29/11/2021
এটা ঠিক TCH গ্রুপে আমাদের আ্যক্টিভ থাকা হয়না অতটা। আবার এটাও ঠিক গ্রুপে মেম্বারদের উৎসাহটাও প্রয়োজনীয়। যেকোনো জানা বা অজানা কারণে সেটা নেই। কিন্তু আমি বরাবরই কোয়্যালিটিতে বিশ্বাসী। যেদিন হাতে সময় পাব, সত্যিই যারা টিসিএইচের সাথে সবসময় ছিল তারাই থাকবে। গ্রুপ মানে কি শুধুই কুটকাচালি রেষারেষি? একদমই না। গ্রুপ থেকে একটা টেডি, একটা খুশী, একটা স্যান্ডি, একটা পুজা, একটা নীলু পাওয়া যায়। যাদের নাম নিলাম না, ওদের আমি অন্যখান থেকে চিনি। মেম্বারদের মধ্যে আরও ক'জনের নাম নেওয়া আবশ্যক। কিন্তু কারো খারাপ লাগবে তার নামটা ভুলে গেলে, তাই কারো নামই নিলাম না।
এই খুব কাছের একটা গ্রুপ যার সাথে ইমোশন, মানুষকে সাহায্য করা, ভাল কাজ জড়িয়ে আছে, তাতে আমার গ্রুপে কটা পোস্ট পরল, তা আমার কাছে তুচ্ছ লাগে। কটা সম্পর্ক হল, যা সারা জীবনের আ্যসেট, সেইটাই মেইন।
যাই হোক। সেই স্পিরিটকে জিইয়ে রাখতেই পিকনিক ২০২১.
আপাতত হয় চন্দননগর, নয় মধ্যমগ্রাম বা গাদিয়ারায় পিকনিক হবে। ফাইনালাইসেশন মাসের শুরুতে।
📢ডেট: ২৬শে ডিসেম্বর, রবিবার
মেনু্ কি?
✅বাসে কেক/বিস্কুট, চিপস্
✅গন্তব্যে পৌঁছে কড়াইশুঁটির কচুরি, শুকনো আলুরদম আর নলেনগুড়ের সন্দেশ
✅ভেজ পকোড়া ও কফি
✅লান্চে পিস পোলাও, ব্যাটার ফ্রাই, মটন কষা (ভেজদের ক্ষেত্রে পিস পোলাও, পনির পাসিন্দা আর পনির বাটার মসালা), চাটনি, পাঁপড়, রসগোল্লা
✅বিকেলে চিকেন পকোড়া, কফি (ভেজদের জন্য ভেজ পকোড়া)
গন্তব্য অনুযায়ী নিউট্রাল যেকোনো দু-তিনটি পয়েন্টে বাস দাঁড়াবে (গতবার যেমন খান্না থেকে ছেড়ে শিয়ালদহ, রবীন্দ্রসদন, বেলেপোল এরম দাঁড়িয়েছিল)
গেমস্, প্রাইসেস্ সবই থাকছে। সাথে নাচ গান আর দারুণ হুল্লোর আর ছোট্ট একটা কেক কাটিং দিয়ে মধুরেণ সমাপয়েৎ।
গেলে মিস করবেনা, কথা দিচ্ছি।
✅পারহেড খরচ? ১০০০ থেকে ১১০০টাকা। না গেলে ৫০শতাংশ রিফান্ড।
তাহলে আর দেরী কিসের!! তোমাদের পার্টিসিপেশন কনফার্ম কর। ফ্যামিলি, ফ্রেন্ডস্, কাপলস্ আ্যলাউড্।
গত পিকনিকের কিছু মুহূর্ত রইল!