View on 3rd angle

  • Home
  • View on 3rd angle

View on 3rd angle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from View on 3rd angle, Broadcasting & media production company, .
(1)

কেনা জানি না এই গাছটা আমার বড্ড  ভালো লাগে ❤️❤️
11/04/2024

কেনা জানি না এই গাছটা আমার বড্ড ভালো লাগে ❤️❤️

25/12/2023

ফুট ফুটে সুন্দর

চাঁদের দেশে  বসবাস  করে ভালো লাগছে
18/07/2023

চাঁদের দেশে বসবাস করে ভালো লাগছে

আমাদের  কিছু  রাজনৈতিক ব্যাক্তিত্বের  প্রিয় খাবার ।
13/07/2023

আমাদের কিছু রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রিয় খাবার ।

আজ হঠাৎ বিদ্যানন্দের একটা পোস্ট চোখে পড়লো, কোনো মাদ্রাসার শিশুদের জন্য গরু কাটা হচ্ছে এমন ছিলো পোস্টটি। দেখলাম হাজার হাজ...
15/06/2023

আজ হঠাৎ বিদ্যানন্দের একটা পোস্ট চোখে পড়লো, কোনো মাদ্রাসার শিশুদের জন্য গরু কাটা হচ্ছে এমন ছিলো পোস্টটি।
দেখলাম হাজার হাজার হাহা রিয়েক্ট দিয়ে পোস্টটি ভরিয়ে রেখেছে। কমেন্টও অধিকাংশ ছিলো টিটকিরি বা অশ্লীল টাইপসের কিছু কমেন্ট। শ'খানেকের মতো লাভ রিয়েক্ট দেখে তা চেক করতে ইচ্ছে হলো, দেখলাম এর মধ্যে প্রায় সবগুলোই হিন্দুর নাম। গুটি কয়েক নাস্তিকও আছে।

মিজানুর রহমান আজহারী কিংবা তাহেরীর মতো উগ্রলোকেরা যেমন মাঝে মাঝে মিষ্টি কথা বলে ইউটিউবে দুএকটা ভিডিও ছাড়ে, এই হিন্দু লোকগুলাই তখন কমেন্ট করে... "এটাই সাচ্চা ইসলাম, এরাই প্রকৃত মুসলিম" এমন।

এই হিন্দুরাই ধর্মান্তরিত হয়। এই হিন্দুরাই স্বার্থপরের মতো লেজ গুটিয়ে ভারতে পালায়। এরাই সরকারের পদলেহন করে। এরাই নিজের বাসায় আগুন না লাগা পর্যন্ত মানব ধর্মে বিশ্বাস করে।

কিছু সেকুলারপন্থী হিন্দু ধর্মগুরুর সনাতন ধর্ম নিয়ে অজ্ঞতা ও পিতামাতার কান্ড জ্ঞান হীনতাই এদের অধপতনের একমাত্র কারন। এর থেকে এত তাড়াতাড়ি আপাতত কোনো নিস্তার নেই। এর শিকড় অনেক দূর পর্যন্ত গেঁড়ে বসেছে।
ধন্যবাদ 🙏
নিচের ছবিটি অপ্রাশংগিক মনে হলে, কিছু করার নেই।

কক্সবাজার জেলার চকরিয়ার ডুলহাজারার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে শ্মশানে ধর্মীয় কার্যাদি করে ফিরে আসার ...
12/06/2023

কক্সবাজার জেলার চকরিয়ার ডুলহাজারার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে শ্মশানে ধর্মীয় কার্যাদি করে ফিরে আসার পথে পিকআপের চা*পা*য় ছয় ভাই নিহতের ঘটনাটি মনে আছে আপনাদের??? সেই পিকআপের চা*পা*য় ঘটনাস্থলেই একসাথে ৫ ভাই ( ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)) প্রাণ হারান, পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রক্তিম শীল নামে আরো এক ভাই মারা যান।
এই ঘটনার মাত্র এক বছর চার মাসের মাথায় গতকাল বিচারকার্য শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। পিকআপের চা*পা*য় ছয় ভাই নিহতের ঘটনাটি হ*ত্যা*কা*ণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তাই সেই পিকআপ চালক সাইদুল ইসলামকে "আমৃত্যু কারাদণ্ড" দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় দেন।।
১১ই জুন ২০২৩ ইং।।

বাঙালি বলে কথা 😄😄
01/06/2023

বাঙালি বলে কথা 😄😄

ধন্যবাদ  ইউনেস্কো।
28/05/2023

ধন্যবাদ ইউনেস্কো।

ভারত থেকে আগত ২০টি WDM-3D লোকোমোটিভ সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছে।। এটি পড়ার আগে আপনাকে আবেগ সরিয়ে টেকনিক্যাল দিক দি...
27/05/2023

ভারত থেকে আগত ২০টি WDM-3D লোকোমোটিভ সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছে।। এটি পড়ার আগে আপনাকে আবেগ সরিয়ে টেকনিক্যাল দিক দিয়ে বিষয়টি বুঝতে হবে।।
যারা বলছে যে এই লোকোমোটিভগুলো ভাঙ্গরি, অচল তাই ভারত এগুলো আমাদের দিয়ে দিচ্ছে। আসলে সেটা না। ভারতের কাছে এমন অনেক সচল লোকোমোটিভ আছে যেগুলা তারা স্রেফ বাতিল করে দিবে কারণ তাদের অধিকাংশ রেলপথ বৈদ্যুতিক করা হয়ে গেছে। পলিউশন রোধে এবং উচ্চ গতি পেতে বৈদ্যুতিক ট্রেনের ভূমিকা অনেক। যেহেতু তারা প্রায় সকল রুট ইলেক্ট্রিফিকেশন করে ফেলেছে সুতরাং তারা তাদের ডিজেল চালিত লোকোমোটিভ গুলো স্ক্র‍্যাপ করবে স্বাভাবিক।
কিন্তু এরমধ্যে থেকেই এর আগে ১০টি এবং গতকাল আরো ২০টি WDM-3D লোকোমোটিভ বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিলো যেগুলোর একেকটির দাম সেকেন্ড হ্যান্ড হিসেবে ৮-৯ কোটি করে। তাহলে ৩০টি লোকোমোটিভ এর দাম ২৪০ থেকে ২৭০ কোটি টাকা। এটাকে আপনি বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে দেখতে পারেন যে এতদামের লোকোমোটিভ একদম ফ্রিতে পেয়ে গেল বাংলাদেশ।
অন্যদিকে আপনারা বলছেন যে এগুলো অচল, বাতিল লোকোমোটিভ। কিন্তু আপনি কি জানেন এগুলোর ইকোনমিক লাইফ হিসেব করলে এরা এখনো শিশুই? সবচেয়ে পুরাতন লোকোমোটিভের কমিশন হয়েছে ২০১১ সালে। সবচেয়ে কম বয়সী লোকোটার কমিশন ২০১৫ সালে। মাত্র ৮-১২ বছর বয়সী লোকো এগুলো। অন্যদিকে বাংলাদেশের স্বাধীন হওয়ার আগের লোকোমোটিভ এখনো চলছে পুরোদমে। ১৯৬৫ সালে আসা ৬০ সিরিজের লোকোমোটিভগুলো এখনো ৫৮ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে।
ব্রডগেজ লোকোমোটিভের একটা বড় অংশ ভারতের তৈরি করা লোকোমোটিভ। ৬৪ এবং ৬৫ সিরিজের WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোমোটিভগুলো ভারত থেকে কিনে আনা। WDM-2B (৬৪০১-৬৪১০) এবং WDM-2CA (৬৪১১-৬৪১৩) লোকোমোটিভগুলো যথাক্রমে ২০০১ এবং ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। অন্যদিকে WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোগুলো ২০১২-২০১৩ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। সেই হিসাবে দেখলে ভারত থেকে বাংলাদেশের কেনা WDM-3A লোকোমোটিভগুলোর থেকেও অল্পবয়সী লোকোমোটিভ বাংলাদেশকে ভারত দিলো।
বাংলাদেশ রেলওয়ে দিন দিন বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে রেলের রুটের পরিমাণ। সেই সাথে যাত্রীবাহী ট্রেন বৃদ্ধি, ফ্রেইট ট্রেন চলাচলের পরিমাণ। এই WDM-3D লোকোমোটিভগুলো এযাবৎ কালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ (৩৩০০ হর্স পাওয়ার)। এই লোকোমোটিভগুলো একেকটা ৫০/১০০ লোডের মালবাহী ট্রেনকে ১০০ কিলোমিটার বা তার বেশি গতিতে চালাতে সক্ষম।
লেখা: আন্তঃনগর মধুমতী এক্সপ্রেস।।
ছবি: Raju Mastan ভাই।।

কয়জন  এসব ভেবে দেখে?
08/05/2023

কয়জন এসব ভেবে দেখে?

অতি সাধারণ
06/05/2023

অতি সাধারণ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when View on 3rd angle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to View on 3rd angle:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share