Al-Hikmah - The Wisdom

  • Home
  • Al-Hikmah - The Wisdom

Al-Hikmah - The Wisdom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Hikmah - The Wisdom, Digital creator, .

তাদের সাত সমুদ্র অন্যায়ের মধ্য থেকে এক চিমটি তুলে এনেছি। তারপরও দুইটা পয়সার বিনিময়ে কয়টা কু ত্তা পাওয়া যাবে যারা এদের পক...
15/06/2024

তাদের সাত সমুদ্র অন্যায়ের মধ্য থেকে এক চিমটি তুলে এনেছি। তারপরও দুইটা পয়সার বিনিময়ে কয়টা কু ত্তা পাওয়া যাবে যারা এদের পক্ষে সাফাঈ গাইবে। জাস্ট দেখুন:

১. ওয়ারেন বাফেট হচ্ছেন কোকা-কোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। এই লোক তার আর্থিক প্রভাব ব্যবহার করে ইসর-ইলকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করেন। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে ২০০৬ সালে ইসরায়েলি কোম্পানি ইসকার-এর ৮০% শেয়ার ৪ বিলিয়নে এবং ২০১৩ সালে বাকি ২০% শেয়ার ২ বিলিয়নে কিনে নেয়। বাফেট ইসরায়েল বন্ডসকে ব্যপকভাবে প্রমোট করেন। তেভা ফার্মাসিউটিক্যালস-এর মতো ইস♪রাই লি কোম্পানিতেও তার ব্যপক বিনিয়োগ রয়েছে।

এছাড়া এই লোক বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছেন কিছুদিন আগেই। তার ভাষ্যমতে-"আমি ইহুদি নই, তবে ইসরায়েল আমাকে আমেরিকার জন্মের পরের সময়ের কথা মনে করিয়ে দেয়। এখানকার মানুষের দৃঢ়সংকল্প, মোটিভেশন, বুদ্ধিমত্তা এবং উদ্যোগ অসাধারণ ও অসাধারণ। আমি ইস-র-ইল এর অর্থনীতির প্রতি ভরসা রাখি।"

(কোক কাদের এটা তাই বুঝতে কোকাকোলা কোন দেশি সেটা সার্চ না দিয়ে, এর সবচেয়ে বেশি শেয়ার কার, এবং তার ই-স রাইল নিয়ে স্ট্যান্স কি সার্চ করুন)

২. ঈ_ স রাইলের সমর্থক: ১৯৬৬ সাল থেকে কোকা-কোলা ই-স্রা ইল_রের দৃঢ় সমর্থক।

৩. ই-স #রাইল কর্তৃক সম্মাননা: ১৯৯৭ সালে ই-স্রাইল সরকার এর ইকোনমিক মিশন কোকা-কোলাকে প্রায় ৩০ বছর ধরে তাদেরকে অর্থনৈতিকভাবে সমর্থনের জন্য সম্মাননা প্রদান করে।

৪. আমেরিকান-ইস_রাইল চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড: কোকা-কোলা এই পুরস্কারগুলোকে স্পনসর করে, যা ইস-রাইলি অর্থনীতিতে অবদান রাখা কোম্পানিগুলিকে সম্মাননা প্রদান করে।

৫. AIPAC-এর সমর্থন: ২০০৯ সালে, কোকা-কোলা একটি পুরস্কার স্পনসর করে যা AIPAC-এর লবিংয়ের জন্য দেওয়া হয়, যেটা জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে এবং গাজায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার অনুমোদন দেয়।

৬. খুনীকে সম্মানিত করা:
২০০৯ সালে, কোকা-কোলা বেন-এলিয়েজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে। বেন-এলিয়েজার হচ্ছে সেই ব্যক্তি যে ছয় দিনের যু-দ্ধের সময় তার ইউনিটের মাধ্যমে ৩০০ এর বেশি মিশরীয় বন্দীর মৃ ত্যু_দন্ড কার্যকর করার দায়ে অভিযুক্ত ছিলেন।কোকা-কোলার এই সংবর্ধনা সেসময় ব্যপক বিতর্কের সৃষ্টি করেছিল।

৭. ফিল-স্তি নের জমি দখল করে সেখানে কোকা কোলার ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে। ১৯৬৭-৯১ পর্যন্ত তাই আরবলীগ আনুষ্ঠানিক ভাবে কোকাকোলা বয়কট করে রেখেছিল।

রেফারেন্স কমেন্টে:
আরমান বিন সোলাইমানের পোস্ট থেকে কিছু তথ্য ও অনুবাদ আপডেইটেড।

একটা ঢোক দেন - বিজ্ঞাপনে যে ধান্ধাবাজিটা করা হয়েছে, সেটার একটা নাম আছে। স্ট্র-ম্যান ফ্যালাসি। সারা বিশ্ব জুড়ে কোকা কোলাক...
14/06/2024

একটা ঢোক দেন - বিজ্ঞাপনে যে ধান্ধাবাজিটা করা হয়েছে, সেটার একটা নাম আছে। স্ট্র-ম্যান ফ্যালাসি।
সারা বিশ্ব জুড়ে কোকা কোলাকে বয়কট করা হচ্ছে কারণ তারা যা (য়ন) ব]দের সমর্থক। দখল করা ভূমিতে তারা ফ্যাক্টরি বানিয়েছে। পৃথিবীর সাথে সবচেয়ে শক্তিশালী লবি অ্যাই প্যাকের সাথে তাদের ঘনিষ্ট সম্পর্ক। এই লবির জন্য পুরস্কারের স্পন্সর হয়েছে তারা। যা (য়ো) রাষ্ট্রের খুনে প্রতিরক্ষা মন্ত্রীকে তারা সম্বর্ধনাও দিয়েছে।
এসব কারনে সারা বিশ্ব জুড়ে যা (য়ো) বাদের সমর্থক হিসেবে কোকা কোলাকে বয়কট করা হয়। পবিত্র ভূমির পক্ষে আন্তর্জাতিকভাবে বিডিএস নামে যে বয়কট আন্দোলন চলছে, তারা বহু বছর যাবত কোকা কোলা বয়কটে ডাক দিয়ে আসছে।
কিন্তু কোকা কোলার বিজ্ঞাপনে বলা হয়েছে, মানুষ কোক বয়কট করছে কারণ এটা ইস্র... পণ্য।
এটা পিওর স্ট্র ম্যান ফ্যালাসি। যখন কেউ ইচ্ছাকৃতভাবে আরেকজনের বক্তব্যের একটা ক্যারিক্যাচার তৈরি করে তারপর সেই ক্যারিক্যাচার খন্ডন করার চেষ্টা করে তখন সেটাকে বলা হয় স্ট্র-ম্যান ফ্যালাসি। এতে করে মূল কথাকে এড়িয়ে যাওয়া যায় সহজে।
মূল বিষয়টা সহজ:
কোকা কোলা যা (য়ো) বাদের সমর্থক। এজন্য তাদের বয়কট করা উচিত।
তাদের ইনকর্পোরেশন কোন দেশে, তারা একশো কতো বছর ধরে ব্যবসা করছে, এগুলো এখানে গুরুত্বপূর্ণ না।
তবে এখানে আমাদেরও একটা দোষ আছে। জাতিগতভাবে আমরা হুজুগে, এবং কথাবার্তার ক্ষেত্রে প্রিসাইস না। আমরা স্বভাবগতভাবে বাড়িয়ে বলি। আমাদের কথায় এবং কাজে অধিকাংশ ক্ষেত্রে হেরফের হয়।
এসব কারণে কোকা কোলা যা (য়ো) বাদের সমর্থক, তাই তাদের বর্জন করুন, এর বদলে অনেকেই অতি সরলায়িত করে কোকা কোলা ইস্র... তাই বর্জন করুন এমন বলেছেন। হয়তো তারা ভেবেছেন এতে করে মানুষকে বোঝাতে সহজ হবে।
কিন্তু এটা করার ফলে কোকা কোলার ধান্ধাবাজ মার্কেটিং এক্সেকরা এখানে এই ফ্যালাসিটা করার সুযোগ পেয়ে গেছে।
সব ধরণের কাজেই সঠিক পরিমিতিবোধ থাকা জরুরী। সোশিওপলিটিকাল অ্যাক্টিভিসমের ক্ষেত্রে আরও বেশি জরুরী। কথা বললে সেটা বলা উচিত স্পষ্টভাবে জেনে, উপযুক্ত তথ্যপ্রমানসহ। তা না করে, এসব শর্টকার্ট নিতে গেলে অনেক ক্ষেত্রেই সেটা অন্ধকারের প্রতিনিধিদের জন্য সুযোগ করে দেয়।
আসুন সচেতন হই, সচেতন করি।
সোচ্চার হই।
এই ঈদে কোকা কোলাকে বর্জন করি।
~আসিফ আদনান

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক...
13/06/2024

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক্টরি আছে। তারা যে কথাটা এড়িয়ে গেছে তা হলো,
দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে। [১]
১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকা কোলা বয়কট করেছিল, কারণ তারা দখল করা জমিতে বটলিং প্ল্যান্ট বানিয়েছে। [২]
(কেউ প্রশ্ন করতে পারেন ৯১ এর পর কী হয়েছে? কোক ভালো হয়ে গেছে? উত্তর হলো, না হয়নি। কোক আগের মতোই আছে। বরং আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জা হারিয়ে ফেলেছে। )
দখল করা ভূমিতে অপারেট করার কারণে কোকা কোলা-কে ব্ল্যাকলিস্ট করেছে খোদ জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে "ঐ দেশটাতে" অপারেট করা বেশ কিছু কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কারণ তারা দখলদারিত্বকে সমর্থন করছে। [৩]
খোদ জাতিসঙ্ঘের মতো একটা বায়াসড প্রতিষ্ঠানও ইমপ্লিসিটলি স্বীকার করছে যে কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, ঘৃণা ও নিয়মতান্ত্রিক হত্যা যজ্ঞ থেকে প্রফিট করছে। আর আমাদের দেশের কলাবিজ্ঞানী অ্যাডমেকাররা এসে বাঙ্গালিকে হাইকোর্ট দেখাচ্ছে।
"ঐ দেশটার" সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনে শুধু এই সব বাস্তবতা আড়ালই করা হয়নি, বরং "ফিল,। ইস ৩-এ ফ্যাক্টরি আছে' বলার মাধ্যমে দখলদারিত্বের সাফাই ও গাওয়া হয়েছে।
যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে "ঐ দেশটা" তৈরি হয়েছিল, কোক কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে।

কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, বৈষম্য, যুলুম এবং গণ।। হ৩্যা থেকে প্রফিট করছে। এবং আবার বড় গলায় প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে। এটা চরম ঔদ্ধত্য, এবং মুসলিম উম্মাহ এবং বাংলার মুসলিম কওমের প্রতি জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ।
এই কুরবানীর ঈদে কোক বয়কট করুন।
এই বয়কটের পক্ষে প্রচারনা চালান, অনলাইন ও অফলাইনে।

(সকল তথ্যসূত্র কমেন্টে দেয়া হলো
ইমেজ ক্রেডিট: মু সা ফি র)

প্রায় দু-তিন বছর আগে কোকাকোলা একটা ক্যাম্পেইন করেছিল-- ওয়েবসাইট থেকে আপনি কাস্টমাইজড বোতল অর্ডার করতে পারবেন। নিজের নাম,...
13/06/2024

প্রায় দু-তিন বছর আগে কোকাকোলা একটা ক্যাম্পেইন করেছিল-- ওয়েবসাইট থেকে আপনি কাস্টমাইজড বোতল অর্ডার করতে পারবেন। নিজের নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম, দলের নাম, কুত্তার নাম, যা খুশি তাই দিতে পারবেন। শুধু দিতে পারবেন না ফিল_স_তিন এর নাম। ইসস-রাই ল দিয়ে কিন্তু আবার কাস্টমাইজড বোতল অর্ডার করতে পারবেন ঠিকই। দুনিয়াজুড়ে ব্যপক সমালোচনা হয়েছিল সেসময়।

বাংলাদেশে প্রচারিত তাদের নতুন কমার্শিয়ালটা দেখলাম। বেশ ইন্ট্রেস্টিংলি তারা ফিল_স_তিন এর নাম উচ্চার‍ণ করল কিন্তু ইসπরাইল এর নামটা এড়িয়ে গেল। একেই বলে ঠেলার নাম বাবাজি। এত প্যারা খাচ্ছে যে স্বামীর নাম উচ্চারণ করে পাপ জমাতেও এখন রাজী না। আহাম্মকের মত আবার আমাদের এইটাও তারা জানিয়ে দিল ফিল_ স তিনে তাদের ফ্যাকটরি আছে।

জ্বী আছে ফ্যাক্টরি, ফিলস৩ই মানুষের দখলকৃত জমিতে। আর এতে করে এদের অপরাধ, এদের হাতে লেগে থাকা রক্তের দাগ মুছে যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইশ বছর আমাদের বুকের উপর দাঁড়িয়ে আমাদেরকে রাজা থেকে দাস বানিয়ে ছেড়েছে। যে দাসত্বের বোঝা আমরা আজও বয়ে বেড়াই। তাদের কোম্পানি বা ফ্যাকটরি আমাদের দেশে ছিল এর মানে এই না তারা আমাদের ভাই-ব্রাদার ছিল।

একটা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তাতে কিসসু ছেঁড়া যায় না। তারা মার্কেটিং ক্যাম্পেইন করে কাদের দিনের পর দিন সমর্থন যোগাচ্ছে। এর লভ্যাংশ কাদের পকেটে যাচ্ছে আর তারা এটা দিয়ে কি করে। এর শেয়ার হোল্ডার কারা এগুলোই আমাদের কাছে মূল ব্যাপার। এবার আসেন কোকের কিছু পুরাতন আমলনামা দেখে আসি-

১. ওয়ারেন বাফেট হচ্ছেন কোকা-কোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। এই লোক তার আর্থিক প্রভাব ব্যবহার করে ইসর-ইলকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করেন। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে ২০০৬ সালে ইসরায়েলি কোম্পানি ইসকার-এর ৮০% শেয়ার ৪ বিলিয়নে এবং ২০১৩ সালে বাকি ২০% শেয়ার ২ বিলিয়নে কিনে নেয়। বাফেট ইসরায়েল বন্ডসকে ব্যপকভাবে প্রমোট করেন। তেভা ফার্মাসিউটিক্যালস-এর মতো ইস♪রাই লি কোম্পানিতেও তার ব্যপক বিনিয়োগ রয়েছে।

এছাড়া এই লোক বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছেন কিছুদিন আগেই। তার ভাষ্যমতে-"আমি ইহুদি নই, তবে ইসরায়েল আমাকে আমেরিকার জন্মের পরের সময়ের কথা মনে করিয়ে দেয়। এখানকার মানুষের দৃঢ়সংকল্প, মোটিভেশন, বুদ্ধিমত্তা এবং উদ্যোগ অসাধারণ ও অসাধারণ। আমি ইস-র-ইল এর অর্থনীতির প্রতি ভরসা রাখি।"

(কোক কাদের এটা তাই বুঝতে কোকাকোলা কোন দেশি সেটা সার্চ না দিয়ে, এর সবচেয়ে বেশি শেয়ার কার, এবং তার ই-স রাইল নিয়ে স্ট্যান্স কি সার্চ করুন)

২. ঈ_ স রাইলের সমর্থক: ১৯৬৬ সাল থেকে কোকা-কোলা ই-স্রা ইল_রের দৃঢ় সমর্থক।

৩. ই-স #রাইল কর্তৃক সম্মাননা: ১৯৯৭ সালে ই-স্রাইল সরকার এর ইকোনমিক মিশন কোকা-কোলাকে প্রায় ৩০ বছর ধরে তাদেরকে অর্থনৈতিকভাবে সমর্থনের জন্য সম্মাননা প্রদান করে।

৪. আমেরিকান-ইস_রাইল চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড: কোকা-কোলা এই পুরস্কারগুলোকে স্পনসর করে, যা ইস-রাইলি অর্থনীতিতে অবদান রাখা কোম্পানিগুলিকে সম্মাননা প্রদান করে।

৫. AIPAC-এর সমর্থন: ২০০৯ সালে, কোকা-কোলা একটি পুরস্কার স্পনসর করে যা AIPAC-এর লবিংয়ের জন্য দেওয়া হয়, যেটা জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে এবং গাজায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার অনুমোদন দেয়।

৬. খুনীকে সম্মানিত করা:
২০০৯ সালে, কোকা-কোলা বেন-এলিয়েজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে। বেন-এলিয়েজার হচ্ছে সেই ব্যক্তি যে ছয় দিনের যু-দ্ধের সময় তার ইউনিটের মাধ্যমে ৩০০ এর বেশি মিশরীয় বন্দীর মৃ ত্যু_দন্ড কার্যকর করার দায়ে অভিযুক্ত ছিলেন।কোকা-কোলার এই সংবর্ধনা সেসময় ব্যপক বিতর্কের সৃষ্টি করেছিল।

৭. ফিল-স্তি নের জমি দখল করে সেখানে কোকা কোলার ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে। ১৯৬৭-৯১ পর্যন্ত তাই আরবলীগ আনুষ্ঠানিক ভাবে কোকাকোলা বয়কট করে রেখেছিল।
Copied

[১] https://www.foa.org.uk/campaign/boycottcocacola[২] https://www.aljazeera.com/news/2024/2/6/israels-war-on-gaza-are-b...
12/06/2024

[১] https://www.foa.org.uk/campaign/boycottcocacola

[২] https://www.aljazeera.com/news/2024/2/6/israels-war-on-gaza-are-boycotts-hurting-us-brands

[৩] https://www.timesofisrael.com/coca-cola-teva-on-un-blacklist-of-settlement-friendly-firms-report/

Coca-Cola operates on stolen Palestinian land and is therefore directly profiting from Israel's illegal occupation and apartheid in Palestine.Join our National Day of Action on Saturday 18th Nov, by distributing leaflets to restaurants on your high street. You can order leaflets but...

12/06/2024
লেখাটি সাধ্যমত ছড়িয়ে দিন। ========================ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। দশকের পর দশক ধরে...
11/06/2024

লেখাটি সাধ্যমত ছড়িয়ে দিন।
========================
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। দশকের পর দশক ধরে ফিল., ইস-৩ এর মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইস্র...। বিশেষ করে ২০২৩-এর অক্টোবর থেকে চালানো নির্মম হত্যাযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে।
মুসলিমদের তৃতীয় পবিত্রতম মাসজিদ, প্রিয় আল-আকসার কাছেই নারী ও শিশুদের পাইকারি খুন, নির্যাতন চালাচ্ছে তারা। ঠান্ডা মাথায় শিশুদের ঠেলে দিচ্ছে অনাহারে মৃত্যুর দিকে। এই গণ., হ৩্যায় সক্রিয়ভাবে সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। মানবাধিকারের বুলি আওড়ানো বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র, রাজনৈতিক দল, মিডিয়া এবং বহুজাতিক কর্পোরেশনগুলো আবির্ভূত হয়েছে গণ., হ৩্যার সহায়তাকারী আর কৈফিয়তদাতা হিসেবে।
এই গনহত্যা, এই জঘন্য অপরাধ আমরা চোখ বুজে সহ্য করতে পারি না। এখনই সময় ফিল., ইস-৩ এর নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। আর এর অন্যতম কার্যকর উপায় হল সেইসব কোম্পানিকে বর্জন করা যারা ইস্র... দখলদারিত্ব তথা য।, য়োনবাদকে সমর্থন করে। এবং সেই তালিকার শীর্ষে রয়েছে কোকাকোলা।
সম্প্রতি বাংলাদেশে কোকাকোলা একটি বিজ্ঞাপন প্রচার করছে। এই বিজ্ঞাপনে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কোকাকোলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। অপমান করা হয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদের বিচার বিবেচনাবোধকে। সময় এসেছে সর্বাত্মকভাবে কোকাকোলাকে বর্জন করার।
কেন কোকাকোলা বর্জন করবেন?

• কোকাকোলা বহু দশক যাবত য।, য়োনবাদের সমর্থক ও পৃষ্ঠপোষক।
• দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়েছে কোকাকোলা। এ কারণে ১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকাকোলা বয়কট করেছিল
• ইস্র।...ইলি দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা থেকে মুনাফা করার কারণে কোকাকোলা-কে কালো তালিকাভুক করেছে খোদ জাতিসঙ্ঘ।
• কোকাকোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ওয়ারেন বাফেট। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী য।, য়োনবাদীদের অন্যতম। নিজের বিপুল অর্থ ব্যবহার করে সে নানাভাবে ইস্র...কে সমর্থন দিয়ে আসছে।
• ১৯৬৬ সাল থেকে টানা কয়েক দশক অর্থনৈতিকভাবে ইস্র...কে সমর্থন যুগিয়ে আসার কারণে ১৯৯৭ সালে ইস্র... সরকার এর ইকোনমিক মিশন কোকাকোলা-কে সম্মাননা প্রদান করে।
• আমেরিকান-ইস্র... চেম্বার অফ কমার্স নামের একটি প্রতিষ্ঠান, ইস্র।...ইলি অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখা কোম্পানিগুলিকে সম্মানিত ও পুরস্কৃত করে। এসব পুরস্কারের অর্থায়ন করে কোকাকোলা।
• অ্যাইপ্যাক(এআই- পিএসি)-কে মনে করা হয় আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লবি। গবেষকদের মতে, অ্যামেরিকার পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নীতিকে অনেকাংশে নিয়ন্ত্রন করে এই প্রতিষ্ঠান। অ্যামেরিকার প্রধান দুই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদেরও ওপর ব্যাপক প্রভাব অ্যাইপ্যাকের। সোজা বাংলায় অ্যাইপ্যাক হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী য।, য়োনবাদী প্রতিষ্ঠান।
এই অ্যাইপ্যাকের সাথে ঘনিষ্ট সম্পর্ক আছে কোকাকোলার। ২০০৯ সালে ইস্র... গ।্‌ যা।তে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর সময় জাতিসঙ্ঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছিল। অ্যাইপ্যাকের সুপারিশ আর লবিয়িং এর ফলে মার্কিন সেনেট জাতিসঙ্ঘের এই আহ্বান প্রত্যাখ্যান করে। ইস্রাইলে সামরিক আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে অবদান রাখার জন্য অ্যাইপ্যাক-কে পুরস্কার দেয়া হয়। আর সেই পুরস্কারের অর্থায়ন করে কোকাকোলা।
• ২০০৯ সালে, ইস্র।...ইলি সামরিক বাহিনীর সাবেক বিগ্রেডিয়ার জেনারেল, এবং ইস্র...এর সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে কোকাকোলা। এই লোকের তত্ত্ববধানে সংঘটিত হয় জেনিন গণ., হ৩্যা, যেখানে নির্বিচারে খুন করা হয় অসংখ্য ফিলিস্তীনি নারীশিশু ও বৃদ্বকে।
ইস্র...এর সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে মুসলিমদের ভূমি দখল করে ইস্র... রাষ্ট্র তৈরি হয়েছে, কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে কোকাকোলা। এসব কারনে সারা বিশ্ব জুড়ে য।, য়োনবাদের সমর্থক হিসেবে কোকাকোলাকে বয়কট করা হয়। ফিল., ইস-৩ এর পক্ষে আন্তর্জাতিকভাবে ‘বিডিএস’ নামে যে বয়কট আন্দোলন চলছে, তারা বহু বছর যাবত কোকাকোলা বয়কটের ডাক দিয়ে আসছে।
অনেকে হয়তো বলবে কোকাকোলা সরাসরি ইস্র... সরকারের কর্মকাণ্ডের জন্য দায়ী নয়। কিন্তু ইস্র...কে অব্যাহতভাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে ইস্র।...ইলি দখলদারিত্ব ও গণ., হ৩্যার সুযোগ করে দিচ্ছে কোকাকোলা। কোকাকোলা চাইলেই আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদান বন্ধ করে ইস্র...কে চাপ দিতে পারত। কিন্তু এমন কোন কিছু গত আট মাস দূরে থাক, গতো সত্তর বছরেও ঘটেনি।
কোকাকোলা-কে বয়কট করতে হবে কারণ,

• কোকাকোলা অর্থনৈতিকভাবে ইস্র... রাষ্ট্রকে সহায়তা করে আসছে
• অ্যাইপ্যাকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিকভাবে য।, য়োনবাদকে শক্তিশালী করছে।
• এবং, ফিল., ইস-৩ এর উপর ইস্রাইলে সামরিক আগ্রাসনকে পুরস্কৃত করছে
কোকাকোলা গণ., হ৩্যার সহযোগী, এবং দখলদারিত্ব থেকে মুনাফা অর্জনকারী
সাম্প্রতিক বিজ্ঞাপন:
সম্প্রতি বাংলাদেশে কোকাকোলা একটি প্রোপাগান্ডামূলক বিজ্ঞাপন প্রচার করেছে। এই বিজ্ঞাপনে বড় গলায় বলা হয়েছে ফিল., ইস-৩-এ নাকি কোকাকোলার ফ্যাক্টরি আছে। কিন্তু ইস্র...এর দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়ে কোকাকোলা যে মুসলিমদের রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে মুনাফা করে আসছে – এ কথা এড়িয়ে যাওয়া হয়েছে সুকৌশলে।
কোকাকোলার সামনে সুযোগ ছিল ইস্র।...ইলি আগ্রাসন আর গণ., হ৩্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার, কিন্তু তারা উল্টো পথ ধরেছে। যারা ইস্র।...ইলি গণ., হ৩্যার বিরোধিতার কারণে কোকাকোলা বর্জন করেছেন, তাদেরকে এ বিজ্ঞাপনে চিত্রিত করা হয়েছে অত্যন্ত নেতিবাচকভাবে।
যেন তারা কোন কিছু না বুঝে, না শুনেই এমন করছেন। কোকাকোলা বর্জন করাকে ‘আকাশকুসুম’ বলে সরাসরি বর্জনকারীদের বিবেক, বুদ্ধি ও বিবেচনাবোধকে তাচ্ছিল্য করা হয়েছে। দাম্ভিকতায় পরিপূর্ণ এই বিজ্ঞাপন কোকাকোলার চরম ঔদ্ধত্য, এবং সমস্ত মুসলিম উম্মাহ; বিশেষ করে বাংলার মুসলিম কওমের প্রতি তাদের জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ
বয়কট করে কী লাভ?
উপমহাদেশের ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী বয়কট, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন– বিভিন্ন সময়ে অসহযোগ ও বয়কট আন্দোলন সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে সফল হয়েছে। বয়কটে যদি কাজ না-ই হতো, তাহলে বয়কট আন্দোলনকে অবৈধ ঘোষণার জন্য ইস্র... আমেরিকার সাথে লবিং করত না।
সর্বোপরি বয়কট করে যে লাভ হয় কোকের বিজ্ঞাপন তারই প্রমান। সাম্প্রতিক এই বিজ্ঞাপন থেকেও বোঝা যায়, বয়কট তাদেরকে বেশ চাপে ফেলেছে।
বয়কটের ফলে কোকাকোলা-

১/ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ইস্র।...ইলি দখলদারিত্ব টিকিয়ে রাখা ও গনহত্যায় সাহায্য করার ব্যাপারে পুনরায় চিন্তা করতে বাধ্য হবে। আরব বিশ্বে বয়কটের কারনে আরেক য।, য়োনবাদের সমর্থক প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস গ।্‌ যা।র জন্য বিপুল অর্থ অনুদান হিসেবে দেয়ার প্রস্তাব দিয়েছে। যদিও বাস্তবতা হল এই অর্থ অনুদান না, বরং দখলদারিত্বকে সমর্থন যোগানোর ক্ষতিপূরণ।
২/ বয়কটের মাধ্যমে ইস্র।...ইলি আগ্রাসন তথা যায়নবাদকে সমর্থন যোগানো অন্যান্য প্রতিষ্ঠান, কর্পোরেশন ও ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে।
৩ / বয়কটের আর কোনো প্রভাব দেখা না গেলেও মানুষ হিসেবে, মুসলিম হিসেবে এই যুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শক্ত অবস্থান নেয়া আমাদের দায়িত্ব। কোকাকোলা বয়কটের মাধ্যমে আর কিছু না হোক, আমরা সামাজিকভাবে ফিল., ইস-৩ এর মুসলিমদের সাথে সংহতি, এবং ইস্র... রাষ্ট্রের প্রতি বিরোধিতার বার্তা পাঠাতে পারি। আমরা এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি যে, বাংলার মানুষ কখনোই ইস্র...কে মেনে নেবে না।
ঈমানী ও নৈতিক দায়িত্ব

আমরা মনে করি, ইস্র।...ইলি আগ্রাসন তথা যায়নবাদের সক্রিয় সমর্থক কোকাকোলা-কে বয়কট মুসলিমদের ঈমানী দায়িত্ব। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন,
তরজমাঃ‘নিশ্চিত জেনো, এই তোমাদের উম্মাহ, এক উম্মাহ (তাওহীদের উম্মাহ) এবং আমি তোমাদের রব। সুতরাং, আমার ইবাদত কর। [সূরা আল-আম্বিয়া, ৯২]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
পারস্পরিক সম্প্রীতি, দয়া ও মায়া-মমতার দিক দিয়ে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মত। দেহের কোন অঙ্গ যখন পীড়িত হয়, তখন সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়।’ [বুখারি ও মুসলিম]
গ।্‌ যা।, রাফাহ, পশ্চিম তীরের মুসলিমরা আমাদেরই ভাইবোন। আজ তাদের তিলে তিলে হত্যা করা হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
“তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয় আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়, আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয়।” [বুখারি ও মুসলিম]
কোকাকোলা বয়কট করাকে আমরা মুখে প্রতিবাদের অংশ ধরতে পারি। এই বিশাল নিষ্ঠুরতার মুখে এটাই আমাদের সর্বনিম্ন দায়িত্ব
আসুন এই ঈদে কোক বর্জন করি
ঈদ; বিশেষ করে কুরবানীর ঈদ কোকাকোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গ।্‌ যা।র শিশুর খুনীদের সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকাকোলা কোম্পানীর সকল পণ্য বর্জন করি। তাদের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে – কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে (মিনারেল ওয়াটার)।
এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসি-ও যায়নবাদের ঘোরতর সমর্থক। তাদের পণ্যের মাঝে রয়েছে- পেপসি, সেভেন আপ, মিরিন্ডা ও অ্যাকুয়াফিনা (মিনারেল ওয়াটার)। এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয়, তাহলে এর দেশীয় বিকল্প রয়েছে। সেগুলো কিনুন।
আর বিকল্প যদি না-ও থাকে, তবু এই ঈদে সফট ড্রিংকস না খেলে কী হবে? কী হবে কোক পেপসি না থেয়ে থাকলে? গ।্‌ যা।-য় আমাদের ভাইবোনেরা না খেয়ে মারা যাচ্ছে। মা সন্তানের লাশ পাচ্ছে না, রাতে ঘুমের মধ্যে তাদের ওপর বোমা ফেলা হচ্ছে, তবু তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, আল-আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে। তাদের ব্যাপারে আমাদের কি কোন দায়িত্ব নেই?
গ।্‌ যা।র শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, যখন ইস্র।...ইলি বোমার আঘাতে তাদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয় যাচ্ছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না?
এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাড়াবো? গ।্‌ যা।র শিশুরা যদি আমাদের প্রশ্ন করে, কী জবাব দেবো আমরা?
আমাদের ঈমানের ওজন কী এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে?
যারা আমাদের ভাইবোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সামান্য কোক যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কী আমাদের মধ্যে বাকি থাকে?
আসুন আমরা এখনই শপথ করি!

• আমরা আর কোকাকোলা-এর কোনো পণ্য কিনবো...

• আত্বীয়স্বজন, পরিবার বন্ধু বান্ধব সবাইকে কোকাকোলার পণ্য বয়কটের কাজে শরীক করব।

• ইসরায়েলের দখলদারিত্ব ও গনহত্যায় কোকাকোলার জড়িত থাকার ব্যাপারে ব্যাপক জনসচেতনতা তৈরি করব।

• এই লিফলেটটি এবং কোকাকোলার অপরাধ সম্পকে অন্যান্য সকল তথ্য ছড়িয়ে দেব যেখানে যেভাবে সম্ভব।

• ইস্র।...ইলি আগ্রাসন এবং গণ., হ৩্যা বন্ধ করার দাবিতে সম্ভব হলে প্রতিবাদ সমাবেশে অংশ নেব।

• গ।্‌ যা।র মুসলিমদের প্রতি সংহতি প্রদর্শন করব।
জনসচেতনতা বয়কটের সাফল্যের মূল চাবিকাঠি।
একা আমি বয়কট করে কি হবে এমন চিন্তা শয়তানের ফাঁদ। ইতিহাস জুড়ে যুলুমের প্রতিবাদে সাধারণ মানুষের সম্মিলিত ছোটো ছোটো পদক্ষেপই বিশাল অবদান রেখেছে।
ইন শা আল্লাহ, একসাথে আমরাই পারি পরিবর্তন আনতে।

11/06/2024

কিছু কিছু লোক আছে

-ইসলামের নিদর্শনকে আক্রমন করা হলে এরা চুপ থাকে
-মুসলিমদের উপর ম্যাসাকার চালানো হলে এরা চুপ থাকে
-ঈমান কুফরের দ্বন্দ্বে চুপ থাকে

তবে যখনই ইসলামের কোনো জেনুইন শত্রুকে ব্যাশিং করা হয়, এরা এসে বলবে-

১. এদের নাম বিকৃত করা জায়েজ?
২. ইসলাম কি এসব অনুমোদন দেয়?
৩. ব্লা ব্লা ব্লা

মনে রাখবেন এরা হলো খাটি মুনাফিক।

ঈদ; বিশেষ করে কুরবানীর ঈদ কোকাকোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গণ।, হ৩্যার সহায়তাকারীদের ক...
11/06/2024

ঈদ; বিশেষ করে কুরবানীর ঈদ কোকাকোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গণ।, হ৩্যার সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকাকোলা কোম্পানীর সকল পণ্য বর্জন করি।
কোকাকোলা কোম্পানির উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে – কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে (মিনারেল ওয়াটার)।
এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসি-ও য। (য়ো)ন ব।দের ঘোরতর সমর্থক। তাদের পণ্যের মাঝে রয়েছে- পেপসি, সেভেন আপ, মিরিন্ডা ও অ্যাকুয়াফিনা (মিনারেল ওয়াটার)।
এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয়, তাহলে এর দেশীয় বিকল্প রয়েছে। সেগুলো কিনুন।
আর বিকল্প যদি না-ও থাকে, তবু এই ঈদে সফট ড্রিংকস না খেলে কী হবে? কী হবে কোক পেপসি না থেয়ে থাকলে? আমাদের ভাইবোনেরা না খেয়ে মারা যাচ্ছেন। পিতা দু' টুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন। মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের লাশ পড়ে আছে খুলি ফেটে চৌচির, কান দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ।
তবু তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, আল-আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে। তাদের ব্যাপারে আমাদের কি কোন দায়িত্ব নেই? গ।‌,. যার, শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না? এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাড়াবো? এই শিশুরা যদি তাদের হক্ব চেয়ে বসে, তাহলে কী জবাব দেবো আমরা?
যারা আমাদের ভাইবোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সামান্য সফট ড্রিংকস যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কী আমাদের মধ্যে বাকি থাকে?
আমাদের ঈমানের ওজন কী এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে?
~আসিফ আদনান

কোক হচ্ছে এক প্রকার কোমল পানীয়। কোক বলতে আমরা আসলে কোকা-কোলাকেই বুঝায় যা একটি ই*স্রায়ে*লের সমর্থককারী পণ্য। ১৯৬৬ সাল থেক...
11/06/2024

কোক হচ্ছে এক প্রকার কোমল পানীয়। কোক বলতে আমরা আসলে কোকা-কোলাকেই বুঝায় যা একটি ই*স্রায়ে*লের সমর্থককারী পণ্য। ১৯৬৬ সাল থেকে কোকা-কোলা ই*স্রা*য়েলের দৃঢ় সমর্থক।
১৯৯৭ সালে ই*স্রা*য়েল সরকার এর ইকোনোমিক মিশন কোকা-কোলাকে প্রায় ৩০ বছর ধরে তাদেরকে অর্থনৈতিকভাবে সমর্থনের জন্য সম্মাননা প্রদান করে
আর এ ই*স্রা*য়েল বাহিনী গত ৯ মাস ধরে ফিলিস্তিনের মুসলমান অধিবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। যে ভূমিতে আছে মুসলমানদের প্রথম কিবলা,যেখানে শুয়ে আছে কতশত নবী। মুসলমানরা পরস্পর ভাই হিসেবে ফিলিস্তিনের অধিবাসীরাও আমাদের ভাই হিসেবে গণ্য। আর ভাই হিসেবে ভাইয়ের রক্ত পথ-ঘাট রঞ্জিত হোক এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা যদি কোক খাই সেটার একটা পার্সেন্টিস ঘা*তক বাহিনীর কাছে যায়।যা তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করা হয়৷ এই লভ্যাংশ দিয়ে মুসলিম ভাইদের ধ্বংসের জন্য ব্যয় করা হয়। তাছাড়াও এই প্রতিষ্ঠানটি সম*কা*মিতাকে প্রমোট করে। যা ইসলামী জীবনব্যবস্থায় হারাম।

অপরদিকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে কোমল পানীয় পান করলে শারীরিক অনেক সমস্যায় ভুগতে হয়। কোনো মুসলমান নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না।
এ হিসেবে নিজকে কোক পান থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ।

কোক ফিলিস্তিন ভাইদের তাজা রক্ত।

যে দোকানেই কোক
সে দোকানয় বয়*কট হোক।

রেফারেন্স:fb

11/06/2024

কেন আপনি কোক খাবেন না?

কোকাকোলা বহু দশক যাবত যায়োনবাদের সমর্থক ও পৃষ্ঠপোষক।
দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়েছে কোকাকোলা।ইস্রাইলি দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা থেকে মুনাফা করার কারণে কোকাকোলা-কে কালো তালিকাভুক করেছে খোদ জাতিসঙ্ঘ। কোকাকোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ওয়ারেন বাফেট। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী যায়োনবাদীদের অন্যতম। নিজের বিপুল অর্থ ব্যবহার করে সে নানাভাবে ইস্রাইলেকে সমর্থন দিয়ে আসছে। এভাবে অর্থনৈতিকভাবে ইস্রাইলকে সমর্থন যুগিয়ে আসছে কোক কোম্পানি।
আমি বা আপনি কোক কেনার ফলেই কোক কোম্পানি লভ্যাংশ অর্জন করে, আর সেই টাকা খরচ হয় আমাদেরই ভাইদের বিরুদ্ধে। ২০২৩সালের ৭ই অক্টোবরের পর থেকে বিশ্ব বাসী যায়োনিস্টদের সেই গনহত্যা, শিশু হত্যার মতো নৃশংস কাজ দেখছে!
তাহলে আমি কেনো কোক কিনে আমার মুসলিম ভাইদের হত্যায় শামিল হবো? শামিল হবো নৃশংস গনহত্যায়?
এর কোনো মানে হয়!

11/06/2024

কোক এখন বিষে পরিণত হয়েছে,এটা কোনো পানীয় নয় এটা ফিলিস্তিনের ভাইদের তাজা রক্ত,এটা বর্জন করা আমাদের ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে৷ মুসলমান হিসেবে এখন বর্জন না করলে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোক উৎপাদনকারী দেশ ইসরায়েল- মুসলমানের শত্রু,ইসলামের শত্রু। ফিলিস্তিনের মুসলিম ভাইরা আজ নিজ আবাসে নির্যাতিত, নিপিড়ীত। যাদের কিনা অতিথি হয়ে থাকতে দেয়া হয়েছিলো তারাই আজকে শাসক হয়ে সাহায্যকারীদের শোষণ করছে।

কোক এর লভ্যাংশ মুসলিম ভাইদের ধ্বংসে ব্যবহৃত হচ্ছে,এছাড়াও এ পণ্যের প্রতিষ্ঠান সরাসরি ইসলামি সমাজব্যবস্থা ধ্বংসে কাজ করে চলেছে, ট্রান্সজেন্ডারকে সমাজে নরমালাইজ করার অপচেষ্টা চালাচ্ছে।

এই মুহূর্তে আমরা ফিলিস্তিনী ভাইদের কোনো সহায়তা করতে পারছি না কিন্তু ইসরায়েলী পণ্য বয়কট করে আমরা ইসরায়েলের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারি,যা পরোক্ষভাবে আমাদের ভাইদের কিছুটা হলেও সাহায্য করবে।

মুসলিম হিসেবে তো অবশ্যই পাশাপাশি শারীরিক বিভিন্ন ক্ষতির কারণ কোক। ভিটামিন স্বল্পতা,দাঁতে ক্ষয়,মাথা ব্যথা, ওজন বাড়া,ত্বকের সমস্যা এবং হার্টের সমস্যা দেখা দেয় এই কোক গ্রহণের ফলে। মানবিক গুণাবলি হারিয়ে বসা এই ইসরায়েল এবং তাদের সহযোগীরা আমাদের মুসলিম ভাইদের উপর ইতিহাসের জঘন্যতম শোষণ চালাচ্ছে এদের প্রতি ন্যূনতম প্রতিরোধ গড়তে অন্তত এই কোক পান করা থেকে বিরত থাকা উচিৎ।

ইনশাআল্লাহ আমি বিরত থাকছি, আপনারাও বিরত থাকুন,অন্যকেও সচেতন করুন, যেসকল দোকানে কোক রাখছে প্রয়োজনে তাদেরকেও বয়কট করুন,নিজে সুস্থ থাকুন এবং দৃঢ় ঈমানের বলে বলীয়ান হয়ে উঠুন।

11/06/2024

ফেসবুক বয়কট করেন না কেন?

কিছু কিছু উজবুক আছে, যারা বয়কট শুনলেই বলে ফেসবুক বয়কট করেন না কেন। তারা ভাবে প্রশ্নটা করে বেশ জব্দ করা গেল। আদতে এদের আইকিউ খুব লো।

একটা প্রডাক্ট কেন কিনি? সেটা থেকে উপকার নেবার জন্যই তো, নাকি? বাজারের নানা ধরনের প্রডাক্টের মধ্যে চুজ করার স্বাধীনতা কনজিউমারের আছে। সাধারণত চটকদার বিজ্ঞাপন ও মনভোলানো অফারের মাধ্যমে ব্রান্ডগুলো কনজিউমারের পছন্দ নিয়ন্ত্রণ করে। তবে, একতাবদ্ধ ভোক্তাগোষ্ঠী বেশ ক্ষমতাশালী। তারা বিগ করপোরেশনের অবস্থান পরিবর্তনের ক্ষমতা রাখে। বিডিএস মুভমেন্ট সেটা করে দেখিয়েছে। আমাদের এই শক্তিটা প্রয়োজনমত ব্যবহার করতে পারাটা জরুরি।

আমরা কাউকে চাপে ফেলার জন্য এই শক্তিটা ইউজ করছি, নিজেরা চাপে পড়ার জন্য না। তারমানে এখানে যে প্রডাক্ট বয়কট করলে ইফেক্টিভ হবে, সেটাই বয়কট করবো। গুগল, ফেসবুক বয়কট করা তো পসিবল বা ইফেক্টিভ কোনটাই না।

বয়কট করছি একটা মেসেজ পৌছানোর জন্য যে মুসলিম কনজিউমার পাইতে হইলে মুসলমানদের অনুভূতিকে আঘাত করা যাবে না। আরবের ম্যাকডোনাল্ড ম্যাসেজটা রিড করতে পেরে কনজিউমার ধরে রাখতে পবিত্র ভূমির জন্য বিগ ডোনেশন দিয়েছে। আরেকটা এস্পেক্ট হলো, উম্মাহবোধ। এইসব বয়কট নিজের ভিতর উম্মাহবোধ জাগ্রত করে। এই ঘুমন্ত মুসলিম উম্মাহর জন্য বোধটা জাগ্রত করা জরুরী।

এখন স্ট্রাটেজি হবে, কোককে সিঙ্গেল আউট করা। ওদের সবগুলো ড্রিংকস বয়কট করা উচিত। সাথে আ/ড়ং ও বিকাশসহ বিষবৃক্ষের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করুন। ঈদের বাজারে ছোট ছোট শিশুদের রক্তমাখা মুখের ছবিটা সামনে রাখুন।

আগামীকাল, আমরা ছয়টি নির্দিষ্ট ইসরায়েলি পণ্যকে লক্ষ্য করে বয়কট প্রচারণা শুরু করব ইন শা আল্লাহ । আমাদের লক্ষ্য হলো সচেত...
11/06/2024

আগামীকাল, আমরা ছয়টি নির্দিষ্ট ইসরায়েলি পণ্যকে লক্ষ্য করে বয়কট প্রচারণা শুরু করব ইন শা আল্লাহ ।
আমাদের লক্ষ্য হলো সচেতনতা বাড়াতে, স্টোরগুলিকে আরও ভাল বিকল্প অফার রাখতে রাজি করানো এবং এই আইটেমগুলিকে তাদের তাক থেকে সরিয়ে ফেলার আহবান জানাবো৷ আমরা আগামীকাল থেকে এই অভিযান ইন শা আল্লাহ শুরু করব এবং আপনি যদি এটি করতে না পারেন, সচেতনতা বাড়াতে এই পোস্টটি সবাই বেশি করে শেয়ার করে আমাদের পাশেই থাকুন।
আসুন ফিলিস্তিনের ভাই-বোনদের জন্য প্রকৃত প্রভাব ফেলতে একত্রিত হই!
শেয়ার করুন, যোগ দিন, এবং আসুন এই গণহত্যা শেষ করতে একটি বাস্তব প্রভাব তৈরি করি.
©

11/06/2024
11/06/2024

We don't sell any Geno-Cide brand!
Stop Genocide in Palestine and Uyghur.

২০০৯ সালে, কোকা-কোলা বিন ইয়ামিন বেন-ইলিযারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে।এই লোকের সংক্ষিপ্ত প্রোফাইল - - ...
11/06/2024

২০০৯ সালে, কোকা-কোলা বিন ইয়ামিন বেন-ইলিযারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে।
এই লোকের সংক্ষিপ্ত প্রোফাইল -
- "ঐ দেশের" শিল্প মন্ত্রী
- "ঐ দেশের" বানিজ্য ও শ্রম মন্ত্রী
- "ঐ দেশের" ডেপুটি প্রাইম মিনিস্টার
- "ঐ দেশের" প্রতিরক্ষা মন্ত্রী
তার লোকের বিরুদ্ধে ছয় দিনের যুদ্ধের সময় যুদ্ধ অপরাধের অভিযোগ আছে। "ঐ দেশের" প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনতি. ফাদা দমনের সময় সে গণহারে নারীশিশু ও বৃদ্বদের হ ৩্য্যয় ভূমিকা রেখেছে। জে. নিন এর গণ হ। ৩্যা এখানে বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
বুঝতেই পারছেন এই লোক ছিল ফুটফুটে নিরীহ বরাহশাবকের চেয়েও নিরীহ।
এই ভদ্রলোককে কোকাকোলা কোম্পানী তাদের হেডকোয়ার্টারে এনে বিশেষ সম্বর্ধনা দিয়েছে।
কয়েক পেগে ঢোক বেশি দিয়ে ফেলার কারনে কোকাকোলা বাংলাদেশের হায়ার করা নৌটাংকিগুলো এগুলো বলতে ভুলে গেছে।

(তথ্যসূত্র কমেন্টে দেয়া হলো)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hikmah - The Wisdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share