Bagmaranews

Bagmaranews bagmaranews24

18/01/2023

বাগমারায় মানবিক সহায়তা প্রদান করলেন এসএসসি ৯২ ব্যাচ

18/01/2023

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে আজ থেকে রাজশাহীতে শুরু হলো শেখ কামাল দ্বিতীয় বাংলা....

18/01/2023

বাগমারা প্রতিনিধিআগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাংলাদেশ যুব মহিলা লীগ ব...

18/01/2023

বাগমারা প্রতিনিধিরাজশাহীর বাগমারায় বারোমাসি সজিনা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন সৌখিন চাষি আমিনুল ইসলাম। উপজেল....

18/01/2023

বাগমারায় বারোমাসি সজিনা চাষ করে
সফলতার স্বপ্ন দেখছেন আমিনুল হক

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় বারোমাসি সজিনা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন সৌখিন চাষি আমিনুল ইসলাম। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের নিজ গ্রাম রামরামায় দেড় একর জমিতে তিনি বিদেশী ওডিসি-৩ জাতের সজিনা চাষ করেছেন। গাছে গাছে ফুল আর সজিনা শোভা পাচ্ছে তার স্বপ্নের গড়া ক্ষেতে। অধিক পুষ্টি গুনে ভরপুর অতি পরিচিত সুস্বাদু সবজি সজিনা চাষ করে আর্থিক ভাবে সফলতার মুখ দেখছেন আমিনুল হক।
সজিনা চাষী আমিনুল হক জানান, কম খরচ ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়া যায় এমন সবজি খুঁজতে যেয়ে তিনি সজিনা চাষে উদ্বুদ্ধ হন। প্রথমে স্থানীয় জাতের ভাল চারা সংগ্রহ করেন। পরে জানতে পারেন বীজ থেকে সজিনার চারা পাওয়া যাবে। গুগলে সার্চ করে তিনি সজিনা চাষ সম্পর্কে খোঁজ নেন। ইউটিউব দেখে চাষের পদ্ধতি জেনে নেন। ভারতের তামিলনাড়ু এলাকায় অধিক সজিনার চাষাবাদ করা হয় বলে তিনি জানতে পারেন। পরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে ভারতের ওডিসি-৩ জাতের বীজ সংগ্রহ করেন। এরপর পদ্ধতি অনুযায়ী চারা বড় করে তিনি প্রায় তেরশ চারা রোপন করেন। এছাড়াও কাটিং করে আরো একশ চারা রোপন করেন। তার রোপন করা ছয় মাস বয়সী গাছে গাছে ফুলে ফুলে ভরে গেছে। অনেক গাছেই ইতিমধ্যে সজিনা বড় বড় হয়ে গেছে। গাছ থেকে সজিনা উত্তোলণ আরম্ভ করেছেন। ক্ষেতের সার্বিক পরিচর্যা বিষয়ে উপজেলা কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন। বাগমারায় বানিজ্যিক ভাবে এধরনের চাষাবাদ কৃষকদের মাঝে উৎসাহ যোগাবে বলে অনেকেই মনে করছেন। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পুষ্টি ও ওষুধি গুনাগুণের বিবেচনায় আদর্শ সবজি হলো সজিনা। বারোমাসি সজিনা গাছ সারা বছরই ফল দেয়।
উপজেলা কৃষি অফিস জানায়, বারোমাসি সজিনা চারা লাগোনোর ছয় মাস পর থেকেই ফল ধরবে এবং সারা বছর পাওয়া যাবে। পুষ্টি বিজ্ঞানীরা সজিনা গাছ কে অলৌকিক গাছ বলে অভিহিত করেছেন। সজিনার পাতা পুষ্টি গুণের আঁধার। শুকনো সজিনার পাতায় উচ্চ মাত্রায় পুষ্টি থাকে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক বলেন, বারোমাসি সজিনার আধুনিক চাষ পদ্ধতি ও প্রযুক্তি সম্মন্ধে সজিনা চাষী আমিনুল হক কে সার্বিক পরামর্শ প্রদান করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহন করে তিনি অধিক লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন কৃষিবিদ রাজ্জাক। এছাড়াও বানিজ্যিক ভাবে উপজেলার কৃষকরা এখান থেকে উদ্বুদ্ধ হবেন বলেও তিনি মনে করেন।

18/01/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bagmaranews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagmaranews:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share