18/11/2020
পিপাসা!
এ কোনো সাধারণ পিপাসা নয়।এ যেন এক মহা পিপাসা।
আপনার সামনে অনেক গুলো পানির বোতল ও অনেক গুলো মদের বোতল। পিপাসা মেটানোর জন্য আপনার যেকোনো একটা পান করতে হবে।
পানি খাওয়া, আল্লাহর বিধান অনুযায়ী হালাল এবং মদ খাওয়া হারাম।
আপনার পিপাসার মাত্রা এতো বেশি যে আল্লাহর বিধান অনুযায়ী, সেসময় পানি খাওয়া টা শুধু হালাল-ই নয় ফরজ।
এমন পিপাসার্ত অবস্থায় একদল মানুষ এসে আপনার সামনে থেকে পানির বোতল গুলো সরিয়ে নিল। তখন? তখন আপনি কি করবেন? আপনি বাধ্য হবেন মদের বোতলে হাত দিতে।
এমন পিপাসার্ত অবস্থায় আছে বর্তমানের কিশোর-কিশোরি এবং যুবক-যুবতিরা। তারা বয়ঃসন্ধির পর যখন কিশোর হয় তখনই তাদের এই শারীরিক চাহিদা (পিপাসা) তৈরি হয়। প্রায় ৯ থেকে ১৬ বছর বয়সেই এমন টা হয়।
তাদের এই পিপাসা মেটানোর জন্য আল্লাহ তায়ালা বিয়ে কে হালাল করেছেন আর অন্য সকল উপায় হারাম করেছেন।
অথচ তাদের কাছ থেকে হালাল(ক্ষেত্রবিশেষে ফরজ) উপায় টা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হারাম উপায় গুলো হাতে তুলে দেওয়া হয়েছে।
বর্তমান ফিতনার যুগে তারা হালাল তো পাচ্ছেই না বরং হারাম পাচ্ছে হাতের কাছে। তাদের বাধ্য হয়েই হারামে লিপ্ত হতে হচ্ছে।
আসুন, আমরা আমাদের মানসিকতা বদলাই।বিয়ে কে সমাজে সহজ করি। উঠতি বয়সের ছেলে মেয়েদের হারামে লিপ্ত হতে বাধ্য না করি।তাদের হাতে হালাল উপায় টি তুলে দেই।
কপি করার অনুমতি দেওয়া হলো। ছড়িয়ে দিন কথা গুলো। ক্রেডিট থাকলেই হবে, ইং শা আল্লাহ।