স্থগিত কৃষি আইন
সুপ্রিম কোর্টে ধাক্কা নরেন্দ্র মোদী সরকারের? নাকি সরকারের মুখরক্ষা শীর্ষ আদালতের হস্তক্ষেপে? স্থগিত হল বিতর্কিত কৃষি আইনগুলি। এবার কী? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রবন্ধকার রঞ্জন রায় এবং সাংবাদিক রজত রায়ের সঙ্গে আলোচনায় সুদীপ্ত সেনগুপ্ত।
সুপ্রিম কোর্টের অবস্থান কৃষক আন্দোলনের সমাধানের একটা পথ খুলে দিল
গত দেড় মাস ধরে কৃষকরা যেভাবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছে এবং সরকারও তা প্রত্যাহার করবে না বলে অনড় রয়েছে, সেখানে গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবস্থানে নাগরিকরা খানিক আশ্বস্ত হতে পারেন। কিন্তু কৃষকদের স্বার্থে যেভাবে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের কথা সুপ্রিম কোর্ট উল্লেখ করল তা সম্প্রতিকালে সমতুল্য বহু মামলায় করা হয়নি। সরকার পক্ষ কি সুপ্রিম কোর্টের করে দেওয়া এই সুযোগকে ব্যবহার করে, কৃষকদের কথা ভেবে স্থগিত রাখবে এই বিতর্কিত কৃষি আইনগুলোকে?
#supremecourt #farmersprotest #farmbill2020 #4thPillars
ট্রাম্পের শেষ প্রহর
কলঙ্কিত গণতন্ত্র। 'শয়তান শাসকের' আগ্রাসনে বিক্ষোভের আগুন ক্যাপিটলে। ইন্ধন দিলেন খোদ বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! কোন পথে এগোচ্ছে আমেরিকার রাজনীতি? আলোচনায় সাংবাদিক রজত রায়, প্রণয় শর্মা এবং সুদীপ্ত সেনগুপ্ত।
#attackoncapitol #USA #DonaldTump #4thPillars
রাজনৈতিক মত নেই, অর্থনীতি, মানুষের কাজ নিয়ে অভিজ্ঞতা নেই এমন তারকার রাজনীতি করা অর্থহীন
রাজনীতি কি শখ পূরণের জায়গা? জীবনে অন্য ক্ষেত্রে, অন্য পরিচয়ে সফল, প্রতিষ্ঠিত হলেই কি রাজনীতিতে আসা যায়? মানুষের স্বার্থ, প্রশ্ন, ভাল মন্দ নিয়ে ভাবনা বিচারের অভ্যেস না থাকলেও অন্য পেশা থেকে কিভাবে কেউ রাজনীতিতে আসতে পারে? ডাক্তারি করতে গেলে যেমন ডাক্তারি জানাটা প্রয়োজন তেমনই এক্ষেত্রে রাজনীতি, অর্থনীতি জানা প্রয়োজন নয়? যাঁদের নিজস্ব কোনও রাজনৈতিক মতামত নেই তাঁদের রাজনীতিতে এনে কি আদৌ কোনও উন্নতি হয়? তারকা সাংসদরা দেশের, সমাজের, ভোটারদের কোন উপকারটা করেছেন?
#souravganguly #mamatabannerjee #amitshah #4thpillars #sudiptasengupta
মানুষের মঙ্গল কল্যাণের জন্য কাজ করাই রাজনীতি, নেতা কেনা বেচা নয়।
আমরা 4thPillars রাজনীতি বলতে ক্ষমতা দখলের অঙ্ক কষা বুঝি না। ভোটের আগে নেতাদের হাত থেকে একটা দলের পতাকা সরিয়ে আরেকটা পতাকা ধরিয়ে দেওয়াও রাজনীতি নয়। সেটা মুনাফা বাড়ানোর জন্য কর্পোরেট জগতের মতো অধিগ্রহণ। আমাদের কাছে রাজনীতি হচ্ছে সেটাই, যেটা বর্তমানে দিল্লির সিঙ্ঘু সীমানায় ঘটে চলেছে। সংসদে প্রণীত তিনটি আইন পরিবর্তনে কৃষকরা যেভাবে পথে নেমে লড়াই করছেন সেটাই 4thPillars এর কাছে রাজনীতি। মানুষের স্বাধীন বিবেচনা প্রসূত মতামতই সেখানে শেষ কথা।
বিধানসভার স্বাধিকার রক্ষা বা ভাঙা আদালতের বিচার্য নয়
মহারাষ্ট্র বিধানসভার স্বাধিকার ভঙ্গের অভিযোগ সুপ্রিমকোর্টে নিয়ে গেছিলেন টেলিভিশন শিল্পী অর্ণব গোস্বামী। সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের নোটিশ উপেক্ষা করার সিদ্ধান্ত নিল বিধানসভা অতীতে লোকসভা তথা সংসদ এর মতোই বিধানসভা মনে করে আইনসভার সার্বভৌমত্বে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আইনসভা ও বিচার বিভাগ পরস্পর সমান্তরাল কেউ কারও ওপরে নয়।
সড়কে কৃষক, আন্দোলিত দেশ
কৃষকদের দাবি মেনে সরকারের আইন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই। দু'পক্ষই অনড়। আন্দোলনের পরিণতি যাই হোক কৃষকরা গণ-আন্দোলনের নতুন ধারা দেখিয়ে দিচ্ছেন ভারতের রাজনীতিতে। সাংবাদিক গৌতম লাহিড়ী এবং শুভজিৎ বাগচীর সঙ্গে আলোচনায় সুদীপ্ত সেনগুপ্ত
#FarmLaws2020 #FarmersProtest #NarendraModi #4thPillars
ছট পুজোকে কেন্দ্র করে রাজনীতিতে নীচে নামার প্রতিযোগিতার সাক্ষী থাকল বাংলা
পরিবেশ চুলোয় যাক, করোনা হয়ে মানুষও মরে মরুক! তবু ছট পুজোয় কোনও বিধিনিষেধ চলবে না - এই রকমই মধ্যযুগীয় অবস্থান পশ্চিমবঙ্গের বিজেপির। ধর্মকেন্দ্রিক রাজনীতির তালে তাল দিয়ে তৃণমূলের সরকারও আদালতে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চাইতে গিয়েছিল! বৈজ্ঞানিক সত্যের ভিত্তিতে সামাজfক আচরণের কথা বলার সাহস নেই দুই প্রধান রাজনৈতিক দলের কারও? কোন অধঃপাতে চলেছে বাংলার রাজনীতি?
#environmentalpollution #westbengalgovernment #BJP #chhathpuja2020
বাঙালির সৌমিত্র
প্রয়াত সৌমিত্র চট্টপাধ্যায়কে নিয়ে আলোচনায় চলচ্চিত্রকার গৌতম ঘোষ, শৈবাল মিত্র, সুরজিৎ দাশগুপ্ত, ঋতা দত্তর সঙ্গে চলচ্চিত্রকার সাংবাদিক সুব্রত সেন।
#সৌমিত্রচট্টোপাধ্যায় #SoumitraChatterjee #4thPillars
দীপাবলিতে শব্দহীন রাত
সচেতন শহরবাসীর মানবিক উদ্যোগ ধরা পড়ল 4th Pillarars এর ক্যামেরায়। শব্দবাজি বা আতশবাজি তেমনভাবে দেখা গেল না। নিউ নর্মাল দীপাবলিতে সকলকে স্বাগত।
বিহারের রায়
কোভিড পর্বে প্রথম নির্বাচন বিহার বিধানসভায়। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলকে হটিয়ে এনডিএ জোটের মধ্যে বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করল বিজেপি। বিরোধী পক্ষে তেজস্বী যাদব লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। বিহারের জনতার রায়ের মধ্যে বার্তাটা কী? সাংবাদিক গৌতম লাহিড়ী এবং রাষ্ট্রবিজ্ঞানী শিবাজী প্রতিম বসুর সঙ্গে আলোচনায় সুদীপ্ত সেনগুপ্ত।
#BiharElectionResult #NDABIHAR #RJD #JDU #4thPillars