Startup Heroes Bangladesh

  • Home
  • Startup Heroes Bangladesh

Startup Heroes Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Startup Heroes Bangladesh, Video Creator, .

Startup Heroes Bangladesh(SHB) is an online video series presented by 'Mad Contents' to share the success stories of startups in Bangladesh and promote enthusiasm about entrepreneurship.

5 Realistic Tips to Build a Successful Startup1. Start with a solid planEvery good company starts with a good plan. Writ...
15/12/2020

5 Realistic Tips to Build a Successful Startup

1. Start with a solid plan

Every good company starts with a good plan. Writing a business plan for the first time can be daunting, but it’s really about just writing down what was in your head to start with. It should include both your short-term and long-term ambitions.

The short-term part of your business plan should include details regarding what you are going to do and how you are going to do it. The long-term plan for growing your startup quickly can be more flexible, but you should aim for it to be as accurate as possible.

Take note that there’s no reason you can’t change the plan later. In fact, chances are you will change your plans going forward. That’s what pivoting is all about, and that’s what can make a successful startup.
2. Begin networking as soon as possible

Professional networking is the way forward. Business is about the connections you have because your network will push your company to the next level. Word-of-mouth marketing has never been stronger. Right now 88% of people trust reviews from online consumers just as they trust recommendations from family and friends. You need to start networking for all the right reasons.

You should also start networking because this can turn you onto a lot of great talent going forward. The big companies tend to have the best talent because that talent never reaches the open market. They are there to headhunt this talent and claim it before anyone else can.

So how do you begin networking?

Start by signing up for a LinkedIn account and joining groups there. You should also try to attend dedicated networking events in-person in your local area.
3. Surround yourself with the right people

Running a business is hard and you need to make sure that you have all the right people around you. Mentors and strategic partners will become crucial during this initial growth phase. The right team can help you to accomplish far more than you can do alone.

If you want to transform your business, you need the right team. Part of that comes down to networking, but it’s also about hiring the right people in the first place.

Build up an environment in which everyone participates so you can form a positive corporate culture. Together, you can achieve a great deal.
4. Stay ahead of everyone else

To be successful, you need to be able to pivot and keep up with the latest trends. There are so many companies that go extinct just because they couldn’t keep up with what was going on in their field. Make sure that you’re studying your competitors and the major trends in your industry.

You don’t have to react to every change, but when you come across the right change you have to embrace it to be successful.
5. Maintain a balance between work and life

The balance between life and work should be roughly equal. It’s difficult as a startup owner to disengage from your business. After all, this is your baby and it is hard to leave it alone for a single second. However, you can and you should.

Maintaining your hobbies and downtime will leave you feeling refreshed for longer and help you avoid burnout. Your business can run without you for a while, whether through auto-pilot or delegation of work.

Business motivation🙏
08/11/2020

Business motivation🙏

আমরা ফ্রেশ ব্রান্ডের অনেক পন্যই বাজার থেকে কিনি। কিন্তু এটা যে কার পরিশ্রমের ফসল তা আমরা অনেকেই জানিনা। আর তিনি হলেন মেঘ...
23/10/2020

আমরা ফ্রেশ ব্রান্ডের অনেক পন্যই বাজার থেকে কিনি। কিন্তু এটা যে কার পরিশ্রমের ফসল তা আমরা অনেকেই জানিনা। আর তিনি হলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। মোস্তফা কামালের জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। তিনি ছিলেন কৃষি নির্ভর অস্বচ্ছল পরিবারের সন্তান। নিজ গ্রামের স্কুলে পাঠ চুকিয়ে গ্রাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের একটি স্কুলে ভর্তি হন।

সেখানে তার যেতে হতো হেঁটে। তাই তিনি বাবার কাছে বায়না ধরেন তাকে সাইকেল কিনে দিতে হবে। বাবা অপারগতা প্রকাশ করলে রাগ করে তিনি ঢাকায় চলে আসেন। সেই থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়

তিনি ঢাকায় এসে যাত্রাবাড়িতে থাকতেন। সেখানে থেকে ৭৫ টাকায় একটি চাকরি নেন। এ আয় থেকে কিছু টাকা জমাতে থাকেন। যাত্রাবাড়িতে এক কাকার সুপারির দোকানে বসতেন তিনি। আর এখান থেকে তিনি ব্যাবসার অনুপ্রেরণা পান। সেই জমানো টাকা দিয়েই তিনি ব্যাবসা শুরু করেন।

শুরুতেই ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সুপারী, আদা, রসুন, লবনসহ বিভিন্ন পণ্য নিয়ে এসে ব্যাবসা শুরু করেন। প্রথম দিকে ভালো ব্যাবসা করেন তিনি। এরপর কয়েকজন বন্ধু নিয়ে ব্যাবসা বড় করেন। এক পর্যায়ে ব্যাবসা বড় হলে বিদেশ থেকে পণ্য আমদানি করা শুরু করেন। কিন্তু প্রথম ধাক্কা খান চট্টগ্রাম পোর্টে।তার কিছু পণ্য আটকে যাওয়ার প্রায় দেড় বছর পর সেগুলো ফেরত পান।

এতে তার ব্যাবসায় ধস নামে। কিন্তু তাতেও তিনি থেমে যাননি। অল্প টাকায় তিনি মেঘনা নদীর পাড়ে জমি কিনে তাতে তেলের কারখানা দেন। যাতে তিনি নিজেই তেল পেকেট জাত করে পুণরায় উঠে আসার চেষ্টা করেন। আর তিনি তাতে বেশ কিছু সাফল্য অর্জন করেন। পর্যায়ক্রমে তিনি প্রায় ১৫টি কোম্পানির মালিক হন।

মোস্তফা কামাল তরুনদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যারা ব্যাবসা শুরু করতে চাও। তবে শুরুতেই প্রচুর পড়াশুনা কর। আর নতুন কিছু করার চেষ্টা কর।’

Post Courtesy: bebsayi.com

10/10/2020
‘অন্ট্রাপ্রেনার’ (Entrepreneur) তথা ‘উদ্যোক্তা’ নামক শব্দটির সঙ্গে আজকাল কম-বেশি আমরা সবাই পরিচিত। উদ্যোক্তা বলতে এমন এক...
10/10/2020

‘অন্ট্রাপ্রেনার’ (Entrepreneur) তথা ‘উদ্যোক্তা’ নামক শব্দটির সঙ্গে আজকাল কম-বেশি আমরা সবাই পরিচিত। উদ্যোক্তা বলতে এমন এক ব্যক্তিকেই বোঝায়, যিনি অন্যের অধীনে চাকরির পরিবর্তে নিজেই ছোটখাট কোনো একটি ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসাকে ঘিরেই আবর্তিত হয় তার কর্মপরিকল্পনা।

শিক্ষাজীবন শেষে চাকরিই যে শেষ গন্তব্য- এমন চিন্তা-ভাবনার গণ্ডিকে অতিক্রম করে অনেকেই আজ নিজ উদ্যোগে কিছু করতে চাইছেন।

সেই উদ্যোগের শুরুটা হয়তো হচ্ছে খুব স্বল্প পরিসর থেকে। কিন্তু এর পেছনের স্বপ্নটা থাকছে আকাশছোঁয়া। তাই সেই স্বপ্নের গাছটাকে বিশাল বড় করতে তারা রাত-দিন খেটে যান, হাসি মুখে মুখোমুখি হন সকল চাপ, চ্যালেঞ্জ আর ক্লান্তির। আপনিও কি একজন উদ্যোক্তা হতে চান? ছোটখাট ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে নিজের স্বপ্নের গন্তব্যে পৌঁছতে চান? আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে লেখাটি আপনার জন্য।

উদোক্তা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আরও যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে:


একা না একসঙ্গে
জীবিকার্জনের জন্য আপনি যে পথটা বেছে নিতে যাচ্ছেন, তা কোনো ১০০ মিটারের রেস না, এটা একটা ম্যারাথন। এখানে উত্থান-পতন, সুসময়-দুঃসময় সহাবস্থান করে। প্রথমেই আপনার দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করুন, সেই সঙ্গে বের করুন আপনার শক্তিমত্তার জায়গাগুলোও।

এখানে টিকে থাকতে হলে আপনার দরকার হবে ধৈর্য, অধ্যবসায়, সহিষ্ণুতা। আপনিই ভেবে দেখুন, একা একা কাজ করে, এসব গুণাবলী নিজের মাঝে ধারণ করে নিজের উদ্যোগকে এগিয়ে নেবেন, নাকি পার্টনারশিপে গিয়ে একত্রে এগোবেন।

কোন পণ্য নিয়ে ব্যবসা করবো

এবার নজর দেয়া যাক ব্যবসার দিকে। খুব ভালোভাবে চিন্তা-ভাবনা করে, বিশ্বস্ত কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে, বাজার সম্পর্কে ঠিকমতো অনুসন্ধান করে সিদ্ধান্ত নিন নিচের বিষয়গুলো সম্পর্কে-

ঠিক কোন ধরনের পণ্য বা সেবা দিতে চাচ্ছেন আপনি?
সমাজে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে ঠিক কোনগুলোকে সমাধান করতে চলেছেন আপনি? অন্যভাবে বললে, কোন শূন্যস্থানটা পূরণ করবে আপনার উদ্যোগ?
আপনার পণ্য বা সেবায় কী এমন আছে যার জন্য একজন ক্রেতা ঠিক আপনার কাছেই আসবে?
আপনার ক্রেতা কারা, কোনো ব্যক্তি নাকি কোনো প্রতিষ্ঠান?
আপনার ক্রেতারা কোথায় থাকেন? তাদের কাছে আপনি কীভাবে পণ্য সরবরাহ করবেন?
এই সবগুলো বিষয় সম্পর্কে ভালো রকমের আইডিয়া নিয়ে এরপরই আপনার মাঠে নামা উচিত। তা নাহলে অর্ধেক পথে গিয়ে কৌশলের পরিবর্তন করতে হলে সমস্যায় পড়বেন আপনি নিজেই।

বিজনেস আইডিয়াটা কি টেকসই?
একবার যখন ব্যবসার ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন, এরপর আপনার কাজ হবে এই প্রশ্নের উত্তরটি বের করা। এজন্য আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমাণে। এর মধ্য দিয়েই আপনার পণ্যের ক্রেতা কারা হতে যাচ্ছে, আপনার ব্যবসাটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে কিনা- এমন বিষয়গুলো বুঝতে পারবেন।

আপনার প্রতিযোগীদের সম্পর্কে ভালোমতো জানাশোনা থাকতে হবে। তাহলে আপনার পণ্য/সেবাটি কোনদিক দিয়ে তাদের থেকে আলাদা হতে যাচ্ছে, যার জন্য একজন ক্রেতা আপনার কাছে আসবেন সেটাও বের করতে পারবেন। এজন্য দরকারে ছোটখাট কিছু পরীক্ষাও চালাতে পারেন আপনার পণ্য নিয়ে।

মার্কেটে ঠিক করুন
খুব স্বাভাবিকভাবেই আপনার পণ্যের একটি নির্দিষ্ট ক্রেতাগোষ্ঠী আছে, যাদের দিকে লক্ষ্য রেখেই আপনি ব্যবসায় নামার পরিকল্পনা নিয়েছেন। এবার তাহলে এদিকে নজর দেয়া যাক।


ব্যবসার প্রচারণা কীভাবে চালাবেন
জায়গা খুঁজে পাওয়ার পর এবার তাহলে সবাইকে জানানোর পালা, অর্থাৎ আপনার পণ্যের প্রচার-প্রচারণা চালাতে হবে। তবে এক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে পদ্ধতিতেই প্রচারণা চালান না কেন, সেটা দু’টি উদ্দেশ্য অবশ্যই পূরণ করতে হবে- ১) আপনার টার্গেট করা ক্রেতাদের কাছে সেই খবরটা পৌঁছাতে হবে এবং ২) সেই পদ্ধতিটি অবশ্যই আপনার ব্যবসার সঙ্গে মানানসই হতে হবে।

আজকাল প্রচারের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টারনেটের অবাধ ব্যবহারের এই যুগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে কিছুদিন পর পর ক্রেতার সামনে ফিরে আসুন।

আমার ব্যবসাটা চলবে কীভাবে?
ব্যবসাটা শুরু করার জন্য আমার হাতে পর্যাপ্ত টাকা আছে তো? আসলে এ প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসা শুরুর পর অন্তত এক বছর যেন নিজের হাত খরচ যোগানোর মতো অর্থ আগে থেকেই আপনার হাতে থাকে, সেই বিষয়টি নিশ্চিত করা হবে বুদ্ধিমানের কাজ।

প্রয়োজন একটি সুন্দর ব্যবসায়িক পরিকল্পনা
ধরে নিচ্ছি, এতক্ষণ যাবৎ আপনি নানা ধরনের গবেষণার মাধ্যমে ব্যবসার জগতে আসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। চমৎকার! এবার তাহলে আপনার ব্যবসায়িক পরিকল্পনাটা সুন্দর করে লিখে ফেলুন। এতদিন ধরে যে বিষয়গুলো আপনার মাথায় সারাক্ষণ গিজগিজ করতো, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে আরো নানা ধরনের সমস্যার কথা আপনার মাথায় উঁকি দিয়ে যাবে, বেরিয়ে আসবে নানা সমাধানও।

এই পরিকল্পনাই আপনার ব্যবসার ভবিষ্যত সাফল্য ও ব্যর্থতার মাঝে সুস্পষ্ট পার্থক্য গড়ে দিতে সক্ষম।

এবার শুরু...
আসলেই কি আপনি ব্যবসার জগতে নাম লেখাতে যাচ্ছেন? আপনার এতদিনের স্বপ্ন কি তাহলে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগের মধ্য দিয়েই জন্ম নিতে যাচ্ছে?
উদ্যোক্তানামক এই ম্যারাথন দৌড়ের জন্য নিজেকে প্রস্তুত মনে করলে আর দেরি করবেন না, শুরু করে দিন যত দ্রুত সম্ভব...

লেখা: মারুফ লিয়াকত
সিইও, ইন্টেরিয়র স্টুডিও

10/10/2020

08/10/2020

মেধা, শ্রম, বুদ্ধি ও অদম্য ইচ্ছাশক্তির সাথে বাস্তবধর্মী আইডিয়া সংমিশ্রণ করে সময়ের সাথে সাথে সফল ব্যবসায়ী হওয়াকে উদ্যোক্তা বলে ।

একজন সফল উদ্যোক্তার প্রধান গুণাবলী হল তিনি দীর্ঘ সময় পরিশ্রম করতে পারেন । তিনি বিনিয়োগকারীর কাছে তার নতুন আইডিয়া টি সহজ কার্যকর ভাবে এমন ভাবে উপস্থাপন করবেন যেন তা গ্রহণযোগ্য হয় ।

দেশ-বিদেশের সকল উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে, তাদের বেশিরভাগই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন । দৃঢ় মনােবল, কঠোর অধ্যবসায় ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন । পৃথিবীর সকল উদ্যোক্তার ব্যাবসার শুরুটা যে মধুর ছিলো তাও নয়, উদ্যোক্তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ, করতে হয়েছে স্ট্রাগল...

Startup Heroes Bangladesh উদ্যোক্তাদের সেইসব না বলা গল্পগুলো তুলে আনছে যাতে করে নতুন উদ্যোক্তারা সেখান থেকে উৎসাহ, উদ্দীপনা পায়, নানা কিছু শিখতে পারে...

In this 1st episode we are featuring
Mr. Shah Razi Siddiqui
Managing Director, CODETREE
IT Director, Xen Solutions, UK
CEO, Jatri BD
Co-owner, Bike Station Uttara

Stay connected with us...

Call us to know more... 01684566828/01717945659

Jack Ma 👍
08/10/2020

Jack Ma 👍

Startup Heroes Bangladesh বলবে আপনার স্বপ্নের কথা, আপনার সাহস, শ্রম আর ধৈর্যের কথা । কিভাবে তিলে তিলে একটি স্বপ্নকে বাস্...
08/10/2020

Startup Heroes Bangladesh বলবে আপনার স্বপ্নের কথা, আপনার সাহস, শ্রম আর ধৈর্যের কথা । কিভাবে তিলে তিলে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আপনি, কতোটা কঠিন ছিলো সে পথ, কিভাবে বাধা বিপত্তি ঠেলে এগিয়ে গিয়েছেন, আমরা আপনার সেই গল্পগুলো জানতে আগ্রহী...

In the 1st episode of 1st season, we are featuring Mr. Shah Razi Siddiqui, a successful entrepreneur from Uttara, Dhaka. We will portray the story of his journey and let the world know about his startups.

If you want to be featured, contact us...
E-mail: [email protected]
Phone: 01684566828, 01717945659
or Inbox us..

Address


Telephone

+8801684566828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Startup Heroes Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Startup Heroes Bangladesh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share