দেশের গর্ব নেতাজি

  • Home
  • দেশের গর্ব নেতাজি

দেশের গর্ব নেতাজি শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা আসে।

পরাধীন ভারতকে বৃটিশের কবল থেকে মুক্তি দিতে আজ থেকে ঠিক ১২৭ বছর আগে আজকের দিনে জন্মেছিলেন দেশের প্রকৃত মহাত্মা নেতাজী সুভ...
23/01/2024

পরাধীন ভারতকে বৃটিশের কবল থেকে মুক্তি দিতে আজ থেকে ঠিক ১২৭ বছর আগে আজকের দিনে জন্মেছিলেন দেশের প্রকৃত মহাত্মা নেতাজী সুভাষচন্দ্র বসু। আজ ১২৮তম আবির্ভাব দিবসে তাঁর শ্রীচরণকমলে শত সহস্র কোটি প্রণাম॥❤️❤️

11/12/2023
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গর্ব নেতাজি সংগঠনের পক্ষ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আয়োজন করা হয়েছিল দুটি অনুষ্ঠান।...
16/08/2023

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গর্ব নেতাজি সংগঠনের পক্ষ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আয়োজন করা হয়েছিল দুটি অনুষ্ঠান।
অনুষ্ঠান ১:- বসে আঁকো প্রতিযোগিতা
অনুষ্ঠান ২:- সাংস্কৃতিক অনুষ্ঠান

৭৬তম বর্ষপূর্তি এবং ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন🇮🇳@15/08/2023
16/08/2023

৭৬তম বর্ষপূর্তি এবং ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন🇮🇳
@15/08/2023

13/08/2023
22/01/2023

💕💛..Happy netaji jayanti..💛💕

বাংলার এক দামাল, বীর অমর সন্তান , প্রকৃত নেতা ,দলনায়ক,অসম সাহসী বীরপুরুষ ।🌸💥💐

🤝..23 January.🤝

নেতাজি জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ।🙏🙏

28/08/2022

আজ ২৯শে আগস্ট, #বিদ্রোহী_কবি_কাজী_নজরুল_ইসলামের ৪৬তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি...........
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়ায় যে কবির আবির্ভাব ঘটেছিল ‘জ্যৈষ্ঠের ঝড়’ হয়ে, সে ঝড় চিরতরে থেমে গিয়েছিল ঢাকার পিজি হাসপাতালের কেবিনে, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট)।

প্রতি বছর পনেরোই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে , এ রাস্তায় ও রাস্তায় , এ মোড়ে ও মোড়ে , ডাস্টবি...
25/08/2022

প্রতি বছর পনেরোই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে , এ রাস্তায় ও রাস্তায় , এ মোড়ে ও মোড়ে , ডাস্টবিনের পাশে ,নর্দমার ধারে। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের এ কানা থেকে সে কানা, কাঁধে বস্তা নিয়ে ।

সকালবেলা কৌতুহল বশে জিজ্ঞাসা করেছিলাম,
"তোমার নাম কী?"
বলেছিল , "ক্ষুদিরাম" ।

দুপুরে দেখলাম পোষ্ট অফিসের সামনে , ডাস্টবিনে হাত ঢুকিয়ে কী সব খুঁজছে , বললাম ,
"কী খুঁজছ ক্ষুদিরাম?"
উত্তর দিল, "আমি ক্ষুদিরাম নই , প্রফুল্ল চাকী।"
অবাক হলাম ।

বিকালে আবার দেখা , বললাম,
"প্রফুল্ল চাকী চা খাবে?"
ও বলল , "আমার নাম কানাইলাল" ।
এবার বিস্ময়।

সন্ধের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম ,
"কী হয়েছে?"
ভীড়ের থেকে একজন বলল, "একটা চোর ধরা পড়েছে।"

ভীড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম , ল্যাম্প পোষ্টে বাঁধা সকালের ক্ষুদিরাম দুপুরের প্রফুল্ল চাকী বিকালের কানাইলাল।
পাশে মাল বোঝাই বস্তা, যা ছিল সকালে খালি।

একজন বলল ,ঐ বস্তায় আছে চুরি করা জিনিস ।
খটকা লাগল ,জিজ্ঞাসা করলাম ,
"চুরি করেছ?"
ও নির্বিকার, কোনো উত্তর দিল না।
আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম , বেরোল ছেঁড়া , ফাটা ,দুমড়ানো ,মোচড়ানো, প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা । রাস্তা , ডাস্টবিন , নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায় ।

মুহূর্তে ভীড় হল অদৃশ্য, .চোখ ভরা জল নিয়ে বাঁধন খুলে দিলাম পাগলের। আমার মুখের দিকে তাকাল একবার, তারপর মৃদুস্বরে বলল,
"যেন কেউ পা দিয়ে মাড়িয়ে না যায় তাই ...."
তারপর আবার পতাকা গুলো বস্তায় ভরে নিয়ে চলে গেল দূর থেকে দূরে ।
আমি দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো অপার বিস্ময় আর যন্ত্রণা বুকে নিয়ে ।

সংগৃহীত

১১ই সেপ্টেম্বর, সন ১৯৪২ ইণ্ডো-জার্মান সোসাইটি তে বক্তব্য রাখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
07/08/2022

১১ই সেপ্টেম্বর, সন ১৯৪২
ইণ্ডো-জার্মান সোসাইটি তে বক্তব্য রাখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

 িন্দ  ুভাষ
05/08/2022

িন্দ
ুভাষ

সন ১৯৩৮ শে হরিপুরায় কংগ্রেসের অধিবেশনে  #নেতাজি_সুভাষচন্দ্র_বসু সভাপতি হওয়ার পরের ছবি।
04/08/2022

সন ১৯৩৮ শে হরিপুরায় কংগ্রেসের অধিবেশনে #নেতাজি_সুভাষচন্দ্র_বসু সভাপতি হওয়ার পরের ছবি।

সেপ্টেম্বর, ১৯৪৩ সাল থাইল্যান্ডের ব্যাঙ্কাকে  #নেতাজি_সুভাষচন্দ্র_বসু ।
03/08/2022

সেপ্টেম্বর, ১৯৪৩ সাল
থাইল্যান্ডের ব্যাঙ্কাকে #নেতাজি_সুভাষচন্দ্র_বসু ।

১৯ জুন, ১৯৪৩ সাল, টোকিও তে নেতাজি সুভাষচন্দ্র বসু ।
03/08/2022

১৯ জুন, ১৯৪৩ সাল,
টোকিও তে নেতাজি সুভাষচন্দ্র বসু ।

 #নেতাজি_সুভাষচন্দ্র_বসু নভেম্বর, সন ১৯৪৩ শে টোকিও তে খবরের কাগজ পড়ছেন।
03/08/2022

#নেতাজি_সুভাষচন্দ্র_বসু
নভেম্বর, সন ১৯৪৩ শে টোকিও তে খবরের কাগজ পড়ছেন।

নভেম্বর, সন ১৯৪৩ শে জাপানের সম্রাটের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নেতাজি সুভাষচন্দ্র বসু।
02/08/2022

নভেম্বর, সন ১৯৪৩ শে জাপানের সম্রাটের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নেতাজি সুভাষচন্দ্র বসু।

সন ১৯৪৪ শে রেঙ্গুনে প্রেস কে সম্বোধন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ।
02/08/2022

সন ১৯৪৪ শে রেঙ্গুনে প্রেস কে সম্বোধন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ।

সন ১৯৪২ শে ইউরোপে নেতাজি সুভাষচন্দ্র বসু ।
02/08/2022

সন ১৯৪২ শে ইউরোপে নেতাজি সুভাষচন্দ্র বসু ।

 #জাপানের বিদেশ মন্ত্রী সিগেমিৎসুর সাথে বৈঠক করছেন সন ১৯৪৩ শে নেতাজি সুভাষচন্দ্র বসু ।
01/08/2022

#জাপানের বিদেশ মন্ত্রী সিগেমিৎসুর সাথে বৈঠক করছেন সন ১৯৪৩ শে নেতাজি সুভাষচন্দ্র বসু ।

01/08/2022

আসানসোলের বি বি কলেজের ইতিহাস বিভাগের পরিচালনায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নিয়ে নানান তথ্য তুলে ধরা হয় কলেজের বার্ষিক প্রোগ্রামে স্টলের মধ্যে দিয়ে।।

সেই স্টলের একটা ছোট্ট ভিডিও-- ভিডিও টি করেছেন শ্রীতমা 💝

 #কলকাতায় এলগিন রোডে অবস্থিত ৩৮/২ ভবনে আয়োজিত কংগ্রেসের বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা অবুল কলাম আজাদ ও জে. বি. ...
01/08/2022

#কলকাতায় এলগিন রোডে অবস্থিত ৩৮/২ ভবনে আয়োজিত কংগ্রেসের বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা অবুল কলাম আজাদ ও জে. বি. কৃপলানী।

১৯৪৩ সালে সিঙ্গাপুরে  #আজাদ_হিন্দ_ফৌজ।
31/07/2022

১৯৪৩ সালে সিঙ্গাপুরে #আজাদ_হিন্দ_ফৌজ।

 #নেতাজি সুভাষচন্দ্র বসু  ডিসেম্বর, ১৯৩৭ শে বাদগাস্টেইনে.......
31/07/2022

#নেতাজি সুভাষচন্দ্র বসু ডিসেম্বর, ১৯৩৭ শে বাদগাস্টেইনে.......

সন ১৯৩৮ শে ময়মনসিংহ, উদয়ন প্রেসের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু.....
31/07/2022

সন ১৯৩৮ শে ময়মনসিংহ, উদয়ন প্রেসের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু.....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশের গর্ব নেতাজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশের গর্ব নেতাজি:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share