M S Gaming

M S Gaming তুমি সবার প্রিয় কখনোই
হতেপারবেনা।
কারন তুমি মানুষ, টাকা না।,,��

-------------------- M S Gaming -----------------------
(3)

কতবার বলবো বইন ফিল্টার ছাড়া আসিস না চিনতে কস্ট হয়..!🙂
13/01/2025

কতবার বলবো বইন ফিল্টার ছাড়া আসিস না চিনতে কস্ট হয়..!🙂

যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রপি খেলা সে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে নেই সাকিব আল হাসান🙂বিশ্বকাপের ৮ম ম্যাচ ছিল, শ্রীলঙ্কা ব্...
12/01/2025

যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রপি খেলা সে চ্যাম্পিয়ন ট্রফির
স্কোয়াডে নেই সাকিব আল হাসান🙂

বিশ্বকাপের ৮ম ম্যাচ ছিল, শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ছিল তখন, ৫ উইকেট চলে যায় তাদের, স্কোর বোর্ডে তখন অনেক রান হয়ে গেছিলো, তখন সাকিব সাক্ষী হল এক অনাকাঙ্ক্ষিত গঠনার, ম্যাথিউসকে টাইম আউট করে দিয়ে প্যাবিলিয়নে ফিরিয়ে দিল,নিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্যা ম্যাচ ও হল, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে ম্যাচটা যে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। তার জন্য কত সমালোচনার মূখে পড়ল সাকিব তা সবারই জানা।
অথচ আজকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তারই জায়গা হল না। 👏😅

অবশেষে সমাধান। সীমান্তে যে কোন কিছু নির্মাণে বাংলাদেশের সাথে আগে আলোচনা করতে হবে বিএসএফ কে। আজকের দুই দেশের সীমান্তরক্ষী...
09/01/2025

অবশেষে সমাধান। সীমান্তে যে কোন কিছু নির্মাণে বাংলাদেশের সাথে আগে আলোচনা করতে হবে বিএসএফ কে। আজকের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এমন বাংলাদেশ আগে দেখিনি।

বিএসএফের চোখে চোখ রেখে কথা বলতেও শুনিনি। পূর্ণ দখলের কথাও শুনিনি, শুনেছিলাম শুধু আহাজারি! শুধু সীমান্তের কাটাতারে ঝুলন্ত লাশের ছবি! এটি এমন একটি বিপ্লব ছিলো ছিল যা সমস্ত মানুষের মাঝে দেশপ্রেম জাগিয়ে দিলো, চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়ে দিয়ে গেলো।

আমার ভাইয়েদের সাহস আর দেশপ্রেম দেখে শরীরের প্রতিটা লোম বলছে বাংলাদেশের বাঘেরা কারো সামনে মাথা নোয়ায় না।

বি জি বি এবং বর্ডার এর মানুষ যেভাবে বুক ফুলিয়ে চোখে চোখ রেখে জবাব দিছে, ইন্ডিয়ার বুকে কাপন ধরাইছে আমরা তাদেরকে স্যালুট জানাই, দেশ টা সবার, আমার আপনার সবার,আমরা একটা মাটির কণাও কেড়ে নিতে দিব না এই বাংলাদেশ থেকে।🇧🇩🇧🇩🇧🇩 ইনশাআল্লাহ

🫣🫣🫣
05/01/2025

🫣🫣🫣

তাসকিনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়ে গেলেন ক্যাপ্টেন তামিম ইকবাল।ফরচুন বরিশালের ২য় উইকেটের পতন ☝️
30/12/2024

তাসকিনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়ে গেলেন ক্যাপ্টেন তামিম ইকবাল।

ফরচুন বরিশালের ২য় উইকেটের পতন ☝️

মনু মোরা বরিশাইল্লা আবার আইছি দেখছো কে গো নিয়া আইছি আবারো                কাপ নিমু মোরা🏆🏆
30/12/2024

মনু মোরা বরিশাইল্লা আবার আইছি
দেখছো কে গো নিয়া আইছি আবারো
কাপ নিমু মোরা🏆🏆

শুভ জন্মদিন  মোমেন তোর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ তা'আলা তোরে দীর্ঘ নেক হায়াত দান করুক 🤲♥️
27/12/2024

শুভ জন্মদিন মোমেন
তোর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ তা'আলা তোরে দীর্ঘ নেক হায়াত দান করুক 🤲♥️

শীত চলে যাচ্ছে অথচ এখনও এক গ্লাস খাওনি এমন কেউ আছো
26/12/2024

শীত চলে যাচ্ছে অথচ এখনও এক গ্লাস খাওনি এমন কেউ আছো

24/12/2024

প্রিয় নৌকার বন্ধুরা
প্রচুর স্টিকার দরকার
প্রচুর স্টিকার
সর্বোচ্চ ৩০০০, তাহলে হয়তো পেইজটা বাঁচনো যেতে পারে 😥

23/12/2024

স্টিকার সেন্ড করার অনুরোধ করছি

এবার হামজা বাংলাদেশে আসায়, ভারতও তাদের অরিজিন কে খুজে পেয়েছে , সে আর কেও নয় ' ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোসে, তার জন্ম ভ...
22/12/2024

এবার হামজা বাংলাদেশে আসায়, ভারতও তাদের অরিজিন কে খুজে পেয়েছে , সে আর কেও নয় ' ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোসে, তার জন্ম ভারতে এবং তার আসল নাম রদ্রিগো কুমার ঘোস, সোনা যাচ্ছে, সে মার্চেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু করবেন😜😜

😜😜😜
21/12/2024

😜😜😜

দেখি কার সাপোর্টার বেশি
19/12/2024

দেখি কার সাপোর্টার বেশি

16/12/2024

👍 আইডিতে রিচ একেবারে কমে গেছে!
মুজিব সেনাদের সহযোগিতা চাই।👍👍

চাকরি প্রত্যাশীদের স্বার্থে; যে যে কাগজপত্র নিয়ে যেতে হবে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনঃ- ১. অনলাইন থেকে এডমিট কার্ড ...
28/10/2024

চাকরি প্রত্যাশীদের স্বার্থে; যে যে কাগজপত্র নিয়ে যেতে হবে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনঃ-

১. অনলাইন থেকে এডমিট কার্ড ২কপি।

২. এসএসসি সমমান সনদ মূল কপি।

৩. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশংসা পত্র।

৪. নিজ NID কার্ড,
যাদের NID নাই তারা জন্ম নিবন্ধন কার্ড নিবেন।

৫. মা অথবা বাবা'র NID কার্ড।

৬. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক নাগরিকত্ব সনদ পত্র (চেয়ারম্যান সার্টিফিকেট)

৭. স্কুল প্রধান শিক্ষক থেকে চারিত্রিক সনদপত্র।

৮. বাবা অথবা মা' এবং ইউনিয়ন চেয়ারম্যান স্বাক্ষরিত অবিবাহিত সনদপত্র।

৯. বাবা অথবা মা'য়ের স্বাক্ষরিত অভিভাবকের সম্মতি পত্র।

১০. আপনার কোটা থাকলে কোটার সনদপত্র এবং সকল অরিজিনাল কাগজপত্র।

১১. সরকারি গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।

লক্ষ্য করুনঃ- এখানে যে কাগজ পত্রের কথা বলেছি, সকল কাগজ পত্র অরিজিনাল কপি গুলো মাঠে নিয়ে যাবেন। এবং সকল কাগজপত্র গুলোর মূলকপি, ফটোকপি করে সরকারি গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যয়িত করে নিবেন। কারণ, প্রথম দিন বাচাই পর্বে যদি আপনি উত্তীর্ণ হন, আপনার সকল কাগজ পত্র গুলো পরিক্ষা বোর্ড নিয়ে নিবেন। আপনি যদি চূড়ান্ত ভাবে পাস করেন, পরবর্তীতে এই কাগজ পত্র গুলোর সত্যায়িত ফটোকপি গুলো লাগবে।
[প্রয়োজনে পোস্টটি সেইভ অথবা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে পারেন]

আসুন, জানুন, দেখুন, বুঝুন!
সবার জন্য শুভ কামনা রইলো!❤️👮‍♂️

সাকিব আল হাসান বাদে আন্দোলনে সময় দেশের সবাই সেক্টর কমান্ডার ছিল। আর ফারুক, আকরাম খান, নাফিস ইকবাল, তামিম ইকবাল এরা হলেন ...
24/10/2024

সাকিব আল হাসান বাদে আন্দোলনে সময় দেশের সবাই সেক্টর কমান্ডার ছিল। আর ফারুক, আকরাম খান, নাফিস ইকবাল, তামিম ইকবাল এরা হলেন জীবিত বীরশ্রেষ্ঠ!

ধন্যবাদ, মুরুব্বি Mahmudullah Riyad। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার অবদান আমাদের মনে থাকবে। 🇧🇩🏏
13/10/2024

ধন্যবাদ, মুরুব্বি Mahmudullah Riyad। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার অবদান আমাদের মনে থাকবে। 🇧🇩🏏



12/10/2024

বাজারে কেনাকাটা করতে আমরা হিমশিম খাচ্ছি ১০-১৫ বছর ধরেই। তবে ভাল লাগার বিষয় হল যারা এত বছর হিমশিম খায় নাই তারাও এখন হিমশিম খাচ্ছে।🤣

Address


Alerts

Be the first to know and let us send you an email when M S Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

  • Want your business to be the top-listed Media Company?

Share