11/11/2023
একটা জিনিস ভেবে খারাপ লাগছে, কালকে (১১ নভেম্বর) বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ।
যেমনই খেলুক বাংলাদেশ, যতই খারাপ খেলুক, যতই বলে মানুষ আর দেখবো না খেলা; তবে ব্যাক্তিগতভাবে আমি প্রতি ম্যাচ শেষেই মুখিয়ে থাকতাম নেক্সট খেলা কবে তার জন্য। ৩ দিন, ৫ দিন বা ৬ দিন যাই হোক, অপেক্ষা করতাম! জানতাম রেজাল্ট ফরে আসবে না, তাও!
কালকে থেকে সেই অপেক্ষার শেষ, নিজের কাজে আরো ভালো করে মন দিতে পারবো, তাও কোথাও একটা আফসোস কাজ করছে।
অনেকদিন ধরে এই দীর্ঘ টুর্নামেন্টের অপেক্ষা করছিলাম, ২০২২ থেকেই একটা স্বপ্ন ছিলো ২০২৩ আমাদের বেস্ট বিশ্বকাপ হবে। সাকিবের কথায় আরো আশ্বস্ত হলাম, যদিও কর্মকাণ্ডে হতাশ। সে প্রসঙ্গ থাক আজ। কালকের ম্যাচ জিতলেও, ৩ জয় হলেও এটা আমার মতে দেশের বেস্ট বিশ্বকাপ হবে না, হতাশ তো হয়েছিই!
তবু বলছি, এই যে প্রতি ম্যাচ পর বাংলাদেশের জন্য অপেক্ষা, সেই আমেজটা মিস করবো। কয়েকটা পেইজের সাথে ইন্টারেকশন, তাদের পোস্টগুলো মিস করবো। বেশিজন হয়তো একমত হবেন না, অনেকেই খেলা দেখে একদম বিরক্ত হয়ে খেলা দেখা ছেড়ে দেওয়ার উপক্রম (যৌক্তিকতা আছে)। তবুও বলছি, অনেকদিন ধরে যে বিশ্বকাপটার অপেক্ষা করছিলাম সেই বিশ্বকাপের আমেজ আমার ১১ নভেম্বরেই শেষ।
collected