24/06/2020
ITS for all BD PUBG players
দয়া করে ২টা মিনিট সময় দিয়ে Post টি পরুন,অনুরোধ রইল....(only for PUBG player)
বাংলাদেশে pubg GCplayer দের গণনা করতে গেলে আদমশুমারী চালু করতে হবে।আর সেই বাংলাদেশে কিছুদিন আগে Tencent একটা নামে Tournament এর আয়োজন করেছিল official ভাবে।তারা বাংলাদেশ থেকে চেয়েছিল।আমরা একটা সুযোগ পেয়েছিলাম।কিন্তু কি হল?আমরা response করলাম প্রায় ১১হাজার maybe.এতটুকুই কি আমাদের বাংলাদেশে pubg player??আমার মনে হয় YouTube এ search করলেই ১হাজার এর বেশি বাংলাদেশ pubg youtuber পাওয়া যাবে!তাহলে আমাদের response কেন এত কম?কিন্তু আমরাই আবার বাংলাদেশের server চাই আলাদা বাংলাদেশের server চাই আলাদা,এসব বলে চিল্লাই! লাভ আছে কোনো?
ইন্ডিয়া তারা নিজেদের 20ms এ খেলে....
পাকিস্তান এর মত একটা দেশ যদি নিজেদের আলাদা server করে নিতে পারে....
আমরা কি পারি না,আমাদের নিজেদের জন্য আলাদা server করে নিতে?
যেখানে pubg official ভাবে আমাদের সুযোগ করে দিচ্ছে সেখানে আমরাই সুযোগ নিচ্ছি না।তো তারা আর কি করবে।
pubg আমাদের আবার আরেকটা সুযোগ করে দিচ্ছে,আমরা এই সুযোগকে অবহেলা করব না আশা করি।
#২৪জুন,২০২০ এর জন্য শুরু হতে যাচ্ছে।
কে খেলা পারে,কে পারে না,দেখার বিষয় না।device ভাল না আমার,কোনো সমস্যা নেই।ফোনের টাচ কাজ করে না কিন্তু pubg account আছে,তবুও দয়া করে reg. টা করুন।এখানে tencent দেখবেনা যে কে খেলা পারছে আর কে পারছে না।তারা দেখবে reg কত জন!
অনুরোধ আপনাদের কাছে যারা যারা খেলেন সবাই reg. টা করবেন।আমরা tencent কে response দেখাতে চাই।আপনারা সবাই reg করুন এবং আপনার পরিচিত সবাইকে reg করতে সাহায্য করুন।আপনাদের সকল pubg player দের কাছে এটাই আমার অনুরোধ