06/07/2024
আমরা মুহূর্তে গড়ি, আবার মুহুর্তেই শেষ করি, তাই অপেক্ষাও মুহুর্তেরই।
আমাদের জীবনে কিছু মানুষ আসে আবহাওয়া বদলের মতো। তাদের সাথে তৈরি হওয়া মুহুর্তগুলো অনেকটা ঠিক হেমন্তে কালের মতো- তার চলে যাওয়াতে না আছে দুঃখ না আছে অভিমান। থাকে শুধু মন ভালো করা একবিন্দু অপেক্ষা।