Mysterious Afrin

  • Home
  • Mysterious Afrin

Mysterious Afrin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mysterious Afrin, Video Creator, .

19/12/2023

জীবনে চলার পথে পার্টনার হিসেবে সবসময় সে মানুষটা বেছে নাও,
যে তোমাকে সব সময় ইনেস্পেয়ার করবে,তোমায় মোটিভেট করবে।

কারণ !!!
কে কতটা দেখতে সুন্দর?
কার ড্রেসিং সেন্স কেমন?
কার হাসি সুন্দর?
কে কতটা স্মার্ট?
কার টাকা বেশি?

এসব ব্যাপার গুলো না -শুধু ফেসবুক-ইনিস্টা পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে!!

অপর দিকে - আমাদের জীবনটা?

তা কিন্তু আমাদের প্রফাইল পিকচারের মত পারফেক্ট হয় না!!
এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আঘাত পাই,
আমরা কষ্ট পাই,
আমাদের কান্না পায়।
মাঝে মাঝে তো আমাদের সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে।
তাই না???

ঠিক!!ঠিক এ যন্ত্রনার মূহুর্তগুলোতেই-
আমাদের এমন একজন মানুষ এর প্রয়োজন পড়ে,
যে আমাদের সময় দিবে,
যে আমাদের পাশে বসবে,
এবং তাঁর কাঁধে আমাদের মাথা রেখে বলবে______

কিচ্ছু হবে না!!
তুমি পারবে।
আমার তোমার উপর বিশ্বাস আছে।
তুমি ঠিক ঘুরে দাঁড়াবে,
আমি তোমার সাথেই আছি!!
তোমাকে পারতেই হবে!!

ব্যাস, এটুকুই তো!!
তাই না??
তাই এরকম একটা মানুষ খুঁজো।
আর নিজেও এরকম একটা ইনেস্পেয়ারিং মানুষ হওয়ার চেষ্টা কর।
তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে।

জীবন সত্যি অনেক সুন্দর🤍

01/12/2023

অতিরিক্ত খুশিতে থাকার কথা ও অতিরিক্ত কষ্টে থাকার কথা, কাউকে বলবেন না। কারন খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়!

"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!" [সূরা রাদ, ২৮]
জুম্মা মুবারক ❤️

31/10/2023

হিংসুটে,জটিল, গুটিবাজ, ইগোভরা মানুষের ভীড়ে সরলতা ই বড়চেয়ে বড় স্মার্টনেস ❤️

02/10/2023

🙂

যে কোন সম্পর্ক টিকে থাকে, আলাপে, কথায়, ভাষায়। কিন্তু কেউ যখন সব কথার উত্তর হিসেবে শুধুই “নীরবতা” আঁকড়ে ধরে, তখন বুঝে নিতে হবে , যা কিছু তাদের মধ্যে ছিল, তার পুরোটাই শেষ হয়ে গেছে ।

যে কোন আলাপের প্রতি উত্তরে, সব চেয়ে স্পষ্ট, শক্তিশালী এবং ভয়ানক জবাব হল “নীরবতা”।

যেদিন থেকে কেউ তার অভিযোগ, অনুযোগ, রাগ, ক্ষোভ, তর্ক, যুক্তি, অভিমান, শাসন, বারণ, ছেড়ে শুধুমাত্র চুপ থাকাটাকে বেঁছে নেবে, সেদিন থেকে সেই সম্পর্কের আর কিছু অবশিষ্ট থাকে না ।

প্রতিটা সম্পর্ক শেষ হবার পরেও "একটা কিছু" থাকে। হয়ত তার নাম অভিমান , রাগ ক্ষোভ, ঘৃণা...... কিন্তু নীরবতাকে বেঁছে নিলে সেই “একটা কিছুও” আর থাকে না।

কেউ নীরব হয়ে গেলে বুঝে নিতে হবে। পরিচয়ের আগে যে অপরিচিত দুটো মানুষ ছিল , চুপ হয়ে যাওয়া মানুষটি আবার সেখানেই ফিরে গেছে । সে আজ শুধুই অপরিচিত।

লেখা:Foring camelia

11/08/2023

পৃথিবীতে সুখের ভাগীদার অনেকেই হবে! কিন্তু, আপনার দুঃখের ভার কেউ বইবে না! তাই হাসুন সবার মাঝে, আর কাঁদুন জায়নামাজে!

অহেতুক নিজের অসহায়ত্ব সবার মাঝে প্রকাশ করলে পাশে দাঁড়ানোর মানুষ থেকে হাসার মানুষই বেশি জোটে! মানুষ সুখের কথায় হিঃসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে!

তাই নিজের দুঃখ কষ্টের কথা অন্যদের কে না জানিয়ে একজনকেই জানান যিনি দুঃখ দূর করার ক্ষমতা রাখেন! তাওয়াক্কুলতু আলাল্লাহ! ❤️

11/08/2023

যখন আপনি অনুভব করেন যে; আপনি খুব অসহায়, কেউ নেই আপনার পাশে, আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন। তখন নিজেকে স্মরণ করিয়ে দিন যে, আপনি একা নন, আপনি আল্লাহকে হারাননি। তিনি সব সময় আপনার পাশে আছেন। আর যার পাশে স্বয়ং আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আছেন সে কি কখনো একা হতে পারে!

আল্লাহ তা'আলা বলেন,
"ভয় পেয়ো না! আমি তোমাদের সাথেই আছি! আমি সব শুনি এবং দেখি! 💚
~[সূরা ত্ব'হাঃ ৪৬]

17/07/2023

'হুট করে আসা মন খারাপ' জিনিস টা মা'রা'ত্মক বাজে জিনিস৷ ধুম করে সবাই কে বিরক্ত লাগা শুরু হয়। কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা। নিজেকে অসহায় লাগে৷ নিজের অবস্থা দেখে নিজের ই রাগ হয় বাট কিছুই করা যায় না মন খারাপ হলে মনে হয় 'কোথাও কেউ নেই..কোথাও কেউ থাকেনা!🖤🌸

27/06/2023

ভালোবাসা, রাগ কিংবা অভিমান কিছু গোপন করতে নেই প্রিয়জনের কাছ থেকে। মানুষ স্রষ্টা কিংবা অন্তর্যামী নয় যে, বিনা প্রকাশেই বুঝে নেবে সবটা। নিজের ভালোবাসার প্রকাশ মানুষটার সামনে করতে হবে, তাকে জানাতে হবে আপনি তাকে কতোটা চান।
অন্যথায়, তীব্রভাবে ভালোবাসার পরেও তাকে জানাতে না পারার ব্যর্থতায়, মানুষটাকে হারাতে হবে আপনার।

মানুষটার কোনো আচরণে ক'ষ্ট পেলে, তাকে টের দিতে হবে তার উপর রাগ আপনার। কিংবা তার কোনো কাজ খারাপ লাগলে, তাকে বোঝাতে হবে ওসব আপনার পছন্দের না। তার উচিৎ সেসব থেকে বিরত থাকা।
অভিমান পুষতে নেই। কেনোনা ধীরে ধীরে তা বড় হতে থাকে, যা একটা মজবুত সম্পর্ককে-ও নড়বড়ে করে দিতে পারে। শেষে দেখা যাবে কেউ কিছু টের পাওয়ার আগেই বহুবছরের যত্নে গড়া সম্পর্কটা ন'ষ্ট হয়ে গেছে।

এর চেয়ে ভালো, দু'জন পাশাপাশি বসুন কিছুটা সময় বের করে। কথা বলুন সরাসরি একে-অপরের সাথে। কথার মাঝে প্রকাশ পাক দুজনেরই দু'জনার প্রতি থাকা জমে থাকা অভিমান, অভিযোগ কিংবা লুকিয়ে রাখা সবকিছু। নির্দিষ্ট একটা সমাধান বের হোক, দুজনের সম্মতিক্রমে। তাহলেই হয়তো বেঁচে যাবে সম্পর্কগুলো, ভালো থাকবেন নিজেরাও নিজের মানুষটাকে নিয়ে 💙

21/06/2023

শারীরিক যন্ত্রণার ঔষধ ফার্মেসীতে পাওয়া যায়,
যার ফলে অসুস্থতা ও ব্যাথার উপশম হয়,,,,
কিন্তু
মানসিক যন্ত্রণার কোন উপশমকারী ঔষধ নেই
এই যন্ত্রণা কাউকে বোঝানো যায় না,,
একটা সময় নিজের কাছে নিজেকে খুব ভারী বোঝা মনে হয়,,
তখন
সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না।🙂

10/06/2023

ভীষণ রকম অস্থিরতায় কিংবা মন খারাপে যখন কিছু প্রিয় মানুষের কথা মনে পড়ে তখন মন ভালো হয়ে যায়! তাদের সবকিছু ভালো হোক খুব খুব ভালো থাকুক তারা।❤️

04/06/2023

যা পাওয়ার কথা ছিল , তা পেলাম না। এটা ভাবলে হতাশা আসবেই।
যা কিছু পেয়েছি,তার কোনোটাই তো পাওয়ার কথা ছিলনা। সবই আল্লাহর ইচ্ছে, একান্ত অনুগ্রহ ও নেয়ামত।
পাওয়া না পাওয়া নিয়ে আর কোনো আফসোস নেই,
আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ 🖤

18/05/2023

অনেক চিন্তা, দায়িত্ব মাথায় থাকা মানুষগুলো একেকটা অসহায় প্রাণী। সবকিছু ঠিকঠাক থাকার পরেও এদের মনে হয় যেনো 'কিছু একটা ঠিক নেই।' চারপাশের মানুষজন হাসছে, আনন্দে আছে; এরমাঝেও এরা কেমন চুপচাপ থাকে, শান্তি পায় না।

যখন তখন এরা "পারিবারিক সমস্যা, পড়াশোনার চিন্তা,ভবিষ্যৎ চিন্তা, খারাপ পরিস্থিতি এই সবকিছুই একসাথে মাথায় নিয়ে ঘুরতে থাকে।

এরা রাতে ঘুমাতে পারে না। এরা ঘুমাতে এসে চোখ বন্ধ করলেই এদের মনে হয় যেনো মস্তিষ্ক'টা নতুন করে জেগে উঠেছে। বিছানায় এদিকওদিক গড়াগড়ি করতে করতেই এদের অর্ধেক রাত চলে যায়!

18/05/2023

'আমার মন খারাপ' এইটা আমরা যাকে তাকে বলিনা, বলি সবচেয়ে প্রিয় মানুষ টা কেই, মানুষ টা হয়তো মন ভালো করে দিবে, এই আশাতেই !

'আমার মন খারাপ' এই কথাটায় একটা 'অসহায়ত্ব' ব্যাপার আছে বোধহয়! অসহায় লাগে নিজেকে, অসহায় হয়েই বলি 'আমার মন খারাপ!'
মন আরো খারাপ হয়ে যায় যখন দেখি 'আমার মন খারাপ' এই ব্যাপার টায় ওই প্রিয় মানুষ টার কোনো কিছুই যায় আসেনা! সে তার মতো ব্যস্ত ,কোনো গুরুত্ব নাই!
'মানুষ' বলেই আমরা গুরুত্ব চাই, চাই সে মানুষ টা একটু সাথে থাকুক, সে যখন থাকেনা নিজের ইচ্ছাতেই, নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লাগে তখন। বাস্তব তো এটাই নিজের মন খারাপের সঙ্গী তুমি নিজেই।

09/05/2023

মন খারাপ হবেই, হতাশা আসবেই।

এমনও পরিস্থিতি আসবে আপনি ভেতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে, কখনো তাওয়াক্কুল হারাবেন না।

ভুলে গেলে চলবে না যে- এটা দুনিয়া, জান্নাত নয়!

দুনিয়াবি সমস্ত কষ্ট-আঘাত-অপ্রাপ্তি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের আরও প্রিয় করে তুলবে ইনশাআল্লাহ!

তাই হতাশ হওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে।

07/05/2023

A great place to check out this summer 🏝️🌞

মা এর অনুপস্থিতিতে অসুস্থতা আমাদের দুনিয়া বুঝিয়ে দেয় 🙂দুনিয়ার সকল মা ভালো থাকুক ❤️
05/05/2023

মা এর অনুপস্থিতিতে অসুস্থতা আমাদের দুনিয়া বুঝিয়ে দেয় 🙂
দুনিয়ার সকল মা ভালো থাকুক ❤️

যে সুখে আছে,তাকে সুখে থাকতে দেন৷ হিংসা করবেন না, তাহলে আপনি ও সুখে থাকবেন❤️
03/05/2023

যে সুখে আছে,তাকে সুখে থাকতে দেন৷ হিংসা করবেন না, তাহলে আপনি ও সুখে থাকবেন❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mysterious Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share