DM Al Amin

DM Al Amin Kasiani Gopalgonj bd news.com

27/08/2023

...

অনেক সুন্দর একটা থিম
26/05/2023

অনেক সুন্দর একটা থিম

ছেলে সিঙ্গেলদের কারণগুলোl রাজনৈতিক বড় ভাইদের মতো আমার চেহারায়ও ভাই ভাই একটা ভাব আছে। ফলে যেকোনো মেয়ের সঙ্গে পরিচয় হল...
18/02/2023

ছেলে সিঙ্গেলদের কারণগুলো
l রাজনৈতিক বড় ভাইদের মতো আমার চেহারায়ও ভাই ভাই একটা ভাব আছে। ফলে যেকোনো মেয়ের সঙ্গে পরিচয় হলেই ‘ভাইয়া’ ডেকে বসে।
l আমি যে সিঙ্গেল, এটা আমি ছাড়া আর কেউ বিশ্বাস করে না।
l প্রেমিকাদের প্রিয় খাবার রেস্তোরাঁর চিকেন। হলে থাকার কারণে প্রতিদিন ডাইনিংয়ে এক পিস করে মুরগির টুকরো খেতে খেতে মুরগির প্রতি আমার বিতৃষ্ণা চলে এসেছে। প্রেমিকার সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে সেই মুরগিকে ‘চিকেন’ ভেবে খাওয়া আমার পক্ষে সম্ভব না।
l ‘বাবু’ বলতে আমি কিউট কিউট ছোট বাচ্চাকে বুঝি। ২০-২৫ বছরের কাউকে আমি আদর করে ‘বাবু’ ডাকতে পারি না।
l প্রেমিকার সঙ্গে ফুচকা খাওয়া প্রেমিকদের প্রধান দায়িত্বের একটা। হাসি হাসি মুখ করে রাস্তাঘাটে যখন-তখন ফুচকার মতো অস্বাস্থ্যকর খাবার খেতে আমার প্রবল আপত্তি আছে।
l ‘স্টার জলসা’র রাশি কেন মারা গেল, কিংবা রাশি মারা না গেলে কেন মারা গেল না—এই বিষয়বস্তু নিয়ে কারও সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।
l অপেক্ষা করতে পারা প্রেমিকদের আরেকটা বড় গুণ, যেটা আমার নেই। কারও জন্য এক মিনিট অপেক্ষা করতে শুরু করলেই নিজের ওপরই বিরক্তি চলে আসে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা অসম্ভব।

l পিচ্চিদের মুখে আধো আধো বোল বড় আদুরে শোনায়। তাই বলে এই বয়সে এসে ‘ওলে আমাল বাবুতা’-টাইপের কথাবার্তার চর্চা অসম্ভব।

l একজনের পোষা বেড়াল কেন রাতে খায়নি, সে জন্য আবেগময় গলায় কাউকে সান্ত্বনা দেওয়া আমার পক্ষে সম্ভব না।

l সারা রাত পুটুর-পুটুর করে ‘খাইছ?’, ‘কী দিয়ে খাইছ?’, ‘কীভাবে খাইছ?’, ‘কেন খাইছ?’, ‘তাহলে তুমি খাইছ!’ ধরনের আলাপ আমার ভালো লাগে না।

l সিঙ্গেল থাকা একটা শিল্প। সবাই এটা পারে না।

l বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার মধ্যে হুট করে মোবাইল ফোন কানে চেপে সাইডে গিয়ে কথা বলা সম্ভব না।

l আমার ফেসবুকের পাসওয়ার্ড একান্তই নিজের ব্যাপার। এটা কারও সঙ্গে শেয়ার করতে আমার রুচিতে বাধে।

মেয়ে সিঙ্গেলদের কারণগুলো

l আমাকে দেখলেই ছেলেরা মনে করে, আমার কমপক্ষে দু-চারটা বয়ফ্রেন্ড আছে। এ জন্য সাহস করে কেউ এগিয়ে আসে না।

l একটা ছেলে সব সময় আমি কী করছি না করছি এসবের খোঁজখবর রাখছে—এটা আমার ভীষণ অপছন্দ।

l রাত জেগে ফুটবল খেলা দেখে ফোন করে কেউ কান্নাকাটি করবে আর রিয়াল মাদ্রিদ কেন গোল পেল না কিংবা বার্সেলোনা কেন কাপ জিতল না—এসব নিয়ে আলোচনা করবে, আর আমি সেটা শুনব! উফ্‌! অসহ্য!

l কারও সকালে ক্লাস বা পরীক্ষা, আর তাকে ডেকে দেওয়ার জন্য সাতসকালে আমাকে ঘুম ভেঙে ডাকাডাকি করতে হবে। অসম্ভব।

l আমাকে সময় না দিয়ে কেউ ভিডিও গেমস খেলে সময় নষ্ট করবে আর সেটা আমাকে মানতে হবে। এ রকম কিছু সম্ভব না।

l সকাল ১০টায় বের হওয়ার কথা দিয়ে সাড়ে ১০টায় ফোন দিয়ে শুনব এখনো ঘুমে। এটা মেনে নেওয়া সম্ভব না।

l রেস্তোরাঁয় খাওয়ার সময় বিল দেওয়ার কথা ভেবে কেউ বাঁকা চোখে তাকাবে, এটা আমার একদমই পছন্দ না।

l তাহসানের গান শুনি কিংবা নাটক দেখি বলে কেউ আমাকে হাসি-ঠাট্টা করবে আর আমি সেটা মেনে নেব! কক্ষনো না।

l এটা করা যাবে না, সেটা করা যাবে না কিংবা করলে কেন করছি—আমার ওপর কেউ এমন খবরদারি করবে, তা আমি মানতে পারি না।

l আমাকে সময় না দিয়ে জরুরি কাজের কথা বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, এ রকম মিথ্যুক কারও সঙ্গে চলা সম্ভব না।

l আমি যখন সিরিয়াল দেখব তখন কেউ ফোন দিয়ে বিরক্ত করবে, এটা মেনে নেওয়া সম্ভব না।

l মোবাইল ফোনে ওয়েটিং পেলেই কিংবা চ্যাটে রিপ্লাই দিতে দেরি হলেই তার জন্য জবাবদিহি করতে পারব না।

l আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার একান্তই নিজের ব্যাপার। এটা আর কারও সঙ্গে শেয়ার করতে আমার রুচিতে বাধে।

12/02/2023
12/02/2023
11/02/2023

“অনুসন্ধানের সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ইস্কেন্দেরুনে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে... বিস্তারিত : https://t.co/orHuFWH...

02/02/2023

আনন্দ আছে তৃপ্তি নেই।
সব আছে শান্তি নেই…
(মানুষ আছে মনুষ্যত্ব নেই)

বিয়ের ফুল ফোটানোর জন্যকোন সার ব্যবহার করবো?অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি! 🙂
26/12/2022

বিয়ের ফুল ফোটানোর জন্য
কোন সার ব্যবহার করবো?
অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি! 🙂

প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন,,যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন!            আলহামদুলিল্লাহ!🤲🤲
23/09/2022

প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন,,
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন!
আলহামদুলিল্লাহ!🤲🤲

সাফ ফুটবলে মেয়েদের জয়দৃষ্টি থাকুক আরও দূরে
22/09/2022

সাফ ফুটবলে মেয়েদের জয়
দৃষ্টি থাকুক আরও দূরে

20/08/2022

দেশের মানুষ আর বিএনপি-জামাত সরকারের সেই জ*ঙ্গি শাস*নামলে ফিরে যেতে চায় না।

বাংলাদেশকে জঙ্গী*দের স্বর্গরাজ্য বানিয়েছিল খালেদা-তারেক..
২০০১ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় তারেকের নির্দেশে ১৫০ জন আ*ল-কা*য়েদা জ*ঙ্গী সদস্য বাংলাদেশে প্রবেশ করে।

14/08/2022

_প্রেমে পড়ার আগেও আমাদের একটা পারফেক্ট লাইফ থাকে....🥀

পরিবার আত্মীয়স্বজন নিয়ে মেতে থাকা একটা জীবন।
হুট করে প্রেম আসে, একটা মানুষ এসে জীবনে যোগ হয়, বাবা মায়ের পরেই স্থান হয় সেই মানুষটির।

_সমস্ত আনন্দ অনুভব হয় তার জন্য। হৃদয়কে জাগ্রত করে হৃদয় দিয়ে আকাশ ছোঁয়ার সাহস তৈরি করে। হৃদয়ে আগুন জ্বালায় কিন্তু মনে শান্তি থাকে।

√আমার কাছে ভালোবাসা হলো একটা সার্কেল! ভালোবেসে আঘাত পাই, আঘাত পেয়ে ঘৃণা করি। ঘৃণা করতে করতে ভুলে যেতে চেষ্টা করি। ভুলে যেতে চাইলে, ভীষণ ভাবে মিস করতে থাকি। ~কিন্তু আবারও ভালোবেসে ফেলি।

বন্ধুদের আড্ডায় তাকে হুট করে মনে পড়ার অনুভূতি! তার নাম উচ্চারণে বুকের বা পাশে অদ্ভুত একটা অনুভুতি ❤️ প্রিয় গান,মুভি,বই,খেলা কোনো কিছুই ভালো লাগে না, যখন তার কথা ভাবি।

√ ভালোবাসা হলো যা আমার ছিলো তার দ্বিগুণ ফিরে পাওয়া। নিজের সুখ_ ভালোবাসার মানুষটির সুখ, নিজের কষ্ট_ ভালোবাসার মানুষের কষ্ট। সব এক হয়ে যাওয়া।

×কিন্তু যে ভালোবাসা বাবা-মায়ের অবাধ্য করে, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে দ্বার করায়, ভালোবাসার দায় দাসত্ব শেখায়, সে আর আমিতে বন্দি করে ফেলে। তাহলে এটা কোনো ভালোবাসা নয়, একটা জেলখানা।

বিদ্র: ভালোবাসা পৃথিবীটা স্বপ্নের মতো সুন্দর করতে পারে।

🙏 RAJESH 🥀

14/08/2022

তোমাকে পাবার জন্য যা করেছি,
তার অর্ধেক করলে বোধ হয় বিধাতাকে
এতোদিনে পেয়ে যেতাম।
কিন্তু তবুও তোমায় পেলাম না।
★★★আকাশ ছোঁয়া ভালোবাসা ★★★

13/08/2022

বাঙালির ভোট, নৌকায় হোক

20/05/2022

Address

ঢাকা খুলনা মহাসড়ক

Website

Alerts

Be the first to know and let us send you an email when DM Al Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share