Divine Bengal

  • Home
  • Divine Bengal

Divine Bengal apnarbangla.online is a bengali news website.we provide those types of news article like politics,sp

Primary TET Interview Video Recording WBBPE : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বি...
16/10/2022

Primary TET Interview Video Recording WBBPE : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই অবস্থায় স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গেছে নিয়োগ নিয়ে প্রায় নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে এবং সেই ভিডিও সংরক্ষিত রাখা হবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এবং এসএলএসটি শিক্ষক নিয়োগে একের পর এক অভিযোগ উঠেছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার বিষয়টিও এখন বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে অনেকেরই। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে উদ্যোগ গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।এই নিয়োগের ব্যাপারে আগের দু’টি বিজ্ঞপ্তিতেও নতুন কিছু শর্ত দেওয়া হয়েছিল। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা এবং যাঁরা এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলার্স ডিগ্রিধারী তাঁরা আবেদনের যোগ্য হিসেবে গণ্য হবেন।...

Primary TET Interview Video Recording WBBPE : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। অন্যদিকে ...

WBBPE Primary TET Case Justice Abhijit Ganguly Division Bench on Wrong Questions : এবার ছয় প্রশ্ন ভুল মামলায় বিচারপতি ...
16/10/2022

WBBPE Primary TET Case Justice Abhijit Ganguly Division Bench on Wrong Questions : এবার ছয় প্রশ্ন ভুল মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। উল্লেখ করা যেতে পারে দূর্গা পূজার আগে বেশ খুশির খবর ছড়িয়ে পড়েছিল বেশ কিছু প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীদের মনে। বেশ কিছু চাকরিপ্রার্থী এর মুখে হাসি ফুটেছিল। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের নির্দেশ মেনে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা। সমান অধিকারের বিষয়টি তুলে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন এক দল চাকরি প্রার্থী। জানা গেছে জরুরী ভিত্তিতে এই মামলাটি করা হয়েছে। সূত্রের খবর আগামী মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে।বৃহস্পতিবারের পর এবার শুক্রবারেও প্রাথমিক TET নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। এ নিয়ে ক্ষুব্ধ প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের কথা বিভিন্ন মামলার ফলেই মূলত দেরি হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোতে। অন্যদিকে অন্য ব্যাখ্যা দিচ্ছেন চাকরিপ্রার্থীদের একটা অংশ। মামলাকারীদের ব্যাখ্যা সঠিক কারণেই আদালতে যাচ্ছেন।...

WBBPE Primary TET Case Justice Abhijit Ganguly Division Bench on Wrong Questions : এবার ছয় প্রশ্ন ভুল মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে

Kali Puja 2022 Bhoot Chaturdashi : প্রচলিত বিশ্বাস বলে, রাতের অন্ধকার কাটতেই ভূতের দল কাজ বন্ধ করে দেয়। সে কারণেই মন্দির...
15/10/2022

Kali Puja 2022 Bhoot Chaturdashi : প্রচলিত বিশ্বাস বলে, রাতের অন্ধকার কাটতেই ভূতের দল কাজ বন্ধ করে দেয়। সে কারণেই মন্দির পুরোপুরি তৈরি হয়নি। তার কিছু জায়গা এখনও ফাঁকা। স্থানীয়রা বলেন, ভূত চতুর্দশীর রাতে এই মন্দির থেকে ভেসে আসে কাঁসর-ঘন্টার আওয়াজ। কে বা কারা পুজো করছে, নিঝুম রাতে মন্দিরে গিয়ে দেখার সাহস কখনও হয়নি কারওরই। এমনকি, মন্দিরের অসমাপ্ত কাজে হাত দেওয়ারও সাহস হয়নি কোনও স্থাপত্যবিদের। ইতিহাসও কিন্তু মন্দিরকে ঘিরে থাকা এই রহস্যের সমাধান করতে পারেনি। ভূত চতুর্দশীর গভীর রাতে কে পুজো করেন মন্দিরে?...

Kali Puja 2022 Bhoot Chaturdashi : প্রচলিত বিশ্বাস বলে, রাতের অন্ধকার কাটতেই ভূতের দল কাজ বন্ধ করে দেয়। সে কারণেই মন্দির পুরোপুরি তৈরি ....

WBJEE Seat Update 2022 :  আসন বরাদ্দের ফল ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এই ফল প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ব...
15/10/2022

WBJEE Seat Update 2022 : আসন বরাদ্দের ফল ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এই ফল প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জয়েন্টের প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করেছে।আসন বরাদ্দের ফলাফলটি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট- wbjeeb.nic.in-এ গিয়ে দেখতে পারবেন। বরাদ্দ আসনগুলি নিশ্চিত করার জন্য প্রার্থীদের আসন গ্রহণের জন্য ধার্য মূল্য ৫০০০ টাকা জমা দিতে হবে। প্রার্থীদের এর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির জন্য সমস্ত নথি যাচাই করাতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন ১৭ অক্টোবর সন্ধে ৬ টা।আসন বরাদ্দের দ্বিতীয় রাউন্ডের ফলাফলটি আগামী ২০ অক্টোবর ঘোষণা করা হবে।...

WBJEE Seat Update 2022 : আসন বরাদ্দের ফল ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এই ফল প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জয়ে....

NTA UGC NET History Exam 2022 : ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষাটি গত ১০ অক্টোবর আয়োজিত হয়েছিল।NTA ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষ...
15/10/2022

NTA UGC NET History Exam 2022 : ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষাটি গত ১০ অক্টোবর আয়োজিত হয়েছিল।NTA ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া সংক্রান্ত ভুয়ো টুইটের ব্যাপারে পরীক্ষার্থীদের সতর্ক করল।ইউজিসি সতর্কতার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, " সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, ১০ অক্টোবর আয়োজিত ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি ভুয়ো টুইট ও ইউটিউব ভিডিয়ো সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে।"এর আগে, নেটের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি অনিবার্য কারণবশত পিছিয়ে যায়। পরীক্ষার দিনগুলি পূর্বনির্ধারিত ১২, ১৩ ও ১৪ অগস্টের থেকে পিছিয়ে ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হবে বলে জানানো হয়।...

NTA UGC NET History Exam 2022 : ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষাটি গত ১০ অক্টোবর আয়োজিত হয়েছিল।NTA ইউজিসি নেটের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্...

Primary TET Case Kolkata High Court West Bengal B.Ed : বৃহস্পতিবারের পর এবার শুক্রবারেও প্রাথমিক TET নিয়ে মামলা হল কলকা...
15/10/2022

Primary TET Case Kolkata High Court West Bengal B.Ed : বৃহস্পতিবারের পর এবার শুক্রবারেও প্রাথমিক TET নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। এ নিয়ে ক্ষুব্ধ প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের কথা বিভিন্ন মামলার ফলেই মূলত দেরি হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোতে। অন্যদিকে অন্য ব্যাখ্যা দিচ্ছেন চাকরিপ্রার্থীদের একটা অংশ। মামলাকারীদের ব্যাখ্যা সঠিক কারণেই আদালতে যাচ্ছেন। শুক্রবার যে বিষয়টি নিয়ে মূলত মামলা হয়েছে তা হলো নতুন প্রাথমিক টেট পরীক্ষায় বিএড এবং ডি এল এড প্রসঙ্গ।যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে, তা হল টেটে নিয়োগের ক্ষেত্রে B.Ed বা D.El.Ed ডিগ্রিধারীদের পাশাপাশি, যাঁরা এই বিষয়ে পড়াশোনা করছেন তাঁদেরও যোগ্য বলে ধরা হচ্ছে কেন?...

Primary TET Case Kolkata High Court West Bengal B.Ed : বৃহস্পতিবারের পর এবার শুক্রবারেও প্রাথমিক TET নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। এ নিয়ে ক্ষুব....

WB Primary TET RTI Case Kolkata High Court Update : ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু’টি নিয়োগপ্রক্...
14/10/2022

WB Primary TET RTI Case Kolkata High Court Update : ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু’টি নিয়োগপ্রক্রিয়া হয়। এর মধ্যে ২০২০ সালের ১৬,৫০০ পদে শিক্ষক নিয়োগের কথা জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সব শূন্যপদ পূরণ হয়নি। শূন্যপদের তালিকা পর্ষদের কাছে চেয়ে পাঠায় হাই কোর্ট। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রাথমিকের ৩৯২৯টি শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে মামলাকারীদের। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ৭ নভেম্বরের মধ্যে চাকরি দিতে বলে আদালত। ১১ নভেম্বর এ বিষয়ে হাই কোর্টকে রিপোর্ট দিয়ে জানাতে হবে।এই নির্দেশের পরে শয়ে শয়ে মামলা আসতে থাকে উচ্চ আদালতে। এখন তা পৌঁছেছে কয়েক হাজারে। চাকরি পেতে শুক্রবারই নবীনচন্দ্র মাহাতো-সহ প্রায় দেড় হাজার টেট পরীক্ষার্থী হাই কোর্টে আবেদন করেন। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমার কাছেই চাকরিপ্রার্থীদের ২৮০০ আবেদন এসেছে। ইতিমধ্যে ১৪০০ মামলা দায়ের হয়েছে। বাকিগুলিতে আদালতের অনুমতি মিলেছে শীঘ্রই দায়ের করা হবে। আরও মামলা আসছে।”২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৮২ হাজার টেট-উত্তীর্ণ প্রার্থী রয়ে যান। তার মধ্যে ২০২০ সালে ১২ হাজারের কিছু বেশি টেট-উত্তীর্ণকে চাকরি দেওয়া হয়। ফলে এখন প্রায় ৬০ হাজারের কাছাকাছি টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থী রয়েছেন।...

WB Primary TET RTI Case Kolkata High Court Update : ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু’টি নিয়োগপ্রক্রিয়া হয়। এর মধ্যে ২০২০ স.....

WBSSC Work and Physical Education Councelling Recruitment 2022 : শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের কাউন্সেলিং এর বিজ্...
14/10/2022

WBSSC Work and Physical Education Councelling Recruitment 2022 : শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন।কাউন্সেলিং শুরু হবে ১০ নভেম্বর ২০২২ তারিখ থেকে। WBSSC Upper Primary 1585 Interview List Download : অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা নির্ঘণ্ট সহ প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ডাউনলোড করে নিন। Work Education কাউন্সেলিং Notice - WB Primary TET 2022 Online Apply Step by Step wbbpeonline : এক নজরে দেখে নিন প্রাথমিক টেট ২০২২ এর জন্য কিভাবে ধাপে ধাপে অনলাইনে আবেদন করবেন ? WBSSC Physical Education Councelling Recruitment 2022 -

WBSSC Work and Physical Education Councelling Recruitment 2022 : শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস

WBSSC Upper Primary 1585 Interview List Download : প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা...
14/10/2022

WBSSC Upper Primary 1585 Interview List Download : প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা। এই তালিকায় নম্বর বিভাজন সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারভিউ শুরু হচ্ছে এ মাসের ২১ তারিখে অর্থাৎ একুশে অক্টোবর। এক নজরে দেখে নিন ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ। WB Primary TET 2022 Online Apply Step by Step wbbpeonline : এক নজরে দেখে নিন প্রাথমিক টেট ২০২২ এর জন্য কিভাবে ধাপে ধাপে অনলাইনে আবেদন করবেন ?...

WBSSC Upper Primary 1585 Interview List Download : প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা। এই তালিকায় নম্বর বি...

Primary TET 2022 Online Apply Step by Step on www.wbbpeonline.com / www.wbbpe.org / www.wbbprimaryeducation.org : এক নজর...
14/10/2022

Primary TET 2022 Online Apply Step by Step on www.wbbpeonline.com / www.wbbpe.org / www.wbbprimaryeducation.org : এক নজরে দেখে নিন প্রাথমিক টেট ২০২২ এর জন্য কিভাবে ধাপে ধাপে অনলাইনে আবেদন করবেন ? ১) প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটি ওয়েবসাইট এর মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে আসবেন। ২) এরপর ওয়েবসাইটের যেখানে লেখা রয়েছে এই অংশটি সেখানে ক্লিক করবেন। ৩) ক্লিক করার পর দেখবেন নতুন একটি আবেদন করার পোর্টাল খুলে গেছে। ওয়েবসাইট পোর্টালটি হল - ...

https://www.apnarbangla.online/2022/10/14/wb-prmary-tet-apply-online-online-application-for-teacher-eligibility-test-2022/

Primary TET 2022 Online Apply Step by Step on www.wbbpeonline.com / www.wbbpe.org / www.wbbprimaryeducation.org : এক নজরে দেখে নিন প্রাথমিক টেট ২০২২ এর জন্য

14/10/2022

WBBPE Primary TET 2022 Online Apply Notice : এবার প্রাথমিক টেট ২০২২ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৪ই অক্টোবর ২০২২ তারিখে। বিজ্ঞপ্তির মেমো নম্বর ১৬৩৩/WBBPE/২০২২। গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৯ শে সেপ্টেম্বর ২০২২ প্রাথমিক টেট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ঐ টিটের অনলাইন আবেদন শুরু হবে ১৪ই অক্টোবর ২০২২ অর্থাৎ আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটা থেকে। এই আবেদন চলবে নভেম্বর মাসের ৩ তারিখ ২০২২ পর্যন্ত। আবেদন করা যাবে পর্ষদের দুটি ওয়েবসাইট থেকে -...

WB CM Mamata Banerjee : আগে মে মাসে শিক্ষায় স্বীকৃতি পায় রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পায় রাজ্যের শিক...
14/10/2022

WB CM Mamata Banerjee : আগে মে মাসে শিক্ষায় স্বীকৃতি পায় রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পায় রাজ্যের শিক্ষা দফতর। ১৮ জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হয় রাজ্যকে। সে বার সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে "স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১" এই ক্যাটাগরিতে। তার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পেয়েছিল। মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে।...

WB CM Mamata Banerjee : আগে মে মাসে শিক্ষায় স্বীকৃতি পায় রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পায় রাজ্যের শিক্ষা দফত....

WB SSC Meeting on Group C Group D Recruitment Matter : এবার গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশে ভূয়ো শিক্ষকের ...
14/10/2022

WB SSC Meeting on Group C Group D Recruitment Matter : এবার গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশে ভূয়ো শিক্ষকের প্রকৃত সংখ্যা খুঁজতে ফের বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১৮ ই অক্টোবর বিকেল পাঁচটায় এই গুরুত্বপূর্ণ বৈঠক এসএসসির দপ্তরে হওয়ার কথা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা। জানা গেছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটা জানাতে হবে কলকাতা হাইকোর্টে।শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে। প্রচুর খাতায় শুধুমাত্র ৫-৬ টি প্রশ্নের উত্তর। গ্রুপ-সি, গ্রুপ-ডিতেও একই জিনিস হয়েছে। তার পরেও নিয়োগ হয়েছে তাঁদের।...

WB SSC Meeting on Group C Group D Recruitment Matter : এবার গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশে ভূয়ো শিক্ষকের প্রকৃত সংখ্যা খুঁজতে ফের বৈঠ...

Inspirational Story of Kamal Kishor Mondal Bihar : কুড়ি বছর ধরে করেছেন পিওনের চাকরি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হওয়া ...
14/10/2022

Inspirational Story of Kamal Kishor Mondal Bihar : কুড়ি বছর ধরে করেছেন পিওনের চাকরি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হওয়া সত্ত্বেও একটা সময়ে পরিস্থিতি চাপে তিনি এই চাকরি কে বেছে নিয়েছিলেন। অবশেষে মনের অদম্য জেদ এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রচলিত ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করে ছাড়লেন বিহারের ৪২ বছরের কমল কিশোর মন্ডল। সম্প্রতি তিনি বিহারের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন। অথচ কিছুদিন আগে তিনি এই বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন টেবিলে টেবিলে চা জল পৌঁছে দেওয়ার কাজ করেছেন।পারিারিক অনটনের জেরেই স্নাতক পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে হয়েছিল। বাবার চায়ের দোকান। সেটি এখনও চালান তিনি। কিন্তু সেই সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সংসারের হাল ধরতে হয় কমলকিশোরকে।দোকান সামলে নাইট গার্ডের কাজ করতেন। এরপরই তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের পিওনের চাকরির প্রস্তাব আসে। চাকরিটা নিয়েও নেন কমল।২০১৩ সালে পিএইচডির পড়াশোনা শুরু করেন।...

Inspirational Story of Kamal Kishor Mondal Bihar : কুড়ি বছর ধরে করেছেন পিওনের চাকরি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হওয়া সত্ত্বেও একটা সময়ে পর.....

Primary School Bagdanga Murshidabad Primary School : নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়। স্কুলে হাজি...
14/10/2022

Primary School Bagdanga Murshidabad Primary School : নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়। স্কুলে হাজির হন পৌর সদস্য। জানা গেছে বুধবার দুপুর দেড়টা বাজার পরেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত বাগডাঙ্গা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনার পর বিদ্যালয়ের সামনে এলাকাবাসীসহ অভিভাবকেরা বিক্ষোভ দেখান। অভিযোগ ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলেছে দুর্গাপুজোর ছুটি কাটিয়ে। তবে বুধবার নির্ধারিত সময়ের আগে কোনরকম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে দেন বলেই অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের আরো অভিযোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠিকমতো মিড ডে মিলের খাবার দেওয়া হয় না। এমনকি রান্নার গুণগতমান নিম্ন।প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে। …...

Primary School Bagdanga Murshidabad Primary School : নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়। স্কুলে হাজির হন পৌর সদস্য। জানা গেছ.....

WBBPE Primary TET B.Ed five persent  Today : ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছি...
13/10/2022

WBBPE Primary TET B.Ed five persent Today : ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।এই নিয়োগের ব্যাপারে আগের দু’টি বিজ্ঞপ্তিতেও নতুন কিছু শর্ত দেওয়া হয়েছিল। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা এবং যাঁরা এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলার্স ডিগ্রিধারী তাঁরা আবেদনের যোগ্য হিসেবে গণ্য হবেন। তা ছাড়া আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু’বছরের ডিএড কোর্স বা এনসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে দু-বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত দফার পরীক্ষা দিয়েছেন, তাঁরা প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলেও বলা হয়েছিল ওই নির্দেশিকায়।...

WBBPE Primary TET B.Ed five persent Today : ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেক....

WBBPE Primary TET 2022 B.Ed Case Kolkata High Court West Bengal Board Of Primary Education  : এবার ফের প্রাথমিক শিক্ষক ন...
13/10/2022

WBBPE Primary TET 2022 B.Ed Case Kolkata High Court West Bengal Board Of Primary Education : এবার ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। জানা গেছে যে প্রাথমিক টেট বিজ্ঞপ্তির একটি বিশেষ অংশকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি করেছেন পরীক্ষার্থীদের একটা অংশ। প্রাথমিক টেট পরীক্ষায় বিএড ডিগ্রিধারীরা অংশগ্রহণ করতে পারেন না দাবী মামলাকারীদের। প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা !...

WBBPE Primary TET 2022 B.Ed Case Kolkata High Court West Bengal Board Of Primary Education : এবার ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ

WB SLST 183 Teacher List : ১৮৩ জন বাতিল শিক্ষকের তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,
13/10/2022

WB SLST 183 Teacher List : ১৮৩ জন বাতিল শিক্ষকের তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,

Apnarbangla – আপনার বাংলা is a Informational Website and Trusted PortalWe Informed about Bengali News Today Based on Tet,SLST,Upper Primary,Primary Tet 2022,Group C & Group D Recruitment,Lottery Result,Elections Update 2022,Insurance,Credit Card,Loan,Law,Youtube,Mobile,Computer...

WB SSC SLST OMR  Update : সাদা খাতা জমা দিলে কোন শিক্ষক তাতে নম্বর দেন না। তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি এমন অনেক শিক্...
13/10/2022

WB SSC SLST OMR Update : সাদা খাতা জমা দিলে কোন শিক্ষক তাতে নম্বর দেন না। তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি এমন অনেক শিক্ষক রয়েছেন যারা সাদা সাদা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এমন বেশ কিছু সাদা খাতার নমুনা ভিন রাজ্য থেকে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই খাতা উঠে এসেছে রাজ্যের প্রথম সারির সংবাদমাধ্যম এবিপি আনন্দের হাতে।স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি যে কোথায় পৌঁছে গিয়েছিল, এ যেন তারই একটি নমুনা। 'সাদা খাতা জমা দিয়েও চাকরি!...

WB SSC SLST OMR Update : সাদা খাতা জমা দিলে কোন শিক্ষক তাতে নম্বর দেন না। তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি এমন অনেক শিক্ষক রয়েছে.....

SSC Upper Primary Teacher Recruitment SSC Chairman Speaks on 1585 Interview List: এবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ...
13/10/2022

SSC Upper Primary Teacher Recruitment SSC Chairman Speaks on 1585 Interview List: এবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন তিনি। নির্দিষ্ট সময় মেনে ১ হাজার ৫৮৫ জনকে ইন্টারভিউতে ডাকা হবে। তালিকা প্রকাশের সাতদিন পরেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তালিকা প্রকাশিত হবে।প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। উচ্চ মাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রথম দফায় মেধা তালিকায় অস্বচ্ছতা ও গরমিল থাকায় কলকাতা হাইকোর্টের মেধা তালিকা বাতিল করে দেয়।...

SSC Upper Primary Teacher Recruitment SSC Chairman Speaks on 1585 Interview List: এবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের

WBBPE Primary TET Recruitment Interview West Bengal : এবার প্রাথমিক টেট ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৪ প্র...
13/10/2022

WBBPE Primary TET Recruitment Interview West Bengal : এবার প্রাথমিক টেট ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৪ প্রাথমিকের উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের একাংশ। জানা গেছে তারা ২০১৪ এবং ২০১৭ চাকরিপ্রার্থীদের একসঙ্গে ইন্টারভিউ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় চলতি বছর ১১ হাজার প্রাথমিক শিক্ষকের শূন্য পদে নিয়োগ করা হবে। দুই বছরের মধ্যে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের।TET উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থী সুবোধ সরকারের কথায়, 'আমার বয়স তো ৪৫ বছর ১০ মাস, ৪০ বছরের মধ্যে আবেদন। আমি তো ৮ বছর ধরে অপেক্ষা করছি'। পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৪’র প্রাথমিক TET উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ।...

WBBPE Primary TET Recruitment Interview West Bengal : এবার প্রাথমিক টেট ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৪ প্রাথমিকের উত্তীর্ণ প্রশিক....

WB SSC SLST 22 Thousand Teacher Recruitment 2022 : এবার নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্যের স্কু...
13/10/2022

WB SSC SLST 22 Thousand Teacher Recruitment 2022 : এবার নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। জানা গেছে নতুন শিক্ষক নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদ শূন্য পদের তালিকা তৈরি করে রোস্টার তৈরি করার জন্য পাঠিয়েছিল অনগ্রসর কল্যাণ দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে। বুধবার সেই শূন্য পদের রোস্টা তৈরি করে পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ কে। এরপর নিয়োগের নতুন নিয়ম তৈরি হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে...

WB SSC SLST 22 Thousand Teacher Recruitment 2022 : এবার নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। জানা গেছ...

Digital University start UGC Chairman : ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, এক...
12/10/2022

Digital University start UGC Chairman : ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যাতে দেশের সমস্ত শিক্ষার্থী অনায়াসে শিক্ষাগ্রহণ করতে পারেন। এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের কাছে অনলাইন মাধ্যমে নিয়ে আসবে। এই বিশ্ববিদ্যালয়টি দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলবে। WB Primary TET 2022 Notice : এবার প্রাথমিক TET বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।...

Digital University start UGC Chairman : ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, একটি আন্তর্জাতিক ....

Primary TET 2022 Notice : এবার প্রাথমিক TET বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নতুন...
12/10/2022

Primary TET 2022 Notice : এবার প্রাথমিক TET বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ মূলক কোর্স করার জন্য নিজের নাম এনরোল করিয়েছেন তারাও নতুন প্রাথমিক টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি দেখতে এবং ডাউনলোড করতে নিজের ছবিটিতে ক্লিক করুন।ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল। একই সঙ্গে তিনি জানিয়েছেন বছরের দুবার নিয়োগ হবে। নিয়োগ প্রসঙ্গে তিনি জানান যারা টেট পাস করেছেন তারা ২০২৩ এর মধ্যে কেউ বসে থাকবেন না। একই সঙ্গে দুই হাজার ২০- ২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অর্থাৎ ১৬ হাজার ৫০০ শূন্যপদের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন পর্ষদ সভাপতি। তিনি জানিয়েছেন ১৬৫০০ নিয়োগে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন ২৯ হাজার ৬৬৫ জন।...

Primary TET 2022 Notice : এবার প্রাথমিক TET বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নতুন বিজ্ঞপ্.....

Primary TET Scam Manik Bhattacharya 58000 Primary Teacher : টেট দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্...
12/10/2022

Primary TET Scam Manik Bhattacharya 58000 Primary Teacher : টেট দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিককে গ্রেফতার করে ইডি৷ আদালতে পেশ করা হলে মানিকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই পরিস্থিতিতে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ইডি।ইডি-র দাবি, গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকই। ১০ বছর পদে ছিলেন মানিক। ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে।মানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিভিন্ন ডিজিটাল ডকুমেন্টস ও এই সম্পর্কিত নথি পাওয়া গিয়েছে। মানি লন্ডারিংয়ে মানিক ভট্টাচাৰ্যের ইনভলভমেন্ট ওই সব ডিজিটাল ডকুমেন্টসে স্পষ্ট। তাতে অযোগ্য প্রাথীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়াতে মানিকের ভূমিকা স্পষ্ট।তাদের দাবি, গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকই।...

Primary TET Scam Manik Bhattacharya 58000 Primary Teacher : টেট দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক ম...

B.Ed vs D.El.Ed Supreme Court Case Update Today : আজ দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে বিএড বনাম d.el.ed মামলার গুর...
12/10/2022

B.Ed vs D.El.Ed Supreme Court Case Update Today : আজ দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে বিএড বনাম d.el.ed মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। আজ সুপ্রিম কোর্টের ১৫ নম্বর বেঞ্চে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোসের এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা ছিল। জানা গেছে আজকের শুনানি পর্ব প্রায় ১০-১৫ মিনিটের মতো চলে। তবে আগামী ১৬ই নভেম্বর ২০২২ তারিখে এই বিষয় নিয়ে শুনানি হবে সুপ্রিমকোর্টে,B.ed vs D.el.ed Case অর্থাৎ এই হাইভোল্টেজ মামলা...

B.Ed vs D.El.Ed Supreme Court Case Update Today : আজ দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে বিএড বনাম d.el.ed মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। আজ সুপ...

Primary TET 2022 West Bengal Board of Primary Education : এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে খুশির খবর শোনালেন প্রাথমি...
12/10/2022

Primary TET 2022 West Bengal Board of Primary Education : এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে খুশির খবর শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। প্রাথমিক TET ২০১৪ এবং ২০১৭ থেকে যারা উত্তীর্ণ হয়েছেন এবং প্রশিক্ষিত আগামী দুই বছরের মধ্যে তারা কেউই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন না।রাজ্যে চলতি বছরেই প্রাথমিক শিক্ষকপদে নিয়োগ করা হবে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুসারে ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। ২৯ সেপ্টেম্বর পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২১ অক্টোবর বা তার পরের যে কোনও দিন ইন্টারভিউয়ের জন্য আবেদনের ফর্ম দেওয়া হবে ওয়েবসাইটে। সঙ্গে থাকবে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিও। টেট ২০১৪ এর বাকি থাকা চাকরি প্রার্থীদের সঙ্গে ২০১৭ সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।...

Primary TET 2022 West Bengal Board of Primary Education : এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে খুশির খবর শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌ.....

Primary TET 2022 Recruitment WBBPE Goutam Pal on Age : মাসের পর মাস টেট প্রার্থীরা চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে ...
12/10/2022

Primary TET 2022 Recruitment WBBPE Goutam Pal on Age : মাসের পর মাস টেট প্রার্থীরা চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন। সে বিষয়ে মঙ্গলবার মুখ খুলেছেন পর্ষদের নতুন সভাপতি গৌতম। জানিয়েছেন, নিয়োগ নীতি অনুযায়ী সকলকে চাকরি দেওয়া যাবে না। তাঁর কথায়, ‘‘২০১৪ সালে পাশ করা যে প্রার্থীরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে ১৬ হাজার ১0১ জনের নাম প্যানেলে নেই। এ নিয়ে বিভিন্ন ভাবে নানা সংবাদমাধ্যমে ভুল বার্তা যাচ্ছে। ২০১৬ সালের নিয়োগ নীতিতে বলা হয়েছে, যাঁরা টেট পাশ করবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত, এক মাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। তাই সকলকে চাকরি দেওয়া যাবে না। আইন মেনেই নিয়োগ হবে।’’ এর পরেই গৌতম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘‘যাঁরা ২০১৪ এবং ২০১৭ সালে টেট পাশ করেছেন, তাঁরা আবেদন করুন। তাঁদের এই বছরের মধ্যে নিয়োগ করার ব্যবস্থা হবে। আগামী ২ বছরের মধ্যে কোনও টেট পাশ করা প্রার্থী বসে থাকবেন না।’’...

Primary TET 2022 Recruitment WBBPE Goutam Pal on Age : মাসের পর মাস টেট প্রার্থীরা চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন। সে ...

WB Primary TET Not Included 2014 West Bengal Board of Primary Education : ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষক ...
12/10/2022

WB Primary TET Not Included 2014 West Bengal Board of Primary Education : ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল। একই সঙ্গে তিনি জানিয়েছেন বছরের দুবার নিয়োগ হবে। নিয়োগ প্রসঙ্গে তিনি জানান যারা টেট পাস করেছেন তারা ২০২৩ এর মধ্যে কেউ বসে থাকবেন না। একই সঙ্গে দুই হাজার ২০- ২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অর্থাৎ ১৬ হাজার ৫০০ শূন্যপদের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন পর্ষদ সভাপতি। তিনি জানিয়েছেন ১৬৫০০ নিয়োগে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন ২৯ হাজার ৬৬৫ জন। এরমধ্যে নিয়োগের জন্য তালিকাভুক্ত হয়েছিলেন ১৩৬৮৫ জন। এর মধ্যে ১৩৫৬৪ জন চাকরিতে যোগদান করেছেন। একই সঙ্গে নট ইনক্লুডেড চাকরি প্রার্থীর সংখ্যা ১৬১০১ জন বলেই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।...

WB Primary TET Not Included 2014 West Bengal Board of Primary Education : ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর...

Teacher Group C D Recruitment WB update : পুজোর ছুটি পড়ার আগে থেকেই স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের একাংশ উধাও হতে শ...
11/10/2022

Teacher Group C D Recruitment WB update : পুজোর ছুটি পড়ার আগে থেকেই স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের একাংশ উধাও হতে শুরু করেছেন। জেলায় জেলায় স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন অনেক শিক্ষাকর্মী। মনে করা হচ্ছে এই শিক্ষাকর্মীরা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন বলেই ভয়ে স্কুল আসা বন্ধ করে দিয়েছেন।স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে স্কুল থেকে আচমকা উধাও একের পর এক শিক্ষাকর্মী। পুজোর ছুটি মিটলেই শিক্ষকদের ইস্তফার জল্পনা শুরু হয়েছে।স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ৯৭৩ জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর অবৈধ নিয়োগের কথা সামনে এসেছিল আগেই। তাঁদের একটা বড় অংশ পুজোর ছুটি পড়ার আগেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। পরবর্তী সময়ে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়।...

Teacher Group C D Recruitment WB update : পুজোর ছুটি পড়ার আগে থেকেই স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের একাংশ উধাও হতে শুরু করেছেন। জেলায় জে...

Bikash Ranjan Bhattacharya on Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক...
11/10/2022

Bikash Ranjan Bhattacharya on Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা ই ডি। জানা গেছে বয়ানে অসংগতি এবং এরাই অসহযোগিতার অভিযোগ এনে মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য সোমবার মানিক বাবুকে সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সে সময় তিনি ইডি আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেননি বলেই অভিযোগ উঠছে। এবার মানিক ভট্টাচার্যের গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।...

Bikash Ranjan Bhattacharya on Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানি...

WBBPE Ex Chairman Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ...
11/10/2022

WBBPE Ex Chairman Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা ই ডি। জানা গেছে বয়ানে অসংগতি এবং এরাই অসহযোগিতার অভিযোগ এনে মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য সোমবার মানিক বাবুকে সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সে সময় তিনি ইডি আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেননি বলেই অভিযোগ উঠছে।সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিককে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। সূত্রের খবর, ইডির তরফে তাঁকে যে সময়ে তলব করা হয়েছিল, সেই সময়ের অনেক পরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন। এরপর রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দিয়েছিল, তাতেও মানিকের নাম ছিল। চার্জশিটে অভিযোগ আনা হয়েছিল যে, চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন মানিক।...

WBBPE Ex Chairman Manik Bhattacharya ED Arrest Update : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট.....

UGC NPE Constituent College 2022 : এবার এমপির সুপারিশ অনুযায়ী constituent এবং স্বীকৃত কলেজগুলিকে স্বশাসনের অনুমতি দিল ব...
11/10/2022

UGC NPE Constituent College 2022 : এবার এমপির সুপারিশ অনুযায়ী constituent এবং স্বীকৃত কলেজগুলিকে স্বশাসনের অনুমতি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জানা গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি এবং জাতীয় শিক্ষানীতির সংশোধিত নির্দেশিকা অনুমোদন করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০২০ সালে এই নির্দেশিকায় জাতীয় শিক্ষানীতি স্বীকৃত এবং constitute college গুলোকে শশাসনের অধিকারের কথার সুপারিশ করা হয়েছিল। এবার সেই সুপারিশকেই কার্যত অনুমোদন দিল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন জগদীশ কুমার জানিয়েছেন আগামী ১১ ই অক্টোবর এর মধ্যে ইউজিসির অনুমোদিত খসড়াটি জনসমক্ষে আনা হবে অংশীদারদের সুবিধার জন্য। এই ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তনগুলি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে কলেজগুলোকে দ্রুত স্বশাসনের অনুমোদন দেওয়া যায় এবং কলেজগুলিকে ন‍্যাকের রেটিং দেওয়া যেতে পারে।...

UGC NPE Constituent College 2022 : এবার এমপির সুপারিশ অনুযায়ী constituent এবং স্বীকৃত কলেজগুলিকে স্বশাসনের অনুমতি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জ.....

Address

Kanjia

733209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divine Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Divine Bengal:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share