Voice of Human

  • Home
  • Voice of Human

Voice of Human “I am no bird; and no net ensnares me: I am a free human being with an independent will

21/03/2021

শেরপুরে ভূয়া পুলিশ নাটকিয় কায়দায় দিনদুপুরে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ইজারাদারের।
Engr.Aqs Zilani, Admin : Voice of Human
Date &Time: Sunday,21 march 2021. 11:57 Am
Please share this news


শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৫৬) চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। রবিবার ২১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এই ঘটনা ঘটে।
নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। এদিকে ঘটনার পরপরই ব্যবসায়ী নূর হোসেনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ডিবি পুলিশের কর্মকর্তারা।

জানা যায়, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী নূর হোসেন তার ভাতিজা মোটরসাইকেল চালক লিটনকে নিয়ে ইজারার কিস্তির ৩৫ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয়। ওইসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দু’টি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ। ঘটনাটি কেন্দ্র করে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবং ঘটনায় আক্রান্ত ব্যক্তিদ্বয় বিমর্ষ হয়ে উঠেছে টাকা হারানোর যন্ত্রনায় ।
শেরপুরের পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার।

02/02/2021

Over the past few days I’ve been sharing small aspects on the fiqh of dua. It’s one of the most important knowledges. Dua is the core (or bone marrow) of worship because unlike other acts of worship, people’s hearts are always present when they want something. Wanting things, along with the process of receiving it, is one of the best ways for iman, character, and love for Allah to grow. The Prophet ﷺ said, “Love Allah for the blessings He showers upon you.”

I believe that if you sincerely want something, you’ll wait for it. The waiting and bearing through rejection after rejection has a ton of wisdoms. It’s is a way to purify intention and gain control over your emotions.

You see-saw between wanting/seeking and sufficing without. When you fail once, you can’t always try again right away. There’s a recovery period in which you lick your wounds and regroup.

If you give up during that recovery period, then you didn’t really want it enough. It was mere whim. Delay separates whim from truth. Whim clouds the intellect. You need to get rid of it in order to think clearly.

Excess desire enslaved a person, and you won’t enjoy what you get if you are a slave to it. Sayyidna Ali said divorcing the dunya is not about going without it, it’s about not being controlled by it.

In the down time, you can also re-assess the matter. Maybe your first conclusion was unsound. Maybe you didn’t have all the facts. In the downtime, more facts surface, and two good things can happen: a) the new information makes you not want it anymore. Or b) it confirms that you were right all along. So now you go into the next round with a stronger rational basis and less whim.

Delay also strengthens character and iman. There’s no short-cut to gaining resilience and patience except by going through it.

In this intermission, you can learn new ways to go about attaining your goal too. Nothing on earth is more imaginative than the human mind if it truly wants something. If we are given right away, then we’re deprived of the chance to develop.

One of the signs of Allah’s will is the slow yet persistent development of a thing over time. Night develops into day slowly, not suddenly. Seasons the same. World movements, technology, etc. It is part of Allah’s justice that He gives people what they want if they are insistent. Insistence can only manifest over a long period of time. And the bigger the matter, the more time it needs to marinate. Insistence is the opposite of a tantrum.

Lastly, the conclusion that you will never get something is a baseless belief that people choose when their faith or character is weak. You don’t know the future. If you have to choose between believing that you will receive versus not receive, the Prophet ﷺ said “make dua while certain with the answer.” So next time your mind says “it’s not gonna happen” you answer it: how do you know that? No angel came down and told you this. Instead, every failure or non-response should be interpreted as “not yet.”

Allah is generous and rewards His believers in this world before the next. “O Allah grant us a hasana in the dunya and the akhira.” And “they get the good news in this world before the next.” Sayyidna Ali said, “You don’t pay in cash and get the rewarded in credit. Allah will reward you now and then again later.”

02/02/2021

Welcome to voice of Human

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Human posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share