Md Azizul

Md Azizul পেজটি মুলতো নতুনদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য?

Students দের জন্য সব কিছুই ফ্রি 🔥1. Figma: বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখে না ডিজাইন করার জন্যও ফিগ্মা কতটা জনপ্রিয় ডিজাই...
15/12/2023

Students দের জন্য সব কিছুই ফ্রি 🔥

1. Figma: বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখে না ডিজাইন করার জন্যও ফিগ্মা কতটা জনপ্রিয় ডিজাইনারদের মধ্যে। Figma Education প্লান এর জন্যও গুগল গিয়ে Figma Education লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ওয়েবসাইট। তারপর apply করলেই আশা করি তারা আপনাকেও দিয়ে দিবে।

2. Notion: Productiviy, notes, portfolio site অনেক কিছুর জন্য অনেকেই Notion ব্যাবহার করে থাকে। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এটিও ফ্রি তে ব্যাবহার করতে পারবেন। যদিও কিছু criteria আছে গুগল করে বিস্তারিত দেখে নিতে পারেন "Notion Education plan" এটা লিখে সার্চ করলেই পাবেন।

3. Canva: ছোট অথবা অল্প সময়ে কিছু ডিজাইন করতে চান আপনার জন্যও Canva বেস্ট চয়েস। যদিও অনেকই এটা নিয়ে ভালো পরিমানে জানেন। খুশির খবর হচ্ছে Canva এর ও Education plan রয়েছে এবং আপনি আপনার University এর Email/Gmail ব্যাবহার করতে পারবেন। বিস্তারিত দেখে নিতে পারেন "Canva Education plan" এটা লিখে সার্চ করলেই পাবেন।

অনেক ক্ষেত্রে University এর Email প্রয়োজন হয়ে থাকে। আপনার যদি নিজের থাকে সেটি ব্যাবহার করতে পারেন অথবা অন্য কারো থেকেও নিতে পারেন।

আপনি চাইলে এই ভাবে যেকোনো Product ফ্রি তে ব্যাবহার করতে পারবেন যদি কোম্পানি থেকে Education plan অফার করে থাকে। এই ভাবে অন্য Product গুলো খুঁজে দেখতে পারেন।

Need Feedbackযাদের হাতে সময় আছে একটু লিংকটা চেক দিয়েন + শেষে Feedback দিয়েন। কোথায় কোথায় পরিবর্তন করা যায় + কিভাবে আরও ভ...
11/12/2023

Need Feedback

যাদের হাতে সময় আছে একটু লিংকটা চেক দিয়েন + শেষে Feedback দিয়েন। কোথায় কোথায় পরিবর্তন করা যায় + কিভাবে আরও ভালো করা যায়।

লিংকঃ https://t.maze.co/207836353

অগ্রিম ধন্যবাদ

03/12/2023

Motivation 😊

However, now I am not doing any development work.

কোনটা বেশি ভালো লাগে? Number 1 or number 2?
02/12/2023

কোনটা বেশি ভালো লাগে? Number 1 or number 2?

24/11/2023

Design & Human Psychology কে কি জানেন এই বিষয়ে?

আজকে আবারও একটি Order সম্পন্ন করলাম Upwork এ ধন্যবাদ টিম। আপনাদের ছাড়া এত দ্রুত শেষ করা অসম্ভব ছিল।
23/11/2023

আজকে আবারও একটি Order সম্পন্ন করলাম Upwork এ ধন্যবাদ টিম। আপনাদের ছাড়া এত দ্রুত শেষ করা অসম্ভব ছিল।

Finally, we have successfully completed another awesome project on Fiverr. Thanks, GetWPExpert Team!
23/11/2023

Finally, we have successfully completed another awesome project on Fiverr. Thanks, GetWPExpert Team!

23/11/2023

কেউ কি আছেন? যিনি UI Design Internship এর Oportunity খুজতেছেন? (Remote)

আপনি কি কাজ শিখেই সরাসরি মার্কেটপ্লেস এ কাজ করতে চান ?🔥 💰৪,০০০ হাজার টাকার Project based UX/UI Course কোর্স মাএ ২,৪০০ টা...
20/11/2023

আপনি কি কাজ শিখেই সরাসরি মার্কেটপ্লেস এ কাজ করতে চান ?🔥 💰

৪,০০০ হাজার টাকার Project based UX/UI Course কোর্স মাএ ২,৪০০ টাকায় 🔥

আপনারা যারা কাজ শিখেই সরাসরি মার্কেটপ্লেস এ কাজ করতে চান এবং দেখতে চান যে কিভাবে Fiverr এবং Upwork এ আমরা কাজ গুলো নেই এবং কিভাবে জমা দেই এবং কিভাবে কাজ পাই এই সব কিছু। তাদের জন্য পারফেক্ট একটা কোর্স।

গত কয়েক মাস ধরে Project Based Ui/Ux Design কোর্সে ভালোই আপডেট করে যাচ্ছি। এইতো কিছু দিন আগেও অনেক বিষয় যুক্ত করেছিঃ
আগের প্রোজেক্ট ১ এর ভিডিওগুলো সব ডিলিট করে নতুন ভিডিও যুক্ত করা হয়েছে। বর্তমান সময়ের সাথে যায় এমন কিছু।

1. Naming convention + layer গুছানোর দিকে ভালোই জোর দিয়েছি।
বর্তমান প্রোজেক্ট গুলো সব Autolayoput এবং Responsive।
2. Responsive কিভাবে তাড়াতাড়ি করা যায় তা দেখিয়েছি।
3. Interview এর অভিজ্ঞতা শেয়ার করেছি।
4. কিভাবে মার্কেটপ্লেস এর বাহিরে ইনকাম করা যায় সেটা নিয়েও আলোচনা করেছি।
5. Practice এর কাজ গুলো সেকশন wise দেওয়ার চেষ্টা করেছি। যাতে ভিডিও শেষ করে নিজে Practice করতে পারেন।
6. Fiverr এবং Upwork এর লাইভ প্রোজেক্ট কিভাবে করেছি তা শেয়ার করেছি।
7. Figma এর ব্যাপার এ A to Z দেখিয়েছি।
8. লাইভ প্রজেক্টের মাধ্যমে একটি কমপ্লিট ওয়েবসাইট রেস্পন্সিভ সহ ডিজাইন শিখব (Updated)
9. কয়েকটি Client এর রানিং কাজ এর অভিজ্ঞতা শেয়ার করেছি। (New Added)
10. Dribble shot কিভাবে ডিজাইন করা যায় তার আইডিয়া শেয়ার করেছি।
কিভাবে খুব তাড়াতাড়ি ডিজাইন শিখবেন My process নতুনদের জন্য। (New Added)

👉 Black Friday উপলক্ষ্যে 40% ডিসকাউন্ট পেতে ব্যবহার করুন "BLACK40" কুপন। বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক কোরতে পারেন।
কোর্সে একবার জয়েন করলেই পাবেন Lifetime Access + Instructor Support + Lifetime Free Updates!! So Join now or Never 😉

কেমন লাগে?
15/11/2023

কেমন লাগে?

বুজতে পারছেন?
14/11/2023

বুজতে পারছেন?

গত কিছু দিন ধরে একটা জিনিস খুব চোখে পড়ছে সেটা হচ্ছে ওয়েবসাইট এ অ্যানিমেশন।আবার অনেকে নিজের ওয়েবসাইটও অ্যানিমেশন আইকন ব্য...
30/10/2023

গত কিছু দিন ধরে একটা জিনিস খুব চোখে পড়ছে সেটা হচ্ছে ওয়েবসাইট এ অ্যানিমেশন।

আবার অনেকে নিজের ওয়েবসাইটও অ্যানিমেশন আইকন ব্যাবহার করছে। আজকের পোস্ট এ আপনাদের সাথে শেয়ার করবো ৫ টি ওয়েবসাইট যেখান থেকে এনিমেশন আইকন Collect করে আপনার প্রোজেক্ট এ ব্যাবহার করতে পারেন।

শুরুতেই আছে flaticon:
আপনি যদি google এ Flaticon animation icon লিখে যদি সার্চ করেন। শুরুতেই ওয়েবসাইটি পেয়ে যাবেন এবং এখান অনেক আইকন আছে যেগুলো আপনি আপনার প্রোজেক্ট এ ব্যাবহার করতে পারবেন। যদিও Customize করতে চাইলে subscription কিনে করতে হবে।

Lordicon
এখানে প্রায় ২৫০০+ animation icon ফ্রিতে পাবেন এবং 11,000+ Paid icon আছে সব গুলোর access নিতে হলে subscription কিনতে হবে।

Lottiefiles -
এই ওয়েবসাইটিও অনেক জনপ্রিয় ফ্রি অ্যানিমেশন এর জন্য। মজার ব্যাপার হচ্ছে ওয়েবসাইট অথবা অ্যাপ এ Direct এখান থেকে নিয়ে ব্যাবহার করতে পারবেন।

Creattie-
এখান থেকেও চাইলে Animation Illustrations এবং Animation Icon ফ্রি তে নিয়ে ব্যাবহার করতে পারেন পাশাপাশি অনেক collections আছে।

SVG Motion এবং Motion Figma plugin -
২ টা প্লাগিন Try করতে পারেন ফিগ্মা তে যদি নিজেই Custom animation বানাতে চান। এই প্লাগিন গুলো কিভাবে কাজ করে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন।

29/10/2023

বর্তমান সময়ে কাজে মনোযোগ বড্ড মুস্কিল। Distruction কমানোর জন্য কেউ কি কোন অ্যাপ ব্যাবহার করেন? PC তে

হ্যালো ডিজাইনারস, আমার Portfolio ওয়েবসাইট এর v1.0 কোনমতে শেষ করলা। দেখে একটু ফিডব্যাক দিয়েন। লিংক প্রথম কমেন্টে
28/10/2023

হ্যালো ডিজাইনারস,

আমার Portfolio ওয়েবসাইট এর v1.0 কোনমতে শেষ করলা। দেখে একটু ফিডব্যাক দিয়েন। লিংক প্রথম কমেন্টে

22/10/2023

একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করি।

কিছু দিন আগে একটা পরিচিত Clinet এর কাজ শেষ করলাম। কম বাজেট এ করলাম ভাবলাম যদি ভালো করে Develop করে তাহলে নিজের পোর্টফলিও তে দেখাবো। কিন্তু Develop করার পর দেখলাম ডিজাইন এর অবস্থা খারাপ। নিজের মতো করে তারা Customize করেছে।

যদিও আমাকে শুরুতে বলেছিল Shopify এর প্রোজেক্ট কিন্তু Develop করবে wordpress এ। ক্যান ভাই আগে বল্লে কি সমস্যা ছিল।

আগে থেকেই জানতাম ডেভেলপার কে সব গুছাই দিতে হয় Folder করে করে এবং ফাইল গুলো Compress করে দিলেও আরও ভালো। সব সময় নিজেই করি development এর সময় কিন্তু ভেবেছিলাম ওই ডেভেলপার ও করে নিবে।

এবার থেকে ভাবছি সব কিছু Organize করে দিবো। ভবিষ্যৎ এ আশা করি এগুলো নিয়েও ভিডিও আসবে আলাদা একটা একটা সেকশন দিবো কিভাবে গুছাইলে ভালো হয়।

যারা এখনো দেখেন নি লিংক কমেন্ট বক্স 😊
21/10/2023

যারা এখনো দেখেন নি লিংক কমেন্ট বক্স 😊

হ্যালো ফিগ্মা ডিজাইনার এবং ডেভেলপার, সবার ফিডব্যাক প্রয়োজন ছিলো। ভিডিও + প্রোজেক্ট ব্রিফ এ বলা আছে কিভাবে এটা কাজ করে। ক...
06/10/2023

হ্যালো ফিগ্মা ডিজাইনার এবং ডেভেলপার, সবার ফিডব্যাক প্রয়োজন ছিলো।
ভিডিও + প্রোজেক্ট ব্রিফ এ বলা আছে কিভাবে এটা কাজ করে।
কমেন্ট এ গুগল ডক এর লিংক দেওয়া আছে।
অগ্রিম ধন্যবাদ আপনার ফিডব্যাক এর জন্য।

01/10/2023

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your business.

- And your job does not know the circumstances of your life and your home.
- Your friends, loved ones and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always waiting for love and support from you, and he will not understand the amount of pressure you go through no matter how much you talk and explain to him

In conclusion, no one feels about you but yourself.. No one will understand what you're going through and don't appreciate.

Keep going .. Struggle .. Killer ..

GOD is best helper 🤲

১০% নাকি ভ্যাট নিবে?😒
30/09/2023

১০% নাকি ভ্যাট নিবে?😒

30/09/2023

এখন কি হবে😐

সত্যি বলতে অনেক মজা পেয়েছি এই কাজ টা শেষ করে। অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলো Research করার পিছনে এবং সময়ের দাম দিয়েছিলো। য...
29/09/2023

সত্যি বলতে অনেক মজা পেয়েছি এই কাজ টা শেষ করে। অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলো Research করার পিছনে এবং সময়ের দাম দিয়েছিলো। যার ফলে আমিও নিজের সর্বোচ্চ দিয়েছি এবং আমার লাইফ এর সেরা টা দেওয়ার চেষ্টা করেছি 😊

29/09/2023

Work smarter, Not harder 🥱

Hello Designers, 🙂 কোনটা বেশি ভালো মনে হচ্ছে? কিন্তু কেন
29/09/2023

Hello Designers, 🙂 কোনটা বেশি ভালো মনে হচ্ছে? কিন্তু কেন

সত্যিই অনেক ভালো লাগে 😇
29/09/2023

সত্যিই অনেক ভালো লাগে 😇

ডিজাইন করার সময় Group, Frame এবং Autolayout কখন কোনটা কখন ব্যবহার করবো?আমরা অনেক নতুন ডিজাইনার আছি ভাবি গ্রুপ, ফ্রেম এবং...
28/09/2023

ডিজাইন করার সময় Group, Frame এবং Autolayout কখন কোনটা কখন ব্যবহার করবো?

আমরা অনেক নতুন ডিজাইনার আছি ভাবি গ্রুপ, ফ্রেম এবং অটোলেআউট এগুলা সব মনে হয় একই কাজ করে অথবা সেম জিনিস। তাদের জন্য আজকের এই ছোট্ট পোস্ট এর মাধ্যমে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো, আমি যেভাবে বুজি সেভাবে। আশা করি কাজে আসবে।

➡️ Group :
শুরুতেই বুজার চেষ্টা করি গ্রুপ কি। ধরুন আপনার school অথবা কলেজ এর ৩-৪ জন বন্ধু একটা গ্রুপ। ক্লাস থেকে একটা Assignment দিয়েছে করার জন্য। অনেক সময় হয় না স্যারেরা গ্রুপ কাজ দেয় সেই একই জিনিস। সো এখানে কাজ শেষে যখন স্যার ধরে

"বাজান কি অবস্থা তোমাদের গ্রুপ এর খবর কি?"
তারপর যদি আপনারা কাজ দেখান "এই যে স্যার, আমাদের কাজ"

তাহলে আপনারা যা করেছেন মানে Output। এটাই হচ্ছে গ্রুপ এর কাজ।
ফিগ্মা তেও জিনিসটা মোটামুটি একই। অনেক গুলো elements একসাথে নিয়ে যা Output পাচ্ছি তাই কিন্তু গ্রুপ হচ্ছে।

➡️ Frame :
Frame বুজার আগে আলুর বস্তা, পিয়াজের বস্তা দেখেছেন নিশ্চয়ই? আশা করি বাজারে দেখেছেন অথবা গ্রামে থাকলে তো আপনি জিনিয়াস।
যাই হোক মজা বাদ দেই। Frame কে কল্পনা করুন বস্তা এর সাথে যেখানে আপনি ইচ্ছা মত অনেক কিছু রাখতে পারবেন। আলুর বস্তার ভিতরে যেমন আলু কে left অথবা Right এ নিয়ে রাখতে পারবেন সেম Frame ও এমন Elements কে আপনি যেকোনো জায়গায় রাখতে পারবেন।

আলুর বস্তা এর যেমন সাইজ আছে width এবং Height আছে তেমন frame ও width এবং Height এর উপর নির্ভর করে কাজ করে। আপনি চাইলে খুব সহজেই কোন elements কে Left right অথবা center এ নিয়ে যেতে পারবেন। কিন্তু elements বাহিরে রাখলে সেটা তেমন কোন Impact ফেলবে না। আবার Frame "Clip content" সাপোর্ট করে।

➡️ Auto Layout :
Autolayout বেশি কাজে আসে রেস্পন্সিভ করার সময়। পাশাপাশি একই জিনিস বার বার Alignment ঠিক রেখে কাজ করতে চাচ্ছেন তখনও এইটা মারাত্মক ভাবে সাহায্য করে। আবার CSS3 এর Position absolute, padding এই জিনিস গুলো এখান থেকেও দেওয়া যায়। Autolayout এর আরও অনেক অনেক সুবিধা আছে।

Autolayout এর মধ্যেও clip content সাপোর্ট করে।
যারা clip Content বুজতে পারছেন না একটু বলে রাখি। গ্রামে তো অনেকই টিন বাসা দেখছেন? ঘরের যে কোন এক দিকে তাকালে দেখবেন। পানি যাতে Wall এ না পরে এই জন্য টিন একটু বাড়তি অংশ রাখছে।

এখন কথা হচ্ছে যদি ক্লিপ content বন্ধ থাকে তাহলে পানি ফেলার জায়গা আছে, মানে ঘরের চালের যে টিন এটা বাড়ানো হয়েছে। যদি দেখেন যে ক্লিপ content বন্ধ আছে। তার মানে পানি ফেলার জন্য বাড়তি কোন জায়গা নেই। বৃষ্টি আসলে ঘরের অয়াল (wall) বেয়ে বেয়ে পড়বে।
আরও সোজা করে বল্লে ক্লিপ content চালু থাকলে width এর সাইজ বাহিরে কোন content শো করবে না। বন্ধ থাকলে Frame/Autolayout এ সেটা শো করবে।

অনেক ঘুড়াই পেঁচাই বুজাইলাম এবার একটু পার্থক্য তা বুজার চেষ্টা করিঃ

১- Frame আমরা ব্যাবহার করি অনেক গুলো জিনিস একযায় রাখার জন্য। আগের ডিজাইনারা অনেকই Group ব্যাবহার করতো। কিন্তু মনে করি Frame এ যাওয়া উচিদ। কিন্তু কিন্তু কিছু কিছু সময় গ্রুপ ভালো যদি ধরেন অনেক elements এক সাথে রাখতে হয় তখন।

২। Frame এবং Autolayout এর মধ্যে যদি আপনার ডিজাইন Framer এ convert করতে চান তাহলে Frame ভালো কারণ Autolayout দিয়ে সেকশন বানাইলে অনেক সময় ভেঙ্গে যায় *** যদি Position ব্যাবহার করি। মানে এমন না যে Autolayout ব্যাবহার করলেই ভেঙ্গে যাবে।

আমার সাথেও হয়েছিলো। আজকেই ভিডিও Upload করেছি কিভাবে সমাধান করতে হয় চাইলেই দেখে আসতে পারেন।

৩। Frame এবং Autolayout এর মধ্যে সেকশন এ কোনটা নিবো? যদি NO CODE TOOL এ ডিজাইন Convert করতে হয় তাহলে Frame ভালো হবে আর যদি Manually ডেভেলপার এর মাধ্যমে করতে হয় Autolayout অনেক ভালো হবে। কোড ভালো আসে + সবকিছু বুজা যায় তাড়াতাড়ি। Padding margin, position এগুলো আর কি।

এখানে বিষয়টা এমন না যে ফ্রেম মানে সব জায়গায় ফ্রেম ব্যাবহার করবেন। ফ্রেম এবং Autolayout ২ টাই ব্যাবহার করাই উত্তম। রেস্পন্সিভ করতে সুবিধা হবে।

৪।আর Frame এবং Group এ বড় সমস্যা হচ্ছে Responsive করা। Responsive করতে চাইলে Autolayout ভালো। আমি আমার বর্তমান নিজের ডিজাইন এ Frame + Autolaout ২ টাই ব্যাবহার করার চেষ্টা করি যাতে ডিজাইন ভেঙ্গে না যায়।

এই রকম উদাহরণ দিলে আরও দেওয়া যাবে। কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অনুপ্রাণিত করবেন আর ভুল হলে সংশোধন করে দিবেন।

©expertazi

আবার Refund এর Request ও করলো 😅
27/09/2023

আবার Refund এর Request ও করলো 😅

27/09/2023

নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন। এতোদিন যা করে এসেছেন, সেটাই যদি করে যান, তবে এতোদিন যেমন ছিলেন, তেমনই থাকবেন। পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই।

🙃
26/09/2023

🙃

Landing page / Redesign করার জন্য UX UI ডিজাইনার খুঁজছি।প্রোজেক্ট ধরনঃ প্রোজেক্ট বেসিসকি ধরনের প্রোজেক্ট এ কাজ করতে হবেঃ...
26/09/2023

Landing page / Redesign করার জন্য UX UI ডিজাইনার খুঁজছি।

প্রোজেক্ট ধরনঃ প্রোজেক্ট বেসিস
কি ধরনের প্রোজেক্ট এ কাজ করতে হবেঃ Landing page, Homepage, Redesign website নির্ভর করবে।

কেমন ডিজাইনার আশা করছিঃ যারা পূর্বেও Redesign প্রোজেক্ট করেছেন অথবা portfolio তে আছে এমন কাউকে খুঁজছি এবং CRO ভালো বুজেন।

বাজেটঃ ১০০০ - ৫০০০Tk প্রতি পেজ।

মেসেজ দিবেন নাঃ
- কাজ শিখিয়ে দিলে করতে পারবো।
- ফ্রি তে কাজ করে দিতে চাই।
- এই রকমের প্রোজেক্ট যদি না করে থাকেনঃ Landing page, Homepage, Redesign website

Software: Figma

inbox ২-৩ টা Redesign প্রোজেক্ট / Landing page এর লিংক দিলে সব চাইতে ভালো হবে। কারন পুরো Behanceprofile থেকে খুঁজে বের করার চাইতে আপনি দিলেই সব চাইতে ভালো হয়।

25/09/2023

সবার চাকরি হচ্ছে, ইউরোপের ভিসা হচ্ছে, বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, বাবু হচ্ছে আর আমার সাথে যা হচ্ছে সেটা ভালোর জন্যেই হচ্ছে! 😁

দারুণ ১০ টা ফিগমা শর্টকাট ডিজাইনাদের জন্য 💥তবে চলুন জানা যাক রেগুলার ব্যবহৃত কিছু শর্টকাট, যা আপনার ডিজাইন প্রোডাক্টভিটি...
24/09/2023

দারুণ ১০ টা ফিগমা শর্টকাট ডিজাইনাদের জন্য 💥

তবে চলুন জানা যাক রেগুলার ব্যবহৃত কিছু শর্টকাট, যা আপনার ডিজাইন প্রোডাক্টভিটি বাড়িয়ে দিবে 📈

➡️ Shift + A = Auto-layout:
Auto-layout আপনাকে রেস্পন্সিভ কন্টেনার নিতে সাহায্য করে। যাতে আপনি সহজে স্পেসিং,Padding, সাইজ নিতে করতে পারেন I

➡️ Cmd + D অথবা Arrow + D = Duplicate Elements:
এটা দিয়ে সেম এলিমেন্ট কপি পেস্ট করা যায় কিন্তু দূরত্বগুলিও ব্যালেন্স করে যেখানে আপনি আপনার নতুন উপাদানটি স্থাপন করেছেন

➡️ Cmd + Arrow অথবা Ctrl Arrow
যেকোনো Frame অথবা Elements উপরে থেকে নীচে বা বাম থেকে ডানে সরাতে ব্যাবহার করে থাকি।

➡️ R, L, Shift + L, O = Rectangle, Line, Arrow and Ellipse:
এই শর্টকাটটি ব্যবহার করে আপনি ভিন্ন ভিন্ন Design Shape সহজে ব্যবহার করতে পারবেন I যেটি আপনার অনেক সময়কে বাঁচিয়ে দিবে I

➡️ Shift + G = Show or Hide Layout Grid:
লেআউট গ্রিড এক ক্লিকে দেখাতে এবং লুকানোর করার জন্য

➡️ ⌥ Option ⌘ Command G অথবা Windows: Ctrl + Alt + G = Create Frame selection:
এটার মাধ্যমে খুব সহজেই Frame selection বানাতে পারবেন এবং এর ভিতরে content রাখতে পারবেন।

➡️ Command ⌘ - R অথবা Windows: Ctrl + R. = Rename:
লেয়ার এর নাম পরিবর্তন এর জন্য।

➡️ Command + Shift + L অথবা Ctrl + Shift + L = Lock or unlock:
লেয়ার লক এবং আনলক করার জন্য

➡️ Command + / (Mac) or Control + / (Windows) = Access to Figma plugins:
আপনার সেভ অথবা Recent ব্যবহার করা সব প্লাগিন এখান থেকে সার্চ করে দ্রুত ব্যাবহার করতে পারবেন। আর উপরে টপ থেকে Plugin এ ক্লিক করলেও Plguin access ওরতে পারবেন

➡️ Shift + Command + E অথবা Windows: Shift + Ctrl + E = Export the Design:
কোন কিছু Export করার সময় এই Keybord shortcut টি ব্যাবহার করতে পারেন।

Payoneer দেখলাম Virtual Card ও দিচ্ছে। কেউ কি বর্তমান এ এটি ব্যাবহার করছেন? কোন অসুবিধা অথবা সুবিধা থাকলে কমেন্ট এ জানাত...
23/09/2023

Payoneer দেখলাম Virtual Card ও দিচ্ছে। কেউ কি বর্তমান এ এটি ব্যাবহার করছেন? কোন অসুবিধা অথবা সুবিধা থাকলে কমেন্ট এ জানাতে পারেন।

একটা আইডিয়া এর উপর কেস study বানাতে চাচ্ছি। ২-৩ জন টিম মেট খুজতেছি যাদের সাথে একসাথে Case study টা শেষ করতে পারি। হাল্কা...
22/09/2023

একটা আইডিয়া এর উপর কেস study বানাতে চাচ্ছি। ২-৩ জন টিম মেট খুজতেছি যাদের সাথে একসাথে Case study টা শেষ করতে পারি।

হাল্কা একটু যদি আইডিয়া দেই প্রোজেক্ট এর ব্যাপার এ। এটা একটা combination হবে Framer, Midjoury এবং Chatgpt এর। যেটা কিনা Figma ডিজাইন এর আইডিয়া দিতে সাহায্য করবে। Designer এর সময় বাঁচিয়ে দিবে।

যদিও এমন প্লাগিন আছে মার্কেট এ কিন্তু আমার আইডিয়া টা একটু ভিন্ন + planing করার যে ব্যাপার সেটা আলাদা হবে। AI tool কে Train করার ব্যাপার টা আলাদা হবে।

বিস্তারিত হাল্কা পাতলা কমেন্ট এ দিয়ে রাখছি। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে message দিতে পারেন।

Note: আমি আসলে এমন কাউকে খুজতেছি
--- যার ইচ্ছা আছে এবং Idea টা ভালো লাগছে।
--- হাতে অনেক সময় আছে
--- শিখার ইচ্ছা আছে

প্রোজেক্ট করতেছে অথবা জব এমন কাউকে খুজতেছে না।

পেমেন্টঃ এটা কোন Clinet এর প্রোজেক্ট না নিজের Portfolio এর জন্য। সো যারা যারা কাজ করবেন সবাই কে credit দিবো Behance + কেস study তেও থাকবে ছবি + নাম। পাশাপাশি নিজের জন্য Portfolio হিসেবে যুক্ত করতে পারবেন।

আমরা Already ২ জন আছি আর ২-৩ জন হলে ভালো হয়। ইনবক্স করলে অবশ্যই portfolio লিংক দিয়ে দিবেন।এতে করে আমার বাছাই করতে সুবিধা হবে।

20/09/2023

পড়াশোনার প্রেশারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হেলান দিয়ে ফোন টিপতেছি 🙂

খুশির খবর হচ্ছে কোর্সটি Udemy + Skillshare ২ প্লাটফর্ম এ Available রয়েছে। প্রোফাইল লিংক কমেন্ট বক্স এ
19/09/2023

খুশির খবর হচ্ছে কোর্সটি Udemy + Skillshare ২ প্লাটফর্ম এ Available রয়েছে। প্রোফাইল লিংক কমেন্ট বক্স এ

19/09/2023

Framer component? এ কিছু আছে? অথবা এমন কোন Option এর এর জন্য Request করলে কেমন হয়?

17/09/2023
এভাবেই আকটকে যায় 🥱 ভাগ্যিস ব্যাংক অ্যাকাউন্ট আগেই Add করে রেখেছিলাম 🥲
15/09/2023

এভাবেই আকটকে যায় 🥱 ভাগ্যিস ব্যাংক অ্যাকাউন্ট আগেই Add করে রেখেছিলাম 🥲

15/09/2023

আমরা জীবনের বেশিরভাগ সময় ভুল কাজে নষ্ট করি এবং সেই ভুল নিয়ে বেশি বেশি চিন্তা করে ডিপ্রেশনে পড়ে যাই। জীবনে সমস্যা আসবে,অনেক আসবে।সেইগুলাকে অন্যভাবে সমাধান এর অনেক অনেক অপশন আছে আমাদের,সেইগুলায় আগ্রহি হই না আমরা বরং এড়িয়ে চলার চেস্টা করি। কোথাও বিতারিত হলেও যে অন্য কোথাও ভালো অপশন আছে,সেইটা আমরা বের করতে রাজি না। কোন বইয়ের কাভার দেখে যেমন বই জার্জ করা যায় না,তেমনি বলতে হয় কোন বইয়ের নাম দেখেই বইয়ের বিষয়ে ভেবে নেয়া ঠিক না। সবাইকে মধ্য আঙুল দেখানোই মূল কথা না,কখন কোথায় কাকে দেখাতে হবে,কোন পরিস্থিতিতে এইটা বুঝতে হবে,নিজের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে করতে হবে,এইটা ই মূল কথা,নিজেকে সময় দেয়া,আর প্রোডাক্টিভ ভাবে নিজেকে সময় দেয়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে।

10/09/2023

নতুন কিছু শিখা শুরু করলেই অনেক ভালো লাগে কিন্তু পকেট এর দিকে তাকালেই🥲 ইসস নতুন কিছু শিখার জন্য যদি কেউ টাকা দিতো🙂

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Azizul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share