SI Shafiul Islam Shafi

  • Home
  • SI Shafiul Islam Shafi

SI Shafiul Islam Shafi Please follow the page

13/06/2024

Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars

12/06/2024

-★
হারাম রিলেশনে জড়িয়ে আছেন...?
এই হারাম আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এটা আপনার বুঝা উচিত!!
-
ভেবে দেখুন,,মৃত্যুর পর আপনাকে কি সুযোগ দেয়া হবে?
-
তাহলে ফিরে আসুন রবের তরে
হে মুসলিমা ভাই-বোন।
-

★-

10/06/2024

Home is dark without Mother ,

Life is dark without Father.💜🌻

10/06/2024

আমার পক্ষ থেকে😘
সকল😀
ছোট 😃
বড়😄
মোটা🤢
পাতলা🥴
কালো🌚
ফর্সা 🌝
বাচ্চা 🤤
বুরো
যুবক
পুরুষ
আর 🤔
মহিলা
ধনী👈
গরীব 😍
শহুরে 🤩
গ্রামী😘
এবং🙄
আপনাদের☺️
সবার😒
কাকা😌
কাকি😳
জেঠা😛
জেঠি😜
সালা🤪
শালি😝
পিসি🤑
পিসে🤐
মামা🤭
মামি🤫
দেওর🤔
বৌদি🤐
ননদ🤨
জামাইবাবু😐
ভাগ্নে 😑
ভাগ্নি😶
ভাইপো😏
ভাইজি😒
আর🙄
নাতি😬
নাতনি🤥
দাদু😌
দিদা😔
নানা😪
নানি🤤
দাদা😴
দাদি😷
মা😘
বাবা💖
শশুর🤩
শাশুড়ি🥰
ভাই😋
বোন🥱
সবাইকে😌
জানাই
অগ্ৰিম ৷ঈদ এর শুভেচ্ছা!😛😁🌙

08/06/2024

শশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শশুর বাড়ির লিঙ্ক রোড ছেড়ে কুমিল্লা বিশ্বরোডে উঠলাম।

পুরো রোড ফাকা পেয়ে ও তেল বেশি খরচ হওয়ার ভয়ে একেবারেই ধীর গতিতে বাইক চালাচ্ছি। বাইক নিয়ে একটু সামনে যেতেই তাকিয়ে দেখি বাইকের লম্বা সিরিয়াল দাঁড় করিয়ে রেখেছে। পুরো রাস্তা ফাকা থাকার পরে ও সবাই সিরিয়ালে কেন দাড়িয়ে আছে তা দেখার জন্য আরেকটু সামনে যেতেই দু'জন পুলিশ হাত দিয়ে বাইক থামিয়ে ধমক দিয়ে বললো, দেখোস না সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছি! সবাই দাঁড়িয়ে আছে দেখে ও সামনে আসলি কেন ? দেখি তো তোর ড্রাইভিং লাইসেন্স ?

বাইকের পিছনের সিট থেকে কাগজ দিয়ে মোড়ানো শশুরের ড্রাইভিং লাইসেন্স কার্ড বের করে পুলিশের হাতে দিলাম। পুলিশ লাইসেন্স কার্ড হাতে নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার কার্ডের দিকে তাকাচ্ছে। অবশেষে অনেক বিশ্লেষন করে বললো, এই কার্ড তো কোনভাবেই তর হতে পারে না!

কেন পারে না ?

কার্ডে দেওয়া ব্যাক্তির ফটোতে মুখভর্তি দাড়ি আর তর মুখে তো কোন দাড়িই নেই !

আমি নরম স্বরে বললাম, এগুলো আমারই দাড়ি, বিয়ের আগে কেটে ফেলেছি। যেনো সিস্টেমে বয়স বউয়ের চেয়ে ও কমিয়ে আনা যায়।

পুলিশ আগের চেয়ে কঠিন গলায় ধমক দিয়ে বললো, তর যে বিয়ের আগে মুখভর্তি এতো বড় বড় দাড়ি ছিল এটার প্রমান দেখা।

আমি মানিব্যাগ থেকে এক হাজার টাকার একটি নোট পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই নিন তার প্রমান।

ঠিক আছে, এবার তাহলে যাও। এই বলে আমাকে ছেড়ে দিলো। আমি একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে হাসলাম। এই হাসি আন্তরিকতার হাসি নয় , ছয় মাস চেষ্টার পরে এক হাজার টাকার জাল নোটটি চালিয়ে দিতে পারার হাসি !

ঘুষ || রম্যগল্প

লেখকঃ- Motiur Miazi

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
04/06/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন।
😌😌

সংগৃহীত
Č

27/05/2024

Whether ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

Shafiul Islam Shafi

26/05/2024

তাবিজ কইরা হইলেও প্রেম এক্কান
করমুই..🤭😇😇😇

26/05/2024

After a long time, With my edit and my favorite lyrics

Shafiul Islam Shafi

26/05/2024

এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে-🙂ლ࿐

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দ...
13/05/2024

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"।

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরুস্কৃত।
আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার। হালাল কাজ
যার যেটা ভালোলাগে করবে চাকুরি হোক আর ব্যবসাই হোক।

দৃষ্টিভঙ্গি বদলান,জীবন বদলে যাবে।

06/05/2024

.....😀 কাজী নজরুল ইসলাম যদি..... 😀
এই Gf -- Bf এর যুগে 🙊🙊
বেঁচে থাকতেন তাহলে হয়তো 🤔
তাঁর সংকল্প কবিতা এরকম হতো 🧐........সংকল্প.......
কাজী নজরুল ইসলাম 🤓
থাকবো নাকো সিঙ্গেল ওরে 🙈
দেখবো এবার রিলেশন করে 🥰
কেমন করে করছে তাঁরা 🤔
একটা ছেড়ে দুইটা ধরে 💕
ফ্ল্যাট হতে ফ্ল্যাটন্তরে 😱
করছে তাঁরা ডেটিং ওরে 🙉
কিসের নেশায় কেমন করে 🤔
চ্যাটিং করছে রাত্রি ভোরে 😱
কিসের আশায় করছে বরণ 😜
ব্রেক… আপের যন্ত্রনাকে 😇
কেমন করে বীর তরুণরা 🐍
মিথ্যা বলে পার্কে আসে 🤭
বাসায় ফিরে মাকে বলে 😅
প্রাইভেট ছিল স্যারের কাছে 🤒

কেমন লাগলো 🤣🤣

05/05/2024

একজন পুরুষের আত্মকাহিনী।
ছেলেরা মাসে ১০,০০০/=টাকা বেতনে চাকরি করে!
বাবার পকেটে খরচের জন্য ১৫০০/=!
মায়ের ওষুধের জন্য ১৫০০/=!
বউয়ের জন্য ১০০০/= টাকা!
ফ্যামিলি চালানোর জন্য ৪০০০/= বিকাশ করেও!
দিব্যি ২০০০/= টাকায় মাস চালিয়ে নিতে জানে।

মাসে ১০,০০০/=টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে! বউয়ের কাছে বলতে জানে " ওগো তোমার জন্য কি পাঠাবো...?

সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে ঠিক করেছে , সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই করে মাসের-পর-মাস পড়তে জানে।

উপোস পেটে কাজে গিয়ে মাকে বলতে জানে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি তোমরা খেয়েছো তো...?

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়ে বাবাকে বলে, আমি অনেক ভালো আছি তোমরা ভালো আছো তো..?

নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে একটু ধৈর্য ধরো সামনের মাসে তোমার জন্য একজোড়া বালা কিনে দিব',,,,

ছেলেরা এমনই অনেক অনেক কিছু জানে, সকালবেলা লোকাল বাসে ঝুলে অফিসে যেতে জানে,

লেট হলে বসের ঝাড়ি খেতে জানে, ৫ টার অফিস রাত 10 / 12 টা পর্যন্ত করতে জানে,

অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে, রিস্কা ভাড়া বাচিয়ে হেঁটে হেঁটে বাড়ী আসার পথে বাবুর জন্য মজা কিনতেও জানে।

শুধু জানে না প্রকাশ্য চোখের জল ফেলত 😥😥😥😥

এরই নাম পুরুষ মানুষ 😭😭😭

26/04/2024

রানী ছাড়া রাজা হওয়া যায়।..🔥
কিন্তু রাজা ছাড়া আর রানী হওয়া যায় না,,😌 তাই মেয়ের পিছনে না ছুটে নিজের ক্যারিয়ারকে মূল্য দাও ধন্যবাদ। 👈

22/04/2024

নো প্রাইভেসি ★

আজ থেকে আর মাত্র ১০ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে —

হ্যালো, এটা কি পিৎজা হাট ?

না স্যর, এটা গুগল'স পিৎজা।

আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?

না স্যর, গুগল দোকানটা কিনে নিয়েছে।

ওকে, আমি কি পিৎজার অর্ডার দিতে পারি?

স্যর, আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দেবেন?

আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন?

আপনার ফোন নাম্বার অনুযায়ী, আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ+পেপারনী পিজা অর্ডার দিয়ে ছিলেন।

আমি এবারও ওটাই চাই।

কিন্তু স্যর আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানলেন?

কাস্টমার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দিন। কলেস্টেরলের জন্য আমি ঔষধ খাই।

কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন।

আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছি।

কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না।

আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।

কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি তোলেননি।

আমার অন্য আয়ের উৎস আছে।

আপনার ট্যাক্স ফর্মে সে তথ্যের কোন উল্লেখ তো চোখে পড়ছে না।

ধুর মশাই, আপনার পিজার গুষ্টির পিন্ডি চটকাই। পিৎজাই খাবো না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাবো যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

হ‍্যাঁ স্যর বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, আমাদের কাছে তথ্য আছে ৫ সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে।
সংগৃহীত

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরীনজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..কিন্তু সেই রুপ আর নাই....* সব পরীক্ষায় নকল করে ...
19/04/2024

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী
নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..
কিন্তু সেই রুপ আর নাই....

* সব পরীক্ষায় নকল করে পাস করা
ছেলেটিও এখন বিসিএস ক্যাডার.....

* ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময়
ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে...

* অন্যের গার্ল ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া
বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন
আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

* ৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার
নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন
ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে....

* ১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা
প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও
এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

* ৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা
ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে
বার বার রিজেক্ট হচ্ছে....

* ৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা
এখন একজন আরেকজনের ব্লক লিস্টে....

* ৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একের
পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের
অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

* ১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে
বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা
এখনো বন্ধুত্তহীনতায় ভুগছে....

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার
ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভুল.. সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়...

এত অহংকার কিসের আমাদের..?
জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে,
শেষ গোসল টা ও হবে অন্যজনেরই হাতে........

ভালোবাসা গোপনেই সুন্দর.... কারন প্রকাশ করলে হারিয়ে যায়।🥹💔
17/04/2024

ভালোবাসা গোপনেই সুন্দর....
কারন প্রকাশ করলে হারিয়ে যায়।🥹💔

নতুন একটা সিম কিনে পরিচিত দশজন কে মেসেজ পাঠালাম। আমি জুয়েলের রুমমেট আকাশ বলছি। আজ সকালে জুয়েল গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করে...
17/04/2024

নতুন একটা সিম কিনে পরিচিত দশজন কে মেসেজ পাঠালাম। আমি জুয়েলের রুমমেট আকাশ বলছি। আজ সকালে জুয়েল গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

আপনারা দয়া করে 'হল' থেকে ওর লাশ নিয়ে যাবেন।
মেসেজ দেওয়ার মিনিট দুয়েকের মধ্যে কল আসা শুরু। মা, বাবা, ভাই,বোন, বন্ধুবান্ধবী সবাই একের পর এক ফোন দিচ্ছে। কি বলবো না বলবো ভেবে ফোন রেখে দিলাম। যতো ইচ্ছে কল করুক।

একটুপর একটার পর একটা মেসেজ আসতে লাগলো। মেসেজ গুলো ছিল ঠিক এই রকম।

আম্মুঃ আমার ছেলে জীবনে এই কাজ করতে পারে না।ওর প্রতি আমার বিশ্বাস আছে। ওকে বলে দিও ওর জন্য বড় একটা মুরগী কিনে রেখেছি। বাড়িতে আসলে রান্না করে খাওয়াবো। আর এখন আপাতত কতো টাকা লাগবে সেটা মেসেজে বলে দিতে বলো।

আব্বুঃ বাবা, এই মাসে হাত খালি। মোটরসাইকেল কিনে চেয়েছিস দিবো। ঈদ আসুক, বাপ বেটা মিলে একসাথে গিয়ে গাড়ি কিনে আনবো। আর এইসব অলক্ষুণে কথা বলবি না। এমনিতেই দূরে থাকিস সারাদিন চিন্তায় থাকি কখন কি হয়। বাড়ি আসিস, তোর মা একটা বড় মুরগী রেখেছে। তোর জন্য আমিও খেতে পারছি না।

বড়বোনঃ লাথি খাবি হারামজাদা। মাথার মধ্যে ভূত ঢুকছে? ফাইজলামি করার যায়গা পাস না। রুনার সাথে ঝগড়া লাগছে? আচ্ছা আমি ফ্রি হয়ে রুনাকে ফোন দিবো।

ছোটভাইঃ আম্মুর কাছে কয় টাকা চামু সেইডা কও। তোমার জন্য আমার ক্যামেরা কিনা হচ্ছে না। বাবা বলছে ঈদে নাকি তোমাকে গাড়ি কিনে দিবে। তাই আমারটা দিতে দেরি হবে। তোমার জন্য আমি কিচ্ছু পাইনা।

রুনাঃ ঢং দেখাস? অন্য কাউকে পাইছিস? তুই কি মনে করছিস আমাকে ভয় দেখাবি? যা মরে যা। তোর লাশের সাথে বিয়ে বসবো। তারপর একসাথে কবরে যাবো। আজ বিকালবেলা নীল শাড়ি পরে ছবি পাঠাবো। দেখবি আর মরতে ইচ্ছে হবে না।

বন্ধু রতনঃ কি খবর মামা? রুনা ছ্যাকা দিছে? আমি ১০০% নিশ্চিত ছিলাম এই মাইয়া তোরে ছ্যাকা দিবো। দেখলি আমার কথা মিলে গেছে। মামা ট্রিট দেও ট্রিট। নতুন কাউকে পাইলে জানাস।

বান্ধবী লায়লাঃ ফাইজলামি রাখ। শুভর সাথে আমার আবার ঝগড়া লাগছে। দেখত কিছু করতে পারিস কিনা। বেচারা কাল রাতে ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইছে।এখনো ফোন অফ। একটু দেখবি? টেনশন হচ্ছে।

বিল্লু চা ওয়ালাঃ মামা টেনশন নিয়েন না।বিকালবেলা চলে আসেন এককাপ স্পেশাল চা খাওয়াবো সব ঠিক হয়ে যাবে। রুনা মামীকেও নিয়ে আসবেন।
মেসেজ গুলো পড়ে মন ভালো হয়ে গেলে। মনে মনে আফসোস করতে লাগলাম সেইসব মানুষদের জন্য।যারা সামান্য কারণে সুইসাইড করে। তারা কি জানে প্রিয়জনদের কাছে তার মৃত্যু অবিশ্বাস্য

28/11/2023

Jawan movie part 01
SI Shafiul Islam Shafi

30/09/2023

Only 30%...

30/09/2023

ভাবতাছি..........……...

28/09/2023

please please please please please
সবাই একবার হলেও এই গল্পটা শুনে যাবেন

28/09/2023

SI Shafiul Islam Shafi

😭😭আজ শোনাবো একটা দুঃখের ঘটনা 😓🥹ক্রমাগত লস খাওয়ার পর এক বাংলাদেশী পোল্ট্রি ব্যবসায়ী একবার ক্ষে''পে গিয়ে তার সকল মুরগী ...
27/09/2023

😭😭আজ শোনাবো একটা দুঃখের ঘটনা 😓🥹

ক্রমাগত লস খাওয়ার পর এক বাংলাদেশী পোল্ট্রি ব্যবসায়ী একবার ক্ষে''পে গিয়ে তার সকল মুরগী দের বললেন!

'আগামীকাল থেকে যদি প্রতিদিন ২টা করে ডিম না দিস তাইলে ধরে খে/য়ে ফেলব'!

এরপর থেকে প্রত্যেকটা মুরগীই প্রতিদিন ২টা করে ডিম দিতে লাগলো!

শুধু একটা বাদে! ঐটা প্রতিদিন একটা করেই ডিম পারতে লাগলো!

দেখে ব্যবসায়ী ক্ষে'পে গিয়ে বললেন:-

কিরে! তোর তো সাহস কম না! এতো বড় হু'ম'কি
দিলাম, এরপরও একটা করে ডিম পারতেসিস!

ভয়ে ভয়ে সে উত্তর দিলো: হুজুর! আপনার ভ*য়ে বহু কষ্টে একটা করে ডিম পারতেসি, আমি আসলে মোরগ!😹

😳চাকরির ইন্টারভিউ😳দিতে গেছে বল্টু :প্রশ্নকর্তা : একটা প্লেনে৫০টা ইট আছে ,একটা ইট ফেলেদিলে থাকে কয়টা ?বল্টু : এটা তো সোজ...
23/09/2023

😳চাকরির ইন্টারভিউ😳

দিতে গেছে বল্টু :
প্রশ্নকর্তা : একটা প্লেনে
৫০টা ইট আছে ,
একটা ইট ফেলে
দিলে থাকে কয়টা ?
বল্টু : এটা তো সোজা !
৪৯ টা !
প্রশ্নকর্তা : আচ্ছা ,
একটা ফ্রিজে
হাতি রাখার
তিনটা স্টেপ কী কী ?
বল্টু : ফ্রিজটা খুলুন ,
হাতিটা ঢোকান ,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন !
প্রশ্নকর্তা : একটা ফ্রিজে
একটা হরিণ রাখার
চারটা স্টেপ কী কী?
বল্টু : ফ্রিজটা খুলুন ,
হাতিটা বের করুন ,
হরিণটা ঢোকান ,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন !
প্রশ্নকর্তা : বনে সিংহের
আজকে জন্মদিন !!
সবাই এসেছে শুধু
একজন ছাড়া !!
কে আসেনি
এবং কেন ?
বল্টু : হরিণ আসেনি !
কারণ সে ফ্রিজে !
প্রশ্নকর্তা : এক বৃদ্ধা
কুমির ভর্তি
একটা খাল
পার হলো
কোনো ক্ষতি ছাড়াই ,
কীভাবে ?
বল্টু : কারণ ,
সব কুমির
সিংহের
জন্মদিনে গিয়েছে !!
প্রশ্নকর্তা : শেষ প্রশ্ন . . .
তার পরও বৃদ্ধা
মা*রা গেলেন , কেন ?
বল্টু : প্লেন থেকে
যে ইট টা
পড়ে গিয়েছিল ,
সেটা তার
মাথায় পড়েছিল ,
তাই সে মা*রা যাই !!
প্রশ্নকর্তা : পুরাই বেহুঁশ........🤣🤣

নিয়মিত গল্প পেতে আইডিটা ফলো করুন!!

SI Shafiul Islam Shafi

20/09/2023
20/09/2023

Never anger me
Sigma rule #124

20/09/2023

NEVER TRUST WOMEN'S
Sigma Rule #123

18/09/2023

একদিন তৃতীয় শ্রেণির এক ছাত্রী প্রথমদিন পরীক্ষা দেয়ার আগে সব পড়া ভালোভাবে পড়ে ও লিখে গেল। ছাত্রীটি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর মায়ের সঙ্গে কথোপকথন-

মা : তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কমন পড়েছে তো।

ছাত্রী : না মা, ভালো পরীক্ষা দিতে পারিনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি।

মা : যাই হোক, এবার জীবনে প্রথম খাতায় কিছু লিখেছিস, পাস নম্বর তো উঠবেই, তাই না।

ছাত্রী : না মা।

মা : কেন? তুই না বলেছিস অনেক কিছু লিখেছিস?

ছাত্রী : হ্যাঁ, লেখাগুলো ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য খাতাটি বাসায় নিয়ে এসেছি। আগামীকাল শিক্ষকের কাছে খাতা জমা দিয়ে দেব!

নতুন নতুন মজার গল্প যাতে পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, তাই আমার আইডি ফলো দিয়ে রাখতে পারেন🥰
SI Shafiul Islam Shafi

অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বা...
09/09/2023

অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কতো ব্রাণ্ডেড ঘড়িটা পরে এসেছে। বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেট। সুন্দর না বাবা!
আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই।
আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা। স্কুল যাওয়ার সময় বললো বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে?
আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে। এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেলো। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছেনা। পরেরদিন সকালে আমাকে বলার আগে আমিই বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরোও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইলো।
এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেনো করি এমন! এর উত্তর জানা নেই।
আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও ………
বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল?
ছেলে বললো বুঝেছি বাবা।
আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। তুমিই ফার্স্ট বয়। সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানই সেরা তোমার মতো।
এরপর সে আর এরকম কোনো কথা বলেনি।
আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার। আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাড়িতে ফিরবো ন'টা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে।
বাবা তুমি পরিশ্রম করে বাড়ি আসো তাই না?
আমি হেসে বললাম, না বাবা। আমার কাছে এতো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি। কি বলো?
ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা।
স্ত্রী রাতেরবেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু!
কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক ও সে শিখুক। কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক।
আমার স্ত্রী চুপ হয়ে গেলেন।
মাঝেমাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর। বাস্তবে খুব কঠিন।
আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি। একদিন সে বলেছিলো বাবা তুমি এরকম কেনো?
তাকে বলেছিলাম সময় হলে বুঝবে।
দুই তিন আগে সে ইলিশ ও মাংস পোলাও খাবে।
তাকে বললাম টাকাতো কম। তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করোনি?
সে মুচকি হাসি দিয়ে বললো, না বাবা। জমিয়েছি। আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে। কোনো টাকাও নেই তার কাছে। আসলে সে খুব অসহায় বাবা। আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারন তখন সে না করে না। অন্যান্য দিনগুলো টাকা খরচ করিনা। জমিয়ে রাখি কারন বাড়ি থেকে মা যা দেয় তাতো যথেষ্ট কারন কিছু মানুষ সামান্যটুকুও পায় না।
আমি ছেলের দিকে তাকিয়ে আছি।
সেই গুছানো টাকা নিয়ে আরোও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ মাংস পোলাও খাওয়ালাম। ইচ্ছে করেই অভাব অনুভব করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন। অনেক কঠিন।
পূজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি।
আমি হাসলাম।
সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়।
একদিন বসে বসে বলছে বাবা সায়নটা আর মানুষ হলো না অথচ আংকেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যা চেয়েছে সে, তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি?
ছেলে আমার কোলে মাথা রেখে বললো প্রতিটা চাহিদা পূরন করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুর উর্ধে। তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই। বাকীটা আমাকে করে নিতে হবে। সবকিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামাকাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা। কারন আমি জানি আমি কে!
তোমার দেয়া শিক্ষা আমি সারাজীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয়। তুমি আছো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কতো কঠিন।
আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি। বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা।
প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে। হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরে টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি।
বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে। সাথে হয়েছে মানুষও।
সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বললো তোমরা সাথে থেকো। আর কিছু লাগবে না।
আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।
সংগৃহীত।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SI Shafiul Islam Shafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share