26/03/2023
রমজান স্পেশাল-রেসিপি
লেবু পুদিনার শরবত ( মিন্ট লেমোনেড)
উপকরণ—
১)পুদিনা পাতা ৩ টেবিল চামচ
২) লেবু ১টি বড় চিপে নেয়া রস
৩) বিট লবণ আধা চা চামচ বা লবন
৪)ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
৫)চিনি বা মধু ২ টেবিল চামচ।
৬)ঠান্ডা পানি ২ গ্লাস
প্রস্তুত প্রনালী—
পুদিনা পাতা ভালোমতো ধুয়ে নিন। লেবু থেকে রস বের করে আলাদা একটা বাটিতে রাখুন।
ব্লেন্ডারের লেবুর রস, পুদিনা পাতা, লবণ, চিনি বা মধু ও ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করুন।
প্রয়োজন মতো বরফকুচি মিশিয়ে নিন। হয়ে গেল চমৎকার লেবু পুদিনার শরবত।
টিপস—
গবেষণায় দেখা গেছে, লেবুর শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান বের করে। ফলে লিভারের যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।
লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে।
ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমে সাহায্য করে, ত্বক পরিষ্কারক, ওজন কমাতে, লিভার পরিষ্কার করে।
মূত্রনালির সংক্রমণ দূর করে, ক্যান্সার প্রতিরোধ, রক্তচাপকে স্বাভাবিক রাখে, মুখের দুর্গন্ধ দূর করে, শ্বাসকষ্টসহ বিভিন্ন ঔষধিগুণে সমৃদ্ধ লেবুরশরবত।
বর্তমানে পেটের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। এর জন্য বেশি দায়ী হলো আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন। পেটের সমস্যা চলতে থাকলে তা পরবর্তীতে আরও বড় অসুখের কারণ হতে পারে।
তাই পেটের সমস্যা থেকে দূরে থাকতে হবে। নিয়মিত পুদিনা পাতার রস খেলে তা আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করবে। তাই পেটের বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পুদিনা পাতা রাখুন খাবারের তালিকায়।
গরম থেকে বাঁচতে এবং শরীর ঠান্ডা করতে আপনাকে সাহায্য করতে পারে পুদিনা পাতা। পুদিনার রস গরম সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করতে পারে। পুদিনা পাতার রস পান করলে শরীরে এক ধরনের ঠান্ডা অনুভূতি তৈরি হয়। ক্লান্তি দূর করে ফিরে আসে সতেজভাব।
তাই রমজানে পুদিনা লেবুর সরবত বা মিন্ট লেমোনেড থাকুক আপনার ইফতারের সংগী।
যাদের রক্তে সুগার বেশি থাকে তারা চিনি বা মধু কম দিবেন।