Mõjăř ğõļpö

  • Home
  • Mõjăř ğõļpö

Mõjăř ğõļpö Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mõjăř ğõļpö, Digital creator, .

23/11/2023

Neymar jr #নেইমার

16/09/2023

বল্টুকে তার শিক্ষক প্রশ্ন করছে..🫣🫣

শিক্ষক: বলতো ভালবাসার ওজন কত কেজি..!🥹🫶

বল্টু : ৮০ কেজি স্যার।🙂🙂

শিক্ষক: হা হা হা..... কিভাবে!🫤🫤

বল্টু :ভালবাসা হচ্ছে ২টি মনের মিলন আর...🫠🫠

আমরা জানি,
১মন=৪০ কেজি!
২মন=(৪০×২)কেজি
=৮০কেজি।

সুতরাং,ভালোবাসা ৮০ কেজি (প্রমাণিত)🥹🥹🥹

14/09/2023

কোরআন তিলাওয়াত

29/08/2023

এমন করে
𝘱𝘳𝘰𝘱𝘰𝘴𝘦𝘥 করেছি রাজি হবে তো 😁😁 🙄🙄😪😪😭😭💔😔😔

🌳🌻... প্রিয় জানু.. 🥰🥰🥰
পত্রের প্রথমে জানাই
সেভলন এর জীবাণুমুক্ত
ভালোবাসা.... 🤗🙄🙄

🤗🤗...আশা করি
মিল্লাত ঘামাচি
পাউডার মেখে
ভালোই আছো... 🤗☺🙄

🤗🤗...আমি তোমাকে
সেন্টারফ্রুট এর মত
পছন্দ করি ... 🤗

🤗.. তোমাকে ছাড়া আমার
জীবন
পঁচা সাবানের মত মূল্যহীন... 🤗☺🙄


🤗... আর কিছু লিখে তোমার
ফেয়ার &লাভলী ক্রীম
মাঁখার মূল্যবান
সময় নষ্ট করতে চাইনা ... 😒😒😒🤗☺

🤗.. আমি কোনদিন প্রেম পত্র
লিখি নি
তাই যদি কোন ভুল হয়ে
থাকে তাহলে
সার্ফ এক্সেল দিয়ে মুছে
ফেলো.............. 🤗☺

🤗.... আর যদি হাসি আসে
তাহলে
পেপসুডেন্ট দিয়ে দাঁত
ব্রাশ করে নিও ......... 🤗☺

🤗...আমার পত্র পড়ে যদি
তোমার মাথা গরম হয়
তাহলে
তিব্বত কদুর তেল দিয়ে
মাথা ঠান্ডা
করে নিও ......................... 🤗🤧🤧🤧

🤗........ইতি তোমার
🤗🤗...... 𝘙𝘍𝘓 এর মতো মজবুত ভালোবাসা ......😘😘🥰😍☺☺.............
😂😂😂😂
#সংগৃহিত

25/08/2023

কপি করে দেখান খুব সুন্দর ❤️💞⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⡀
⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠇⠀⠀⠀⠀⠀⠀⣿⡄
⠀⠀⠀⠀⠠⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⡀⠤⠂⠀⠀⢻⡟⠄
⠀⠀⠀⠀⠀⠁⠀⠀⢀⡠⠤⠒⢈⠁⡀⠀⣄⠠⠄⢸⣇
⠀⠀⠀⠀⠀⠀⠀⠈⠀⠀⠐⡇⢸⡀⡇⠀⠀⠃⠀⠀⣿
⠀⠀⠀⠀⠠⡗⠀⠀⠀⠀⠀⠙⢃⠉⠁⠀⠀⡀⠀⠀⢻⡆
⠀⠀⠀⠐⠁⠀⢀⡄⠀⠀⠀⠀⣾⡇⠀⠀⢸⣷⡄⠀⠸⣇
⠀⠀⠀⠀⠀⣰⢿⠁⠀⠀⠀⠀⢸⡇⠀⠀⠘⣿⠀⠀⠀⣿
⠈⠀⠀⠀⢀⡏⡾⠀⠀⠐⠀⠀⢸⣧⠀⡥⠀⢻⡇⠐⠀⢹⡆
⠇⠀⠐⠀⣸⠀⣇⠀⠀⠘⠀⠀⡸⣿⡀⠀⠀⠈⣿⠀⠀⢸⡇
⠸⡀⠀⢠⡇⠀⣿⣆⡀⠀⣀⣴⠇⢹⣷⣤⣤⣤⠇⠀⠀⠈⡇
⠀⠹⢶⠟⠀⠀⠘⠿⣿⡿⠟⠁⠀⠀⠙⠛⠛⠉⠀⠀⠀⠀⠃

24/08/2023

ফেসবুক কোম্পানি হুমকি দিয়েছে 😿😿

এক সপ্তাহের মধ্যে প্রেম না করলে,,😒

-- আইডি লক হইয়া যাইবো 🙁🙁

প্লিজ আন্টির মেয়ে রা Help me😫😫

20/08/2023

মন্টু একদিন পত্রিকা পরছে...🤗🤗

-কিন্তু একটা কথার মানে কিছুতেই বুঝতে পারছে না..!🫤🫤

-তাই তার বাবাকে জিজ্ঞেস করল...🥹🫰

মন্টু: আচ্ছা বাবা, আমি কাগজে পড়লাম, 'গো পূজা', 'গো মাতা', 'গো হত্যা' এই "গো" মানে কি...!🥲🥲

মন্টুর বাবাঃ- "গো" মানে গরু..!😊😊

#তখনই রান্না ঘর থেকে তার স্ত্রী ডাক দিল...🫠🫠

মন্টুর মা: ও "গো" শুনছো..!🙂🙂

মন্টু: 🥹🥹🥹

18/08/2023

২ সপ্তাহ আগে আমার gf এর বিয়ে ছিল,

কিন্তু বিয়ে টা হয়নি। কারন বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলি দুইজন। আমার বাবা মা বিষয়টা মেনে নিল না, বিধায় আমাকে বাসা থেকে বের করে দিল। অসহায় দুইটা প্রাণ ঘুড়ছিলাম। আমি ভাবলাম যত কষ্টই হোক মেঘা কে একটা থাকার ব্যাবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছুটাকা ছিল। ঐই টাকা
দিয়ে মেঘা কে একটা মহিলা মেসে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকা শেষ । কথায় আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। এক জন ও আমার পাশেএসে দাঁড়ায় নাই। কি না করছি তাদের জন্য । যাই হোক এটাই হয়ত পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা ! এই দিকে রাত হয়ে গেল। হাতে একটা টাকাও নাই। সখের মোবাইল ফোনটা বেঁচে দিলাম রাস্তার টোকাই এর কাছে। টাকা হাতে আছে কিন্তু খাইতে ইচ্ছা করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে মেঘা ভালো থাকবে । এরমধ্যে আমি একটা থার্ড ক্লাস মেসে উঠলাম । অন্তত আকাশের উপর ছাদ টা পেয়েছিলাম ।

খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারের চাকরী পেলাম। নিজেকে প্রশ্ন করলাম টাকাই কি সব কিছু !
একদিন অপরাহ্নে,হোটেল এ ১০ জন ফরেনার আসল কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারলনা । আমি BBA তে অধ্যায়নরত ছাত্র তাই ইংরেজিতে কথা বলার কৌশল টা আমার অনেক আগে থেকেই জব্দ করা ছিল । তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম । ফলে
আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল। বেতন ও ১৮ হাজার টাকা। মেঘা কে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা
ভাড়া নিলাম। দুইজন একসাথে থাকব মনে ঝড় উঠতে লাগল। মেঘা র মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে বাসায় চলে গিয়েছে। একটা মেয়ে আমাকে বলল ভাইয়া মেঘা আপু আপনাকে এই চিঠিটা দিতে বলছে।

চিঠিটা এমন ছিলো>
আশিক,যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না তবে কেনো আমায় সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর পাঁচটা সাধরণ ঘরের থার্ডক্লাস ছেলেদের মত। যাই হোক তোমার বাসায় ডিভোর্স এর পেপার চলে যাবে প্লিজ আমাকে যদি একটু ভালবাসো তাহলে সাইন টা করে দিও।
-নির্বাক দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম চিঠির দিকে। মাত্র ১০ টা দিন কষ্ট করতে পারল না! ব্যার্থতা আমারি ছিল। আমি একটা অপদার্থ ছেলে যে মেঘাকে ভালবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে তার কাছে চলে এসেছিলাম । প্রতিদানে কি পেলাম আমি !!! ক্ষুদার্থ পেট, শ্রমিকের মত জীবনযাপন। আজ সেই

17/08/2023

👨‍⚖️তুমি যে পাগল তার ১৩ টি প্রমান আমি জানি .............

1. এই সময় তুমি তোমার ফোন ধরে আছো ! 👍

2. তুমি ফেসবুক চালাচ্ছ।🤔👍

3. তুমি এইমাত্র আমার Post দেখছো।🫣

4. এখন তুমি সেটা পড়ছো😊

5. তুমি একজন মানুষ👍

7. তুমি তোমার ঠোঁট দুটি না মিলিয়ে P বলতে পারবে না🥹

8. এখন তুমি বলার চেষ্টা করলে🤨

9. এবার তুমি নিজেই নিজের উপর হাসছো ! 🙄

10. এখন তোমার মুখে হাসি আছে !🤫

11. তুমি 6 নম্বর লাইন পড়তে ভুলে গেছো🤔

12. তুমি এখন চেক করলে 6 নম্বর তো সেখানে নেই😲

13. এবার তুমি হাসছো কারণ আমি তোমাকে বোকা বানিয়ে দিলাম।

ঠিক বলছি তো ??🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🙃🙂🙃🙂🙃🙂🙃🙂🙃🙂🙃🙂🙃

16/08/2023

🤔বর্তমানে মেয়েদের অবস্তা😁

মেয়েঃ- আপনি কি করেন!

ছেলেঃ- Ami ব্যাংকার

মেয়েঃ- ও ভালো,,আসলে আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমার, শুধু বলতেই মন চায়!🥰

ছেলেঃ- sorry, ঐটা ব্যাং'কার নয়, বেকার হবে🙄

টাইপিং এ ভুল হইছে আসলে আমি বেকার!

মেয়েঃ- আসলে আমার Bf আছে, bye

ছেলেঃ- ok আগামী মাসে আমি সরকারি চাকরিতে জয়েন করতেছি আমার জন্য দোয়া করবেন

মেয়েঃ- sorry sorry, আমার Bf ছিলো! কিন্তু এখন নাই, আমি এখন সিঙ্গেল!💐💐

ফান পোস্ট

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 📕-সাহিত্য ডাইরি -📗

16/08/2023

পুলিশে চাকরির ইন্টার্ভিউ হচ্ছে,

গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন পরিক্ষক ।
প্রথম যে ব্যাক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাতকার শুরু করতে চাইলেন অফিসার।
: তুমি বাজারে গেলে আপেল কিনতে, এক কেজি আপেলের দাম একশত টাকা হলে তুমি একশত গ্রাম আপেলের দাম কত দেবে ?
শুনে সহাস্য ভংগিতে চাকরিপ্রার্থি বললো
: স্যার ! একশগ্রাম আপেল যদি টাকা দিয়া কিনতে হয় তাইলে পুলিশ হমু কি করতে ?
অফিসার মজা পেলেন উত্তর শুনে।
: যদি তোমার বাবা যায়?
: আমার বাবার দাত নেই, শুধু কলা খেতে পারেন, আপেল দিয়া কি করবে ?
: আচ্ছা যদি তোমার ভাই যায় ?
: স্যার আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম এর দাম জিজ্ঞেস করবে।
মরিয়া হয়ে অফিসার জানতে চাইলেন
: যদি সাধারণ কেউ কেনে ?
: স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে।
: আচ্ছা যদি পয়সা ওয়ালা কেউ কেনে ?
: স্যার পয়সা ওয়ালা কেউ যদি কেনে সে কি একশ গ্রাম কিনবে?
সে কম করে হলেও দুই কেজি কিনবে। আর যে কিনবে টাকাও সে দেবে, তার টাকার হিসাব আপনি আমার কাছে চান কেন ?
এবার বেশ বিরক্ত হয়ে অফিসার জিজ্ঞেস করলো
: সামান্য আপেল নিয়া তুমি এত কথা কেন বলতেছ ?
এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো
: স্যার ! আপেল মোটেই সাধারণ কোন ফল না। চারটা আপেল পৃথিবী বিখ্যাত। এক আপেল আদম খাইছে বইলা আমাদের দুনিয়ায় আসতে হইছে। নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হইলো নিউটন এর আপেল। সেদিন নিউটন এর মাথায় আপেল না পরলে এই মহাকর্ষতত্ত্ব অভিকর্ষতত্ত্ব পইড়া ব্রেইন নষ্ট করতে হইতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আই ফোন, আই প্যাড এইসব যন্ত্রনা, ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হইলো আজকের আপেল যা আমার চাকরী হওয়া বা না হবার কারন। এর পরও কি আপনি আপেলকে সাধারণ বলবেন ?
এবার হাল ছেড়ে অফিসার জিজ্ঞেস করলেন
: তোমার বাড়ি কি নোয়াখালী ?
এই প্রশ্নের উত্তর সহজ ছিলো, প্রার্থী বলল : হ্যা ।😅😅😅😅😅
©️

15/08/2023

👩‍❤️‍💋‍👨 love story 👩‍❤️‍💋‍👨

রিয়া :- কোথায় রে তুই?

আবির :- বাইক চালাচ্ছি রাস্তায় ,, কেন কিছু বলবি?

রিয়া :- বাইক থামা আগে।

আবির :- কোনো জরুরি কথা?

রিয়া :- হুমমম,,,

আবির :- এইবার বল,,,

রিয়া :- বাইক থেকে নাম,,,

আবির :- আরে বল,,,

রিয়া :- তোর সাথে হেলমেট আছে?

আবির :- হুমমম,,,, আছে। কি বলবি তাড়াতাড়ি বল।

রিয়া :- কেনো? তুই কি ব্যস্ত?

আবির :- হুমম,,, আব্বু অফিসে ডাকছে,,,

রিয়া :- আচ্ছা তো যা।

আবির :- তুই বল কি বলবি?

রিয়া :- আরে ওতো জরুরি কথা না। পরে বলবো। তুই অফিসে যা।

আবির :- Okk... অফিসে পৌঁছে তোকে ফোন করছি ..

রিয়া :- okk...

আবির :- okk... bye...

আবির অফিসে পৌঁছে রিয়াকে ফোন করলো,,,,

আবির :- এইবার বল,, কি হয়েছে?

রিয়া :- আবির ,, আমি মনেহয় প্রেগনেন্ট !!!

আবির :- nice joke...

রিয়া :- না আবির, আমি সত্যি বলছি। আমি প্রেগনেন্ট..

আবির :- তোর কোথাও ভুল হচ্ছে, এভাবে কি করে হয়।

রিয়া :- তাইতো আমিও ভাবছি। আমিতো এমন কিছুই করিনি যাতে আমি প্রেগনেন্ট হয়ে যাব !!!

আবির :- ডাক্তার দেখিয়েছিস?

রিয়া :- না রে,,,, খুব ভয় করছে আমার।।।
,
আবির :- ডাক্তার না দেখিয়ে তুই কিভাবে শিওর হলি, তুইপ্রেগনেন্ট?

রিয়া :- রাত থেকে বমি হচ্ছে। তার উপর পেটেও ব্যথা করছে।

আবির :- আর তুই এখনো ডাক্তার ডাকিসনি,?

রিয়া :- আরে,,, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ডাক্তার যদি বাড়ির সবার সামনে বলে যে আমি প্রেগনেন্ট। তাহলে আমার বাবা-মা কাউকে মুখ দেখাতে পারবে না।

আবির :- আল্লাহ,,,,

রিয়া :- আমি এখন কি করবো দোস্ত?

আবির :- আগে আমাকে একটা কথা বল,,,, তোর বাচ্চার বাবা কে?

রিয়া :- আমি জানিনা দোস্ত। আমার তো কোনো boyfriend নেই,,,,

আবির :- তাহলে বাচ্চাটাকি উড়ে উড়ে তোর পেটে এসেছে??

রিয়া :- আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত। আমার তো তুই ছাড়া আর কোনো বন্ধুও নেই।

আবির :- আচ্ছা শোন,,, আমারা যেদিন ড্র্রিংকস্ করে ফিরছিলাম, তখন কি তোর আর আমার মধ্যে কিছু হয়েছিল,?

রিয়া :- আমি কিছু জানিনা। তুই কিছু একটা কর,,, না হলে আমি,,,,,,

আবির :- নাহলে কি?

রিয়া :- আমি আত্মহত্যা করবো।

আবির :- এই না। আমি দেখছি কি করা যায়......

বলে আবির ফোন কাট করে দিলো এবং কিছুক্ষন পর আবির রিয়ার বাড়ি আসলো ,,,,

আবির :- রিয়া, আমারা বিয়ে করে ফেলি,,, চল।

রিয়া :- কি বলছিস তুই?

আবির :- হুমম,, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তাছাড়া বাচ্চ

15/08/2023

নতুন জামা পড়ার দরকার নাই থাক আমি তো বোরকা পড়ি ।😒

চুল আঁচড়ানো দরকার নেই আমি তো হিজাব পড়ি।🤔

একটু ক্রিম দিবো না আমি তো নিকাব পড়ি,না থাক লাগবে না দেওয়া ।🤐

চোখে কী আইলিনার ....একটু কাজল দিবো,,,,,না চোখ তো ঢেকেই রাখবো ,,,,🙄

হাত পা কী ধুয়ে আসবো ,,,,,,,,, নাহ লাগবে না মুজা তো পড়বোই 😐

ব্যাস শেষ আমার সাজুগুজু..... 🤭🤭🤭

তারপর আয়না দেখে নিজেকে শান্তনা দেই ,,,,ওয়াহ কিতনে সুন্দার লাগ রাহি হো হায়,,,,😎😌

কিছি কি নাজার না লাগ যায়ে তুঝে ,,,,,,,,,🧐🧐🫣
মা শা আল্লাহ্,🤗🤗🤗

বাইরে যাওয়ার সময় লে আমার হবু বউয়ের কাহিনী 🤣🤣🤣🤣

বলি আলসিমির তো একটা সীমা থাকা উচিত ,,🤭🤣🙈। বলছি যে আমার বউয়েরমতো আর কোন কোন আপু আছেন থাকলে একটু সারা দিবেন 🥰

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 📕-সাহিত্য কাব্য-📘

15/08/2023

১] মন খারাপ?
আকাশের দিকে তাকিয়ে রবকে বলো,
'আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল' এটা পড়া যেতে পারে।
মহান রবের নিয়ামত নিয়ে চিন্তা করো, দেখবে তখন অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তিই বেশি মনে হবে।
______সব চেয়ে ভালো সিজদাহ করে রবকে সব কথা জানালে।💝

২] কেউ কষ্ট দিয়েছে?
ক্ষমা করে দাও। মহান রব নিজেও ক্ষমাশীল।
বুখারি শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ-
'আল্লাহ তা'আলা যাকে বেশি ভালোবাসে, তাকে দুঃখ-কষ্টে রাখেন।
_______কেননা এতে তোমারই কল্যাণ নিহিত রয়েছে।💖

৩] অসুস্থ খুব?
"আলহামদুলিল্লাহ্" বলে রবের নিকট শুকরিয়া আদায় করো,____
কারণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ-
_____রোগ হলে গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে,
"যেভাবে গাছের পাতাসমূহ প্রচন্ড বাতাসে ঝরে পড়ে"→

৪] খুব বিপদে আছো?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এই দোয়া পড়ো।
সূরা বাকারাতে আছে, বিপদের সময় এই দোয়াটি পড়লে তার উপর বিশেষ রহমত নাজিল হয়। দোয়া ইউনুস পড়ো, "_লা ইলাহা ইল্লা আ‌ন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন"!
___"হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল"-
এই দোয়াটিও বিপদের সময় পড়তে পারো!💓

৫] সুস্থ আছো?
শুকরিয়া আদায় করো "আলহামদুলিল্লাহ্" বলো এবং এই শ্রেষ্ঠ নেয়ামতের শুকরিয়া স্বরূপ --
___রবের সিজদা করো, যিকির করো!❤️

৬] কাঁন্না পাচ্ছে খুব?
তুমি কি জানো, আখিরাতের জন্য এক ফোটা চোখের জল ঝড়ে পড়লে জাহান্নামের আগুন তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, তোমার চোখের পানি কি এতই সস্তা?
__তুমি পার্থিব জগতের জন্য কেন কাঁদবে?
_"কাঁদতে হয় তো পরকালের জন্য কাঁদো"!

৭] মনের নেক আশা গুলো পূরণ হচ্ছে না?
দুই রাকাত হাজতের নামাজ পড়ো, দোয়া করো, কাঁদো।
যদি সেটা তোমার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তা'আলা সেটা পূর্ণ করবেন'।
_______ঈনশা-আল্লাহ্।💓💓

৮] পাপি হয়ে গেছো?
রবের দিকে ফিরে আসো তাওবা করে।
তোমার রবের তাওবার দরজা এখনো তোমার জন্য খোলা আছে। আগামীকাল পর্যন্ত হয়তো নাও থাকতে পারো। ধৈর্য ধারণ করে সর্বাবস্থায় আল্লাহ তা'আলার উপর ভরসা করো।
________যার আল্লাহ আছে, তার সব আছে! "আলহামদুলিল্লাহ"! 💯💖

13/08/2023

মনে খুলে হাসুন
(১).....ছাত্র : স্যার একটি কথা বলবো?
স্যার : কি বলবে বলো?
ছাত্র : আমার খুব লজ্জা লাগছে
স্যার : লজ্জার কি আছে বল?
ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার?
স্যার : আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক
ছাত্র : চিত্কার করে বলে-স্যার আপনার পেন্টের
চেইন খোলা|
স্যার : হারামজাদা আস্তে ক....

(২).... দাদা : যা, পালা তাড়াতাড়ি। তুই আজকে
স্কুলে যাসনি। তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে
আসছে।
নাতি : আমি পালামু না দাদু। তুমি বরং পালাও।
কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা
গেছেন। তাই স্কুলে যাইনি!

(৩).....বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু
কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
বল্টু : এই নিন টাকা।
বিক্রেতা : এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ
টাকা দিলে কেন?
বল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা
হবে!

(৪).... এক ভদ্রমহিলা ও সিনেমা হলের
ম্যানেজারের মধ্যে ফোনালাপ-
মহিলা : হ্যালো। কোন ছবি চলছে?
ম্যানেজার : আই লাভ ইউ!
মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট।
ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।র
মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স।
ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে!..

(৫).এক ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র
নিয়ে বেশ অস্থির হয়ে বিড় বিড় করছে-
শিক্ষক: কী ব্যাপার তুমি খাতায় না লিখে বসে বসে
উসখুস করছ কেন?
ছাত্র: স্যার, প্রশ্ন যে রকম কঠিন এসেছে লিখতে
আমার বারোটা বাজবে।
শিক্ষক: তাতে কি এখন তো এগারোটা বাজে!.......।

(৬).... ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও?
বাবাঃ তুমি দেখেছ?
ছেলেঃ না শুনেছি।
বাবাঃ শুনা কথায় কান দিতে নেই।
কিছু দিন পর—
বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ?
ছেলেঃ তুমি কি দেখেছ বাবা?
বাবাঃ না শুনেছি।
ছেলেঃ তুমিই তো বলেছিলে শুনা কথায় কান দিতে
নেই!
😃😁😄😀😅

12/08/2023
12/08/2023

২ মিনিট লাগবে ছোট একটি গল্প আশা করি ভালো লাগবে

একটি ছেলে খুব সাদাসিধে ছিলো। সে একটি দোকানে চাকরি করতো। ছেলেটির বেতন ছিলো মাত্র পাঁচ হাজার টাকা, ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেতো। মেয়েটি ছিলো পর্দাশীল। যদিও তার মুখটা প্রায়ই খোলা থাকতো। একদিন হঠাৎ ছেলেটির নজর পড়লো মেয়েটির দিকে। এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো, ছেলেটি তাকে লক্ষ করে।
মেয়েটিও বাকা চোখে, ছেলেটিকে দেখতে শুরু করলো। ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হয়ে। আফসোস করতে লাগলো। ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারলাম। তা হলে শাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম।
মেয়েটি বুঝতে পারলো, ছেলেটি তাকে বিষন পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাড়িয়ে রইলো। তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহির হইলো

(যারা পড়ছেন তারা পেইজে ফলো দিয়ে ফেবারিট করে রাখবেন যেন পরবর্তী পর্ব প্রথমেই পেয়ে যান।)

সে চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো। তখন মেয়েটি তার কাছে গেলো। তুমি ভাত খেলে না
রুটি দিয়ে
পেট ভরবে। তখন ছেলেটি, মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলো। তখন ছেলেটি বললো আমি ভাত খেলে, আমার মা, আর ছোট বোনকে কি খাওয়াবো। মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেলো। সে হাত ধরে বলতে লাগলো, তা হলে তুমি যে আমাকে পছন্দ করো। আমাকে কি খাওয়াবে। তখন ছেলেটি বললো আমি তো তুমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না । কারন সে যোগ্যতা আমার নেই। তবে এটা সত্যি যে তুমাকে দেখলে আমার খুব ভালো লাগে। তাই দেখি। মেয়েটি ছেলেটির কথা শুনে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলো না । সে বুঝে গেলো, ছেলেটির চরিত্র, ও ভাবনা ও সুন্দর।
সেদিন মেয়েটি চলে গেলো। বাসায় গিয়ে রাত্রি বেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, পরের তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো, বলা হলো তার দুইটাই কিডনি নষ্ট। তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে
যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল। কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলে কে বিয়ে করতে রাজি না। কারন ছেলেটির টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ। সে লোভী। এদিকে মেয়েটির কোনো লোভ ছিলো না। যাই হোক হবো জমাই আসার পর তাকে সব খুলে বললো তুমার থেকে একটি কিডনি খুলে আমার মেয়েটিকে দাও। তুমি তো বলছো, আমার মেয়ে কে অনেক ভালোবাসো। তাকে পেলে তুমি ভালো হয়ে জাবে। তা হলে আজ পরিক্ষা দাও। তখন ছেলেটি বললো, আমি আপনার রোগা মেয়ে কে বিয়ে করবো ক

12/08/2023

মশা আর হাতি লুকিয়ে প্রেম করে। 😍😘

প্রতিদিন ঘুরতে যায়, একসাথে থাকে। 🤗

দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। 😉🤗
:
একদিন কি হলো-🤔😐
মশা প্রেম পত্র লিখতেছিলো & মশার বাবা তা দেখে
ফেলছে।🙄😥

মশাকে বলল চিঠি দেখাইতে, ত্ব মশা তার বাবাকে চিঠি
দেখালো।👀

চিঠি দেখে মশাকে বলল,,

:- তুই বদমাইশ হাতির সাথে প্রেম করছ?😒🙁
থাপ্পর দিমু।👋

হাতিরে ভুইলা যা তুই।😒
:- ভুলা পসিবল না বাবা।😔😓

:-কেন?🤔
:-এমনি!😑
:-এমনি কেনো?😇🤔
:-কোনোভাবেই সম্ভব না।😌
:-ভুলতে হবে।🤫🥺
:-পারবো না বাবা,, 🥺🥺
:-কেনো?🤔
:-কারণ-হাতির বাচ্চা আমার পেটে,, 🤭🤭

বাবা বেহুশ,।🤣🤣🤣🤣🤣

এরকম মজার মজার গল্প পড়তে ফলো করুন

Facebook Mojar GolpoFacebookMojar GolpoMojar Golpo

Send a message to learn more

12/08/2023

মেয়ে: কেদে কেদে বলছে..hello,,,
ছেলে:hello.... কাদছো কেনো...?
মেয়ে: কাল রাত থেকে কেনো জানি বার বার বমি
হচ্ছে...
ছেলে: ডাক্তার দেখাও নি..?
মেয়ে : দেখিয়েছি..।।
ছেলে: কি বলেছে ডাক্তার..????
মেয়ে: ডাক্তার বলেছে আমি প্রেগন্যান্ট...
আমি বাচ্চাটাকে দুনিয়াতে আনতে চাই...।
ছেলেটা কিছু না বলে ফোনটা কেটে দিলো....
মেয়েটা ভিশন ভয় পেতে লাগল....মনে মনে ভাবতে লাগল... এই দুনিয়াতে আমার বেচে থাকার কোনো মানেই হয় না....মেয়েটা হাতে একটা ছুরি নিলো..নিজেকে হত্যা করবে বলে....
এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল...মেয়েটা মনে মনে বলছে.. এ অসময় আবার কে আসল...
দরজা খুলে দেখে bf এসেছে....।
ছেলে: দরজা খুলতে এত সময় লাগে...
মেয়ে: তুমি এ সময় কেনো..? আর ফোনটা কেটে
দিছো কেনো...?
ছেলে: তোমার হাতে ছুরি কেনো...? কি করতে
যাচ্ছিলে..?
মেয়ে: কিছু না... এমনি হাতে নিছিলাম..।
ছেলে: ok..পড়ে শুনব তোমার কথা.... এখন
তারাতারি তৈরি হয়ে নাও তো....?
মেয়ে: কেনো কোথায় নিয়ে যাবা আমায়...????
ছেলে: আজকে আমরা বিয়ে করে নিব....তারাতারি
ready হয়ে নাও..বাইরে বন্ধুরা অপেক্ষা
করছে...।
মেয়েটা কিছু না বলে...ready হলো..তার পর কাজি অফিসে গিয়ে বিয়ে করে নিল......
ছেলে: এখন তুমি খুশি তো....?
মেয়ে: হুম খুশি... আজ আমি এত খুশি যে তোমায়
পেয়ে... বলে বুঝাতে পারব না...।
ছেলে: সব সময় যেনো তোমার মুখে এরকম হাসি
সব সময় দেখি...।
তার পর ছেলেটা তার বাবা মায়ের কাছে গেল..
দুজনেই বাসায় ছিল সে দিন....

মেয়েটা ছেলেটার মা বাবাকে সালাম করল...
মা... বলতেছে সুখি হও মা.... তার পর
মা ছেলেকে বলতেছে.... সাকিব ... কে রে মেয়েটা
বড় মিষ্টি মেয়ে...
ছেলে: মা বাবা তোমরা একটু বসো... আমি সব
কিছু বলছি...
তার পর সব বলল তার মা বাবাকে....সাকিবের... মা বাবা খুশি মনে তাদের মেনে নিলো...কিন্তু সবার জীবনে এমন বাবা--মা থাকে না..♥..
তখনি খারাপ লাগে..এত দুর পড়েও যখন কমেন্ট না করেন...😥😥 হাজার দোয়া এমন মা বাবাকে 😥।।।এই রকম প্রেমিক ও এই রকম মা বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার....

সমাপ্ত.. FacFacebooklpokutir

11/08/2023

বাবা: তোমার রেজাল্টের কি খবর?🙂
ছেলে: হেডমাষ্টারের ছেলে ফেল করেছে😑
বাবা: আর তুমি?😟
ছেলে: ডাক্তারের ছেলেও ফেল😑
বাবা: আর তোমার রেজাল্ট?😟
ছেলে: ঐ উকিলের ছেলেও ফেল😑
বাবা: পাজি, আমি তোরটা জানতে চাইছি.😟
ছেলে: তুমি কি আর রজনীকান্ত? যে তোমার ছেলে পাস করবে।.... 🥺তাই ফেল করে গেছি😴
বাবা:বেহুশ 🥹😇😫
©️ FacebookRtv FacebookRtv । আরটিভিnRtv । আরটিভিy

11/08/2023

১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...
জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জনান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব
এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।
আমিন..
(সংগ্রহিত)
#ইসলামিক_পোস্ট

11/08/2023

একটা কোরআন প্রেমী মেয়ের কাহিনী..!!
সবাই মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল!!

একটা মেয়ে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসতো!!

সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করতো!?

তার ব্যাগে সব সময় ছোট একটি কোরআন থাকতো! গাড়িতে বসেও সে কোরআন পরত!
তার কোরআন তিলাওয়াতে এতো মধুর ছিল, যে কোন পাষান ব্যক্তির মন গলে যেতো!

রাতে যখন ঘুম ভাঙতো তখনোই কোরআন পরতে শুরু করতো!
এক দিন মেয়েটি মারা যায় । তার মা আদরের মেয়েকে হাড়িয়ে পাগলের মত হয়ে যায়,!

হটাৎ এক দিন রাতে তার মা মেয়েকে স্বপ্নে দেখে এবং তার ঘুম ভেঙে যায়, এবং তার মা তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়! তিনি ভয়ে সে ঘরে যায়নি পরের দিন সকালে মেয়েটির বাবা কে তিনি খবর টি জানালেন!!

কিন্তু সে বিশ্বাস করে না, পরের দিন রাতে আবার মা সেই কান্নার আওয়াজ শুনতে পায়!!

তার পর মেয়েটির বাবা কে ডাকেন! মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান !

তার এই ঘটনা মসজিদের ইমাম সাহেব কে বলেন! ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য, ঐ মেয়ের বাসায় এক রাত থাকেন!

রাত একটা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে, তখন ইমামা সাহেবও কেঁদে ফেললেন, আর বললেন এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ! মেয়েটি প্রতিদিন রাতেই এই সময় কোরআন তিলাওয়াত করতো! যা শুনতে ফেরেশতার এখানে আসত! এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময়ে এসে কান্না করে...!!

রাসূল(সাঃ)বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চমর্যাদাসম্পূর্ণ ফেরেশতাদের সঙ্গী হবে...!!?

(সুনানে...... আবু দাউদ.... _ (১৪৫৪)

আল্লাহ আমাদের সবাই কে এভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন, ... আমিন 🤲🤲🤲 @ FacFacebook

11/08/2023

••পরীক্ষায় প্রশ্ন আসছিল পিপড়াকে কিভাবে মারতে হবে....?🙄🤨

••প্রশ্নটা 10 নম্বরের ছিল..!🙂🐸

••আমি উত্তর লিখেছিলাম~~✍️💁‍♀️

••প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশিয়ে দিতে হবে 🌶😐
••তারপর পিপড়া সেটা খেয়ে পানি
খুজবে..!🥺😑
••পরে তার সামনে বালতি বালতি
পানি রাখতে হবে..!😒😎
••সে পানি খাবার পর তার গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে..!🥵🔥

••আগুনের কাছে আগে থেকেই একটা বোম রাখতে হবে,,,,বোম ফাটলে পিপড়া আহত হবে আর হসপিটালে ভর্তি হবে আর তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া
থাকবে..!😷🥺
সেটা খুলে দিলে পিপড়াটি মারা যাবে..!🐜🐸😴😬😬🙈🙈

••আমি 10 এর মধ্যে কত পেতে পারি..😇

Facebook Jiboner Golpo FacebookyJiboner GolpoeJiboner Golpo Ria Money TransferরRia Money Transfer Money TransferRtv । আরটিভিRtv । আরটিভিRtv । আরটিভি

Send a message to learn more

নেমন্তন্নঅন্নদাশঙ্কর রায়যাচ্ছ কোথা?চাংড়িপোতা।কিসের জন্য? নেমন্তন্ন।বিয়ের বুঝি?না, বাবুজি।কিসের তবে?ভজন হবে।শুধুই ভজন?...
11/08/2023

নেমন্তন্ন
অন্নদাশঙ্কর রায়

যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
কিসের তবে?
ভজন হবে।
শুধুই ভজন?
প্রসাদ ভোজন।
কেমন প্রসাদ?
যা খেতে সাধ।
কী খেতে চাও?
ছানার পোলাও।

ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।
এবার থামো।
ফজলি আমও।
আমিও যাই?
না, মশাই।

ম্যাজিক 👉👉 দেখুন হা হা দিলেই ছবি থেকে লাভ বেরিয়ে আসব। Try it 🤣🤣
11/08/2023

ম্যাজিক 👉👉 দেখুন হা হা দিলেই
ছবি থেকে লাভ বেরিয়ে আসব।
Try it 🤣🤣

11/08/2023

........ কিগো চিনছো আমারে.....?!🙄
😊

/ /
খারাও আমি পরিচয় দিতাছি🙁

আমি তোমার পাশের বাড়ির🤔
ছোট চাচির বড় ভাবির ননদের ভাসুরের মেঝো😒
চাচাতো ভাইয়ের ক্লাসমেন্টের মামাতো বোনের
দুঃসসম্পর্কের🥴 ফুফাতো ভাইয়ের ভাবির
ছোট বোনের মিউচুয়াল ফ্রেন্ড😇🤣

.....এবার চিনছো আমারে....🤠😎

Facebook

Send a message to learn more

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mõjăř ğõļpö posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share