Ahasan's Diaries

  • Home
  • Ahasan's Diaries

Ahasan's Diaries Personal Blog

08/10/2024

এখানে মানুষ স্বাধীন হওয়ার ছলে আজ নিঃসঙ্গ। তাদের প্রাণশক্তি ক্ষীণ। আর সেই প্রাণ শক্তি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ঐতিহ্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার।

29/08/2024

১০০ ডলারের বছরে ২০% রিটার্ন মানে ২০ ডলার।

১ মিলিয়ন ডলারের বছরে ১০% রিটার্ন মানে ১ লাখ ডলার।

রিটার্ন এর পার্সেন্টেজের হিসাব দিয়ে লাভ নাই। তুমিও গরীব, আমিও গরীব।

28/08/2024

চলে যাওয়া সরকারের দেশি সোর্স থেকে ঋন নেয়াটা আমার কখনো পছন্দ ছিলো না।

হিসেবে সব মিলিয়ে দেশি লোন ছিলো ৯ লাখ ৫৩ হাজার ৮১৪ কোটি টাকা। এই দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংকব্যবস্থা থেকে নেওয়া ঋণের স্থিতিই ছিল ৫ লাখ ২৫ হাজার ৪৪৭ কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে। এ ছাড়া সঞ্চয়পত্র ও সাধারণ ভবিষ্য তহবিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ।

দুইটা কারনে পছন্দ না বিশেষ করে।

এক, এই ঋনের টাকা যদি সরকার না নিতো সাধারন মানুষ এটাকে ব্যবহার করতে পারতো। যদিও সরকার নিলেও সেটা জিডিপি প্রবৃদ্ধিতে ভালো হেল্প করে। কিন্তু সেটা পে অফ কিভাবে করতেছে সেটা ফ্যাক্ট। এখানে ট্যাক্সের টাকা বা অন্য কোথাও থেকেই আসবে।

যদি ট্যাক্স বাড়ানো হয়, সেটা জিডিপি বা সেভিং এসব দিকে টান দিবে।

অপরপক্ষে খুব সাধারন ভাবে চিন্তা করলে সাধারন ব্যবসায়ীরা কিন্তু তাদের প্রফিটের টাকা থেকে পে করতো। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও ঘটতো।

দুই, উচ্চ ইন্টারেস্ট রেট। আপনি চিন্তা করেন, আপনাকে যদি কেউ বলে বছরে ১০-১২% সুদ দিতে হবে তাহলে বাজেটের কি পরিমান টাকা জাস্ট এখানে চলে যাবে।

আবার চিন্তা করেন, সরকারি প্রজেক্টের প্রত্যক্ষ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি এতো বেশি যে ওরা ওখান থেকে পে অফ করতে পারবে? নাহ। পারবে না। অন্য খাত থেকে টাকা নিয়ে পে অফ করতে পারে।

তর্কের খাতিরে ধরে নিলাম যেসব প্রজেক্টের জন্য ঋন নিয়েছে তার পরোক্ষ রিটার্ন বেশি। কিন্তু আমার কাছে যদি আল্টারনেটিভ সোর্স থাকতো যেখানে ৩-৫% ইন্টারেস্টে ঋন নিতে পারবো, কেন আমি এই এক্সপেন্সিভ ওয়েতে যাবো?

আরেকটা থট আসে এখানে, প্রজেক্ট কমপ্লিট করতে বছরের পর বছর পার করলে সেখানে ঋনের বোঝা ডাবল হতে ৬-৭ বছর লাগে। তার মানে প্রজেক্ট শেষ হবাত আগেই একচুয়াল খরচ দ্বিগুন। বড় প্রজেক্ট গুলার কথা বলতেছি।

লেটস সি, কিভাবে বাকি দিনগুলায় ডিসিশন নেয়া হয়।

15/08/2024

একটা পয়েন্ট আপনারা জ্ঞানীরা একটু মিস করে যাচ্ছেন। যারা এইযে একটা জেনারেশনকে বুঝাতে চাচ্ছেন, শোক দিবস কি জিনিষ, তারা ভুলে যাচ্ছেন এই পয়েন্টটা যে, এই স্বজন হারানোর বেদনার কথা বলে তাদের উপর গুলি চালাইছে স্বৈরাশাসক হাসিনা।

তারা কাছ থেকে বন্ধু বা পরিচিত কাউকে গুলি খেতে দেখছে। সেটাকে তখন স্বীকার করা হয় নি। তাদের পয়েন্ট অফ ভিউটা ওখানেই আটকে আছে এই মুহুর্তে।

আপনারাও বেশিরভাগ তখন একেবারে চুপ ছিলেন। সেটার জবাব দেন। একবারো তো উল্লেখ করতেছেন না, একজন খুনি কিভাবে এই পর্যায়ে একটা সিচুয়েশন নিয়ে আসছে যে আজকে এই দিন দেখতে হচ্ছে যে, জাতির জন্য যাকে গর্ব করে তুলার প্রয়োজন ছিলো তাকে অবজ্ঞা করতেছে বেশিরভাগ মানুষ।

আগে একটু খুনি হাসিনার বিচার চান। তারপর লিখেন, মেয়ের জন্য বাপকে তাচ্ছিল্য না করতে। সেটা না করে এক পাক্ষিক ক্ষোভ প্রকাশ করেন এদেরকে এগেইন্সটে নিয়ে নিচ্ছেন।

যাই হোক, একটা ব্যাপারকে গ্রহনযোগ্যতা দিতে আরেকটা ব্যাপারকে ছোট করার আগে মুল ঝামেলাগুলো সলভ করুন।

আমি নিজেও এককালে শোক প্রকাশ করছি। এবার কেন জানি দেশের এই পরিস্থিতিতে অন্য কিছুই মাথায় আসতেছে না। তবে আমি শ্রদ্ধা করি ১৯৭১ এর নেতা হিসেবে, এটা অনস্বীকার্য নয়।

আপাততো কাদা ছোড়াছুড়ি না করে সব পক্ষের উচিত ট্রাম্পকে ট্রাম্প বলে পাশাপাশি ইতিহাসকেও সম্মান দিয়ে নিজেদের কাজে ফোকাস করা। দেশকে ভালো করায় ফোকাস করা।

আর ইনাই বিনাই প্লিজ কথা না বলে, কিছুদিন আগের গনহত্যার বিচার চান কিনা সেটা উল্লেখ করেন শোকের পাশাপাশি। আপনাদের পয়েন্ট অফ স্ট্যান্ড ক্লিয়ার হবে।

07/08/2024

I am standing with Dr. Yunus. At least till a good reformation in Bangladesh.

We were looking for an alternative. So, its important to give some time rather than choosing the worst people for the govt.

06/08/2024

দুইটা জিনিষ এই মুহুর্তে নিশ্চিত করা জরুরি প্রতিটা জায়গায়-

১) সমালোচনা বা প্রতিবাদ করলে তার পিছনে দলীয় ভিত্তিক কোন টর্চার নেমে আসবে না

২) প্রতিটা অফিস থেকে দুর্নীতিকে না করতে হবে। দরকার দলে সামান্য আকারে ফি বর্ধিত করুক বা ফি এড করুক। কিন্তু দুর্নীতিকে একেবারেই না ঘোষনা করতে হবে।

05/08/2024

আপনারা যদি ভিন্ন ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কিসের মুসলমান আপনারা।

হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। ’ –সুনানে আবু দাউদ : ৩০৫২

ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) আরো বলেছেন, ‘যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয়। ’
- সুনানে আবু দাউদ : ৫১২৩

05/08/2024

আজকের গণ ভবনের থেকে বিবৃতির কিছু প্রিডিকশন-

১) গ্লিসারিন চোখে দিয়ে ডাইনি বুড়ি কান্না করতে করতে জাতির কাছে কান্না করবে।

২) জাতির কাছে এমন কিছুর জন্য কষ্ট পাচ্ছে এবং সঠিক ভাবে পরিচালনা করতে না পারার জন্য একটু একটু ক্ষমা চাইতেও পারে অনেক কষ্টে আর জোর করে।

৩) সংলাপে বসতে আগ্রহ দেখাবে সমন্বয়কদের সাথে।

৪) এরপর দায়ী সকলের বিচার হবে বলবে। অথচ এটা বলবে না তার দলের দায়। সব ঢালাও ভাবে জামাত শিবিরের উপর চাপাই দিবে।

৫) নিরীহ ছাত্র সহ সাধারন মানুষ পুলিশের গুলিতে মারা গেছে সেসব স্বীকার করবে না। কেননা এটা রেকর্ডেড থাকবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তার দলের লোকের মানুষের কথা থাকবে।

৬) দিনশেষে কিছু মন্ত্রীর পদত্যাগ দেখতে পারি। কিন্তু এতো নিরীহ ছাত্রদের রাস্তা থেকে তুলে নিয়ে গেছে তাদের কি হবে সেই বিষয়ে কোন সুরাহা দিবে বইল্লা মনে হয় না।

৭) ও হ্যা, একটু ক্ষয় ক্ষতি নিয়ে আলোচনা করবে। সেখানে মানুষের জীবনের চেয়ে ম্যাটেরিয়াল বিষয় বেশি থাকবে।

পরিশেষে বলতে চাই, মুখের উপরে একগাদা মিথ্যা কথা শুনতে পারি। যার নাই মুখের ঠিক, তার আবার বিবৃতি। যেইটাও ২-৩ সপ্তাহ আগে সুন্দর ভাবে দিলে এই অবস্থায় যেতই না সিচুয়েশন।

অনির্দিষ্টকালের জন্য বিচার বিভাগ বন্ধ? এর মানে তাহলে যাদের গ্রেফতার করা হবে তাদের অনির্দিষ্টকালের জন্য কোন প্রমান বা নোট...
04/08/2024

অনির্দিষ্টকালের জন্য বিচার বিভাগ বন্ধ?

এর মানে তাহলে যাদের গ্রেফতার করা হবে তাদের অনির্দিষ্টকালের জন্য কোন প্রমান বা নোটিশ ছাড়া রেখে দিতে পারবে। এইতো?

লাস্ট কবে এরকম কিছু শুনছি বা দেখছি বা পড়ছি, একটা দিনও মনে করতে পারতেছি না।।

শুকর ছানা গুলা নাকি দাবি মেনে নিছে আর এদিকে বিচার ব্যবস্থা থেকে এই জিনিষ আসে?আবার টোকাই লীগ দিয়ে ভাংগচুর চালাচ্ছে। এরাই ...
04/08/2024

শুকর ছানা গুলা নাকি দাবি মেনে নিছে আর এদিকে বিচার ব্যবস্থা থেকে এই জিনিষ আসে?

আবার টোকাই লীগ দিয়ে ভাংগচুর চালাচ্ছে। এরাই নাকি উন্নয়ন করাচ্ছে।

এবং এসব লুকাতে ইন্টারনেটও অফ করে দিছে। আর কি বাকি রাখবে।

Housing caused the worst financial crisis in recent memory. When mortgages rate increases, the people feel about not buy...
21/08/2023

Housing caused the worst financial crisis in recent memory.

When mortgages rate increases, the people feel about not buying houses, numerous new houses remained empty, and millions of Americans were suddenly underwater.

Throughout the preceding century, the housing market met considerable barriers, but none, with the exception of the Great Depression of 1929, led to the decrease in home values that happened during the Great Recession of 2007.

But still I believe, its has significantly lower risk compared to the Subprime lending during the Great Recession of 2005-2007.

While there may be a decline in demand and the pandemic-induced housing boom may slow down somewhat, there are no signs of a housing market crashing again in 2023.

21/08/2023

ফেসবুকের এলগারিদম এটাকে এমনভাবে এডিক্টিভ করে তুলে যে তা উপলব্ধি থেকে এর থেকে বিদায়ের সময় সম্ভবত চলে এসেছে।

কিন্তু সমস্যাখানা হল, আমরা আমাদের আশেপাশের সবার সাথে এমন ভাবে কানেক্টেড যে এই কাজটা দুর্বোধ্য লাগে।

তবে ডিসিশন নেয়ার মতো সময় হয়তো চলে এসেছে। অন্যথা আশেপাশের অনেক কিছুর রিয়েলিটি থেকে দূরে সরে যাওয়ার সময় আসতে বেশি দেরি নাই।

কি একটা অবস্থা।

১৪৪১০ ফিট উচ্চতার এই মাউন্টেন ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ ভলকানিক গ্লাসিয়ার কেইভ সিস্টেম। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলক...
14/08/2023

১৪৪১০ ফিট উচ্চতার এই মাউন্টেন ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ ভলকানিক গ্লাসিয়ার কেইভ সিস্টেম। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলকে অবজারবেশনও করার জন্য এটাকে স্টাডি করা যায়।

আগে ১৮৮৬ সালে যা গ্লাসিয়ার বা হিমবাহ ছিলো বর্তমানে তার অর্ধেকের অস্তিত্ব পাওয়া যায় বর্তমানে।

ওভারল, সুন্দর উপভোগ্য এক দৃশ্য।

13/08/2023

সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন তা গভীর ভাবে মনোযোগ না দিলে হয়তো অনেক কিছুই সহজে চোখে পড়ে না।

এবার প্লেনে রাতের বেলায় জার্নির সময় বাইরে তারা দেখছিলাম টানা। মাটি থেকে অনেক উপরে থাকার কারনেই হোক বা আকাশ পরিষ্কার থাকার কারনেই হোক, এরমাঝে বেশ কয়েকবার (গুনে গুনে আটবার) ছোটখাটো উল্কা টাইপ কিছু পৃথিবীর বাতাসের সংস্পর্শে আসতেই জ্বলে উঠে বাতাসেই মিলিয়ে যেতে দেখা গেল।

আচ্ছা এই প্রক্রিয়া যদি না থাকতো প্রতিনিয়ত পৃথিবী এবং তার প্রানীকুল মহাকাশ থেকে ধেয়ে আসা এসব পাথুরে জিনিষে নিজেদের টিকিয়ে রাখতে পারতো?

স্রষ্টার এসব সৃষ্টি একটু গভীর ভাবে তাকালে অনেক কিছু ভাবায়। কত সুক্ষ একেকটা বিষয় আর তার কতখানি প্রভাব বিস্তৃত। অথচ আমরা সহজে উপলব্ধি করতে পারি না তা।

12/08/2023

Sometime you have to get lost before you find yourself.

A question arised earlier, why deflation has negative impacts over economy.There are several ways to look into that.If a...
09/08/2023

A question arised earlier, why deflation has negative impacts over economy.

There are several ways to look into that.

If all prices fall, it's a disaster. Falling prices means lower revenue and profit margins for companies. If companies can't make money that will lead us to layoffs, less hiring, stagnant wages, and outright pay cuts. So, unemployment increases.

Now, it will have another butterfly impact.

Consumers with lower incomes have less money to spend, which tends to lock the cycle in place.

With sales down, firms have to cut prices even more to get business.

No new investment will join the market.

The worst part comes when everybody realizes that prices are falling, because nobody wants to buy something today, if it will be cheaper tomorrow.

Buyers would rather sit on the sidelines and wait for prices to bottom out.

Overall, GDP will fall.

৬০০ একরের উপর তৈরি ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রজেক্ট। খরচ হিসেব করলেও তুলনামুলক অন্য অনেক প্রজেক্টের তুলনায় ঠিকই মনে হ...
09/08/2023

৬০০ একরের উপর তৈরি ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রজেক্ট। খরচ হিসেব করলেও তুলনামুলক অন্য অনেক প্রজেক্টের তুলনায় ঠিকই মনে হল। কোথায় যেন পড়েছিলাম ১৭০০ কোটি টাকার প্রজেক্ট।

সৌর বিদ্যূতের এই প্রজেক্টগুলায় সরকার, ওয়ার্ল্ড ব্যাংক সহ অনেক ভর্তুকি এককালে দেয়া হতো। আমার জানা নাই, বর্তমানে সেটা আছে কিনা।

সম্ভবত বেক্সিমকো পাওয়ার কোম্পানি এটা করেছে। সুতরাং তারা হিসেব নিকেশ বুঝেই ইনভেস্ট করেছে।

সমস্যা হল, এসব পাওয়ার কোম্পানিকে এরকম লং টার্ম প্রজেক্টে বিশ্বাস করা যায় না কেন জানি। মনে হয় ভর্তুকির টাকাটা জলে যাবে নাতো?

কিন্তু কিছু করার নেই। আপাততো রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে আমাদের যেতে হবে। ফর এক্সাম্পল, ন্যাচারাল গ্যাসের জায়গাটা ফিলাপের স্বার্থেও হলেও।

উপকুলীয় আমাদের এক বিশাল অনুর্বর ভুমি আছে। আমি জানি না কতটা ফিজিবল উপকুলীয় অঞ্চলে এমন কিছুর। তবে সেসব কাজে লাগাতে পারলে মন্দ হতো না।

আশা করি, শত শত নেগেটিভ আশংকার মাঝেও বাংলাদেশ ভালো রিটার্ন পাবে এই সেক্টর থেকে।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan's Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share