Md. Moynul Islam

  • Home
  • Md. Moynul Islam

Md. Moynul Islam Welcome to the official page for Md. Moynul Islam.

Follow along for inspiring outdoor stories and photos, expert tips and advice, and a community devoted to helping make the most of every moment outside.

05/11/2023
23/10/2022

Love this..❤️❤️

22/10/2022
Photo with celebrity big brothers....TEAM-TCITS
09/09/2022

Photo with celebrity big brothers....
TEAM-TCITS

Information and communication technology or ICT is commonly used as a synonym for information technology. In fact, infor...
01/09/2022

Information and communication technology or ICT is commonly used as a synonym for information technology. In fact, information and communication technology is a type of integrated communication system and a system consisting of telecommunications, computer networks and related enterprise software, middleware data storage, audio-video systems, etc. Through which a user can easily receive, store, transmit information and can analyze. In technology the term ICT was first used by academic researchers in the 1980s. But the term gained popularity in 1997. Stevenson mentioned the term in a report to the UK government in 1997, which was later included in the UK's new national textbook in 2000.

Translation :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণত তথ্য প্রযুক্তির প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল এক ধরনের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার ডেটা স্টোরেজ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত একটি সিস্টেম। যার মাধ্যমে একজন ব্যবহারকারী সহজেই গ্রহণ, সঞ্চয়, প্রেরণ করতে পারে। তথ্য এবং বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে আইসিটি শব্দটি প্রথম 1980 এর দশকে একাডেমিক গবেষকরা ব্যবহার করেছিলেন। কিন্তু শব্দটি 1997 সালে জনপ্রিয়তা লাভ করে। 1997 সালে যুক্তরাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদনে স্টিভেনসন শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে 2000 সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়।

08/08/2022

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর রেজিষ্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে।নিজেকে আইসিটি শিক্ষায় দক্ষ করে গড়তে ও নিজেকে প্রমাণ করতে আজই রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
https://ictolympiadbangladesh.com/

রেফার কোড হিসেবে 90001333 ব্যবহার করুন ।

EMOJI :⇨⇨😀⇨A yellow face with simple, open eyes and a broad, open smile, showing upper teeth and tongue on some platform...
05/07/2022

EMOJI :⇨⇨

😀⇨A yellow face with simple, open eyes and a broad, open smile, showing upper teeth and tongue on some platforms.
Often conveys general pleasure and good cheer or humor.

😃⇨A yellow face with smiling eyes and a broad, open smile, showing upper teeth and tongue on some platforms.
Often conveys general happiness and good-natured amusement.

😄⇨A yellow face with smiling eyes and a broad, open smile, showing upper teeth and tongue on some platforms.
Often conveys general happiness and good-natured amusement.

😁⇨A yellow face with smiling eyes and full-toothed grin, as if saying Cheese! for the camera. Teeth may be smoothed-over or crosshatched.
Often expresses a radiant, gratified happiness. Tone varies, including warm, silly, amused, or proud.

😆⇨A yellow face with a broad, open smile and scrunched, X-shaped eyes.
Often conveys excitement or hearty laughter.

😅⇨Has the same grin and eyes as 😄 Grinning Face With Smiling Eyes but with a single, blue bead of sweat, usually over its left eye.
Intended to depict nerves or discomfort but commonly used to express a close call, as if saying Whew! and wiping sweat from the forehead.

🤣⇨A yellow face with a big grin and scrunched, X-shaped eyes, tilted on its side as if rolling on the floor laughing (the internet acronym ROFL). Sheds two tears and tilts right on most platforms.
Often conveys hysterical laughter more intense than 😂 Face With Tears of Joy.

😂⇨A yellow face with a big grin, uplifted eyebrows, and smiling eyes, each shedding a tear from laughing so hard.
Widely used to show something is funny or pleasing.

🙂⇨A yellow face with simple, open eyes and a thin, closed smile.
Conveys a wide range of positive, happy, and friendly sentiments. Its tone can also be patronizing, passive-aggressive, or ironic, as if saying This is fine when it’s really not.

🙃⇨A classic smiley, turned upside down. Implemented as a flipped version of 🙂 Slightly Smiling Face on most platforms.
Commonly used to convey irony, sarcasm, joking, or a sense of goofiness or silliness. Its intent can be similar to the bemused Oh well! of 🤷 Person Shrugging or the shruggie emoticon, ¯\_(ツ)_/¯.

😉⇨A yellow face with a slight smile or open mouth shown winking, usually its left eye.
May signal a joke, flirtation, hidden meaning, or general positivity. Tone varies, including playful, affectionate, suggestive, or ironic.

😊⇨A yellow face with smiling eyes and a broad, closed smile turning up to rosy cheeks.
Often expresses genuine happiness and warm, positive feelings.

😇⇨A yellow face with smiling eyes, closed smile, and halo, usually blue, overhead.
Often represents angels, prayers, and blessings. May also convey angelic behavior, e.g., doing good deeds. See also 👼 Baby Angel.

🥰⇨A yellow face with smiling eyes, a closed smile, rosy cheeks, and several hearts floating around its head.
Expresses a range of happy, affectionate feelings, especially being in love. The placement of the hearts varies slightly by platform.

😍⇨A yellow face with an open smile, sometimes showing teeth, and red, cartoon-styled hearts for eyes. Often conveys enthusiastic feelings of love, infatuation, and adoration, e.g., I love/am in love with this person or thing.

🤩⇨A yellow face with a broad, open smile, showing upper teeth on most platforms, with stars for eyes, as if seeing a beloved celebrity. Color of stars widely varies by platform, though commonly gold or red.
May express that someone or something is amazing, fascinating, impressive, or exciting.

😘⇨A yellow face winking with puckered lips blowing a kiss, depicted as a small, red heart.
May represent a kiss goodbye or good night and convey feelings of love and affection more generally.

😗⇨A yellow face with simple, open eyes and puckered lips giving a kiss.
Commonly conveys sentiments of love and affection.

☺️⇨A classic smiley. A yellow face with a modest smile, rosy cheeks, and soft, closed eyes. Many platforms, including Apple, feature relaxed eyebrows.
Conveys a wide range of warm, positive feelings, including love, happiness, and gratitude.

😚⇨sentiments of romantic love and affection. Several platforms, including Apple, feature the same eyes and cheeks as their ☺️ Smiling Face.

😙⇨A yellow face with smiling eyes and puckered lips giving a kiss.
Commonly conveys sentiments of love and affection.

Now say, What do you mean by 🙂 This emoji??

ভ্রমন কাহিনি: বাড়ির পথে... তারিখ: 29 June 2022কাল থেকেই ব্যাগ গোছানোর কাজ চলছে৷ সকাল থেকেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে ...
01/07/2022

ভ্রমন কাহিনি: বাড়ির পথে...
তারিখ: 29 June 2022

কাল থেকেই ব্যাগ গোছানোর কাজ চলছে৷ সকাল থেকেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে ব্যাস্ত সময় পাড় করতে হচ্ছিলো৷ সন্ধ্যার দিকে আমি রওনা দিলাম৷ এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে সন্ধ্যা 8:30 এ আমার ট্রেন৷ আমি স্টেশন এ পৌছালাম 8 টার কিছু আগে৷ একটা হোটেলে রাতের খাবার খেয়ে নিলাম৷ খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিলো তাই ডিম খিচুড়ি রাতের খাবার হিসেবে খেয়ে নিলাম৷ এখনও 8:30 বাজেনি৷ বুঝেছি অপেক্ষা করতে হবে কিছুক্ষণ৷ অপেক্ষা করতে করতে ঘড়ি ধরে 2 ঘন্টা পর 10:15 এর দিকে ট্রেন আসল৷ দ্রুতযান এক্সপ্রেস,আমার ভ্রমনঙ্গী৷ এরপর উঠে পরলাম ট্রেনে, শুরু হলো আমার ট্রেন ভ্রমন৷

ট্রেনে উঠেই টিকেট অনুযায়ী নিজের সিট খুজে নিলাম৷ ট্রেনে উঠার পূর্ব অভিজ্ঞতা থাকায় সিট খুজে পেতে তেমন একটা দেড়ি হয়নি৷ খুব সহজ এই খুজে পেয়েছি নিজের সিট৷ জানালার পাশে আমার সিট৷ জানালার পাশে ছিট হওয়ায় খুশি হলেও মনের মধ্যে একটু ভয় কাজ করছিলো৷ কারন, গতবার বাড়ি যাওয়ার সময় এই স্টেশন থেকেই ট্রেন থেকে একজনের ফোন ছিনতাই হয়৷ যাই হোক যাত্রা শুরু হলো৷ প্রথমে ধীরে ধীরে চলা শুরু করলো কিছুক্ষণ পর প্লার্টফর্ম পেরতেই দ্রুত চলা শুরু করলো দ্রুতযান নামের এই ট্রেন টি৷ নামের সাথে এই ট্রেনের গতির এক অস্থির মিল দেখতে পেলাম৷ ট্রেনের সর্বোচ্চ গতি আগে 72 কিমি/ঘন্টা দেখেছিলাম৷ কিন্তু আজ সর্বোচ্চ গতি দেখলাম 84 কিমি/ঘন্টা৷

প্রায় এক ঘন্টা পর পৌছে গেলাম জয়দেবপুর স্টেশনে৷ প্রতিতা স্টেশনে প্লার্টফর্মের মেঝেতে শুয়ে থাকা মানুষগুলোর জন্য কষ্ট হয় আমার৷ জয়দেবপুর ছেড়ে ট্রেন চলা শুরু করল তার আপন গন্তব্যে৷ ঠিক 12 টায় পৌছালো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে৷ এখানে বেশিক্ষণ দেরি করল না৷ কিছু মানুষ নামল আবার কিছু মানুষ উঠল ট্রেনে৷ টাঙ্গাইল ছেড়ে কিছুদুর যেতেই পেলাম বৃষ্টি৷ বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হলো না৷ জানালার পাশে বসে ভালই উপভোগ করছিলাম সবকিছু৷ ট্রেনে এক হকার এসে চানাচুর বিক্রি করছিলো৷ সুন্দর চানাচুর মাখায় লোকটা৷ খেতে ইচ্ছা করল তাই 10 টাকার চানাচুর নিয়ে নিয়ে খেলাম৷ ঝাল লেগেছিলো তাই একটা পানির বোতল ও নিয়ে নিলাম৷ কিছুক্ষণ পর ট্রেন এর ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে আসলো৷ আগেই জানতাম 150 টাকা প্যাকেট, তাও কৌতুহল বশত জিগাইলাম৷ যাক দাম বাড়ায়নি তাহলে৷ তেলের দাম ট্রেনের খাবারের উপর প্রভাব ফেলতে পারেনি৷ রাতের খাবার খেয়ে নেওয়ায় নাস্তার প্যাকেট নেওয়ার প্রয়োজন মনে করলাম না৷ কিছুক্ষণ পর টিটি আসলো টিকেট চেক দিতে৷ লাইট টা জ্বালিয়ে দিলাম৷ টিকেট চেক শেষ৷ অন্ধকারে ছবি তুলতে পারতিছিলাম না এতক্ষণ, তাই সুযোগ পেয়ে আর দেড়ি করলাম না৷ তুলে নিলাম কয়েকটা সেলফি৷ কয়েকজন আবার এতক্ষণ এ বলা শুরু করছে লাইট নিভিয়ে দেওয়ার জন্য৷ যাক লাইট নিভিয়ে দিলাম৷ ট্রেনটা একবারে গিয়ে থামলো বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এ৷ এখানে কিছু হকার ডিম/চিকেন খিচুরী নিয়ে উঠে পড়লো৷ খেয়েছিলাম আগে দুই একবার৷ যাক ট্রেন ছাড়লো৷ সেতু পাড় হওয়ার সময় ট্রেন অনেক ধীরে ধীরে চলে৷ আমি একটা ভিডিও ও ধারন করে নিলাম৷ যমুনা নদীতে অনেক পানি দেখলাম৷ অন্নান্য সময় পানি অনেক কম থাকে৷ ফাড়াক্কা বাধ খুলে দেওয়ায় হয়তো এমনটা হয়েছে৷ যাই হোক যমুনা পার হতে সময় লাগলো 15-20 মিনিট৷ চোখে একটু ঘুম আসছিলো তাই একটু ঘুমিয়ে নিলাম৷

হটাত করে ঘুম টা ভেঙ্গে গেলো৷ চোখ খুলে দেখি নাটোর পৌছে গেছি৷ জানালা দিয়ে বাইরে দেখলাম কয়েকটা হকার নাটোরের কাচা গোল্লা বিক্রয় করছিলো৷ কৌতুহল বসত জিজ্ঞাস করেই ফেললাম দাম৷150 টাকা প্যাকেট৷ ভাবলাম 100 টাকা বলি৷ কিছুক্ষণ পর দেখি উনি এ 1 টা প্যাকেট নিয়ে এসে বলল নেন 100 টাকা দিয়েন৷ ঢাকা থেকে বোনের জন্য কিছু নেওয়া হয়নি তাই ভাবলাম নিয়েই নেই, বোন খুসি হবে৷ নিয়ে নিলাম 1 টা প্যাকেট৷ মামার কাছে শুনে নিলা, প্যাকেটে 35 টার মত গোল্লা আছে৷ যাই হোক বাড়িতে এসে খেয়ে দেখেছি, ভালোই স্বাদ পেয়েছি৷

4 টায় ফজরের আজান শুনতে পেলাম কোনো এক মসজিদ এ৷ তখন আমাদের ট্রেন সম্ভবত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে৷ সকাল হয়ে গেলো৷ কিছু ছবি তুলে নিলাম বাইরের পরিবেশ এর৷ ধান ক্ষেত, খেজুর গাছ, ঠান্ডা বাতাস আমার মন কেড়েছিলো৷ পরিবেশ দেখে মনে হচ্ছিলো কিছুক্ষণ আগে হয়ত বৃষ্টি হয়েছে৷ দিনাজপুরের বর্ডার এলাকা রেললাইন থেকে অনেক কাছে৷ কয়েকটা ছবি তুলে নিলাম বোন কে দেখানোর জন্য৷ এভাবেই পৌছে গেলাম আমার গন্তব্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে করতে৷ পার্বতীপুর রেলওয়ে স্টেশন৷

শেষ হয়ে গেলো আমার আজকের ট্রেন ভ্রমণ৷ এইরকম একা একাই কিছুটা নিরানন্দ ভাবেই আমার ভ্রমণের ঈতি৷ যাই হোক প্রকৃতি উপভোগ করেছি প্রচুর৷ আজ এ পর্যন্তই৷ সবাই ভালো থাকবেন... আল্লাহ হাফেজ৷

27/06/2022
27/06/2022


25/06/2022

ধন্যবান Titumir Collage IT Society কে, এমন একটি সেশন এর আয়োজন করার জন্য এবং ধন্যবাদ Tanjiba Rahman ম্যাম কে আমাদের সাথে তার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করার জন্য।
সফল ফ্রিলান্সার হওয়ার জন্য ম্যামের সাজেশন গুলো অনেক helpful. আশা করি Titumir collage IT society এরকম আরও সেশন এর আয়োজন করবে।
Thank you Arif Hossain Rajon ভাইয়া, এরকম একটি সেশন এর আয়োজন করার জন্য।



অভাবনীয় পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা এক আবারো প্রমাণিত হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্রতা এবং বিস্তৃতি আমরা আঁচ করতে পারিনি...
05/06/2022

অভাবনীয় পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা এক আবারো প্রমাণিত হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্রতা এবং বিস্তৃতি আমরা আঁচ করতে পারিনি কিন্তু পাশে থাকতে ঝাঁপিয়ে পড়েছি। মানুষ মানুষের জন্য। শত বিভেদ ভুলে আমরা সকলের পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, লড়াই করছি। ধন্যবাদ এই নায়কদের। মানবতার আবারো জয় হলো।

তাদের সবাইকে আমার স্যালুট। 🙏

আজ English Language Club এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে  শুভেচ্ছা জানালেন Titumir Collage IT Society এর Office Ma...
05/06/2022

আজ English Language Club এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন Titumir Collage IT Society এর Office Maintenance Secretary Anik Ahmed Khan ভাইয়া, Co-Leader Mansora Smriti আপু এবং আরো অনেকে...
🥰🥰

প্রথমেই আমাদের Titumir Collage IT Society এর প্রেসিডেন্ট রাজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই Industrial Tour of Creative It ...
04/06/2022

প্রথমেই আমাদের Titumir Collage IT Society এর প্রেসিডেন্ট রাজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই Industrial Tour of Creative It Institute এর মতো এমন একটি প্রোগ্রাম এর আয়োজন করার জন্য। প্রোগ্রামে অংশগ্রহন করে আজকে অনেক মোটিভেশন পেয়েছি।

Creative It Institute এর CEO মনির স্যার কে অনেক অনেক ধন্যবাদ তার মুল্যবান সময় আমাদের কে দেওয়ার জন্য। তার অনুপ্রেরণা ও সাফল্যতার গল্প আমাকে অনুপ্রাণিত করছে।

ইভান স্যার এর উপদেশ গুলো সত্যিই অনেক মুল্যবান ছিল। Public Speaking নিয়ে স্যারের অভিজ্ঞতা আমাকে অনেক অনুপ্রাণিত করছে। স্যারের বক্তব্য সত্যিই অসাধারন ছিল।

আজকের Industrial tour এ আমি Creative IT Istitute সম্পর্কে অনেক বিষয় জানতে পেরেছি। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে কি কি প্রয়োজন সেটা জানতে পেরেছি। বিভিন্ন সেক্টর এর কাজ সম্পর্কে জানতে পেরেছি। একটা বিষয় আমার কাছে অসাধারণ লেগেছে, সেটা হলো একটা Industry এর বিভিন্ন সেক্টর এর বিন্যাস পদ্ধতি....

যাইহোক আজকের দিনটা অনেক আনন্দিত ছিলো, আমি Tour টা অনেক enjoy করেছি, আলহামদুলিল্লাহ।
Thanks a lot Titumir College IT Society (TCITS-Official)
For areange this amazing Programme.






02/06/2022

My emotion... 💖💖

Brand & Promotion team of TC-IT Society... 💖💖💖
02/06/2022

Brand & Promotion team of TC-IT Society...
💖💖💖

22/05/2022

★★ATTENTION★★

আগামীকাল ( সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে CAREER HUNT: 1.1 প্রোগ্রামের ১ম কোর্সঃ CV Writing BootCamp.


➡যাদের রেজিষ্ট্রেশন নং ( ২২******০১ থেকে ২২*****১০০) তারা, সম্মান ভবনের ৪র্থ তালায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সেমিনারে ( রুম নংঃ ৪৩০৩) ১১ঃ৫০ AM তে উপস্থিত থাকবেন।

➡️ যারা এখনো ফর্ম জমা দেন নি অথবা আইডি কার্ড সংগ্রহ করেন নি, তারাও আগামী সোমবার চলে আসবেন৷

➡️ যারা আইটি সোসাইটির সদস্য হতে চান, তারা আগামী সোমবার উক্ত সময়ে ক্লাসে চলে আসবেন।
সদস্য হতে হলেঃ
১. সদস্য ফর্ম সংগ্রহ (২০০টাকা)
২. ২ কপি ছবি
৩. কলেজ আইডি কার্ড অথবা SIF Form এর ফটোকপি সাথে নিয়ে আসবেন।

Course: CV Writing Bootcamp
Instructor: Arif Hossain Rajon
Class System: Physically Present

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
মোঃ মাইদুল ইসলাম
প্রেস এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারী
+880 1995-321710

20/05/2022
ICT Olympiad Bangladesh University Ambassador Md. Moynul Islam Team Member of,"Govt. Titumir Collage, Dhaka"            ...
19/05/2022

ICT Olympiad Bangladesh
University Ambassador
Md. Moynul Islam
Team Member of,
"Govt. Titumir Collage, Dhaka"









Congratulations  Arif Hossain Rajon vaiya..💐💐
19/05/2022

Congratulations Arif Hossain Rajon vaiya..💐💐

Trying to build up your experience for your career❓

Want to achieve your dream job but don’t know how or where to start from❓

Tech karigar is here to help you guide with the best young mentors. We are going to held a live session with these pioneers to share there life story, experiences to lead you the way. We are eagerly waiting for you to join with us.
'talk

19/05/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Moynul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Moynul Islam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share