kahdija

kahdija Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kahdija, Digital creator, .

06/11/2023

একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"

১. ৪ হাজার দিনার সদকা করবে।
২. একটি কুরআন খতম করবে।
৩. জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪. দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫. একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।

হযরত আলী (রাঃ) তখন বললেন "হে রাসূলুল্লাহ! এটা তো মনে হচ্ছে অসম্ভব,আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?

তখন হযরত মুহাম্মদ (সাঃ) বললেন:

১. "সূরা ফাতিহা ৪বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে"

২. "সূরা ইখলাস ৩বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে"

৩. "তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

৪. "যেকোনো ইস্তাগফার বা আস্তাগফিরুল্লাহ ১০বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"

৫. "সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে"

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে বোঝার জন্য উত্তম তৌফিক দান করুন আমীন।

04/11/2023

শাশুড়ী দের জন্য তো বৃদ্ধাশ্রম থাকে,
কিন্তু যেসকল বউরা শশুরবাড়ি +বাপেরবড়ি দুই জায়গারই বোঝা তাদের কিসের আশ্রম থাকে?
কেউ কি জানেন?কোন পাপের ফল হিসেবে তাদের এই কষ্টর দিনগুলো পার করতে হয়?

29/10/2023

শিক্ষিত মানুষকে যে কেউ চাইলে ঠকাতে পারে কিন্তু বুঝদার মানুষকে কেউ ঠকাতে পারেনা।সময় থাকতে বুঝদার হয়ে যান।

25/10/2023

নারীরা জীবনের একটা সময়ের পর
প্রচণ্ড কঠিন মনের মানুষ হয়ে যায়।
তারা কতখানি আঘাত সহ্য করে পাথর হয়
তা কেউ কখনো জানতেও পারে না।

লেখা: মাহবুব সরদার সবুজ

24/10/2023

#রাব্বির_হাম_হোমা_কামা_রাব্বায়ানি_সাগিরা।

আজ আমার মমতাময়ী মায়ের ১ম মৃত্যু বার্ষিকী ।
মৃত্যু হলো মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টকর।
আজ এই দিনে আমার মমতাময়ী মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন,
মহান আল্লাহ তায়ালার ডাকে পরপারে ।
মায়ের অনুপস্থিতি কতটা কষ্ট দায়ক সেটা যার মা নেই সেই বুঝে।
#আমার_প্রতিটি_মোনাজাতে_মা_তুমি_আছো ,
যত দিন আমি পৃথিবীতে আছি। সবাই মার জন্য দোয়া করবেন।
মায়ের মৃত্যু বার্ষিকী ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া মানে,
কিছু নিজের আপনজন কে মনে করিয়ে দেওয়া,
আজ মায়ের মৃত্যুবার্ষিকী আজ মা কে খুব বেশি মনে পড়ে ।
হে দুজাহানের মালিক ,
হে পরওয়ার দিগার
হে আল্লাহ আপনি আমার মমতাময়ী মা কে
জান্নাতুল ফেরদাউসের উচ্চু মাকাম দান করুন [আমিন]

আজ  ২৫ অক্টোবর ২০২৩ ইং আজকে আমার মায়ের ৭তম মৃত্যু বার্ষিকী!😢ঠিক আজকের এই দিনে  আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই একজন ম...
24/10/2023

আজ ২৫ অক্টোবর ২০২৩ ইং আজকে আমার মায়ের ৭তম মৃত্যু বার্ষিকী!😢
ঠিক আজকের এই দিনে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই একজন মানুষের অভাব জীবনের বাকি সব কিছু দিয়েও পূরণ হচ্ছে না। চারপাশে এতো মানুষ, সব থেকেও যেন কিছুই নেই আমার। আমি স্বপ্নেও ভাবিনি আমার মায়ের এমন করে এতো তারাতাড়ি চলে যাবে আমাদের ছেড়ে। মায়ের অনুপস্থিতি কত কষ্ট দায়ক সেটা হাড়ে হাড়ে বুঝতেছি।
এই অনুভূতি এই কষ্ট টা আমি এক আল্লাহ ছাড়া কাউকে বলতে পারিনা। মনে হয় আমি একবার জড়িয়ে ধরে ওই হাসিমাখা মুখটাকে দেখার বিনিময়ে এই দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারতাম!
মায়ের মৃত্যু বার্ষিকীতে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া মানে কিছু নিজের আপনজনকে মনে করিয়ে দেওয়া,
আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য🤲
আমার প্রতিটি মোনাজাতে মা থাকবে, যত দিন আমি পৃথিবীতে আছি।
হে মহান আল্লাহ তুমি আমার -মা- সহ সকল মৃত মায়েদের কে জান্নাতুল ফেরদৌস দান করো। 🤲

“ রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা”

আমীন🤲

22/10/2023

--আপু পূজার দাওয়াত দিতে আসলাম
আপনাকে কিন্তু যেতেই হবে❗

-আরে বোন বসুন আজকে গরু রান্না হয়েছে খেয়ে যাবেন❗

-না বোন এইটা কি করে হয় গরু আমাদের মা হয় আমি আমার মাকে কি করে খাই বলেন❓

-আপনার পূজায় গেলে আমার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে সেখানে আমি কি করে যাই বলেন❓

ধর্ম যার উৎসব তার❗

ইসলামে মূর্তি পূজা হারাম, স্পষ্ট কুফরী, কোন মুসলমান মূর্তি পূজার উৎসবকে উইশ করতে পারে না,!!

(কুফরীকে উইশ করার অর্থ কুফরীকে সমর্থন করা)

"পূজা"
যেখানে ভয়ংকরতম পাপ শিরক করা হচ্ছে। আমার আল্লাহ কে অপমান করা হচ্ছে আর তুমি সেটা দেখতে গিয়েছো ,দেখে আনন্দ পাচ্ছো।

তোমার হৃদয়টা ফেটে যাচ্ছে না?

এর দ্বারা এটা প্রমাণ হচ্ছে যে, ঈমানের যে দাবি তুমি করছো, তার কিছুই তোমার মধ্যে নাই।

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক! 🤲

20/10/2023

দাজ্জাল,জিন, কারিন-

মানব ইতিহাসে সবচেয়ে বড় ফেতনা হল দাজ্জাল।

তার একটা ফেতনা হল- তার সময় জিনরা মৃত ব্যক্তির ছদ্মবেশ নিবে ফলে স্বজনরা ভাববে দাজ্জাল তাকে জীবিত করেছে তাই তাকে রব মনে করে সিজদাহ্ দিবে (আল ফিতান)। আলেমদের অভিমত দাজ্জাল কারিন নামক জিন দ্বারা এটা করবে।

এছাড়া বদর যুদ্ধের পূর্বে শয়তান সুরাকার ছদ্মবেশ নেয় আর হিজরতের পূর্বে নজদের বৃদ্ধের বেশ ধরে। শয়তান কোরাইশদের সকল গোত্র হতে কিছুলোক মিলে রসুলকে (সাঃ) হত্যা করার পরামর্শ দেয়, তাহলে বনু হাশেম সবার সাথে লড়াই করতে পারবে না৷

তাহলে রক্তপন দিয়েই বনু হাশেমকে শান্ত করতে পারবে (সীরাতে ইবনে হিশাম, আর রাহিকুল মাখতুম)।

আজও সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে কাফের জোট ঐক্যবদ্ধ হয়ে এজন্য আক্রমন করে কারণ মুসলিমরা প্রত্যেক দেশের সাথে লড়তে পারবে না। আর মুসলিমদের ধোকা, মিথ্যে সান্তনা দিতে শরনার্থী শিবির খুলে খাদ্য, ত্রাণ দেয়, অথচ তা মুসলিমের সম্পদ হতে লুণ্ঠিত সম্পদের সামান্য মাত্র। প্রতিটা মানবশিশু জন্মের পর পরই তার সাথে কারিন বা সঙ্গী জিন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত ভিন্ন হয় না। অনেক আলেমের অভিমত- মানুষ মারা গেলেও তার কারিন অনেক বছর জীবিত থাকে।

কারিনের চেহারা তার সঙ্গী মানুষটার মত, মানুষ পাপ করলে তার কারিন শক্তিশালী হয় আর নেক আমল করলে দুর্বল হয়ে যায়।

রসুল (সাঃ) বলেন- “তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর (কারিন) শয়তান নিযুক্ত করে দেয়নি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেনঃ আপনার সাথেও কি হে আল্লাহর রসুল? তিনি বললেনঃ আল্লাহ তায়ালা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। ফলে সে ইসলাম গ্রহন করেছে আর আমাকে ভালো কাজেরই পরামর্শ দেন।” (সহীহ মুসলিম)।

এছাড়া কুরআনে বর্নিত আছে- “তার কারিন বা সঙ্গী শয়তান বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ বলবেন আমার সামনে বাকবিতণ্ডা করো না। আমি তো পূর্বেই তোমাদের আজাব দ্বারা ভয় প্রর্দশন করেছিলাম।” (সুরা ক্বাফ -২৭-২৮)।

যেহেতু সে আমাদের সাথে থাকে, আমাদের অতীত, বর্তমানের অনেককিছু সে জানে ও আমাদের আলোচনা শুনতে পায়, দেখতে পায়। ধরুন, আপনি কোন একটা জিনিস হারিয়ে ফেলেছেন বা মিলানো হিসাব ভুলে গেছেন, আপনি সালাত পড়তে গেলে সে মনে করিয়ে দিবে অন্তরে অসওয়াসার মাধ্যমে যেন সালাত বিঘ্নিত হয়। হয়তো আপনি কোন মেয়েকে পছন্দ করেছেন সে দেখেছে ক্ষনে ক্ষনে আপনাকে মেয়েটার কথা স্মরন করিয়ে দিবে যেন পাপে লিপ্ত হন। তারচেয়ে মারাত্মক হল কারিনের মাধ্যমে গণক, খোনাররা অনেক কারসাজি করে।

যখন কেউ গণক, খোনারের কাছে যায় গণক, খোনার তার কারিনের মাধ্যমে উক্ত ব্যক্তির কারিনের নিকট হতে কিছু তথ্য জেনে নিবে তা বলে চমকিয়ে দিবে, ভক্ত বানাবে এরপর ভবিষ্যৎ বিপদ আপদ বা কোন প্রাপ্তির লোভ দেখিয়ে কুফর, শিরক করাবে ও অর্থ হাতিয়ে নিবে। আর এসব তারা সোলাইমান (আঃ) এর বিদ্যা বলে প্রচার করলেও কুফর, শিরক জঘন্য পাপ ছাড়া শয়তান সাহায্য করে না। যেমন শয়তানকে সিজদাহ দেওয়া, কুরআনকে ময়লায় ফেলা, মহররম বা শিশুর সাথে সহবাস এসব ছাড়া জ্বিন সাহায্য করে না।

ইহুদিরা কাবালাহ, অফ্রিকায়, মিশর, ব্যবিলনে কালোজাদু নামে হাজারও বছর ধরে এগুলো করে আসছে। আল্লাহ বলেন- “তারা বরং সেগুলো অনুসরণ করত, যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান (আঃ) কোনদিন কুফরী করেনি, বরং শয়তানগুলো কুফরী করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল (ব্যবিলিয়ন) শহরে পাঠানো হারুত ও মারুত যা দিয়ে পাঠানো হয়েছিলো তা শিখিয়েছিল, আমার পরীক্ষার জন্য, কাজেই তোমরা কুফরী করো না। এরপরও তারা শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর বিচ্ছেদ ঘটাত। অথচ তারা কোন ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া।”(সুরা বাকারহ-১০২)। এই কাজগুলো যারা করে এসব খোনার, গণক কাফের হয়ে যায় কারণ কুফরী ছাড়া শয়তান সাহায্য করে না, আর আল্লাহর বদলে শয়তানের সাহায্য চাওয়া কুফরী। আবার এমনও হয় শয়তান জিন কোন বাসায় বা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে সে বাসায় বাইবেল বা কোন কুফরী গ্রন্হ বা কাজ করলে সে চলে যায়। ক্ষতি, ভয় দেখানো এজন্য বন্ধ করে যেন ভুক্তভোগী মনে করে- বাইবেল বা অমুক ধর্ম সত্য, এভাবে ঈমানহারা করে বা ভুল ধর্মে অটল রাখে। আবার চাইলে যেকোন সময় ফিরে আসতে পারে, পক্ষান্তরে কুরআন দ্বারা রুকইয়া করলে আল্লাহর সাহায্য চাওয়া হয়, তিনিই নিরাপত্তার ব্যবস্হা করেন। অনেক পীর, পুরোহিত, তান্ত্রিককে দেখবেন তার ভক্তরা সিজদাহ্ দিতে। মূলত তারা শয়তান/ জিন পূজারী, তাদের ভিতর থাকা কারিন জিন খুশি হয়। সে ভাবে তাকে সিজদাহ্ দেওয়া হয়েছে।

রসুলুল্লাহ (সাঃ) বলেন- “তোমাদের কেউ যখন সালাত পড়ে, তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। যদি সে অস্বীকার করে তবে সে যেন তার সাথে লড়াই করে। কেননা তার সাথে তার সঙ্গী (কারিন) শয়তান রয়েছে।” (মুসলিম -৫০৬)। কারিন ওয়াওয়াসা দিবেই তবে কারিনকে দুর্বল করতে হলে রসুলের (সাঃ) সুন্নাহ অনুযায়ী চলতে হয়, পাপ করলে সে শক্তিশালী হয়।

রসুল (সাঃ) বলেন- “মানুষের সাথে শয়তানের সম্পর্ক থাকে, ফিরিশতাদের সম্পর্ক থাকে। শয়তানের সম্পর্ক হল মন্দের দিকে প্ররোচিত করা ও সত্যকে মিথ্যা বানানো এবং ফেরেশতাদের সম্পর্ক হল সৎকাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া ও সত্যকে স্বীকার করা। আর যে ব্যক্তি এটা বুঝতে পারবে (সে ফেরেশতা দ্বারা উপকৃত হয়েছে) তাহলে তার উচিত এটাকে আল্লাহর বিশেষ দান মনে করা, আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তির অবস্থা এর বিপরীত হবে, সে যেন শয়তানের অনিষ্ট হতে আল্লাহর আশ্রয় প্রার্থণা করে। এরপর রসুল (সাঃ) এই আয়াত পড়েন- ‘শয়তান তোমাদের দারিদ্র্যতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদের তার পক্ষ হতে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্য্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারাহ -২৬৮)” (তিরমিজি ২৯৮৮)।

16/10/2023

আমার অতীত?
সে তো ঘোলাটে কাঁচের দেওয়ালের মতো,
সেটা জেনে কি করবেন..!
সেটা তো আস্তাগফিরুল্লাহ ছাড়া কিছুই নেই।

আমার বর্তমান.?
সেটা ঝাপসা আলোর মতো,
সে-তো আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছুই নেই..।

আমার ভবিষ্যৎ..?
সে-তো স্বপ্ন বিহীন,
যেখানে প্রতিটা মুহূর্ত ইন শা আল্লাহ তে নিমজ্জিত থাকে....।

হে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে আপনার সাক্ষাতে লাভের জন্য, আমাদের কে আপনার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে নিন। আমিন ইয়া রাব্বুল আল-আমীন

16/10/2023

বাবার টাকা না থাকলে সন্তান সবার কাছে অবহেলিত

16/10/2023

"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)

❝আল্লাহর পক্ষ হতে সাহায্য ও আসন্ন বিজয় এবং (হে রাসূল!) আপনি মুমিনদেরকে (এর) সুসংবাদ শুনিয়ে দেন।❞ - (সূরা সফ : ১৩)।

15/10/2023

আমার প্রতিটা বেদনায় আমি আমার মায়ের গন্ধ পাই....💔

11/10/2023

আমি এক অন্ধ ব্যক্তির সাথে খেতে বসলাম কুমিল্লায়। হঠাৎ কারেন্ট চলে গিয়েছে। আমরা চিল্লাপাল্লা করছি তারাতাড়ি বিদ্যুৎ দিচ্ছে না কেনো।

পাশে থেকে অন্ধ ব্যক্তি বললো হুজুর,দুই মিনিট কারেন্ট না থাকায় আপনারা এতো চিল্লা পাল্লা করছেন। আমি ৪২ বছর চোখে দেখি না।

৪২ বছর আমার লাইফে কারেন্ট নেই আমার কতটুকু চিল্লানো দরকার। আপনাকে আরেকটা কথা বলি- আপনারা স্বপ্নেও অনেক কিছু দেখেন, দিনে যেমন স্পষ্ট দেখেন, তেমনই দেখেন। কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্নেও কিছু দেখি না। শুধু আওয়াজ শুনি। এই যে চোখ আল্লাহ দিয়েছেন, আপনি দেখতে পারছেন এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না।

~মুফতি আমির হামজা

#আলহামদুলিল্লাহ 😓

09/10/2023

"আল-আ'কসা আমাদের প্রথম কিবলা, এটি ইসরা ও মি’রাজের স্মৃতি বিজরিত পূণ্যভূমি। আল-আ'কসার প্রতি ভালবাসা স্থাপন আমাদের ইমানের অংশ, আমাদের ইবাদাতের অংশ। আল-আ'কসা দখলদারদের হাতে ছেড়ে দেয়া আল্লাহ, রাসুল সা. ও পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে প্রতারণা।

দোয়ায় বলতে থাকুন, হে আল্লাহ!
আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন। আমিন।"

#আকসা_আমাদের

09/10/2023

আমার নিজের কোন ক্ষমতা নেই সবসময় আল্লাহর
উপর ভরসা রাখি🖤

08/10/2023

যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ বেশি পরিমাণে চায়, সে যেন বলে— “আল্লাহুম্মাগফির লিল-মু’মিনীনা ওয়াল-মু’মিনাত”। কারণ এটা বললে তার জন্য এত নেকী লেখা হবে যার কোনো সীমা নেই, মানুষের চিন্তা যে নেকীর কথা কল্পনাও করতে পারে না। আর আল্লাহর অনুগ্রহ তো বিশাল!
- ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ)
[তুহফাতুয-যাকিরীন: ৩৮০]

বতর্মান অবস্থা🤔
08/10/2023

বতর্মান অবস্থা🤔

 #আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো এ...
07/10/2023

#আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।

আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।

ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যন্ত্র সব ছেড়ে মরে যাবে।

আপনি নিজেকে শান্ত্বনাও দিতে পারবেন না,কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো মরছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না সিউর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।😔

05/10/2023

কিছু মানুষ শুধু দু'হাত ভরে নিতেই জানে, দিতে জানে না কানাকড়িও, যেকোনো সম্পর্কে এরা শুধু নিজের পাওয়ার অধিকারটাই বুঝে, কাউকে কাউকে যে দিতেও হয়! সে বেলা এদের বি'বেক, বু'দ্ধি, জ্ঞা'ন সবই ঘু'মন্ত;

এই ধারার সব মানুষ গুলোকে যে এক নামে ডাকা যায়, তা হচ্ছে-- 'স্বা'র্থ'প'র', স্বা'র্থ'প'র মানুষ গুলো শুধু নিজেরটুকুই ষোলো আনা বোঝে, অন্যেরটা এরা এক আনাও বোঝে না;

স্বা'র্থ'প'র মানুষ গুলোকে আপনি আপনার স'র্বস্বটা দিয়ে করার পরেও! তারা ভাববে আপনি কি'প্টা'মি করেছেন, চাইলেই এর চেয়ে আরও ভালো কিছু করতে পারতেন, কিন্তু করলেন না, কারণ আপনার করার মত মন নেই;

স্বা'র্থ'প'র মানুষের জন্য আপনি যতই করেন, তারা আপনার না করাটা নিয়েই হাজার বার কথা শোনাবে, কিন্তু! করাটা নিয়ে হাসি মুখে একবার ধন্যবাদও জানাবে না;

স্বা'র্থ'প'র মানুষ নিজের স্বা'র্থ হাসিল করার জন্য, এক মিনিটেই যেমন আপনার আপনজন হওয়ার দ'ক্ষ অ'ভিনয় করবে, ঠিক তেমনি স্বা'র্থ হাসিল হয়ে গেলেই চ'র'ম আ'ঘা'ত করে কে'টে পড়তেও এরা দু'মিনিট সময় নিবে না, আসলে এরা কখনোই কারোর আপনজন হয় না, জীবনের প্রতিটি বাঁকে এরা শুধু আপনজন হওয়ার নাটক করে যায়, কিন্তু আপনজন আর হয়ে উঠতে পারে না কারো, কারণ! স্বা'র্থ'প'র মানুষ আর যাইহোক কখনোই কারো আপনজন হয় না।স্বা'র্থ'প'র মানুষ কখনোই কারো আপনজন হয় না

05/10/2023

প্রত্যাশা এবং যোগ্যতার চেয়ে কারো প্রাপ্তি যখন বেশি হয়ে যায়, তখন দুটো ব্যাপার ঘটে।

১. এই প্রাপ্তি তাকে আরো বেশি বিনয়ী করে, কৃতজ্ঞ করে তোলে এবং তার প্রাপ্তি আরো বাড়তে থাকে।

অথবা,

২. এই প্রাপ্তি তাকে অহংকারী বানায়, অকৃতজ্ঞ করে এবং তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়।

05/10/2023

একজন সন্তান মাকে যতোই কষ্ট দেক না কেন। সেই মা কখনো সন্তানের কষ্ট নিজের মনে ধারণ করেন না। বরণ সেই কষ্টকে ভালোবাসা দিয়ে পূরণ করে দেয়। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলাবার নয়। একজন মা মারা গেলে সেই ভালবাসার অপূর্ণতা রয়েই যায় একজন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। মায়ের মর্যাদা সীমাহীন মর্যাদা।

05/10/2023

আপনি খুব নরম মনের মানুষ। অল্প আঘাতেই ভিষণ কষ্ট পান। সবার সঙ্গে হাসি খুশি ভাবে মিশতে পছন্দ করেন। কেউ আপনার সাথে একটু মিষ্টি কথা বললে আপনার মন গলে যায়। আপনি অল্পতেই সবাইকে আপন ভাবতে শুরু করেন। কিন্তু দিন শেষে দেখা যায়, কেউ আপনাকে আপন ভাবে না। বরং আপনার এই সরল তাকে তারা সস্তা ভাবে!আপনাকে দুঃখ কষ্ট দেয়। আপনাকে ছেড়ে যায়। কিন্তু আপনার হৃদয় নরম তাই তাদেরকে ক্ষমা করে দেন সহজেই। এইসবে আপনার কষ্ট লাগতে পারে। কিন্তু আপনার জন্য সুসংবাদ রয়েছে।
রাসুলুল্লাহ(স:) বলেছেন: প্রত্যেক নরম হৃদয়,, ভদ্র ও মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম” (মুসনাদে আহমদ-৩৯৩৮) আলহামদুলিল্লাহ❤️

05/10/2023

একটি সুন্দর হাদিস পড়লাম আজ।

ধরুন কেউ আপনার সামনে গীবত করলো।
আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

রাসুল ﷺ বলেন,
مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ
يُعْتِقَهُ مِنَ النَّارِ
যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,
ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)



05/10/2023

কিছু মানুষ মিথ্যে কথা খুব কনফিডেন্স এর সাথে বলে, সহজ সরল মানুষরা তা বিশ্বাস করে।এই ধরনের মানুষ খুব ভয়ানক, যার মিথ্য ধরা কঠিন🙈

04/10/2023

এক সময় অধৈর্য্য হয়ে চোখে পানি আসে ঠিকই, কিন্তু পরিস্থিতি মেনে নিয়ে একটা লম্বা নিশ্বাস নিয়ে চোখের পানি, চোখে শুকিয়ে ফেলার নামই হয়তো ম্যাচিওরিটি 😊💔

02/10/2023

নারীদের হৃদয় নরম, সহজেই আঘাত পায়!প্রকৃত পুরুষ কখনোই নারীকে কাঁদায় না! ইসলামে পুরুষই নারীর অভিভাবক!! 🌸

[ সূরা নিসা - ৪:৩৪ ]

02/10/2023

মেয়েদের মন শুরুতে কঠিন থাকে না,
যখন তারা পরিস্থিতির স্বীকার হয়ে-
ধৈর্যের বাঁধ ভেঙে যায়! তখনি মেয়েরা
কঠিনতম পাষাণ হৃদয়ের হয়ে উঠে।

লেখা: মাহবুব সরদার সবুজ

02/10/2023

যখন আল্লাহ তায়ালা রাগান্বিত হয়ে বলবে চুপ করো..!!! আজকে আর তুমাদের কোনো কথা শুনা হবে না...!!!

যখন শরীরের প্রত্যক অঙ্গ-প্রত্যঙ্গ বলা শুরু করবে আমার দ্বারা এই এই খারাপ কাজ করানো হয়েছে ,,,
হে আমার প্রভু!! শরীরের কোনো হক আদায় করেনি ধরুন এই নাফরমান কে,, শিকলে বেদে নিক্ষেপ করুন ভয়ংকর আগুনে😥
আল্লাহ "!!!!!! আল্লাহুমা আজিরনি মিনান্নার 😞🙏

"নামায কেনো পড়তেই হবে?""ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম  ছাড়াই নামায পড়ুন...
28/09/2023

"নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।
* সংগৃহিত
----------------------------
*** নামাজ : কোনো বিকল্প নেই..!!

28/09/2023

“স্বামী ভালো না,শ্বশুরবাড়ির লোকজনের থেকে প্রতিনিয়ত খারাপ আচরন সহ্য করতে হয়,নিজের কোনো উপার্জন নেই,বাবার বাড়ি থেকে যে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করবে সেই অপশনও নেই”- এমন অবস্থায় একটি মেয়ের জন্য সবর এবং দুআ করা ব্যতীত অন্য কোনো সমাধান আমার জানা নেই।

যদি শ্বশুরবাড়িতে কোনো সদস্যের সাথে বোঝাপড়ায় ঘাটতি থাকে,মন খারাপ হয়,মনমালিন্য লেগেই থাকে,কটূ কথা শুনতে হয় তবে স্বামীর সাপোর্ট খুব জরুরী হয় সেখানে।
আবার বাবার বাড়ির সাথেও যদি বিয়ের পর ঠিকঠাক বনিবনা না হয়,মা বোন বা ভাইদের সাথে নিজের মত মিলছেনা,আত্মীয়তা টিকিয়ে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে,সেখানেও একমাত্র স্বামীর আচরন-ভালোবাসা-সহযোগিতাই পারে সেই দুঃখ ভুলিয়ে দিতে।

যখন সেই সবচে নির্ভরশীল হওয়া মানুষটাই পক্ষে থাকেনা তখন অন্তত বাবা মায়ের ভূমিকা জীবনে খুব প্রয়োজন হয়ে পড়ে। একটা মেয়ের নিরাপদ আশ্রয়,ভরসার জায়গাই তো হয়ে উঠবে তারা!!

কিন্তু এমন হয়না, কখনো কখনো আমরা বাস্তবতার কাছে খুব বেশি অসহায় হয়ে পড়ি। দেখা যায় বাবা মা বৃদ্ধ,ভাইদের উপরই তারা নির্ভরশীল,বা হতে পারে বাবা মায়ের যথেষ্ট আর্থিক স্বচ্ছলতা নেই তখন তারা আর কি-ই বা করতে পারবে। মেয়ে জামাই পরিবারে নাক গলানোর মতো সামর্থ্য তাদের থাকেনা।তখন না চাইতেও বলে দেয় মানিয়ে নাও।

আমার আসলে জানা নেই এমন প্রশ্নের উত্তরে কি পরামর্শ দিবঃ-“স্বামী হক আদায় করেনা,শ্বশুরবাড়ির অপমান,বাবা নেই বা বাবার বাড়ির সাপোর্ট নেই,নিজেরও কোনো উপার্জন নেই,সন্তানদের নিয়ে এখন আমার কি করা উচিত!”- উত্তর না দিতে পেরে ভীষন কষ্ট পাই।

মানুষ অসহায় হয়েই তো অন্যের কাছে পরামর্শ চায়,ইনিয়ে বিনিয়ে সান্ত্বনামূলক দুচারটা কথা শোনানোও হয়ত সহজ। কিন্তু এই সমাজে একা চলা খুব কঠিন,কখনো কখনো তো অসম্ভবই বটে!আশেপাশে বা নিজের দিকে তাকালে দেখা যায় জীবন কি ভীষণ কঠিন।যদিও ক্ষণিকের দুনিয়া,তবু যেন কষ্টে ভেতরটা কখনো কখনো শেষ হয়ে যায়-মনে হয় এ জীবন বুঝি আর শেষ হবার না।

রব উত্তম বদলা দিন,সবরের প্রতিদান দিন,দুঃখভরা জীবন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোকে সুখী করে দিন-খুব সুখী!!

28/09/2023

রক্তের সম্পর্ক গুলো আজ ভয়াবহ শত্রুতায় পরিনত হচ্ছে।
শুধুমাত্র ধনসম্পত্তি আর অতিরিক্ত লোভ-লালসার কারণে।

24/09/2023

সবাই সবকিছু পারে না
যারা ভাবে আমি সব কিছু পারি
তারা আর যাইহোক পারার দলে পরে না।

সবাই সহজ করে ভাবতে পারে না
যারা সহজ করে ভাবতে পারে
তাদের জীবনটা আবার সহজ হয় না।

সবাই অল্পতে খুশি হয় না
যারা অল্পতে খুশি হয়
তাদের কপালে আবার অল্পটাও জোটে না।

সবাই মন খুলে হাসতে পারে না
যারা মন খুলে হাসতে পারে
তাদের হাসিটা আবার অভিনয় ছাড়া কিছুই না।

সবাই মনের প্রেমে পড়তে পারে না
যারা মনের প্রেমে পড়ে
তাদের প্রেম গুলো আবার গুরুত্ব পায় না।

সবাই টাকা-পয়সা, রূ'প-যৌ'বনকে
উ'পে'ক্ষা করতে পারে না
যারা উ'পে'ক্ষা করতে পারে
তাদেরকে আবার সঠিকভাবে কেউ
মূল্যায়ন করতে পারে না।

মানব জীবন ব'ড্ড অ'দ্ভু'ত!
যার আশা যত কম তার পাওয়াটাও ততোটাই কম
আমরা যে যেমন ধারার তার কপালে তার বিপরীত ধারার মানুষটাই জোটে
এমনি করেই পাওয়া- না-পাওয়ার নানান হিসাব ক'ষ'তে ক'ষ'তে জীবনটা যায় কেটে।

"সবাই সবকিছু পারে না"

বড় হওয়ার সাথে সাথে আনন্দ এমনভাবে হারিয়ে যায়🥹
24/09/2023

বড় হওয়ার সাথে সাথে আনন্দ এমনভাবে হারিয়ে যায়🥹

24/09/2023

আমাদের জীবনের কোন নিশ্চয়তা নেই তবুও আমরা ছুটছি তো ছুটছি, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো এটা ভাবার সময়টা পর্যন্ত হয়না আমাদের, খুব ব্যাস্ত আমরা, তাই মৃত্যু এসে আমাদের ঘুম ভাঙিয়ে নিয়ে যায় এক বাস্তবতা তথা কবরের দিকে, তখনই বুঝা যায় কি করেছি, কি করতে এসেছিলাম, আর কি করে দুনিয়া ছেড়েছি, আল্লাহ আপনি মাফ করুন 😓😓

23/09/2023

পুরুষের পাজরের বাঁকা হাড় দিয়ে তার সহধর্মিণীকে তৈরি করা হয়। তা যে পুরুষ আপনার সহধর্মিণীকে খারাপ বলেন, তাহলে বুঝেন আপনার হাড়ের কোয়ালিটি কত খারাপ 😎

collected post

21/09/2023
21/09/2023

কাঁদছো কেন ??
‌অনেক কারণ''
কি সে কারণ??
‌বলতে বারন''
কষ্ট হচ্ছে??
খানিকটা''
আফসোস লাগে??
অনেকটা''
ভালোবাসো??
অনেক বেশি''
একটু হাসো??
পাচ্ছেনা হাসি''
কে সে জন??
নয়তো মহাজন''
বলো কে তবে??
মহান রব''
এসেছো ফিরে??
ছেড়েছি সব ''

তবুও কান্না?? ...... করেছি ভুল''
না জেনে ?? ...... হয়েছি মশগুল''
করোনি তাওবা??.... অনেক বার!!
আবার ভুল??.... বারেবার''
ইচ্ছাকৃত ??......ফাদে পরে!!

আর কেঁদো না /অশ্রু ঝরে।
রব তো আছেই ?? ....জানি সবই''
নিরাশ নাকি ??...... মোটেই না''
ফিরে আসো রবের কাছে।

In sah Allah🤲

19/09/2023

কাকে দেখতে সুন্দর লাগছে , কাকে অসুন্দর লাগছে, কে ওভার ওয়েট , কে চিকন , কাকে কালো দেখচ্ছে আর কাকে ফরসা এইগুলা সব আপনার দৃষ্টি , যা দিয়ে আপনি তাকে জাজমেন্ট করছেন, সব আপনার নিজের ভাবনা ও রুচি। এইগুলো তারাই ভাবে এবং দেখে যাদের প্রকৃতিবাদ এবং শিক্ষা দুটির ই অভাব রয়েছে।

19/09/2023

যারা আপনার কষ্ট বা দূর্বলতাকে বার বার মনে করিয়ে দেয়, অথবা সেই বিষয় সংক্রান্ত উপদেশ দেয় তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয়।

19/09/2023

অপমানিত হতেই হবে, ঠকতে হবে, ভুল মানুষের পাল্লায় পড়তে হবে, কাছের বন্ধুদের বাস্তব রুপ চিনতে হবে, চেনা মানুষকে অচেনা হতে দেখতে হবে, বিশ্বাসকে লুটিয়ে পড়তে দেখতে হবে, নিঃসঙ্গ হতে হবে, রক্তাক্ত হতে হবে, অঝোরে কাঁদতে হবে, অন্ধকার রাস্তায় হাঁটতে হবে, উচিত কথা বললে হাজারটা আঙুল গুনতে হবে, একটার পর একটা ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকাতে হবে। 💔

আর তারপর যখন ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হবে, তখন লোকে বুঝতে পারবে, যে মানুষটা উপরের আঘাতগুলো দিয়ে গড়া, তাকে ভাঙে এমন সাধ্যি কারোর নেই। ইনশাআল্লাহ। ❤️🤲🏻

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when kahdija posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kahdija:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share