Dipta Paul

Dipta Paul অদ্ভুত একটা জীবন কি চায় জানি না �

13/06/2023

আকাশ লাগে ভালো যখন,
একটু খানি অকারণ,
তখনি কি বুঝে নেবো,
আবেগে কি ডুবছে মন ।
বিকেল লাগে ভালো যখন,
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো,
খুঁজেছে তোমায় মন ।

Collected

31/01/2023

সময় বয়ে চলে,কিছু সমৃতি বহন করে, কারো মনে বিষাদের সুর,আবার কারো মনে আনন্দের কলোরব ।
কিন্তু সময় তো বয়েই চলে নিজের মতো করে, ঠিক যেমন নদী এগিয়ে চলে নিজের মতো করে, ঠিক তেমনি সময় ও এগিয়ে চলে। একটু গভীর ভাবে না ভাবলে হয়তো সেই সূক্ষ ব্যাপার তা বোঝা বরই কঠিন।

মাঝে মধ্যে যখন নদী বা সমুদ্র এর ধারে গিয়ে কেউ বসেন হয়তো অনুভব করতে পারবেন সমুদ্রের ঢেউ এর দিকে তাকিয়ে থাকলে নিজের মনকে হালকা বলে অনুভব হবে । মনে হয় কত ব্যাথা মনে লুকানো ছিল, কিন্তু সব থেকে মুক্তি পাওয়া হলো সেই ঢেউ কে ঘিরে।

আমার ব্যাক্তি গত উপলব্ধি সমুদ্র বা নদীর ঢেউ হয়তো কিছু বলতে চায়, হয়তো আমাদের মনে যেমন ব্যথা জমে আছে ওর মনেও কিছু ব্যাথা আছে যা সে হয়তো বুঝিয়ে উত্তে পারে না।আমি নিজে যখন নদীর ধারে গিয়ে বসি ঢেউ গুলোকে খুব আপন বলে মনে হয় ইছে হয় ওদের ভাষা পড়তে বুঝতে কি বলতে চায় বুঝতে কিন্তূ পড়াটা হয়ে ওঠে না ।

আবার যখন দেখি সেই শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আবার নিত্যদিনের কাজ কর্মে মানুষ যখন নিজেকে হারিয়ে ফেলে সেই শান্তি মানুষ তখন আর খুঁজে পায় না। মানুষ তখন আবার ব্যাকুল হয়ে ওঠে সুখের সন্ধানে, এভাবেই জীবন বয়ে চলে আর সময় তাতে পথ দেখায় ।

19/01/2022

জীবন যখন হয়ে ওঠে দুঃসহ
মানুষ তখনই ছন্দ হারায়।

05/01/2022

আকাশের মনটা আজ
বেজায় অশান্ত,
হয়তো মনটা তার ভারাক্রান্ত।
জানি না কেন,
আমার মনটা আজ পরিশ্রান্ত।

05/09/2021

যদি বলি ভালোবাসতে বাসবে কি তুমি ,
বলি যদি কাছে আসতে আসবে কি তুমি ,
যদি কখনো হাতটা ধরতে বলি তবে কি ধরবে!
তাহলে উত্তর কি পাবো না আজও!!
না আজও চুপ করেই থাকবে ।

~ দীপ্ত পাল

01/09/2021

সেই ঘর টা কি তুমি হবে,
যেখানে ফিরে এলে শান্তি লাগে |


17/08/2021

আমি তোমায় বাসি না ভালো ।
ভালোবাসা যায় হয়েই,
তুমি আমায় থাকো না ভুলে,
ভুলে থাকা যায় হয়েই ।

01/08/2021

কোনো এক নির্দিষ্ট মানুষের
মুগ্ধতায় আটকে গেলে,
পরে আর কাউকেই তেমন
ভালো লাগে না ।

04/07/2021

সে ছিল নিরুদ্দেশ,
খুঁজেছিলাম তাকে
দাঁড়িয়ে তার মনের চৌকাঠে
তবে ভিতরে প্রবেশ বারণ ।

Kash ye mehfil or lamhein hi na hota, To life kitna asan hota, To kya hualamhe hain samne chalo chalein unke sath, Time ...
17/06/2021

Kash ye mehfil or lamhein hi na hota,
To life kitna asan hota, To kya hua
lamhe hain samne chalo chalein unke sath, Time to go 👍

16/06/2021

Some times its hurts very much when you just remembering the things those are already happened to you,but friend the fact is that this is life.
In one life you will come across with many people and obviously some of theirs memories will stay in your heart for a long time.
So I think it's time to overcome from those memories and good times that is already passed and also it's time to move forward by steping slowly and slowly and live a good life and forgot everything that is happened.👍🙂

এসেছিলাম ভালোবাসার এই শহরেঅজানা এক হৃদয়ের সন্ধানেতবে হৃদয় টা খুঁজে পাওয়া গেলেওবাস করা সেখানে হয়ে ওঠে নি আমার,কোনো অজানা ...
03/06/2021

এসেছিলাম ভালোবাসার এই শহরে
অজানা এক হৃদয়ের সন্ধানে
তবে হৃদয় টা খুঁজে পাওয়া গেলেও
বাস করা সেখানে হয়ে ওঠে নি আমার,
কোনো অজানা এক কারণে,
কারণটা আজও অজানা ।

©দীপ্ত পাল 😊

01/06/2021

একটা হ্যা র অপেক্ষায়,
রাত কেটে যাবে এভাবেই,
বিভ্রান্তিই আছে এখন আমার সাথে ,
ঘুম তো আর আসবে না এখন,
ভোরের সেই কিরণ জানি না,
কোন খবর বয়ে নিয়ে আসবে,
রিমঝিম বৃষ্টির তালে গুন গুন করবে !!
নাকি তৃষ্ণা টা অতৃপ্তই থেকে যাবে 🤔

নিখুঁত একটা মাত্র হাসির জন্য,মানুষকে চোখের ক-ফোঁটা জলখরচ করতে হয়,সে খবরটা তো কেউ জানে না।যাদের হাসি সুন্দর, দেখলেই মন ভ...
31/05/2021

নিখুঁত একটা মাত্র হাসির জন্য,
মানুষকে চোখের ক-ফোঁটা জল
খরচ করতে হয়,সে খবরটা তো কেউ জানে না।
যাদের হাসি সুন্দর, দেখলেই মন ভরে যায়,
তাদের ক্রন্দনরত অবস্থার চেহারা দেখলে মনে হবে,
ওই দুই চেহারা সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষের।

সবাই দেখি সুখ খুঁজে বেড়ায়,কেউ ই ব্যাথা চায় নাতবে বৃষ্টি ছাড়া তোরংধনু দেখা সম্ভব নয় ।
31/05/2021

সবাই দেখি সুখ খুঁজে বেড়ায়,
কেউ ই ব্যাথা চায় না
তবে বৃষ্টি ছাড়া তো
রংধনু দেখা সম্ভব নয় ।

30/05/2021

একটা হ্যা র অপেক্ষায়,
এভাবেই রাত কেটে যাবে,
বিভ্রান্তিই শুধু আছে এখন আমার সাথে,
ঘুম তো এখন আর আসবে না,
ভোরের সেই কিরণ জানি না,
কোন খবর বয়ে নিয়ে আসবে ।
রিমঝিম বৃষ্টির তালে গুন গুন করবে নাকি
তৃস্না টা অতৃপ্তই থেকে যাবে ।

আচ্ছা তুমিশিমুল তুলো কি দেখেছো কখনো !!!তোমাকে আমার অনেকটা সেই শিমুল তুলোর মতোই লাগে,এখন তোমার মনে হতেই পারে, মানুষ আবারক...
28/05/2021

আচ্ছা তুমি
শিমুল তুলো কি দেখেছো কখনো !!!
তোমাকে আমার অনেকটা সেই
শিমুল তুলোর মতোই লাগে,
এখন তোমার মনে হতেই পারে, মানুষ আবার
কিভাবে তুলোর মতো সুন্দর হয়!
কি ঠিক বললাম তো!!!
আমার তো এমন টাই মনে হয়,
তোমার টা জানি না।

26/05/2021

দিন কেটে যায়,
শ্রাবনের আঁধারে মিশে বর্ষাও কেটে যায়,
পথের দিকে তাকিয়ে থেকে
বেলা বয়ে যায়

তবু সে তো আসে না,
প্রেম আসে না,
আমার এ কী জীবন!
হায়, এ-ই কি জীবন?

যেন চিনি না ভুলেও...কার এ জীবন,
এ কে করে যাপন!

যার নেই কোনও রঙ কোনও ঢং ।
কাটে একঘেয়ে রোজ!
এ-ই কি জীবন? আমার সাধের জীবন?

আমার কিছুই নেই যেখানে,
সে আমার হয় কী করে?
এরই নাম জীবন বুঝি?

জীবন শুধুই ছন্দ হারায়...
তবু ছন্দ খুঁজে বাঁচাই জীবন!

25/05/2021

কিছু না বলা কথা,
কিছু না বোঝাতে পাড়া অনুভূতি,
কিছু বুঝেও না বোঝা,
কিছু ভাবনা কে আড়াল করা,
কিছু স্মৃতিকে ভোলার চেষ্টা,
কিছু দেখেও না দেখা,
কিছু শব্দের খেলা,
সব কিছুর সাথে মিলেমিশে যেন
এক আশ্চর্য সময় কাটছে ।

24/05/2021

শ্রাবনের শেষে বর্ষা চলে যাচ্ছে
মন আমার কেন ভয় পাচ্ছে !
হটাৎ যেন হারালে কোথায়
শান্তি যেন আসে না এখন
সেতো আমায় মুখে বলে না।
ভালো কতটা বাসি
সে তো বুজতে পারে না ।
থাকবো না যখন বলো,
তখন কি আসবে!
কিন্তু সেতো আমায় মুখে বলে না।

24/05/2021

আজ এই
ঘন ঘন বৃষ্টি মুখে, শ্রাবন আঁধারে
দেখতে তোমায় বড় ইচ্ছে করে ।



22/05/2021

পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছে। আপনি পৃথিবীর প্রত্যাকটা মানুষকে খুশি করতে পারবেন না। যারা আপনার ভালোবাসার মানুষ যারা আপনার ভালো চায় তাদের কথাই ভাবুন। আর সবার কথা ভেবে আপনার কোন লাভ হবে না। সবাই স্বার্থ ফুরালেই চলে যাবে। কিন্তু দিন শেষে পাশে থাকবে সেই মানুষগুলো যারা আপনাকে সত্যি ভালোবাসে। শুধু আপনার সেটা বুঝে নিতে হবে। আর কে কি বলল কে কি ভাবলো কে আপনার খবর রাখলো না রাখলো এই আশা করে কোন লাভ নেই। আপনাকে যে যেরকম গুরুত্ব দেয় আপনিও ঠিক সেই ভাবেই দেন। 😊 এটাই করণীয় ।

20/05/2021

একটা হাসি! জানি না,
আছে কি লুকানো তাতে,
মুগ্ধ হই আমি দেখি যতবার
নিস্তব্ধ হয়ে উপভোগ করি
বিস্ময়কর সেই হাসিটাকে, তখন যেন
হাসিটা কে ঘিরে চারিদিকে,
বিরাজ করে এক নিরাবতা,
আর তার সেই মুগ্ধ করা হাসির মধ্যে দিয়ে
আমি এগিয়ে চলি এক অজানা গন্তব্যে ।



আজকাল অচেনা হতে ইচ্ছে হয় খুব,চারদিকের চেনা মানুষদের মধ্যে,হারিয়ে যাওয়ার ইচ্ছে আমার ।সেই অচেনা শহরে ধরা দেবো নাহয় নতুন ভা...
19/05/2021

আজকাল অচেনা হতে ইচ্ছে হয় খুব,
চারদিকের চেনা মানুষদের মধ্যে,
হারিয়ে যাওয়ার ইচ্ছে আমার ।
সেই অচেনা শহরে ধরা দেবো
নাহয় নতুন ভাবে নতুন রূপে,
যেখানে না থাকবে কিছু হারানোর ভয়,
আর না থাকবে কিছু পাওয়ার ইচ্ছা
শুধু জীবন চলতে থাকবে এক
নদীর মতো অনন্তহীন গতিতে ।



17/05/2021

স্থির তো আমি তখন ই
হয়েছিলাম, যখন বুঝেছিলাম
যে পাওনা টা ছিল
তা হয়তো আর পাওয়া হবে না ।

16/05/2021

অপ্রাপ্তি যেন করে আমায় পরিতৃপ্ত,
জানি কখনোই সে হবে না আমার
তবুও ভেবেই ফেলি বারংবার
কোনো অনুভূতির গভীরে যেতে চাই না
যেখানে থমকে যায় জীবন টা🙂

12/05/2021

আজও কত চিঠি কত খাম,
হাওয়ায় উড়িয়ে দিলাম
ঠিকানাটা হারালো যে কই?
ভেতরে কি লেখা ছিল তা,
ধুলো জমা স্মৃতি, হাহাকার!
জানা হবে না তা কখনোই

07/05/2021

কাজল কালো দুটি চোখে 😌
সে যখনই আমায় দেখে,
পরে না চোখে তে পলক 👌
তার আসে না কথা মুখে ।

সংগৃহীত ।

ঠিক সন্ধ্যে নামার মুখে, তোমার নাম ধরে কেউ ডাকে 😌
03/05/2021

ঠিক সন্ধ্যে নামার মুখে,
তোমার নাম ধরে কেউ ডাকে 😌

03/05/2021

বুজতে পারলে
খুঁজতে চাইবে,
তবু খুঁজে নাহি পাইবে ।


03/05/2021

শিমুল তুলো দেখেছো কি কখনো!!!
তোমাকে আমার অনেকটা
শিমুল তুলোর মতোই লাগে 👌
বাইরে থেকে যেমন সরস
ভেতর থেকেও তেমন নরম।

15/04/2021

বর্ষার আগমন বার্তা
2021 এর প্রথম বজ্র বিদ্যুৎ

আচ্ছা মনে কি পরে!!!!ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়াশুনা করতাম তখন কখনো কখনো আমাদের শিক্ষকরা আমাদের আঁকতে দিতো আর বলতো তোমাদ...
05/04/2021

আচ্ছা মনে কি পরে!!!!

ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়াশুনা করতাম তখন কখনো কখনো আমাদের শিক্ষকরা আমাদের আঁকতে দিতো আর বলতো তোমাদের যা ইচ্ছা হয় মন মতো আঁকো ।

সবার কথা আমি জানি না কিন্তু আমাকে আঁকতে বলা হলে মাথায় প্রথম আসতো একটা পাহাড় যার উপর থেকে পাহাড়ের গাঁ বেয়ে নিচের দিকে নেমে গেছে একটা নদী আর নদীর পাশে একটা খড়ের ছাউনি দেওয়া ঘর । ঘরের আশেপাশে রয়েছে কিছু সবুজের বৈচিত্র যা পরিবেশ টাকে আরও মনো মুগ্ধকর করে তুলেছে । নদীর উপর একটা নৌকো বাধা খুটির সাথে দড়ি দিয়ে, কিন্তু নৌকোর মাঝি কে দেখা যাচ্ছে না আশেপাশে, চারদিকে যেন কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে ।

আর আমি তাই আঁকতাম, কি দারুন আর বৈচিত্রময় ছিল সেই দিন গুলো ভাবলেই যেন হারিয়ে যাই আবার ❤🙂।

©দীপ্ত পাল

31/03/2021

তোমার হাত টা ধরে
রাতে কোনো এক নদীর পাশে বসে
তোমার সাথে একাকিত্বের সঙ্গী
হওয়ার খুব ইচ্ছা আমার
নদীর স্রোত সময় টাকে
আরও স্নিগ্ধ আর মনোরম করে তুলবে
এ যেন অন্য এক অনুভূতি
সাক্ষী হবে কি তুমি!!!!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipta Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share