সাধারণ জ্ঞান - MCQ

  • Home
  • সাধারণ জ্ঞান - MCQ

সাধারণ জ্ঞান - MCQ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাধারণ জ্ঞান - MCQ, Digital creator, .

17/01/2024

'সবার জন্য শিক্ষা ' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
ক.১টাকা খ.২টাকা
গ.৫ টাকা ঘ.১০ টাকা

17/01/2024

বাংলাদেশে মোট কতটি উপজেলা রয়েছে?

17/01/2024

নীল নদ কোন দেশে অবস্থিত?

17/01/2024

-8 থেকে -6 বিয়োগ করলে কত হয়?
🤔
90% মানুষ ভুল উত্তর দিবে

11/01/2024

৩, ৯, ২৭, ৮১..... ধারার শেষ সংখ্যা কত??

১. ২৪১
২. ২৪৩
৩. ২৪৫
৪. ২৪৭

11/01/2024

বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়-
১৮৭২সালে
১৮৬৫সালে
১৯৭৫সালে
১৯৮২সালে

11/01/2024

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক।২০০৭ সালে
খ।১৯০৭ সালে
গ।১৯০৯ সালে

28/11/2023

বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি ?

ক. বুড়িমারি
খ. তেতুলিয়া
গ. সেন্টমার্টিন

28/11/2023

বাংলাদেশ বিষয়াবলীঃ

প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে।

প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।

প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।

প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?

উত্তর : রংপুর ।

প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)।

প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?

উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।

প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?

উত্তর : আবদৌলায়ে সেক ।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন।

প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।

প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।

প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।

প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়।

প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।

প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান

28/11/2023

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রাপ্তী পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান

সাধারন জ্ঞান

✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ

✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।

✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।

✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।

✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।

✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।

✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।

✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।

✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।

✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।

✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর: ২৭০ টি।

✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।

✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।

✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।

✬প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।

✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।

✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।

✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।

✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারণ জ্ঞান - MCQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share