Islamic Da'wah

  • Home
  • Islamic Da'wah

Islamic Da'wah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Da'wah, Digital creator, .

19/02/2023

একটা কালো মেয়ে দেখলেই লোকে বলে-
নাইট ক্রিম লাগাতে পারে না? এখন কি কেউ কালো আছে? এমন থাকলে বিয়ে হবে না।

অথচ একটা বেপর্দা মেয়ে দেখলে কেউ তো বলেনা, পর্দা করো না কেনো? জানো না পর্দা ফরজ?
এর জন্য তোমাকে কঠিন সাজা ভোগ করতে হবে।

এটাই আমাদের সমাজ🙂💔

15/02/2023

মজার ছলে মিথ্যা কথা হতে সাবধান!!

_ তাড়াতাড়ি বিয়ে করতে চান??
তাহলে দেখুন see more.... সেখানে কিছুই লেখা ছিল না,, মজা করে পোষ্ট দিয়েছিল ||

_ চলুন সবাই একটা করে চাপা মারি,, আমি মঙ্গল গ্রহ থেকে বলছি,, আর আপনি??৷ মজা করতে সবাই একটা করে মিথ্যা কথা কমেন্টে লিখেছিল ||

_ এই পোষ্ট দেখে আমি আম্মুকে বোন বলে ডেকে ফেললাম | মজা করে এক আপু কমেন্ট করল|

_ আপনার চ্যাট লিষ্টের প্রথম ব্যক্তি মা হতে চলেছে..
তখন দেখা যাচ্ছে লিষ্টের প্রথম ব্যক্তি হয় বাবা থাকে..না হয় কারো ভাই থাকে..আবার কারো বা ফ্রেন্ডস থাকে..তখন যে যার মতো করে ফ্রেন্ডসদের মেনশন দিয়ে থাকে..আর শুরু হয়ে যায় মিথ্যার ছড়াছড়ি কমেন্ট করা।

_সবার আইডির পাসওয়ার্ড দেও..ভিডিও বানাবো..তখনই শুরু হয় যে যার মতো করে মিথ্যা পাসওয়ার্ড দিয়ে থাকে...
এই মিথ্যার পরিনতি খুবই ভয়ানক!

_ এমন অহরহ ঘটনা আছে যা লোক হাসানোর জন্য,, মজা করার জন্য মিথ্যা বলা হয় ||

🔴 প্রশ্নঃ মজা করে মিথ্যা বললে কি গুনাহ হবে??
🟥উঃ জ্বি অবশ্যই |

রাসুল (সাঃ) বলেছেন,,
❝ যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক❞
(তিরমিজি - ২৩১৫)

রাসুল (সাঃ) বলেছেন,,
❝যে হাসির ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য বেহেশতের মধ্যে একটি প্রাসাদ বানানোর দায়িত্ব নিলাম❞
( আবু দাউদ - ৪৮০০)

সুতরাং, মজা করার জন্য এই সব ছোট ছোট মিথ্যা কথা পরিহার করুন | হয়তো এই সামান্য মিথ্যার জন্য কেয়ামতর দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে!!
মনে রাখবেন, একটা মিথ্যা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে ||

ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

__হে আমার প্রতিপালক __
আপনি আমাদের সবাইকে এই গুনাহ গুলো থেকে হেফাজত দান করুন |
আমিন ইয়া রব্বুল আলামীন

The language of patience is more powerful than all the languages of the world, if someone hears your bitter words and be...
15/02/2023

The language of patience is more powerful than all the languages of the world, if someone hears your bitter words and becomes silent so that doesn't mean you defeated him or that you did a right thing, no!!If he is silent, so this is his vessel, dont forget that those who do not take revenge, Who become silent ,Allah himself answers on behalf of them .as He is Al-'Adl (King of justice) you have to go through the same stage at least once in your life as you do with others, words by which you hurt others, Allah will give you back those words at least once, the voice of the patient reaches Allah through the seven heavens,the dua of patient shakes everything from the sky to the earth, Allah never rejects the cry of the patient, He himself promises that I am with those who are patient, and he with whom Allah is, has all the powers of the world, and remember, He never breaks His promise no matter what.

15/02/2023

♦নারী আসলে কে❓

পবিত্র কুরআনে ১৭৬ আয়াত বিশিষ্ট একটি বড় সূরা আছে শুধু নারীর নামে, সূরা নিসা!

হ্যাঁ, পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ। কিন্তু সকল নবীর মা-ই তো নারী।

বাবা ছাড়া যে নবী জন্মেছেন, তিনিও কিন্তু মা ছাড়া জন্মাননি!

পৃথিবীর প্রথম পুরুষ আদম। তিনি গন্ধযুক্ত কর্দমাক্ত মাটি থেকে তৈরি। আর প্রথম নারী হাওয়া৷ তিনি সৃষ্ট হলেন পূতপবিত্র নবীর দেহ থেকে। পাজড়ের হাড় থেকে।

[ বুখারী ৫১৮৫]

নারী!
আপনার ব্যাপারে বিশ্ব জাহানের প্রতিপালক নিজেই পুরুষদের আদেশ করছেন,

❝তোমরা নারীদের সাথে কোমল আচরণ করো।❞

লোকে বলবে, তাদের সাথে কোমল আচরণ করব কেন? তাদের তো এই সমস্যা, ঐ সমস্যা! প্রভু নারীদের পক্ষ হয়ে বলছেন

❝তাদের কোনো দিক তোমাদের খারাপ লাগলে সবুর করো। ধৈর্য ধরো। দেখবে অতি দ্রুতই এর উত্তম প্রতিদান পেয়ে যাবে।❞

[সূরা নিসা ১৯]

প্রিয় নবীরও একই ভাষ্য।
❝কোনো মুমিন পুরুষ কোনো মুমিনা নারীকে ঘৃণা করতে পারে না। তাদের চরিত্রের কোনো দিক তোমাদের কষ্ট দিলেও এমন কিছু দিকও তো আছে, যা তোমাদের অনেক সুখ দেয়?❞

[ মুসলিম ১৪৬৯]

❝যে ঘরে প্রথম সন্তান কন্যা হয়, সে ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়।❞

[ আল মাকাসিদুল হাসানাহ ১/৬৭৭]

যখন এ-কে-এ-কে একটি, দুইটি, তিনটি ছেলে জন্ম নেয়, তখনো কোনো সুসংবাদ নেই।
কিন্তু যখন কারো দুইটি কন্যা সন্তান জন্ম নেয়, তখন ফেরেস্তাগণ বলেন, তাদের পিতার জন্য দুইটি জান্নাত৷ যখন তিনটি কন্যা হয়, তখন তারা বলে তিনটি জান্নাত!
[ তিরমিযি ১৯১৬]

নারী! সত্যিই আপনি প্রতিটি পিতার কাছে জান্নাত৷ দুনিয়াতেও জান্নাত৷ আখেরাতেও জান্নাত৷🖤

পুরুষ কামাই করে। সংসারের ঘানি টানে। সন্তানদের তিলতিল করে গড়ে তোলে। এসবই কেবল সাদাকাহ। কিন্তু এক মা যখন একটি সন্তান জাস্ট জন্ম দেয়- নবী বলেন,

❝তোমার পদতলে তার জান্নাত।❞

[ মুখতাসারুল মাকাসিদঃ- ৩৪৮, সহিহ]

সুবহান আল্লাহ্💕

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Da'wah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share