Bcs & job preparation

  • Home
  • Bcs & job preparation

Bcs & job preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bcs & job preparation, Publisher, .

04/11/2021

সাধারণ জ্ঞান,,,

1.ℹ️পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় - মক্কা
2.ℹ️ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.📗নিষিদ্ধ শহর -- লাসা
4.📗নিষিদ্ধ দেশ-- তিব্বত
5.💎মুক্তার দ্বীপ - বাহরাইন।
6.💎মুক্তার দেশ - কিউবা।
7.💎পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
8.💒পবিত্র পাহাড়- ফুজিয়ামা, জাপান।
9.⛪পবিত্র ভূমি- জেরুজালেম।
10.💒পবিত্র দেশ- ফিলিস্তিন।
11.🌄সূর্যোদয়ের দেশ -জাপান।
12.🌄নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
13.🏞️হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
14.🏞️হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড ।
15.🏕️দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।
16.🏕️দ্বীপের নগরী- ভেনিস।
17.ℹ️সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
18.ℹ️সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
19.ℹ️দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
20.ℹ️প্রাচ্যের গ্রেট ব্রিটেন - জাপান।
21.ℹ️প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
22.ℹ️ধীবরের দেশ- নরওয়ে
23.ℹ️আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
24.💚ইউরোপের প্রবেশদ্বার -- ভিয়েনা
25.💚ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।
26.💚ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
27.💚ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
28.💚ইউরোপের ককপিট- বেলজিয়াম।
29.ℹ️ইংল্যান্ডের বাগান- কেন্ট।
30.ℹ️উত্তরের ভেনিস- স্টকহোম।
31.ℹ️উদ্যানের শহর- শিকাগো।
32.🌆গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
33.🌃জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
34.🌃বিশ্বের রাজধানী-- নিউইয়র্ক
35.🌆বিগ আপেল -- নিউইয়র্ক
36.🍁চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
37.🍁চির শান্তির শহর- রোম, ইতালি।
38.🍁চির সবুজের দেশ- নাটাল।
39.ℹ️চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
40.ℹ️চীনের দুঃখ- হোয়াংহো নদী
41.ℹ️প্রাচীরের দেশ- চীন।
42.ℹ️বাংলার দুঃখ- দামোদর নদী
43.ℹ️হলদে চীন- হোয়াংহো
44.ℹ️দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
45.🧡দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।
46.🧡পশমের দেশ- অস্ট্রেলিয়া
47.🧡ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া
নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।
48.⛰️নীল নদের দান- মিশর।
49.⛰️নীল নদের দেশ- মিশর।
50.⛰️পিরামিডের দেশ- মিশর।
51.ℹ️বাজারের শহর- কায়রো, মিশর।
52.ℹ️নীরব শহর- রোম।
53.ℹ️পঞ্চম ড্রাগনের দেশ-- তাইওয়ান
54.ℹ️পশু পালনের দেশ- তুর্কিস্তান।
55.ℹ️পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।
56.ℹ️পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
57.💒সাত পাহাড়ের শহর- রোম।
🙋✅হাজার-পাহাড়ের দেশ - রুয়ান্ডা।
58.💒পোপের শহর- রোম।
59.ℹ️প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
60.ℹ️নিমজ্জমান নগরী -- হেগ
61.ℹ️পৃথিবীর ছাদ - পামির মালভূমি।
62.ℹ️পৃথিবীর চিনির আধার- কিউবা।
63.ℹ️বজ্রপাতের দেশ- ভূটান।
64.ℹ️বাতাসের শহর- শিকাগো।
65.ℹ️সিল্ক রুটের দেশ- ইরান
66.ℹ️ঝর্ণার শহর- তাসখন্দ
67.ℹ️বিশ্বের রুটির ঝুড়ি - প্রেইরি, উত্তর আমেরিকা।
68.ℹ️পৃথিবীর মুক্তভূমি-- থাইল্যান্ড
69.ℹ️মটর গাড়ির শহর- ডেট্রয়েট।
70.ℹ️মসজিদের শহর- ঢাকা ও ইস্তাম্বুল।
71.ℹ️মন্দিরের শহর- বেনারস।
72.ℹ️মরুভূমির দেশ- আফ্রিকা।
73.ℹ️মার্বেলের দেশ- ইটালী।
74.🍁লিলি ফুলের দেশ- কানাডা।
75.🍁ম্যাপল পাতার দেশ- কানাডা।
76.🌼স্বর্ণ নগরী- জোহান্সবার্গ।
77.🌼রৌপের শহর- আলজিয়ার্স।
78.ℹ️লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার।
79.🌄সকাল বেলার প্রশান্তি -কোরিয়া।
80.🌄শান্ত সকালের দেশ- কোরিয়া।
81.🤍শ্বেত হস্তির দেশ- থাইল্যান্ড।
82.🤍শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনি কোস্ট।
83.🤍সাদা শহর- বেলগ্রেড(সার্বিয়া)।
84.ℹ️সম্মেলনের শহর- জেনেভা( সুইজারল্যান্ড)।
85.ℹ️সমুদ্রের বধু- গ্রেট ব্রিটেন।
86.🖤হর্ণ অফ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা।
87.🖤বৃহদাকার চিড়িয়াখানা -- আফ্রিকা
88.🖤আফ্রিকার হ্রদয়-- সুদান
89.🖤অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
90.🌏প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত-- মারিয়ানা ট্রেঞ্চ
91.🌏হারকিউলিসের স্তম্ভ- জিব্রাল্টার মালভূমি।
92.🌎ভূমধ্যসাগরের প্রবেশদ্বার - জিব্রাল্টার।
93.ℹ️সিটি অব কালচার - প্যারিস (ফ্রান্স)
94.ℹ️সিটি অফ লাইট- প্যারিস(ফ্রান্স)
95.ℹ️ট্যাক্সির নগরী - মেক্সিকো সিটি
96.ℹ️পৃথিবীর গুদামঘর- মেক্সিকো
97.ℹ️সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার - ইউক্রেন।
98.ℹ️the cap of Good hope - সাউথ আফ্রিকা।
99.ℹ️the city of flowering trees- হারারে(জিম্বাবুয়ে)
❤️100.ℹ️Country of copper - জাম্বিয়া
পার্ল অব আফ্রিকা - উগান্ডা
101.ℹ️সোনার অন্তঃপুর – ইস্তাম্বুল (তুরস্ক)
102.ℹ️চির সবুজের শহর/দেশ – নাটাল(দঃ আফ্রিকা) ।
103.ℹ️গ্রানাইটের শহর – অ্যাবারদিন(স্কটল্যান্ড)
104.ℹ️তাজমহলের নগরী – আগ্রা
105.ℹ️উত্তরের ভেনিস – স্টকহোম
106.ℹ️পশ্চিমের জিব্রাল্টার –কুইবেক(কানাডা)·
107.ℹ️শুন্যোদ্যানের নগরী – ব্যবিলন (ইরাক)।
108.ℹ️আলেজান্দ্রিয়ার বাতিঘরের দেশ –মিশর
109.ℹ️জিউসের মূর্তির দেশ – গ্রিস
110.ℹ️পৃথিবীর সুন্দর দ্বীপ – টস্টিয়ানডি কানা
111.ℹ️পীত হাতির দেশ – চীন
112.ℹ️পশুপালনের দেশ – তুরকিমেনিস্তান
113.ℹ️ব্রিটেনের বাগান – কেন্ট
114.ℹ️রাতের নগরী – কায়রো ।
115.ℹ️আদ্রিয়াতেকের রানী – ভেনিস
❤️ বাংলাদেশ ❤️
116.🖤জাদুঘরের শহর- কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা
117.🖤বাংলাদেশের রুটির ঝুড়ি = দিনাজপুর
118.🖤মসজিদের শহর- ঢাকা
119.🖤রিকশার নগরী- ঢাকা
120.🖤পাহাড়-পর্বত ও রহস্যের লীলাভূমি- বান্দরবান
121.🖤নদীমাতৃক দেশ- বাংলাদেশ
122.🖤360 আউলিয়ার দেশ- সিলেট
123.🖤বারাে আউলিয়ার দেশ-চট্টগ্রাম
124.🖤বাংলাদেশের প্রবেশ দ্বার-চট্টগ্রাম বন্দর
125.🖤বাংলাদেশের বানিজ্যিক রাজধানী- চট্টগ্রাম
126.🖤উওরবঙ্গের প্রবেশদ্বার- বগুড়া
127.🖤পশ্চিমাবাহিনীর নদী-ডাকাতিয়া বিল
128.🖤বাংলার শস্য ভান্ডার-বরিশাল
129.🖤বাংলার ভেনিস-বরিশাল
130.🖤হিমালয়ের কন্যা-পঞ্চগড়
131.🖤সাগর কন্যা-কুয়াকাটা, পটুয়াখালি
132.🖤সাগর দ্বীপ-ভােলা
133.🖤কুমিল্লার দুঃখ-গোমতী
134.🖤বাংলাদেশের পর্যটন রাজধানী-কক্সবাজার
135.🖤প্রাচ্যের ডান্ডি- নারায়ণগঞ্জ
136.🖤বাংলাদেশের কুয়েত সিটি”-খুলনা অঞ্চল (চিংড়ি চাষের জন্য)
137.🖤নীরব খনির দেশ - বাংলাদেশ
138.🖤ভাটির দেশ- বাংলাদেশ
139.🖤চট্টগ্রামের দুঃখ- চাকতাই খাল
140.ℹ️দ্বীপ মহাদেশ-অস্ট্রেলিয়া
141.🖤সোনালী তন্তুর দেশ- বাংলাদেশ
142.🧡সোনালী পুষ্পের দেশ- জাপান
143.ℹ️লুপ্ত শহর- লাসা(তিব্বত)
144.ℹ️কফি বন্দর- রিও ডি জেনিরো ( ব্রাজিল)
145.ℹ️শঙ্খবৃত্তাকৃতি স্বপ্নের শহর- অক্সফোর্ড (ইংল্যান্ড)
146.ℹ️সাম্রাজ্যের শহর- নিউইয়র্ক
147.ℹ️কেকের দেশ- স্কটল্যান্ড
148.ℹ️বসন্তের দ্বীপ- জামাইকা
149.ℹ️উরন্ত মাছের দেশ- বার্বাডোজ
150.ℹ️অ্যান্টিলসের মুক্তো pearl of Antilles- কিউবা
151.🙋🟢পৃথিবীর রাজধানী বলা হয় - নিউইয়র্ক
152.🙋🔴ভূমিকম্পের দেশ- জাপান।

04/11/2021

#গুরুত্বপূর্ণ ৫০টি সমাস

০১|‘হাসাহাসি’____ব্যতিহার বহুব্রীহি
০২|‘প্রগতি_______প্রাদি সমাস
০৩|৫মী তৎপুরুষ__শ্রমলব্ধ ও ঋণমুক্ত
০৪|কাজলকালো___কাজলের ন্যায় কালো
০৫|"জীবনবীমা”___মধ্যপদলোপী কর্মধারয়
০৬|স্মৃতিসৌধ_____মধ্য. কর্মধারয়
০৭|শিক্ষামন্ত্রী_____মধ্য. কর্মধারয়
০৮|অলুক কথাটি যুক্ত থাকে___৩টি সমাসে
০৯|জলচর’____৭মী তৎপুরুষ সমাস
১০|‘উপনদী ‘উপ'_____ ক্ষুদ্র অর্থে
১১|‘রূপক কর্মধারয়’____বিষাদসিন্ধু
১২|পঙ্কজ’______ উপপদ তৎপুরুষ
১৩|তেপান্তর______দ্বিগু সমাস
১৪|সমাস________৬ প্রকার
১৫|সমাস মূলত/বিশেষজ্ঞদের মতে__৪ প্রকার
১৬|চিরসুখী___চিরকাল ব্যাপীয়া সুখী__২য়া তৎপুরুষ
১৭|কর্মধারয়/দ্বিগু/তৎপুরুষ সমাসে প্রধান পদ___পরপদ
১৮|অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় বিপরীত সমাস _অব্যয়ীভাব
১৯|দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস___বহুব্রীহি
২০|জীবন্মৃত/অন্তরীপ__নিপাতনে বহুব্রীহি
২১|কাজলকালো___উপমান কর্মধারয়
২২|কানাকানি___ব্যতিহার বহুব্রীহি
২৩|চাঁদমুখ___উপমান কর্মধারয়
২৪|পুরুষসিংহ/সিংপুরুষ___উপমান কর্মধারয়
২৫|উদ্বেল___অতিক্রান্ত অর্থে অব্যয়ীভাব
নোট রমজান
২৬|দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি হয়__বিশেষ্য
২৭|আশীবিষ___বহুব্রীহি
২৮|অরুণরাঙা___উপমিত কর্মধারয়
২৯|পলান্ন___মধ্যপদলোপী কর্মধারয়
৩০|কালসাপ___নিত্য সমাস
৩১|দেশে-বিদেশে___অলুক দ্বন্দ্ব
৩২|সমাসের রীতি এসেছে___সংস্কৃত ভাষা থেকে
৩৩|দ্বীপ___নিপাতনে বহুব্রীহি
৩৪|উপমান ও উপমিতের মধ্যে অভিন্নতা কল্পনায়____রূপক
৩৫|গায়ে পড়া____অলুক তৎপুরুষ
৩৬|ছেলে ধরা/মাছিমারা___উপপদ তৎপুরুষ
৩৭| সহোদর___বহুব্রীহি
৩৮|মামার বাড়ি___অলুক তৎপুরুষ
৩৯| রাজপথ____পথের রাজা(৬ষ্ঠী তৎপুরুষ)
৪০|ফুলকুমারি____উপমান কর্মধারয়
৪১|কমলাক্ষ___কমলের ন্যায় অক্ষি যার(বহুব্রীহি)
৪২|নীলপদ্ম/মহানবী____কর্মধারয়
৪৩|হাট-বাজার___সমার্থক দ্বন্দ্ব
৪৪| অহি-নকুল___বিরোধার্থক দ্বন্দ্ব
৪৫|মুখে-ভাত/মাথায়পাগড়ি___অনুক বহুব্রীহি
৪৬|চৌচালা/সেতার___বহুব্রীহি
৪৭|শতাব্দী/পঞ্চবটী/পঞ্চভূত___দ্বিগু
৪৮|প্রতিবাদ/প্রতিপক্ষ___অব্যয়ীভাব
৪৯|গ্রামান্তর/দর্শনমাত্র___নিত্য
৫০|প্রবচন/প্রভাত/পরিভ্রমণ___প্রাদি

16/04/2021

♦সৌরজগত সম্পর্কিত সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ
_______________________________________________

১. আমাদের সৌরজগতের কেন্দ্রস্থল কোন তারা রয়েছে?——– উত্তরঃ সূর্য।

২. সৌরজগতের কত শতাংশ ভর সূর্যের রয়েছে? ——–উত্তরঃ ৯৯,৮ শতাংশ।

৩. মিল্কি ওয়েতে কয়টি তারা? ——উত্তরঃ 100 বিলিয়ন এরও বেশি।

৪. সূর্যের জন্ম কখন হয়েছিল?——উত্তরঃ প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।

৫. সূর্য ও পৃথিবীর দূরত্ব কত?====উত্তরঃ ৯২,৯৬০,০০০ মাইল (১৪৯,৬০০,০০০ কিলোমিটার)।

৬. পৃথিবীতে পৌঁছতে সূর্যকিরণগুলি কত সময় নেয়? ——-উত্তরঃ ৮ মিনিট।

৭. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি 40,075 কিমি এবং মেরুতে 40,024 কিমি।

৮. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ 6,377 কিলোমিটার।

৯. পৃথিবীর মোট ভর 5.98 x 1024 কেজি।

১০. পৃথিবীর আনুমানিক বয়স কত? ——–উত্তরঃ পৃথিবীর আনুমানিক বয়স 4,500 মিলিয়ন বছর।

১১. পৃথিবীর কক্ষপথে (সূর্যের চারপাশে) পৃথিবীর গড় বেগ 107,218 কিমি / ঘন্টা হয়।

১২. পৃথিবীর সর্বাধিক প্রচুর উপাদানগুলো হলঃ

আয়রন (প্রায় 32.5%),
অক্সিজেন (29.8%),
সিলিকন (15.6%), এবং
ম্যাগনেসিয়াম (১৩.৯%)
১৩. কোন গ্রহটি মর্নিং স্টার বা সান্ধ্য তারকা হিসাবে পরিচিত?——- উত্তরঃ শুক্র।

১৪. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?——উত্তরঃ শুক্র।

১৫. বুধের ব্যাস কত? —— উত্তরঃ ৩০৩২ মাইল (৪৮৭৯ কিমি)



১৬. শুক্রের ব্যাস কত? —– উত্তরঃ ৭,৫২১ মাইল (১২,১০৪ কিমি)।

১৭. পৃথিবীর ব্যাস কত? ——–উত্তরঃ ৭,৯১৮ মাইল (১২,৭৪২ কিমি)

১৮. মঙ্গলগ্রহের ব্যাস কত? ——-উত্তরঃ ৪,২১২ মাইল (৬,৭৭৯ কিমি)

১৯. আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? —–উত্তরঃ বৃহস্পতি গ্রহ।

২০. কোন গ্রহের সর্বাধিক চাঁদ রয়েছে?——উত্তরঃ সর্বাধিক সংখ্যার চাঁদযুক্ত গ্রহ হলো বৃহস্পতি যার 66 টি চাঁদ রয়েছে।

২১. সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি?——-উত্তরঃ শুক্র।

২২. কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি? ——উত্তরঃ সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ।

২৩. সমস্ত গ্রহের মধ্যে শীতলতম এবং ক্ষুদ্রতম কোনটি?—–উত্তরঃ প্লুটু/PLUTO.

২৪. ভূত্বকটি পৃথিবীর উপরের স্তর যা মূলত শিলা দ্বারা গঠিত। এর পুরুত্ব 5 কিমি থেকে 60 কিলোমিটার এবং ঘনত্ব 2.7 থেকে 3 অবধি রয়েছে।

২৫. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?- ——- উত্তরঃ চাঁদ।

২৬. পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?———-উত্তরঃ ২,৩৮,৮৫৫ মাইল (৩,৮৪,৪০০ কিমি)।

২৭. চাঁদের পরিধি কত?——–উত্তরঃ ১০,৯২১ কিমি।

২৮. চাঁদের বয়স কত? ——–উত্তরঃ ৪.৫৩ বিলিয়ন বছর।

২৯. চাঁদের পরিধি কী?——–উত্তরঃ 10,921 km

৩০. কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? —–উত্তরঃ শুক্র।

৩১. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? ———উত্তরঃ সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই।

৩২. সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?——–উত্তরঃ ১৭৫৯ সালে।

৩৩. সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী? ——-উত্তরঃ ইটা ক্যারিনি।

৩৪. সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী? ———উত্তরঃ মিউ সাকাই।

৩৫. লাল গ্রহ কাকে বলা হয়?——–উত্তরঃ মঙ্গল গ্রহকে।



৩৬. কোন গ্রহের চাঁদ নেই? ——–উত্তরঃ বুধ ও শুক্র।

৩৭. পৃথিবীর চেয়ে সূর্য কত বড়? —-উত্তরঃ 300000 বার।

৩৮. হ্যালির ধূমকেতু আবার কখন পৃথিবী থেকে দৃশ্যমান হবে?—–উত্তরঃ ২০৬১ সালে।

৩৯. শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা কত?——উত্তরঃ 450 ডিগ্রি সেলসিয়াসের বেশি

৪০ পৃথিবীর কতটি প্রাকৃতিকভাবে উপগ্রহ রয়েছে? ——–উত্তরঃ একটি, চাঁদ।

৪১. মঙ্গল গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ কি? ——-উত্তরঃ ফোবস এবং ডিমোস।

৪২. বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? ——–উত্তরঃ ৫ ঘন্টা।

৪৩. সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?————–উত্তরঃ দুবার।

৪৪. কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? ———উত্তরঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।

৪৫. পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?—–উত্তরঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।

৪৬. কোন গ্রহটির প্রায় পৃথিবীর মতো ল্যান্ডমাস রয়েছে?——উত্তরঃ মঙ্গলগ্রহের।

৪৭. প্লুটোর উল্লেখযোগ্য উপগ্রহ কি?——-উত্তরঃ চারন, নিক্স, হাইড্রা, কারবেরোস এবং স্টাইক্স।

৪৮. প্লুটোর ব্যাস কত?——উত্তরঃ ৫৯১০ কিলোমিটার ।

৪৯. প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?——উত্তরঃ ২৮৪ বছরে।

৫০. প্লুটোর কয়টি উপগ্রহ আছে?——–উত্তর: ১ টি।

৫১. অ্যান্ড্রোমডা গ্যালাক্সিতে কয়টি তারা রয়েছে? ——উত্তরঃ ১ ট্রিলিয়ন।

৫২. আন্ড্রোমিডা গ্যালাক্সি কোন গতিতে মিল্কিওয়ের কাছে চলেছে?—–উত্তরঃ প্রতি সেকেন্ডে প্রায় একশ থেকে চল্লিশ কিলোমিটারে।

৫৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?——–উত্তরঃ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক।

৫৪. শান্ত সাগর কোথায় অবস্থিত?——উত্তরঃ চাঁদে।

৫৫. সবুজ গ্রহ কাকে বলা হয়?——উত্তরঃ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে।

৫৬. সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? উত্তরঃ পিস্টল স্টার।

৫৭. কখন একটি চন্দ্রগ্রহণ হয়? ——-উত্তরঃ যখন পৃথিবী – সূর্য এবং চন্দ্রের মধ্যে থাকে।

৫৮. চাঁদ কত গতিতে সূর্য পেরিয়ে যায়?—–উত্তরঃ প্রতি ঘন্টা 2,250 কিমি।

৫৯. কতক্ষণ একটি সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে?—–উত্তরঃ সাড়ে সাত মিনিট।

৬০. পৃথিবীর নিরক্ষীয় বৃত্তটির পরিধি কত? ——উত্তরঃ 40,030 কিমি।



৬১. পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কী? ——-উত্তরঃ 88 থেকে 58° সে।

৬২. সৌরজগৎ কবে গঠিত হয়?——-উত্তরঃ প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।

৬৩. প্রথম মানব-নির্মিত বস্তু কখন মহাকাশে প্রেরণ করা হয়েছিল?—–উত্তরঃ ১৯৫৭ সালে।

৬৪. কেন আমাদের উচ্চ ও নিম্ন জোয়ার হয়?——-উত্তরঃ কারণ সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ।

৬৫. মহাকাশে পৌঁছে প্রথম ব্যক্তি কে? ——-উত্তরঃ ইউরি গাগারিন, ১৯৬১ সালে।

৬৬. মহাকাশে পৌঁছে প্রথম মহিলা কে?——উত্তরঃ ভ্যালেন্টিনা তেরেশকোভা, ১৯৬৩ সালে।

৬৭. চাঁদে পা রাখার প্রথম ব্যক্তি কে?——–উত্তরঃ নিল আর্মস্ট্রং।

৬৮. পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?—-উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।

৬৯. কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?—-উত্তরঃ ২১ জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে।

৭০. কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?—–উত্তরঃ ২২ ডিসেম্বর।।

************************************************

প্রশ্ন (ক): স্বাভাবিক মুনাফা কী?[জা.বি. ২০১৫,১৮]প্রশ্ন (খ): পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারপ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্য...
02/10/2020

প্রশ্ন (ক): স্বাভাবিক মুনাফা কী?[জা.বি. ২০১৫,১৮]
প্রশ্ন (খ): পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারপ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।?[জা.বি. ২০০৯,২০১০,১২,১৫,১৮]

উত্তর (ক): যে মুনাফা কোন ফার্মকে ব্যবসায়ে টিকে থাকতে অনুপ্রেরণা যোগায় অথবা ব্যবসা ছেড়ে চলে যেতে নিরুৎসাহিত করে, তাকে স্বাভাবিক মুনাফা বলে।

উত্তর (খ): স্বাভাবিক মুনাফা অর্জিত হয় গড় খরচ ও গড় আয় সমান হলে। স্বাভাবিক মুনাফাসহ ভারসাম্যের শর্ত হলঃ P=AR=MR=SMC=SAC
নিম্নে OXও OY অক্ষে অথাক্রমে উৎপাদনের পরিমাণ এবং দাম/আয়/খরচ ধরা হয়েছে। AR=MR রেখা ফার্মের গড় ও প্রান্তিক আয় নির্দেশ করে। SAC এবং SMC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক খরচ রেখা নির্দেশ করে।
চিত্রানুসারে A বিন্দুতে SMC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। কাজেই A হল ভারসাম্য বিন্দু। ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও দাম যথাক্রমে OM এবং OP ।
এক্ষেত্রে, মোট আয় = OP AM
মোট ব্যয় = OP AM
মুনাফা = মোট আয় - মোট ব্যয়
= শূন্য বা স্বাভাবিক মুনাফা
সুতরাং এক্ষেত্রে স্বাভাবিক বা শূন্য অর্থনৈতিক মুনাফা অর্জন করে।

12/06/2020

প্রস্তাবিত বাজেট২০২০_২০২১ঃ

২০২০-২১ অর্থবছরের বাজেটের আকারঃ-৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
→ঘাটতি ১,৮৯,৯৯৭ কোটি টাকা
→মোট আয় ৩,৮২,০১৬ কোটি টাকা
→মোট রাজস্ব ৩,৭৮,০০৩ কোটি টাকা
→ADP ২,০৫,১৪৫ কোটি টাকা
→প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২০%
→মুদ্রাস্ফীতি ৫.৪%
→অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২য় বাজেট
→বাজেটের শিরোনাম "অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা"
→২০১৯-২০ বাজেট ছিল ৫,২৩,১৯০ কোটি টা.
→সরকার পরিচালনার ব্যয় ৩,৪৮,১৮০ কোটি
→গত বছর প্রবৃদ্ধি ছিল ৮.১৩%
→সাধারণ মানুষের কর আয় সীমা ৩ লাখ টাকা

19/03/2020

১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর ঃ ১৯৬০ সালে।
২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর ঃ মালেশিয়া।
৩) Corona শব্দটি কোন ধরনের?
উত্তর ঃ লাতিন।
৪) করোনা শব্দের অর্থ কি?
উত্তর ঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
৫) সসম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?
উত্তর ঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তর ঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।
৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে?
উত্তর ঃ ১৫৯ টি।
৮) করোনা ভাইরাসের নাম কি?
উত্তর ঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।
৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তর ঃ ৭ টি।
১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তর ঃ চীন এবং ইতালি।
১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তর ঃ (WHO) World health organisation.
১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -
১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।
১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
১১ ই মার্চ ২০২০.
১৪) এ পর্যন্ত কতজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়?
উত্তর ঃ ১৪জন

08/01/2020

১০ থেকে ৪০ তম বিসিএস এর Synonyms ও Antonyms সবগুলো একসাথে
Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay
(আতংকিত করা) [৪০তম]
Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room ---- Space [৩১তম]
Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]..
# Antonyms
Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য).................
Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
Recalcitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)

07/01/2020

পরিমাপ সম্পর্কিত তথ্য

➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন............................................
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মিলিয়ন = 10 লক্ষ
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর

✉ আমাদের এই জানানোর প্রয়াস ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের আরো বেশি পোস্ট দিতে অনুপ্রাণিত করবেন। আর এই পোস্ট টা যেকোনো সময় পড়তে শেয়ার করে রেখে দিন।

07/11/2019

#বাংলা_সাহিত্যের উপর বিগত সালে আসা ৫০টি নৈর্ব্যক্তিক(কবি সাহিত্যকর্ম)
#পর্ব_২০

০১| বেগম রোকেয়ার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সুলতানার স্বপ্ন
খ. অবরোধবাসিনী
গ. পদ্মরাগ
ঘ. মতিচুর
উত্তরঃ খ

০২| ‘পদ্মরাগ’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. দৌলতকাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়ার
উত্তরঃ ঘ

০৩| বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন?
ক. ১৮৭০
খ. ১৮৭৫
গ. ১৮৮০
ঘ. ১৮৮৫
উত্তরঃ গ

০৪| কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?
ক. বড়ভাই
খ. স্বামীর
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ খ

০৫| বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি?
ক. শেষ রচনা
খ. নারী ও স্বাধীনতা
গ. নারীর অধিকার
ঘ. নারী ও তার প্রাপ্য
উত্তরঃ গ

০৬| ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন-
ক. রাজা রামমোহন রায়
খ. মুরারীমোহন সেন
গ. সুকুমার সেন
ঘ. নরেন বিশ্বাস
উত্তরঃ গ

০৭| ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ ক

০৮| ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহামম্দ আব্দুল হাই
গ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হোসেন চৌধুরী
উত্তরঃ ক

০৯| বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ লেখা?
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাংলা সাহিত্যের কথা
উত্তরঃ ঘ

১০| ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
ক. কবি
খ. ঐতিহাসিক
গ. সমাজ সংস্কারক
ঘ. ভাষাতত্ত্ববিদ
উত্তরঃ ঘ

১১|ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
উত্তরঃ ক

১২| ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ খ

১৩| ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. শেষ নবীর সন্ধানে
খ. রকমারি
গ. বাংলা আদব কি তারিখ
ঘ. প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী
উত্তরঃ ক

১৪| ড.মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
ক. ১৯৬৪ সালের ১ মে
খ. ১৯৬৬ সালের ১ জুলাই
গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
ঘ. ১৯৭০ সালের ১৩ জুলাই
উত্তরঃ গ

১৫| 'আঞ্চলিক ভাষার অভিধান' ও 'বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. সুকুমার সেন
খ. অসিতকুমার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুনীতিকুমার
উত্তরঃ গ

১৬| ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. নীহার রঞ্জন রায়
খ. এস ওয়াজেদ আলী
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. মুহাম্মদ এনামূল হক
উত্তরঃ খ

১৭| ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
ক. অশোক মিত্র
খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী
ঘ. অতুল সুর
উত্তরঃ গ

১৮| ‘বাঙ্গালির ইতিহাস’ বইটির লেখক কে?
ক. নীহারঞ্জন রায়
খ. আর সি মজুমদার
গ. অধ্যাপক আবদুল করিম
ঘ. অধ্যাপক সুনীত
উত্তরঃ ক

১৯| 'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে?
ক. আকবর উদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. ইব্রাহিম খাঁ
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ

২০| কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
খ. আনোয়ার পাশা
গ. সোনার শিকল
ঘ. উর্বশী ও আর্টেমিস
উত্তরঃ ঘ

২১| ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. খোয়াব নামা
খ. ইস্তাম্বুল যাত্রী
গ. মোস্তফা চরিত
ঘ. পদ্মা নদীর মাঝি
উত্তরঃ খ

২২| কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা?
ক. সাজাহান
খ. কাফেলা
গ. নীল দর্পণ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ খ
___নোট রমজান

২৩| কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
ক. আনোয়ার পাশা
খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
গ. কুচবরণ কন্যে
ঘ. সোনার শিকল
উত্তরঃ গ

২৪|‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বনফুল
গ. সত্যজিৎ রায়
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

২৫| বিভূতিভূষণের 'পথের পাঁচালী' উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক. প্রকৃতি ও মানুষ
খ. গ্রামীণ জীবন
গ. অরণ্য ও জীবজন্তু
ঘ. শহুরে জীবন
উত্তরঃ ক

২৬| ‘অপরাজিত’ উপন্যাসর লেখক কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. শহীদুল্লাহ কায়সার
উত্তরঃ গ

২৭| বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালী' একটি----
ক. নাটক
খ. ভ্রমন কাহিনী
গ. গল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

২৮| ‘বনি আদম’ গ্রন্থের রচয়িতা-
ক. মীর মশাররফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. ফররুখ আহমদ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ঘ

২৯| ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ফররুখ আহম্মেদ
খ. আকরাম খাঁ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ঘ

৩০| কবি গোলাম মোস্তফা পরলোকগমন করেন-
ক. ১৯৬০ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর
খ. ১৯৬২ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর
গ. ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর
ঘ. ১৯৭০ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর
উত্তরঃ গ

৩১| ‘গালিভারের সফরনামা’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমদ
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

৩২| ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে-
ক. মোঃ আব্দুল হাই
খ. ডঃ শহীদুল্লাহ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আতাউর রহমান
উত্তরঃ গ

৩৩| ‘ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. ভ্রমণকাহিনী
ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ ঘ

৩৪| ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবু রুশদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

৩৫| কোন গ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত?
ক. আয়না
খ. আসমানী পর্দা
গ. আবে হায়াৎ
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

৩৬| ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. আবদুল করিম সাহিত্য বিশারদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

৩৭| 'আবে হায়াৎ' আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. জীবনী সাহিত্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

৩৮| ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা-
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ
গ. আবুল ফজল
ঘ. মাহবুবুল আলম
উত্তরঃ খ

৩৯| নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?
ক. দিবারাত্রির কাব্য
খ. কবিতার কথা
গ. পথের পাঁচালী
ঘ. হাসুলি বাঁকের উপকথা
উত্তরঃ খ(প্রবন্ধ)

৪০| 'পাখির নীড়ের মত চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
ক. বিষ্ণু দে
খ. অমিয় চক্রবর্তী
গ. সুধীন দত্ত
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ

৪১| জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কিসের পরিচায়ক?
ক. স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা
খ. জীবনবোধ ও সজীবতা
গ. অপরাজেয় যৌবনের উদ্দমতা
ঘ. সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
উত্তরঃ ক

৪২| জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
ক. বরিশাল জেলা
খ. ফরিদপর জেলা
গ. ঢাকা জেলা
ঘ. রাজশাহী জেলা
উত্তরঃ ক

৪৩| কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
গ. ঝরা পালক ও রাখালী
ঘ. ছাড়পত্র ও বনলতা সেন
উত্তরঃ ক

৪৪| তিনের দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশি জনপ্রিয়?
ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ খ

৪৫| ‘রূপসী বাংলা’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. জীবনানন্দ দাশ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

৪৬| কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে?
ক. জীবনানন্দ দাশ
খ. বুদ্ধদেব বসু
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. বিষ্ণু দে
উত্তরঃ ক

৪৭| ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ

৪৮| 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে'- কার লেখা?
ক. শামসুর রহমান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সমর সেন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ

৪৯| 'আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়'- এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায়-
ক. কাজী নজরুল ইসলাম
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. বুদ্ধদেব বসু
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ ঘ

৫০| কোনটি জীবনান্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. সাতটি তারার তিমির
ঘ. সোনালী কাবিন
উত্তরঃ ঘ

সংগৃহীত

31/08/2019

সংবিধান নিয়ে ১০০ প্রশ্ন। এর বাইরে আসবে না ইনশা আল্লাহ্..
1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান।
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?
উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের
অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান
কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের
প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও
পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ- ৬০ জন।
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয়
সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট
মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪
এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি.
গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কে এম নুরুলহুদা
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।......

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bcs & job preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share