৪৮ ঘন্টার মাঝে ধসে পড়লো সিলিকন ভ্যালি ব্যাংক। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের পতন।
কেন ঘটলো এ ঘটনা? এ থেকে আমাদের বাংলাদেশি ব্যাংক গুলার শেখার কি আছে?
স্বাধীনতা দিবস উদযাপন - আমেরিকা
উৎসব উৎসব ভাব মন ভালো করার জন্য যথার্থ। স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা জানাই জনগনকে।
#4thofJuly
বাংলাদেশে ডলারের দাম কেন বাড়ছে এবং এর প্রতিকার কি?
ডলারের দাম বাড়ছে। এর পিছনে প্রধান কারন কি কি? ডলারের দাম বাড়ার ইম্প্যাক্ট কি পড়তে পারে? এটা থেকে রক্ষা পাবার কি উপায়?
#টাকা #অর্থনীতি #ডলার #বাংলাদেশ #ব্যবসায়ী #বাংলাদেশী #রেমিটেন্স #ব্যবসা
ঈদ এবং হায়ার স্টাডিঃ
বাসার বাইরে প্রথম ঈদ। সারাদিন ক্লাস আর টিউটরিং ছিলো। কেমন যায় আসলে গ্রাড লাইফ এর প্রেসারে ঈদ?
শ্রীলংকার অর্থনীতির অবস্থা বেহাল। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতোটা দুরবস্থায় পড়েনি দেশটি।
কি কারনে এমন হচ্ছে? শুধু কি চীনের ঋনটাই একমাত্র কারন? নাকি আরো কিছু কারন আছে?
এটাই বর্ননা করার চেষ্টা করেছি স্বল্প সময়ে এই ভিডিওতে।
অতীতের ধনীদের থেকেও কি আমরা ধন্যাঢ্য জীবন যাপন করছি?
একাডেমিক প্রয়োজনেই বই পড়ছিলাম। আমেরিকায় আসার পর ভেবেছিলাম মাঝে মাঝে নিজের পড়া গল্প গুলো শেয়ার করবো । কিন্তু করার সময় হয়ে উঠছিলো না আসলে।
যাই হোক প্রশ্ন ছিলো, এভারেজ আমেরিকানরা বর্তমানে কি রকফেলার থেকে ধন্যাঢ্য জীবনযাপন করেন ?
নোটঃ রকফেলার ১৮৩৯ সালে জন্মগ্রহন করা অন্যতম এক ব্যবসায়ী ছিলেন। যার ততকালীন সম্পদকে বর্তমান কারেন্সিতে কনভার্ট করলে তা দাড়াতো ২০০০০ কোটি ডলারের বেশি। যা এলন মাস্ক বা জে্ফ বেজোস এর বর্তমান সম্পদ থেকেও বেশি।
ব্যাপারগুলা আসলে অন্য ভাবে আমাদের ভাবতে শেখায়। যদিও আমি ভালোভাবে বোঝাতে পারি না। তবে নিজের কথা প্রকাশ করতে চাইলাম।
ইবোলার পরিব্যাপ্তি করোনার মতো বিশ্বব্যাপি ছিলো না। আফ্রিকার কয়েকটা দেশে ছড়িয়েছিলো। WHO এর সুত্রমতে ২৬ হাজারের কিছু মানুষ আক্রান্ত হয় এতে আর মারা যায় প্রায় ১১ হাজার মানুষ।
তবে সচেতনতা বৃদ্ধি আর যথাযথ চিকিৎসার মাধ্যমে এটাকে আটকানো সম্ভব হয়েছিলো। এই গল্পে এর কিছুটা ফুটে উঠেছে।
তাই নিজে সচেতন থাকুন দুর্যোগের সময়। নির্দেশ মেনে সর্বোচ্চ ভীড় এভয়েড করার চেষ্টা করুন। সম্ভব হলে বাসায় থাকুন । অপরকেও সচেতন করুন।