24/12/2018
-২০০৬ সালের মাথাপিছু আয় ছিলো ৫৪৩ ডলার আর বর্তমানে ১,৭৫১ ডলার..
-২০০৯ সালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ বিলিয়ন ছিলো,বর্তমানে ৩৩বিলিয়ন ডলার
-২০০৯ সালের ১. ২৬ বিলিয়ন রপ্তানী আয়ে কে বর্তমানে ৩৪.৮ বিলিয়ন ডলার উন্নয়ন
-২০০৬ বিদ্যুৎ উৎপাদন হতো ৩২০০ মেগাওয়াট,বর্তমান হয় ১৫,৮২১ মেগাওয়াট
-২০০৬ সালে ১৬% মানুষ বিদ্যুৎ পেতো বর্তমানে দেশে ৮৩% মানুষ বিদ্যুৎ পায়।
-২০০১ টু ২০০৬ সালে টানা ৫ বার দূর্নীতিে চ্যাম্পিয়ান( ১)বাংলাদেশ এখন ১৭তম।
-২০০৬ সালে খাদ্য উৎপাদন হতে ২৭৭ লক্ষ মেট্রিক টন বর্তমানে ৪০০ লক্ষ মেট্রিক টন।
-২০০৬ সালে দেশে দারিদ্র্যের হার ছিলো ৪১.৫%,বর্তমানে তা কমে দাডিয়েছে ১০.৫%
-২০০৬ সালে বৈদেশিক বিনিয়োগ হতো ৪৫ .৬কোটি বর্তমানে হয় ২৩৩কোটি ডলার
-২০০৬ সালের ৩৮ কোটি ডলার রেমিটেন্স আয় থেকে ১৫০ কোটি ডলারে উন্নয়ন ।
-উত্তর অঞ্চল কে মঙ্গা মুক্ত করা।
-২০০৬ সালে কোন কৃষি ভর্তুকি দেওয়া হতে না বর্তমানে ৩২১৫কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়।। ( ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা, সার ,বীজ, মেশিন দেওয়া হয়)
-ওয়ার্ল্ড ইকোনমিকে বাংলাদেশ ৯১তম ছিলো ২০০৬ সালে বর্তমানে ৪৭তম আছে ।
-মাতৃত্বকালীন ছুটি ২০০৬ সালের ৪ মাস থেকে এখন ৬ মাস করা হয়েছে ।।
-বয়স্ক ভাতা ও বিধবা ভাতা ২০০৬ সালের থেকে আড়াই (২.৫) গুন বাড়ানো হয়েছে।।
-মুক্তিযোদ্ধা ভাতা ২০০৬ সালের ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।।
-২০০৬ সালে গড় আয়ু ছিলো ৬২ .৪ বছর বর্তমানে গড় আয়ু ৭১.৬ বছর (এছাড়াও শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু কমেছে ৯ গুন) ।
-২০০৬ সালে দেশে যে পাকা ও পিচ রাস্তা ছিলো বর্তমানে তা ২১ গুন বৃদ্ধি পেয়েছে।
-বছরের ১ম দিন বিনা মূল্যে বই ও মেয়েদের ফ্রী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
-সবধরনের প্রথমিক স্কুলকে সরকারীকরন
২০০৬ সালের থেকে ১৩ গুন মাধ্যমিও ও ৭ গুন কলেজ কে সরকারী ও এমপিও ভুক্ত করা হয়েছে,, প্রত্যেকে বিভাগীও ও বড় শহরে বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে ।
-সারা দেশে সরকারী ভাবে ৯৬৫ টি মসজিদ , ২১ টি মন্দির , ৩ টা গির্জা ও ২ টা প্যাগোডা তৈরি করা হয়..
-কওমি শিক্ষা কে মাষ্টার্স এর মান দেওয়া।
-দূর্যোগ প্রতিরোধে পৃথিবীর রোল মডেল এখন বাংলাদেশ।
-২০০৬ সালে মাল্টিমিডিয়া ফোন ও ইন্টার ছিলো মানুষের কল্পনা আর বর্তমানে ইন্টার ও মাল্টিমিডিয়া ফোন মানুষের হাতে হাতে।
-২০০৬ সালের ৩৯. ০৫% থেকে ৭২. ২৫% শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে ।।
-নারীর ক্ষমতয়ন ও লিঙ্গ বৈষম্য দূরকরনে বাংলাদেশ এখন পৃথিবীর রোল মডেল।
-একটি বাড়ি একটি খামার, পল্লী সঞ্চয়ী ব্যাংক,সারাদেশে কমিনিটি ক্লিনিক তৈরি।
-MDGও শহস্রব্দ লক্ষমাত্রা পূরন
-নিজ্বস বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে।
- সাব মেরিন জেট বিমান ক্রয়।
-অনলাইনে ভর্তি,বিদ্যুৎ বিল,চাকরির আাঃ
-মজুরদের ২ গুন মজুরি বৃদ্ধি, জেলেদের ১ম বারের মতন খাদ্য সহযোগীতা প্রদান।
-সমুদ্র সীমা বিজয়, সিট মহল বিনিময়
-ঢাকায় হাতিরঝিল, কুড়িল ,মিরপুর ফ্লাইওভার,বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু হয়েছে।
-পদ্মা সেতু, কর্নফুলী টানেল,পায়রা বন্দর
রুপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র, রামপাল বিদ্যুত কেন্দ্র,মেট্রোরেল প্রকল্প,এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদির কাজ চলমান এইসব প্রকল্প দাঁড়িয়ে গেলে দেশের কি আমূল পরিবর্তন হবে ভাবতে পারেন।?
বিরোধীতার জন্য বিরোধিতা করে যারা আওয়ামিলীগ সরকার উন্নয়নখুজে পান না
তারা নিজেকে প্রশ্ন করুন আপনি মানুষ হলে নিজের বিবেক অন্তত আপনাকে ধোঁকা দিবেনা..!!..????