BD Online Corner

  • Home
  • BD Online Corner

BD Online Corner আপডেট নিউজ ও গ্রাফিক্স কালেকশন পেতে আমাদের সাথেই থাকুন।

ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি থেকে যেতে পারব? আমি কি কাজ করতে পারব? ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি স্থায়ী ভাবে লিগ্যাল ...
28/12/2023

ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি থেকে যেতে পারব? আমি কি কাজ করতে পারব? ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি স্থায়ী ভাবে লিগ্যাল হতে পারব?

ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি আমার পরিবারকে কানাডায় নিয়ে আসতে পারব? কতদিন লাগবে এসব করতে?

যারা ভিজিট ভিসায় কানাডা এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই লেখাটি অবশ্য গুরূত্বপূর্ণ। ভিজিট ভিসায় কানাডা আসার পরে এ টু জেড বিস্তারিত আলোচনা থাকছে এই লেখায়।

যারা মেসেঞ্জারে এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য এই লেখাটি গুরুত্বপূর্ণ। এই লেখাটি পড়লে ভিজিট ভিসায় কানাডায় আসার পরবর্তী ধাপগুলো সম্পর্কে একটি ভাল ধারনা পাবেন।

লেখাটি শুরুর আগে একটি কথা বলে রাখি যা তৃণমূল ভাবে ভিজিটর ভিসাধারীদের বেলায় প্রতিটি দেশেই প্রযোজ্য। ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের প্রতিটি দেশেই ভিজিট ভিসায় এসে বিভিন্ন দেশের মানুষের এসাইলাম ক্লেইমের সুযোগ আছে।

কিন্তু এই দেশগুলোয় এসে এসাইলাম ক্লেইম করে কোন দেশের মানুষই ঢালাওভাবে ১০০% সেটল্ড হওয়ার সুযোগ পান না। বেশীর ভাগ মানুষকেই বেড়াতে আসার কথা বলে এসব দেশে এসে এসাইলাম ক্লেইমের কারণে বছরের পর বছর ইলিগ্যালই থাকতে হয়। তবে এসাইলাম ক্লেইম করে আইনি প্রক্রিয়ায় অনেকে এসব দেশে পি.আর কার্ডও পান।

ভিজিট ভিসায় কোন দেশে এসে সেটল্ড হওয়া একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য কাউকে কাউকে দশ, পনেরো, বিশ বছর আইসোলেটেড হয়ে একটি দেশে পড়ে থাকতে হয়।

এবার আসি ভিজিট ভিসায় কানাডায় আসার পরে কি কি হবে? প্রথমত ভিজিট ভিসায় এসে টুরিস্ট হিসাবে আপনি কানাডায় প্রবেশ করলেন। এই স্ট্যাটাসে কানাডা এসে আপনার কানাডায় থাকার অথবা কাজ করার কোন অনুমতি নেই।

ভিজিট ভিসায় কানাডায় এসে মেয়াদ শেষ হবার আগে আপনি নিজ দেশে প্রত্যাবর্তণ করবেন এটিই নিয়ম। এখন আপনি যদি কানাডায় স্থায়ী ভাবে থেকে যেতে চান তাহলে আপনাকে দুটি বিষয় মাথায় নিয়ে সামনে এগোতে হবে:
১/ ভিজিট ভিসাকে ওয়ার্কপারমিটে ডাইভার্ট করতে হবে। অর্থাৎ ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে ডাইভার্ট করতে পারলে আপনি কানাডায় কাজ করার এবং থাকার অনুমোদন দুটিই পাবেন।

এরপর একটি নির্দিষ্ট সময় পরে অর্থাৎ তিন-চার বছর পরে আপনি এই ওয়ার্ক পারমিটের স্ট্যাটাস দিয়ে কানাডায় স্থায়ী ভাবে বসবাসের পি.আর কার্ডও পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় আপনি আপনার পরিবারকেও চার-পাঁচ বছরের মধ্যে কানাডায় নিয়ে আসতে পারবেন। ব্যস, কিচ্ছা এবং কাহিনী দুটোই শেষ।

তবে ভিজিট ভিসা থেকে ওয়ার্কপারমিটে যেতে হলে কোন কোম্পানি অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার নামে ওয়ার্কপারমিট ইস্যু করতে হবে। এজন্য কোম্পানিগুলোর কর্মী নিয়োগ সংক্রান্ত আইনি কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে কোম্পানি অথবা ব্যবসায়ীর ব্যবসার রেকর্ড খুব ভাল শুধুমাত্র তারাই এই কাজটি করে থাকে। তবে বাংলাদেশী সাধারণ মানুষদের জন্য কানাডায় ওয়ার্কপারমিট পাওয়া খুব কঠিন একটি প্রক্রিয়া বলেই মনে হয়।

ভিজিট ভিসায় কানাডায় এসে জেনারেল মানুষদের জন্য ওয়ার্কপারমিট পাওয়া সত্যি খুব কঠিন। তবে আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস ভাল কোন কাজ জেনে থাকেন অথবা ভাল কোন চাকুরি করে থাকেন তাহলে সেটি হলো ভিন্ন কথা। এজন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞতা এবং সার্টিফিকেট দুটিরই দরকার হবে।

২/ ভিজিট ভিসায় কানাডায় এসে থেকে যাওয়া এবং কাজ করে জীবিকা নির্বাহের সাধারণ উপায় হলো এসাইলাম ক্লেইম করা। আপনি কানাডায় এসে একজন ভালো আইনজীবী ধরে দেশে ফিরলে আপনার জীবননাশের হুমকি আছে এমন তথ্যের ভিত্তিতে আপনি কানাডিয়ান ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ বোর্ডে একটি এসাইলাম ক্লেইম করতে পারেন। এরপর এই এসাইলামটি কোর্ট প্রক্রিয়ায় ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ডের একজন জাজের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সমাধানের জন্য নথিভুক্ত করা হবে।

এসাইলাম ক্লেইমের একমাস পরে আপনি ওয়ার্কপারমিটের জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনি চাইলে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবেন।

তবে একটি কথা উল্লেখ্য যে কানাডায় এসাইলাম ক্লেইমের পর কানাডিয়ান সরকার প্রত্যেক রিফিউজিকে কানাডায় বসবাসের জন্য কিছু ওয়েলফেয়ার গ্রান্ট করে থাকে। সরকার আপনাকে প্রতিমাসে থাকা খাওয়া বাবদ সাত-আটশো ডলারের মত ওয়েলফেয়ার দিয়ে থাকে। এই টাকা দিয়ে আপনি যাতে কানাডায় এভারেজ জীবন যাপন করতে পারেন সেটিই হলো এর লক্ষ্য।

এখন প্রশ্ন হলো এসাইলাম ক্লেইমের পর আমি কাজের পারমিশন পেয়ে গেলাম তাহলে কি আমি কানাডায় স্থায়ী ভাবে থাকার অনুমোদন পেয়ে গেলাম?

এর উত্তর হলো, না। আপনি এসাইলাম ক্লেইমের পর এটি ফাইল আকারে রিফিউজি বোর্ডের কাছে আপনার কানাডায় থাকার জন্য শুধুমাত্র একটি দরখাস্ত দাখিল হয়েছে মাত্র। এরপর রিফিউজি বোর্ড আপনার বিষয়টি একজন ইমিগ্রেশন অফিসারের হস্তগত করবে। এই ইমিগ্রেশন অফিসার এক থেকে তিন-চার বছরের মধ্যে আপনার এই এসাইলামটি সঠিক কি না সেটি যাচাইবাচাইয়ের জন্য একজন জাজকে দিয়ে এসাইলামটির কোর্ট হিয়ারিং করবে। আপনি আপনার আইনজীবী নিয়ে কোর্ট হিয়ারিং এ উপস্থিত হবেন।

এরপর কি হবে? কোর্ট হিয়ারিং-এ জাজ যদি মনে করেন আপনি দেশে ফিরলে আপনার জীবননাশের সম্ভাবনা আছে তাহলে আপনার এসাইলামটি গ্রান্ট হয়ে গেল। অর্থাৎ আপনি কানাডায় স্থায়ী ভাবে থাকার অনুমোদন পেয়ে গেলেন। এরপর আপনি পি.আর কার্ডের জন্য এপ্লাই করবেন। দুচার বছরের মধ্যে আপনার পি.আর কার্ড এসে যাবে।

এরপর আপনি বিবাহিত হলে স্ত্রী এবং বাচ্চাদের কানাডায় আনার জন্য প্রসেসিং শুরু করবেন। ভাগ্য ভাল হলে দেড় থেকে দুবছরের মধ্যে আপনার স্ত্রী এবং ২২ বছরের কমবয়সী সব বাচ্চারাও কানাডায় চলে আসবে। এর মধ্য দিয়ে আপনার সবকিছু ঠিক হয়ে গেল। এটি হলো শতকরা ৩০-৪০% এসাইলাম ক্লেইমের ঘটনা।

কানাডায় এসাইলাম ক্লেইমের একটি গড় ধারনা দেই। এখানে শতকরা ত্রিশ-চল্লিশ পার্সেন্ট মানুষ রিফিউজি বোর্ডের প্রথম হিয়ারিং এ সরাসরি এসাইলাম কেইসটি জিতে যান। এরপর এরা বছর-দুবছরের মধ্যে পি.আর কার্ড পেয়ে পুরোপুরি লিগ্যাল হয়ে যান। পাঁচ থেকে সাত বছরের মধ্য এদের বউ-বাচ্চারাও দেশ থেকে কানাডায় এসে যাওয়ার সম্ভাবনা থাকে।

বাকি রইল ষাট-সত্তর পার্সেন্ট? এই ষাট-সত্তর পার্সেন্টের সবাইকে একটির পর আরেকটি অর্থাৎ কয়েকটি ধাপে তিনটির মত আপিল করে যেতে হয় এসাইলাম এন্ড রিফিউজি বোর্ডে। এই প্রক্রিয়াগুলো শেষ হতে আরও তিন-চার বছর লেগে যায়। এর মধ্যে ভাগ্য ভাল হলে আপিল বোর্ডে কারো কারো এসাইলামটি এক্সেপ্ট হয়ে যায়।

যদি আপিল বোর্ডে রেজাল্ট ভাল না হয় তাহলে পরবর্তীতে সবাইকে হিউম্যান রাইটসে গিয়ে কানাডায় স্থায়ী ভাবে থাকার জন্য আবেদন করতে হয়। এজন্য আইনজীবীদের পিছনে বছরের পর বছর সময় এবং অঢেল টাকা-পয়সা ব্যয় করতে হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডকুমেন্টও সংগ্রহ করতে হয় এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য।

এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে গিয়ে কারো কারো আরো পাঁচ-সাত বছর এমনকি আট-দশ বছর সময় লেগে যায়। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার সময়ে আরো বিশ-ত্রিশ পার্সেন্ট মানুষ কানাডায় স্থায়ী ভাবে বসবাসের অনুমোদন পেয়ে যান। তার মানে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মানুষ কানাডায় প্রবেশের দশ-বারো-পনেরো বছরের মধ্যে কোন না কোন ভাবে স্থায়ীভাবে থাকার অনুমোদন পেয়ে যান। এটি হলো সর্বোচ্চ পার্সেন্টিজ। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে কারো কারো জীবন থেকে দশ-পনেরো বছর এমনকি বিশ বছর সময় চলে যায়।

যে দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেশী, যে দেশে রাজনৈতিক কোন্দলে হতাহতের সংখ্যা বেশী, যে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন-নিপীড়নে সাধারণ জনগণ নির্যাতিত বেশী, যে দেশে সরকার বিভিন্ন জাতিগোষ্ঠীকে ধরপাকড় করে বেশী, যে দেশে দুর্বলের উপর সবলের আক্রমণ বেশী, যে দেশে বিভিন্ন ধরণের বৈষম্য বিদ্যমান এবং অভ্যন্তরীণ দাঙ্গা বেশী সে দেশের মানুষের এসাইলাম বেশী এক্সেপ্ট হয় পশ্চিমা বিশ্বে।

এবার রিফিউজড হওয়া সর্বশেষ ত্রিশ-চল্লিশ পার্সেন্ট মানুষের পরিসংখ্যান বলি। এদের আপিল চলাকালিন সময়ে অনেকের উপরই ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ বোর্ড থেকে ডিপোর্টেশনের অর্ডার জারি হয়।

এই ডিপোর্টেশনের অর্ডার নিয়ে এদের অনেককেই নানা কষ্টকর পরিস্থিতিতে কানাডায় সময় অতিবাহিত করতে হয়। এরপর এদের কারো কারো ইলিগ্যাল স্ট্যাটাসে বিরক্তি এসে গেলে নিজ থেকে এদের অনেকেই দেশে চলে যান। এই ত্রিশ-চল্লিশ পার্সেন্ট মানুষকে টুডে-টুমরো নিজ দেশেই ফিরতে হয়।

এখন প্রশ্ন হলো, এসাইলাম রিফিউজড হয় কেন? এর সাধারণ উত্তর হলো, কারো কারো এসাইলামে ভুল ইনফর্মেশন থাকে, কেউ কেউ কোর্ট হিয়ারিং এ ইন্টারভিউর সময় জাজের সামনে নিজের সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হন, কেউ কেউ জাজের সামনে এসাইলামের পরিপূর্ণ ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন। এছাড়া কোন কোন জাজ কারও কারও এসাইলামের সত্যতা যাচাই করার জন্য এক্সপার্ট নিয়োগ করে। এক্ষেত্রে অনেকের এসাইলাম ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়। এসব কারনে অনেক এসাইলাম কোর্ট হিয়ারিং এ রিফিউজড হয়।

তাহলে কি দাঁড়ালো? ভিজিট ভিসায় আসা শতকরা ত্রিশ-চল্লিশ পার্সেন্ট মানুষ চার-পাঁচ বছরের মধ্যে সেটেলম্যান্টের সুযোগ পেয়ে যেতে পারেন। আর শতকরা বিশ-ত্রিশ পার্সেন্ট মানুষ দশ-বারো বছরের মধ্যে বিভিন্ন ভাবে আপিল বিভাগ এবং হিউম্যান রাইটসে গিয়ে সেটেলমেন্টের সুযোগ পেয়ে যেতে পারেন। বাদবাকী শতকরা ত্রিশ-চল্লিশ পার্সেন্ট মানুষকে বছরের পর বছর কানাডায় থাকার পরে একদিন মনোকষ্ট নিয়ে নিজ দেশেই ফিরতে হয়।

সোজা হিসাবে বলব- ভিজিটর ভিসাধারীর প্রতি তিন জনের একজন প্রথম চার-পাঁচ বছরে লিগেল হয়ে যাবেন। পরের জন আট-দশ-বারো বছরে বিভিন্ন ভাবে আইনি প্রক্রিয়ায় লিগ্যাল হবেন। আর সর্বশেষ জন কখনও লিগ্যাল হতে পারবেন না। কানাডার গত কয়েক যুগের এসাইলাম ক্লেইমের পরিসংখ্যান এমনটিই বলে। এটিই নির্মম সত্য।

মুখ্য বিষয় হলো লিগ্যালিটি না পাওয়া মানুষগুলোকে এখানে সর্বদা ইলিগ্যালই থাকতে হয়। যদি কানাডিয়ান সরকার কখনো সাধারণ ক্ষমা ঘোষণা করে সেটি হলো ভিন্ন কথা। নইলে প্রায় কম অর্ধেক মানুষকে বছরের পর বছর লিগ্যাল হওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যেতে হয়। সবচেয়ে কঠিন কথা হলো কারো কারো পুরো পরিবারকে বছরের পর বছর ইলিগ্যাল থাকতে হয়।

এখন প্রশ্ন হলো লিগ্যাল হওয়ার আগে বা পরে আপনি কখন বাংলাদেশে যাওয়া-আসা করতে পারবেন? এই প্রশ্নটির উত্তর খুব জটিল। নিয়ম হলো পি.আর কার্ড পেয়ে সিটিজেনশীপ পাওয়ার পরে আপনি নিজ দেশে যাওয়া আসা করতে পারবেন। কারন, আপনি এসাইলাম ক্লেইমে বলেছেন নিজ দেশে ফিরলে আপনার জীবননাশের হুমকি আছে।

সুতরাং এসাইলাম ক্লেইম করে পি.আর পাওয়া লোকদের কানাডিয়ান সিটিজেনশীপ পাওয়ার আগ পর্যন্ত দেশে যাওয়া-আসা না করাই উত্তম। কারন, আপনি পৃথিবীর যে কোন দেশে যেতে আসতে পারবেন কিন্তু নিজ দেশ থেকে কানাডায় ফিরার সময় ইমিগ্রেশনে আপনার বিপদ হতে পারে। যদি বিপদ নাও হয় সিটিজেনশীপ পেতে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে।

কারন নিজ দেশে গেলে আপনার বিপদ হবে এই কথা বলে আপনি কানাডায় স্থায়ী বসবাসের অনুমোদন পেয়েছেন। যারা পি.আর কার্ড পেয়ে দেশে আসা যাওয়া করেন তাদের পি.আর কার্ড রিনিউ এ বিলম্ব হয়। কারো কারো রিনিউ হলেও সিটিজেনশীপের দরখাস্তগুলো অদৃশ্য ভাবে বছরের পর বছর ঝুলে থাকে।

এসাইলাম ক্লেইম করে একজন মানুষ পি.আর পাওয়ার দুবছর পরে সাধারণত সিটিজেনশীপ এপ্লাই করতে পারেন। এখানে প্রটেক্টেড পারসন হিসাবে প্রতি দুই দিনকে একদিন এবং পি.আর পাওয়ার পরবর্তী প্রতি একদিনকে একদিন হিসাবে কানাডায় ১০৯৫ দিন থাকার পরে সবাই সিটিজেনশীপ এপ্লাই করার সুযোগ পান। এরপর আরও দেড় বছর লেগে যায় সিটিজেনশীপের পূর্ণাঙ্গ প্রসেসিং-এ। এছাড়া লেঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকলে কাউকে কাউকে সিটিজেনশীপ পাওয়ার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়।

এটি বর্তমান এবং অতীত এসাইলাম সংক্রান্ত পরিসংখ্যান থেকে পর্যালোচনা করে লেখা একটি প্রবন্ধ মাত্র। এই লেখাটি গত ত্রিশ-চল্লিশ বছরের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় স্টাডি করে লেখা একটি গবেষণামূলক লেখা। এটি কোন আইনি লেখা নয়।©collected

21/12/2023
12/12/2023

3 Hours Alarm!!

24/06/2023

সাদ্দাম ও ভিপি নুরের পাল্টাপাল্টি জবাব....

😱😱অবিশ্বাস্য অফার!!! 😱৯০% ডিস্কাউন্ট!!! 😱😱😱😱🤩আপনি কি অনলাইনে ইনকাম করতে চান,তাহলে আর দেরী কেন??আপনি নিজের স্কিল নিজে তৈর...
07/02/2023

😱😱অবিশ্বাস্য অফার!!! 😱৯০% ডিস্কাউন্ট!!! 😱😱😱😱
🤩আপনি কি অনলাইনে ইনকাম করতে চান,তাহলে আর দেরী কেন??
আপনি নিজের স্কিল নিজে তৈরী করুন দেখবেন ইনকাম হবে ১০০%😱
অনলাইন ইনকামের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আর কত প্রতারিত হবেন।
আমরা আপনাকে দিচ্ছি কয়েক হাজার টাকার কোর্স নামমাত্র মুল্যে। আমাদের উদ্দেশ্য যারা হাজার হাজার টাকায় কোর্স কিনতে পারছে না। তাদেরকে অল্পদামে এই কোর্সগুলো দিচ্ছি।

🔶আমাদের প্যাকেজ সমূহঃ
প্যাকেজ ১ঃ ১০০+ ফ্রিল্যান্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্স মাত্র ৯৯ টাকা
প্যাকেজ ২ঃ ১২০০+ প্রফেশনাল বিজন্যাস কার্ড মাত্র ৯৯ টাকা
প্যাকেজ ৩ঃ ৫০০+ প্রয়োজনীয় ওয়ার্ড ফাইল মাত্র ৬০ টাকা
প্যাকেজ ৪ঃ 4000+ 𝗨𝗻𝗶𝗾𝘂𝗲 𝗣𝗼𝘄𝗲𝗿𝗽𝗼𝗶𝗻𝘁 𝗜𝗻𝗳𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗶𝗰𝘀 𝗧𝗲𝗺𝗽𝗹𝗮𝘁𝗲 মাত্র ২৫০ টাকায়
প্যাকেজ ৫ঃ গ্রাফিক্স ডিজাইন বান্ডিল মাত্র ৯৯ টাকা
প্যাকেজ ৬ঃ ১৮০+ টা নান্দনিক ও স্মার্ট ইডিটেবল সিভির ফরমেট মাত্র ৭৫ টাকা
প্যাকেজ ৭ঃ ৫০০০+ টি শার্ট ডিজাইন বান্ডিল মাত্র ১৫০ টাকা
প্যাকেজ ৮ঃ ৭০০০+ লোগো ডিজাইন বান্ডিল মাত্র ৯৯ টাকা

👉 আপনি পেমেন্ট করে আপনার মোবাইল নাম্বার ও জি-মেইল আমাদের জানাবেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাকে লিংক শেয়ার করে দিবো যেখান থেকে আপনি যখন ইচ্ছা সময় নিয়ে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন । পেমেন্ট করার ১ থেকে ৫ মিনিট এর মধ্যে পাবেন ফাইলগুলো।
👉প্রতিটি পিকচারের সাথে বিস্তারিত দেওয়া আছে।
👉আজই অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি 😊

😱😱অবিশ্বাস্য অফার!!! 😱৯০% ডিস্কাউন্ট!!! 😱😱😱😱🔘 ৫০+ টি বাংলা ফ্রি'ল্যান্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্স মাত্র ৯৯ টাকায় 😱🟠...
31/01/2023

😱😱অবিশ্বাস্য অফার!!! 😱৯০% ডিস্কাউন্ট!!! 😱😱😱😱
🔘 ৫০+ টি বাংলা ফ্রি'ল্যান্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্স মাত্র ৯৯ টাকায় 😱
🟠 ৯৯ টাকায় কিভাবে কোর্স গুলো দিচ্ছেন/এত কম দামে কিভাবে সম্ভব❓
🟢 এগুলো বিভিন্ন ইনস্টিটিউট এর পেইড কোর্স। যার প্রতি কোর্স মূল্য কম করে হলেও ৪/৫ হাজার টাকা এর ওপরে ছিল। যারা অনেক মূল্যে এই কোর্সগুলো কিনতে অক্ষম তাদের কথা বিবেচনা করে আমরা নামমাত্র মুল্যে কোর্সগুলো দিচ্ছি।
🟢 এই অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই অফার থাকতে কোর্সগুলো কিনে নিন।

👉 ভিডিও কোর্সগুলোর বৈশিষ্ট্য:-
✅ কোর্সগুলো সফল, দক্ষ ও প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে তৈরি; তাই কোর্সের মান নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
✅ প্রতিটি কোর্স ধারাবাহিক পর্ব আকারে সাজানো এবং বাংলা ভাষায় তৈরি। তাই যে কেউ সহজে বুঝবে।
✅ কোর্সগুলো লাইভ রেকর্ডেড ভিডিও হওয়ায় এইখানে প্রতিটি ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেইখানে আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন।
✅ প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, একদম নতুন থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত।
✅ কোর্সগুলোর মধ্যে প্রতিটি কাজ প্রেকটিক্যালি দেখিয়ে দেয়া হয়, যাতে আপনি সহজে বুঝতে পারেন, কোন অংশ ভাল করে না বুঝলে আপনি বার বার টেনে টেনে দেখার সুযোগ পাচ্ছেন।
✅ কোর্স শেষে ইনকাম কিভাবে করবেন সবকিছু ভিডিও দেওয়া আছে।
আপনি এই কোর্স গুলো ভালোভাবে শিখতে পারলে ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন (গ্যারান্টি)⭐⭐⭐⭐⭐
⭕ আমাদের কোর্স সমূহ:-
ডিজিটাল মার্কেটিং
গ্রাফিক্স ডিজাইন
এফিলিয়েট মার্কেটিং
এস ই ও ফুল কোর্স
ফাইবার সাকসেস কোর্স
সিপিএ মার্কেটিং
ফে'সবুক মার্কেটিং
ডাটা এন্ট্রি ফুল কোর্স
পাওয়ার পয়েন্ট ফুল কোর্স
মাইক্রোসফট এক্সেল কোর্স
লোগো ডিজাইন
মোশন গ্রাফিক্স কোর্স
ভিডিও এডিটিং ফুল কোর্স
ইউটিউব থেকে আয় কোর্স
ফে'স*বুক হ্যা*কিং
ইথি*ক্যাল হ্যা*কিং
ওয়াই*ফাই হ্যা*কিং
ব্ল্যাক*হেড মা'নি হ্যা*কিং
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
অ্যান্ড্রয়েড গেমস ডেভলপমেন্ট
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
কনটেন্ট রাইটিং কোর্স
গুগোল টপ রেংকিং কোর্স
স্পোকেন ইংলিশ কোর্স
২৪ ঘন্টায় কুরআন শিখি
চাকুরী জীবনের প্রস্তুতি
অটোক্যাড কোর্স
এছাড়াও রয়েছে আরো অনেক প্রিমিয়াম কোর্স। আর হ্যা, তাছাড়া আপনি পাবেন আমাদের প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যা আপনি আর কিনতে হবে না।
মূলত কাদের জন্য এই কোর্স :
=====================
⦿ যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন
⦿ যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা চায়
⦿ যারা ফ্রিল্যান্সিং শুরু করেও সফলতা পাচ্ছে না
⦿ যারা স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে চায়
⦿ যারা অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে চায়
✅ কিভাবে পাবেনঃ ৯৯ টাকা পেমেন্ট করে আপনার জিমেইল দিবেন ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনার জিমেইলে কোর্সগুলোর গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন।
⭕ পেমেন্ট মেথডঃ বিকাশ, নগদ
বিঃদ্রঃ ভিডিও কোর্সগুলো নিতে চাইলে এবং আরো বিস্তারিত জানতে ইনবক্সে 📨 মেসেজ করুন।
ধন্যবাদ আপনাকে ❤

😱😱 ১২০০+ প্রফেশনাল বিজন্যাস কার্ড মাত্র ৯৯ টাকা😱😱★আপনার কি গ্রাফিক্স ডিজাইনার ! ★ অথবা আপনি কম্পিউটারে নিজের কাজ নিজে কর...
02/01/2023

😱😱 ১২০০+ প্রফেশনাল বিজন্যাস কার্ড মাত্র ৯৯ টাকা😱😱

★আপনার কি গ্রাফিক্স ডিজাইনার ! ★ অথবা আপনি কম্পিউটারে নিজের কাজ নিজে করতে চান? ★ তাহলে আর দেরি কেন!!
আপনার জন্যই থাকছে আমাদের এই ধামাকা অফারটি-
(১) ১২০০ + ইডিটেবল ফাইল এখন আপনার হাতের মুঠোয়
(২) ১০০% এডিটেইবল PSD, Ai ফাইল কালেকশন।
(৩) সকল ক্যাটাগরির ভিজিটিং কার্ড।

👉আলাদা আলাদা সন্নিবেশিত করা আছে প্রত্যেকটা ক্যাটাগরির ফাইল।
★প্রতিটিতে ভিন্ন ভিন্ন নামে সোর্স ফাইল আছে যা আপনি খুব সহজে ইডিট করে ব্যবহার করতে পারবেন।
👉 আপনি পেমেন্ট করে আপনার মোবাইল নাম্বার ও জি-মেইল আমাদের জানাবেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাকে লিংক শেয়ার করে দিবো যেখান থেকে আপনি যখন ইচ্ছা সময় নিয়ে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন । পেমেন্ট করার ১ থেকে ৫ মিনিট এর মধ্যে পাবেন ফাইলগুলো।
মূল্য মাত্র - ৯৯ টাকা
👉আজই অর্ডার করুন 😊

😱😱 ৫০০+ প্রয়োজনীয় ওয়ার্ড ফাইল মাত্র ৬০ টাকা😱😱★★  আর সাথে পাচ্ছেন ২০ টি মর্ডাণ সিভি ফ্রি★★★আপনার কি কম্পিউটার এর দোকান আছ...
27/12/2022

😱😱 ৫০০+ প্রয়োজনীয় ওয়ার্ড ফাইল মাত্র ৬০ টাকা😱😱
★★ আর সাথে পাচ্ছেন ২০ টি মর্ডাণ সিভি ফ্রি★★
★আপনার কি কম্পিউটার এর দোকান আছে ! ★ অথবা আপনি কম্পিউটারে নিজের কাজ নিজে করতে চান? ★ তাহলে আর দেরি কেন!!
আপনার জন্যই থাকছে আমাদের এই ধামাকা অফারটি-
(১) ৫০০ + ইডিটেবল ওয়ার্ড ফাইল এখন আপনার হাতের মুঠোয়
(২) ১০০% এডিটেইবল ওয়ার্ড ফাইল কালেকশন।
(৩) সকল প্রয়োজনীয় ওয়ার্ড ফাইল যা বিভিন্ন কার্যক্ষেত্রে প্রয়োজন হয়

▶️ আবেদনপত্র
▶️ অভিজ্ঞতা সনদ
▶️ওয়ারিশ সার্টিফিকেট
▶️ চারিত্রিক সনদ ফ্যামিলি সার্টিফিকেট
▶️বিভিন্ন প্রত্যায়নপত্র
▶️মৃত্যু সনদ
▶️মাসিক অথবা বাৎসরিক আয়ের সনদ
▶️অনাপত্তি সনদ
▶️ক্ষমতা অর্পণ সনদ
▶️পুনঃবিবাহ না হওয়ার সনদ
▶️অনুমতি পত্র
▶️একই ব্যক্তি সনদ
▶️নমুনা স্বাক্ষর এর প্রত্যয়ন পত্র
▶️যোগদানপত্র
▶️রিজাইন লেটার
▶️বিভিন্ন ফর্ম
▶️মানি রিসিট
▶️বিভিন্ন ভর্তি ফরম
▶️স্কুলের প্রশ্ন পত্র ফরমেট
▶️মেরেজ সার্টিফিকেট
▶️কাবিননামা
▶️দোকান অফিস ভাড়া
▶️বন্ধক
▶️জমি বিক্রির দলিল
▶️বায়নাপত্র
▶️জমি বিক্রি
▶️ফ্ল্যাট বিক্রি
▶️গাড়ি বিক্রির চুক্তিনামা
▶️অংশীদারি চুক্তিনামা
▶️আম-মোক্তারনামা
▶️বিভিন্ন হলফনামা
▶️সহ আর কত কি !
👉আলাদা আলাদা সন্নিবেশিত করা আছে প্রত্যেকটা ক্যাটাগরির ফাইল।
★প্রতিটিতে ভিন্ন ভিন্ন নামে সোর্স ফাইল আছে যা আপনি খুব সহজে ইডিট করে ব্যবহার করতে পারবেন।
👉 আপনি পেমেন্ট করে আপনার মোবাইল নাম্বার ও জি-মেইল আমাদের জানাবেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাকে লিংক শেয়ার করে দিবো যেখান থেকে আপনি যখন ইচ্ছা সময় নিয়ে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন । পেমেন্ট করার ১ থেকে ৫ মিনিট এর মধ্যে পাবেন ফাইলগুলো।
মূল্য মাত্র - ৬০ টাকা
👉আজই অর্ডার করুন 😊

😱😱৫০০০ টাকা সমমূল্যের বান্ডিলটি পেয়ে যাবেন মাত্র ২৫০ টাকায়😱😱4000+ 𝗨𝗻𝗶𝗾𝘂𝗲 𝗣𝗼𝘄𝗲𝗿𝗽𝗼𝗶𝗻𝘁 𝗜𝗻𝗳𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗶𝗰𝘀 𝗧𝗲𝗺𝗽𝗹𝗮𝘁𝗲যা দিয়ে আপনি কয়...
27/12/2022

😱😱৫০০০ টাকা সমমূল্যের বান্ডিলটি পেয়ে যাবেন মাত্র ২৫০ টাকায়😱😱

4000+ 𝗨𝗻𝗶𝗾𝘂𝗲 𝗣𝗼𝘄𝗲𝗿𝗽𝗼𝗶𝗻𝘁 𝗜𝗻𝗳𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗶𝗰𝘀 𝗧𝗲𝗺𝗽𝗹𝗮𝘁𝗲
যা দিয়ে আপনি কয়েক ক্লিকেই আপনার প্রেসেন্টেশন কে দিতে পারবেন অসাধারন প্রফেশনাল লুক।
𝗧𝗵𝗲 𝗨𝗹𝘁𝗶𝗺𝗮𝘁𝗲 𝗣𝗼𝘄𝗲𝗿𝗽𝗼𝗶𝗻𝘁 𝗕𝘂𝗻𝗱𝗹𝗲 – আপনি স্টুডেন্ট, চাকরিজীবী, বিজনেসম্যান যাই হন না কেনো এই একটি মাত্র বান্ডেলই আপনার জন্য যথেষ্ট। আপনাকে আর কোনো টেমপ্লেট কিংবা পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করতে হবে না। আপনি এই টেমপ্লেট গুলো সহজেই এডিট করে আপনার মনের মতো প্রেজেন্টেশন তৈরী করতে পারবেন।
যা যা থাকছেঃ
➡️4000+ Unique and Clear Professional Customizable Infographics (সব ভেক্টর বেসড তাই যেকোনো ডিজাইনে এগুলো ব্যবহার করা যাবে খুব সহজেই)
➡️3623 Slides, Flexible, Clean, Simple, & Creative slides.
➡️36+ Category.
➡️2 Aspect Ratio ( 4:3 and16:9 ).
➡️2 Premade colors.
➡️95 Color Themes included, Just One Click to change the colors and auto recolored.
➡️5500+ Vector Icons Ready to Use.
➡️Free Fonts and Icons.
➡️Fully and Easily editable content.
➡️All objects are vector based.
>>One-Time Purchase, Unlimited Use.
>>PDF Guide.
>>Compatible with Microsoft Powerpoint & Google Slides.
>>Suitable for Windows, Android, Mac & IOS.

ক্যাটেগরিগুলো জেনে নিন -
1 .Multipurpose
2. Circle
3. Timeline
4. Arrow
5. Funnel
6. Pyramid
7. Business New
8. Puzzle
9. Maps
10. Medical Template
11. Construction Template
12. Calendar
13. Data Charts New Updated
14. Marketing plan
15. Cycle
16. 3D
17. Stages
18. Circle Folded
19. KPI
20. Roadmap
21. Medical
22. Team Profile
23. Linear
24. Real Estate
25. Customer Journey
26. Process
27. Marketing
28. Strategy
29. Dark
30. Creative Idea
31. Infographics with Images
32. Images Gallery
33. SWOT
34. Comparison
35. Minimalist
36. Flowchart
👉অর্ডার করতে অফার শেষ হওয়ার পূর্বে আমাদের পেইজে যোগাযোগ করুন।

😱😱চলছে ধামাকা অফার !! 😱😱★★ এখন এই অফারের সবগুলো প্রয়োজনীয় গ্রাফিক্স ফাইল মাত্র ৯৯ টাকায় যা পূর্বে ছিল ৫০০ টাকা !! ★★★★ এ...
03/12/2022

😱😱চলছে ধামাকা অফার !! 😱😱
★★ এখন এই অফারের সবগুলো প্রয়োজনীয় গ্রাফিক্স ফাইল মাত্র ৯৯ টাকায় যা পূর্বে ছিল ৫০০ টাকা !! ★★
★★ এ রকম অফার আর কে দিবে?? ★★
★★ আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার ! নতুন কাজ শিখছেন?
★★ ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে ! বা ফ্রিল্যান্সিং করছেন!
★★ কম্পিউটার এর দোকান আছে অথবা প্রিন্ট/ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে কাজ করেন তাহলে এগুলো আপনার জন্যই★★

😱আমাদের গ্রাফিক্স ডিজাইন প্যাকেজটিতে যা যা আছেঃ
➡️১৬ ডিসেম্বর/১৭ ই মার্চ
➡️২১ফেব্রুয়ারি/২৬ শে মার্চ
➡️স্কুল ও কোচিং
➡️ইসলামিক ব্যাকরাউন্ড
➡️ভিজিটিং কার্ড ডিজাইন
➡️আইডি কার্ড ডিজাইন
➡️ক্রেস্ট ডিজাইন
➡️রাজনৈতিক ব্যানার পোস্টার ডিজাইন
➡️ওয়াজ,মাহফিলের পোস্টার ডিজাইন
➡️ঈদ মোবারক পোস্টার ডিজাইন
➡️লোগো ডিজাইন
➡️বাংলা টাইপোগ্রাফি
➡️ক্যালেন্ডার ডিজাইন
➡️আলপনা ডিজাইন
➡️মগ ডিজাইন
➡️ফেসবুক পোস্টার ডিজাইন
➡️বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট
➡️ক্যাশ মেমো ডিজাইন
➡️হালখাতা ডিজাইন
➡️বাংলা টাইফোগ্রাফি ডিজাইন
➡️বিবাহ ক্যালিগ্রাফি
➡️দোকানের প্রয়োজনীয় ফাইল
➡️গ্রাফিক্স আইকন প্যাক
➡️দুর্গাপূজা
➡️বাংলা ইংরেজি প্রিমিয়াম ফন্ট
➡️ভিজিটিং কার্ড ডিজাইন
➡️মেমো ডিজাইন
➡️আইডি কার্ড ডিজাইন
➡️সার্টিফিকেট ডিজাইন
➡️জন্ম স্বরণিকা
➡️হালখাতা ডিজাইন
➡️ভর্তি ফরম
➡️মৃত্যু স্বরণিকা
➡️ফ্লায়ার
➡️ব্রুসিয়র

★ অসংখ্য পেইড গ্রাফিক্স ডিজাইন রিসোর্স যা আপনার কর্ম দক্ষতাকে আরো এগিয়ে নিয়ে যাবে ।
★ আলাদা আলাদা সন্নিবেশিত করা আছে প্রত্যেকটা ক্যাটাগরির ফাইল।
★ প্রতিটিতে ভিন্ন ভিন্ন নামে সোর্স ফাইল আছে যা আপনি খুব সহজে ইডিট করে ব্যবহার করতে পারবেন।
★আপনি পেমেন্ট করে আপনার মোবাইল নাম্বার ও জিমেইল আমাদের জানাবেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাকে লিংক শেয়ার করে দিবো যেখান থেকে আপনি যখন ইচ্ছা সময় নিয়ে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন । পেমেন্ট করার ১ থেকে ৫ মিনিট এর মধ্যে পাবেন ফাইলগুলো।

☺️ ডেমো দেখুন ১ম কমেন্টে।
👉পন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে মেসেজ করুন।
👉মূল্য মাত্র - ৯৯ টাকা

এছাড়া আমাদের আরো অমুল্য কালেকশন দেখতে ভিজিট করুন আমাদের পেইজে🙂

😱😱বিশাল মুল্য ছাড়! 😱😱১৮০+ টা নান্দনিক ও স্মার্ট ইডিটেবল সিভির ফরমেট মাত্র ৭৫ টাকায়!!!চাকরি নিয়ে দুশ্চিন্তা? সিভি দিলেও ...
03/12/2022

😱😱বিশাল মুল্য ছাড়! 😱😱
১৮০+ টা নান্দনিক ও স্মার্ট ইডিটেবল সিভির ফরমেট মাত্র ৭৫ টাকায়!!!

চাকরি নিয়ে দুশ্চিন্তা? সিভি দিলেও কেও ডাকছে না?
ইন্টারভিউ পর্যন্ত যেতেই পারছেন না? অথবা ইন্টারভিউ এ সিভি ভুমিকা রাখছে না? ইত্যাদি নানা হতাশা লেগেই থাকে আমাদের মনে।
একবার ও কি ভেবে দেখেছেন আপনার সিভি টা কতটা যুগ উপযোগি, স্মার্ট এবং আকর্ষনীয় কি না?
কাঙ্ক্ষিত জবের জন্য আপনি-ই যে যোগ্য প্রার্থী তা প্রমানিত করে ইন্টারভিউ- কল পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি সিভির মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতাকে সুন্দর ভাবে কোম্পানির কাছে তুলে ধরা।
আর নিজের ব্যক্তিত্বের বিশেষত্ব এবং অন্য candidate-দের চেয়ে নিজেকে আলাদা এবং যোগ্য হিসেবে প্রেজেন্ট করতে আপনার প্রয়োজন একটি Professional CV ফরমেট বা টেম্পলেট।
আপনার এই প্রফেশনাল সিভি আপনাকে রাখবে প্রতিযোগিতাময় জব-মার্কেটে অন্যান্য Candidate-দের চেয়ে এগিয়ে সবার আগে!
আমাদের কাছে পাবেন traditional, modern and latest সব সিভি এর MS word ফরমেট যা আপনি আপনার মত করে Edit করতে পারবেন যা আপনাকে প্রফেশনাল ও স্মার্ট সিভি তৈরি করতে সাহায্য করবে।
✍️পন্যের বিবরণঃ
# মডার্ন এবং মিনিমালিষ্ট সিভি/রিজিউমি।
# ১৮০+ ইউনিক ডিজাইন।
# সকল ফরমেট রিসাইজেবল এবং ইডিটেবল।
# সহজেই ইডিট করা যাবে প্রত্যেকটা লেখা ও রঙ।
# সহজেই যেকোনো সেকশন এড ও রিমুভ করা যাবে।
# ফ্রি ফন্ট ব্যাবহার করা হয়েছে।
# সকল ফরমেটে সাপোর্ট করবে, মাইক্রোসফট ওয়ার্ড/ পিডিএফ/ এডোবি ইনডিজাইন।
# সকল সিভি A4 সাইজ (২১সে.মি. x ২৯.৭ সে.মি.)
# ১২০০ টাকা মুল্যের বান্ডেল মাত্র ৭৫ টাকায়।

☺️সিভি টেম্পলেটগুলোর ডেমো দেখুন ১ম কমেন্টে।
👉পন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে মেসেজ করুন।

এছাড়া আমাদের আরো অমুল্য কালেকশন দেখতে ভিজিট করুন আমাদের পেইজে🙂

😱😱বিশাল মুল্য ছাড়! ১৭০+ টা নান্দনিক ও স্মার্ট ইডিটেবল সিভির ফরমেট মাত্র ৭৫ টাকায়!!!চাকরি নিয়ে দুশ্চিন্তা? সিভি দিলেও কে...
17/11/2022

😱😱বিশাল মুল্য ছাড়!
১৭০+ টা নান্দনিক ও স্মার্ট ইডিটেবল সিভির ফরমেট মাত্র ৭৫ টাকায়!!!

চাকরি নিয়ে দুশ্চিন্তা? সিভি দিলেও কেও ডাকছে না?
ইন্টারভিউ পর্যন্ত যেতেই পারছেন না? অথবা ইন্টারভিউ এ সিভি ভুমিকা রাখছে না? ইত্যাদি নানা হতাশা লেগেই থাকে আমাদের মনে।
একবার ও কি ভেবে দেখেছেন আপনার সিভি টা কতটা যুগ উপযোগি, স্মার্ট এবং আকর্ষনীয় কি না?

কাঙ্ক্ষিত জবের জন্য আপনি-ই যে যোগ্য প্রার্থী তা প্রমানিত করে ইন্টারভিউ- কল পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি সিভির মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতাকে সুন্দর ভাবে কোম্পানির কাছে তুলে ধরা।
আর নিজের ব্যক্তিত্বের বিশেষত্ব এবং অন্য candidate-দের চেয়ে নিজেকে আলাদা এবং যোগ্য হিসেবে প্রেজেন্ট করতে আপনার প্রয়োজন একটি Professional CV ফরমেট বা টেম্পলেট।
আপনার এই প্রফেশনাল সিভি আপনাকে রাখবে প্রতিযোগিতাময় জব-মার্কেটে অন্যান্য Candidate-দের চেয়ে এগিয়ে সবার আগে!

আমাদের কাছে পাবেন traditional, modern and latest সব সিভি এর MS word ফরমেট যা আপনি আপনার মত করে Edit করতে পারবেন যা আপনাকে প্রফেশনাল ও স্মার্ট সিভি তৈরি করতে সাহায্য করবে।

✍️পন্যের বিবরণঃ
# মডার্ন এবং মিনিমালিষ্ট সিভি/রিজিউমি।
# ১২০+ ইউনিক ডিজাইন।
# সকল ফরমেট রিসাইজেবল এবং ইডিটেবল।
# সহজেই ইডিট করা যাবে প্রত্যেকটা লেখা ও রঙ।
# সহজেই যেকোনো সেকশন এড ও রিমুভ করা যাবে।
# ফ্রি ফন্ট ব্যাবহার করা হয়েছে।
# সকল ফরমেটে সাপোর্ট করবে, মাইক্রোসফট ওয়ার্ড/ পিডিএফ/ এডোবি ইনডিজাইন।
# সকল সিভি A4 সাইজ (২১সে.মি. x ২৯.৭ সে.মি.)
# ১২০০ টাকা ) মুল্যের বান্ডেল মাত্র ৭৫ টাকায়।

☺️সিভি টেম্পলেটগুলোর ডেমো দেখুন ১ম কমেন্টে।

👉পন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে মেসেজ করুন।


#সিভি #সিভিফরমেট #সিভিফরম্যাট #সিভিটেমপ্লেট #সিভিটেম্পলেট #রিজিউম #রিজিউমি #সিভিটেম্পেলেট

15/10/2022

🤣🤣🤣

09/01/2022

@@@@যে হিসাব জানা জরুরি@@@@

1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল

# ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট

# আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট

# ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এক সহস্রাংশ = 0.001

গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ডের
===========================

#যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব জানেন না।:-
১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি

আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি

আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।
===========================

১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ) 1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর
===========================

★ #সুত্র-১)সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)
1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা
s=যোগফল
#প্রশ্নঃ 1+2+3+4+…………+100 =?
#সমাধানঃ[n(n+1)/2] = [100(100+1)/2] = 5050

★ #সুত্রঃ2)সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
#প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
#সমাধানঃS=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2x31+1)/6] (এখানে n=শেষ সংখ্যা,31)

★ #সুত্রঃ3)সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি
S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)

#প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
#সমাধানঃ [n(n+1)/2]2 = [10(10+1)/2]2 = 3025(উঃ)

★ #সুত্রঃ4)পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +১

#প্রশ্নঃ5+10+15+…………+50=?
#সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+ ১
= [(50 – 5)/5] + 1 =10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি = [(5 + 50)/2] x 10 = 275(উঃ)

★ #সুত্রঃ৫)n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = ১ম পদ, d= সাধারণ অন্তর
#প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
#সমাধানঃধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100(উঃ)

★ #সুত্রঃ6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(১ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
#প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
#সমাধানঃS=M²={(1+19)/2}²=(20/2)²=100(উঃ)
===========================

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
(০২) 213/5=42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 7/125 = 0.056
টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800
=====================

আসুন সহজে করি ...
টপিকঃ ১০ সেকেন্ডে বর্গমূল নির্ণয়।
বিঃদ্রঃ যে সংখ্যাগুলোর বর্গমূল ১ থেকে ৯৯ এর মধ্যে এই পদ্বতিতে তাদের বের করা যাবে খুব সহজেই। প্রশ্নে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ উত্তর যদি দশমিক ভগ্নাংশ আসে তবে এই পদ্বতি কাজে আসবেনা।
** অনেক বড় পোস্ট। অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নয়ত ৫ মিনিটের মাথায় ভুলে যাবেন।
তবে আসুন শুরু করা যাক। শুরুতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করে নিই। আশা করি এগুলো সবাই জানেন। সুবিধার জন্যে আমি নিচে লিখে দিচ্ছি-
1 square = 1
2 square = 4
3 square = 9
4 square = 16
5 square = 25
6 square = 36
7 square = 49
8 square = 64
9 square = 81
এখানে প্রত্যেকটা বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখবেন, সবার শেষের অংকটির ক্ষেত্রে -
*১ আর ৯ এর বর্গের শেষ অংক মিল আছে (1, 81);
*২ আর ৮ এর বর্গের শেষ অংক মিল আছে(4, 64);
*৩ আর ৭ এর বর্গের শেষ অংক মিল আছে (9, 49);
*৪ আর ৬ এর বর্গের শেষ অংক মিল আছে(16, 36);
এবং ৫ একা frown emoticon
এদ্দুর পর্যন্ত বুঝতে যদি কোন সমস্যা থাকে তবে আবার পড়ে নিন।
উদাহরণ ১ঃ 576 এর বর্গমূল নির্ণয় করুন।
১ম ধাপঃ যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার এককের ঘরের অংকটি দেখবেন। এক্ষেত্রে তা হচ্ছে '6' ।
২য় ধাপঃ উপরের লিস্ট থেকে সে সংখ্যার বর্গের শেষ অংক 6 তাদের নিবেন। এক্ষেত্রে 4 এবং 6 । আবার বলি, খেয়াল করুন- 4 এবং 6 এর বর্গ যথাক্রমে 16 এবং 36; যাদের এককের ঘরের অংক কিনা '6' । বুঝতে পেরেছেন? না বুঝলে আবার পড়ে দেখুন।
৩য় ধাপঃ 4 / 6 লিখে রাখুন খাতায়। (আমরা উত্তরের এককের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 4 অথবা 6; কিন্তু কোনটা? এর উত্তর পাবেন ৮ম ধাপে, পড়তে থাকুন ...)
৪র্থ ধাপঃ প্রশ্নের একক আর দশকের অংক বাদ দিয়ে বাকি অংকের দিকে তাকান। এক্ষেত্রে এটি হচ্ছে 5 ।
৫ম ধাপঃ উপরের লিস্ট থেকে 5 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে তার বর্গমূলটা নিন। এক্ষেত্রে 4, যা কিনা 2 এর বর্গ। (আমরা উত্তরের দশকের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 2 )
৬ষ্ঠ ধাপঃ 2 এর সাথে তার পরের সংখ্যা গুন করুন। অর্থাৎ 2*3=6
৭ম ধাপঃ চতুর্থ ধাপে পাওয়া সংখ্যাটা (5) ষষ্ঠ ধাপে পাওয়া সংখ্যার (6) চেয়ে ছোট নাকি বড় দেখুন। ছোট হলে ৩য় ধাপে পাওয়া সংখ্যার ছোটটি নেব, বড় হলে বড়টি। (বুঝতে পেরেছেন? নয়ত আবার পড়ুন)
৮ম ধাপঃ আমাদের উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে 6 এর ছোট, তাই আমরা 4 / ৬ মধ্যে ছোট সংখ্যা অর্থাৎ 4 নেব।
৯ম ধাপঃ মনে আছে, ৫ম ধাপে দশকের ঘরের অংক পেয়েছিলাম 2? এবার পেয়েছি এককের ঘরের অংক 4 । তাই উত্তর হবে 24 !
কঠিন মনে হচ্ছে? একদমই না, কয়েকটা প্র্যাকটিস করে দেখুন। আমার মতে ১০ সেকেন্ডের বেশি লাগার কথা না।
উদাহরণ ২ঃ 4225 এর বর্গমূল বের করুন।
মনে আছে 5 যে একা ছিল? সে একা থাকায় আপনার কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেছে। দেখুন কেন -
- প্রশ্নের শেষ অংক 5 হওয়ায় উত্তরের এককের ঘরের অংক হবে অবশ্যই 5 ।
- প্রশ্নের একক ও দশকের ঘরের অংক বাদ দিয়ে দিলে বাকি থাকে 42 ।
- 42 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল হচ্ছে 6 ।
- তাই উত্তর হচ্ছে 65 !
===========================

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ
২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩
৭,৪১,৪৩,৪৭,৫৩,৫
৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
১০৬০।
১-১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি।
এভাবে ১-১০,১১-২০...... ১০০ পর্যন্ত
মৌলিক
সংখ্যা হল ৪,৪,২,২,৩,২,২,৩,২,১
-
প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।

British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres
ক্যারেট কি?উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট ।1 ক্যারেট = 2 গ্রাম
বেল কি?উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।1 বেল = 3.5 মণ (প্রায়) ।

জ্যামিতির সূত্রাবলিঃ-

সূক্ষ্ণকোণ : এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট
কোণকে সূক্ষ্ণকোণ বলে।

০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু ১৮০º
অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।

০৪. সমকোণ : একটি রেখা অপর একটি রেখার
উপর লম্ব হলে সমকোণ সৃষ্টি হয়।

০৫. সরলকোণ : যে কোণের পরিমাণ ১৮০º
কোণের সমান তাকে সরল কোণ বলে।

০৬. পূরক কোণ : দুটি কোণের সমষ্টি ৯০º
এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের
পূরক কোণ বলে।

০৭. সম্পূরক কোণ : দুটি কোণের সমষ্টি
১৮০º এর সমান হলে, একটি কোণকে অপর কোণের
সম্পূরক কোণ বলে।

০৮. পৃবৃদ্ধ কোণ : দুই সমকোণ (১৮০º)
অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ (৩৬০º) অপেক্ষা
ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
===========================

বৃত্ত সম্পর্কিত তথ্য:-
1. পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়? = পরিধি
2. পরিধির যেকোন অংশকে বলা হয় = চাপ
3. পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ
সরলরেখাকে বলা হয় = জ্যা ( বৃত্তের ব্যাস
হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
4. বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই = ব্যাস
5. কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে
বলা হয় = ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:
1. বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল = πr²
( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)
2. বৃত্তের পরিধির সূত্র = 2πr
3. গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr²
4. গোলকের আয়তন = 4πr³÷3
=======================

ত্রিভূজের ক্ষেত্রফল:-
সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২ ভূমিXউচ্চতা
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√
(4b2-a2) যেখানে, a= ভূমি; b= অপর বাহু
সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √(3/4)a2
যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য
চতুর্ভূজের ক্ষেত্রফল
=======================
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২
সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x উচ্চতা
অন্যান্য সূত্রাবলী
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর পরিমাণ
===========================
সহজভাবে মনে রাখার কিছু সুত্রঃ
১) জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৪ + ৮ = ১২
২) জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৪ + ৭ = ১১
৩) বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা ; যেমনঃ ৫ + ৭ = ১২
৪) জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৪ = ৩২
৫) জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৩ = ২৪
৬) বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৫ × ৭ = ৩৫

: Collected
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ ❤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Online Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Online Corner:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share