nowapu_reads

nowapu_reads Assalamu alaikum �
Reads, Photography and meme with nowapu ��

বই: ভালোবাসার রামাদান।প্রচ্ছেদটা চোখের মধ্যে আনন্দ দিচ্ছিলো আমাকে। এতো সুন্দর! মাশাআল্লাহ। ট্যাগকৃত:
14/02/2023

বই: ভালোবাসার রামাদান।
প্রচ্ছেদটা চোখের মধ্যে আনন্দ দিচ্ছিলো আমাকে। এতো সুন্দর! মাশাআল্লাহ।
ট্যাগকৃত:

ফেব্রুয়ারি নামের ফাল্গুনে কেউ ফুল পাচ্ছে তো কেউ চিরন্তন সুন্দর ভালোবাসা।আর আমি পেলাম কিঙ্কর আহ্সানের বই, হিজলতলি‌। আলহা...
12/02/2023

ফেব্রুয়ারি নামের ফাল্গুনে কেউ ফুল পাচ্ছে তো কেউ চিরন্তন সুন্দর ভালোবাসা।
আর আমি পেলাম কিঙ্কর আহ্সানের বই, হিজলতলি‌। আলহামদুলিল্লাহ।
কিঙ্কর আহ্সানের বইয়ের নামগুলো খবু ইউনিক লাগে আমার। কেমন যেনো একটু গ্ৰাম বাংলার আলোছায়া টাইপ একটা ভাইব দেয়।
ফাল্গুন হোক কিংবা বসন্ত, বইয়ের চেয়ে বেশি ভালোবাসার জিনিস আমার কাছে আসলেই আর কিছু নেই।
বইটি গিফট করেছে আমার এক বন্ধু , হুউ।
সে আমাকে একদিন হুট করেই বললো, বইটা গিফট করতেছে। যদিও কিঙ্কর তাঁর প্রিয় লেখক। হাহা।
সেজন্য থ্যাঙ্ক ইউ, আসলেই থ্যাঙ্ক ইউ। পরপর দুইবার।
সবচেয়ে সুন্দর লাগতেছে অটোগ্রাফ টা, "ভুলগুলো ফুল হোক", কথাটা।
আচ্ছা, সত্যিই ভুল গুলো সব ফুল হয় কি?
প্রচ্ছেদটাও দারুণ লাগতেছে। তাই না?

Tags:

My kinda reviews:I always dedicated my experience or emotion to that book which makes me loud laugh and ocean cry becaus...
07/02/2023

My kinda reviews:
I always dedicated my experience or emotion to that book which makes me loud laugh and ocean cry because I read those books. In my bad times they are became my healing system, In good times they are became my friends forever. I am truly grateful and yes, I found it's a simple gesture. I never wrote reviews before, what I write is here. Of course! I will keep doing that, haha lovers.
Okay, টপিকসের কথাটা বলি,
বই পড়া শেষ হলে শেষ পেইজে আমি রিভিউ লিখে রাখি। কখনো হয় ওটা কাঁদতে কাঁদতে, কখনো মুগ্ধতায় বা কখনো স্তব্ধতায়! লীলাবতীর মৃত্যু পড়ার পর শেষ পৃষ্ঠায় আমি এটা লিখেছিলাম। কালো পৃষ্ঠাটাতে লিখে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, সাদা পৃষ্ঠাটাতে লিখলে বোধহয় ভালো হতো। বুঝা যাচ্ছে কি?
শেষের শব্দটা থাকুন* হবে। এখন খেয়াল করলাম। পড়ার পর কাঁদছিলাম বোধহয়! তাই আর খেয়াল করিনি।
আমি খুব সহজ ভাবে বর্ণনা করতে পছন্দ করি। খুব সহজ কিছুর প্রেমে পড়তেও। যেমন, আমার সাজসজ্জা দিয়ে কথা বইছবি পছন্দ না। আমার মনে হয় অতিরঞ্জিত হয়ে গেছে। তবে কিছু ছবির তারিফ করতেই হয়, সেসব ব্যতিক্রম। আমার মনে হয়, ছবি হবে এমন। একটু রোদ এসে ছুঁয়ে গেলো, একটু আকাশ ভেঙ্গে পড়লো, একটা মানুষ দাঁড়িয়ে থাকলো! টুক করে একটা ছবি হয়ে গেলো। ন্যাচারাল! এইতো।
বেশি হয়ে গেলো কি?
ট্যাগকৃত:

My kinda reviews:শেষ পেইজে আমি বই পড়া শেষ করে রিভিউ লিখে রাখি। লীলাবতীর মৃত্যু পড়ার পর এটা লিখেছিলাম। কালো পেইজটাতে লি...
07/02/2023

My kinda reviews:
শেষ পেইজে আমি বই পড়া শেষ করে রিভিউ লিখে রাখি। লীলাবতীর মৃত্যু পড়ার পর এটা লিখেছিলাম। কালো পেইজটাতে লিখে ফেলেছিলাম, সাদা পৃষ্ঠাটাতে লিখলে বোধহয় ভালো হতো। বুঝা যাচ্ছে কি?
শেষের শব্দটা থাকুন* হবে। এখন খেয়াল করলাম। পড়ার পর কাঁদছিলাম বোধহয়! তাই আর খেয়াল করিনি।

#

I found these songs' lyrics suit this book. When you read this book, you can connect heartily.বই: দুয়ারে দ্বিধার দেয়াল...
05/02/2023

I found these songs' lyrics suit this book. When you read this book, you can connect heartily.
বই: দুয়ারে দ্বিধার দেয়াল
লেখিকা: মৌরি মরিয়ম
রেটিং - ৩.৯/৫

রিভিউ:
মৌরি মরিয়মের সব বইয়েই মানুষ কোথাও না কোথাও গিয়ে কাঁদলেও এটাতে নাকি কেঁদেছে সবচেয়ে বেশি। এটা শোনার পর আমার আর কান্না আসেনি‌। স্পইলার দেখে ফেলার পর আমার অনুভূতিই কাজ করে না। সেটা হোক বই কিংবা সিরিজ অথবা অন্যকিছু।
বইয়ের মূল চরিত্রে তিনটি মানুষ দাঁড়িয়ে আছে! আরশি, কাব্য আর তিরা।
আমি বইটা যখন পড়তে পড়তে কিছুটা দূর যাই, দেখি আরশির সাথে আমার একটা ব্যাপার মিল। ব্যাপারটা হচ্ছে, আমিও মনে করি কেউ আমাকে কখনো পছন্দ করতে পারে না। পছন্দের তালিকায় পড়ার মতো মানুষ আমি নই‌‌। প্রেম প্রেম পছন্দ। আরশি চা বানাতে পছন্দ করে আর আমি চা খেতে। তবে আমার চা ও ভালো হয়। হুউ। মজার ব্যাপার হচ্ছে, আমি আরশি চা বানাতে পারি এই বইটা পড়ার আগে থেকেই। তাই রেসিপিটা দেখে হেসেছিলাম কিছুক্ষণ! ভাবছিলাম, এই এটা তো আমার আম্মুর রেসিপি। হাহা।
তিরা সাথে মিল ও একটা ব্যাপার আমার আছে! সেটা হাস্যকর। যেমন ধরুন, সুন্দর মানুষকে সুন্দর বলা। আমি বলি, আমার বলতে ভালো লাগে।
তিরা সত্যিই পেয়েছি কি তাঁর স্বপ্নপুরুষকে! নাকি সে কিচ্ছু পায়নি। অগোছালো হয়ে রয়ে গেছে।
কাব্য নামটা সুন্দর না?
এই বইয়ের মূল চরিত্রে দাঁড়িয়ে থাকা পুরুষটির জন্য এই বই পড়া প্রতিটি মানুষের কষ্ট হয়েছে! কেন হয়েছে?
আরশির জন্য হয়েছে কি? কষ্ট? সহানুভূতি? আর কিছু!
আরশির জীবনটা কনফিউশনের উপর থেমে যায়নি তো?
আরশি কি কখনো আফসোস করবে? আফসোস করছে কি কাব্য? দুটো মানুষ হৃদয় থাকতে থাকতে হুট করে বেড়িয়ে গেলো। কনফিউশনের উপর থেমে গেলো দুয়ারে দ্বিধার দেয়াল! পাঠক এতো কাঁদলো কেন, মৌরি মরিয়ম? এটা ভালো হয়নি।

ট্যাগকৃত:

I found these songs' lyrics suit this book. When you read this book, you can connect heartily.বই: দুয়ারে দ্বিধার দেয়াল...
05/02/2023

I found these songs' lyrics suit this book. When you read this book, you can connect heartily.
বই: দুয়ারে দ্বিধার দেয়াল
লেখিকা: মৌরি মরিয়ম
রেটিং - ৩.৯/৫

মৌরি মরিয়মের সব বইয়েই মানুষ কোথাও না কোথাও গিয়ে কাঁদলেও এটাতে নাকি কেঁদেছে সবচেয়ে বেশি। এটা শোনার পর আমার আর কান্না আসেনি‌। স্পইলার দেখে ফেলার পর আমার অনুভূতিই কাজ করে না। সেটা হোক বই কিংবা সিরিজ অথবা অন্যকিছু।
বইয়ের মূল চরিত্রে তিনটি মানুষ দাঁড়িয়ে আছে! আরশি, কাব্য আর তিরা।
আমি বইটা যখন পড়তে পড়তে কিছুটা দূর যাই, দেখি আরশির সাথে আমার একটা ব্যাপার মিল। ব্যাপারটা হচ্ছে, আমিও মনে করি কেউ আমাকে কখনো পছন্দ করতে পারে না। পছন্দের তালিকায় পড়ার মতো মানুষ আমি নই‌‌। প্রেম প্রেম পছন্দ। আরশি চা বানাতে পছন্দ করে আর আমি চা খেতে। তবে আমার চা ও ভালো হয়। হুউ। মজার ব্যাপার হচ্ছে, আমি আরশি চা বানাতে পারি এই বইটা পড়ার আগে থেকেই। তাই রেসিপিটা দেখে হেসেছিলাম কিছুক্ষণ! ভাবছিলাম, এই এটা তো আমার আম্মুর রেসিপি। হাহা।
তিরা সাথে মিল ও একটা ব্যাপার আমার আছে! সেটা হাস্যকর। যেমন ধরুন, সুন্দর মানুষকে সুন্দর বলা। আমি বলি, আমার বলতে ভালো লাগে।
তিরা সত্যিই পেয়েছি কি তাঁর স্বপ্নপুরুষকে! নাকি সে কিচ্ছু পায়নি। অগোছালো হয়ে রয়ে গেছে।
কাব্য নামটা সুন্দর না?
এই বইয়ের মূল চরিত্রে দাঁড়িয়ে থাকা পুরুষটির জন্য এই বই পড়া প্রতিটি মানুষের কষ্ট হয়েছে! কেন হয়েছে?
আরশির জন্য হয়েছে কি? কষ্ট? সহানুভূতি? আর কিছু!
আরশির জীবনটা কনফিউশনের উপর থেমে যায়নি তো?
আরশি কি কখনো আফসোস করবে? আফসোস করছে কি কাব্য? দুটো মানুষ হৃদয় থাকতে থাকতে হুট করে বেড়িয়ে গেলো। কনফিউশনের উপর থেমে গেলো দুয়ারে দ্বিধার দেয়াল! পাঠক এতো কাঁদলো কেন, মৌরি মরিয়ম? এটা ভালো হয়নি।

ট্যাগকৃত:

মানিক বন্দ্যোপাধ্যায় একটা সফল উপন্যাস 🌻ট্যাগকৃত:
03/02/2023

মানিক বন্দ্যোপাধ্যায় একটা সফল উপন্যাস 🌻

ট্যাগকৃত:

I wanna stay, so far but too closed. 🎡           📷
02/02/2023

I wanna stay, so far but too closed. 🎡

📷

বইগুলো আমি কিনেছিলাম গতবছর। নর্তকী সিরিজটা অফারে দিচ্ছিলো তখন। আর মৌরি মরিয়মের বইটা প্রি অর্ডারে নিয়েছিলাম।বই: সিকদার ...
01/02/2023

বইগুলো আমি কিনেছিলাম গতবছর। নর্তকী সিরিজটা অফারে দিচ্ছিলো তখন। আর মৌরি মরিয়মের বইটা প্রি অর্ডারে নিয়েছিলাম।
বই: সিকদার সাহেবের দিনলিপি
লেখিকা: মৌরি মরিয়ম
রেটিং: ৪/৫
রিভিউ: প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এই বইটি মৌরি মরিয়মের আরেকটি বই 'হাওয়াই মিঠাইয়ের' মূল চরিত্রে থাকা রাফির ব্যক্তিগত জীবনের ডায়েরি। যা খুলেছে অন্য কেউ! কে সে?
আপনাকে সিকদার সাহেবের দিনলিপি বইটি বোঝার জন্য অবশ্যই ওটা আগে পড়তে হবে। রাফির জীবনে সুসময় থেকে কিভাবে দুঃসময়ে দিকে গড়ায়। কিভাবে সে সেইসব দুঃসময় পার করে তার ছোট্ট দুই ভাইবোনকে মানুষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তার জীবনের সবকিছু সেক্রিফাইস করতেও দ্বিধা করেনা। এমনি কি মীরা নামের মানুষটাকেও না। কিন্তু শেষপর্যন্ত সে কোথায় পৌঁছায়? সাফল্যে? মীরার কাছে? নাকি আরো দূর?

বই: নর্তকী প্রথম খন্ড
লেখক: মোহাম্মদ আলী
রেটিং - ৩.৫/৫
বই: নর্তকী দ্বিতীয় খন্ড
রেটিং - ৩/৫
বই: নর্তকী তৃতীয় খন্ড
রেটিং - আমি কোনো ভাবেই সমাপ্তি করতে পারি নাই। তাই এটাতে রেটিং দিচ্ছি না।

রিভিউ:
আমার মনে হয়েছে কাহিনি লম্বা করেছে। প্রথম খন্ডেই শেষ করলে বোধহয় বইটা আরো বেশি আগ্রহ ধরে রাখতো সবসময়। মূল চরিত্রে পারুল আর শাহীনের ইন্টারেকশন ভালো ছিলো। একজন নর্তকী হবার পরও পারুল সংগ্রামী হতে চেয়েছে। সে অর্থের লোভ করেছে প্রেশার টানে, আর সম্মান চেয়েছে মানুষ হিসেবে। এভারেজ খুব। পড়তে পারেন। তবে আমার মনে হয় দ্বিতীয় খন্ডে গিয়ে বোর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
ট্যাগকৃত:

বইগুলো আমি কিনেছিলাম গতবছর। নর্তকী সিরিজটা অফারে দিচ্ছিলো তখন। আর মৌরি মরিয়মের বইটা প্রি অর্ডারে নিয়েছিলাম।বই: সিকদার ...
01/02/2023

বইগুলো আমি কিনেছিলাম গতবছর। নর্তকী সিরিজটা অফারে দিচ্ছিলো তখন। আর মৌরি মরিয়মের বইটা প্রি অর্ডারে নিয়েছিলাম।
বই: সিকদার সাহেবের দিনলিপি
লেখিকা: মৌরি মরিয়ম
রেটিং: ৪/৫
রিভিউ: প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এই বইটি মৌরি মরিয়মের আরেকটি বই 'হাওয়াই মিঠাইয়ের' মূল চরিত্রে থাকা রাফির ব্যক্তিগত জীবনের ডায়েরি। যা খুলেছে অন্য কেউ! কে সে?
আপনাকে সিকদার সাহেবের দিনলিপি বইটি বোঝার জন্য অবশ্যই ওটা আগে পড়তে হবে। রাফির জীবনে সুসময় থেকে কিভাবে দুঃসময়ে দিকে গড়ায়। কিভাবে সে সেইসব দুঃসময় পার করে তার ছোট্ট দুই ভাইবোনকে মানুষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তার জীবনের সবকিছু সেক্রিফাইস করতেও দ্বিধা করেনা। এমনি কি মীরা নামের মানুষটাকেও না। কিন্তু শেষপর্যন্ত সে কোথায় পৌঁছায়? সাফল্যে? মীরার কাছে? নাকি আরো দূর?

বই: নর্তকী প্রথম খন্ড
লেখক: মোহাম্মদ আলী
রেটিং - ৩.৫/৫
বই: নর্তকী দ্বিতীয় খন্ড
রেটিং - ৩/৫
বই: নর্তকী তৃতীয় খন্ড
রেটিং - আমি কোনো ভাবেই সমাপ্তি করতে পারি নাই। তাই এটাতে রেটিং দিচ্ছি না।

রিভিউ:
আমার মনে হয়েছে কাহিনি লম্বা করেছে। প্রথম খন্ডেই শেষ করলে বোধহয় বইটা আরো বেশি আগ্রহ ধরে রাখতো সবসময়। মূল চরিত্রে পারুল আর শাহীনের ইন্টারেকশন ভালো ছিলো। একজন নর্তকী হবার পরও পারুল সংগ্রামী হতে চেয়েছে। সে অর্থের লোভ করেছে প্রেশার টানে, আর সম্মান চেয়েছে মানুষ হিসেবে। এভারেজ খুব। পড়তে পারেন। তবে আমার মনে হয় দ্বিতীয় খন্ডে গিয়ে বোর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
ট্যাগকৃত:

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when nowapu_reads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share