21/03/2021
শেরপুরে ভূয়া পুলিশ নাটকিয় কায়দায় দিনদুপুরে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ইজারাদারের।
Engr.Aqs Zilani, Admin : Voice of Human
Date &Time: Sunday,21 march 2021. 11:57 Am
Please share this news
শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৫৬) চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। রবিবার ২১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এই ঘটনা ঘটে।
নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। এদিকে ঘটনার পরপরই ব্যবসায়ী নূর হোসেনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ডিবি পুলিশের কর্মকর্তারা।
জানা যায়, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী নূর হোসেন তার ভাতিজা মোটরসাইকেল চালক লিটনকে নিয়ে ইজারার কিস্তির ৩৫ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয়। ওইসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দু’টি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ। ঘটনাটি কেন্দ্র করে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবং ঘটনায় আক্রান্ত ব্যক্তিদ্বয় বিমর্ষ হয়ে উঠেছে টাকা হারানোর যন্ত্রনায় ।
শেরপুরের পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার।