25/05/2024
এখনও কিছুই নয়, ২৫ মে থেকে শুরু হবে আসল গরম! সূর্য রোহিণী নক্ষত্রে এলে জ্বলে-পুড়ে যাবে চারদিক
আসছে নওতাপ ২০২৪
জ্যোতিষীরা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
নওতাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা
বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ্য মাসের গোড়াতেই শুরু হয় নওতাপ। প্রতি বছর এই সময় তাপমাত্রা থাকে সবচেয়ে বেশি। সূর্যের আগুনে হলকায় যে জ্বলে পুড়ে যায় চারদিক। শুধু জ্যোতিষ গণনা অনুসারে নয়, নওতাপের বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানকালের প্রথম নয় দিন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কমে আসে। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে এই সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে চলে আসায় এই নয় দিন তীব্র গরম অনুভূত হয়। জ্যোতিষশাস্ত্রে এই নয় দিনকেই নওতাপ বলা হচ্ছে। এই সময় সূর্য কিরণ সরাসরি পৃথিবীর উত্তর গোলার্ধে এসে পড়ে।
নওতাপে সূর্যের আরাধনা
নওতাপ চলাকালীন সূর্যদেবের আরাধনা করার রীতি প্রচলিত আছে। সূর্যের প্রবল রোষ শান্ত করতে এই সময় সবার সূর্যদেবের উপাসনা করা উচিত। এর ফলে প্রবল গরমে আপনি ও আপনার পরিবারের সদস্যরা সুস্থ থাকতে পারবেন। এর পাশাপাশি এই সময় বেশি করে জল, দই, ডাবের জল ও ঠান্ডা খাবার খেতে হবে। তার সঙ্গে এই সময় তৃষ্ণার্তকে জল খাওয়ালে বিশেষ প্রসন্ন হন সূর্যদেব।