22/11/2023
মনগড়া কথাবার্তায় নিজের প*র*কাল*কে নষ্ট করবেন না।
এক.
পর্দা নিয়ে বাবা, মেয়ের বক্তব্য, ধ্যান ধারণা সবই ইসলামের সাথে সাংঘর্ষিক এবং নিঃসন্দেহে পরিত্যাজ্য।বাবা,মেয়ে ইসলামকে নিজেদের মতো বুঝার চেষ্টা করছে এবং একদল মানুষ কে অলরেডি প্রতারণার জালে আবদ্ধ করেছে।
এ বিষয়ে আলী হাসান উসামা ভাইয়ের সাথে সমস্ত আলেমদের একাত্মতা প্রকাশ করা উচিৎ,এ বিষয়ে তাঁর বিরোধিতা করার কোন সুযোগ নেই।
পর্দাতেই নারীর সম্মান,
عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ "
আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মহিলারা হচ্ছে আওরাত (আবরণীয় বস্তু)। সে বাইরে বের হলে শাইতান তার দিকে চোখ তুলে তাকায়।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১১৭৩
দুই.
ইসলামী সংগীতে মিউজিক ব্যবহার কোন অবস্থাতেই মেনে নেওয়া যায়না, এ ব্যাপারেও আলেমদের অবস্থান কঠোর হতে হবে।
বাউলদের মতো কথা বলার আগে হাদীস টি পড়ে নেন।
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে।
বুখারী-৫৫৯০
হিতাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ:
এদের থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাচান।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَکُمۡ وَ اَہۡلِیۡکُمۡ نَارًا وَّ قُوۡدُہَا النَّاسُ وَ الۡحِجَارَۃُ
হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর।
তাহরীম-৬