03/03/2020
করোনা ভাইরাস, উইঘুর মুসলিমদের উপর চীনা কর্তৃপক্ষের জুলুমের কারণে আল্লাহর শাস্তি নয়। শাসকদের জুলুমের শাস্তি, রহমানুর রহিম কখনো নিরীহ জনগণকে দেবেন না।
করোনা ভাইরাসে মুসলিমরা আক্রান্ত হবে না, হলেও ক্ষতি কম হবে; এমনটি ভাবা মূর্খতা (নিজে শুনেছি এমন আলোচনা; তাও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীদের মুখে!)
উষ্ণমন্ডলীয় দেশ বলে আমাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম নয়। তাহলে ইরানে এই ভাইরাস এতোটা ছড়াতো না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে মানবজাতির ৭০ শতাংশ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। ৭০ শতাংশ! ৫০০ কোটি মানুষ!
এতো ভয়াবহ এক বিপদের আশঙ্কা থেকে মুখ ফিরিয়ে রাখার সুযোগ নেই, মিথ্যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। যা আমরা করতে পারি, তা হচ্ছে এটি সম্পর্কে জানার চেষ্টা করা; যাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে।
মানুষের চুলের ৯০০ ভাগের ১ ভাগ আয়তনের এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়েছে ৭০ টির বেশি দেশে, আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ঘটেছে তিন হাজারের বেশি!
মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বলেছেন ফেসমাস্ক, বিশেষ করে সাধারণ ফেসমাস্ক, করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেবে না। তাহলে সুরক্ষা পেতে কি করবো, কি করবোনা? তা জানতে হলে জানতে হবে, এই ভাইরাস কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না।
আক্রান্ত কারো কাছাকাছি গেলে আপনি আক্রান্ত হতে পারেন; বিশেষ করে ঐ সময়ে যদি আক্রান্ত ব্যক্তি হাঁচি/কাশি দেন, শব্দ করে হাসেন,গান করেন অথবা কথা বলেন। আক্রান্ত ব্যক্তি খাওয়ার সময় তার কাছে যাওয়া যাবেনা। WHO বলছে, আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত তিনফুট দূরত্ব রাখা দরকার; US Centers for Disease Control and Prevention এর মতে ছয় ফুটের মধ্যে থাকাও বিপদজনক হতে পারে। যতো বেশি সময় আপনি আক্রান্তের কাছে থাকবেন, আপনার আক্রান্ত হওয়ার আশঙ্কা তত বেশি।
এখনো পর্যন্ত যা জানা গেছে, তাতে এই ভাইরাস নাক, মুখ এবং চোখের ভেতর দিয়ে ছড়াতে পারে। আপনি যদি আক্রান্ত ব্যক্তির কাছে না যান এবং মুখমন্ডল স্পর্শ করার আগে হাত ধুয়ে নেন; আপনি নিরাপদ। লাইফবয়ের বিজ্ঞাপনের কথা ভুলে যান, যেখানে '১০ সেকেন্ডেই জীবাণুমুক্ত' জাতীয় বাগাড়ম্বর আছে; ভালো করে সাবান মেখে হাতের দুপাশে এবং নখের গোড়ায় ঘষে ঘষে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। হাত ধোয়ার পর শুকিয়ে নেবেন, ভেজা সারফেসে সংক্রমণের ঝুঁকি বেশি।
যেহেতু মুখের মাধ্যমে ছড়ায়, আক্রান্ত নন এবিষয়ে নিশ্চিত না হয়ে কাউকে চুমু খেতে যাবেন না। যৌন সঙ্গমের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর কথা নয়, তবে নতুন ভাইরাস বলে এবিষয়ে বিজ্ঞানী/ চিকিৎসকরা নিশ্চয়তা দিয়ে কিছু বলতে নারাজ।
পোস্টটি অনুমতি ছাড়াই শেয়ার করা যাবে।