ট্রাম্পের সঙ্গে বিজয়ের রাত উদযাপন করবেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রে নির্বাচনে বিজয়ের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মার-এ লাগো রিসোর্টে’ ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি।
#ডোনাল্ড_ট্রাম্প #ইলন_মাস্ক #বিজয়ের_রাত #মার_এ_লাগো #ফ্লোরিডা #ইলেক্টোরাল_কলেজ #টেসলা #এক্স #ট্রাম্প_বিজয় #নির্বাচন_২০২৪ #রিপাবলিকান_প্রার্থী #মেলানিয়া_ট্রাম্প #Donald_Trump #Elon_Musk #Victory_Night #Mar_A_Lago #Florida #Electoral_College #Tesla #X #Trump_Victory #Election_2024 #Republican_Candidate #Melania_Trump
ট্রাম্পের বিজয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিজয়ের বিষয়টি যখন স্পষ্ট হয়ে উঠছিল ঠিক সেই সময় চীনের তরফ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
#ডোনাল্ড_ট্রাম্প #চীন #মার্কিন_নির্বাচন #ইলেক্টোরাল_কলেজ #শান্তিপূর্ণ_সহাবস্থান #মাও_নিং #চীনা_পররাষ্ট্র_মন্ত্রণালয় #শি_জিনপিং #ট্রাম্প_বিজয় #চীনা_বাণিজ্য #ট্যারিফ #বাণিজ্যযুদ্ধ #রাষ্ট্রপতি_নির্বাচন #মার্কিন_চীন_সম্পর্ক #উইন_উইন_সহযোগিতা #মার্কিন_নির্বাচনী_বিজয় #Donald_Trump #China #US_Election #Electoral_College #Peaceful_Coexistence #Mao_Ning #Chinese_Foreign_Ministry #Xi_Jinping #Trump_Victory #Chinese_Trade #Tariff #Trade_War #Presidential_Election #US_China_Relations #Win_Win_Cooperation #US_Election_Victory
ট্রাম্প এর ২৪৮, কমলার ২১৬
যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে আজ কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান, কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা?
#মার্কিন_নির্বাচন, #ট্রাম্প_বনাম_কমলা, #ইলেক্টোরাল_ভোট, #ব্যাটলগ্রাউন্ড_রাজ্য, #নির্বাচনী_প্রতিযোগিতা, #ডোনাল্ড_ট্রাম্প, #কমলা_হ্যারিস, #ভোটগণনা, #নির্বাচনী_উত্তেজনা, #USElection, #TrumpVsHarris, #ElectoralVotes, #SwingStates, #TrumpLeads, #KamalaHarris, #VoteCounting, #PresidentialRace, #Election2024
হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার ‘কারণ ছিল’: ট্রাম্প
ফ্লোরিডার পাম বিচের বিজয় মঞ্চে সমর্থকদের উচ্ছ্বাস ও করতালির মধ্যে নির্বাচনে জয় দাবি করার পর ডোনাল্ড ট্রাম্প আবারও জনসম্মুখে জানিয়েছেন, হত্যাচেষ্টা থেকে তার বেঁচে যাওয়ার একটি বিশেষ কারণ ছিল।
#ডোনাল্ড_ট্রাম্প, #হত্যাচেষ্টা, #নির্বাচনী_বক্তব্য, #পাম_বিচ, #মেলানিয়া_ট্রাম্প, #ঐক্য_প্রতিশ্রুতি, #ট্রাম্পের_বাণী, #যুক্তরাষ্ট্রের_নির্বাচন, #TrumpSpeech, #AssassinationAttempt, #DonaldTrump, #MelaniaTrump, #ElectionVictory, #PalmBeach, #USPolitics, #UnityPromise
সুইং স্টেট নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিশাল জয়
সুইং স্টেট হিসেবে পরিচিত নর্থ ক্যারোলিনায় বিশাল জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
#নর্থ_ক্যারোলিনা #ডোনাল্ড_ট্রাম্প #ইলেক্টোরাল_কলেজ #রিপাবলিকান #সুইং_স্টেট #নির্বাচন_২০২৪ #ভোট #বারাক_ওবামা #মিট_রমনি #নির্বাচনী_জয় #রাজনৈতিক_প্রচারণা #যুক্তরাষ্ট্র #ডেমোক্র্যাট #ট্রাম্প_জয় #North_Carolina #Donald_Trump #Electoral_College #Republican #Swing_State #Election_2024 #Vote #Barack_Obama #Mitt_Romney #Election_Victory #Political_Campaign #United_States #Democrat #Trump_Victory
আরেক সুইং স্টেটে ট্রাম্পের জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আরেকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট, জর্জিয়া, জয় করে আরও এগিয়ে গেছেন। এর আগে নর্থ ক্যারোলাইনায়ও জয় নিশ্চিত করেছেন তিনি। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের ধারা অনেকটা ২০১৬ সালের নির্বাচনের মতোই প্রতীয়মান হচ্ছে।
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্প বর্তমানে ২৪৮টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন, যা তাকে চূড়ান্ত বিজয়ের আরও কাছে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২১৬টি ইলেক্টোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।
ট্রাম্পের এই ধারাবাহিক জয় তার সমর্থকদের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং নির্বাচনের ফলাফলের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
#TrumpWins #USElections #SwingState #GeorgiaVictory #ElectionUpdates #Pol
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়েছে।
#যুক্তরাষ্ট্রের_নির্বাচন, #ডোনাল্ড_ট্রাম্প, #প্রেসিডেন্ট_নির্বাচন, #ফক্স_নিউজ, #ইলেক্টোরাল_ভোট, #নির্বাচনী_ফলাফল, #ট্রাম্পের_জয়, #পাম_বিচ, #Trump2024, #USPresidentialElection, #DonaldTrump, #FoxNewsPrediction, #ElectoralVotes, #ElectionResults, #PresidentTrump, #FloridaSpeech
বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি
ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে উচ্ছ্বাসভরা বক্তব্য দিয়েছেন। ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের পথে রয়েছেন। ট্রাম্প তার ভাষণ শুরু করে সমর্থকদের ধন্যবাদ জানান এবং বলেন, "এটা আমাদের চমৎকার মুহূর্ত। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি।"
তিনি আরও বলেন, "আমাদের দেশকে ঠিক করতে হবে এবং প্রতিটা শহরে আপনাদের জন্য লড়াই করব। এই জয় আমেরিকার স্বর্ণযুগের সম্ভাবনা তৈরি করার জন্য।" সমর্থকরা তার "মেইক আমেরিকা গ্রেট এগেইন" স্লোগান উচ্চারণ করেন।
সুইং স্টেটগুলোর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি নর্থ ক্যারোলিনা এবং মিশিগানকে বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, "বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।" ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তানদের
৭ সুইং স্টেটেই কি জিতবেন ট্রাম্প
সাতটি সুইং স্টেটের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা পালন করছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ২৪৮টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন, যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে আছে ২১৬টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন, আর ট্রাম্প এরই মধ্যে নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় জয়লাভ করেছেন।
বিবিসির লাইভ পূর্বাভাস বলছে, ট্রাম্প বাকি পাঁচটি সুইং স্টেটেও এগিয়ে রয়েছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প তার জয় নিশ্চিত হওয়ার আশায় ফ্লোরিডার পাম বিচ থেকে শিগগিরই ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, কমলা হ্যারিসের পূর্বনির্ধারিত ভাষণ বাতিল করা হয়েছে, যা তার প্রচারণা শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড নিশ্চিত করেছেন।
#USAElections #ট্রাম্প #কমলা_হ্যারিস #SwingStates #ইলেক্টোরালভোট #
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার
আপনারা এই মুহুর্তে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী দিনে ভোট গণনার সন্ধ্যা উদযাপন
আপনারা এই মুহুর্তে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী দিনে ভোট গণনার সন্ধ্যা উদযাপন অনুষ্ঠান