Peace of islam

  • Home
  • Peace of islam

Peace of islam Learning English. com

21/07/2023
ইনশাআল্লাহ ❤️▶️
21/07/2023

ইনশাআল্লাহ ❤️▶️

অসাধারণ মন জুড়ানো প্রাকৃতিক দৃশ্য আল্লাহতায়ালার নিয়ামাত যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়।
20/07/2023

অসাধারণ মন জুড়ানো প্রাকৃতিক দৃশ্য আল্লাহতায়ালার নিয়ামাত যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়।

সুগন্ধিফুলের রাজ্যের রাণী যেন হাসনাহেনা ফুল! ❀
19/07/2023

সুগন্ধিফুলের রাজ্যের রাণী যেন হাসনাহেনা ফুল! ❀

Firstly I'm proud that i have born in Sylhet Division  that's way I'm lucky boy becuse we know that there are sixty four...
14/07/2023

Firstly I'm proud that i have born in Sylhet Division
that's way I'm lucky boy becuse we know that there are sixty four district in Bangladesh but all of district in best district our Sylhet Division four district becuse there are many visiting place in Sylhet like in Habiganj district tea garden & rabar garden also Baniyachong hamlet also in Sunamganj shimul garden & tanguyar hawor also sajek near by India Border also Moulavi bazar tea garden croaked road also Sylhet Jaflong & sada Pathor Shapla hawor & tama bil also Shajalal mazar shah poran mazar also you know that world in second London Sylhet so i have spoken that if you would like to visiting in Bangladesh i will say that Sylhet Division will be best place for visiting.

গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান...
14/07/2023

গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে।

গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয়।

ইট-পাথরের শহরের খুপড়ি ঘরে সবই কৃত্রিম। অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকা-বাঁকা বয়ে চলা নদী-খাল, সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক।

গ্রামের শ্রমিকরা বড়ই সহজ-সরল প্রকৃতির। মনটা তাদের বড়ই উদার। আঁকাবাঁকা মেঠো পথ ধরে বেলা শেষে রাখাল ফিরছে গরু নিয়ে। মাঠজুড়ে ধানক্ষেত সবুজ ফসলের মাঠ। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে।

গ্রামগুলো মাঠের সঙ্গে মিশে অনেক জায়গায় এক হয়ে গেছে। গ্রামের মেঠো পথ সারি গাছপালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়িতে শান বাঁধানো পুকুর ঘাট। সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি।

প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রামের রূপ-বৈচিত্র্য অটুট থাকুক যুগ যুগ। আবহমান গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্য যেন বিলুপ্ত না হয়।

সবুজে আঁকা রুপ ও সৌন্দর্য✍️

The beauty of Sunamganj will definitely mesmerize you.Heaven in Bangladesh ( Tanguar Haor, Shimul Garden, Niladri Lake, ...
13/07/2023

The beauty of Sunamganj will definitely mesmerize you.

Heaven in Bangladesh ( Tanguar Haor, Shimul Garden, Niladri Lake, Jadukata River, Bishwamvar pur)

14/04/2023

◽হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আঃ) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আঃ) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন

- আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আঃ) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আঃ) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
- আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা জিজ্জসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- 'যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।'

অথচ আমরা নিজেরা পাপী হয়ে ও প্রতিদিন, প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন, আমিন।©
কালেক্টেড

14/04/2023

I just find myself happy with the simple things. Appreciating the blessings Allah give me.

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace of islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share