প্রিয় টেক

  • Home
  • প্রিয় টেক

প্রিয় টেক ইউটিউবারদের নিত্য নতুন প্রয়োজনীয় ট

কাজটি একবার করেই দেখুন নাহ!😍
31/10/2020

কাজটি একবার করেই দেখুন নাহ!😍

দ্রুত সময়ের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানোর, এটি একটি গোপন ট্রিকস বলতে পারেন। আমি মনে করি এই ট্রিক্সটি প্রত্যেক ইউ...

কোনটি করবেন ইউটিউবিং নাকি ফটোগ্রাফি?প্রশ্নটার উত্তর জানতে, নিচের লিংকে ১টি ক্লিক করুন।লিংক: https://bit.ly/3gnavbG
23/08/2020

কোনটি করবেন ইউটিউবিং নাকি ফটোগ্রাফি?
প্রশ্নটার উত্তর জানতে, নিচের লিংকে ১টি ক্লিক করুন।
লিংক: https://bit.ly/3gnavbG

কুরবানী করার জন্য গরু/মহিষ/ ছাগল কিনছেন? উত্তর হ্যা হলে, খুব ভালো আলহামদুলিল্লাহ।কোরবানি করার জন্য নির্দিষ্ট প্রাণীর সাথ...
01/08/2020

কুরবানী করার জন্য গরু/মহিষ/ ছাগল কিনছেন? উত্তর হ্যা হলে, খুব ভালো আলহামদুলিল্লাহ।
কোরবানি করার জন্য নির্দিষ্ট প্রাণীর সাথে, হয়তো ইতিমধ্যে কয়েকটা সেলফি ও তুলে নিয়েছেন? এটা ও ভালো। শুধু খারাপ এটা: যদি আপনি/আপনাদের কোরবানিকৃত পশুর রক্তমাখা/জবাই করা/মাংসের সাথে সেলফি কিংবা ছবি তুলে ফেসবুকে আপলোড করে থাকেন।

কারণটা নিশ্চয়ই শুনতে ইচ্ছে করছে?
তাহলে শুনুন: আপনি কিংবা আমি, যে সোশ্যাল নেটওয়ার্কটি ব্যবহার করি। তার সম্পূর্ণ নিয়ম কানুন, সঠিকভাবে আমাদের জানা আছে কি?
আমার মনে হয়, ৭০% শতাংশ লোকই জানে না। আপনি/আমি কিংবা আমরা সবাই, কোরবানিকৃত পশুর রক্ত মাথা/জবাই করা কিংবা মাংসের ছবি, যদি দিনশেষে ফেসবুকে আপলোড না করি, তাইলে কেন যেন আমাদের ঘুম হয় না।
রাইট?

আপনি/আমি কিংবা আমরা সবাই হয়তো ভুলে গিয়েছি যে, ফেসবুকের নিয়ম নীতিমালা অনুযায়ী, ধর্ষণ/খুন/ভায়োলেন্ট বা সেক্সুয়াল কোন ধরনের কনটেন্ট তারা সমর্থন করেনা। অর্থাৎ বলতে পারেন, আপনার আমার কোরবানি করা, পশুর ছবিটি হয়তো ফেসবুকের অ্যালগোরিদমে রেস্ট্রিক্টেড অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে আপনার ব্যবহার করা চিরচেনা ফেসবুক একাউন্টটি, যেকোনো মুহূর্তেই (Temporary Block/ Diseble বা Permanently Block/Diseble) হতে পারে।
তাই অনুরোধ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আপলোডকৃত ছবিগুলো এখনই ডিলিট করুন।

নোট: পোষ্টটি দেরিতে পাবলিশ করার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। আর সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।
ধন্যবাদ ❤️
All Copyright BY প্রিয় টেক

26/07/2020

.
#টাইপোগ্রাফি শুরু করার আগে দেখুন! প্রিয় টেক

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:১) ইনস্টাগ্রামে ফলো করুন আমাকে। (লিংক: https://www.instagram.c...
30/06/2020

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১) ইনস্টাগ্রামে ফলো করুন আমাকে। (লিংক: https://www.instagram.com/nayeemofficial.bd/
২) আপনার চ্যানেলের/ব্রান্ডের নাম কমেন্ট করুন।
৩) এই পোস্টটি শেয়ার করুন।

নোট: কমেন্ট পিকার এর মাধ্যমে, বিজয়ী কে ঘোষণা করা হবে। ধন্যবাদ ❤️

.এখনই ডাউনলোড করে নিন | ইউটিউব থাম্বনেইল প্যাক!ইউটিউব এর একটি ভিডিওর জন্য, থাম্বনেইল অনেক গুরুত্বপূর্ণ। অনেকে থাম্বনেইল ...
23/06/2020

.
এখনই ডাউনলোড করে নিন | ইউটিউব থাম্বনেইল প্যাক!

ইউটিউব এর একটি ভিডিওর জন্য, থাম্বনেইল অনেক গুরুত্বপূর্ণ।
অনেকে থাম্বনেইল তৈরি করতে পারলেও, পরিপূর্ণভাবে পারে না। শুধুমাত্র কিছু এলিমেন্টস এর কারণে।

আপনারাও যেন এই সমস্যায় না পড়েন, সেই জন্য আমি থাম্বনেইল তৈরিতে যে সমস্ত এলিমেন্টস প্রয়োজন পড়ে। সবকিছু একত্রে সাজিয়ে একটা ফাইল তৈরি করে রেখেছি।
যেখানে আপনারা পাবেন:

৫৬টি বাংলা ফন্ট
১৭২টি ইংলিশ ফ্রন্ট ফন্ট
৬০টি ওভারল্যায়স
৫টি পার্টিক্যালস
৬টি ব্রাশ
১৩টি লাইটস
(ডাউনলোড করুন)
Link: https://bit.ly/2Vany8P

নোট: উপরের যাবতীয় ফাইল গুলো, আপনারা শুধুমাত্র ব্যবহার করতে পারবেন Pixelllab And PicsArt অ্যাপ এ। বিশেষ করে শুধু Font গুলো।

.Never Give Up 💪 প্রিয় টেক
22/06/2020

.
Never Give Up 💪 প্রিয় টেক

3 Editing Tricks For YouTuber 😍
05/06/2020

3 Editing Tricks For YouTuber 😍

3 Editing Tricks For YouTuber | Kinemaster Tutorial Bangla 🔸Kinemaster Download Here: https://tii.ai/ztca9H 🔸ইউটিউব সম্বন্ধে যেকোন প্রশ্ন করুন আমাদের গ্রুপে।...

.      আপনার মাথাও কি গরম থাকে?😒
27/05/2020

.
আপনার মাথাও কি গরম থাকে?😒

26/05/2020

ইউটিউব এর স্ক্রিপ্ট দিয়ে আয় করুন!😍
প্রিয় টেক❤️

24/05/2020

.
দেখে নিন | কি ধরনের ইউটিউব চ্যানেল খোলা উচিত? প্রিয় টেক ❤️

.ইউটিউব এর স্ক্রিপ্ট দিয়ে আয় করুন!😍👌🔥 Link: https://youtu.be/8CpSAcNTjdsছবি: Google
24/05/2020

.
ইউটিউব এর স্ক্রিপ্ট দিয়ে আয় করুন!😍👌🔥 Link: https://youtu.be/8CpSAcNTjds

ছবি: Google

.ইউটিউবারদের সফলতা দেখে হয়তো, আপনি ভাবছেন। আপনিও হবেন একজন সফল ইউটিউবার। স্বপ্ন দেখা কিংবা ইন্সপায়ার হওয়া দোষের কিছু ...
18/05/2020

.
ইউটিউবারদের সফলতা দেখে হয়তো, আপনি ভাবছেন। আপনিও হবেন একজন সফল ইউটিউবার।
স্বপ্ন দেখা কিংবা ইন্সপায়ার হওয়া দোষের কিছু নয়। বরং বাস্তবায়ন করতে যত ঝামেলা।

ইউটিউবে এমন হাজারো ভিডিও পাবেন।
যে কিভাবে আপনি ১টি ইউটিউব চ্যানেল খুলবেন। কিন্তু আজ পর্যন্ত কোন ইউটিউবার আপনাকে বলবে না, আপনি কি ধরনের চ্যানেল খুলবেন। আর এটা একদম সবাবিক একটি ব্যাপার, কারণ ওই ইউটিউবার কখনোই জানে না আপনার কোন বিষয়ের উপর এক্সপেরিয়েন্স আছে।

আজকের আর্টিকেল এটাকে ঘিরেই অর্থাৎ আপনার ঠিক কী ধরনের চ্যানেল খোলা উচিত। এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি আইডিয়া পাবেন। যার মাধ্যমে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, আপনার কোন ধরনের চ্যানেল খোলা উচিত।

নিচে কয়েকটি আইডিয়া দেওয়া হলো:

১) বেশি করে ইউটিউবে ভিডিও দেখুন। বলা হয়ে থাকে, যে কোন কাজে সফলতা পেতে চাইলে। অবশ্যই ওই কাজের প্রতি ভালোবাসা যুক্ত করুন। ধরুন আপনার ভালো লাগে ফ্রিল্যান্সিং করতে। আপনাকে দিয়ে কিন্তু কখনোই ওয়েটারের কাজ করানো সম্ভব না।

তাই যত পারুন আগের তুলনায়, বেশি ইউটিউব এ ভিডিও দেখুন। কারণ আপনি যত ভিডিও দেখবেন আপনার ইউটিউবিং করতে ততটাই সাহায্য করবে। ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখার ফলে আপনার কাঙ্খিত ভিডিওর উপর একটা ভালোলাগা তৈরি হবে অর্থাৎ যেটা নিয়ে আপনি আগামীতে শুরু করতে যাচ্ছেন ইউটিউবিং।

২) সময়ের উপর নির্ভর করে চ্যানেল খুলুন। আমাদের ভেতর অনেকেই রয়েছেন, যারা দিনের বেলায় চাকরি করে আর রাতে ফ্রিল্যান্সিং কিংবা ইউটিউবিং করে।

ধরুন আপনি একটি চাকরি করছেন দিনের বেলায়। কিন্তু আপনার স্বপ্ন রয়েছে বিনোদনমূলক চ্যানেল নিয়ে সামনের দিকে আগানোর।
এটা কিন্তু কখনোই সম্ভব না, আপনার চাকরি থাকা অবস্থায়। কারণ এই বিনোদনের জন্য আপনার প্রয়োজন অবশ্যই দিনের আলো , কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলেও আপনার কিন্তু অবশ্যই দিনের আলো প্রয়োজন পড়বে।
যদি আপনি একজন চাকরিজীবী হয়ে থাকেন। তাহলে অবশ্যই ওই সমস্ত ক্যাটাগরি সিলেক্ট করুন। যেটাতে পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করার প্রয়োজন হয় না।
উদাহরণস্বরূপ যেমন ধরুন গেমিং চ্যানেল।
রাতের বেলায় আমরা কম-বেশি অনেকেই গেমস খেলি। আপনি চাইলে সুযোগের সদ্ব্যবহার এটাকে ঘিরেই করতে পারেন। তবে আমি বলছিনা যে আপনারা সবাই গেমিং চ্যানেল নিয়ে সামনের দিকে আগাবেন।

৩) বাকি ইউটিউবারদের ইন্সপায়ার থেকে দূরে থাকুন।
অন্যের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইবার। প্রচুর পরিমাণে ভিউ, আপনি কখনই ওগুলোর দিকে তাকাবেন না।
সাময়িক সময়ের জন্য আপনার মনে হবে, আমি যদি এইরকম একটি চ্যানেল খুলি। তাহলে হয়তো আমারও এরকম সাবস্ক্রাইবার আর ভিউ এর বন্যা বসে যাবে।
বিষয়টা একদমই রিভার্স অর্থাৎ উল্টো।

ধরুন আপনার কাঙ্ক্ষিত ইউটিউবার তার চ্যানেলে আপলোড করে। কিভাবে থ্রিডি এনিমেশন তৈরি করা হয়।
এই কাজটি কিন্তু আপনার করার অভিজ্ঞতা নেই।
শুধু রয়েছে ইন্সপায়ার।

এই ইন্সপায়ার এর জেরে আপনিও খুলে বসলেন তার মত একটি চ্যানেল।
দুর্ভাগ্যবশত: চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য যে এক্সপিরিয়েন্স টুকো আপনার প্রয়োজন। তার বিন্দুমাত্র আপনার ভেতর নেই। এবার আপনি কি করলেন? এই থ্রিডি এনিমেশন এর পেছনে ব্যয় করলেন 6 মাস। এবং সম্পূর্ণরূপে শিখে গেলেন কিভাবে থ্রিডি এনিমেশন বানাতে হয়।
যদি আপনি এই 6 মাস আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করে যেতেন। তাহলে হয়তো আজ আপনার চ্যানেলটি অনেকদূরে, এগিয়ে নিয়ে যেতে পারতেন।

তাই সব সময় বাকিরা কি করলো এটা দেখার বিষয় না। আপনি কি করলেন এটা দেখার বিষয়।

৪) ব্যয় এর দিকে নজর দিন। ধরুন আপনি ইউটিউবে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন। তার ভেতরের লাইফ হ্যাকস এর ভিডিও গুলো আপনার খুব ভালো লেগেছে। তার মানে কি আপনি লাইফ হ্যাকস এর ভিডিও নিয়ে কাজ করা শুরু করবেন?
যদি আপনার ইচ্ছের পাশাপাশি ভালো লাগাটাও থাকে। তাহলে আমি বলব এখনই শুরু করুন।

তবে মাথায় রাখবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। প্রচুর পরিমাণে এলিমেন্ট এর ও প্রয়োজন পড়ে।
যদি আপনি আমার মত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন। তাহলে ভাই ইচ্ছে গুলো এখনই মাটি চাপা দিন।
কারণ এত টাকা মধ্যবিত্ত পরিবারের জোগাড় করা। সত্যি এটা চ্যালেঞ্জিং ব্যাপার।

সর্বোপরি কথা হচ্ছে এটা: চ্যানেল খোলার পূর্বে কাঙ্খিত ভিডিওর ভিতর ভালোবাসা জুড়ে দিন। নির্দিষ্ট সময় বের করুন। টাকা পয়সার দিকে খেয়াল রাখুন। যদি আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন। বাকিদের ইন্সপায়ার দূরে থাকুন। সর্বশেষে নিজের অভিজ্ঞতা কাজে লাগান। তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনার ঠিক কী ধরনের চ্যানেল খোলা উচিত। ধন্যবাদ

এই আর্টিকেল এর উপর ভিত্তি করে, একটি ভিডিও তৈরি করা হবে খুব তাড়াতাড়ি।
চাইলে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channel/UCkIf7GCxJA4uiptXR4DH-Tw

.এডিট ছাড়া তৈরি করুন ইউটিউবের ভিডিও!যারা ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।দুর্ভাগ্যবশত: এডিট করতে গেলে অনেকটা প্যার...
02/05/2020

.
এডিট ছাড়া তৈরি করুন ইউটিউবের ভিডিও!
যারা ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
দুর্ভাগ্যবশত: এডিট করতে গেলে অনেকটা প্যারা মনে হয়। তাদের জন্য এই ভিডিওটি, অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।
ভিডিও: https://youtu.be/dpJ61b_V62g
ইউটিউব সম্বন্ধে যেকোন প্রশ্ন করুন আমাদের গ্রুপে।
গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/647191929466731/

©প্রিয় টেক❤️

30/04/2020

ইউটিউব এর CPM 30-50% কমে যাচ্ছে! 😥

সূত্র: Bodil40 (Youtuber)
তার বর্তমান সাবস্ক্রাইবার: 20 লক্ষ্যের অধিক..!

. আমি মনে করি!একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে, বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে "থাম্বনেইল"ইউটিউবার রা জয়েন করতে পারেন,...
30/04/2020

. আমি মনে করি!
একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে, বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে "থাম্বনেইল"
ইউটিউবার রা জয়েন করতে পারেন, আমাদের গ্রুপে।
গ্রুপ: https://www.facebook.com/groups/647191929466731/

.গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের প্রথম প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে।বছরের প্রথম দুই মাস গুগল বেশ ভালো লাভ কর...
30/04/2020

.
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের প্রথম প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে।

বছরের প্রথম দুই মাস গুগল বেশ ভালো লাভ করেছে। তবে মার্চে পরিস্থিতি খারাপ হতে থাকে। তাই অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই একে ‘দুই প্রান্তিকের গল্প’ বলে উল্লেখ করেছেন।

অন্যান্য প্রতিষ্ঠানের মতো করোনাভাইরাসের প্রভাবে তেমন ভুগতে হয়নি গুগলকে। গত বছর একই প্রান্তিকের তুলনায় তাদের আয় বেড়েছে ১৩ শতাংশ। গৃহবন্দী মানুষ তথ্য নিতে ভরসা করেছে গুগলের উপর। তাই গুগল সার্চের পরিমাণ এ সময় বেশি ছিলো।

যুক্তরাষ্ট্রের বিনোদনমূলক অনুষ্ঠান সুপার বোলের চেয়ে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য খোঁজা হয়েছে ৪ গুণ বেশি। গুগলের মালিকানাধীন ইউটিউবেও এখন মানুষ বেশি সময় কাটাচ্ছে। কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও সুন্দর পিচাই জানিয়েছেন ইউটিউবে লাইভস্ট্রিমিং ভিডিও দেখার হার বেড়েছে।

অ্যাপেও মানুষ সময় কাটাচ্ছে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে অ্যাপ ডাউনলোডের হার ছিলো ৩০ শতাংশ বেশি। প্রতিমাসে গড়ে গুগল প্লে ব্যবহৃত হয়েছে ২৫০ কোটি ডিভাইসে।

এছাড়া, ক্রোমবুকের চাহিদা বেড়েছে। বিশ্লেষকদের দাবি, গত বছরের তুলনায় এবার বছরের প্রথম প্রান্তিকে ক্রোমবুকের চাহিদা বেড়েছে ৪০০ শতাংশ। অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলছে বলে ক্রোমবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি।

তবে স্মার্টফোনের চাহিদা কমায় ডিভাইস অ্যাক্টিভেশনের হার কমেছে। গুগলের আয়ের বড় একটি অংশ আসে বিজ্ঞাপন থেকে। আগামী প্রান্তিকে করোনাভাইরাসের প্রভাবে বিজ্ঞাপন ব্যবসায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন গুগলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রুথ পোরাট।
Source: TechShohor

পাশাপাশি একজন ইউটিউবার হয়ে, জয়েন কারণ আমাদের গ্রুপে!
গ্রুপ: https://www.facebook.com/groups/647191929466731/

22/03/2020

#করোনাভাইরাস নিয়ে ইউটিউব এর আপডেট..!😥

27/02/2020

চ্যানেল 𝗛×𝗰𝗸 হওয়ার আসল রহস্য দেখুন!😢

একটা শখের ইউটিউব চ্যানেল। সাধারণ একজন কনটেন্ট ক্রিয়েটর এর কাছে অনেক কিছু। একটা চ্যানেল সাধারণ কিছু ভুলের কারণে, চলে যেতে পারে একজন পারদর্শী H×cker কাছে।
আপনার শখের ইউটিউব চ্যানেলটি, H×cker দের থেকে দূরে রাখতে। অনেক ভূমিকা রাখবে নিচের উপদেশগুলো:
১) পার্সোনাল একাউন্ট থাকলে, অবশ্যই ব্র্যান্ড একাউন্টে ট্রান্সফার করুন।
২) জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন এর পাশাপাশি গুগোল অথেন্টিকেটর ব্যবহার করুন।
৩) জিমেইল একাউন্ট রিকভারি করার জন্য। অবশ্যই একটি ইউনিক মোবাইল নাম্বার বা জিমেইল ব্যবহার করুন।
৪) ইউটিউব চ্যানেল যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা। ওই জিমেইল অ্যাকাউন্ট কখনোই ব্যবহার করবেন না, বিজনেস মেইল হিসেবে।
৫) আপনার ডিভাইসে যতটা সম্ভব Cracked Software এড়িয়ে চলুন।
৬) লোভনীয় স্পন্সর থেকে দূরে থাকুন।
৬) আপনার ডিভাইসে অবশ্যই, প্লে প্রটেক্ট মোড অন করে রাখুন।

নোট: উপরের নির্দেশ গুলো, যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। তাহলে হয়তো কিছুটা হলেও আপনার চ্যানেল H×cker দের হাত থেকে রক্ষা করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে ❤️

ইউটিউবারদের মাঝে শেয়ার করুন..!FACT:  🤨🙄প্রিয় টেক ❤️
26/02/2020

ইউটিউবারদের মাঝে শেয়ার করুন..!
FACT: 🤨🙄
প্রিয় টেক ❤️

24/02/2020

ইউটিউব এর জন্য কোন ক্যামেরাগুলো কিনবেন? প্রিয় টেক ❤️

30/01/2020

দেখুন!
ইউটিউবারদের জীবন কেমন হয়?
প্রিয় টেক ❤️

27/01/2020

ফেইসক্যাম ভিডিও তৈরি করার ৪টি টিপস!😊 প্রিয় টেক ❤️

মিলিয়ে নিয়েন 😊প্রিয় টেক❤️ফ্যাক্ট: ১৮+👄
27/01/2020

মিলিয়ে নিয়েন 😊প্রিয় টেক❤️
ফ্যাক্ট: ১৮+👄

জুম্মা মুবারাক প্রিয় টেক ❤️
23/01/2020

জুম্মা মুবারাক প্রিয় টেক ❤️

21/01/2020

𝗩𝗹𝗼𝗴𝗴𝗶𝗻𝗴 করলে অবশ্যই দেখবেন 😊
প্রিয় টেক ❤️

20/01/2020

ইউটিউব এর ভিডিও কত মিনিটের তৈরি করবেন? 🤔 প্রিয় টেক ❤️

আপনার Vlogging হয়ে উঠুক আরো সুন্দর ❤️Link: http://bit.ly/2R53DXn
17/01/2020

আপনার Vlogging হয়ে উঠুক আরো সুন্দর ❤️
Link: http://bit.ly/2R53DXn

17/01/2020

সবাইকে জুম্মা মোবারক ❤️
ইচ্ছে করলে, একজন বাকপ্রতিবন্ধী ও হতে পারে ইউটিউবার! প্রিয় টেক ❤️

মানুষ প্লেট খায় না ❎প্লেটের মধ্যকার খাবার খায় ✅প্রিয় টেক ❤️
14/01/2020

মানুষ প্লেট খায় না ❎
প্লেটের মধ্যকার খাবার খায় ✅
প্রিয় টেক ❤️

মনে রাখবেন!টার্গেটই আপনাকে সফলতা এনে দিবে!  প্রিয় টেক ❤️
13/01/2020

মনে রাখবেন!
টার্গেটই আপনাকে সফলতা এনে দিবে!
প্রিয় টেক ❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় টেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share