Beanibazar-বিয়ানীবাজার

  • Home
  • Beanibazar-বিয়ানীবাজার

Beanibazar-বিয়ানীবাজার সংবাদ/বিজ্ঞপ্তির জন্য মেসেজ করুন। BEANIBAZAR
Beanibazar (Bengali: Upazila of Sylhet District in the Division of Sylhet, Bangladesh.

History The name "Beanibazar", is a variant of 'Bihani Bazaar' which means "morning market". It is one of the richest city in Bangladesh. In the past, Beanibazar was surrounded mostly by jungles infested with wild beasts that attacked people regularly at night. They made it almost impossible for the ...residents to go to bazaar after dusk to buy or sell daily necessary items. For this reason most

of the shopping activities were held in the morning and hence the name Biyani Bazaar.[citation needed] Previously,[when?] Beanibazar was constituent part of Panchakhanda, which means "Five Parts". ↑Jump back a section Geography Beanibazar is located at 24.8250°N 92.1625°E. It has 27,089 units of household and a total area of 253.22 km². ↑Jump back a section Demographics As of the 1991 Bangladesh census, Beanibazar had a population of 181,547, 49.5% of whom are male and 50.5% are female. 89,317 (or 49.2%) of the population are over the age of 18. Beanibazar has an average literacy rate of 37.4% (7+ years) compared to the national average of 32.4%. [1] Religions: Muslim 95.66%, Hindu 4.31%, and others 0.03%. ↑Jump back a section Administrative Beanibazar has 11 Unions/ Wards, 145 Mauzas/ Mahallas, and 176 villages.

19/02/2023

🔴 বয়ান পেশ করছেন হযরত মাওলানা খুরশিদ আলম কাসীমি সাহেব,ঢাকা।
খাদিমুল ক্বোরআন পরিষদ খাসা শহীদটিল্লা বিয়ানীবাজার, সিলেট এর উদ্যোগে ৮ম তাফসিরুল কুরআন মাহফিল।

19/02/2023

🔴 বয়ান পেশ করছেন হযরত মাওলানা আবুজর আল জামালী সাহেব,নাটোর।খাদিমুল ক্বোরআন পরিষদ খাসা শহীদটিল্লা বিয়ানীবাজার, সিলেট এর উদ্যোগে ৮ম তাফসিরুল কুরআন মাহফিল

খাদিমুল ক্বোরআন পরিষদ খাসা শহীদ টিল্লার আয়োজন তাফসীরুল ক্বোরআন মাহফিল এর আজকের শেষ দিনে উপস্তিত থাকছেন দেশবরেণ্য উলামায়ে...
19/02/2023

খাদিমুল ক্বোরআন পরিষদ খাসা শহীদ টিল্লার আয়োজন তাফসীরুল ক্বোরআন মাহফিল এর আজকের শেষ দিনে উপস্তিত থাকছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।

24/01/2023

আগামী কাল মেগা ফাইনাল। ফাইনাল খেলায় দেশী বিদেশী আনেক প্লেয়ার অংশ গ্রহন করবে। ফাইনাল খেলা দেখার জন্য সবাই আমন্ত্রিত।

29/12/2022

#বিয়ানীবাজার

27/12/2022

এইমাত্র গোলাপগঞ্জ পাঁচ মাইল স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি নিহত।

টিম ব্রাজিল যারা যারা ছবিটা দেখে ভালো লাগছে লাইক শেয়ার করি আমাদের সাথে থাকুন।
09/12/2022

টিম ব্রাজিল যারা যারা ছবিটা দেখে ভালো লাগছে লাইক শেয়ার করি আমাদের সাথে থাকুন।

22/11/2022

Duwa kobul hoy gase

রানাপিংয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২গোলাপগঞ্জের রানাপিংয়ে যাত্রীবাহী প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ...
18/09/2021

রানাপিংয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২

গোলাপগঞ্জের রানাপিংয়ে যাত্রীবাহী প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। দূর্ঘটনায় শিশুসহ আরও ৪জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ফাজিলপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শফিক উদ্দিনের বাড়ি বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রামে। অপরজন গাড়ির চালক নাসির উদ্দিন বলে জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায় নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ ও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

#সিলেটে আসার পথে দূর্ঘটনাস্থল দেখে আসলাম। খুবই মর্মান্তিক ঘটনা। ওভারটেক করতে গিয়ে এমন দূর্ঘটনা ঘটেছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। মালবাহী পিকআপটিও ছিলো দ্রুতগতির যার কারণে এদূর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান করছে।

২০১৪ থেকে ২০২১ সাল সেদিনের কথা আজ ভুলে নাই খাসা গ্রামের শহিদ টিল্লার এলাকার মানুষ। ভয়ানক সে দিন রাতে কানাডা প্রবাসী বাড়...
06/01/2021

২০১৪ থেকে ২০২১ সাল সেদিনের কথা আজ ভুলে নাই খাসা গ্রামের শহিদ টিল্লার এলাকার মানুষ। ভয়ানক সে দিন রাতে কানাডা প্রবাসী বাড়ীতে ডাকাতাতি ঘটনায় আটক হওয়ার পর ও আজও এলাকার মানুষ জানলো না কারা এই ডাকাতির সাথে জড়িত।
দয়া করে শেয়ার করে সবাইকে যানিয়ে দেন কারা ছিলো সেই রাতে ডাকিতির আড়ালে।

আপনাদের কি মনে আছে সেই দিনের কথা ১ জানুয়ারি ২০১৪ বিয়ানীবাজার খাসা শহিদ টিল্লায় কানাডা প্রবাসীর বাড়ীর ডাকাতির কথা। এখনো ...
05/01/2021

আপনাদের কি মনে আছে সেই দিনের কথা ১ জানুয়ারি ২০১৪ বিয়ানীবাজার খাসা শহিদ টিল্লায় কানাডা প্রবাসীর বাড়ীর ডাকাতির কথা। এখনো সেই ডাকাতদের সহযোগিদের ধরা হয়নি। আজ ডাকাত দল বিয়ানীবাজারের খাসা গ্রামে আবার আটক করা হয়েছে। বিয়ানীবাজারে যে ভয়াবহ ডাকাতি হয়েছে সেই ডাকাত দলের সর্দার এবং তার লগের আরো ২ডাকাতকে আটক করা হয়েছে. আটক ডাকাত সর্দার তাজপুর গ্রামের বেলাল বড়লেখা বুরারগুল গ্রামের সাজু জইন্তাপুর এর শামীম...

দয়া করে শেয়ার করে সবাইকে এটা যানিয়ে দেওয়া হয়োক।

ফাহিম সালেহর জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন ।।উল্লেখ্য গত মঙ্গলবার বিকালে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট ম্যানহাটনের ২.২৫ মিলিয়...
20/07/2020

ফাহিম সালেহর জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন ।।

উল্লেখ্য গত মঙ্গলবার বিকালে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট ম্যানহাটনের ২.২৫ মিলিয়নের কনডোমিনিয়ামের (অ্যাপার্টমেন্ট) বাসা থেকে পুলিশ তার কয়েক টুকরো দেহ উদ্ধার করেছে।

আজকে নিউইয়র্ক সময় রবিবার দুপুরে মুসলিম কবরস্থান "মিট হাডসন নুর ইসলামিক সিমেট্রি"তে ফাহিমের জানাজা শেষে লাশ দাফনের কাজ সম্পন্ন হয়।এসময় ফাহিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আলোকে সিলেট জেলা পুলিশের চলমান ...
17/07/2020

বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আলোকে সিলেট জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ১০০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার(১৬ জুলাই) রাত ১০টায় বিয়ানীবাজারের খাসা গ্রাম থেকে আটক করেন। তিনি বিয়ানীবাজার থানার খাসা গ্রামের রহিব আলীর ছেলে আব্দুল খালেক (৬০)।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন খাসা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৬০) কে আটক করেছে।

এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

রিজেন্টের সাহেদ সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তারএক সপ্তাহ ধরে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ ...
15/07/2020

রিজেন্টের সাহেদ সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার

এক সপ্তাহ ধরে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার
15/07/2020

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

সাহেদ মৌলভীবাজারে?করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ এখন মৌলভীবাজারে অবস্থা...
14/07/2020

সাহেদ মৌলভীবাজারে?

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ এখন মৌলভীবাজারে অবস্থান করছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই sজেলার যেকোনও সীমান্ত দিয়ে সে ভারতে পালিয়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন তারা। সোমবার (১৩ জুলাই) সাহেদের ফোন ট্র্যাক করে সকালে জেলার ভেতরে তার অবস্থান বুঝতে পারায় তার খোঁজে জেলাজুড়ে তল্লাশি চালাচ্ছে র্যাব ও পুলিশ।তবে এখনও সাহেদের খোঁজ মেলেনি। জেলার সব সীমান্ত, রিসোর্ট, হোটেল মোটেলেও বাড়ানো হয়েছে নজরদারি।

জানা গেছে, গোপন সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী খবর পায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে আজ বিকাল বা রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির হোতা মো. সাহেদ।

এ খবর পাওয়া মাত্র ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বিকাল থেকে ভারতের ত্রিপুরাগামী মৌলভীবাজার-চাতলাপুর সড়কের শমশেরনগর চৌমুহনী চত্বর ও লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

কমলগঞ্জ থানার একজন কর্মকর্তা জানান, মৌলভীবাজার জেলা পুলিশ থেকে তাদের জানানো হয়েছে ঢাকার রিজেন্ট হাসপাতালের করোনা কেলেঙ্কারি ঘটনার পলাতক প্রধান আসামি মো. সাহেদ এ পথে কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তপথে ভারতের ত্রিপুরায় যেতে পারেন এমন সংবাদ রয়েছে। তাই সতর্কতাস্বরূপ যানবাহনে তল্লাশি করতে হবে।

এ খবর পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চৌমুহনায় দাঁড়িয়ে যানবাহনগুলো তল্লাশি করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার দুপুরে সাহেদের মুঠোফোন ট্র্যাক করে সে মৌলভীবাজার জেলায় অবস্থান করছে, ঢাকা থেকে এমন তথ্য জানানো হয় মৌলভীবাজার জেলা পুলিশকে। সেজন্য পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক হয়ে ওঠে। এর পরপরই বিকাল থেকে শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে মো. শাহেদ চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে পারেন। তাই তাকে ধরার জন্য পুলিশ শমশেরনগরে নজরদারি চালাচ্ছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পুলিশ সদস্যদের শমশেরনগর চৌমুহনায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, সাহেদ কমলগঞ্জে অবস্থান করছে কিনা তা জানা যায়নি। তবে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এদিকে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা বলেন, সারা দিন র্যাবের পাশাপাশি পুলিশের অভিযান চলেছে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়। সাহেদ মৌলভীবাজারে আছে এমন তথ্য আছে, তবে কোথায় অবস্থান করছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ আইসোলেশনে থাকায় তাকে ফোনে পাওয়া যায়নি। তবে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানিয়েছেন, সাহেদকে গ্রেফতারের জন্য মূলত র্যাব এ অভিযান চালাচ্ছে। পুলিশ তাদের সহায়তা করছে। তবে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় যে সাহেদ এখন মৌলভীবাজারেই আছে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়।

একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে মো. সাহেদ পলাতক রয়েছেন।
Copy

বোনকে বাঁচাতে সাগরে তলিয়ে গেল ভাই।নিউজার্সিতে ওশান সিটি বীচে গোসল করতে গিয়ে সাগরে তলিয়ে গেল মোহাম্মদ জাবেদ নামে ২৫...
14/07/2020

বোনকে বাঁচাতে সাগরে তলিয়ে গেল ভাই।

নিউজার্সিতে ওশান সিটি বীচে গোসল করতে গিয়ে সাগরে তলিয়ে গেল মোহাম্মদ জাবেদ নামে ২৫ বছরের এক তরুণ।জাবেদের নিকট আত্মীয়র কাছ থেকে জানা যায় পরিবারের কয়েকজন সদস্য মিলে ওশান বীচে পানিতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে,
বোন সাঁতার না জানার কারনে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যান জাবেদ,দেশের বাড়ি নোয়াখালী চাটখিল নাহারখিলের। পরিবারসহ বসবাস করেন যুক্তরাষ্ট্র।পুলিশের পক্ষ থেকে অনেক খোঁজ করার পরও জাভেদকে পাওয়া যায়নি।
মহান আল্লাহ যেখানেই রাখেন তাকে যেন সুস্থ রাখেন 🤲🤲

যুক্তরাষ্ট্র প্রবাসী রাজেলের উদ্যোগে আর্থিক অনুদান পেলেন বৃদ্ধ আব্দুর নুর। যুক্তরাষ্ট্র প্রবাসী রেজাউল করিম রাজেল সাবেক ...
13/07/2020

যুক্তরাষ্ট্র প্রবাসী রাজেলের উদ্যোগে আর্থিক অনুদান পেলেন বৃদ্ধ আব্দুর নুর।

যুক্তরাষ্ট্র প্রবাসী রেজাউল করিম রাজেল সাবেক ছাত্রলীগ নেতা। বিদেশের মাঠিতে থাকলে তার মন দেশে পড়ে রয়েছে নানা সময় নীরবে বিয়ানীবাজারের অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ান তিনি। এবার রাজেল আহমেদের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার মেওয়া গ্রামের অসুস্থ মানসিক প্রতিবন্ধী আব্দুর নুরের পাশে দাড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

৯ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের মাধ্যমে অসুস্থ আব্দুর নুরকে ৩০ হাজার টাকার নগদ অর্থ প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

নদীর তীরে অবস্থিত আব্দুর নুরের বাড়ি। যেকোনো সময় ভাঙনে বিলিয়ে যেতে পারে ভিটে মাঠি, হতাশা আর আক্ষেপ নিয়ে আব্দুর নুর অনুদান পেয়ে কা’ন্নায় ভেঙে পড়ে যু’ক্তরাষ্ট্র প্রবাসী রাজে’ল আহমেদ সহ আর্থিক সহযোগিতাকারী সকলের মঙ্গল কামনা করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী রেজাউল করিম রাজেল জানান, দেশে থাকাকালীন সময় আব্দুর নুরকে বাজারে ঘুরতে দেখতেন তিনি। সবাই আউলি নামে ডাকতেন আব্দুর নুরকে, কিন্তু উনাকে অর অনেক ভালো লাগতো, কিছু দিন আগে একজন রাজেলকে ফোন দিয়ে বলে আউলিয়া অনেক অসুস্থ এবং করোনা ভাইরাসের জন্য বাহিরে যেতে পারছেন না এক পা অবস হয়ে গেছে সেখান থেকেই আব্দুর নুরের প্রতি তার ভালোবাসা জন্ম আর এই ভালোবাসা থেকেই ক্ষুদ্র প্রয়াস। তিনি ভবিষ্যতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত করেন।

শ্রদ্ধেয় পি এইচ জি হাইস্কুলের সাবেক শিক্ষক, সহস্র শিক্ষার্থীদের প্রিয়  ও সমাজে সাদা মনের মানুষ হিসাবে পরিচিত জনাব শফর আল...
12/06/2020

শ্রদ্ধেয় পি এইচ জি হাইস্কুলের সাবেক শিক্ষক, সহস্র শিক্ষার্থীদের প্রিয় ও সমাজে সাদা মনের মানুষ হিসাবে পরিচিত জনাব শফর আলী স্যার কিছুক্ষণ আগে বার্ধক‍্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
البقاء لله وإنا لله وإنا إليه راجعون
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি উনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমীন।

অ্যান্টিবডির সনদ রয়েছে, তবু হজ ক্যাম্পেরদেশের টানে মানুষের সেবায় শত শত মাইল পাড়ি দিয়ে নিউ ইর্য়ক থেকে এসেছেন ডা. ফেরদৌস খ...
08/06/2020

অ্যান্টিবডির সনদ রয়েছে, তবু হজ ক্যাম্পের

দেশের টানে মানুষের সেবায় শত শত মাইল পাড়ি দিয়ে নিউ ইর্য়ক থেকে এসেছেন ডা. ফেরদৌস খন্দকার। দেশের ক্রান্তিকালে করোনা প্রতিরোধে কাজ করবেন, মানুষের সেবায় নিয়োজিত হবেন- এই তাঁর লক্ষ্য।

কিন্তু বিমান বন্দরে নামার পরই ঘটল বিপত্তি। রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাড়িতে যাওয়ার সুযোগ না দিয়ে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে হজ্ব ক্যাম্পের সাততলায়। রোগ প্রতিরোধ ক্ষমতা আছে (অ্যান্টিবডি), আমেরিকার মেডিক্যাল সেন্টারে অ্যান্টিবডি পরীক্ষার সেই সনদ দেখানোর পরও কর্তৃপক্ষ তাঁকে বাড়ি যেতে দেয়নি। এতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

কণ্ঠে অসহায়ত্ব নিয়ে ডা. ফেরদৌস বলেন, একজন চিকিৎসক হিসেবে আমিও জানি, কাদের কোয়ারেন্টিনে রাখতে হয়। কিন্তু আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার মানে কোনো না কোনোভাবে আমি এখন করোনা প্রতিরোধী, নিশ্চয়ই চিকিৎসকরা বিষয়টি ভালো বোঝেন। আর অ্যান্টিবডির সনদও আমি দেখালাম, তার পরও আমাকে হ্বজ ক্যাম্পে প্রায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে! এটি কেন করা হচ্ছে আমি জানি না।

ডা. ফেরদৌস আরো বলেন, আমিতো কোয়ারেন্টিনে থাকার জন্য বাংলাদেশে আসিনি। এসেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। করোনা তাণ্ডবকালে একটি দিন আমার কাছে একটি মাসের মতো। এখন একটি দিন আগে পেলে মানুষের সেবায় দিনটি আমি ঢেলে দেব। কিন্তু ১৪ দিন এখানে থাকতে হলে দেশের মানুষের জন্য আমি অনেক কিছুই করতে পারবো না। এখানে যেভাবে আমাকে রাখা হয়েছে, সেটি অনেক হতাশার, অপমানের।

ক্ষোভ প্রকাশ করে ডা. ফেরদৌস বলেন, জামায়াত-শিবিরের নির্যাতনের চিহ্ন এখনও আমার শরীরে, দিনের পর দিন বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ করতে গিয়ে হলছাড়া ছিলাম, কতবার হামলার শিকারও হয়েছি। সেই আমাকে একদিনের মধ্যে বানিয়ে ফেলল আমি নাকি ছাত্রদলের রাজনীতি করেছি? আমার ছোট্ট পরিবারটিকে খুনি মোস্তাক আর কর্নেল রশিদের স্বজন বানিয়ে ফেলল! বঙ্গবন্ধুর খুনিদের স্বজন তো দূরের কথা, আমার বংশের কারো সঙ্গে খুনি পরিবারের কোনো আত্মীয়তা নেই। তর পরও কারা আমাকে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে বিতর্কিত করতে চাচ্ছে? কেন আমার চরিত্র হরণে মরিয়া হয়ে উঠেছে?

ডা. ফেরদৌস বলেন, অ্যান্টিবডি সনদ থাকার পরও কী কারণে এভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে? ৩০ বছর বছর আমাকে এখন প্রমাণ করতে হচ্ছে, আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার পরিবার খুনি মোস্তাকের পরিবারের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই!! আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ষড়যন্ত্রের আমি বিচার চাই।

নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ফেরদৌস বলেন, 'আমার বিরুদ্ধে যেসব মিথ্যাচার করা হচ্ছে এবং যেভাবে আমার চরিত্রে কালিমা লেপন করা হচ্ছে সেটি খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। কারা এমনটি করছে, কেন করছে- নেত্রী যেন সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এর বাইরে আমার কিছু বলার নেই।'

এই তো, ২০ নম্বর চলে এসেছি আক্রান্ত দিক দিয়ে। যে হারে করোনা রোগী বাড়তেছে, উপরের দিকে আসতে বেশি দিন লাগবে না। কি যে হবে আম...
06/06/2020

এই তো, ২০ নম্বর চলে এসেছি আক্রান্ত দিক দিয়ে। যে হারে করোনা রোগী বাড়তেছে, উপরের দিকে আসতে বেশি দিন লাগবে না। কি যে হবে আমাদের?
এতোদিন ২০/২২ জনের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম হঠাৎ করে এটা ৩৫/৪০ এ হয়ে গেল। আল্লাহ ভাল জানে কত দ্রুত এইটা সংখ্যাটা লাফ দিয়ে সামনের দিকে যায়।

#নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন। ভীড় এড়িয়ে চলুন।

বিয়ানীবাজারে পরিচিত মুখ গিফট কর্নারের মালিক কুনু এবং ৯বছরের শিশু সায়েমও, করোনা আক্রান্ত.বিয়ানীবাজারে এবার করোনা রোগী চার...
30/05/2020

বিয়ানীবাজারে পরিচিত মুখ গিফট কর্নারের মালিক কুনু এবং ৯বছরের শিশু সায়েমও, করোনা আক্রান্ত.

বিয়ানীবাজারে এবার করোনা রোগী চারজন। এর মধ্যে চতুর্থ শ্রেণির ছাত্র শিশু সায়েম (৯) আক্রান্ত। পরিচিত মুখ কুনুভাই বিয়ানীবাজারে গিফট কর্নারের মালিক খাসাড়ীপাড়া গ্রামের আলী আহমদ কুনুভাইও করোনা রোগী। এবার সহজ সমীকরণ নয়। বুঝতে হবে শক্তি নিয়েই করোনা ফিরেছে বিয়ানীবাজারে। আর আমরাই এই শক্তি বাড়িয়ে দিয়েছি। আমাদেরই তা নির্মূল করতে হবে।
বিয়ানীবাজারে চার জন করোনা রোগীর মধ্যে অন্যরা হলেন- পৌরসভার ফতেহপুর গ্রামের এখলাছুর রহমানের ছেলে রেদওয়ান। ব্রাহ্মণবাড়িয়া ফেরত মোল্লাগ্রামের রহিমা বেগম (৪৫)। এই মোট চার জনের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু ছায়েম মাথিউরা নালবহরের প্রয়াত সাবেক ইউপি মেম্বার আব্দুল গনির নাতি ও আবুল কালামের ছেলে। সকলের জন্য দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠার। বিশেষ করে আমার ঘনিষ্ট পরিচিত আলী আহমদ কুনুভাইয়ের জন্য সকলের দোয়া চাই। আর দয়া করে আমরা নিজেরা একটু সাবধান হয়ে করোনা মোকাবেলা করি। তা-না হলে দেখা যাবে বিয়ানীবাজারে ব্যাপক বিস্তারে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।

বিয়ানীবাজারে চতুর্থ শ্রেণির শিশু সায়েম আক্রান্ত হল যেভাবেবিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহরগ্রামে বাড়ি সায়েমের ...
30/05/2020

বিয়ানীবাজারে চতুর্থ শ্রেণির শিশু
সায়েম আক্রান্ত হল যেভাবে

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহরগ্রামে বাড়ি সায়েমের (৯)। সে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। দেশে সাধারণত শিশুরা করোনা রোগে কম আক্রান্ত হলেও সিলেটে এই প্রথম শিশু সায়েম সংক্রমিত হল। তার এই সংক্রমণের পেছনে পারিবারিক যোগসূত্র রয়েছে বলে অনেকেই মনে করেন।
শিশু ছায়েমের ফুফা করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা যান। তার নাম আবুল কাশেম। তিনি পল্লীচিকিৎসক। বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের মাটিজুরা গ্রামে। তিনি চিকিৎসা করতেন গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে। তিনি বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন আবুল কাশেম। তার এই দু:সময়ে কাছে ছিলেন সায়েমের পিতা আবুল কালাম। ভগ্নিপতির সেবা করছিলেন তিনি। আবুল কাশেম মারা গেলে দাফন শেষে বাড়ি ফিরেন আবুল কালাম। তিনি বাড়িতে আসলে গ্রামের মানুষ তাকে ফিরে যেতে অনুরোধ করেন। কেননা তিনি করোনা রোগে মৃত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। বিষয়টি বুঝে নিয়ে আবুল কালাম ফিরে যান মৃত ভগ্নিপতির বাসায়। এর পরই শিশু সায়েম করোনা আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে পিতার সংস্পর্শে এসে সায়েম করোনা আক্রান্ত হয়েছে।
এমন বিষয় সঠিক হলে- সকলেই সাবধান হওয়া প্রয়োজন। কারণ একজনের থেকে পরিবারে কিভাবে করোনা ছড়ায় তার প্রমাণই আক্রান্ত সায়েম। এ বিষয়টি মাথায় রেখে সকলে সাবধান এবং সচেতন হওয়া প্রয়োজন।

29/05/2020

বিয়ানীবাজারে নতুন আরো ২ জন করোনা রোগী শনাক্ত

বিয়ানীবাজার উপজেলায় শুক্রবার (২৯ মে) নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

জানা যায়,আক্রান্ত দুজনের মধ্যে একজন হচ্ছে বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী গিফট কর্নারের স্বত্বাধিকারী আলী আহমদ কুনু মিয়া (৫৬)। তাঁর শরীরে গত ৫-৬ দিন থেকে জ্বর রয়েছে। আলী আহমদ কুনু মিয়ার বাড়ি পৌরশহরতলীর খাসাড়ীপাড়া গ্রামে। আক্রান্ত অন্যজন হচ্ছেন পৌরশহরতলীর ফতেহপুর গ্রামের বাসিন্দা রোটারিয়ান এখলাছুর রহমানের ছেলে রেদওয়ান আহমদ (১৯)।

রেদওয়ান আহমদ বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের করোনা পজেটিভ মনোয়ার হোসেনের প্রত্যক্ষ সংস্পর্শে ছিলেন।

এ নিয়ে বর্তমানে বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ৪ জন।

প্রসঙ্গত, বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট ৯ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। তবে এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যারা বোঝেননা ভেন্টিলেটর এ থাকা মানে কিঃকোভিড-১৯ এর ভেন্টিলেশান মানে একটি নল, যা আপনার গলা দিয়ে নামানো হয় আর মরা বা বাঁচা...
29/05/2020

যারা বোঝেননা ভেন্টিলেটর এ থাকা মানে কিঃ

কোভিড-১৯ এর ভেন্টিলেশান মানে একটি নল, যা আপনার গলা দিয়ে নামানো হয় আর মরা বা বাঁচা পর্যন্ত রাখা হয়। রোগীরা কথা বলা, খাওয়া বা স্বাভাবিক কিছুই করতে পারে না- যন্ত্র তাঁদের বাঁচিয়ে রাখে।

এতে যে ব্যথা বা অস্বস্তি হয়, তার থেকে বাঁচার জন্য মেডিকেল এক্সপার্টরা ব্যথানাশক ও চেতনানাশক দিয়ে রাখেন যেন আপনি নলটা সহ্য করতে পারেন। এভাবে চিকিৎসার ২০ দিন পর একজন কমবয়েসের রোগী তার ওজনের ৪০ ভাগ হারায়, মুখে আর স্বরনালিতে ঘা হয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে ফুসফুস বা হার্টের সমস্যা দেখা দেয়। এই কারণেই বৃদ্ধ বা দুর্বল স্বাস্থ্যের রোগীরা এই চিকিৎসা নিতে পারে না, মৃত্যুবরণ করে।

তরল খাবারের জন্য আপনার পাকস্থলীতে নল দেওয়া লাগে, তা নাক দিয়ে বা চামড়া ছিদ্র করে হোক, তরল মল ধরার জন্য একটা ব্যাগ লাগানো হয়, প্রস্রাব ধরার জন্য নল আর স্যালাইনের জন্য শিরাপথে নল দিতে হয়। দুই ঘন্টা পরপর একজন নার্স বা স্বাস্থ্য সহকারী আপনার হাত পা নাড়াচাড়া করিয়ে দেয় আর আপনি পড়ে থাকেন একটা তোশকের ওপরে, যার ভিতর দিয়ে বরফ ঠান্ডা তরল আপনার বেড়ে যাওয়া তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করে। এসময়ে আপনার আপনজনেরা আপনার কাছে আসতে পারেন না। একটি ঘরে একা আপনি আর আপনার যন্ত্র।

আর কেউ কেউ বলে,মাস্ক পরে থাকা অস্বস্তির।

লিবিয়ায় ২৬ বাংলাদেশীর নি’র্মম হ’ত্যার নে’পথ্যে যা ঘ’টেছিললিবিয়ায় ২৬ বাংলাদেশী সহ ৩০ জন নি’হত হবার লো’মহর্ষক চা’ঞ্চল্যক...
29/05/2020

লিবিয়ায় ২৬ বাংলাদেশীর নি’র্মম হ’ত্যার নে’পথ্যে যা ঘ’টেছিল

লিবিয়ায় ২৬ বাংলাদেশী সহ ৩০ জন নি’হত হবার লো’মহর্ষক চা’ঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিশ্ব যখন করোনা মা’হামরীতে হিমশিম খাচ্ছে তার ভিতরেও মানব পা’চার ও অ’পহরণ চ’ক্র ত’ৎপর। তাদেরই নি’র্মমতার শি’কার হলো এই ৩০ জন। তবে, এর মধ্যে বাংলাদেশী ২৫ জন ছিলো জি’ম্মি ও বাকি ৫ জন অ’পহরণ চ’ক্রের সদস্য। এর মধ্যে বাগেরহাটের শামীম রেজা নামে এক বাংলাদেশী হচ্ছে অ’পহরণ চ’ক্রের নেতা। বাকি চার জনের মধ্যে তিন জন অ’পহরণের সহযোগী লিবিয়ার ভাড়াটে পুলিশ ও একজন আফ্রিকান গার্ড। ত্রিপোলিতে যোগাযোগ করে জানা গেছে, ৭০ জনের বাংলাদেশী একটি দল লিবিয়ার বেনগাজী থেকে ত্রিপোলির উদ্দেশ্যে রওনা হয় গত ১৯ মে। এই ৭০ জন এয়ারপোর্ট চুক্তিতে ভারত, দুবাই, মিসর ঘুরে বেনগাজীতে করোনা সংকটের আগে জড়ো হয়। তারপর লকডাউন শিথিল হতে শুরু করলে তারা ত্রিপোলির উদ্দেশ্যে রওনা হয়। কাজের জন্যই তাদের এখানে আসা। তবে, কেউ কেউ জানান, তাদের লক্ষ্য ইতালি পাড়ি দেয়া। বেনগাজী থেকে রওনা হবার পর এই ৭০ জন বেনুয়ালী চেকপোস্ট পুলিশের হাতে আটক হয়। তাদেরকে থানা আনা হয়। এরপর মানব পা’চার ও অ’পহরণ চ’ক্রের নেতা বাগেরহাটের শামীম রেজা ও কুমিল্লার শরীফ পুলিশের কাছ থেকে তাদেরকে জনপ্রতি দুই হাজার দিনার বা বাংলাদেশী ৩০ হাজার টাকা কিনে নেয়। তারপর তারা জি’ম্মি করে হতভাগ্য এই ৭০ জনকে। মু’ক্তিপণ হিসেবে তাদের কাছে জনপ্রতি ১১ হাজার ডলার দাবি করা হয়। তাদের সবাইকে ত্রিপোলি থেকে তিনশো কিলোমিটার দূরে মিজদা মরুভূমির একটি বাড়িতে আটকে রাখা হয়। আটকের পর থেকে চলে অ’মানুষিক নি’র্যাতন। এই নি’র্যাতনের জন্য ভাড়া করা হয় চার আফ্রিকানকে। পরে বাধ্য হয়ে কেউ কেউ টাকা দিতে শুরু করে। তখন তাদেরকে নি’র্যাতন থেকে রেহাই মিললেও মুক্তি দেয়া হয়নি। বলা হয়, সবার মু’ক্তিপণ আদায় হলে ছাড়া হবে। এদিকে, যারা টাকা দিতে পারেনি তাদের ওপর নি’র্যাতনের মাত্রা আরো বাড়ানো হয়। এই অবস্থায় অতিষ্ঠ হয়ে আটক জি’ম্মিরা বি’দ্রোহ করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার ( ২৮ মে, ২০২০) সকালে তারা চড়াও হয় শামীম রেজার উপর। শামীম তখন ঘুমিয়ে ছিলো। আটককৃতরা তার কাছে থাকা পি’স্তল ছিনিয়ে নিয়ে তাকে গু’লি করে।
গু’লিতে শামীম নি’হত হয়। শামীম নি’হত হবার পর বন্দী বাংলাদেশীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তখন আফ্রিকান গার্ডরা মিলিশিয়া নামক ভাড়াটে পুলিশকে খবর দেয়। তখন তারা এসে গো’লাগুলি শুরু করে। বন্দীরাও প্র’তিহত করার চেষ্টা করে। এতে তিন লিবিয়ান মিলিশিয়ান পুলিশ ও এক আফ্রিকান গার্ড মা’রা যায়। অপরদিকে, এই ভাড়াটে পুলিশের হাতে ২৫ জন বন্দী নি’হত হয়। তারা আশেপাশে আত্মগোপনে থাকা বন্দীদের খুঁজে খুঁজে হ’ত্যা করে।গো’লাগুলির ঘটনার পর লিবিয়ার সরকারি পুলিশকে ঘটনাস্থলে আসে। তারা আ’হত গু’লিবিদ্ধ ১১ জনকে কাছের জিলিটন শহর হাসপাতাল নিয়ে আসে। এরপর প্র’তিশোধ নিতে মিলিশিয়া পুলিশের একটি দল তিন দফা হাসপাতালে হামলা করে। কিন্তু, সরকারি পুলিশ তাদেরকে প্র’তিহত করে।
সর্বশেষ অবস্থা হচ্ছে, হাসপাতালটি সরকারি পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। ত্রিপোলি থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে পৌঁছেছেন। তারা আ’হতদের সাথে কথা বলছেন। তবে, এখনো পর্যন্ত নি’হত বাংলাদেশীদের নাম পরিচয় পাওয়া যায়নি। দূতাবাসের পক্ষ থেকে সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে।

‘’২৬জন বাংলাদেশী'কে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী দালাল চক্র" লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে লিবীয়া...
29/05/2020

‘’২৬জন বাংলাদেশী'কে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী দালাল চক্র"

লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে লিবীয়ান অবৈধভাবে মানবপাচারকারী গ্যাং'র সদস্যরা এসময় ৪ জন আফ্রিকানও মারা গেছেন আহত হয়েছেন আরো ১১ জন l
লিবিয়ার নাফুসা পার্বত্যাঞ্চলে জাবাল আল গারবি জেলার মিজদা শহরে এ ঘটনা ঘটেছে l
লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে,কাজের খোঁজে বেনগাজি থেকে ত্রিপোলি যাবার পথে মিজদাহয় অপহরণকারীদের খপ্পরে পড়ে ২৬ বাংলাদেশিসহ ৩৮ জন।
মরুভূমিতে অপহরণকারীরা তাদের আটকে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহৃতদের একজন অপহরণকারীদের দলনেতাকে হত্যা করে। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা নির্বিচারে সবার ওপর গুলি চালায় এতে হতাতের ঘটনা ঘটে।নিহত বাংলাদেশিদের মরদেহ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে হত্যাকারীদের খুঁচ্ছে পুলিশ l মৃত ব্যক্তিদের লাশ শনাক্ত করে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া l
আমরা সকল প্রবাসীরা আজ শোকাহত,তার সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি l
ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে জীবন যুদ্ধে নিহতদের আত্মার শান্তি কামনা করি, মহান আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন!

 #করোনায়_মৃত্যুবরণকারী_আবুল_কাশেমের_দাফন_সম্পন্নআবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ফাউন...
22/05/2020

#করোনায়_মৃত্যুবরণকারী_আবুল_কাশেমের_দাফন_সম্পন্ন

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবী ও কওমী মাদ্রাসার একদল তরুণ ছাত্রের ব্যবস্থাপনায় বর্তমান আছিরগঞ্জ,গোলাপগঞ্জ নিবাসী করোনায় মৃত্যুবরণ করা পল্লীচিকিৎসক জনাব আবুল কাশেমের দাফন আজ ২১/০৫/২০২০ ইংরেজি বিকাল ০৪ঃ০০টার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী তার স্থায়ী ঠিকানা বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের মাটিজুরা (মালোপাড়া) গ্রামে সম্পন্ন করা হয়।
এসময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর করের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগীতা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মৌসুমি মাহবুব পুরো প্রক্রিয়াটির তদারকি করেন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রিয় বিয়ানীবাজারবাসী

#করোনাকে অবহেলা করবেননা।
#সবাই সতর্ক হোন।
#আসন্ন ঈদে যেকোনো ধরণের পারিবারিক সামাজিক অনুষ্ঠান যথাসম্ভব বর্জন করুন। সামাজিক দূরত্ব (অন্যের কাছ থেকে কমপক্ষে তিন ফুট) বজায় রাখুন।
#কিছুক্ষণ পরপর সাবানপানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত পরিস্কার করুন।

বিয়ানীবাজার উপজেলার  #সীমান্তবর্তী মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের চাতল পাড়ে চালককে আহত করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছ...
21/05/2020

বিয়ানীবাজার উপজেলার #সীমান্তবর্তী মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের চাতল পাড়ে চালককে আহত করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালকের নাম জিবার আহমদ (২৯)। তার বাড়ি উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা থেকে দুবাগ যাওয়ার মধ্যবর্তী পথে নওয়াগ্রামের চাতল পাড়ে আসার পর চালক ইফতার করে বসে। এ সময় মোটর সাইকেল আরোহী ৪ জন ব্যক্তি হঠাৎ পিছন দিক থেকে এসে জিবারকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে। আহত জিবারের চিৎকার শুনে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কিন্তু এর আগে মোটর সাইকেল আরোহী পালিয়ে যায়। কিন্তু সন্দেহভাবে ২ জনকে আটক করে এলাকাবাসী। মূলত তাদেরকে আটক করার বিষয়টি ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুবাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামসহ পরে শেওলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহুর উদ্দিন খান ও মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের যৌথ প্রচেষ্টায় একটি সমাধানের পর্যায়ে পৌঁছে।

খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটকদের বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। আহত জিবার আটকদের দেখতে না পাওয়ায় তাদেরকে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আমাদের অহংকার বিয়ানীজারের সন্তানের আমেরিকা জয়। দুই বাংলাদেশি-আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহীন খালিক বিজয়ীবাংলাদেশ...
21/05/2020

আমাদের অহংকার বিয়ানীজারের সন্তানের আমেরিকা জয়।

দুই বাংলাদেশি-আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহীন খালিক বিজয়ী

বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে দুই বাংলাদেশি-আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামানকে ৮ ভোটে পরাজিত করে পুনরায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।

নিউজার্সি স্টেট গভর্ণর ফিল মারফি মহামারীর করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এক নির্বাহী আদেশে মেইল ইন ব্যালটে গত ১২ মে অনুষ্ঠিত হয় নির্বাচন।

ওই নির্বাচনে ৪ হাজার ৮০৯ জন ভোটার মেইল ইন ব্যালটে ভোট প্রদান করেছেন। তার মধ্যে বিভিন্ন অসংগতির কারনে ৯১৬ ভোট গননা করা হয়নি। নিউজার্সির পেসাইক কাউন্টি ক্লার্ক অফিস প্রায় এক সপ্তাহ ধরে নির্বাচনের প্রদত্ত ভোট যাচাই বাছাই করে গত ১৯ মে ফলাফল ঘোষনা করে। ঘোষিত নির্বাচনের বেসরকারি ফলাফলে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক ১৭২৯ ভোটা পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান পেয়েছেন ১৭২১ ভোট। নির্বাচনে অপর প্রার্থী ফ্রাঙ্ক ফিলিপেলি পেয়েছেন ৪৪০ ভোট।

বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাউন্সিলম্যান শাহীন খালিক জানান, প্যাটারসনে কোন বিভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব।’ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে একটি সুন্দর পরিচ্ছন্ন সিটি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন বিজয়ী কাউন্সিলম্যান।
বিজয়ী কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মরহুম আব্দুল খালিক।

করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ বিপর্যস্থ আজ লাইলাতুল কদর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেনো আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।
21/05/2020

করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ বিপর্যস্থ আজ লাইলাতুল কদর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেনো আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন । বিয়ানীবাজারের তিলপারা ইউনিয়নের সাবেক মেম্বার , মাটিজুরা নিবাসি পল্লী-চিকিৎসক ,ডা:...
20/05/2020

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন । বিয়ানীবাজারের তিলপারা ইউনিয়নের সাবেক মেম্বার , মাটিজুরা নিবাসি পল্লী-চিকিৎসক ,ডা: আবুল কাশেম অদ্য রাত ১.০০ ঘটিকায় করোনা আক্রান্ত হয়ে সিলেট হাসপাতালে ইন্তেকাল করেছেন । আল্লাহ পাক উনাকে জান্নাত দান করুন ।

25/04/2020

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আমাদের সবার প্রিয় ভাই সাইদুল ইসলাম ফরিদ হঠাৎ ব্রেন স্ট্রোক করে নিউইয়র্কের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্তায় একটু আগে ইন্তেকাল করেছেন। মহান রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতের সর্বোত্তম স্হান জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।।
সকলের কাছে দোয়া প্রার্থী।

14/04/2020

একজন মানুষ কতোটা অসহায় হলে একথাগুলো বলতে পারে।একটা বার হলেও বিডিওটা দেখবেন এবং শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দেন।

03/03/2020

করোনা ভাইরাস, উইঘুর মুসলিমদের উপর চীনা কর্তৃপক্ষের জুলুমের কারণে আল্লাহর শাস্তি নয়। শাসকদের জুলুমের শাস্তি, রহমানুর রহিম কখনো নিরীহ জনগণকে দেবেন না।

করোনা ভাইরাসে মুসলিমরা আক্রান্ত হবে না, হলেও ক্ষতি কম হবে; এমনটি ভাবা মূর্খতা (নিজে শুনেছি এমন আলোচনা; তাও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীদের মুখে!)

উষ্ণমন্ডলীয় দেশ বলে আমাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম নয়। তাহলে ইরানে এই ভাইরাস এতোটা ছড়াতো না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে মানবজাতির ৭০ শতাংশ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। ৭০ শতাংশ! ৫০০ কোটি মানুষ!

এতো ভয়াবহ এক বিপদের আশঙ্কা থেকে মুখ ফিরিয়ে রাখার সুযোগ নেই, মিথ্যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। যা আমরা করতে পারি, তা হচ্ছে এটি সম্পর্কে জানার চেষ্টা করা; যাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে।

মানুষের চুলের ৯০০ ভাগের ১ ভাগ আয়তনের এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়েছে ৭০ টির বেশি দেশে, আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ঘটেছে তিন হাজারের বেশি!

মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বলেছেন ফেসমাস্ক, বিশেষ করে সাধারণ ফেসমাস্ক, করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেবে না। তাহলে সুরক্ষা পেতে কি করবো, কি করবোনা? তা জানতে হলে জানতে হবে, এই ভাইরাস কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না।

আক্রান্ত কারো কাছাকাছি গেলে আপনি আক্রান্ত হতে পারেন; বিশেষ করে ঐ সময়ে যদি আক্রান্ত ব্যক্তি হাঁচি/কাশি দেন, শব্দ করে হাসেন,গান করেন অথবা কথা বলেন। আক্রান্ত ব্যক্তি খাওয়ার সময় তার কাছে যাওয়া যাবেনা। WHO বলছে, আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত তিনফুট দূরত্ব রাখা দরকার; US Centers for Disease Control and Prevention এর মতে ছয় ফুটের মধ্যে থাকাও বিপদজনক হতে পারে। যতো বেশি সময় আপনি আক্রান্তের কাছে থাকবেন, আপনার আক্রান্ত হওয়ার আশঙ্কা তত বেশি।

এখনো পর্যন্ত যা জানা গেছে, তাতে এই ভাইরাস নাক, মুখ এবং চোখের ভেতর দিয়ে ছড়াতে পারে। আপনি যদি আক্রান্ত ব্যক্তির কাছে না যান এবং মুখমন্ডল স্পর্শ করার আগে হাত ধুয়ে নেন; আপনি নিরাপদ। লাইফবয়ের বিজ্ঞাপনের কথা ভুলে যান, যেখানে '১০ সেকেন্ডেই জীবাণুমুক্ত' জাতীয় বাগাড়ম্বর আছে; ভালো করে সাবান মেখে হাতের দুপাশে এবং নখের গোড়ায় ঘষে ঘষে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। হাত ধোয়ার পর শুকিয়ে নেবেন, ভেজা সারফেসে সংক্রমণের ঝুঁকি বেশি।

যেহেতু মুখের মাধ্যমে ছড়ায়, আক্রান্ত নন এবিষয়ে নিশ্চিত না হয়ে কাউকে চুমু খেতে যাবেন না। যৌন সঙ্গমের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর কথা নয়, তবে নতুন ভাইরাস বলে এবিষয়ে বিজ্ঞানী/ চিকিৎসকরা নিশ্চয়তা দিয়ে কিছু বলতে নারাজ।

পোস্টটি অনুমতি ছাড়াই শেয়ার করা যাবে।

বাংলাদেশের প্রায় সব জায়গায় মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবাই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিয়ান...
29/07/2019

বাংলাদেশের প্রায় সব জায়গায় মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবাই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
বিয়ানীবাজার পৌরসভা ও ইউনিয়নের পক্ষে কেমন মশার ঔষধ দেয়া হচ্ছে জানাবেন।

বিয়ানীবাজার বাসী এর সটিক বিচার চায়। আজ যদি এটা আপনার পরিবারের সাথে করা হতো। দয়া করে এটা সবাই শেয়ার করেন।
15/07/2018

বিয়ানীবাজার বাসী এর সটিক বিচার চায়। আজ যদি এটা আপনার পরিবারের সাথে করা হতো। দয়া করে এটা সবাই শেয়ার করেন।

14/07/2018

বিয়ানীবাজর সরকারি হাসপাতাল না খসাইখানা। ডাক্তার না খসাই। আপনারা দেখেন একটা মায়ের অপারেশন করতে বাচ্চাটার নাড়ি বের করে ফেলছে। সবাই শেয়ার করেন এই পশু ডাক্তার এর বিচার চাই।

14/05/2018

তার কণ্ঠের গান গুলো শুনুন। যদি কারো ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন প্লিজ। আপনারা লাইক ও শেয়ারের জন্য হয়তো তার কষ্টের জীবনটা বদলে যেতে পারে.
গ্রাম মেওয়া
পো: বিয়ানীবাজার
থানা:বিয়ানীবাজার
জেলা: সিলেট।

Address

BeaniBazar

3170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazar-বিয়ানীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share