Md Azizul

Md Azizul পেজটি মুলতো নতুনদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য?

বছরের সেরা ডিসকাউন্ট!ব্ল্যাক ফ্রাইডের বিশাল ৪০% সেলে Project Based UI/UX ডিজাইন কোর্স মাত্র ২৩৯৯ টাকায়!!অনেকেই আছেন যার...
15/11/2024

বছরের সেরা ডিসকাউন্ট!

ব্ল্যাক ফ্রাইডের বিশাল ৪০% সেলে Project Based UI/UX ডিজাইন কোর্স মাত্র ২৩৯৯ টাকায়!!
অনেকেই আছেন যারা অনেক দিন ধরে ইউটিউব ভিডিও দেখে মোটামুটি ডিজাইন বুঝতে শিখেছেন, কিন্তু ক্যারিয়ারে আরও একটু এগিয়ে যাওয়ার জন্য পার্মানেন্ট গাইডলাইন খুঁজছেন। তাদের কথা চিন্তা করেই আমাদের Project Based Professional UI/UX Design Course, যা আপনার UX/UI ডিজাইন শেখার জার্নিকে আরও সহজ করে তুলবে।

কি কি রয়েছে এই কোর্সে-

✅ Basic to Advanced—স্টেপ-বাই-স্টেপ গাইড
✅ Interaction Design and Prototype নিয়ে ৩০টির বেশি ভিডিও + 50 এর অধিক resource রয়েছে কোর্সটিতে।
🤖 বিভিন্ন AI Tools নিয়ে আলোচনা যা কপিরাইটিং, প্রবলেম সলভিং, এবং ডিসিশন আইডিয়া বিস্তারিত আলোচনা করা হয়েছে।
🙌 রিয়েল লাইফ Client সাথে কাজের অভিজ্ঞতা এবং Fiverr ও Upwork এর ২ টি লাইভ প্রজেক্ট শেয়ার করেছি।
✅ Figma A to Z
✅ প্রত্যেক module শেষ করে Assignment এর সুযোগ
📘Android, Apple রিসোর্স এবং গাইডলাইন
🙌 Upwork এবং Fiverr নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
🙌 কিভাবে Linkedin অথবা Facebook থেকে বায়ার খুজে বের করবেন সেই সিক্রেট টেকনিক
✅ইউজার রিসার্চ, পারসোনা ম্যাপিং, কাস্টমার ইউজার জার্নির
💼 প্রফেশনাল গাইডলাইন, এক্সপার্ট টিপস এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ।
🆓 ফ্রি রিসোর্স এবং লাইফটাইম এক্সেস।
🎨 প্রজেক্ট সোর্স ফাইল
✅ আরও অনেক কিছু, কোর্সের লিংক কমেন্ট বক্সে

সবকিছু মিলিয়ে, এই কোর্সটি আমি গত ৩ বছরের বেশি সময় ধরে, Update করে যাচ্ছি, ভবিষ্যৎ ও আপডেট আসবে।

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে আজই শুরু করুন। বিস্তারিত কমেন্ট বক্সে 🔥

ওয়েবসাইট রিডিজাইন করার সঠিক সময় কিভাবে বুঝবেন? 🕒🌐ওয়েবসাইট এর আউটলুকের বাইরে, আরও কিছু বিষয় খেয়াল করে খুব সহজেই বের কর...
03/09/2024

ওয়েবসাইট রিডিজাইন করার সঠিক সময় কিভাবে বুঝবেন? 🕒🌐

ওয়েবসাইট এর আউটলুকের বাইরে, আরও কিছু বিষয় খেয়াল করে খুব সহজেই বের করে ফেলতে পারবেন আসলেই ওয়েবসাইটের রিডিজাইন করা প্রয়োজন নাকি প্রয়োজন নেই।

ইউজার এক্সপিরিয়েন্স : ব্যবহারকারীরা যদি নেভিগেট করতে যদি অসুবিধা হয় বা সাইট থেকে দ্রুত চলে যায়, তখন বুঝতে হবে রিডিজাইন করা দরকার।🛠️

মোবাইল অপ্টিমাইজেশন: যদি আপনার সাইট মোবাইল ডিভাইসে সঠিকভাবে কাজ না করে 📱

Goal :যদি আপনার ওয়েবসাইট থেকে lead collection বা নতুন ইউজার Sign Up না করে অথবা আপনার লক্ষ্য পূরণ না হয়, তাহলে এটি রিডিজাইনের সময় হতে পারে।

লোডিং স্পিড: অনেক সময় অনেকই Development করার সময় template অথবা অনেক অপ্রয়োজনীয় Elements ব্যাবহার করে থাকে। সাইটের লোডিং স্পিড যদি slow হয় তাহলে সেগুলো Remove ওথবা Redesign করা যেতে পারে।

কোম্পানি যদি নতুন ব্র্যান্ডিং করে তখন, সাইটের ডিজাইনও সেই অনুযায়ী পরিবর্তন করা উচিত। 🚀

🌈 UI Design-এ Color চয়েসের সময় যে ৫টি ভুল করবেন না 🌈1. অতিরিক্ত Color ব্যবহার: একটি ডিজাইনে অনেক কালার একসাথে ব্যবহার কর...
31/08/2024

🌈 UI Design-এ Color চয়েসের সময় যে ৫টি ভুল করবেন না 🌈

1. অতিরিক্ত Color ব্যবহার: একটি ডিজাইনে অনেক কালার একসাথে ব্যবহার করলে ডিজাইন দেখতে খারাপ লাগে ,এইজন্য ডিজাইন করার সময় ২-৩ টি color চয়েস করুন এবং কিছু complementary shades ব্যবহার করলে ভালো হয়।
2. Low Contrast: টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যথেষ্ট কন্ট্রাস্ট না থাকলে Readability কমে যেতে পারে। সুতরাং টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের কালার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকা জরুরি।
3. Cultural Insensitivity: বিভিন্ন culture-এ color- কালারের অর্থ ভিন্ন হতে পারে। Paletton টুল ব্যবহার করে বিভিন্ন সাংস্কৃতিক প্রসঙ্গে কালার কম্বিনেশন তৈরি করে রাখা ভালো।
4. Inconsistent Colors: একটি প্রোজেক্টে একই color scheme ব্যবহার করুন যাতে design well-organized দেখায়।
5. Goal Audience : যে audience এর জন্য design করছেন, তাদের preferences এবং needs অনুযায়ী color চয়েস করুন।

🔍 ফিগমা রিসেন্টলি বেশ কিছু আপডেট করেছে যেমন নতুন UI3 আপডেট, ফিগমা AI ,এবং আরও অনেক কিছু,  তার পিছনে অনেক কারণ রয়েছে - যে...
25/08/2024

🔍 ফিগমা রিসেন্টলি বেশ কিছু আপডেট করেছে যেমন নতুন UI3 আপডেট, ফিগমা AI ,এবং আরও অনেক কিছু, তার পিছনে অনেক কারণ রয়েছে - যেমনঃ

📉 Simplicity and Efficiency: ফিগমা পুরনো, কম ইউজড ফিচারগুলো বাদদিয়ে প্ল্যাটফর্মটিকে আরও easy এবং ইউজফুল করতে চায়, যাতে নতুন ইউজাররা আপডেটগুলো ব্যবহার করে এডভান্স লেভেলে ডিজাইন করতে পারে।

🆕New Innovations: কম ইউজড ফিচারগুলো ডিলিট করে ফিগমা নতুন এবং আপডেটেড টুলস অ্যাড করার জন্য স্পেস তৈরি করছে।

💬 কমিউনিটি ফিডব্যাক: ফিগমা তাদের User Comunity মতামতকে অনেক বেশি প্রাধান্য দেয়, যার ফলে অনেক change ইউজারদের চাহিদা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে এসব পরিবর্তন করা হচ্ছে।💬

🔍 বেটা টুলস: ফিগমা AI এখনো বিটা অবস্থায় আছে। ভবিষ্যতে এটা পেইড হয়ে যেতে পারে, এবং তখন ডেফিনেটলি এই ফিচারগুলির ব্যাবহার কমে যাবে 🤖

চলে এসেছে নতুন আপডেট Project Based Ui/Ux Design কোর্সে 🔥এবারে যে বিষয় গুলো যুক্ত করা হয়েছেঃ- AI এবং Prompt Engeering নিয়...
22/08/2024

চলে এসেছে নতুন আপডেট Project Based Ui/Ux Design কোর্সে 🔥

এবারে যে বিষয় গুলো যুক্ত করা হয়েছেঃ
- AI এবং Prompt Engeering নিয়ে ধারনা উদাহরণ সহ
- বিভিন্ন AI Tools, Copywriting, problem-solving, and decision ideas নেওয়ার জন্য।
- Prompt দিয়ে কিভাবে image তৈরি করা যায়।
- Figma এর বিভিন্ন AI alternative
- AI দিয়ে কীভাবে ডিজাইন genarate করা যায়।
- কিভাবে High Converting Landing page ডিজাইন করা যায় AI দিয়ে।

সর্বোপরি বলতে চাই, একজন ভালো UX UI ডিজাইনার হতে যা যা সাপোর্ট দরকার, আমি সবকিছুই আমাদের এই কোর্সের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি, জব অথবা Freelancing এবং ভবিষ্যৎ এ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে চেক করতে পারেন।

ই কমার্স সাইটে কনভার্সন বৃদ্ধি করতে চান? তাহলে এই CRO টুলগুলি আপনার জন্য!ই কমার্স সাইটে কিছু ছোট ছোট বিষয় খেয়াল করলে, অথ...
15/08/2024

ই কমার্স সাইটে কনভার্সন বৃদ্ধি করতে চান? তাহলে এই CRO টুলগুলি আপনার জন্য!

ই কমার্স সাইটে কিছু ছোট ছোট বিষয় খেয়াল করলে, অথবা ছোট কিছু পরিবর্তন করলেই conversion অনেকটা পরিবর্তন হয়। কারণ একই টাকা খরচ, একই পরিশ্রম কিন্তু Revenue বেশি। মূলত এই টুল গুলো চেক করা এবং টেস্ট করার জন্য ব্যাবহার করা হয়।

🔧 Optimizely: A/B টেস্টিং, মাল্টিভ্যারিয়েন্ট টেস্টিং, কাস্টমাইজেশন এর মাধ্যমে আপনি সেরা ডিজাইন ভ্যারিয়েশন খুঁজে পেতে পারেন এই টুলের মাধ্যমে।

🔥 Crazy Egg: এই টুলটি আপনাকে হিটম্যাপ, স্ক্রোল ম্যাপ এবং ক্লিক রিপোর্ট যা ব্যবহারকারীর ইন্টারেকশন ট্রেকিং এ রাখতে হেল্প করবে। এবং কোন কোন জায়গায় আপডেট প্রয়োজন তা মার্ক করে দিবে।

📈 VWO (Visual Website Optimizer): A/B টেস্টিং, হিটম্যাপ এবং সেশন রেকর্ডিংয়ের জন্য ব্যাপক জনপ্রিয় প্ল্যাটফর্ম VWO। এটি আপনাকে আপনার সাইটে ইউজার জার্নি বুঝতে সাহায্য করবে।

👀 Hotjar: এই টুলটি সেশন রেকর্ডিং এবং হিটম্যাপ শো করে, ব্যবহারকারীরা আপনার ডিজাইনগুলি কিভাবে নেভিগেট করে এবং ব্যবহারকারীর ফিডব্যাক কালেক্ট করে আপনার Conversion বাড়াতে সাহায্য করবে।

🔍 Convert: এই টুলটি লেটেস্ট A/B টেস্টিং এবং Frontend কাস্টমাইজেশন এর জন্য অনেক পপুলার একটি Platform এটি।

সবগুলো টুলই কমবেশি Paid কিন্তু ফ্রি Platfrom এর মধ্যে Hotjar, Microsoft Clarity, Google Analytics এগুলো অনেক জনপ্রিয়।

💬 এই টুলগুলি নিয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন? কমেন্ট এ জানিয়েন।

UX UI ডিজাইনারদের জন্য AI and Prompt Engineeringবর্তমান সময়ে অনেকেই মনে করে, AI অনেকের চাকরি গায়েব করে নতুন নতুন কিছু op...
11/08/2024

UX UI ডিজাইনারদের জন্য AI and Prompt Engineering

বর্তমান সময়ে অনেকেই মনে করে, AI অনেকের চাকরি গায়েব করে নতুন নতুন কিছু opportunity সুযোগ করে দিচ্ছে। আর আমি মনে করি, আপনি চান বা না চান আপনাকে AI ব্যাবহার করা শিখতেই হবে। নয়তো অনেক পিছিয়ে যাবেন অথবা হারিয়ে যাবেন।

যারা কাজের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ অথবা সময় বাঁচাতে চান, তাদের কাছে AI একটা blessing এর মতন। এটি আমাদের কাজ সহজ ও দ্রুত করে দিয়েছে, যেমন ধরেন আমাকেই। আমি যেহেতু UX UI ডিজাইন নিয়ে কাজ করছি, তাই Copywriting, নতুন কিছু শিখা, ডিজাইন আইডিয়া, হাল্কা পাতলা A/B টেস্টিং, অল্প সময় এ কোন ওয়েবসাইট নিয়ে research করা আরও অনেক কিছু সব কিছুই AI দিয়েই করছি। যার ফলে আমার অনেক মূল্যবান সময় বেচে যাচ্ছে আমার।

শুরুতেই হাল্কা করে বুজার চেষ্টা করি Prompt জিনিসটা কি? Prompt হচ্ছে AI কে দেওয়া instructions অথবা নির্দেশনা বলা যে আমি, এমন কিছুই চাচ্ছি যা আমার Text এর মাধ্যমে AI কে নির্দেশনা দিচ্ছে এবং সে সেগুলো বুজে আমাদের কে উত্তর দিচ্ছে।

Prompt লিখার ক্ষেত্রে যত বেশি Details দিবেন তত বেশি ভালো Output পাবেন। আমি যখন আমার Prompt লিখার চেষ্টা করি, তখন এই Route মেথড ফলো করি। Route কি?

R-ole
O-bjective
U-niqe selling point
T-one
E-motions
আচ্ছা ধীরে ধীরে উদাহরণ সহ বলছি। (নিচের Prompt টা AI দিয়েই তৈরি করা)
প্রম্পট:

"প্রতিদিনের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে একটি বন্ধুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ব্লগ পোস্টের ভূমিকা লিখুন। মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাবের উপর জোর দিন এবং একটি অনুপ্রেরণামূলক উক্তি যোগ করুন।"
R - Role
কার্যকরতা: AI কে একটি নির্দিষ্ট ধরনের কন্টেন্ট (একটি ব্লগ ভূমিকা) তৈরি করতে নির্দেশ করা।
O - Objective
গোল: প্রতিদিনের ব্যায়ামের মানসিক স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে একটি আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ব্লগ ভূমিকা তৈরি করা।
U - Unique Selling Point
স্পষ্টতা: বিষয়টি (প্রতিদিনের ব্যায়ামের উপকারিতা) এবং নির্দিষ্ট ফোকাস (মানসিক স্বাস্থ্য) স্পষ্টভাবে বর্ণিত করে।
সঠিকতা: স্বর (বন্ধুত্বপূর্ণ এবং আকর্ষণীয়) নির্দেশ করে এবং অতিরিক্ত উপাদান (অনুপ্রেরণামূলক উক্তি) অন্তর্ভুক্ত করে।
T - Tone
লিখার ধরন: প্রম্পটে নির্দিষ্ট হিসাবে বন্ধুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভাবে লিখা।
E - Emotions
ইমোশন: পাঠকদের উৎসাহিত করার জন্য ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক।

ইংলিশে দেখলে আশা করি ভালো বুজতে পারবেনঃ

Prompt:�"Write a friendly and engaging introduction for a blog post about the benefits of daily exercise. Emphasize the positive impact on mental health and include a motivational quote."
R - Role
Function: To guide the AI in generating a specific type of content (a blog introduction).
O - Objective
Goal: To create an engaging and motivational blog introduction about daily exercise's mental health benefits.
U - Unique Selling Point
Clarity: Clearly states the topic (benefits of daily exercise) and specific focus (mental health).
Precision: Directs the tone (friendly and engaging) and includes additional elements (motivational quote).
T - Tone
Style: Friendly and engaging, as specified in the prompt.
E - Emotions
Emotional Undertones: Positive and motivational to encourage readers.

আপনাদের সুবিধার জন্য বাংলা ইংলিশ ২ টাই দিয়ে দিলাম, আশা করি একটা ধারনা পেয়েছে।

বর্তমান কাজের জন্য প্রতিদিন Gemini, ChatGPT, claude, Perplexity এগুলোই ব্যাবহার করছি।

আপনি যদি নিজে Prompt না লিখতে পারেন তাহলে এই সকল platfrom ব্যাবহার করতে পারেন Prompt Genarate করার জন্য।

আরও বিস্তারিত জানতে চাইলে জানাতে পারেন।

🫣😆
06/08/2024

🫣😆

31/07/2024

আজকে ভালোই কারেন্ট চলে যাচ্ছে

Hey Designers,⁣⁣I'm looking for a new part-time team member to join our team. This role will primarily focus on our expe...
13/07/2024

Hey Designers,⁣

I'm looking for a new part-time team member to join our team. This role will primarily focus on our experimental product (𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞).⁣

The main responsibility is to learn and implement it through design (𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 𝐔𝐈 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧)⁣
𝐒𝐚𝐥𝐚𝐫𝐲: 5K BDT or let me know your expected salary.⁣
Working days will be 2-3 days per week or 10 -12 Hours a week (Flexible) Or As you want.⁣
𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞: Agency UI website, Portfolio UI website, Landing page UI design⁣
𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞: At least have 3 months of working experience.⁣
If you're interested, please reach out and send me your best 2 projects not much.⁣

Email: [email protected]

𝐍𝐨𝐭𝐞: Don't email or text me if you don't have experience with the Agency UI website, Portfolio UI website, Landing page UI design.

UI/UX ডিজাইনে AI - Increage productviy as UI/UX Designerধরুন  v1 আপনি আপনার Compitior কারো website এর কপি দিলেন এবং brea...
27/06/2024

UI/UX ডিজাইনে AI - Increage productviy as UI/UX Designer

ধরুন v1 আপনি আপনার Compitior কারো website এর কপি দিলেন এবং breakdown করতে বল্লেন তারপর আপনার details দিয়ে বল্লেন আমার জন্য v2 বানিয়ে দেও এবং আবার প্রশ্ন করলে এবার বলো v1,v2 কোনটা ভালো কেন ভালো? তারপর দেখুন AI এর ম্যাজিক।

ডিজিটাল ডিজাইনের যুগে, UI/UX ডিজাইনার হিসেবে আপনি নিশ্চয়ই প্রতিনিয়ত এমন নতুন টুল খুঁজছেন যা আপনার কাজকে আরও সহজ করে তুলবে আর সময় সাশ্রয় করবে? কারণ, সময় = টাকা। তাইতো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রতিদিনে ব্যাবহার করা কিছু AI Tools যেগুলো, আমার Research, Decision making, idea genarations, website copy থেকে শুরু করে বিভিন্ন কাজে সহায়তা করছে।

Gemini
একজন UX/UI ডিজাইনার হিসেবে, আমাকে এই টুলটি প্রতিদিন ব্যাবহার করতে হচ্ছে। Clinet মিটিং এর সামারি করে টিম মেম্বার কে দেওয়া, পাশাপাশি ওয়েবসাইট এর ডিজাইন কেমন হবে, কোন কোন সেকশন গুলো রাখবো কেন রাখবো, ওয়েবসাইট এর ভিতরে কপি কি হবে সব কিছু Gemini এর মাধ্যমেই করে থাকি। বর্তমানে Gemini Advance ব্যাবহার করছি ভালোই কিন্তু যেমন আশা করেছিলাম তেমন নয়।

ChatGPT
Gemini এর মতো, ChatGPT ও আমি একই কাজে ব্যাবহার করে থাকি, কিন্তু chatgpt আমার কাছে ভালো লাগার কারণ এখানে হচ্ছে Plugin যাদের সাথে specefic জিনিস নিয়ে আইডিয়া নেওয়া যায়।পাশাপাশি ChatGPT plus যদি আপনার কাছে থাকে তাহলে আরও ভালো হয়। আমি ১ মাসের মত ব্যাবহার করেছিলাম এটি দারুণ, ইমেজ থেকে শুরু করে সব কিছুই Genrate করতে পারে। আরও details এ প্রশ্ন করলে দারুণ ভাবে উত্তর দেয়। Website compittor এর research এবং Landig Page এর ক্ষেত্রে ব্যাবহার করেছিলাম অনেকবার। একটা উদাহরণ দেইঃ ধরুন v1 আপনি আপনার Compitior কারো website এর কপি দিলেন এবং breakdown করতে বল্লেন তারপর আপনার details দিয়ে বল্লেন আমার জন্য v2 বানিয়ে দেও এবং আবার প্রশ্ন করলে এবার বলো v1,v2 কোনটা ভালো কেন ভালো? দারুণ উত্তর দিতে পারে।

Claude.ai
এটিকেও Gemini এর মতো ব্যাবহার করে থাকি, মোটামুটি একই রকমের কাজ করে থাকে, পাশাপাশি নতুন আপডেট এসেছে দেখলাম Claude 3.5 Sonnet যার বলে এখন অনেক কিছুই করা সম্ভব। ধরুন আপনার একটা Portfolio ওয়েবসাইট লাগবে, আপনি তাকে বলুন কি কি ব্যাবহার করে ডিজাইন করবে, সেভাবেই আপনাকে ডিজাইন এবং Develop করে দিবে। তবে এটি Resarch করার জন্য অনেক ভালো।

Perplexity.ai
সব গুলোর সেরা যদি বলতে হয় Perplexity সেরা, যদিও সব ক্ষেত্রে নয়। আগে গুগল সার্চ করতাম এখন Perplexity করি। কারণ প্রত্যেকবার সার্চ এ সে আমাকে উত্তর তো দেই ই পাশাপাশি Refarence ওয়েবসাইটও দিয়ে দেয়। যেটা এই Tools কে সবার থেকে এগিয়ে রেখেছে। বর্তমানে Perplexity google এর সাথে compition করছে। মজার ব্যাপার Perplexity এর CEO হচ্ছে Indian এবং তিনি IIT থেকে পড়াশোনা করেছে।

Poe
আপনি Poe একবার হলেও Try করিয়েন। শুরুতে কেমন কেমন লাগলে বর্তমানে ভালোই লাগে কারণ Chatgpt Plugin এর মতো personlsied Bot বানাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। বর্তমানে যে bot গুলো আছে সেগুলোও ব্যাবহার করতে পারবেন। Poe বানিয়ে quora এক্সপেরিমেন্ট হিসেবে।

অনেক Intresting না, কমেন্ট করে জানাতে পারেন কোন টুলটি আপনার বেশি ভালো লাগে এবং কোনটি নতুন আপনার কাছে। এগুলো কিভাবে ব্যাবহার করতে হয় জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিভিও বানিয়ে দিবো।

Conversion Rate Optimization অথবা CRO কি কেন কিভাবে?Optimization পরে বুজি আগে Conversion Rate বুজিঃ উদাহরণস্বরূপ, যদি আপ...
24/06/2024

Conversion Rate Optimization অথবা CRO কি কেন কিভাবে?

Optimization পরে বুজি আগে Conversion Rate বুজিঃ উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়েবসাইটে ১০০ জন দর্শনার্থী আসে এবং তাদের মধ্যে ৫ জন পণ্য ক্রয় করে, তাহলে আপনার কনভারশন রেট হবে ৫%। এখন যদি আমরা এই ৫% এটাকে বৃদ্ধি করতে চাই তাহলে যে পেজে আমরা Conversion বৃদ্ধি করতে চাই সেই পেজ কে optimization এবং টেস্টিং করার মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব।

Conversion Rate যে সব সময় পণ্য ক্রয় এর উপর নির্ভর করে এমনটা না, কার্টে যোগ করা, ক্লিক করা অথবা একটি ফরম পূরণ করাও হতে পারে।

Conversion Rate optimization কেন শিখা উচিৎ?
সবাইকে যে শিখতে হবে আমি টা বলছি না কিন্তু আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে আপনি শিখে রাখলে ভবিষ্যতর এ সুবিধা পাবেন। পাশাপাশি আপনি যদি Landing page Design, Funnel design, Ads, মার্কেটিং এ কাজ করে থাকেন আপনার এটি জানতেই হবে।
যার ফলে ওয়েবসাইটে ল্যান্ডিং পেইজ বা সেলস পেইজ সাজানোর জন্য আপনাকে অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে হবে না । সেম visitor/Trafic দিয়েই ইনকাম বেশি হবে।

Conversion Rate optimization কিভাবে শিখবো?

ইউটিউব এর মাধ্যমে শিখতে পারেন ফ্রি তে, অথবা Udemy থেকে কোর্স করতে পারেন। বেশি টাকা থাকলে Conversion Rate academy তে ভর্তি হতে পারেন আরও যদি বেশি টাকা খরচ করতে চান তাহলে CXL এর ভর্তি হতে পারেন।
একজন UX/ui ডিজাইনার হিসেবে কেন Conversion Rate optimization জানা প্রয়োজন?

Conversion Rate optimization বেশিরভাগ সময়েই প্রয়োজন হয়ে থাকে মার্কেটিং + Ecommerce এর জন্য।

এখন প্রতিটা ux/ui ডিজাইনারের ক্ষেত্রে নির্ভর করে আপনি কি নিয়ে কাজ করেন। আপনি যদি Ecomerce, Landing page, Funnel design এগুলো নিয়ে কাজ করেন তাহলে Conversion Rate নিয়ে পড়াশোনা করলে কিছু এক্সট্রা সুবিধা পাবেন। Optimize করতে পারবেন অনেক সহজেই।

আবার যত দিন যাচ্ছে Conversion Rate optimization এর চাহিদা ধিরে ধিরে বাড়ছে। বিশেষ করে ই-কমার্স ব্যবসা যত বেশি বাড়বে এই Conversion Rate optimization সার্ভিস এর প্রয়োজনীয়তাও বাড়বে।

Note: শুরুর দিকে ভেবেছিলাম, ওয়েবসাইটের ডিজাইন ভালো না, ডিজাইন করলেই হয়তো Conversion বৃদ্ধি পাবে, বিষয়টা এমন না। নির্ভর করে ওয়েবসাইটের + আপনার উদ্দেশ্য কি তার উপর।

‼️ Do not apply without reading the job description.Position Name: Junior Content Writer for Social Media.Location: Remo...
22/06/2024

‼️ Do not apply without reading the job description.

Position Name: Junior Content Writer for Social Media.

Location: Remote

Job Type: Part-Time (2-5 Hours/Day, 6 Days/Week)

Salary: 5-10k

About Us:
Getwpexpert is a web design agency dedicated to making websites easier to use and helping small businesses grow. We offer website redesigns and educational resources on various platforms to help you succeed online.

Position Overview:
We're seeking a talented Content Writer/Copywriter to craft engaging and compelling content for our social media platforms. Your words will captivate our audience, and drive organic growth. You'll use data insights to understand our target audience and tailor your content to resonate with them, ultimately increasing our brand's visibility and engagement.

Responsibilities:
- Social Media Engagement: Develop and execute a social media strategy to increase followers, engagement, and brand visibility.
- Audience Building: Utilize data insights to understand and target the ideal audience, driving organic growth.

Education and Experience:
- 6 months of experience in social media management, copywriting, or a similar role (Preferred).
- Familiarity with tools like Google Analytics, or similar SEO and analytics platforms.
- Basic Knowledge of Web design principles and Canva.
- Basic Knowledge of AI Tools, like ChatGPT, Gemini, or others

To apply, check the Post description and fill up the Google Doc form or email to this email: [email protected]

চলে এসেছে নতুন আপডেট Project Based Ui/Ux Design কোর্সে 🔥এবারে যে বিষয় গুলো যুক্ত করা হয়েছেঃ- Android and IOS এর ডিজাইন ক...
13/06/2024

চলে এসেছে নতুন আপডেট Project Based Ui/Ux Design কোর্সে 🔥

এবারে যে বিষয় গুলো যুক্ত করা হয়েছেঃ
- Android and IOS এর ডিজাইন করার জন্যও যা যা প্রয়োজন সব কিছু দেখিয়েছি এবং ShortCut
- কিভাবে AI Tools ব্যাবহার করে Research করবেন।
- পুরো একটা অ্যাপ এর Source code শেয়ার করা হয়েছে।
- ২ টা Real Life Assignment যেগুলো শেষ করতে পারলে অন্যদের থেকে ১ ধাপ এগিয়ে থাকবেন।
- কিভাবে খুব সহজে জব/ Internship পাবেন
- বিস্তারিত জানতে Mobile app UX UI Design এই সেকশনটি চেক করতে পারেন।
- সর্বমোট ২৮ ভিডিও নতুন করে যুক্ত করা হয়েছে।
- যারা একবারে শুরু করতে চান App Design তাদের জন্য বেস্ট এই আপডেট
পরবর্তী আপডেট আসবে AI for Designers নিয়ে

Bing AI এর চাইতেও ১০০ গুণ ভালো AI সার্চPerplexity AI কি?Perplexity AI হলো একটি এআই-চ্যাটবট বা কথোপকথনমূলক সার্চ ইঞ্জিন য...
15/05/2024

Bing AI এর চাইতেও ১০০ গুণ ভালো AI সার্চ

Perplexity AI কি?
Perplexity AI হলো একটি এআই-চ্যাটবট বা কথোপকথনমূলক সার্চ ইঞ্জিন যেখানে আপনি যেকোনো ধরনের প্রশ্ন করলে chatgpt বা bard উত্তর পাবেন। পাশাপাশি ও আপনাকে Source সহ উত্তর খুঁজে দিবে।

কেন?
Goole, Bing অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সবসময় যেকোনো ধরনের প্রশ্নের সঠিক উত্তর খুজে পেতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু এখানে তাতক্ষণিক রেফারেন্সের সাথে উত্তর পাওয়া যায়। পাশাপাশি টপিক অনুযায়ীও সার্চ করতে পারবেন।

Perplexity কিভাবে কাজ করে?
এটি একটি চ্যাটবটের মতো কাজ করে। আপনি যদি সেখানে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেন তবে এটি তাতক্ষণিক আপনাকে উত্তর দিবে। সবথেকে চমকপ্রদ ব্যাপার হলো এই যে এটি অতি সাম্প্রতিক আপডেটেড ডাটা নির্বিঘ্নে সংগ্রহ করে এবং প্রদান করতে সক্ষম। কারণ এটি প্রতিদিন সাম্প্রতিক তথ্য দিয়ে নিজেকে আপডেটেড রাখে, তাই আপনি এখানে যেকোনো ধরনের সাম্প্রতিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে পেতে পারেন। যেটা অন্য কোনো এআই বা সার্চ ইঞ্জিন পুরোপুরি ভাবে করতে সক্ষম নয়।

Perplexity ঠিক দুইভাবে তার কার্যক্রম পরিচালনা করে।
১। Quick Search: এটি মূলত অতি দ্রুত উত্তর দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে। যাতে করে ব্যবহারকারীরা খুব দ্রুত তার প্রশ্নের উত্তর পেতে পারেন।
২। Pro Search: এর মাধ্যমে এটি আপনার প্রশ্নের সুনির্দিষ্ট বিষয়গুলি অথবা প্রকত অর্থে আপনি কি চেয়েছেন তা বোঝার চেষ্টা করে এবং আপনার প্রয়োজন অনুসারে এটি আপনাকে উন্নতমানের সার্ভিস প্রদান করে। এমনকি, প্রো সার্চে এটি আপনার প্রয়োজনকে সূক্ষ্ম ভাবে বোঝার জন্য আপনাকে ফলো-আপ প্রশ্ন জিজ্ঞাসা করে।

আপনার প্রয়োজন এর উপর ভিত্তি করে আপনি যা জানতে চান তার উওর আছে এমন ওয়েবসাইট গুলির ডাটা খুজে বের করে, তারপরে আপনাকে একটি রেফেরেন্স সহ একটি সারসংক্ষেপ প্রদান করে।

Looking for a beginner-level video editor (Remote)বিস্তারিত কমেন্টে
02/05/2024

Looking for a beginner-level video editor (Remote)

বিস্তারিত কমেন্টে

আজকে ছবি তুলা শেষ, আশা করি, খুব তারাতারি সব কিছু শুরু করতে পারবো 😊
30/04/2024

আজকে ছবি তুলা শেষ, আশা করি, খুব তারাতারি সব কিছু শুরু করতে পারবো 😊

ফ্রি তে কোর্স, গাইডলাইন? Community support কিভাবে? একটা প্রবাদ আছে " দশের লাঠি একার বোঝা " আমরা যখন নতুন করে কোন কিছু শি...
22/04/2024

ফ্রি তে কোর্স, গাইডলাইন? Community support কিভাবে?

একটা প্রবাদ আছে " দশের লাঠি একার বোঝা " আমরা যখন নতুন করে কোন কিছু শিখতে যাই, একা হলে কিন্তু অনেক সময় লেগে যায়। কোন কিছু বুঝতে আবার ঠিক রাস্তায় যাচ্ছি নাকি ভুল হচ্ছে সেটা বুঝারও তেমন কোন উপায় থাকে না।

অন্য দিকে যদি কোন গ্রুপ এর মাধ্যমে জিনিস গুলো শিখি অথবা কোন গ্রুপ এর মধ্যে থাকি তাহলে ভুল হলে সেটার সাথে সাথেই ফলাফল দেখা যায় এবং সঠিক নির্দেশনা পাওয়া যায়।

আপনি যদি আপনার স্কিলকে ইম্প্রভ করতে চান কিংবা যেকোনো ধরনের নতুন বিষয় সম্পর্কে শিখতে চান তাহলে ফ্রিতে গাইডলাইন নেওয়ার জন্য আজকে আপনাদের সাথে কয়েকটি জনপ্রিয় প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেব। যেখান থেকে আপনারা খুব সহজেই যেকোনো বিষয় সম্পর্কে ফ্রিতে গাইডলাইন এবং শিখতে পারবেন। পাশাপাশি বর্তমান কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়েও ভালো ধারনা রাখতে পারবেন।

১. skool.com

দিন দিন skool ভালো পরিমাণ এ জনপ্রিয় হচ্ছে। এটাকে আপনি ফেসবুক গ্রুপ এর সাথে তুলনা করতে পারেন। একই জিনিস কিন্তু অনেক দারুণ দারুণ ফিচার্স যা skool কে অনেক বেশি এগিয়ে রেখেছে। যেমনঃ এখানে আপনি চাইলে নিজের progress track করতে পারবেন। classroom থেকে ভিডিও কোর্স করে শিখতে পারবেন। লাইভ ক্লাস হলেও তা দেখতে পারবেন আরও দুর্দান্ত অনেক কিছু। পোস্ট করতে পারবেন আবার সেই পোস্টে কমেন্টও করতে পারবেন। আরো আছে leader board যেখানে আপনি আপনার নিজের পজিশন দেখতে পারেন।
এই প্লাটফর্মটা যে একদম পুরোপুরি ফ্রি এমন না। অনেক comunity/group আছে যেগুলোতে আপনাকে প্রতিমাসে টাকা দিয়ে থাকতে হবে আবার অনেক গুলো আছে যেগুলো একদম ফ্রি।

২. Facebook Group

নতুন কিছু শিখা, যেকোনো ধরনের সমস্যায় পড়লে তার সমাধান খোজা, কানেকশন বাড়ানো সহ আরো অনেক কারনে আমরা ফেসবুক গ্রুপ এ সময় দিয়ে থাকি। আপনি চাইলে শেখার জন্যেও ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে, যে বিষয় এ আপনি শিখতে চান বা দক্ষ হতে চান। সেই বিষয়ে যে যে ভিডিওগুলো পাবেন সেগুলোর ডেস্ক্রিপশন গুলো চেক করবেন। দেখবেন যে তাদের কোনো ধরনের ফেসবুক গ্রুপ আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেখানে জয়েন দিবেন। আর যদি না থাকে তাহলে যে ভিডিওটি পাবেন সেটার চ্যানেলের নাম লিখে ফেসবুকে সার্চ করবেন। যদি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে পেয়ে যাবেন এবং জয়েন হয়ে নিবেন। কিন্তু ইউটিউব থেকে বের করতে পারলে আপনি ভিডিও দেখে তাদের কোয়ালিটি যাচাই করে দেখতে পারবেন।
আবার আপনার যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে তাহলে সেই সকল গ্রুপ থেকে আপনি সাপোর্ট ও নিতে পারেন।

৩. Discord

এটাও একরকম ফেসবুক গ্রুপ খুজে বের করার মতো। এখানেও আপনি শেখার জন্য অনেক গুলি ফ্রি এবং পেইড কমিউনিটি পাবেন যেখানে আপনি আপনার নিশ রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি আপনার সমস্যার জন্য সাপোর্ট নিতে পারবেন। কিন্তু ফেসবুক গ্রুপের মতো এটা সার্চ করে খুজে পাওয়া যায় না। এর জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে। তারপর আপনার নিশ নিয়ে সার্চ করে দেখতে হবে। সার্চ করার পর যে যে ভিডিও এবং চ্যানেল গুলো পাবেন সেগুলোর ডিস্ক্রিপশনে গিয়ে দেখতে হবে যে Discord এর কোনো ধরনের চ্যানেল আছে কিনা! যদি থেকে থাকে তাহলে সেখানে জয়েন করে নিবেন।

আর একটা বিষয় আমরাও কিন্তু এমন পেইড Support গ্রুপ অফার করছি আমাদের UX UI কোর্সে MSB Academy তে, পাশাপাশি থাকছে লাইফটাইম support বিস্তারিত কমেন্টে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Azizul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share