কাব্য কথন - ""kabbyo kothon""

  • Home
  • কাব্য কথন - ""kabbyo kothon""

কাব্য কথন - ""kabbyo kothon"" সংরক্ষিত কিছু শব্দগুচ্ছ, কাব্যকথা।

15/11/2018

"কোন মানুষই মন থেকে হারিয়ে যায়না ... ডায়রীর পাতার ফাঁকে ময়ূরের পালকটা ঠিকিই রয়ে যায় ... প্রিয় গানটার কোন এক কলিতে মিশে থাকে সে ... ঘুমানোর সময় পাশের খালি জায়গাটা দখল করে নেয় তার স্মৃতি ..

মজার বিষয় হলো সেই মানুষটাকে দেখা যায় না ছোঁয়া যায় না শুধুই অনুভব করা যায় ...নিজের মনের ভিতর তার অস্তিত্বের শব্দ পাওয়া যায় !! শুধু মানুষটাই মন থেকে খুব আস্তে করে হারিয়ে যায় ... মানুষটার স্মৃতি গুলো হারায় না ...

মানুষ চলে যাবে হারিয়ে যাবে এটা কোন বড় ব্যাপার না কিন্তু তাদের দেওয়া টুকরো টুকরো স্মৃতি গুলো নিয়ে যাচ্ছে না এটা মস্ত বড় একটা বিষয়..

অনলাইনে প্রতিটি মানুষের আগে যে মানুষটার নামটা সাজানো থাকতো! একটা সময় তার নামটা সার্চ বক্সে টাইপ করলেও আর আসে না ...একদম জোর দিয়ে খুজতে গেলে কালো রঙ্গের নামটা জিনিয়ে দেয় অনেক কিছুই !! অতীত নামের বিষাক্ত জিনিসটা আস্তে করে বিষ ছড়িয়ে দেয় সব কিছুর মধ্যে...

পুরনো অতীত আসলে কখনোই হারিয়ে যায় না ... অতীত গুলো ঠিক আগের নিয়মেই অতীতের জায়গায় রয়ে যায় ... একটা সময় খুব নিপুন ভাবেই যত্ন সহকারে সেই অতীত নামক বাড়িটা থেকে তোমাকে মুছে দেওয়া হবে. !! খুব পরিচিত খুব আপন বাড়িটা কিন্তু ঠিকই একদম আগের মতই রয়ে যাবে ...

মাঝে মাঝে বুকের হৃদপিন্ড নামক জায়গাটায় ধুকপুক করতে থাকে . শক্ত হাত দুটো কাঁপতে থাকে ...ইচ্ছে করবে ঐ হাত দুটো দিয়ে অতীতের সেই পুরোন বাড়িটার দরজায় কড়া নাড়তে ..তবে ঐ ইচ্ছাটা জন্মানোর সাথে সাথেই সেই ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করে ফেলা ছাড়া তেমন কোন উপায় তখন সামনে থাকবে না!

তুমি, আমি আর আমাদের অতীতের পুরনো বাড়িটা একদম ঠিক আগের মতই আছে ... শুধু ঐ বাড়ির কাঠের দরজার সামনে ইয়া বড় বড় মায়ার অদৃশ্য অক্ষর দিয়ে লেখা আছে পুনরায় এখানে প্রবেশ করা নিষেধ..

বুকের ভিতরে জমতে থাকা ভালোবাসা গুলো বিদ্রোহ করে করে বলেঃ "সবকিছুই ঠিক আগের মতই আছে . শুধু সেখানে প্রবেশ করার অনুমতি নেই!

15/11/2018
আলো অন্ধকারে যাই....!!!
15/11/2018

আলো অন্ধকারে যাই....!!!

15/11/2018

অস্তিত্ব হারিয়ে যাওয়ার উপক্রম হলে চারপাশ থেকে যে মানুষগুলো একে একে সরে যায়, চাবি হারিয়ে গেলে তারাই সবার আগে তালা ভাঙতে ছুটে চলে আসে। আসলে ভাঙাটা একটা তাৎক্ষণিক লোভ। তা সে হাটের মাঝখানে হাঁড়িই হোক বা মাঠের মাঝখানে মন।

অপেক্ষার সুদীর্ঘ সড়কে হাঁটতে নেমে হৃদয় যখন বারবার পথ হারিয়ে ফেলে, তখনই দূরত্বের জলে আলগাভাবে পা ডুবিয়ে বসে থাকা ধৈর্য্যের গায়ে ফুটে ওঠে ছোট ছোট ফাটলের দাগ। কার জন্য বৃষ্টিতে ভিজে শুধু একটা বই ফেরৎ দিতে আসা?

কার জন্য মিস করে ফেলা ন'টা সাতের ট্রেন? কার জন্য রাতের পর রাত ভাত বেড়ে বসে থাকা? কার জন্য বিছানায় ও'পাশ ফিরে চোখের জল? উত্তর দেয় না কেউ। কেউ দিতে বাধ্যও নয়।

আজ যার জন্য এত কিছু, কাল সে কে ছিলো? পরশুদিন সেকি আদৌ দাঁড়িয়ে থাকবে পাশে? এসব সাতপাঁচ না ভেবেই যখন সবসমেত জড়িয়ে পড়া, তখন সাময়িক মনখারাপের মেঘ জমলেও পরিস্থিতি বানভাসি হওয়ার আশঙ্কা কম।

আসলে যুক্তি কোনওকালেই আবেগের ভাষা বুঝে উঠতে পারেনি। তাই একসাথে পালন করা অনেকগুলো জন্মদিনের স্মৃতি, এক মুহূর্তে ফিকে হয়ে যায় যখন উল্টোদিকের মানুষটা হঠাৎ আঙুল তুলে চিৎকার করে ওঠে।

তখন আঙুলের নিশানায় থাকা মানুষটা সেইসব জন্মদিনে আনা কেকগুলোর মতো একটা অচেনা মুখের দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে শুধু, ক্ষতবিক্ষত হওয়ার আগে অবধি।

15/11/2018

অনেকগুলো নিঃসঙ্গ রাত কেটে গেলেও কেউ খোঁজ নেয় না, তুমি খেয়েছো কিনা ... অনেকগুলো ঘুমন্ত সকাল কেটে গেলেও কখনোই অ্যালার্ম ছাড়া কেউ তোমার ঘুম ভাঙ্গায় না. অনেকগুলো নির্ঘুম রাতে তুমি ভীষণভাবে কাউকে চাও, কিন্তু কাউকেই পাও না !!

তুমি তারপরেও নিজেকে বুঝাও ... তুমি নিজেই কষ্ট পাও, নিজেই নিজেকে সান্ত্বনা দাও ... জোর করে বলো, "ভালো আছি" ... তুমি নিজেই মিথ্যে বলো, তুমি নিজেই মিথ্যে শুনো ... হঠাৎ করেই তোমার বুকটা হুহু করে ওঠে ... তুমি বুকের ভেতর থেকে ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলে একাকীত্বকে ঘুম পাড়ানোর চেষ্টা করো !!

একাকীত্ব ঘুমিয়ে যায় ঠিকই ... একাকী মানুষটাই ঘুমাতে পারে না ... এপাশ ওপাশ করে কিছু একটা খুজতে থাকে ... কিছু একটার অভাব বোধ করতে থাকে ... এই "কিছু একটা" এর খোঁজ সে নিজেও জানে না !!

29/06/2018

পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে
কারো জন্য বুকের ভিতরে কষ্ট লুকিয়ে,
চোখে জল রেখে, মুখে হাঁসি রেখে!
নীরবে কান্না করা..!!

29/06/2018

দেয়াল 💜
আমি যে দেয়াল টাকে চিনি ধারনা করেছি ঐ সব দেয়াল পৃথীবির শ্রেষ্ঠ দেয়াল" এসব দেয়ালের প্রতিটি ইটের ভিতর লুকিয়ে থাকে হাজার রকমের কস্ট,সুখ,বেদনা,আবার দেখিছি দেয়াল থেকে ঘাম ও পড়ে রক্ত ও বাহির হয় তারপরও দেয়াল দেয়ালের জায়গায় থাকে অদ্ভুত একটা দেয়াল!
আচ্ছা আপনি কখনো এই দেয়ালের এর উপরের থাকা শ্যাওলার ভিতরে বাড়তে থাকা আদর ভালোবাসা অনুভব করেছেন?
ভাবছেন দেয়ালের আবার ভালোবাসা আদর এসব হয় নাকি? আসলে আমি যে দেয়ালের কথা বলছি সেটা কোন ইট পাথরে গড়া দেয়াল নয় এটা রক্ত মাংসে গড়া একটা দেয়াল,এ দেয়াল টাকে আজ কাল মানুষ খুব অবহেলা করছে !!.
একটু ভালোবাসা দিয়ে এই দেয়ালের নাম করন করা হয়েছে" বাবা" প্রতিটি পরিবারের বাবারা হয় দেয়ালের মত' বাবাদের পুরো বুকটা জুড়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা ! বাবা শুধু একজন মানুষ নন, শ্রেষ্ঠ একটি সম্পর্কের নাম । বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।
আচ্ছা বাবার কাঁধটা কি অন্য সবার চেয়ে বেশি চওড়া? তা না হলে কি করে সমাজ সংসারের এতো দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা। বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক বেশি দ্রুত চলে? নইলে এতোটা পথ এতো অল্প সময়ে কি করে এতো শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা। আর বাবার ছায়া ...?
সেটাও শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। বড় যদি না হবে তবে জীবনের এতো উত্তাপ থেকে কি করে সন্তানকে সামলে রাখেন বাবা?
শতাব্দীর শ্রেষ্ঠ ভালোবাসার মানুষটার নাম হলো বাবা!
ভালো থাকুকু পৃথীবির সকল বাবারা

Address


Alerts

Be the first to know and let us send you an email when কাব্য কথন - ""kabbyo kothon"" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share