ANIOM

ANIOM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ANIOM, Magazine, .

22/09/2022
22/09/2022

বাবরের রেকর্ড সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তাঁর রেকর্ড জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে পাকিস...

22/09/2022

😍 Sometimes a picture speaks volumes. Thank you Honorable Prime Minister of , dearest Sheikh Hasina for so much time out of your busy schedule, that too, right before such a long trip abroad!🙏🏾❤️🌹 For the love, honor, genuine appreciation & interest. It was an honor to share my (locally known as Chogori) , personal & other stories from the journey to ’s highest mountain and the world’s second highest mountain as the first . 🏔🇧🇩✨

প্রেস বিজ্ঞপ্তি থেকে: "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাত করেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় আরোহনের পর ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উড়ানোর দুর্লভ মুহূর্তের দুটি আলোকচিত্র উপহার দেন।"

📸: by PMO. Gonobhobon, 14th September, 2022.

22/09/2022

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ ...

23/07/2022
কিংবদন্তি অভিনেত্রী আমাদের সকলের মা, অভিভাবক  শর্মিলী আহমেদ  আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন.. . 😥😥ইন্না লিল্লাহি ওয়া ইন্...
08/07/2022

কিংবদন্তি অভিনেত্রী আমাদের সকলের মা, অভিভাবক শর্মিলী আহমেদ আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন.. . 😥😥

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

06/07/2022

আরাফার দিনে (৮ জুলাই) জুহুর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়।এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান করবেন। এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন,গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন ।এই সময় আমরা গুনাহ মাফের জন্য তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা স্মরণ করে আর আমাদের জীবনে যা যা লাগবে তার জন্য দুয়া করব।এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ।

এই দুয়া অবশ্যই করব ঃ

১)আরাফার দিনের দু‘আ ১০০ বার

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

নেই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। তাঁর শরীক নেই। রাজত্ব তাঁর জন্য। প্রশংসা তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

২) সূরা ইখলাস ১০০ বার

সূরা আল-ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

কুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুসসামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।

১) দরুদে ইব্রাহিম ১০০ বার

দুরূদে ইব্রাহিম

اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ .. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইব্‌রাহীমা ওয়া আ’লা আলি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাক্‌তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।

হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) ও তাঁর পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহীম (আঃ) ও তাঁর এর পরিজনের প্রতি, নিশ্চই আপনি প্রশংসিত ও সম্মানিত।

02/07/2022
01/07/2022

WORLD FOCUS BD

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতারকুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজি এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ এক মাদক কারব...
26/06/2022

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজি এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও সহযোগী এক কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন ওরফে জীবন (৩৫) জেলার কোতোয়ালী মডেল থানার অরণ্যপুর গ্রামের নুরুল হক খানের ছেলে এবং অপরজন এক কিশোর।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় র‍্যাবের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে পিকাপের ভেতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসার সহযোগী একজন কিশোরকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

নাম: পদ্মা সেতুদৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটারভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার প্রস্ত: ২১.৬৫ মিটারমোট প...
25/06/2022

নাম: পদ্মা সেতু
দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত: ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা: ৪২টি
স্প্যানের সংখ্যা: ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
নির্মাণ কাজ শুরু: ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
(ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
(খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
(গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
(ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
(ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
(চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
(ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)
(সংগৃহীত)

23/06/2022
21/06/2022

ইন্নালিল্লাহ পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহাবেব ইন্তিকাল করেছেন।
سقي الله ثراه وجعل الجنه مثواه

03/05/2022

ইদ মোবারাক

04/08/2021

• বয়ফ্রেন্ড এর সাথে নিজের অন্তরঙ্গ ছবি ফেসবুকে আপলোড করার আগে মেয়েটি জানতো না কিছুক্ষণ পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে!

• শাড়ি পরে খোলা চুলে শরীরের অংশগুলো প্রকাশ করে হাজারো ছেলের মনোরঞ্জন করে ফেসবুকে ছবি আপলোড করার আগে মেয়েটি জানতো না আর মাত্র এক ঘন্টা পর কবরের সাপগুলো তাকে গিলে নেবে!

• বাবার সাথে নিজের বেপর্দা ছবি আপলোড করার আগে মেয়েটি জানতো না সেদিন সন্ধ্যায় তার প্রিয় বাবাকে চিরদিনের মত কবরের অন্ধকার ঘরে রেখে আসতে হবে, যার মৃত্যু হলো দাইয়ুস বেক্তি(যে লোক নিজের স্ত্রী, মেয়ের পরদার ব্যাপারে উদাসীন) হিসেবে, যার পরিণাম শুধুই জাহান্নাম!

• মাকে ভালোবাসি ক্যাপশন দিয়ে মায়ের বেপর্দা ছবি আপলোড দেওয়ার আগে ছেলেটা জানতেও পারলো না কাল থেকে আর কখনো মাকে দেখতে পাবে না।জানতেও পারবে না কবরে কি ভয়ংকর আযাব তার মাকে সহ্য করতে হচ্ছে!

• দ্বীনদার বন্ধুদের কটু কথা বলে,অতীত জীবন এর কথা স্মরণ করিয়ে কষ্ট দেওয়া ছেলেটা,আর ফি মিক্সিং এ বিশ্বাসী, বুকে ওড়না না রেখে শার্ট-প্যান্ট পড়া প্রচন্ড নারীবাদী মেয়েটা জানতেও পারলো না পরেরদিন বাদ আসর পড়ানো হবে তার ই জানাযা।সে মারা গেল আধুনিক,স্রোতে গা ভাসিয়ে হারামে লিপ্ত থাকা ছেলে আর বেপর্দা মেয়ে হিসেবে। তওবা করার সুযোগটাও আল্লাহ তাদের দিলেন না!

• ভয়ংকর কিছু কথা। আল্লাহ যেন কাওকে এমন ভয়ংকর মৃত্যু না দেন।সকালের সূর্যটা দেখার সুযোগ পেয়েছি বলে বিকাল এ যে আমার জানাযা হবে না তার কোনো গ্যারান্টি নেই।কিসের এত অহংকার আমাদের,কিসের এত দুনিয়াবি আয়োজন?? কবরের জন্য কতটা প্রস্তুতি নিয়েছি,কতটা আয়োজন করেছি?একবারও কি ভেবে দেখছি..??

ইন্দোনেশিয়ার প্রতিটি স্কুলে প্রতি বছর একটি অন্য রকম দিবস পালন করা হয়।ঐদিন সব মা কে স্কুলে আমন্ত্রণ জানানো হয়।পরে সব ছাত্...
17/10/2020

ইন্দোনেশিয়ার প্রতিটি স্কুলে প্রতি বছর একটি অন্য রকম দিবস পালন করা হয়।
ঐদিন সব মা কে স্কুলে আমন্ত্রণ জানানো হয়।
পরে সব ছাত্র-ছাত্রীকে স্কুল মাঠে নিজ নিজ মায়ের দুই পা পানি দিয়ে পরিস্কার করে মুছে দিতে নির্দেশ দেওয়া হয়, যেন ভবিষ্যতে তারা বাবা-মায়ের যত্ন নিতে ভুল না করে। ফল স্বরুপ ইন্দোনেশিয়ায় আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রম গড়ে উঠেনি।
(সংগৃহীত)
In Indonesia every school celebrates a day in a different way. On that day all mothers of students are invited to the school. And the students are asked to wash their mothers feet with water and dry that up with clean clothes. This acts as a symbol of respect and care to the parents, which they never forget. This is why till today Indonesia doesn't have any "Old Home".
(collected)

গল্পগুলো যেন ভিন্ন হতে পারত!এই খাদ্যের শহরে, আমাকে খাবার দিসনারে।তোদের খাদ্য তোদের মুখে গুজে রাখিস, মোগের মুখে খাদ্য নাহ...
14/08/2020

গল্পগুলো যেন ভিন্ন হতে পারত!

এই খাদ্যের শহরে, আমাকে খাবার দিসনারে।
তোদের খাদ্য তোদের মুখে গুজে রাখিস,
মোগের মুখে খাদ্য নাহি চাইরে!!

23/06/2020

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৮টার...

23/06/2020

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন হিসাবে চিহ্নিত করে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড ও জেলার .....

23/06/2020

পুলিশের কোনো সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারবেন না বলে জানিয়ে পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দ.....

23/06/2020

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তিযোদ্ধার বাড়ির জমিতে ঢোকার প্রবেশপথ বন্ধ করে বেড়া দিয়েছেন মুজিবুর রহমান ভূঁইয়া না....

23/06/2020

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নির্জন বিলের পানের বরজ এর পাশে মাটি চাপা দেওয়া কলেজছাত্র সুমনের লা.....

23/06/2020

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মো. মাকসুদ আলী (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) বিকলে খুলনার করোনা ...

23/06/2020

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতেও বাতিল হচ্ছে না এবারের হজ। সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ অনুষ্ঠিত .....

23/06/2020

গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রত.....

23/06/2020

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার ( ২২ ...

23/06/2020

পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ( ২২ জুন) সকালে শাজাহান চৌধুরী (৫০) ও দ.....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ANIOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share