Story of Jannah

  • Home
  • Story of Jannah

Story of Jannah No job ?? Pray Tahajjud.. You're in stress ?? Pray Tahajjud. You want something ?? You're suffering from illness ?? You wanna get married ?? Just trust in Allah ﷻ

Tahajjud prayer can change any situation for u.

ছবিগুলো আপনি কিয়ামতের মাঠে দেখবেন Your Story হিসেবে🤍
05/12/2024

ছবিগুলো আপনি কিয়ামতের মাঠে দেখবেন Your Story হিসেবে🤍

02/12/2024

সূরা আদ-দুহা থেকে আমরা যা শিক্ষা নিতে পারি;

কঠিন সময় চিরকাল স্থায়ী হয় না:

জীবন কখনও কখনও ভারী মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি ঝড় শেষ পর্যন্ত চলে যায়। আজ আপনি যে পরীক্ষার সম্মুখীন হবেন তা আরাম ও আয়েশের দিকে নিয়ে যাবে, ইন শা আল্লাহ। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং বিশ্বাস করুন যে আল্লাহ ইতিমধ্যেই আপনার উপশমের পরিকল্পনা করেছেন।

আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন:

এমনকি এমন মুহুর্তগুলিতেও যখন আপনার হৃদয় খালি মনে হয় এবং পৃথিবী নীরব বোধ করে, জেনে রাখুন যে আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। তিঁনি আপনার বেদনা দেখেন, আপনার মনে কি চলছে, কি ফিসফিস করেন তিঁনি সব শোনেন এবং আপনি কল্পনা করার চেয়েও আপনার কাছাকাছি। তাঁর করুণা এবং ভালোবাসার উপর আস্থা রাখুন।

আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন:

যখন জীবন অপ্রতিরোধ্য মনে হয়, থামুন এবং আপনার চারপাশের আশীর্বাদ, নিঃশ্বাসের উপহার, ভালোবাসার উষ্ণতা বা এমনকি শান্তির একটি ছোট মুহূর্ত দেখুন। কৃতজ্ঞতা হৃদয়কে নরম করে এবং আল্লাহর অশেষ দয়ার কথা স্মরণ করিয়ে দেয়। 🖤🧡

একজন হাজী সাহেবা আজ রাতে ইন্তেকাল করেছেন।মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে ওমরাহ করতে এসেছিলেন তিনি। আগে থেকেই নানা অসুস্থতা ছি...
30/11/2024

একজন হাজী সাহেবা আজ রাতে ইন্তেকাল করেছেন।

মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে ওমরাহ করতে এসেছিলেন তিনি। আগে থেকেই নানা অসুস্থতা ছিল। সফরে এসে অসুস্থতা বেড়ে যায়।

ক্লক টাওয়ারে ফাইভ-স্টারে হোটেল নিয়েছিলেন। জানালার পাশে বসে বাইতুল্লাহ দেখতে দেখতে সুন্দর মৃত্যু হয়।

দাফন-কাফনের প্রস্তুতি চলছে৷ এর আগে কাগজপত্র ও নানা ফরমালেটিস শেষ হচ্ছে। মসজিদে হারামে জানাযা হবে ইনশাআল্লাহ। শায়িত হবেন মক্কার পবিত্র মাটিতে।

এমন সৌভাগ্য কয়জনের হয়!

কালেকক্ট

আল্লাহুম্মাগফিরলি...
30/11/2024

আল্লাহুম্মাগফিরলি...

কার্টেসিঃ Bd Sunnah Design - BSD
30/11/2024

কার্টেসিঃ Bd Sunnah Design - BSD

১৮ জুলাই ২০২৪যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যা...
29/11/2024

১৮ জুলাই ২০২৪

যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যাত্রাবাড়ী চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া।

আর মাত্র ৫ টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেইন রোড। হঠাৎ গু/লির শব্দ, তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকীরা বুঝতে পারছিল না কোথা থেকে গু/লি এসেছে, কে গু/লি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে র/ক্ত বের হচ্ছে। তার দিকে ভালো ভাবে তাকাতেই ২য় গু/লির শব্দটা শোনা গেল। উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গু/লি লাগে নি। এরা নিরাপত্তার জন্য শুয়েছে৷ আহত মারুফকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুয়ে গু/লি বেরিয়ে গেছে। রাবার বু/লেট না। এটা স্না/ইপার বু*লেট। এগুলো যু*দ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হ/ত্যা করতে।

এদিকে যাত্রাবাড়ী বাসী গত ৩ দিন গু/লির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল। এলাকার সবার ঘুম ভেঙে গেল। অনেকে বাসা থেকে নেমে গেল। বাইরে কী হচ্ছে জানার জন্য।

গু/লির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্না/ইপার আছে। গলি থেকে বের হলেই গু/লি করবে। কিন্তু কোন বিল্ডিং এ স্না/ইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ী। মেইন রোডে যাওয়ায় অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেইম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গু/লি করা হয়েছে।

এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্না/ইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার যার গু/লি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে। পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গু/লি করছে। কে হবে সেই জানবাজ?

ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা আগে যাবে।

ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল “আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস।” বন্ধু দুস্টামি করে উত্তর দিল “আর তোর ক্রাশ?” অনিক উত্তর দিল “তাকে আমার কথা বলিস।”

হাসিমুখে অনিক গলির মুখের দিকে এগোলো। তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গু/লি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গু/লির শব্দ শোনা গেল। এদিকে অনিক আগে থেকেই একে বেঁকে চলছিল। গু/লি তার গায়ে লাগে নাই। তবে গু/লিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে। অনিক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গু/লি হলো। এটাও অনিকের গায়ে লাগে নাই। এদিকে অনিকের পেছন পেছন আরো ২ টা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাৎ ভাই মোটামুটি একটা ধারনা পেলেন কোন বিল্ডিং থেকে গু/লি করেছে। এদিকে অনিক ও ২ টা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে। তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গু/লি করতে পারবে না। এদিকে শরীফ আর শাহাদাৎ আগের জায়গায় ফিরে গেল। সেখানে এখন মিনিমাম ১০০ জন আন্দোলনকারী। আরো অনেকেই জড়ো হচ্ছে।

সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্না/ইপার অবস্থান করছে। কোন বিল্ডিং থেকে গু/লি করা হয়েছে সেই ধারনাও পেয়ে গেছে। তারা এটা নিয়ে বলাবলি করল। এক পর্যায়ে তারা জানতে পারল ঐ বিল্ডিংটার মালিক এক আ*ওয়ামীলী*গ নেতা। তার মানে তাদের ধারণা সঠিক। আওয়ামীলী*গ নেতার বাসায় পু/লিশ অথবা আওয়ামীলী*গের স্না/ইপার অ*স্ত্র তাক করে বসে আছে।

বিল্ডিং টা ৬ তলা। গু/লি করা হয়েছে ৩ থেকে ৬ তলার মধ্য থেকে যেকোনো একটা ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভোরে মারুফ গু/লি খেয়েছে সেখান থেকে ৪/৫/৬ তলা ভালো করে দেখা যায়। তার মানে ৩ তলা থেকে গু/লি করা হয় নি। আবার ছাদ থেকেও গু/লি করা হয় নি। এদিকে ২ টা করে মোট ৬ টা ফ্ল্যাট আছে। ৩ টা ফ্ল্যাট আগেই বাদ দেয়া হলো। কারণ এই ৩ টা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গু/লি করা যাবে, গলির ভেতরের দিকে নয়। ৪/৫ ও ৬ তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেলো না। ৫ তলার একজন মহিলা বারান্দায় এসে কী যেন দেখে রুমে ঢুকে গেলেন। তার মানে ৫ তলাতেও স্না/ইপার নেই। অর্থাৎ ৪ ও ৬ তলার এদিকের ফ্ল্যাটের যেকোনো একটায় স্না*ইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিং এর দখল নিবে। তারপর বিল্ডিং এ ঢুকে স্না/ইপারকে বের করবে। কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পি*স্তল নাই। লাঠি ও ইটের টুকরাই একমাত্র ভরসা।

আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলোর দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে মেইন রোডের দিকে এগোলো। একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই। তাই গু/লিও হলো না।

৫ মিনিটের মধ্যে আওয়ামিলী*গ নেতার বাড়ির সামনে প্রায় শ খানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল।

এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল। তাকে হুমকি ধামকি দিতেই সে গেইট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় পোলাপান। এদেরকে ক্ষেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না। গেইট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়ল। একদল ৪ তলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায় আরেকদল ৬ তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগল। ৪ তলার দরজা খুলল না কিন্তু ৬ তলার দরজা খুলে ফেলল। ভেতরে ভয়ার্ত বাসার লোকজনকে দেখে বুঝল এখানে কোন স্না/ইপার থাকার কথা না। ৪ তলার দরজা কেউ খুলছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন “এই বাসাটা ফাঁকা।” ফাকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরো বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ভেংগে ফেলল। ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্না/ইপারের দেখা পেল। পু/লিশের পোষাক পরা দুইজন লোক রা/ইফেল হাতে এই বাসায় অবস্থান করছে। এই বাসাটা আসলেই ফাঁকা। দুইজন পু/লিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফ চাওয়ার ভঙ্গিতে হাত জোড় করে রাখল। উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই। তারা পু*লিশ দুইজনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল। একজন এক রুমে দুইটা রা/ইফেল খুজে পেল। রা/ইফেলের নল এখনো গরম। তার মানে এই রা/ইফেল থেকেই গু/লি করা হয়েছে। পু/লিশ দুইজনকে মা/রতে মা/রতে বিল্ডিং এর নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল। তাকে অবশ্য বিল্ডিং এ হা/মলাকারী আন্দোলনকারীরা চিনত না। চিনলে তার পালানোর সুযোগ হতো না।

আধা ঘণ্টা পরে যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুইটা উলঙ্গ লা/শ ঝুলে রইল। তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এদিকে সূর্য উঠে গেছে। রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবির ধ্বনি দিচ্ছিল। আশেপাশের মাদ্রাসা থেকে পঙপালের মত ছাত্র আসছিল। খু/নি পু/লিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেলো। আজকে যাত্রাবাড়ীর বেরিকেড ভাঙতেই হবে। এমনিতেই যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রীজ ৩ দিন ধরে অচল৷ কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে। চাইলেও এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না। ১৮ জুলাই ২০২৪ ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন।

#রক্তের_বন্ধন
— সাইফুল ইসলাম
fans


29/11/2024

একবার দরুদ পড়লে ১০টি সাওয়াব , ১০টি গুনাহ মাফ এবং ১০টি মর্যাদা দান করা হয়!

(আল্ আদাবুল মুফরাদ ৬৪৩)

লাখো মুসুল্লির উপস্থিতিতে শহীদ আরিফ (রাহ্) এর জানাযা সম্পন্ন। আমরা এর প্রতি/শো*ধ নিবো ইনশাআল্লাহ।
27/11/2024

লাখো মুসুল্লির উপস্থিতিতে শহীদ আরিফ (রাহ্) এর জানাযা সম্পন্ন। আমরা এর প্রতি/শো*ধ নিবো ইনশাআল্লাহ।

26/11/2024

আমরা মন্দির পাহারা দিলাম …
আর আপনারা
মসজিদ ভেঙে দিলেন,
আমাদের ভাইকে হ/ত্যা করলেন 🙂😭

আমার ভাইটির কি দোষ ছিল যে ইসকনের হাতে জ°ব|ই হতে হলো?
26/11/2024

আমার ভাইটির কি দোষ ছিল যে ইসকনের হাতে জ°ব|ই হতে হলো?

একটা একটা ইস*কন ধরধইরা ধইরা জেলে ভর।✊কথা: রফিকুল ইসলাম তাওহীদ কাজ: রাবিয়া বসরী মেধা
26/11/2024

একটা একটা ইস*কন ধর
ধইরা ধইরা জেলে ভর।✊

কথা: রফিকুল ইসলাম তাওহীদ
কাজ: রাবিয়া বসরী মেধা

5 years old - 355 bulletsNever forget. never forgive
25/11/2024

5 years old - 355 bullets
Never forget. never forgive

৩ মাস পেরোতে না পেরোতেই আবার র*ক্তের খেলায় মেতে উঠলো শা*সকগোষ্ঠী। তোমরা প্রস্তুত থা'কো। কাদের গা'য়ে হাত তুলেছো ধারণাও না...
24/11/2024

৩ মাস পেরোতে না পেরোতেই আবার র*ক্তের খেলায় মেতে উঠলো শা*সকগোষ্ঠী।

তোমরা প্রস্তুত থা'কো। কাদের গা'য়ে হাত তুলেছো ধারণাও নাই তোমাদের।

কুল্লু নাফসিন জা'ইকাতুল মাউত.! - মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে.!                                            ...
24/11/2024

কুল্লু নাফসিন জা'ইকাতুল মাউত.!
- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে.!
‌ 😭💔
[সুরা আল ইমরান,আয়াত নং :- ১৮৫]

যে ব্যক্তি তার অপছন্দের বিষয়গুলোতে ধৈর্য ধরতে পারে, সে তার পছন্দের বিষয়গুলো অর্জন করতে পারে।আয-যুহদ, ইমাম আহমাদ– ১৫০
23/11/2024

যে ব্যক্তি তার অপছন্দের বিষয়গুলোতে ধৈর্য ধরতে পারে, সে তার পছন্দের বিষয়গুলো অর্জন করতে পারে।

আয-যুহদ, ইমাম আহমাদ– ১৫০

23/11/2024

পবিত্র কোরআনের কিছু নির্দেশনা
=======================
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)

অপেক্ষা করো বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবেই ইনশাআল্লাহ
22/11/2024

অপেক্ষা করো বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবেই
ইনশাআল্লাহ

Friday Sunnah🍂Bless your timeline 📌
22/11/2024

Friday Sunnah🍂

Bless your timeline 📌

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share