01/08/2020
কুরবানী করার জন্য গরু/মহিষ/ ছাগল কিনছেন? উত্তর হ্যা হলে, খুব ভালো আলহামদুলিল্লাহ।
কোরবানি করার জন্য নির্দিষ্ট প্রাণীর সাথে, হয়তো ইতিমধ্যে কয়েকটা সেলফি ও তুলে নিয়েছেন? এটা ও ভালো। শুধু খারাপ এটা: যদি আপনি/আপনাদের কোরবানিকৃত পশুর রক্তমাখা/জবাই করা/মাংসের সাথে সেলফি কিংবা ছবি তুলে ফেসবুকে আপলোড করে থাকেন।
কারণটা নিশ্চয়ই শুনতে ইচ্ছে করছে?
তাহলে শুনুন: আপনি কিংবা আমি, যে সোশ্যাল নেটওয়ার্কটি ব্যবহার করি। তার সম্পূর্ণ নিয়ম কানুন, সঠিকভাবে আমাদের জানা আছে কি?
আমার মনে হয়, ৭০% শতাংশ লোকই জানে না। আপনি/আমি কিংবা আমরা সবাই, কোরবানিকৃত পশুর রক্ত মাথা/জবাই করা কিংবা মাংসের ছবি, যদি দিনশেষে ফেসবুকে আপলোড না করি, তাইলে কেন যেন আমাদের ঘুম হয় না।
রাইট?
আপনি/আমি কিংবা আমরা সবাই হয়তো ভুলে গিয়েছি যে, ফেসবুকের নিয়ম নীতিমালা অনুযায়ী, ধর্ষণ/খুন/ভায়োলেন্ট বা সেক্সুয়াল কোন ধরনের কনটেন্ট তারা সমর্থন করেনা। অর্থাৎ বলতে পারেন, আপনার আমার কোরবানি করা, পশুর ছবিটি হয়তো ফেসবুকের অ্যালগোরিদমে রেস্ট্রিক্টেড অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে আপনার ব্যবহার করা চিরচেনা ফেসবুক একাউন্টটি, যেকোনো মুহূর্তেই (Temporary Block/ Diseble বা Permanently Block/Diseble) হতে পারে।
তাই অনুরোধ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আপলোডকৃত ছবিগুলো এখনই ডিলিট করুন।
নোট: পোষ্টটি দেরিতে পাবলিশ করার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। আর সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।
ধন্যবাদ ❤️
All Copyright BY প্রিয় টেক