জয়পুরহাট সংবাদ

  • Home
  • জয়পুরহাট সংবাদ

জয়পুরহাট সংবাদ Official page of Joypurhatsangbad is Leading online Bangla newspaper in Bangladesh. We provide 24X7

* অশ্লীল মন্তব্য থেকে নিজেকে বিরত রাখুন। আপনার মন্তব্যের জন্য পেজ কতৃর্পক্ষ দায়ী নয়।

* কোন ধর্ম, জাতি, ব্যক্তি, রাষ্ট্র –কে কটাক্ষ করে কোন ধরনের মন্তব্য আমাদের কাম্য নয়।

* সকল প্রকার অশ্লীল মন্তব্য থেকে নিজেকে দূরে রাখুন।

07/01/2024

পুরানাপৈল ইউনিয়ন
নৌকা- ৪০২৫
কাচি- ১৪৫২

07/01/2024

বাজালা স্কুল কেন্দ্রের ফলাফল: নৌকা- ২৪৯, কাঁচি- ১৯৫।

07/01/2024

জয়পুরহাট মহাবিদ্যালয় কেন্দ্র নৌকা ৮১৫, কাঁচি-৫৭৪।

07/01/2024

-জিন্দারপুর ইউনিয়ন-
নৌকা - ১১৬৭৮
কাচি - ৯৫৫

07/01/2024

-মাত্রাই ইউনিয়ন-
নৌকা ৮,৬২৫
কাঁচি ৪,৭২২

07/01/2024

-কালাই পৌরসভা-
নৌকা ৭,৪৫১
কাঁচি ৪২১

07/01/2024

জয়পুরহাট ২ আসনে নৌকা মার্কার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল ভোটে
এগিয়ে।

07/01/2024

ধরঞ্জী ইউনিয়ন
নৌকাঃ ৭,০৪৬
কাঁচিঃ ১০০২

07/01/2024

সদরের ভাদসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কা পেয়েছে ৩৬৫ ভোট এবং কাঁচি মার্কা পেয়েছে ৪৮৯ ভোট ৷

07/01/2024

উচাই বালিকা বিদ্যালয় কেন্দ্র ফলাফল: নৌকা ৫৭১, কাচি ১৯২

07/01/2024

জয়পুরহাট চিনিকল ভোট কেন্দ্র ফলাফল নৌকা-১৪৪২, কাঁচি-৯৮৫।

07/01/2024

সদর থানা উচ্চবিদ্যালয় জয়পুরহাট ফলাফল : নৌকা ৩৪৯, কাঁচি ২৮৮।

07/01/2024

জয়পুরহাট-১ আসনের ১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে সামছুল আলম দুদু পেয়েছেন ২২৮৪৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা কাঁচি প্রতিকে ভোট পেয়েছেন ৬৬৯০।

-এস এম শফিকুল ইসলাম

07/01/2024

কালাইয়ের মাত্রাই ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের ভোটের ফলাফল-

#কাটাহার-
নৌকা-১৭৪০
কাচিঁ-৮০৯
#ভেড়েন্ডী-
নৌকা-৯৯১
কাচিঁ-৫৬০
#শিবসমুদ্র-
নৌকা- ৯৩৩
কাচিঁ-৪২৮
#শাইলগুন -
নৌকা-১৩৪৬
কাচিঁ-৮৪৮
#বিয়ালা উচ্চ বিদ্যালয়।
নৌকা-১২৩৮
কাচিঁ-৮৭৫
#গাড়ইল মাদ্রাসা -
নৌকা -১২০০
কাচিঁ- ৩০০

07/01/2024

আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন
নৌকা ১০২০৮
কাঁচি ৯২৪

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার ...
07/01/2024

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (০৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছোটাছুটি করেন।

পরে পুলিশ সদস্যরা ককটেলের খোলস সরিয়ে ফেলেন।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে এই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পড়েই সব স্বাভাবিক হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানায়, ককটেল নয়, একটি পটকা ফুটানো হয়েছে। আমরা অপরাধীকে আটকের চেষ্টা করছি।

-শাহিদুল ইসলাম সবুজ

নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার ছাড়া কেউ মোটরসাইকেল বের করবেন না, জেলার বিভিন্ন জায়গায় বাইক ধরছে।ছবি : সংগ্রহ
06/01/2024

নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার ছাড়া কেউ মোটরসাইকেল বের করবেন না, জেলার বিভিন্ন জায়গায় বাইক ধরছে।

ছবি : সংগ্রহ

06/01/2024

জয়পুরহাটের কোন উপজেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয় ?

ভুয়া নিয়োগ বিজ্ঞাপ্তি।সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে জালিয়াতির সুযোগ নিচ্ছে একটি চক্র। হাসপাতাল...
03/01/2024

ভুয়া নিয়োগ বিজ্ঞাপ্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে জালিয়াতির সুযোগ নিচ্ছে একটি চক্র।
হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শিক্ষক নিবন্ধন থাকছে না শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।  এই নি...
03/01/2024

শিক্ষক নিবন্ধন থাকছে না
শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সরকারি কর্ম কমিশনের আদলে একটি কর্তৃপক্ষ। এ জন্য নতুন আইন তৈরির কাজ চলছে।

01/01/2024

'থার্টিফার্স্ট নাইট' উদযাপন করেননি কে কে?

শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে  আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ...
31/12/2023

শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩। উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় তাদের উদ্ভাবিত গবেষণা প্রকল্প গুলো প্রদর্শন করার সুযোগ পাবে।

ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ওই মেলার আযোজন করেছে।

গোল শূন্য ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো আক্কেলপুর ফুটবল একাডেমি বনাম কালাই উপজেলা একাদশের খেলা। ম্যাচ শেষে সেরা খেলোয়ারদের ম...
30/12/2023

গোল শূন্য ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো আক্কেলপুর ফুটবল একাডেমি বনাম কালাই উপজেলা একাদশের খেলা। ম্যাচ শেষে সেরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জয়পুরহাট দেবপাল আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৩ তম বাংলাদেশ মুন্ডা ছাত্র -ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন   অনুষ্...
29/12/2023

জয়পুরহাট দেবপাল আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৩ তম বাংলাদেশ মুন্ডা ছাত্র -ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন জয়পুরহাটের সোহেল রানাদেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের কর্মকান্ড ও ব...
29/12/2023

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন জয়পুরহাটের সোহেল রানা

দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের কর্মকান্ড ও বাংলাদেশের সৌন্দর্য নিয়ে 'তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট-২০২৩' জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছেন জয়পুরহাটের সোহেল রানা। তিনি কালাই পৌরসভার মুলগ্রাম মহল্লার আব্দুল আলিমের ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবে গার্ডেনে জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান মার্শাল শেখ আব্দুল হান্নান, বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিনোদন জগতের স্বনামধন্য তারকা ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জমকালো এ আসরের উপস্থাপনায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও ছোট পর্দার অভিনেতা সাজু খাদেম।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের আয়োজনে দুইমাস ব্যাপী ফেসবুক কেন্দ্রীক এ প্রতিযোগিতায় দেশের সব জেলার সকল বয়সের প্রতিযোগীরা অংশ নেন। জেলা পর্যায়ের প্রত্যেক বিজয়ীকে আইফোন- ১৪ এবং গ্র্যান্ড ফিনালে বিভাগীয় পর্যায়ের প্রত্যেককে একটি করে ১৫০ সিসি মোটরসাইকেল দেওয়া হয়।

সোহেল রানা বলেন, জয়পুরহাটের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি, এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। সামনের দিনগুলোতে এটি আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

আব্দুন নুর নাহিদ

***কালাই কৃষি কর্মকতা অরুণের বিশ্ব মৃত্তিকা পুরুস্কার অর্জনজয়পুরহাটের কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রা...
29/12/2023

***কালাই কৃষি কর্মকতা অরুণের বিশ্ব মৃত্তিকা পুরুস্কার অর্জন

জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। কৃষি অফিস সূত্র জানায়, ৫ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।

কৃষিতে নানা মুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

কৃষি কর্মকতা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় জানান, সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের নানামুখী অবদানের জন্যই এই অর্জন। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। যেন আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে আরো ভালভাবে কাজ করতে পারেন এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মিজানুর রহমান

**অভিনন্দন সোহেল রানা তোমার চোখে বাংলাদেশ জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন জয়পুরহাটের...
29/12/2023

**অভিনন্দন সোহেল রানা

তোমার চোখে বাংলাদেশ জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন জয়পুরহাটের সোহেল রানা।
গতকাল ঢাকা আর্মি গলফ ক্লাবে তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্টের গ্র্যান্ড ফিনালে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করা হয়।

**উপহার হিসেবে পেয়েছেন একটি মোটরসাইকেল।

সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।আবেদন শুরুর তারিখ ১০ জানুয়ারি  ২০২৪ শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
29/12/2023

সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।
আবেদন শুরুর তারিখ ১০ জানুয়ারি ২০২৪
শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪।

***কালাইয়ে পল্লী প্রাণী চিকিৎসকদের মতবিনিময় ও কমিটি ঘোষণা জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক পল্লী প্রাণী উন্নয়ন সমিতির চিকিৎসক...
28/12/2023

***কালাইয়ে পল্লী প্রাণী চিকিৎসকদের মতবিনিময় ও কমিটি ঘোষণা

জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক পল্লী প্রাণী উন্নয়ন সমিতির চিকিৎসকদের প্রাণিসম্পদ সেক্টরের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লী প্রাণী চিকিৎসক ফারুক হোসেনের সঞ্চালনায় সোহাগ মিয়া কিরণ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত SALO সম্প্রসারণ মাকছুদুর রহমান (রাজা) ও মিম দুগ্ধ ইলেকট্রনিক স্বত্বাধিকারী জালাল উদ্দীন লাদু।
এ সময় প্রধান অতিথি প্রাথমিক চিকিৎসকদের এন্টিবায়োটিক ব্যবহারের বাধ্যবাধকতা, চিকিৎসার পরিসীমাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
শেষে প্রাথমিক পল্লী প্রাণী চিকিৎসক উন্নয়ন সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে সোহাগ মিয়া কিরণকে সভাপতি ও ফারুখ হোসেন কে সাধারণ সম্পাদক মনোনিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মোঃ মিজানুর রহমান

27/12/2023

অভিনন্দন বাংলাদেশ !!

***দৃষ্টি আকর্ষণকিছুক্ষণ পূর্বে এই গাড়িটি ১২৫ সিসি, ক্ষেতলাল উপজেলার বড়াই ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে গেছে। যদি সহদয় কোন ব...
27/12/2023

***দৃষ্টি আকর্ষণ

কিছুক্ষণ পূর্বে এই গাড়িটি ১২৫ সিসি, ক্ষেতলাল উপজেলার বড়াই ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে গেছে। যদি সহদয় কোন ব্যক্তি উক্ত গাড়িটি কোথাও দেখে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করবেন।

01734-119188

সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৯ বছরে। এই শুভক্ষণে জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষারকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন একুশে টেলি...
27/12/2023

সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৯ বছরে। এই শুভক্ষণে জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষারকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম।

শুভ জন্মদিন বৈশাখী টিভি 💕। শুভেচ্ছা বৈশাখী পরিবারের সবাইকে। 💐

**৪৩ তম বিসিএসে জয়পুরহাটের কৃতি সন্তান আজিজুল ইসলাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে  সুপারিশপ্রাপ্ত হওয়ায় জয়পুরহাটের সং...
27/12/2023

**৪৩ তম বিসিএসে জয়পুরহাটের কৃতি সন্তান আজিজুল ইসলাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় জয়পুরহাটের সংবাদ এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

**৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জয়পুরহাটের কৃতি সন্তান এস্তামুল হককে জয়পুরহাট সংবাদ  এর পক্ষ থেকে জানাই ...
27/12/2023

**৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জয়পুরহাটের কৃতি সন্তান এস্তামুল হককে জয়পুরহাট সংবাদ এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

**৪৩ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জয়পুরহাটের কৃতি সন্তান কারিমুল ইসলাম সুজনকে জয়পুরহাট সংবাদ  এর পক্ষ থেকে ...
27/12/2023

**৪৩ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জয়পুরহাটের কৃতি সন্তান কারিমুল ইসলাম সুজনকে জয়পুরহাট সংবাদ এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

***কালাইয়ে অবৈধ পুকুর খনন বন্ধে মাঠে নেমেছেন ইউএনওজয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমা...
26/12/2023

***কালাইয়ে অবৈধ পুকুর খনন বন্ধে মাঠে নেমেছেন ইউএনও

জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি স্পটে ৮টি ব্যাটারি জব্দ, ৩টি ভেকু ও ৯টি মাটি বহনকারী ট্রাক্টর অকেজো করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার গ্রামে, পুনট ইউনিয়নের পাঁচপাইকা ও জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন তিনি।

জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার তেলিহার ভাটাহার গ্রামের প্রভাবশালী জিয়াউর রহমান প্রশাসনকে তোয়াক্কা না করে তার মালাকানাধীন বান পুকুর সংস্কারের নামে ১০-১২ ফুট গভীর করে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। পুকুরের মালিক জিয়াউর রহমানসহ একই গ্রামের উলিউল্লাহসহ স্থানীয় একটি চক্র।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পায়। দুষ্কৃতিকারীরা তাঁর উপস্থিতি টেরপেয়ে মাটি বহনকারী ট্রাক্টরের চালকরা ট্রাক্টর ও মাটি খননযন্ত্র স্কেভেটর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এছাড়াও একইদিনে উপজেলার পুনুট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে, জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে নিয়মের তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুর খননের দায়ে মোট তিনটি স্পটে ৮টি ব্যাটারি জব্দ, ৩টি ভেকু ও ৯টি মাটি বহনকারী ট্রাক্টর অকেজো করা হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, অবৈধ ভাবে পুকুরের মাটি খনন ও বিক্রির জন্য তাদের সকল ট্রাক্টর ও খননযন্ত্র অকেজো করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর সংস্কার করতে পারবে কিন্তু মাটি বিক্রি করতে পারবেনা। যদি এমনটি কেউ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুন নুর নাহিদ

কালাই উপজেলার তেলিহার ভাটাহার গ্রামে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির হিড়িক। **ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খনন...
26/12/2023

কালাই উপজেলার তেলিহার ভাটাহার গ্রামে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির হিড়িক।

**ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খনন ও মাটি বিক্রি বন্ধ করলেন ইউএনও।

অবিশ্বাস্য দাম এবং উচ্চ ফলন পেয়ে খুশি কৃষক।⛳ সূর্যবান ঈদগাহ মাঠ, সূর্যবান, ক্ষেতলাল।
25/12/2023

অবিশ্বাস্য দাম এবং উচ্চ ফলন পেয়ে খুশি কৃষক।

⛳ সূর্যবান ঈদগাহ মাঠ, সূর্যবান, ক্ষেতলাল।

ক্ষেতলালে সরকারি পুকুরের মাটি বিক্রি, জরিমানা জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আ...
24/12/2023

ক্ষেতলালে সরকারি পুকুরের মাটি বিক্রি, জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে (স্কেভেটর) চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা।

শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন তিনি। জানা যায়, উপজেলার বারইল গ্রামের আমলাপুকুর নামের সরকারি একটি পুকুরে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল স্থানীয় একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পায়। তাঁর উপস্থিতি টেরপেয়ে মাটি বহনকারী ট্রাক্টরের চালকরা ট্রাক্টর রেখেই পালিয়ে যায়। তবে মাটি খননযন্ত্র (স্কেভেটর) চালককে আটক করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকু চালক জলিল শেখের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ১টি ভেকু (স্কেভেটর), ৩ টি ট্রাক্টর জব্দ করা হয়। জ¦দকৃত স্কেভেটরটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। ভেকু চালক জলিল শেখ পাবনা জেলার আমিনপুর উপজেলার রানীনগর গ্রামের মৃত আঃ করিম শেখের ছেলে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা বলেন, তারা অবৈধভাবে সরকারি পুকুর খনন করে মাটি বিক্রি করছিল। প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

-হাসান আলী মন্ডল

23/12/2023

সরিষা ফুল শেষ হয়ে যাচ্ছে। ছবি তুলেছেন এবছর 😒

Address


5900

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয়পুরহাট সংবাদ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share