06/04/2023
১৫ রমজান শুক্রবারে বিকট শব্দ ভিত্তিহীন।এটা কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। যার কোনটা যয়ীফ জিদ্দান, কোনটা মুনকার, কোনটা মাওযু বা ইত্তিহীন / বানোয়াট। এমন সূত্রের বাড়াতে হাদিস বলা, বর্ণনা করা, প্রচার করা জায়েজ নয়।
এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট কথা
হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে!!
আসল আমল থেকে বিমুখ করে
পেরেশানিতে ফেলা হচ্ছে!!
যারা প্রচার করছেন তারা একটু
তাহকিক ও যাচাই করে দেখা জরুরি।
আরো দুই বছর আগে রমজানে এই
খবর প্রচার হয়েছিল, মধ্য রমজানে
নাকি বিকট আওয়াজ হবে।
কেউ কেউ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ও দিচ্ছিল।
তখন এই ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে
কেরামের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে।
ফের এই রমজানে একই কান্ড শুরু হল।
তাহকিক ছাড়া অডিও ভিডিও বিভিন্ন
পোস্ট প্রচার করা হচ্ছে।
এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে,
না'স্তি'ক মুর'তাদ'রা ইসলামকে হাসি তামাসা ঠাট্টার বস্তু বানাচ্ছে।
আসুন এসব ভিত্তিহীন খবর নিয়ে পড়ে না থেকে ঈমান ও আমলের চর্চা করে এবং এ রমজান মাসকে গনিমত মনে করে বেশি বেশি আমল করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।