয়ে লেখা আছে পুনরায় এখানে প্রবেশ করা নিষেধ..
বুকের ভিতরে জমতে থাকা ভালোবাসা গুলো বিদ্রোহ করে করে বলেঃ "সবকিছুই ঠিক আগের মতই আছে . শুধু সেখানে প্রবেশ করার অনুমতি নেই!