Ahasan's Diaries

  • Home
  • Ahasan's Diaries

Ahasan's Diaries Personal Blog

Housing caused the worst financial crisis in recent memory. When mortgages rate increases, the people feel about not buy...
21/08/2023

Housing caused the worst financial crisis in recent memory.

When mortgages rate increases, the people feel about not buying houses, numerous new houses remained empty, and millions of Americans were suddenly underwater.

Throughout the preceding century, the housing market met considerable barriers, but none, with the exception of the Great Depression of 1929, led to the decrease in home values that happened during the Great Recession of 2007.

But still I believe, its has significantly lower risk compared to the Subprime lending during the Great Recession of 2005-2007.

While there may be a decline in demand and the pandemic-induced housing boom may slow down somewhat, there are no signs of a housing market crashing again in 2023.

21/08/2023

ফেসবুকের এলগারিদম এটাকে এমনভাবে এডিক্টিভ করে তুলে যে তা উপলব্ধি থেকে এর থেকে বিদায়ের সময় সম্ভবত চলে এসেছে।

কিন্তু সমস্যাখানা হল, আমরা আমাদের আশেপাশের সবার সাথে এমন ভাবে কানেক্টেড যে এই কাজটা দুর্বোধ্য লাগে।

তবে ডিসিশন নেয়ার মতো সময় হয়তো চলে এসেছে। অন্যথা আশেপাশের অনেক কিছুর রিয়েলিটি থেকে দূরে সরে যাওয়ার সময় আসতে বেশি দেরি নাই।

কি একটা অবস্থা।

১৪৪১০ ফিট উচ্চতার এই মাউন্টেন ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ ভলকানিক গ্লাসিয়ার কেইভ সিস্টেম। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলক...
14/08/2023

১৪৪১০ ফিট উচ্চতার এই মাউন্টেন ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ ভলকানিক গ্লাসিয়ার কেইভ সিস্টেম। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলকে অবজারবেশনও করার জন্য এটাকে স্টাডি করা যায়।

আগে ১৮৮৬ সালে যা গ্লাসিয়ার বা হিমবাহ ছিলো বর্তমানে তার অর্ধেকের অস্তিত্ব পাওয়া যায় বর্তমানে।

ওভারল, সুন্দর উপভোগ্য এক দৃশ্য।

13/08/2023

সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন তা গভীর ভাবে মনোযোগ না দিলে হয়তো অনেক কিছুই সহজে চোখে পড়ে না।

এবার প্লেনে রাতের বেলায় জার্নির সময় বাইরে তারা দেখছিলাম টানা। মাটি থেকে অনেক উপরে থাকার কারনেই হোক বা আকাশ পরিষ্কার থাকার কারনেই হোক, এরমাঝে বেশ কয়েকবার (গুনে গুনে আটবার) ছোটখাটো উল্কা টাইপ কিছু পৃথিবীর বাতাসের সংস্পর্শে আসতেই জ্বলে উঠে বাতাসেই মিলিয়ে যেতে দেখা গেল।

আচ্ছা এই প্রক্রিয়া যদি না থাকতো প্রতিনিয়ত পৃথিবী এবং তার প্রানীকুল মহাকাশ থেকে ধেয়ে আসা এসব পাথুরে জিনিষে নিজেদের টিকিয়ে রাখতে পারতো?

স্রষ্টার এসব সৃষ্টি একটু গভীর ভাবে তাকালে অনেক কিছু ভাবায়। কত সুক্ষ একেকটা বিষয় আর তার কতখানি প্রভাব বিস্তৃত। অথচ আমরা সহজে উপলব্ধি করতে পারি না তা।

12/08/2023

Sometime you have to get lost before you find yourself.

A question arised earlier, why deflation has negative impacts over economy.There are several ways to look into that.If a...
09/08/2023

A question arised earlier, why deflation has negative impacts over economy.

There are several ways to look into that.

If all prices fall, it's a disaster. Falling prices means lower revenue and profit margins for companies. If companies can't make money that will lead us to layoffs, less hiring, stagnant wages, and outright pay cuts. So, unemployment increases.

Now, it will have another butterfly impact.

Consumers with lower incomes have less money to spend, which tends to lock the cycle in place.

With sales down, firms have to cut prices even more to get business.

No new investment will join the market.

The worst part comes when everybody realizes that prices are falling, because nobody wants to buy something today, if it will be cheaper tomorrow.

Buyers would rather sit on the sidelines and wait for prices to bottom out.

Overall, GDP will fall.

৬০০ একরের উপর তৈরি ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রজেক্ট। খরচ হিসেব করলেও তুলনামুলক অন্য অনেক প্রজেক্টের তুলনায় ঠিকই মনে হ...
09/08/2023

৬০০ একরের উপর তৈরি ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রজেক্ট। খরচ হিসেব করলেও তুলনামুলক অন্য অনেক প্রজেক্টের তুলনায় ঠিকই মনে হল। কোথায় যেন পড়েছিলাম ১৭০০ কোটি টাকার প্রজেক্ট।

সৌর বিদ্যূতের এই প্রজেক্টগুলায় সরকার, ওয়ার্ল্ড ব্যাংক সহ অনেক ভর্তুকি এককালে দেয়া হতো। আমার জানা নাই, বর্তমানে সেটা আছে কিনা।

সম্ভবত বেক্সিমকো পাওয়ার কোম্পানি এটা করেছে। সুতরাং তারা হিসেব নিকেশ বুঝেই ইনভেস্ট করেছে।

সমস্যা হল, এসব পাওয়ার কোম্পানিকে এরকম লং টার্ম প্রজেক্টে বিশ্বাস করা যায় না কেন জানি। মনে হয় ভর্তুকির টাকাটা জলে যাবে নাতো?

কিন্তু কিছু করার নেই। আপাততো রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে আমাদের যেতে হবে। ফর এক্সাম্পল, ন্যাচারাল গ্যাসের জায়গাটা ফিলাপের স্বার্থেও হলেও।

উপকুলীয় আমাদের এক বিশাল অনুর্বর ভুমি আছে। আমি জানি না কতটা ফিজিবল উপকুলীয় অঞ্চলে এমন কিছুর। তবে সেসব কাজে লাগাতে পারলে মন্দ হতো না।

আশা করি, শত শত নেগেটিভ আশংকার মাঝেও বাংলাদেশ ভালো রিটার্ন পাবে এই সেক্টর থেকে।।

09/08/2023

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি চীন দুটো সমস্যায় পড়েছে।

প্রথমত, তাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট খুব রিসেন্টলি গ্রোথের পরিবর্তে উল্টো দিকে ফল করেছে।

দ্বিতীয়ত, তারা মুদ্রাস্ফীতির জায়গায় Deflation এ চলে গিয়েছে।

সাধারনত, চীনের অর্থনীতিতে ব্যাপারগুলা আমাদের জন্য নতুন। অন্তত গত দুই তিন দশকের হিসেব করলে।

১৭ ট্রিলিয়নের এই অর্থনীতির এই অবস্থায় সামগ্রিক ভাবে পৃথিবীর ইকোনোমিক মুভমেন্টে সামান্য হলেও ইম্প্যাক্ট থাকবে।

এমনকি কোথায় যেন রিপোর্ট পড়ছিলাম ২৩ ট্রিলিয়নের যুক্তরাষ্ট্রের ইকোনোমিও আগামী বছরের শুরুতে মন্দাভাব দেখতে পারে। সেটা হয়তো ফেডারেল রিজার্ভ ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে শক্ত অবস্থানে থাকার ফলাফল হিসেবে হতে পারে।

আমাদের এক্সপোর্টের জন্য আমরা যুক্তরাষ্ট্র আর ইম্পোর্টের জন্য চীনের উপর আমরা ভালোই নির্ভরশীল। এমন অবস্থায় এই দুই দেশের ইকোনোমি স্লো হলে তার ইম্প্যাক্ট পুরো পৃথিবী জুড়েই পড়াটা স্বাভাবিক।

সামনের দিনগুলো কঠিন আসতেছে হয়তো। কে কিভাবে নিজেকে সেই দিনগুলোর জন্য তৈরি করছে তা এখন দেখার বিষয়।

04/08/2023

লেখাটা মাইক্রোক্রেডিট নিয়ে কাজ করা অর্গানাইজেশনকে নিয়ে ধুয়ে দেন তাদের জন্য।

আজকে কোথায় যেন পড়লাম, দারিদ্রতা আর ক্ষুধার তাড়নায় স্বামী স্ত্রী সহ দুইজনই সুইসাইড করেছে। সেখানে উল্লেখ ছিলো, ত্রিশ হাজার টাকার ঋণের বোঝা তাদের কাধে ছিলো, যা নেয়া হয়েছিলো চড়া সুদে। ফলাফল, প্রতিমাসে ৩ হাজার টাকা তাদের সুদই দিতে হতো। সেটা যদি সত্য হয় ইন্টারেস্ট রেট দাড়াচ্ছে ১২০% প্রতি বছরে।

সুদ জিনিষটা কখনোই পছন্দের না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা এভয়েড করে কেউ ধার দেয়ার প্রবনতা বা সম্ভবনা বর্তমানে কমে আসতেছে। আর ধর্মীয় দিকে সুদ তো আগে থেকেই বাদ। যাই হোক, প্রথম বিষয়ে ফ্রে আসি।

মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনগুলো কি এতোটা চড়া সুদে মানুষকে ঋণ দিতো? নাকি এই মহাজনী ব্যবস্থাকে তুলে দেয়ার জন্য তারা কিছুটা ক্রেডিট পায়?

একটা বড় অর্গানাইজেশন গড়ে তুলতে গেলে হান্ডেড পার্সেন্ট পজেটিভ আউটপুট আসবে না। কিন্তু এই মহাজনী ব্যবস্থা থেকে দেশের অনেক মানুষকে তুলে আনার পিছনে এদের যে অবদান ছিলো সেটাকেও আজকাল ছোট করা হয়। বিশেষ করে, পলিটিকাল ইস্যু আসার পর ব্যাপারটা আরো বাজে আকার ধারন করে এটা খালি চোখে প্রতীয়মান।

এই যে দুইটা মানুষ কি কারনে এই যন্ত্রনায় ভুগবে। কেন তাদেরকে বের করা গেল না এই চক্রীয় সুদের চক্কর থেকে। এখন এটার এক্সপ্লেনেশন কি? আমার জানা নেই।

কিন্তু পৃথিবীতে যারা এমন প্রতিকুলতা দিয়ে যায় তাদের পাশে ফাইন্যান্সিয়াললি পাশে দাঁড়ানো খুব একটা দেখা যায়। সেখানে, মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনগুলোকে ধুয়ে দিলেই তো হবে না বিকল্প ব্যবস্থা যদি না তৈরি করে থাকি আমরা।

জীবন কঠিন, যখন তোমার পকেট শুন্য।

03/08/2023

বিসিএসের রেজাল্ট দেখলে আমার খুব কাছের এক বড় ভাই এর কথা মনে পড়ে। হলে এক রুমে থাকার কারনে কাছ থেকে দেখা ভাইকে। আমি ঘুমানোর সময় দেখতাম ভাইকে পড়তেছে, আবার ঘুম থেকে উঠে দেখতাম ভাই পড়তেছে।

আবার ভোর ছয়টা বা সাতটায় দেখতাম লাইব্রেরির সামনে বিশাল লাইন। মাঝে মাঝে বিকালে চা খেতে যেতাম লাইব্রেরির সামনে সেখানে দেখা হতো অনেকের সাথে।

পুরো প্রসেসটা কতটা পেইনফুল আর ধৈর্য্যশীলতার কেউ হয়তো অনুধাবন করতে পারবে না সহজে যদি নিজে তার মধ্য দিয়ে যায়।

আমার পুরো ফেসবুকের হোমপেজ এখন ক্যাডারময়।সবাই কনগ্রেটস জানাচ্ছে বা নিজের প্রাপ্তি নিয়ে খুশি।
তাদেরকে শুভ কামনা জানাই।

তবে আমার সবচেয়ে বেশি শুভ কামনা থাকবে তাদের জন্য যারা এতোটা পরিশ্রম করেও হয়তো নিজেদের পছন্দের এই জায়গায় আপাততো উত্তীর্ন হতে পারে নাই। হয়তো ফিউচারে হয়ে যাবে।

কিন্তু তাও না হলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনারা ধৈর্য্যের আর পরিশ্রমের যে জায়গাটা দেখিয়েছেন তা ধরে রাখলে জীবনে কোনকিছু না কিছু ভালো ভাবেই হয়ে যাবে। শুভ কামনা থাকলো সবার জন্য। আল্লাহ ভরসা।

01/08/2023

যেসকল মানুষ অপেক্ষাকৃত স্বচ্ছল পরিবারে জন্মগ্রহন করে, তাদের কনফিডেন্স লেভেল তুলনামুলক অন্যদের চেয়ে বেশি হয়। ব্যাপারটা স্বাভাবিক। কেননা বেশিরভাগের মাথার উপর ছাদ নিশ্চিত। এরপর তারা যে স্টেপই নেয় সেখান থেকে নিজের অগ্রগতির জন্য নিতে পারে। রিস্ক বেশি নেয়ার ক্যাপাবিলিটি থাকায় সাকসেসফুল হবার সম্ভবনাও বেশি হয়ে থাকে।

আবার যারা তুলনামুলক একেবারে দারিদ্রসীমার নিচে থাকে, তাদেরও অনেকে মাঝে মাঝে উঠে আসে শুধু হারানোর কিছু নাই এই ভয়টাকে জয় করে পুজি করে।

সমস্যায় পড়ে যায় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের। জীবনের একটা ভীত গড়তে পার হয়ে যায় বেশিরভাগ সময়। ততোদিনে শখ আহ্লাদ জাতীয় অনেক বিষয় সেক্রেফাইস করে রোবটিক হয়ে যায় মানুষগুলো। কনফিডেন্স লেভেলেও মাঝারি আকারের হওয়াতে হাই ফ্লাইং ড্রিম খুব অল্প মানুষজন দেখতে পারে। সব মিলিয়ে নিজের ড্রিম একসময় ভুলে যাবার প্রবনতা থাকে।

এখানেই জীবনের অদ্ভুত সমীকরনগুলো কেমন যেন। একটু অগোছালো, আর একটু এলোমেলো। দিনশেষে বিশ্বজয়ের স্বপ্নে বিভর মানুষগুলো একসময় ছোটখাটো পরিসরে নিজেকে বন্দী করে ফেলে। এভাবেই কি চলে যাবে বাকি জীবন? মাঝে মাঝে প্রশ্ন গুলো তার মাথায় কাজ করে।

২০০৬-২০২৩,  প্রায় ১৮ বছর। সাথে ১৬৮ টা টেস্ট এবং ৬০০+ টেস্ট উইকেট।অসাধারন এক ক্যারিয়ার। অসাধারন কিছু ম্যাচ।
31/07/2023

২০০৬-২০২৩, প্রায় ১৮ বছর। সাথে ১৬৮ টা টেস্ট এবং ৬০০+ টেস্ট উইকেট।

অসাধারন এক ক্যারিয়ার। অসাধারন কিছু ম্যাচ।

31/07/2023

রবিবার রাত এলেই যেন রাস্তাগুলোর নিরবতা বেড়ে যায়। কেমন যেন গা ছম ছম করা একটা ব্যাপার। যেন রাস্তায় বের হলে ভুতুড়ে কোনকিছু তাড়া করবে।

কিন্তু এরপরেই মনে পড়ে, কাল সোমবার। আপাততো আমারো ভুতুড়ে রাস্তায় বের না হয়ে বাসায় ফিরতে হবে আরেকখানা উইকেন্ডের আশায়।

খালি মনের মাঝে একখানা প্রশ্ন উকি দেয়। উইকেন্ড কেন এতো দ্রুত চলে যায়?

28/07/2023

আমি মাঝে মাঝে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের ডাটা ঘেটে দেখি।

বাংলাদেশ সরকারের ৮০ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট টার্গেট জাতীয় কিছু একটা চোখে পড়ছিলো কোন এক কালে।

তারমানে যেখানে আমরা এক্সপোর্ট করছি, সেখানে আরো বেশি এক্সপোর্ট করতে হবে। অথবা, নতুন মার্কেট খুজতে হবে।

হুট করে আজ আবিষ্কার করলাম এবছরের প্রথম ৫ মাসে ইউএস এর সাথে আমাদের এক্সপোর্ট ১৯.১৬% কমেছে। অন্যতম কারন, ইউ এস এ তে সামগ্রিক ভাবেই ২২% এর মতো পোষাক জাতীয় পন্যের আমদাই কমেছে।

কিন্তু যে দেশের ইকোনোমির ৭৫-৮০ ভাগ এক্সপোর্ট একখাতে আর সেখানে যদি এই ধরনের ডাটা চোখে পড়ে ব্যাপারটা ভাবার মতো।

আমি জানি না বাংলাদেশ আল্টারনেটিভ মার্কেট নিয়ে করছে বা এক্সিস্টেন্ট মার্কেটে কতটুকু রফতানি বাড়াতে চেষ্টা করছে বা এক্সপোর্ট প্রোডাক্ট এর ডাইভারসিফেকেশনের কাজ কতদুর এগিয়েছে।

কিন্তু এটা খালি চোখে দৃশ্যমান। ৮০ বিলিয়ন রফতানির টার্গেট আমার চোখে অন্তত ফিজিবল কোন অপশন হিসেবে ধরা দিচ্ছে না।

সেক্ষেত্রে ব্যর্থতাটা কার? বেসরকারি খাতের নিজেকে টেনে নেয়ার নাকি কতৃপক্ষের দুরদর্শীপনার?

শত শত প্রশ্ন মাথায় নিয়ে আপাততো ঘুমাতে যাই। শুভ রাত্রি।

25/07/2023

Oppenheimer দেখার পর মনে হইলো ব্যাসিক রিকুয়ারমেন্ট-

১) ধৈর্য্য। মুভিটা টানা তিন ঘন্টার।

২) ক্যামিস্ট্রি বা ফিজিক্সের ব্যাসিক জ্ঞান (যেমন আইসোটোপ, ফিশন, ফিউশান, বোসন, ইউ-২৩৫ ইত্যাদি)। তবে কোয়ান্টাম ফিজিক্স জানলে ভালো হয়।

৩) বিজ্ঞানীগনের (যেমন, ওপেনহেইমার, নীলস বোর, হাইজেনবার্গ, স্ট্রাউস, অটো হান প্রমুখ) জীবনের মিনিমাম ব্যাকগ্রাউন্ড।

৪) ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ( যেমন, রুজভেল্ট, ট্রুম্যান, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়্যার ব্যাসিকস, আমেরিকান পলিটিকাল পয়েন্ট অফ ভিউ এন্ড কমিউনিজম, হিরোশিমা আর নাগাসাকি, লিয়ট বয়, ফ্যাট বয়)।

৫) ডিফারেন্স বিটুইন মোরালিটি ভার্সেস রিয়ালিটি।

ওভারল, নোলানের আরেকটা অসাধারন মুভি। তবে অন্যান্য মুভির মতো এখানে CGI ইম্প্যাক্ট তেমন দেখানো হয় নাই। তবে হিস্টোরিকাল মুভি হিসেবে এঞ্জয়েবল।

14/07/2023

মাঝে মাঝে জীবনটারে তুলনা দিলে বান্দরবনের সেই গাইড মামার কথা মনে পড়ে। গাইড মামা একটু পর পর আমাদের মোটিবেশন দিয়ে বলতো, এইতো সামনেই পাহাড়টার ওপাড়ে গেলেই গ্রাম। কিন্তু সেই গ্রামের দেখা পাওয়ার জন্য হাটাইতেই থাকে। সেই গ্রাম আর আসে না।

কি একটা অবস্থা।

আমার ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান পাওয়েল এর কথাবার্তা ভাল্লাগে। কোনটায় ডিপ্লোমেটিকাল উত্তর দিতে হবে আর কোনটায় স্ট...
20/06/2023

আমার ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান পাওয়েল এর কথাবার্তা ভাল্লাগে। কোনটায় ডিপ্লোমেটিকাল উত্তর দিতে হবে আর কোনটায় স্ট্রিক্ট ভাবে নিজেদের টিকাই রাখার জন্য কখন কি করতে হবে সেটা প্রকাশ করার পাশাপাশি, সেটার মাঝে ব্যালেন্স কিভাবে রাখা যায়, সেটা থেকে শেখার অনেক কিছু আছে।

এদিকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে অদ্ভুত টালমাতাল অবস্থায় নিয়ে যাওয়ার পরেও, কোন ক্রমে স্বীকার করা যাবে না নীতিতে কেন্দ্রীয় ব্যাংক এখনো অটল।

আপনি যখন স্বীকার করবেন না আপনার ফল্টলাইনগুলা, আপনি সলিউশন খুজে পাওয়ার সম্ভবনা খুবই কম।

যদিও সাবেক অর্থমন্ত্রী এককালে স্বীকার করেছিলেন, ফার্মাস ব্যাংককে টিকিয়ে রাখা উনার ভুল ডিসিশন ছিলো। কিন্তু ততোদিনে দেরি হিয়ে গেছে।

আর এক্ষেত্রে দিন দিন ব্যাংকিং ব্যবস্থার অবস্থা যা যাচ্ছে, এবং পুরো স্ট্রাকচার কয়েকটা খুটি ধরে যেন বেচে আছে, সেখানে একটা ব্যাংক ফল করলেই পুরো ব্যাংকিং ব্যবস্থা হযবরল হয়ে যাবে। তখন সামলানোটা কতটা দুরহ হবে, তা নিয়ে ভাবনা আসে মাঝে মাঝে।

কিন্তু সমস্যা নাই, এভাবে ট্যাকল করে চলতে চলতে একদিন নিজের কাধে হয়তো দায়িত্ব নেয়া শিখবো আমরা।

শুভ কামনা রইলো সেদিনের জন্য।

19/06/2023

Stock market always trained and made me learn about being patience. Whenever, greed tookover, I made a negative return.

But whenever I choosed the decision based on little analysis and patience for long term, it paid off.

Its hard to see or observe loosing money in a single worst decision or even with good decisions. But, it helped me to make my heart stronger and being patience.

Being in a fear of losing money is a wall between take the step or not move with that. But once loosing this fear helps to make one to take bold decisions easily.

Most unfortunate thing is that, we start to learn this process very lately of our life. Its hard to make such decision later of our life as responsibilities come up.

I think, its better to start early, rather than learning in very late stage of our life.

From the last 6 years, its a great learning process. I am learning everyday and seems like not a bad one.

Meta is showing another layoff. Two reasons I can see from this point right now.First, the advertisement field shirnks. ...
14/03/2023

Meta is showing another layoff. Two reasons I can see from this point right now.

First, the advertisement field shirnks. Here also we can find two major shifts.

- After Covid-19 situation, people are tending to go for socializing in person.

- Apples strict plan to cut down thw advertisement for Facebook, Instagram etc.

Second, Metaverse project is huge cash burn for them.

If I am not mistaken, it burned 13 billion dollar last year alone. In 2021, it was around 10 billion dollars. They have to cut down the costs in here too.

So, the growth stage coming to an end.

Now, it should have to go for stable and diversified ways to make money. And becoming a stable company for long term.

11/03/2023

৪৮ ঘন্টার মাঝে ধসে পড়লো সিলিকন ভ্যালি ব্যাংক। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের পতন।

কেন ঘটলো এ ঘটনা? এ থেকে আমাদের বাংলাদেশি ব্যাংক গুলার শেখার কি আছে?

Though, I am still loyal to Samsung from last one and half years. But Apple seems like increasing its revenue per year c...
04/03/2023

Though, I am still loyal to Samsung from last one and half years. But Apple seems like increasing its revenue per year continuously.

Some of key statistics for Apple:

- Apple generated $394.3 billion revenue in 2022, 52% came from iPhone sales.

-Apple Services is the second largest division, responsible for 19% of revenue in 2022.

- 232 million iPhones, 61 million iPads and 26 million Mac and MacBook units were sold in 2022.

- Apple’s home and wearables division grew 7.3% in 2022.

- It sold 82 million AirPods and 53 million Apple Watches in 2022.

- Apple Music has 88 million subscribers, Apple TV+ has over 75 million.

05/07/2022

উৎসব উৎসব ভাব মন ভালো করার জন্য যথার্থ। স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা জানাই জনগনকে।

নতুন শহর ভ্রমন এবং আরেকটা মেঘলা দিন..শিকাগো, ইউএসএ
21/05/2022

নতুন শহর ভ্রমন এবং আরেকটা মেঘলা দিন..

শিকাগো, ইউএসএ

20/05/2022

ডলারের দাম বাড়ছে। এর পিছনে প্রধান কারন কি কি? ডলারের দাম বাড়ার ইম্প্যাক্ট কি পড়তে পারে? এটা থেকে রক্ষা পাবার কি উপায়?

#টাকা #অর্থনীতি #ডলার #বাংলাদেশ #ব্যবসায়ী #বাংলাদেশী #রেমিটেন্স #ব্যবসা

03/05/2022

ঈদ এবং হায়ার স্টাডিঃ

বাসার বাইরে প্রথম ঈদ। সারাদিন ক্লাস আর টিউটরিং ছিলো। কেমন যায় আসলে গ্রাড লাইফ এর প্রেসারে ঈদ?

29/04/2022

শ্রীলংকার অর্থনীতির অবস্থা বেহাল। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতোটা দুরবস্থায় পড়েনি দেশটি।

কি কারনে এমন হচ্ছে? শুধু কি চীনের ঋনটাই একমাত্র কারন? নাকি আরো কিছু কারন আছে?

এটাই বর্ননা করার চেষ্টা করেছি স্বল্প সময়ে এই ভিডিওতে।

25/04/2022

এককালে গল্প বলতাম, আগের কালে তো নাবিকরা দুর্গম সমুদ্রে জীবনের রিস্ক নিয়ে পাড়ি দিতো। ফিরবে কিনা ফিরবে না। কেউ জানতো না। তাও তো তারা জাহাজে উঠে বসতো। আমাকে কেন আটকে থাকতে হবে?

এখন সমুদ্রে করে খুব একটা পাড়ি দিতে হয় না পথিকদের। কিন্তু এয়ারপোর্টের দরজারটা পার করা মাত্রই এক ধরনের শুন্যতা কাজ করা শুরু করে। তারপরেও মাথার এক কর্নারে সুক্ষ্য ভাবে কাজ করে কিছুদিন পরে তো ফিরে আসতেছি।

যখন প্রায় দেড় দিন সমান লম্বা পাড়ি দিয়ে প্রথম নামলাম, তখনই কেন জানি মনে হচ্ছিলো এটা তো ছোট্ট জার্নি না যে দিনশেষে বাসায় ফিরে যাবো মন চাইলেই।

সপ্তাহ পার হল, মাস পার হল। এখন বছরখানেক প্রায় হতেই চললো। দিন দিন ফ্যাক্টরগুলো যতটা জটিল আকার ধারন করে সেখানে হুট করে দেশে চলে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিবো, তা থেকে দূরে সরে যাওয়া হয় যেন আরো।

সেই একবার যেন ঘর থেকে বের হলে, সেই ঘরটায় ফেরা হয় না। সপ্তাহ বা মাসখানেকের জন্য ফিরলেও হয়তো আগের মতো সেই নিজের ঘরের উপলব্ধিটা থাকবে না৷

চাইলেই ছুটে যাওয়া যাবে না দেশের এই প্রান্তে ওই প্রান্তে স্মৃতিতে কিছুটা নিজেকে আবদ্ধ করতে। কবে যাবো দেশ, সেই হিসাব করতে করতে যেন মনের অকুলেই সন্দেহ জাগে মাঝে মাঝে।

আমি সেই অতীতের নাবিক হয়ে বিশ্বকে দেখতে চেয়েছিলাম। কিন্তু কিছু কিছু নাবিকদের মতো দীর্ঘকালের জন্য হারিয়ে যাবো তা ভাবি নি।

হয়তো এভাবেই চলে আমাদের জীবন, আর এভাবেই আমরা পাড়ি দেই জীবনের এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে।

It was a movie with full of personalities. ❤️
26/03/2022

It was a movie with full of personalities. ❤️

জায়গাটা আমার পছন্দের। নদীর কুল ঘিরে সভ্যতা বা শহর গড়ে উঠার এক্সাম্পল হিসেবে হয়তো একে রাখা যায়।
03/03/2022

জায়গাটা আমার পছন্দের। নদীর কুল ঘিরে সভ্যতা বা শহর গড়ে উঠার এক্সাম্পল হিসেবে হয়তো একে রাখা যায়।

02/03/2022

In the modern world, no one can win a war. People are concern about their independence more than any other time of the history. They won't go for Slavery. As a result, it won't bring any ending to a war.

On the other hand, everyone has to suffer for a war because of globalization fact and resulting refugee crisis along with economic consequences.

ব্রুকলিনের এ পাড় হতে তুলা ম্যানহাটনের ছবিতে ওয়াল স্ট্রিট এর আটটা ব্লকের পিছনের অংশ বিশেষ আর ব্রুকলিন ব্রিজের এক পাশ তুলত...
02/01/2022

ব্রুকলিনের এ পাড় হতে তুলা ম্যানহাটনের ছবিতে ওয়াল স্ট্রিট এর আটটা ব্লকের পিছনের অংশ বিশেষ আর ব্রুকলিন ব্রিজের এক পাশ তুলতে চেয়েছিলাম। মনে হচ্ছে একই ছবিতে দুটো বিষয় তুলতে ব্যর্থ হয়েছে।

ওয়াল স্ট্রিট হচ্ছে আমার ড্রিম প্লেসগুলার একটা। হয়তো একারনে আকর্ষনীয় লাগে আমার এটাকে।

তবে অবাক হওয়া লাগে ব্রুকলিন ব্রিজটা দেখে। ১৮৮৩ সালে East River এর উপর তৈরি এই ব্রিজ এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। তাও পৃথিবীর অন্যতম ব্যস্ত এই শহরকে।

আমি যতই ঘুরি আর অর্গানাইজড বিষয়গুলো দেখি একাধারে অবাক হই আবার নিজ দিকে শের জন্য আফসোস লাগে। আমার নিজ দেশে অর্গানাইজড ভাবে কিছু হতে দেখাটা দুরহ সেটা বারে বারে মনে করিয়ে দেয়। আফসোসের সাথে মনের মাঝে কথাগুলো ঘুরে যে, আমি দায়িত্ব পেলে কিভাবে সাজাতাম আমাদের দেশটাকে।

এই কথাটা সব সময়েই বলি যে, যতক্ষন সমস্যাটা নিজের ঘাড়ে আসবে না, ততোদিন কেউ বুঝবে না। মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরে। উত্তর দ...
11/12/2021

এই কথাটা সব সময়েই বলি যে, যতক্ষন সমস্যাটা নিজের ঘাড়ে আসবে না, ততোদিন কেউ বুঝবে না।

মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরে। উত্তর দেয়ার কোন একটা লোকই যে নেই।

27/11/2021

"When someone makes a decision, he is really diving into a strong current that will carry him to places he has never dreamed of when he first made the decision.” -- The Alchemist

বইটার প্রতিটা পৃষ্টা যেন সুক্ষ এক সুতোয় আবদ্ধ করে প্রত্যেকটা মানুষের গল্পকে।

কিন্তু যতদুর মনে পড়ে শেষমেষ অদ্ভুত সুন্দর সেই গল্পে সেই রাখাল ছেলেটা যেখান থেকে শুরু করেছিলো শেষ পর্যন্ত সেখানেই ফিরে যেতে হয়েছিলো। মাঝখান দিয়ে কিছু নতুনত্ব জীবনে নতুন নতুন শিক্ষা অর্জনের পথে জীবনকে ভাবতে শিখিয়েছে।

Please take just whatever you can eat. Don't waste. Many people are not able to get food in this world.
26/11/2021

Please take just whatever you can eat. Don't waste. Many people are not able to get food in this world.

18/10/2021

ইউনিভার্সিটি লাইফে আমার পাওয়া কয়েকজন বড় ভাই এর মাঝে সবচেয়ে কাছের একজন হলেন জনি ভাই। পুরো নাম "নন্দন কর জনি"।

ভাই যেভাবে বিগত ৮-৯ বছর ধরে কেয়ার করেছেন সেটা বলার মতো না। কোন দিন ধর্ম নিয়ে আমাদের মাঝে একটুকু ঝামেলা হয়েছে বলে মনে পড়ে না। এমনকি নামাজ পড়ার জন্য সময় নিয়ে উনাকে অনেকবার দাড় করিয়ে রেখেছিলাম আমার যতদুর মনে পড়ে।

আমি দেশ ছেড়ে আসার সময় আব্বু আম্মুর কাছে জনি ভাই আর সুজন ভাই এর নাম্বার দিয়ে এসে বলছিলাম, সিলেটে কিছু লাগলে সবার প্রথম এই দুইজনকে কল দিবেন।

এটা এক প্রকার দাবি নিয়েই যেন বলে ফেলা। কেননা আমার বিশ্বাস আছে বিপদে এই মানুষগুলা দৌড়ে আসবে।

কই? কখনো তো ধর্মের বাহানা দিয়ে আমরা ব্যাপারগুলো এড়িয়ে যেতে পারি নি। উলটো আমাদের সম্পর্ক মজবুত অবস্থানে ছিলো।

যারা ধর্মের নামে অপকর্ম করে বেড়াচ্ছে, অন্যের ক্ষতি করতেছে তারা কিভাবে ধর্মের রক্ষক হয়৷ এদেরকে আইডেন্টিফাই করে রাখা উচিত৷ আজ তারা অন্যের প্রতি উগ্রতা দেখাচ্ছে। কাল অন্য প্রয়োজনে আপনার প্রতি উগ্রতা দেখাবে না গ্যারান্টি কি?

সময় থাকতে নিজের ব্রেনকে সঠিক ভাবে ব্যবহার করে ভুল শুদ্ধের মাঝে পার্থক্য নিরুপন করাটা এখন সবচেয়ে জরুরি।

17/10/2021

আমেরিকায় এসেছি প্রায় আড়াই থেকে তিন মাস হবে। এই সময়ের মাঝে আমার সাথে কথা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের আর বিভিন্ন ধর্মের মানুষের। এখানে নিজেদের জাতি বা ধর্ম নিয়ে খারাপ সিচুয়েশনে পড়তে হয়েছে এমন কথা কারো কাছ থেকে এখন পর্যন্ত শুনতে হয় নি। নিজের দেশের থেকে দূরে অন্য একটা দেশ। কিন্তু সেখানে কখনো এসব নিয়ে কথা শুনতে হয় নি।।

এবার অন্য প্রেক্ষাপটে আসি। পৃথিবীর প্রায় সব ধর্মই সবার প্রথম যে কথাটা বলে, "ভালো মানুষ হতে"। আপনি ভালো মানুষ কিভাবে হবেন?

আপনি মিথ্যা বলবেন না, আপনি অন্য কারো অপকার করবেন না, প্রতিবেশির প্রতি শ্রদ্ধাশীল হবেন, অন্যের মতামতকে নিজের মতামত দিয়ে চাপাই দেয়ার চেষ্টা করবেন না, আপনি অন্যের হক মেরে খাবেন না। এসব হল বান্দার প্রতি বান্দার হক। আপনি এটাই যদি পালন করতে না পারেন সৃষ্টিকর্তাকে কিভাবে কাছে পাবেন?

এখন আপনার প্রতি প্রশ্ন আপনি নিজে ভালো মানুষ হবার জন্য কি করছেন? কিছু না করতে পারেন, তাহলে কি অন্যের অপকার করছেন? নাকি অন্যের ভালো করতে না পারলেও অন্তত খারাপ করবেন না বলে দৃঢ় সচেষ্ট অন্তত?

আমার একটা ফিলোসোফি আছে। আমি অন্যের উপকার না করতে পারলেও অন্তত জেনে বুঝে অপকার করি না। যারা অন্তত এতোকিছু করতে না পারেন, এটা তো করতে পারেন। অন্তত আপনার দ্বারা অন্যের অপকার হবে না বা অন্য কেউ আঘাতপ্রাপ্ত হবে না।

ভালো থাকুক এই পৃথিবী। ভালো থাকুক এই পৃথিবীর সকল মানুষ। এই প্রত্যাশাই সবসময় ধারন করুক সবার মনে।

17/10/2021

একাডেমিক প্রয়োজনেই বই পড়ছিলাম। আমেরিকায় আসার পর ভেবেছিলাম মাঝে মাঝে নিজের পড়া গল্প গুলো শেয়ার করবো । কিন্তু করার সময় হয়ে উঠছিলো না আসলে।

যাই হোক প্রশ্ন ছিলো, এভারেজ আমেরিকানরা বর্তমানে কি রকফেলার থেকে ধন্যাঢ্য জীবনযাপন করেন ?

নোটঃ রকফেলার ১৮৩৯ সালে জন্মগ্রহন করা অন্যতম এক ব্যবসায়ী ছিলেন। যার ততকালীন সম্পদকে বর্তমান কারেন্সিতে কনভার্ট করলে তা দাড়াতো ২০০০০ কোটি ডলারের বেশি। যা এলন মাস্ক বা জে্ফ বেজোস এর বর্তমান সম্পদ থেকেও বেশি।

ব্যাপারগুলা আসলে অন্য ভাবে আমাদের ভাবতে শেখায়। যদিও আমি ভালোভাবে বোঝাতে পারি না। তবে নিজের কথা প্রকাশ করতে চাইলাম।

এই নীল আকাশের প্রেমে পড়া যায় মাঝে মাঝে। অন্তত প্রেমে পড়া বারন টাইপের কিছু নেই এই বিষয়ে ❤️
27/09/2021

এই নীল আকাশের প্রেমে পড়া যায় মাঝে মাঝে। অন্তত প্রেমে পড়া বারন টাইপের কিছু নেই এই বিষয়ে ❤️

20/08/2021

রাইড শুরুর দুই মিনিট পরঃ

- ইভান, চোখ খোল?
- ভাই, আমি চোখ খুলুম না।।
- খোল তো?
- আমি কি কইছিলাম আমি চোখ খুলা রাখুম নাকি বন্ধ রাখুম। আমি চোখ খুলুম না।

🤭🤭

দেশের বাইরে গেলেই সম্ভবত দেশকেই সবাই সবচেয়ে মিস করে। আর দেশের প্রতি টানটা আগের চেয়ে বেশি কাজ করে।এইতো গতদিন ইন্ডিয়ান এক ...
06/08/2021

দেশের বাইরে গেলেই সম্ভবত দেশকেই সবাই সবচেয়ে মিস করে। আর দেশের প্রতি টানটা আগের চেয়ে বেশি কাজ করে।

এইতো গতদিন ইন্ডিয়ান এক শপে গিয়ে বাংলাদেশের কেচকি মাছ, মলা মাছ দেখে আবেগে আপ্লুত হয়ে কিনে ফেলাটাও এখন নর্মাল বিষয়। রান্না করা কেমনে হবে তা পরের দেখার ব্যাপার যেন।

কচু শাক আর কচুর লতি রান্না করলে সেটা মুখে নিয়ে দেখা হতো না। এখানে সেটা দেখে জড়িয়ে ধরে বলতে মন চায় মায়ের হাতের রেডিমেট রান্নাটা কবে যে খাবো।

মোবাইলের ওপাড়ে কথা বলার সময় যেন সবার চাপা কষ্টের ছাপ বারবার দৃশ্যমান হয়ে উঠে। মাঝে মাঝে দুই পাড়ে অদ্ভুতভাবে চুপচাপ থমকে থাকা পরিবেশ জানি একটুখানি অভিমানের জানান দেয় মৌন ভাবে।
বন্ধুকে মোবাইলের এপাড় থেকে লাথি দিবো বললেও সেই লাথির সংখ্যা জমতে জমতে কততে যেয়ে ঠেকবে জানা নাই। এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরে হুট করে।

টানা প্রায় চার ঘন্টার ম্যাথ ক্লাসে মন মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে কিসের এক হিসাব খুজে বেড়ালো তা এখনো বুঝে উঠা যেন এই অদ্ভুত মনের পক্ষে সম্ভব হয়ে উঠে নি।

তাই হয়তো সবকিছু মিলিয়ে অদ্ভুত এক বিষন্নতায় মন মাঝে মাঝে মেঘের আস্তরনে যেন ঢেকে যায়। যা হয়তো কেউ কেউ প্রকাশ করে না কখনো। আমার মতো বোকারা মাঝে মাঝে লিখে ফেলে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan's Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share