Jinnat Ul Hasan

  • Home
  • Jinnat Ul Hasan

Jinnat Ul Hasan একজন ব্রিটিশ বাঙালি। Perosnal Finance, Sustainable Investing, Freelancing, Artificial Intelligence ও Healthy Lifestyle নিয়ে কথা বলতে ভালোবাসি।
(3)

20/02/2024

Screaming Frog Tutorial 101 - কিভাবে স্ক্রিমিং ফ্রগ ব্যবহার করে ক্রল করা শুরু করবেন!

Screaming Frog নিয়ে মিনি সেশনগুলোতে একটু একটু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। তাই পরের সেশনটি আসার আগেই আজকে সেশনের বিষয়গুলো প্রাকটিস করে নিন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Billal Hossen, Imran Ahmed, Mohammad Hoss...
20/02/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Billal Hossen, Imran Ahmed, Mohammad Hossain Shakib, Didarul Alam, Raihan Al Abdullah, Masumul Haque, Abu Rayhan, Md Sk Jony, Deen Ratul, Shahidul Afridi

20/02/2024

যারা অনেকদিন ধরে Screaming Frog ব্যবহার করছেন, তারা ক্রল শুরু করার আগে কি কি কনফিগারেশন ঠিক করে নেন?

আমার পোষা শিয়ালটা দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে নিজেতো খায়ই, আত্মীয়স্বজনকেও নিয়ে আসে। শিয়াল বলে অবহেলা করে ম...
19/02/2024

আমার পোষা শিয়ালটা দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে নিজেতো খায়ই, আত্মীয়স্বজনকেও নিয়ে আসে। শিয়াল বলে অবহেলা করে মাটিতে খাইতে দেই নাই। ফয়েল পেপারে খাবার দেয়া হয়েছে। শিয়াল হয়ে জন্মেছে তো কি হয়েছে, ইজ্জত তো আছে!

--------------------------

লন্ডনে অনেক শিয়াল আছে। তারা কাউকে ভয় পায় না, ওরা মানুষের বাগানে, বর্জ্যের বিনে, মেইন রাস্তায়, এমনকি আমাদের বাড়ির ছাদেও হেঁটে বেড়ায়। আমরা সত্যিই শিয়াল দেখে বিরক্ত হই না, যদিও ওরা মাঝে মাঝে আমাদের বাগানে বা উঠানে গু করে।

যাইহোক, কোভিডের শুরুতে, সমস্ত রেস্তোরাঁ বন্ধ ছিল। লোকেরাও বাইরে যাচ্ছিল না এবং খুব একটা রান্নাবান্নাও করছিল না। তাই আবর্জনা হিসেবে শেয়ালের জন্য খুব কম খাবার ছিল।

তখন সোশ্যাল মিডিয়ায় লোকেরা সবাইকে তাদের বাড়ির বাইরে শিয়ালদের জন্য কিছু খাবার রেখে দেয়ার জন্য অনুরোধ করেছিল। সেই থেকে আমি প্রতিদিন শেয়ালকে কিছু বর্জ্য খাবার দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ আমার বিড়ালদের নষ্ট খাবারই শেয়াল খায়।

প্রায় দিনেই শিয়াল এসে বাগানে ঘাসের মধ্যে বসে খাবারের জন্য অপেক্ষা করবে। কখনও কখনও খাবার না থাকলে তারা দরজার কাছে এসে গ্লাসটি স্ক্র্যাচ করে মনোযোগ আকর্ষণ করে।

19/02/2024

কালকে হাঁসের কয়েকটা ছবি দিছিলাম। একজন মেসেজ দিছে, ভাই ঐগুলা কি খাওয়া যাবে? 😛😂🤣

কথা ছিল সূর্য উঠলে দাওয়াত পাবো। মেঘের ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দেয়। যাই সূর্য পালানোর আগে দাওয়াত খেয়ে আসি!
18/02/2024

কথা ছিল সূর্য উঠলে দাওয়াত পাবো। মেঘের ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দেয়। যাই সূর্য পালানোর আগে দাওয়াত খেয়ে আসি!

যদি স্যাম অল্টম্যানের এআই এবং সেমিকন্ডাক্টর চিপমার্কিংয়ের দেবতা হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা সফল হয়, এক হাতে এত শক্তি আমাদের...
18/02/2024

যদি স্যাম অল্টম্যানের এআই এবং সেমিকন্ডাক্টর চিপমার্কিংয়ের দেবতা হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা সফল হয়, এক হাতে এত শক্তি আমাদের জন্য ভালো খবর বয়ে আনবে না!

***********************

ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এমন কিছু ভাবছেন যা তার আগে দুনিয়ার কেউ ভাবেনি। এটা আমাদের প্রত্যেকের জন্য খুব বিপজ্জনক হতে পারে। chatgpt, dall-e বা sora ওপেনএআইয়ের জন্য কোনো লাভজনক প্রজেক্ট না। স্যাম আবার একটি সার্চ ইঞ্জিন চালু করার পরিকল্পনাও করছেন।

বিনামূল্যে বা কম ফিতে এই প্রকল্পগুলি চালিয়ে ওপেনএআই প্রতিদিন লাখ লাখ ডলার হারাচ্ছে। এগুলো খুব শীঘ্রই কোম্পানিটিকে দেউলিয়া করতে দিতে পারে।

কিন্তু তারপরও কেন ওপেনএআই এসব প্রকল্প চালাচ্ছে?

কারণ এই প্রকল্পগুলি প্রমাণ করছে যে ওপেনএআইয়ের এর এআই কনসেপ্টগুলি কাজ করছে। এছাড়াও তিনি আমাদেরকে তার অ্যালগরিদম প্রশিক্ষণের জন্য ব্যবহার করছেন।

তবে তার মাথায় আরও বড় এবং বিপজ্জনক পরিকল্পনা ঘুরছে।

শুরুতে তিনি বলেছিলেন যে তিনি কোনো সরকার বা প্রতিরক্ষা সংস্থাকে তার প্রযুক্তি সরবরাহ করবেন না। কিন্তু সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। প্রতিটি প্রযুক্তি কোম্পানির জন্য প্রতিরক্ষা চুক্তিগুলো অনেক লাভজনক কিন্তু সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। এটা নিয়ে আজ কথা নাই বা বললাম।

এখন তিনি নিজেই সেমিকন্ডাক্টর ডিজাইন করার পরিকল্পনা করছেন। সে কারণেই তিনি ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ খুঁজছেন। তিনি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সার্বভৌম তহবিল পরিচালকদের সাথে আলোচনা করেছেন।

আপনি কি জানেন ৭ ট্রিলিয়ন ডলার কত বড়? আপেল, মাইক্রোসফট এবং গুগলের মোট বাজার মূলধন ৭ ট্রিলিয়ন ডলার। কাগজে কলমে, তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন জোগাড় করতে পারলে এই সমস্ত কোম্পানি একাই কিনতে পারবেন।

এক রিপোর্টে বলা হয়েছে তিনি এনভিডিয়া, টিএসএমসি, ব্রডকম, এএসএমএল, স্যামসাং, এএমডি, ইন্টেল, কোয়ালকম এবং অন্য প্রতিটি চিপমেকার, ডিজাইনার, আইপি কোম্পানি, এবং হার্ডওয়ার্ড বিক্রেতাকে কেনার পরেও তার কাছে কয়েক ট্রিলিয়ন ডলার থেকে যাবে। তাত্ত্বিকভাবে তার এআই শক্তি এবং সেমিকন্ডাক্টর সমস্ত কম্পিউটার, ফোন, বাস, বিমান, জাহাজ, কারখানা - মূলত সবকিছুই চালাতে পারবে।

যদি স্যাম অল্টম্যানের এআই এবং সেমিকন্ডাক্টর চিপমার্কিংয়ের দেবতা হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা সফল হয়, এক হাতে এত শক্তি আমাদের জন্য ভালো খবর বয়ে আনবে না!

ওহিদুল হক মিলন (https://www.facebook.com/ohidul) একটু আগে মেসেজ টা পাঠালো, দেখে খুব ভালো লাগলো। ------------------------...
17/02/2024

ওহিদুল হক মিলন (https://www.facebook.com/ohidul) একটু আগে মেসেজ টা পাঠালো, দেখে খুব ভালো লাগলো।

------------------------------------------

CTR টেস্ট রেজাল্ট

Ilias Sami ভাইয়ের লো CTR সমস্যা নিয়ে ফেসবুকে পোস্টের পরে জিন্নাত উল হাসান ভাইয়ার লাইভ দেখে আমি বেশ কিছু খুব চমৎকার পরামর্শ পেলাম।

এর পরে আমি দ্রুত আমার ব্লগ পোস্টে জিন্নাত ভাইয়ার নির্দেশনা অনুযায়ী পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। GSC থেকে পাওয়া ডাটা আর কীওয়ার্ড নিয়ে সেই ভিডিওতে ভাইয়া যা বলেছে, আমি তাই অনুসরণ করি। GSC থেকে আমি একটা পোস্টের কয়েকটি কীওয়ার্ড বেছে নিয়েছি এবং সেগুলো আমার পুরানো একটি ব্লগের কয়েকটি জায়গায় (টাইটেল, বডি, হেডলাইন) ব্যবহার করেছি এবং তাত্ক্ষণিক ফলাফল পেয়েছি।

গত এক দিনে আমার টার্গেট দেশে ওই পোস্টের CTR ২% থেকে ১০% বেড়েছে। আমি একইভাবে প্রতিটি পোস্টে GSC থেকে পাওয়া ডাটা ব্যবহার করতে থাকবে।

আমার শেষ কথা হল আপনি যখন জিন্নাত ভাইয়ের মতো একজন এক্সপার্টের কাছ থেকে কিছু উপদেশ পান, সেটা ঠিকমতো শিখুন, নিজের ওয়েবসাইটে এটি প্রয়োগ করুন এবং আশা করি আপনি ভালো ফলাফল পাবেন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমার জন্য সবসময় দোআ করবেন।

[ঈষৎ সম্পাদিত]

লন্ডনে মাস্টার্সের সময় এক টিচার বলছিলো চলো আমরা একটা বই লিখি। আমি বললাম, স্যার বই লেখার মতো আমার এতো জ্ঞান নাই। কে জানতো...
17/02/2024

লন্ডনে মাস্টার্সের সময় এক টিচার বলছিলো চলো আমরা একটা বই লিখি। আমি বললাম, স্যার বই লেখার মতো আমার এতো জ্ঞান নাই। কে জানতো একসময় ফেইসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে বই লেখা যাবে!

যাই হোক, গতকালের লাইভে খুব সংক্ষেপে গুগল সার্চ কনসোল আর low click-through rate (ctr)র মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। কেউ কি এই বিষয়ে একটু লম্বা লাইভে আগ্রহী?

গুগল সার্চ কনসোল হলো সোনার খনির মতো, যেখানেই হাত দেবেন, সেখানেই কিছু না কিছু মূল্যবান তথ্য পারেন। অথচ বুকে হাত দিয়ে বলেন তো সারাদিন তো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করেন, কিন্তু কয়বার সার্চ কনসোল ঘুরে দেখেন?

বেশ অনেকদিন আগে সার্চ কনসোল নিয়ে একটা লাইভ করেছিলাম। দেখে না থাকলে, চটপট দেখে নেবে। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম। মন্তব্যের ঘরে লিংকটি দিলাম।

17/02/2024

ছোট্টবেলায় কিছু কিছু জিনিসের প্রতি লোভ ছিল, এখনো আছে। গুঁড়া দুধ তার মধ্যে একটা। এখনো চা বানাতে গিয়ে এক চামুচ মুখে দেই!

আলহামদুল্লিয়াহ। Life is awesome!অনেকে মনে করতে পারে আমি হয়তো প্রতিদিন মজাদার কিংবা দামি খাবার খাই। আমার খাবারের ধরণ খুবই...
16/02/2024

আলহামদুল্লিয়াহ। Life is awesome!

অনেকে মনে করতে পারে আমি হয়তো প্রতিদিন মজাদার কিংবা দামি খাবার খাই। আমার খাবারের ধরণ খুবই সাধারণ।

একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। গত আড়াই দিন একই ডাল আর শুটকির তরকারি দিয়ে ভাত খাইছি। আর গতকাল আলু ভর্তা আর ক্যানের টুনা মাছ বেকড বিনের সাথে রান্না করেছিলাম।

মাঝে মাঝে অন্য সবার মতো একটু রংবেরঙের খাবার খাই। কেউ দাওয়াত দিলে কাবাব বিরিয়ানি খাই। আর আমি মাসে একবার দুইবার বিরিয়ানি রান্না করি, ঐটা এক ঘন্টায় রান্নার একটা রেসিপি ইউটুবে পেয়েছি!

অনেক সময় নিয়ে রান্নাবান্না আর অতিরিক্ত খাওয়াদাওয়া - দুইটাই আমার ভালো লাগে না।

16/02/2024

Screaming Frog প্রতিযোগিতার বিজয়ী, লো CTR সমস্যা আর টুকিটাকি SEO

16/02/2024

আমাদের অফিসে সব AI টুল আপাতত ব্যান। কেউ কি এখনোও OpenAIয়ের নতুন ভিডিও টুল Sora ব্যবহার করেছেন? মতামত দেন।

16/02/2024

শুভ শুক্রবার। বাকি কয়েকটা ইউরোপের দেশ মধ্যে কোনটিতে যাওয়া যায়: বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, মালটা, স্লোভেনিয়া নাকি লিথুয়ানিয়া?

ব্রিটেনে নাগরিকত্ব পেতে আপনাকে এই দেশের ইতিহাস এবং জীবন নিয়ে একটি পরীক্ষায় বসতে হবে। এটির জন্য একটি বই আছে, সব দেশের লোক...
15/02/2024

ব্রিটেনে নাগরিকত্ব পেতে আপনাকে এই দেশের ইতিহাস এবং জীবন নিয়ে একটি পরীক্ষায় বসতে হবে। এটির জন্য একটি বই আছে, সব দেশের লোকেরা বইটি মুখস্থ করে, পরীক্ষায় বসে এবং ব্রিটিশ পাসপোর্ট পেলে ফটোর জন্য পোজ দেয়।

আমিও তাই করেছি, তবে আজকে এটা আমি বলতে চাই না। সেই বইটি বলে যে ব্রিটিশ ইতিহাস প্রায় ১০০০ বছরেরও বেশি পুরানো। বিভিন্ন যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল বা কোন রাজা কাকে কারাগারে পাঠিয়েছিলেন ইত্যাদি ঘটনা মানুষ মুখস্থ করে পরীক্ষায় বসে।

আর বিপরীতে, স্বীকার করুন বা না করুন, বাংলাদেশের ইতিহাস কিন্তু খুবই সংক্ষিপ্ত। ভাষা আন্দোলনের কথা ধরলেও (তখন বাংলাদেশ বাংলাদেশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল) , ঠিক ৭১ বছর হবে। আর আমাদের ইতিহাসে মনে রাখার জন্য মাত্র কয়েকটি দিন আছে।

তারপরও প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বরে টিভি চ্যানেলগুলো দেখাবে মানুষ বলতে পারে না কোন তারিখে কোন ঐতিহাসিক দিন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

এটা বুঝতে কষ্ট হয় যে বাংলাদেশের প্রতিটি অনুষ্ঠানে লোকজনের ভিড়ে যাওয়া মুশকিল হয়ে যায়, বইমেলায় ভিড় হয়, স্মৃতিসৌধে পা রাখা যায় না, তবুও কেন লোকেরা সামান্য দুইতিনটা দিন মনে রাখতে পারে না।

এই গুরুত্বপূর্ণ দিনগুলো কি শুধুই বিনোদনের জন্য?

আপনি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন বা জন্মসূত্রে বাংলাদেশী, আপনি কি দয়া করে নিচের তারিখগুলি মনে রাখতে পারেন:

ভাষা আন্দোলন - ১৯৫২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২১শে ফেব্রুয়ারী (১৯৫২)
ভাষা শহীদ - রফিক, সালাম, বরকত, জব্বার প্রমুখ
ভাষা আন্দোলন স্মৃতিস্তম্ভ - শহীদ মিনার

স্বাধীনতা আন্দোলন - ১৯৭১
অপারেশন সার্চলাইট (পাকিস্তান আর্মি ইস্ট পাকিস্তানের উপর আক্রমণ শুরু করে) - ২৫শে মার্চ ১৯৭১
স্বাধীনতা দিবস (স্বাধীনতার ঘোষণা) - ২৬শে মার্চ (১৯৭১)
শহীদ বুদ্ধিজীবী দিবস (পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে) - ১৪ই ডিসেম্বর (১৯৭১)
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ - রায়েরবাজার বদ্ধভূমি

বিজয় দিবস (পাকিস্তানিদের পরাজয়) - ১৬ই ডিসেম্বর (১৯৭১)
বিজয় স্মৃতিস্তম্ভ - সাভারের জাতীয় স্মৃতিসৌধ

ভ্যালেন্টাইনস ডে, ক্রিসমাস ডে, নিউ ইয়ার ইভ, সিঙ্গলস ডে, ফাদারস ডে, মাদার্স ডে, উইমেনস ডে মনে রাখতে পারেন, আর এই দিনগুলো মনে রাখতে কি বিসিএস পরীক্ষা দিতে হবে?

If you want to be happy, don’t wait for a special day, every day is a special day. Because you are alive and kicking.ভ্য...
14/02/2024

If you want to be happy, don’t wait for a special day, every day is a special day. Because you are alive and kicking.

ভ্যালেন্টাইনস ডে, ক্রিসমাস ডে, নিউ ইয়ার ইভ, সিঙ্গলস ডে, ফাদারস ডে, মাদার্স ডে, উইমেনস ডে, এমনকি আমাদের ঈদগুলো মার্কেটিং চক্রান্তে পরিণত হয়েছে।

বড়দিনের সানটা ক্লোজের আসল রঙ কখনই লাল এবং সাদা ছিল না - কোকা কোলা সান্তার পোশাকের রঙ তার নিজস্ব কোম্পানির রঙে পরিবর্তন করতে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছে। আর্কিস এবং হলমার্ক ৯০এর দশকে ভারতীয় উপমহাদেশে ভ্যালেন্টাইনস ডে ধারণা নিয়ে আসে। তার আগে কি আমরা কাউকে ভালোবাসি নাই?

চীনে সময়ের অভাব, কাজের চাপ এবং অন্যান্য সমস্যার কারণে প্রচুর অবিবাহিত মহিলা ও পুরুষ রয়েছে। এই কারণেই প্রতিবছর ঘটা করে আলিবাবা এবং আলিএক্সপ্রেস সিঙ্গেলস দিবসের প্রচার করে এবং তাদের বিক্রয় প্রতি বছরে ১০০০ শতাংশ বৃদ্ধি পায়।

আমরা যখন ছোট ছিলাম, আমরা শুধু একটি নতুন পোশাক চাইতাম এবং ঈদের সকাল পর্যন্ত আমরা সেগুলি লুকিয়ে রাখতাম। একজন বললো আজকাল বাচ্চারা একাধিক পোশাক চায় এবং কে সবচেয়ে বেশি পোশাক পরবে তা নিয়ে কেবল প্রতিযোগিতা করে।

আজকাল উপহার বা উদযাপন দুইটাই মূল্য হারিয়েছে। এখন এগুলো শুধু সংখ্যা আর টাকার খেলা মাত্র!

14/02/2024

একটা সাধারণ প্রশ্ন: ইংরেজি পড়ে বুঝতে না শুনে বুঝতে সহজ মনে হয়?

14/02/2024

প্রতিটি দিনের মতো ১৪ই ফেব্রুয়ারিও আপনার জন্য শুভ হোক। অনেককাল আগে কার্ডটার্ড, গিফটটিফট কিনতাম, আর এখন …

যারা প্রোডাক্ট কিংবা মার্কেটিং-এর জন্য ব্ল্যান্ক ক্যানভাস ইমেজ বানাতে চান, তারা এই প্রম্প্টটি ব্যবহার করতে পারেন। prompt...
13/02/2024

যারা প্রোডাক্ট কিংবা মার্কেটিং-এর জন্য ব্ল্যান্ক ক্যানভাস ইমেজ বানাতে চান, তারা এই প্রম্প্টটি ব্যবহার করতে পারেন।

prompt: Over the shoulder shot of a person holding a [insert device] with a completely blank [insert color] screen

এমনিতে ঠান্ডা, তার ওপর আবার ঝিরঝির বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়া যেন ষোলকলায় পূর্ণ হয়েছে। লাঞ্চের সময় মেট্রোরেল নিয়ে একটা ...
13/02/2024

এমনিতে ঠান্ডা, তার ওপর আবার ঝিরঝির বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়া যেন ষোলকলায় পূর্ণ হয়েছে। লাঞ্চের সময় মেট্রোরেল নিয়ে একটা লাইভ শুরু করেছিলাম, কিন্তু কানেকশন ড্রপ করায় লাইভ বন্ধ করতে হয়েছিল!

প্রতিটি লাইক, মন্তব্য আর শেয়ারের জন্য অনেক ধন্যবাদ! লাইভ ভিডিওতে স্প্যামিং বন্ধ করার জন্য জুম্-এ কেবলমাত্র সপ্তাহের সবচে...
13/02/2024

প্রতিটি লাইক, মন্তব্য আর শেয়ারের জন্য অনেক ধন্যবাদ! লাইভ ভিডিওতে স্প্যামিং বন্ধ করার জন্য জুম্-এ কেবলমাত্র সপ্তাহের সবচেয়ে একটিভদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। বাকিরা ফেইসবুক কিংবা ইউটুবে স্ট্রিমিং দেখতে পারবেন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement listImran AhmedAhBillal HossenosOsman J.anThusar AhmedAhRaihan Al AbdullahulMohammad Hossain ShakibhaDidarul Alam AMd Sk Jony JMasumul HaqueHaKhokon Chandroandro

12/02/2024

টিব্যাগ ফেটে চায়ের সাথে একগাদা চাপাতা মুখে চলে এলো। থু করে ফেলার বদলে হালকা চিবিয়ে খেলাম - কে জানে কবে লোকজন বলবে চাপাতাও ভিটামিন আছে!

চেহারা খুব সুন্দর হলে লোকজন ঘুরেঘুরে তাকায়, অসুন্দর হলেও তাকায়। আর এর মাঝে যারা আছে, তারা সারাদিন কোরিয়ান ফেসপ্যাক দিলেও...
12/02/2024

চেহারা খুব সুন্দর হলে লোকজন ঘুরেঘুরে তাকায়, অসুন্দর হলেও তাকায়। আর এর মাঝে যারা আছে, তারা সারাদিন কোরিয়ান ফেসপ্যাক দিলেও কেউ তাকায় না। আমি ওই দলে, আমার দিকে কেউ তাকায় না, আমি এই নিয়ে খুব খুশি! অতিরিক্ত এটেনশন ভালো না।

যাহোক, সূর্যের ইউভি'র কারণে আমার মুখ কিছু স্থায়ী দাগ পড়ে গিয়েছিলো। তাই স্কিন স্পেশালিস্টের (ফ্যামিলি মেম্বার) কথামতো লেজার ট্রিটমেন্ট করলাম। এমন না যে আমি কনফিডেন্সের কারণে ট্রিটমেন্টটা করেছি। ট্রিটমেন্ট না করলে ঐগুলো বেড়ে যাচ্ছিলো। তাই স্পেশালিস্টের কথা মতো কাজ করলাম। আমি চেহারা নিয়ে কখনোই বিব্রত বোধ করি না। ফলশ্রুতিতে মুখে অনেক অস্থায়ী দাগ হয়ে গিয়েছিলো, এখনো কিছু দাগ আছে। আগামী দুই একদিনে ঐগুলাও চলে যাবে।

দেশে থাকাকালীন দুইদিন সময়ে রাস্তাঘাটে, লিফটে, দোকানে প্রচুর লোকজন, ঘুরে ফিরে নিজের কৌতূহল মেটানোর জন্য একবার না, কয়েকবার তাকিয়ে বোঝার চেষ্টা করেছে আমার মুখে কি হয়েছে? তারপর হয়তো ভেবেছে, একে তো মাথায় চুল নাই, তারপর মুখে এতো দাগ, এই বেটার কোনো ভবিষ্যত নাই!

পরিবারের কেউ একজন বলেছিলো, দাগ তো অনেক, মাস্ক পড়ে বের হ। আমি রাজি হয়নি। এরপর বুঝলাম যাদের মুখে একটু দাগ আছে, বিশেষ করে মেয়েরা কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। আবার ঐসব দাগ ঢাকার জন্য মেকআপ দিলে, তাদের নিয়ে নানান টিটকারী শিকার হতে হয়।

একবার হলেও ভেবে দেখবেন, গায়ের রং, মুখের দাগ, মাথার চুল, এমনকি অতিরিক্ত ওজন - এগুলো কি কেউ ইচ্ছা করে পেতে চায়? এসবের অনেকগুলোতেই আমাদের কোনো হাত নাই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন, সেটাই তো স্বাভাবিক। আমাদেরকেও সেটা মেনে নিতে হবে, অনুগ্রহ করে এই নিয়ে কেউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।

12/02/2024

শুভ সকাল, লন্ডন।

আকাশ থেকে রাতের লন্ডন - মনে হয় রাস্তার বাতির সারিগুলো রক্তের শিরার মতো ডিপডিপ করছে। প্লেনে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলাম। ...
11/02/2024

আকাশ থেকে রাতের লন্ডন - মনে হয় রাস্তার বাতির সারিগুলো রক্তের শিরার মতো ডিপডিপ করছে।

প্লেনে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলাম। ওটা দিয়েই নামার আগেই ছবিগুলো পোস্ট করেছি।

প্লেনে থেকে নেমে ইমিগ্রেশন আর লাগেজ নিয়ে এখন ট্রেনে করে বাসায় যাচ্ছি। ঘন্টার ওপর লাগবে।

নিরাপদে আমি দোহা বিমানবন্দরে পৌঁছেছি। প্রায় পুরোটা রাস্তা সাগর আর মহাসাগরের উপর দিয়ে এসেছে। প্রচুর টার্বুলেন্স ছিল। এখান...
11/02/2024

নিরাপদে আমি দোহা বিমানবন্দরে পৌঁছেছি। প্রায় পুরোটা রাস্তা সাগর আর মহাসাগরের উপর দিয়ে এসেছে। প্রচুর টার্বুলেন্স ছিল।

এখানে বৃষ্টি হচ্ছে। আমি মনে হয় এটি একটি মরুভূমির দেশে জন্য ভাল লক্ষণ। আমার পরবর্তী ফ্লাইট ৪০ মিনিট পরে। আগামীকাল থেকে অফিস শুরু, জেটল্যাগ থেকে সেরে উঠতে মাত্র কয়েক ঘন্টা পাব!

11/02/2024

“আমার মতো তারও একটা বিদেশী বৌ আছে” - এক ভ্লগার অন্য ভ্লগারের পরিচয় দিলো, কারণ এদের নিজেদের কোনো পরিচয় নাই!

এয়ারপোর্টে পৌছে গেছি। ১ ঘন্টা পরে উড়াল দেব। যারা সময় করে দেখা করেছেন, সবাইকে ধন্যবাদ। গতকাল পর্যন্ত অনেকগুলো গিফট পেয়েছি...
11/02/2024

এয়ারপোর্টে পৌছে গেছি। ১ ঘন্টা পরে উড়াল দেব। যারা সময় করে দেখা করেছেন, সবাইকে ধন্যবাদ। গতকাল পর্যন্ত অনেকগুলো গিফট পেয়েছি। সবার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।

যাদের সময় দিতে পারিনি, তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামীবার আবার দেখা হবে।

সব ঠিকঠাক থাকলে লন্ডন সন্ধ্যায় ল্যান্ড করবো। একটা ক্রল ডাটা স্ক্রিনশট দেয়া হলো। এক কমেন্টে এগুলো কিভাবে ঠিক করতে হবে, তা লিখে জানান। পুরো উত্তর একটি কমেন্টে হতে হবে। যার উত্তর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, তার জন্য থাকলো ১০০০ টাকা।

জানি গিফটের অঙ্কটা ছোট, কিন্তু এই প্র্যাক্টিসে যা শিখবেন, তার মূল্য লক্ষ টাকা!

সোমবার বিজয়ে ঘোষণা দেবে।

ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

10/02/2024

বলেছিলাম Tech SEO শিখতে Screaming Frog চালানো জানতে হবে। অনেকেই হুহা করেছিলেন। বলেন তো কয়জন অন্ততঃপক্ষে ইন্সটল করেছেন?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jinnat Ul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share